নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক

নাচোলে মাদকসেবনের অভিযোগে ৫ জন আটক চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন—নেজামপুর ইউনিয়নের হাটবাকইল গ্রামের আলমগীর হোসেন (৫০), ফরহাদ হোসেন (৩০), কাবুল ইসলাম (২০), সনোয়ার হোসেন (৪২) এবং নাচোল ইউনিয়নের হাঁকরইল গ্রামের ওয়াসিম আলী (৩৯)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযানে চোলাইমদ সেবন করার অভিযোগে তাদের আটক করা হয়। বুধবার আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

নাচোলে ২ শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১ নাচোলে ২ শিশুকে ধর্ষণের অভিযোগে নূরুল হক ভদু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বিকালে নাচোল উপজেলার ভেরেন্ডী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার নুরুল ভেরেন্ডী গ্রামের মৃত দোস্ত মোহাম্মদের ছেলে। এজাহারের বরাতে নাচোল থানার অফিসার ইনচার্জ – ওসি মনিরুল ইসলাম বলেন, গত ১৪ সেপ্টেম্বর রাতে একটি বাড়ির জানালার ইট সরিয়ে ঘরে ডুকে ভদু। এসময় ঘরে থাকা দুই খালাতো বোন ১০ ও ১১ বছরের শিশুকে ধর্ষণ করে। ওসি আরো বলেন শিশু দুটিকে পুলিশের সাপোর্ট হোমে রাখা হয়েছে। আগামীকাল তাদের ডাক্তারি পরীক্ষা করানো হবে। এ ঘটনায় শিশু দুটির পরিবারের পক্ষ থেকে নাচোল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন বলেও জানান ওসি।
নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

নাচোলে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত নাচোলে পণ্যবাহী একটি ট্রাকের সাথে সংঘর্ষে আবুল কালাম আজাদ নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত গোমস্তাপুর সদর ইউনিয়নের নয়াদিয়াড়ি গ্রামের সাদেক আলী বিষুর ছেলে। আজ দুপুরে ফতেপুর গ্রামের রাস্তার চাঁপাইনবাবগঞ্জ থেকে গোমস্তাপুরগামী সড়কে ঘটনাটি ঘটে। পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে গোমস্তাপুর যাবার পথে একটি রিক্সাভ্যানকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক আবুল কালম আজাদ। তিনি ঢাকায় একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন। তিনি এক নিকটাত্মীয়ের জানাযায় অংশ নিতে ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে দূর্ঘটনার কবলে পড়ে নিজেই মারা যান। ঘটনার পরপরই ট্রাক ফলে চালক ও সহকারী পালিয়ে যায়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিুরল ইসলাম বলেন, পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধার ও ট্রাকটি আটক করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ।
নাচোলে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে

