রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।
নাচোলে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা

নাচোলে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দাতা ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন হুমায়ুন কবির, জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও প্রোগ্রামার অর্গানাইজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে মরদেহ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে ব্র্যাক। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামের এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের ওপর কুইজ প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কামাল হোসেন।
নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত

নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর বাজার এলাকায় মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুসরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব ও সজিবের খালা নার্গিস। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা

নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা নাচোলে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন নাচোল শাখার উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোলাবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল হক, নাচোল কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক(রসায়ন) আমেনা খাতুন লাইলী, প্রভাষক শফিকুল আলম, লেখক আলাউদ্দিন বটু, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্ঠা খাইরুল ইসলাম, মিজানুর রহমান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু সহ অন্যরা। এছাড়াও গুণীজনের মধ্য থেকে দেন সাংস্কৃতি ব্যাক্তিত্ব বীরেন সরকার, আল্পনা শিল্পী দেখন বর্মন প্রমূখ। আলোচনা শেষে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নাচোলে চার্জে দেয়া অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

নাচোলে চার্জে দেয়া অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মা মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোচার্জার ভ্যানে মঙ্গলবার রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫টার দিকে অটোভ্যান থেকে লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও স্পৃষ্ট হন। তাদের শব্দ পেয়ে ছেলের স্ত্রী ধরতে গেলে তাকেও বিদ্যুৎ শক করলে তিনি সেখানে ছিটকে পড়ে যান। তখন তিনি তার শ্বশুর আলমগীরকে ডাক দেন। ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ ভারসম্যহীন বয়স্ক এই নারীকে কাজলা বাজার ও তার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসী জানান, পুরাতন কাজলার রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এই অজ্ঞাত বয়স্ক নারীর মরদেহটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন তারা। আমনুরা রেলওয়ে ইনচার্জ এসআই আইনুল হক জানান, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে জানান আইনুল হক।
নাচোলে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেশন

নাচোলে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেশন চাঁপাইনবাবগঞ্জের নাচোল খ ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পৃথক সচেতনতামূলক সেশন পরিচালিত হয়েছে। সেশন পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মেডিকেল অফিসার (এমসিএইচএফপি) ডা. নোশীন ইয়াসমিন। এ সময় তিনি বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্যের সংজ্ঞা ও গুরুত্ব, শারীরিক ও মানসিক পরিবর্তন, নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার, যৌন সংক্রমণ রোগ ও প্রতিরোধ, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা, স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের ভূমিকা ও সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, যুব সংগঠন বিষয়ক সম্পাদক আবদুস সাত্তার, স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠান সম্পাদক আব্দুর রহমান মানিক। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সেশনের আয়োজন করে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এ সময় আরো উপস্থিত ছিলেন— উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, সদস্য নাবিউল ইসলাম, আসাদুজ্জামান, প্রিয়াঙ্কা প্রামাণিক, ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।
নাচোলে জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা

