রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন

রাজশাহী-ঢাকা রুটে চলা ৪টি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালুসহ ৮ দফা দাবিতে মানববন্ধন রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী চারটি আন্ত:নগর ট্রেন চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানো সহ ৮ দফা দাবিতে মানববন্ধন ও স্মারককলিপি প্রদান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। আজ সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনের আয়োজন করে। শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনি-পেশার প্রতিনিধি এবং সাধারণ মানুষ কর্মসূচীতে যোগ দিয়ে একাত্মতা প্রকাশ করেন। ঘন্টারও বেশি সময়ের মানববন্ধনে আয়োজকরা আগামী ৭ দিনের মধ্যে কর্তৃপক্ষ দাবি পূরণের আশ^াস না দিলে আগামী ১৪ মে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনে ‘বনলতা’ ট্রেন অবরোধের কর্মসূচী দেন। মানববন্ধনে বক্তব্য দেন জেলা সুজন সভাপতি আসলাম কবীর, সম্পাদক মনোয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতি সভাপতি মোহাম্মদ ইসাহাক, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ,শাহ নেয়ামতুল্লাহ কলেজ অধ্যক্ষ কামরুজ্জামান, জেলা হাসপাতালের চিকিৎসক ইসমাইল হোসেন ও মাহফুজ রায়হান,জেলা বৈষম্যবিরোদী ছাত্র আন্দোলন আহব্বায়ক আব্দুর রাহিম,নাগরিক কমিটি যুগ্ম আহব্বায়ক আবু হেনা বাবলু, প্রবীন হিতৈষী সংঘের আফসার আলী,মর্ডান মাকেট কমিটি সভাপতি গোলাম মোস্তফা,জেলা কলেজ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ সম্পাদক বাবুল আখতার,জেলা পুজা উদযাপন কমিটি সভাপতি ডাবলু কুমার ঘোষ,জেলা চা দোকান মালিক সমিতি সভাপতি কামরুজ্জমান মুক্তা,সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান,জেলা যুবদলের সাবেক সম্পাদক আব্দুর রহমান সহ অনেকে। বক্তরা বলেন, রাজশাহী-ঢাকা রুটে ৫টি আন্ত:নগর ট্রেন চললেও শুধু ‘বনলতা’ রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে। অথচ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সকল ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালাানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দূর্ভোগ পোহাতে হচ্ছে। আম সহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। মানবন্ধন শেষে জেলা প্রসাসকের মাধ্যমে রেল উপদেষ্টা ও সচিব এবং সড়ক উপদেষ্টা ও সচিবকে স্¥রকলিপি দেয়া হয়। ৮দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্ম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক ষ্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা,সকল আন্ত:নগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস ষ্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রুপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনামসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ আহম্মেদ রায়হান শরিফ, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারী কলেজের প্রদর্শক আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক দুরুল হোদা, আনসার ভিডিপির প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা। আলোচনাসভায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সিসি ক্যামেরা স্থাপন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ, ফটোস্ট্যাট এর দাকান বন্ধ, রাস্তার পাশে ইমারত নির্মানের সামগ্রী অপসারন, নাচোল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রন, উপজেলা টু বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্মানাধীন ড্রেন দ্রুত নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা

নাচোলে স্বেচ্ছাসেবী সংগঠনের মাসিক সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলের নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলা মিত্র মঠ প্রাঙ্গণে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ জনকল্যাণ’র মাসিক সভা ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জনকল্যাণের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা এসব কর্মসূচির আয়োজন করে। আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জনকল্যাণের সভাপতি বদরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সংগঠনের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, মাদকবিরোধী প্রচারকারী সাংবাদিক শাহারিয়া শাহাদাৎ, সমাজসেবক হক সাহেব, সদস্য রাফিউল ইসলাম আরো অনেকে। এ সময় সংগঠনের সদস্যরা সমাজসেবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের যুবসমাজকে রক্ষা করতে হলে আর আমাদের সুস্থ থাকতে হলে অবশ্যই মাদককে না বলতে হবে। এছাড়া কোনো বাল্যবিয়ে হতে দেওয়া যাবে না। এতে আমাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে এগিয়ে যাবে। মাতৃমৃত্যু হার কমাতে হলে অবশ্যই বাল্যবিয়ে বন্ধ করতে হবে।

নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে  কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেযারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ কৃষিবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলার আলমপুরে কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। এসময় তিনি বলেন, কৃষক আপনার কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, কৃষকের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন পেঁয়াজ বীজ ভালো পালন হয়েছে এবার, বৃষ্টি কম হয়েছে। যার ফলে বীজের কোন ক্ষতি হয়নি। কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। রৌদ্রজ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে। সলেহ আকরাম বলেন প্রয়াস পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে এটা চমৎকার উদ্যেগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না প্রত্যেকটা খাবারে পেঁয়াজ দরকার। আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার, ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করার সুবিধা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সিসের সহকারী ব্যবস্থাপক (দক্ষিণ) কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়   চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৩টি থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র‌্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স সাথী ব্রিকসকে ৩ লক্ষ এবং মেসার্স তামিম ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।

নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ

নাচোলে বর্ণিল আয়োজনে পালিত হলো বর্ষবরণ চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে নববর্ষ ১৪৩২ বর্ষবরণ উৎসব পালিত হয়েছে। উপজেলা ৎফাঘষ চত্বরে সকাল ৮ টায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পান্তাভাত পরিবেশনের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৮ টায় উপজেলা চত্বর থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিয়া সুলতানার নেতৃত্বে শুরু হওয়া শোভাযাত্রায় অং নেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এবং নানা বয়সী মানুষ। শোভাযাত্রায় মুখোশ, মাছধরা জাল, গরুর গাড়ি, লাঙ্গল, নিয়ে তুলে ধরা হয়েছে গ্রামীণ জীবন ও প্রকৃতি নির্ভর মানুষের সংগ্রামের রূপ ফুটে উঠে। হলুদ, লাল, সবুজ ও কমলা রঙের পোশাকে সাজেন সবাই। নারীদের মাথায় ফুলের মালা, হাতে রঙিন চুড়ি এবং শিশুদের মুখে উচ্ছ্বাস সব মিলিয়ে ছিলো প্রাণবন্ত পরিবেশ। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু করে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে শেষ হয়। সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সংগীত পরিবেশন করা হয়। এতে উপস্থিত দর্শকরা আনোন্দ উল্লাসে মেতে ওঠে। অপরদিকে নাচোল সরকারি কলেজ, মহিলা কলেজ, খুরশেদ মোল্লা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, মুন্সী হযরত আলী উচ্চ বিদ্যালয়, এশিয়ান স্কুল এন্ড কলেজ, বেগম মহসিন ফাজিল মাদ্রাসা তারা নিজ উদ্যোগে নিজ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়ে বর্ষবরণ উৎসব পালন করেন।

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন এক তরুণ নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সারোয়ার জাহান শাওন নামের এক তরুণের মৃত্যু হয়েছে। মারা যাওয়া তরুণ নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কলিহার গ্রামের জিয়াউর রহমানের ছেলে। আজ দুপুরে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আজ দুপুরে দিকে নিজেদের বাড়ির আঙ্গিনায় খড়ের গাদায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। এসময় শাওন পুকুর থেকে মটরের সাহায্যে পানি দিতে গিয়ে বিদুৎ্যস্পৃষ্ট হয়। এসময় আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঈদুল ফিতরের খুশির এই দিনে মর্মান্তিক এই দুর্ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে। নিহতের পিতা জিয়াউর রহমান জানান, আজ রাত ৯টায় কলিহার পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে জানাজা শেষে তাকে ওই গ্রামে দাফন করা হয়।

নাচোলে ভিডব্লিউবি কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নাচোলে ভিডব্লিউবি কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৫-২৬ চক্রের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অবহিত করণ সভায় সূচনা বক্তব্য দেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো। এসময় নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহম্মদ রায়হান শরিফ, উপজেলা ইঞ্জিনিয়ার সাহিনুল ইসলাম, সমাজসেবা অফিসার সোহেল রানা, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- নূর ইসলাম মাবুদ ও রেজাবুল নামের দুই ব্যক্তি পরস্পর আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সোমবার রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মহিলারা ঝগড়া থেকে সংঘর্ষে জড়ায়। পরে পুরুষরাও যোগ দেয়। এতে অন্তত ৯ জন আহত হয়। তাদের মধ্যে আজিজা (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।