নাচোলে থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে “পুলিশই জনতা, জনতাই পুলিশ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশের আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, ইভটিজিংসহ নানাবিধ সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রবিবার সকাল ১১টার দিকে নাচোল থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওপেন হাউস ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অপরাধ নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকলের অভিযোগ নাচোল উপজেলার সবচেয়ে বড় সমস্যা মাদক। তিনি বলেন অপরাধ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক, বাল্যবিবাহ, চাঁদাবাজি, চুরি এবং অন্যান্য সকল সামাজিক অপরাধ নির্মূলে সামাজিক আন্দোলনে অংশীদার হতে হবে। তিনি বলেন, গ্রাম পুলিশ যারা আছে তারা গ্রামের সকল বিষয় সম্পর্কে অবগত থাকে। তারা বিভিন্ন সমস্যা অপরাধের তথ্য পুলিশকে দিলে পুলিশের কাজ অনেক সহজ হয়। একটি সমাজ পুলিশ ছাড়া ভালো থাকতে পারে না। পুলিশ একটি বাহিনী কেউ যদি অন্যায় করে কোন দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের দায় সমস্ত পুলিশ বাহিনী নিবেনা। তারেক হাসান বলেন, কাজ করতে গেলে ভুল হয়। অনেক সদস্যের অনিচ্ছাকৃত কিছু ভুল হতে পারে। আমার দরজা সব সময় খোলা। তিনি বলেন, পুলিশের একার পক্ষে চুরি, ছিনতাই কিংবা ইভটিজিং বন্ধ করা সম্ভব নয়, কাজেই লন—অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকতে হবে এবং কোনো অপরাধ চোখে পড়লেই তা সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সর্বদা জনগণের পাশে আছে এবং থাকবে। সূচনা বক্তব্যে অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু, পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করতে হবে। পুলিশ জনগণের সেবক হয়ে সব সময় পাশে থেকে কাজ করছে। পুলিশের পাশাপাশি সাধারণ জনগণেরও দায়িত্ব মাদক, ইভটিজিং ও সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। মাদকের সঙ্গে কোন আপোষ নেই মাদক বিক্রেতা ও সেবন কারিসহ যে কোনো অপরাধীর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান তিনি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা শাখার আমীর প্রভাষক ইয়াকুব আলী ও সেক্রেটারি মাওলানা মোবারক আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, নাচোল সদর ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, ওসি তদন্ত এস এম নূরুল কাদির সৈকত। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন।
রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী

রাজশাহীতে বিজ্ঞান উৎসবে চাঁপাইনবাবগঞ্জের ৫ জন বিজয়ী বিজ্ঞানমনস্ক হওয়ার প্রত্যয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বিকাশ-বিজ্ঞানচিন্তা— বিজ্ঞান উৎসবের আঞ্চলিক পর্ব। রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশ নেন এই উৎসবে। শনিবার এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে কুইজ প্রতিযোগিতায় নিম্ন মাধ্যমিক (ষষ্ঠ-অষ্টম) পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্কুলের তাহমিদ উল ইসলাম এবং তৃতীয় স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর আব্দুল্লাহ আল মুহিত। অন্যদিকে মাধ্যমিক পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছেন একই বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মিনহাজুল মাহিম জীবন এবং সপ্তম স্থান অধিকার করেছেন নবম শ্রেণীর সামিন ইয়াসার সোহাগ। এছাড়া বিজ্ঞান প্রজেক্ট প্রতিযোগিতায় সপ্তম স্থান অধিকার করেছেন ষষ্ঠ শ্রেণীর তাহমিদ উল ইসলাম। বিজয়ীরা ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় পর্বে অংশ নেয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজে অনুষ্ঠিত প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেন রাজশাহী সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর বিশ্বজিৎ ব্যানার্জি ও বিজ্ঞান চিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারসহ অতিথিবৃন্দ।
নাচোলে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা

নাচোলে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সভা নাচোলে নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণে শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে আজ এক সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নেজামপুর উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুদ্দিন। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা দাতা ইব্রাহিম খলিল, সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম বাদশাহ, ব্র্যাকের সেক্টর স্পেশালিস্ট ইকোনমিক রিইন্টিগ্রেশন হুমায়ুন কবির, জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন ও প্রোগ্রামার অর্গানাইজার মিজানুর রহমান উপস্থিত ছিলেন। বিদেশ যাবার আগে সঠিকভাবে পাসপোর্ট ভিসা যাচাই-বাছাইয়ে সহযোগিতা করা, আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে মরদেহ ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত হয়ে ফেরত ব্যক্তিকে যাচাই-বাছাইপূর্বক আর্থিক সহায়তা করাসহ বিভিন্ন বিষয়ে কাজ করছে ব্র্যাক। ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রি-ইন্টিগ্রেশন অব বাংলাদেশী রির্টানি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) নামের এই প্রকল্পটি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণের ওপর কুইজ প্রতিযোগিতায় ১৫ জন শিক্ষার্থীকে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কামাল হোসেন।
নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত

নাচোলে সড়ক দু*র্ঘট*নায় মোটরসাইকেলের ২ আরোহী আ*হ*ত নাচোল উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। আজ বিকেল ৩টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের নেজামপুর বাজার এলাকায় মরাফেলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের সংবাদ পেয়ে নাচোল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের মানুসরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে সজিব ও সজিবের খালা নার্গিস। আহতরা নিজবাড়ি আমনুরা থেকে নাচোল যাওয়ার পথে নেজামপুর মরাফেলা নামক স্থানে একটি স্টিয়ারিং ভটভটিকে ওভারটেক করার সময় বিপরিতগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। এতে তারা গুরুতর আহত হন। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে ট্রাকটিকে থানা হেফাজতে নেয়া হয়েছে।
নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা

নাচোলে গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা নাচোলে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন নাচোল শাখার উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও স্বেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে নাচোল ডেভেলপমেন্ট সোসাইটির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য দেন নাচোল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, গোলাবাড়ী আদর্শ কলেজের অধ্যক্ষ গাজিউল হক, নাচোল কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক(রসায়ন) আমেনা খাতুন লাইলী, প্রভাষক শফিকুল আলম, লেখক আলাউদ্দিন বটু, চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উপদেষ্ঠা খাইরুল ইসলাম, মিজানুর রহমান, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু সহ অন্যরা। এছাড়াও গুণীজনের মধ্য থেকে দেন সাংস্কৃতি ব্যাক্তিত্ব বীরেন সরকার, আল্পনা শিল্পী দেখন বর্মন প্রমূখ। আলোচনা শেষে নাচোল উপজেলার বিভিন্ন এলাকার গুণীজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
নাচোলে চার্জে দেয়া অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু

নাচোলে চার্জে দেয়া অটোরিক্সায় বিদ্যুতায়িত হয়ে মা ও মেয়ের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মারা যাওয়া মা মরাফেলা গ্রামের মো. আলমগীরের স্ত্রী হাওয়া বেগম (৪২) ও মেয়ে আয়েশা বেগম (২২)। বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আলমগীরের বাড়িতে ব্যাটারিচালিত একটি অটোচার্জার ভ্যানে মঙ্গলবার রাতে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে। ভোর সাড়ে ৫টার দিকে অটোভ্যান থেকে লাইন সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া বেগম। তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশা বেগমও স্পৃষ্ট হন। তাদের শব্দ পেয়ে ছেলের স্ত্রী ধরতে গেলে তাকেও বিদ্যুৎ শক করলে তিনি সেখানে ছিটকে পড়ে যান। তখন তিনি তার শ্বশুর আলমগীরকে ডাক দেন। ঘর থেকে এসে দেখেন স্ত্রী ও মেয়ে ঘটনাস্থলেই মরে পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি।
নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

নাচোলে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। উপজেলার কসবা ইউনিয়নের পুরাতন কাজলা নামক স্থানে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন যাবৎ ভারসম্যহীন বয়স্ক এই নারীকে কাজলা বাজার ও তার আশপাশে ঘোরাফেরা করতে দেখা গেছে। এলাকাবাসী জানান, পুরাতন কাজলার রেলক্রসিং থেকে প্রায় ২০০ গজ দূরে লাইনের পাশে ট্রেনে কাটা পড়ে দুই পা বিচ্ছিন্ন অবস্থায় এই অজ্ঞাত বয়স্ক নারীর মরদেহটি দেখতে পেয়ে রেল পুলিশকে খবর দেন তারা। আমনুরা রেলওয়ে ইনচার্জ এসআই আইনুল হক জানান, রাজশাহী থেকে রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মহিলাটির আনুমানিক বয়স প্রায় ৬৫ বছর। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং সকাল সাড়ে ৮টার দিকে তার মরদেহ উদ্ধার করি। পরবর্তী আইনি পদক্ষেপ সম্পন্ন করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা হবে বলে জানান আইনুল হক।