নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত

নাচোলে জেলা তথ্য অফিসের উদ্যোগে নারী সমাবেশ অনুষ্ঠিত নাচোলে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) আওতায় গ্রামীণ জীবন মান উন্নয়নের লক্ষে মাদকের ভয়াবহতা রোধ, বাল্য বিবাহ, গুজব, ডেঙগু জ্বর সন্ত্রাস, সাম্প্রদায়িকতা মুক্ত সমাজ বিনির্মাণ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিসের উদ্যোগে, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে, জেলা তথ্য অফিসার আব্দুল আহাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাচোল খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) নূর কামাল, রাজবাড়ী কলেজের সহকারী অধ্যাপক (আইসিটি) হুমায়ন কবীর আজম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, নাচোল প্রেস ক্লাবের সভাপতি অলিউল হক ডলার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সাইন অপারেটর রাশেদুল আলম।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে নতুন আক্রান্ত আরো ২ জন : হাসপাতালে ভর্তি রোগী ৬ চাঁপাইনবাবগঞ্জে নতুন করে আরো ২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৭ জনে। সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ  আজ জানান, নতুন করে নাচোলে ১ জন ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বতর্মানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন ও অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জনসহ ৬ জন রোগী ভর্তি রয়েছে। তাদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। সবমিলিয়ে চলতি বছর জেলায় আক্রান্ত ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ জনে। তবে ভর্তি ৬ জন ছাড়া বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। ডেঙ্গু রোগীর প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানান সিভিল সার্জন। তিনি সবাইকে ডেঙ্গুর হাত থেকে বাঁচতে সচেতন হওয়ারও আহ্বান জানান। মশারি টানিয়ে ঘুমানো, যেখানে সেখানে পানি জমতে না দেয়া, ডাবের খোসা যেখানে সেখানে না ফেলা, ময়লা আবর্জনা পরিষ্কার ডেনে না ফেলে নির্দিষ্ট স্থানে রাখা, বাড়ির চারপাশ পরিচ্ছন্ন রাখা, জ্বর দেখা দিলে নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেয়ারও আহ্বান জানান তিনি।

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ

নাচোলে বজ্রপাত রোধে তালগাছের বীজ রোপণ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বজ্রপাত রোধ ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি নিরসনে ৫ কিলোমিটার রাস্তার দুই পাশে তালবীজ রোপণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় ফতেপুর ইউনিয়নের মির্জাপুর বাজার থেকে বীরেনবাজার হয়ে আলিশাহপুর মোড় পর্যন্ত এই তালবীজ রোপণ করা হয়। ডাসকো ফাউন্ডেশনের দুর্যোগ ভলান্টিয়ার ও সিএসইও সদস্যদের আয়োজনে রোপণকালে উপস্থিত ছিলেনÑ ফতেপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইসমাইল হক অপু, ডাসকো ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক আহসান হাবীব।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সমাজসেবক সাবের আহমেদ ও মোহাম্মদ আলী, মহিলা সদস্য ইসমত আরা ও মোসাম্মৎ তোহরা খাতুন।

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

নাচোলে পুকুরে ডুবে শিশুর মৃত্যু নাচোলে পুকুরে ডুবে মনিরা ইয়াসমিন নামে ৩ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত শিশু কসবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আখিলা গ্রামের শাজাহান আলীর মেয়ে। পরিবার ও পুলিশ সূত্র জানায়, আজ সকাল ৮টার দিকে মায়ের সাথে বাড়ির অদূরে পুকুর ঘাটে যায় মনিরা। মা ঘাটে কাজ করার এক পর্যায়ে সে খেলা করতে করতে সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তার খোঁজ করা হলে পুকুরে ভাসমান অবস্থায় শিশুটিকে পাওয়া যায়। এসময় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নাচোল থানার উপ-পরিদর্শক(এসআই) মেসবাউল হক জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নাচোলে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে নাচোলে ২০২৪-২৫ অর্থবছরে খরিফ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও মাসকালাই ফসলের আবাদ বৃদ্ধির ল„ক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। এসময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষি সম্প্রসারণ অফিসার আবদুন নুর, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, ২০২৪-২৫ অর্থবছরে ১ হাজার ৪৫০ জন কৃষকের মধ্যে মাসকালাই ও ৫৫০ জন কৃষকের মধ্যে পেঁয়াজের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হচ্ছে।

নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন

নাচোলে তাল বীজ রোপণের উদ্বোধন নাচোলে নাগরিক সংগঠনের উদ্যোগে তাল গাছের বীজ রোপণ করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের রুদ্রকুন্ড গ্রাম থেকে দিব্যস্তলী আদিবাসীপাড়া পর্যন্ত ১১শ তাল বীজ রোপণ করা হয়। রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। এসময় ইউপি চেয়ারম্যান আমিনুল হকসহ ডাসকোর প্রতিনিধি ও নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাত থেকে রক্ষার জন্যই ডাসকো ফাউন্ডেশনের যুক্ত প্রকল্পে নাগরিক সমাজ সংগঠনের সদস্যরা এ উদ্যোগ গ্রহন করেন।

