জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন

জনবল সংকট : খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে নাচোল রেলস্টেশন চাঁপাইনবাবগঞ্জের গুরুত্বপূর্ণ নাচোল রেলওয়ে স্টেশনটি এখন জরাজীর্ণ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মাত্র তিনজন কর্মচারী দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে স্টেশনের কার্যক্রম। এর সাথে যোগ হয়েছে অবকাঠামোগত বেহাল দশা। কর্তৃপক্ষের দীর্ঘদিনের উদাসীনতায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। স্টেশন সূত্রে জানা গেছে, নিরাপত্তার বালাই নেই বললেই চলে। পুরো স্টেশনের দায়িত্বে রয়েছেন মাত্র দুজন বুকিং সহকারী এবং একজন পরিচ্ছন্নতাকর্মী। স্টেশন মাস্টারের অভাব এবং পর্যাপ্ত জনবল না থাকায় দাপ্তরিক কাজ থেকে শুরু করে যাত্রীসেবা— সবকিছুই ব্যাহত হচ্ছে। সরেজমিনে দেখা যায়, স্টেশনের প্ল্যাটফর্মটি এখন আর যাত্রীদের জন্য নিরাপদ নয়। নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্ল্যাটফর্মের ওপর দিয়েই যখন-তখন চলাচল করছে রিকশাভ্যান, অটোরিকশা এবং মোটরসাইকেল। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রেলযাত্রীরা। এছাড়াও, প্ল্যাটফর্মের বড় একটি অংশ বিভিন্ন ভাসমান দোকানের দখলে চলে গেছে। হকার ও যানবাহনের দাপটে ট্রেনের জন্য অপেক্ষা করায় এখন যাত্রীদের দায় হয়ে পড়েছে। এছাড়া স্টেশনের ওয়াশরুমটি দীর্ঘদিন ধরে অকেজো হয়ে পড়ে আছে। ফলে নারী ও শিশুযাত্রীরা সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ছেন। অন্যদিকে, স্টেশনে নেই কোনো কার্যকর ড্রেনেজ ব্যবস্থা। ফলে বর্ষাকালে সামান্য বৃষ্টিতেই প্ল্যাটফর্ম বৃষ্টির পানিতে ডুবে যায়, তখন নোংরা পানি মাড়িয়ে যাত্রীদের ট্রেনে উঠতে হয়। বর্ষাকালে এই দুর্ভোগ চরম আকার ধারণ করে। এ বিষয়ে বুকিং সহকারী (ইনচার্জ) জানান, স্টেশনের এই দুরবস্থার কথা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার অবগত করা হয়েছে। বিশেষ করে ‘এসএসএই (ওয়ার্কস) বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী’কে বিভিন্ন সময়ে লিখিত আবেদন জানিয়েও কোনো সুরাহা মেলেনি। আবেদনের পর আবেদন জমা পড়লেও কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি রেলওয়ে কর্তৃপক্ষ। নাচোল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আমানুল্লাহ আল মাসুদ, সঞ্চয় বন্ধনে আমরা সংগঠনের সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম এবং স্থানীয় যাত্রী ও সচেতন মহলের দাবি, দ্রুততম সময়ের মধ্যে নাচোল রেলস্টেশনের জনবল সংকট দূর এবং সংস্কারের মাধ্যমে যাত্রীসেবার মান ফিরিয়ে আনা হোক।

নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

নাচোলে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে গণভোট এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. গোলাম রব্বানী সরদার। তিনি সাধারণ নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উন্মুক্ত আলোচনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আছলাম আলী। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা তাদের মতামত তুলে ধরেন। সভায় বিশেষভাবে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন ও ডিজিটাল নজরদারি ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ভোট কেন্দ্রে পর্যায়ক্রমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে, যাতে ভোটগ্রহণের প্রতিটি ধাপ স্বচ্ছ ও নজরদারির আওতায় থাকে। এতে করে অনিয়ম, সহিংসতা ও অভিযোগের আশঙ্কা কমবে বলে মত প্রকাশ করেন বক্তারা। এছাড়া নির্বাচন চলাকালীন গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো বন্ধে সতর্ক নজরদারি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ভোটগ্রহণ শেষে শান্তিপূর্ণভাবে ফলাফল ঘোষণা পর্যন্ত সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : চাঁপাইনবাবগঞ্জে তিনটি আসনে লড়বেন ১৩ প্রার্থী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের তিনটি আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বাছাইয়ে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়ে গেছে। তবে তারা আপিল করলে প্রার্থিতা ফিরেও পেতে পারেন। বর্তমানে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রিটার্নিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিঞা, জামায়াত মনোনীত প্রার্থী মো. কেরামত আলী, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থী মো. আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী নবাব মো. শামসুল হোদা ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। এই আসনে আয়করের তথ্যের সাথে হলফনামায় উল্লিখিত সম্পদের গরমিল থাকায় জাতীয় পার্টির প্রার্থী মোহা. আফজাল হোসেনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. আমিনুল ইসলাম, জামায়াত মনোনীত প্রার্থী মু. মিজানুর রহমান, বাংলাদেশের কমউিনিস্ট পার্টি-সিপিবি’র প্রার্থী মো. সাদেকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বংলাদেশের প্রার্থী মো. ইব্রাহিম খলিল। এই আসনে দ্বৈত নাগরিকত্ব ত্যাগের প্রমাণপত্র এবং দলীয় মনোনয়নের মূল চিঠি সংযুক্ত না থাকায় খুরশিদ আলম বাচ্চুর মনোনয়ন বাতিল করা হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন— বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশীদ, জামায়াত মনোনীত প্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল, গণঅধিকার পরিষদ জিওপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. মনিরুল ইসলাম। ঋণখেলাপি ও হলফনামায় মামলার তথ্য গোপন করায় এই আসনে জেএসডির প্রার্থী মো. ফজলুর ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাছাইকালে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ জানিয়েছিলেন, বাতিলকৃত প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির তারিখ ১০ জানুয়ারি শনিবার থেকে ১৮ জানুয়ারি রবিবার পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি মঙ্গলবার এবং প্রতীক বরাদ্দ করা হবে ২১ জানুয়ারি বুধবার। উল্লেখ্য, ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে জেলা প্রশাসনের নির্বাচন সেল থেকে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোটকক্ষের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৭ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৮৪টি এবং মোট ভোটকক্ষ হচ্ছে ৮৬১টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোটকক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি।

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

চাঁপাইনবাবগঞ্জের তিন আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য চাঁপাইনবাবগঞ্জের তিনটি সংসদীয় আসনে জমা দেওয়া মনোনয়নপত্র বাছাই শেষে জাতীয় পার্টির দুইজন ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন প্রার্থীর মনোনয়নপত্র ত্রুটি সংশোধন সাপেক্ষে বৈধ ঘোষণার অপেক্ষায় রয়েছে (পেন্ডিং)। বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র বাছাই শেষে এসব তথ্য জানান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহাদত হোসেন মাসুদ। তিনি বলেন, যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারির মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে জাতীয় পার্টির প্রার্থী আফজাল হোসেন রয়েছেন। তার আয়কর রিটার্নে আয়ের তথ্যের সঙ্গে অসঙ্গতি এবং একটি সম্পত্তি উল্লেখ না করার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়।চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট) আসনে জাতীয় পার্টির প্রার্থী মো. খুরশিদ আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি দলীয় মনোনয়নপত্রের মূল কপি দাখিল না করে স্ক্যান কপি জমা দেন এবং ২০১৬ সালের নাগরিকত্ব সংক্রান্ত ঘোষণাপত্রের দালিলক প্রমাণ উপস্থাপন করতে পারেননি।চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জেএসডি প্রার্থী ফজলুর ইসলাম খাঁনের মনোনয়নপত্র ঋণ খেলাপের কারণে বাতিল করা হয়েছে। এদিকে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মনিরুল ইসলামের মনোনয়নপত্রে স্বাক্ষর না থাকায় তা পেন্ডিং রাখা হয়েছে। প্রয়োজনীয় স্বাক্ষর ও তথ্য প্রদান করলে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হবে। মনোনয়নপত্র বৈধ ঘোষণার তালিকা অনুযায়ী—চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থী পাঁচজন: বিএনপির শাহাজাহান মিঞা, জামায়াতের কেরামত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনিরুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নবাব মো. শামসুল হোদা এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল হালিম।চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বৈধ প্রার্থী চারজন: বিএনপির আমিনুল ইসলাম, জামায়াতের ড. মিজানুর রহমান, কমিউনিস্ট পার্টির সাদেকুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের ইব্রাহিম খলিল।চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে বৈধ প্রার্থী তিনজন: বিএনপির হারুনুর রশীদ, জামায়াতের নুরুল ইসলাম বুলবুল এবং গণঅধিকার পরিষদের শফিকুল ইসলাম। বাতিল হওয়া জাতীয় পার্টির দুই প্রার্থীই জানিয়েছেন, তারা আইন অনুযায়ী আপিল করবেন।