নাচোলে জনবল সংকটে ব্যাহত চিকিৎসা সেবা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট থাকায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। আবার চিকিৎসক থাকলেও কাঙ্ক্ষিত সেবা না পাওয়ার অভিযোগ রয়েছে রোগীদের। জানা যায়, ৫০ শয্যাবিশিষ্ট এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ জনের বিপরীতে ৯ জন চিকিৎসক থকলেও ৩ জন দিয়ে চলছে চিকিৎসা সেবা কার্যক্রম। সার্জারি ও জুনিয়র কনসালটেন্ট চিকিৎসক না থাকায় বছরের পর বছর ধরে অপারেশন থিয়েটারে পড়ে থেকে নষ্ট হচ্ছে অর্ধ কোটি টাকার আধুনিক যন্ত্রপাতি। এছাড়া হাসপাতালের ওয়ার্ডে নিরাপদ খাবার পানি সরবরাহ না থাকায় বাইরে থেকে খাবার পানি সংগ্রহ করতে হয় রোগীদের। এ অবস্থায় কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে নাচোলবাসী। বাধ্য হয়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিতে গিয়ে অতিরিক্ত খরচ করে নিঃস্ব হচ্ছেন মধ্য ও নিম্নবিত্ত পরিবারগুলো। নাচোল উপজেলার জনসংখ্যা প্রায় ২ লাখ। এছাড়াও সুবিধাজনক যোগাযোগ ব্যবস্থা ও নিকটবর্তী হওয়ার কারণে পার্শ্ববর্তী গোমস্তাপুর ও নওগাঁর নিয়ামতপুর উপজেলার রোগীরা চিকিৎসা নিতে আসেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আব্দুস সামাদ জানান, বহির্বিভাগ ও অন্তঃবিভাগ মিলে প্রতিদিন প্রায় ৬০০ রোগী চিকিৎসা নিয়ে থাকেন। তিনি আরো বলেন, বেশ কিছু রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় চিকিৎসা না পেয়ে অনেকেই ফিরে যাচ্ছেন। জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ২০২৪ সালের মাঝামাঝি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের উন্নয়ন ও শয্যাসংখা বৃদ্ধির পাশাপাশি পদ সৃষ্টি করা হয়েছে ঠিকই; কিন্তু প্রয়োজনীয় সংখ্যক জুনিয়র কনসালটেন্ট পদায়ন না করায় চিকিৎসা সেবার কোনো উন্নয়ন ঘটেনি। ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনবল কাঠামোতে ২৪ জন চিকিৎসকের পদ থাকলেও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চলতি বছরের কর্ম তালিকায় দেখা যায় চিকিৎসক রয়েছেন মাত্র ৯ জন। তার মধ্যে ডা. এ.এফ.এম আজিম আনোয়র সহকারী সার্জন (কোড নং- ১৪১৭৪৯) চলতি বছর ২৭ জানুয়ারি যোগদান করলেও তিনি অনুপস্থিত থাকেন। এছাড়াও ৩টি ইউনিয়ন সাবসেন্টারে ৩ জন সহকারী সার্জনের পদ থাকলেও ২টি পদ শূন্য রয়েছে এবং একটিতে ডা. সাদিয়া রহমান (কোড নং-১৪৫৮৬৯) যোগদান করলেও তিনি প্রেষণে কর্মরত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সার্জারি, গাইনি, অর্থোপেডিকস, কার্ডিওলজি, চক্ষু, নাক-কান-গলা, চর্ম ও যৌন বিভাগ থাকলেও এসব পদে কোনো চিকিৎসক নেই। এছাড়া পরিসংখ্যানবিদ, সহকারী নার্স, মেডিকেল টেকনলোজিস্ট (ফিজিওথেরাপি), হেলথ এডুকেটর এবং তৃতীয় ও চতুর্থ শ্র্রেণীর ২৫ জন কর্মচারীও নেই। অপর দিকে জরুরি উন্নত চিকিৎসার প্রয়োজনে হাসপাতালের রোগী স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স রয়েছে মাত্র একটি। আবার জ্বালানি তেল সরবরাহ না থাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা ঠিকমতো পাচ্ছেন না রোগীরা। এ ব্যাপারে মেসার্স হোসেন পেট্রোলিয়ামের ব্যবস্থাপক আব্দুল কাদের বলেন, গতবছর মে মাস থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে জ্বালানি তেল সরবরাহ বাবদ ১৭ লাখ ৮৫ হাজার ৮৩ টাকা বকেয়া রয়েছে। তিনি আরো বলেন, কর্তৃপক্ষকে বারবার তাগাদাপত্র দেয়া হলেও বকেয়া পরিশোধ না করায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এসব বিষয়ে সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মিজানুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে হাসপাতালের বিদ্যমান সংকট উত্তরণে চেষ্টা করব। এ অবস্থায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন, অ্যাম্বুলেন্স ও অন্যান্য লজিস্টিক সাপোর্ট বাড়ানো এবং ডায়াগনস্টিক বিভাগের আধুনিকীকরণসহ অপারেশন থিয়েটার চালুর উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন নাচোলবাসী।
নাচোল পৌরসভার ২১ বছর পূর্তিতে আলোচনা

নাচোল পৌরসভার ২১ বছর পূর্তিতে আলোচনা নাচোল পৌরসভার ২১ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে পৌর হলরুমে পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক কামাল হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিশিষ্ট রাজনীতিবিদ নূর কামাল, তৎকালীন প্যানেল মেয়র তৌফিকুর রহমান, নুরুল ইসলাম, দুরুল হুদা। পৌর পরিষদের কর্মকর্তা ও কর্মচারী আয়োজিত পৌরসভার ২১ বছর পূর্তি অনুষ্ঠানে বক্তারা ২০০৪ সালে স্থাপিত নাচোল পৌরসভার স্মৃতি এবং আগামীতে উন্নয়নের দিক নির্দেশনা তুলে ধরে আলোচনা করেন। পৌর লাইসেন্স পরিদর্শক আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নাচোল বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম এনামুল হক।
নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নাচোলে আদিবাসী শিশুদের শিক্ষা অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে এসেডো’র নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, উপজেলা শিক্ষা অফিসার মৃনাল কান্তি সরকার, স্বাক্ষরতা অভিযান এর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সামছুন নাহার বেগম, প্রোগাম অফিসার সিরাজুল ইসলাম, এসেডো’র ফাইন্যান্স ম্যানেজার আজাহার আলী, ভেরেন্ডী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির উদ্দিন,পীরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুসলেম উদ্দিন, নাসিরাবাদ দুলাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, আদিবাসী নেতা বিধান সিং ও যতীন হেমরম। এছাড়া আরো উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ছাত্র/ছাত্রীবৃন্দ ও গনমাধ্যম কর্মী। আলোচনাসভায় আদিবাসীদের শিক্ষার মান বৃদ্ধি কিভাবে করা যায় সে বিষয়ে সমস্যা ও তাকে উত্তোরনের উপায় নিয়ে আলোচনা করা হয়।