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন

চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন চাঁপাইনবাবগঞ্জে রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম’র বিভিন্ন শ্রোতাক্লাব পরিদর্শন করলেন বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের সোশ্যাল সেফগার্ড কনসালটেন্ট মুহাম্মদ এনামুল হক। আজ সকালে নাচোল উপজেলার ফতেপুরে শ্রোতাক্লাব পরিদর্শন করেন তিনি। এসময় তিনি রেডিও মহানন্দার বিভিন্ন শ্রোতাক্লাবের সদস্যদের সাথে কথা বলেন। রেডিও মহানন্দা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় বিডি রুরাল ওয়াস ফর এইচসিডি প্রকল্পের মাধ্যমে নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা, হাত ধোয়া ব্যবস্থাপনা, মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনা, নিরাপদ পানি ব্যবস্থাপনা, শিশুর জন্য উন্নত ওয়াস আচরণ নিয়ে কাজ করছে। এসময় উপস্থিত ছিলেন প্রাস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলি, ইউনিট-১১ ফতেপুর ব্যবস্থাপক আনোয়ার হোসেন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, সহকারী প্রযোজক ( অনুষ্ঠান ও খবর) শাহরিয়ার হোসেন ও সোনিয়া শীল। পরে তিনি প্রয়াসের সদস্যদের নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাপনা পরিদর্শন করেন।

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ

বিভিন্ন দাবিতে নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিক্ষোভ মিছিল,সমাবেশ ও স্মারকলিপি পেশ বিভিন্ন দাবিতে নাচোল উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি পেশ কর্মসূচী পালন করেছে। দাবির মধ্যে রয়েছে নিরাপত্তা,ভূমি ও পুকুর জবর দখল রোধ,বসত উচ্ছেদের চেষ্টা ও ভীতি প্রদর্শণ বন্ধ করা, সমতলের আদিবাসিদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন করা ও অন্তবর্তীকালীন সরকারের একজন উপদেষ্টাকে আদিবাসি সংক্রান্ত দায়িত্ব দেয়া। আজ দুপুরে সম্মিলিত আদিবাসী সমাজের ব্যানারে এই কর্মসূচী পালিত হয়। এতে জেলার নাচোল, গোমস্তাপুর ও সদর উপজেলার বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কয়েকশত নারী-পুরুষ ও শিক্ষার্থী অংশ নেন। নাচোল সদর বাসষ্ট্যান্ড মোড়ে জড়ো হয়ে অবস্থান নেয়ার মাধ্যমে কর্মসূচী শুররু হয়। পরে সেখান থেকে মিছিল বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে সমাবেশ হয়। জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিচিত্রা তির্কির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরাম কেন্দ্রীয় সভাপতি হিংগু মুর্মু,সাধারণ সম্পাদক প্রভাত টুডু, জহরলাল এককা,নাচোলের রানী ইলা মিত্র সংসদ আহব্বায়ক বিধান সিং,নাচোল পুজা উদযাপন পরিষদ নেত্রী রঞ্জনা বর্মন, নির্যাতিত আদিবাসী গোমস্তাপুরের মাধাইপুর গ্রামের বিথি তুরি সরদার প্রমুখ। বক্তরা বলেন, রানৈতিক পট পরিবর্তণের পর আদিবাসীরা বারবার নির্যাতিত হয়। কিন্তু তাৎক্ষনিকভাবে কেউ এগিয়ে আসেনা। কিন্তু এদশে তো আদিবাসীদেরও। এদমে জন্মেছি। এদেশে মরব। দেশ ছেড়ে কোথাও যাব না। তারা আদিবাসিদের প্রতি বঞ্চনা বৈষম্যর প্রতিবাদ করেন। শেষে ্উপজেলা নির্বাহী অফিসারের মাধমে ৮ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেয়া হয়।

নাচোলে মাছের পোনা অবমুক্ত

নাচোলে মাছের পোনা অবমুক্ত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার মল্লিকপুরে অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সমন্বিত কৃষি ইউনিটের (মৎস্য খাত) সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গোমস্তাপুর উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা নাসির উদ্দিন। এতে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের আঞ্চলিক ব্যবস্থাপক ইমরান আলী, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসস্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। আলোচনা শেষে মল্লিকপুর বাজার সংলগ্ন মহানন্দা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮৮ এফএম। উল্লেখ্য, গত ৩০ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ পালিত হয়।

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময়

নাচোলে পুলিশের মনোবল ফেরাতে শিক্ষার্থীদের মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জের নাচোলে পুলিশের মনোবল ফেরাতে ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। রবিবার বেলা সাড়ে ১১টায় নাচোল থানা চত্বরে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) ও স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এ মতবিনিময় করেন। শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে। পূর্বের সকল জঞ্জাল পরিষ্কার করার সময় এসেছে। দুর্নীতিমুক্ত সমাজ গঠনের এখনই সময়। তারা আরো বলেন, সরকার পতনে দেশে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে। মাদক কারবারি, চুরি ও ডাকাতি বৃদ্ধি পেয়েছে। এ থেকে বের হতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। পুলিশ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও ছাত্র সমন্বয়কদের একসঙ্গে কাজ করতে হবে। এদিকে শিক্ষার্থীরা সারাদেশের ন্যায় ৬ষ্ঠ দিনেও নাচোল উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালনসহ বাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি অব্যাহত রেখেছেন।