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫

নাচোলে দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫ নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে আধিপত্য বিস্তারে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও এ্যামোনিশন উদ্ধার করেছে র‌্যাব-৫। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানানো হয়, গতকাল রাতে নাচোল থানার নিজামপুর ইউনিয়নের ২নং বহেরুল ওয়ার্ডের ইলামিত্র গেইটের দিঘির উত্তর পার্শ্বের পাটাল থেকে পরিত্যক্ত অবস্থায় ১৬টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। অস্ত্রগুলোর হচ্ছে ১টি প্লাস্টিকের বস্তার ভিতর সবুজ কাপড়ে মোড়ানো লোহার বড় হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত লোহার ছোট হাসুয়া ৪টি, কাঠের বাটযুক্ত ১টি খড়গ, কিরিচ ১টি, লোহার চাইনিজ কুড়াল ২টি, দ্বি-মুখী চাইনিজ কুড়াল ৩টি, স্টিলের হাতলযুক্ত লোহার চেইন স্টিক ১টি সহ সর্বমোট ১৬টি দেশীয় অস্ত্র এবং সাদা কাগজে মোড়ানো অবস্থায় ০৩ রাউন্ড তাজা এ্যামোনিশন আলামত হিসাবে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত সমূহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাচোল থানায় হস্তান্তর করা হয়।

খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে শোক সভা ও দোয়া মহফিল

খালেদা জিয়ার মৃত্যু : চাঁপাইনবাবগঞ্জে শোক সভা ও দোয়া মহফিল বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের পক্ষ থেকে সাত দিনের শোক পালিত হচ্ছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জে বিএনপির পক্ষ থেকে শোকসভা, কোরআনখানি, দোয়া মাহফিল ও ইউনিয়নে ইউনিয়নে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আয়োজনে নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে শোক সভা, কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জাকা, সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু, বিএনপি নেতা ইসমাইল বিশ্বাস, আব্দুস সালাম, জহুরুল হক বিশ্বাস বুলুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কোরআনখানি শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মাওলানা আব্দুল মতিন। অন্যদিকে বিকেলে বিএনপির চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখা ও অঙ্গসংগঠনের ব্যানারে জেলাশহরের পাঠানপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন— প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মতি, চাঁপাইনবাবগঞ্জ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ময়েজ উদ্দিন, বিএনপি নেতা সাইদুর রহমান, আহসান হাবীব, এনামুল হক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সারোয়ার জাহানসহ অন্যরা। এছাড়াও সদর উপজেলার ইউনিয়নগুলোয় বিকেলে গায়েবানা জানাজার আয়োজন করা হয়। নাচোল : বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বুধবার বিকেল ৪টায় উপজেলার দুটি পৃথক স্থানে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজায় বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন। বিকেল ৪টায় স্থানীয় রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন— উপজেলা বিএনপির সভাপতি এম মজিদুল হক এবং সাধারণ সম্পাদক আবু তাহের খোকন। এ সময় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন— পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম এবং নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম। একই সময়ে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেকটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন—বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মঈনুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মোবারক আলী এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা নবীবুর রহমান। জানাজার আগে সংক্ষিপ্ত আলোচনা করেন— শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল বাসার ও শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র শামীম কবির হেলিমসহ অন্য নেতৃবৃন্দ। শেষে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে প্রিয় নেত্রীর গায়েবানা জানাজায় অংশ নেন। এ সময় জানাজাস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এই গায়েবানা জানাজায় অংশগ্রহণ করেন।

নাচোলে আনসার-ভিডিপির নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নাচোলে আনসার-ভিডিপির নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন নাচোলে আনসার ও ভিডিপির নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩ তলা বিশিষ্ট নতুন অফিসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সর্দার। এসময় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বিআরডিবি কর্মকর্তা হারুন অর রশিদ, আনসার ও ভিডিপি অফিসার মেহেদী হাসান, প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নাচোলে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে গরু ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলা থেকে শফিকুল আলম নামে একজন গরু ব্যবসায়ীর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি নাচোলের শ্রীরামপুর মোহনবাগান গ্রামের মৃত আজাহার আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৬টার দিকে নিজ বাড়ির বারান্দার টিনের ছাদের লোহার এঙ্গেলের সাথে নাইলনের রশির ফাঁস দেন শফিকুল। পরে তার স্ত্রী জলি বেগম তাকে ঝুলন্ত দেখে চিৎকার করলে পরিবারের অনা সদস্য ও প্রতিবশেীরা দৌড়ে এসে শফিকুলকে মৃত অবস্থায় পান। এ অবস্থায় পুলিশে খবর দেয়া হলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি আসলাম আলী বলেন, শফিকুল এনজিও থেকে নেয়া ঋণ সহ বিভিন্ন ঋণ সংক্রান্ত কারণে হতাশায় ভূগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ঋণের কারণেই আত্মহত্যা করে থাকতে পারেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবদেন পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি।

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে বুকে ধারণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী খেলাধুলা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায়  বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা খাতুন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম গলিলুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলেই মাদককে ‘না’ বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার নাচোল উপজেলায় স্বপন সরেন নামে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে নাচোল সদর ইউনিয়নের বেচেন্দ্রা গ্রামের সাগর সরেনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে নিজ বাড়ির শয়নকক্ষে স্বপন ফাঁস দেয়। পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো কারণে অভিমান করে স্বপন আত্মহত্যা করে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান ওসি আসলাম আলী।