নাচোলে বিভিন্ন দাবীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

নাচোলে বিভিন্ন দাবীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল প্রেসক্লাবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা চৈত্যদেব বর্মন ও ভবেশ বর্মন। লিখিত বক্তব্যে তারা জানান, নাচোল উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৪ জনের তালিকা রয়েছে। এর মধ্যে জীবিত বীরমুক্তিযোদ্ধা ১৯ জন। কিন্তু স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসে ৭১ জন জনকে সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাচোল ১০জন বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ে আবেদনের প্রেক্ষিতে ০৮/০৭/২৫ ইং তারিখে ৮৪৬ নং স্মারকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেও প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেননি বলে দাবী করেন। নাচোল উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ দোকান ও নাচোল উপজেলা স্কুলকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া নাচোল কলেজ মোড়ে নিজ অর্থায়নে নির্র্মিত ভবনের কোন্দল সৃষ্টির কারনে উপজেলা নির্বাহী অফিসারে পরামর্শে জেলা পরিষদ তালাবন্ধ করে রাখে। গত ১০/০৯/২৫ইং তারিখে ৭ সদস্য বিশিষ্ঠ নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠন করা হয়। তার মধ্যে সদরের ২জন শিবগঞ্জ উপজেলার ২জন। নাচোল উপজেলার অন্য ৩জনকে না জানিয়ে কমিটিতে নাম অর্ন্তভূক্ত করা হয় বলে দাবী করেন। এই কমিটি বাতিল করার জন্য নাচোলের বীরমুক্তিযোদ্ধাগণ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে পূর্বেও কমিটি বাতিল করে নতুন কমিটিকে অনুমোদন দেওয়ার আবেদন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন মিটিংএ নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের আমন্ত্রন জানানো হয়না। লিখিত বক্তব্য আরো বলেন বিভিন্ন ঋন প্রক্রিয়া, বীরনিবাস, কবর সংরক্ষণ,মাসিক সমন্বয়সভাসহ সকল সরকারী অনুষ্ঠানে নাচোলে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এছাড়া নাচোল উপজেলা নতুন এ্যাডহক কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও নিজ অর্থায়নে তৈরি ভবনের তালা খুলে দিয়ে তাদের বসার ব্যবস্থার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ বর্মন, বাসুদেব বর্মন, জুলফিকার, শ্রী দিপেন বর্মন, বাসুদেব বর্মন। এবিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আজিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ইরফান আলী জানান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে আমাদের কমিটি দিয়েছে। কিভাবে দিয়েছে সেটা মন্ত্রনালয় জানে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন।
নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার সোনাইচন্ডী উচ্চ বিদ্যালয় জ্ঞান জ্যোতির আলোয় আলোকিত। আনন্দ উচ্ছ্বাস আর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল মুখরিত। ২০২৫ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৯ কৃতী শিক্ষার্থীর মধ্যে ৪ জন বোর্ড বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা এবং শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় দুজন শিক্ষককে সম্মাননা প্রদান করতে এক অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, শিক্ষার্থীদের অধ্যাবসায় এবং অভিভাবকদের সহযোগিতা— এই তিনের সমন্বয়ে আসা অভাবনীয় সাফল্যকে উদ্যাপন করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। রবিবার বিকেলে বিদ্যালয় চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। এছাড়া শিক্ষা খাতে বিশেষ অবদান রাখায় আইসিটি শিক্ষক নাজনীন খাতুন ও বিজ্ঞান বিভাগের খাদিজা খাতুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়। অপরদিকে সমাজসেবক আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনে উদ্বুদ্ধকরণের জন্য প্রতি বছর টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ প্রথম তিনজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করে থাকেন। তার এই ভালো কাজের জন্য তাকে স্বীকৃতি সম্মাননা স্মারক প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম সূচনা বক্তব্যে বলেন, এই শিক্ষার্থীরা শুধু বিদ্যালয়ের নয়, তারা আমাদের নাচোল ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গর্ব। তাদের এই অর্জন প্রমাণ করে যে, কঠোর পরিশ্রম ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকলে যে কোনো বাধাই পেরোনো সম্ভব। তিনি আরো বলেন, এই সাফল্য আগামী বছরের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— শিক্ষানুরাগী আব্দুল আওয়াল খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন— নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান ও সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। সংবর্ধনাপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। কৃতী শিক্ষার্থীরা জানান, শিক্ষকদের নিয়মিত তদারকি ও বাড়তি যত্নের কারণেই তারা এই ফল অর্জন করতে পেরেছে। তারা বলেন, ভবিষ্যতেও আমরা যেন ভালো কিছু করে বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারি, সেই প্রচেষ্টা থাকবে। আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জ জেলায় “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা আয়োজনে পালিত হয়েছে। জেলার গোমস্তাপুর, শিবগঞ্জ, রহনপুর, নাচোল ও ভোলাহাটে স্থানীয় সমবায় অফিসের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকাল ১০টায় গোমস্তাপুরে উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। শিবগঞ্জে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় অফিসার মাহবুব আরিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা। এতে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। নাচোলেও সমবায় কার্যালয় ও স্থানীয় সমবায়ীগণের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সমবায় অফিসার আব্দুল মান্নান হোসেন আকন্দ সভাপতিত্ব করেন। এেিদক ভোলাহাটে দিবসটি উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা সহকারী ভূমি কমিশনার, কৃষি কর্মকর্তা, থানা ও সমাজসেবা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৫-২৬ অর্থ বছেরে রবি মৌসুমে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম এর সভাপতিত্বে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম,কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। উপজেলা কৃষি কমকর্তা সলেহ আকরাম জানান, রবি মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় গম, সরিষা শীতকালীন পেঁয়াজ ,চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে এ মৌসুমে নাচোল উপজেলায় ১৩ হাজার ৭শ’ ৮০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হবে।
নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর

নাচোলে দুই ভাই হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন এলাকাবাসীর চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত আপন দুই ভাই আলম ও মিলন হত্যা মামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১১টার দিকে নাচোল উপজেলার ফুলবাড়ী মোড়ে ভুক্তভোগী পরিবারের ব্যানারে এলাকার কয়েকশত নারী-পুরুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য দেন— নিহত আলম ও মিলনের ভাই আহত আমিরুল ইসলাম ও শরিফ কাফি, জুলেখা খাতুন, নূরেশা, কাহার আলী, মামুন আলীসহ আরো অনেকে। বক্তারা বলেন, আপন দুই ভাইকে হত্যার ঘটনায় থানায় মামলা হলেও পুলিশ মাত্র ৫ জনকে গ্রেপ্তার করেছে। অপর আসামিদের এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। অবিলম্বে মামলার সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল সাহাপুকুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে পরদিন ১৫ অক্টোবর মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়। এঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করে নাচোল থানা পুলিশ। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মো. সৈকত বলেন— ৫ জন আসামি গ্রেপ্তার হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। আশা করছি, কয়েকদিনের মধ্যেই
নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার

নাচোলে ব্যস্ত সময় পার করে গেলেন বিভাগীয় কমিশনার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সরকারি সফরে এসে ব্যস্ত সময় পার করে গেলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সরকারের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি সরকারি সফরের পাশাপাশি উপজেলার সুধী, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে পৃথকভাবে মতবিনিময় করেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিভাগীয় কমিশনার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব আব্দুল্লা আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক। এদিকে উপজেলার কলেজ, মাদ্রাসা, হাই স্কুল ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে একই স্থানে শিক্ষার মান ও বিভিন্ন সমস্যা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় শেষে বিনামূল্যে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের হাতে প্রাথমিক চিকিৎসার জন্য একটি করে কিডস বক্স তুলে দেন প্রধান অতিথি। অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার উপজেলা চত্বরে একটি ফলদ বৃক্ষ চারা রোপণ করেন। এর আগে বিভাগীয় কমিশনার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় ইলামিত্র স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন।
নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫

নাচোলে সংঘর্ষের ঘটনায় আলাদা তিনটি মামলা ও গ্রেপ্তার ৫ নাচোলে সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনায় এজাহার নামীয় ৪ জনসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলেন-নাচোল উপজেলার ঘাঁসুরা এলাকার টুটুল আলীর ছেলে সুমন আলী, মাড়কইল গ্রামের হুমায়ন কবীরের ছেলে রাকিব আলী, মৃত আমজাদ হোসেনের ছেলে শরীফুল ইসলাম, শরীফুল ইসলামের ছেলে তারেক মনোয়ার, ফুলবাড়ি গ্রামের মামুনুর রশিদের ছেলে ইউসুফ আলী। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন-গতকাল রাতে নাচোলের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তিনি আরো বলেন, মামলা দায়েরের পর থেকেই আসামিদের ধরতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৪জনই এজাহারভুক্ত আসামি। আজ আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাড়কইল এসাহাপুর লাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৪ জন আহত হন। আহতদের মধ্যে গত বুধবার রাতে মিলন আলী ও তার ভাই আলম আলী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষের ঘটনায় হত্যা ও লুটপাটের অভিযোগে নাচোল থানায় আলাদা তিনটি মামলা দায়ের করা হয়।
নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত

নাচোলে ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত নাচোলে তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী ও কৃষক অধিকার আন্দোলনের পথিকৃৎ বিপ্লবী ইলা মিত্রের ২৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়া গ্রামে অবস্থিত ‘ইলা মিত্র মঠ ও সংগ্রহশালা’ প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে রানী ইলা মিত্র স্মৃতি সংসদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া। বিশেষ অতিথি ছিলেন দৈনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ। সভায় সভাপতিত্ব করেন রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং। সঞ্চালনা করেন সাংবাদিক মনিরুল ইসলাম। অন্যদের মধ্যে সাংবাদিক একেএম জিলানী ও আবুল হোসেনসহ আরো অনেকেই বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, রানী ইলা মিত্র ছিলেন কৃষক অধিকার ও নারীর মর্যাদার প্রতীক। তাঁর সংগ্রামী জীবন নতুন প্রজন্মকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে অনুপ্রেরণা জোগাবে। ইলা মিত্র কেবল তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন তা কিন্তু নয়Í তিনি ইতিহাসের এক সাহসী নারী, যিনি নিপীড়নের মুখেও সত্যের পক্ষে ছিলেন। তাঁর জীবন থেকে শেখার আছে অনেক কিছু। আলোচনা সভা শেষে শতাধিক মানুষের জন্য আয়োজন করা হয় কাঙালিভোজের। উল্লেখ্য, ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন ইলা মিত্র। ১৯৪৫ সালে তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরের জমিদার পরিবারের সন্তান রমেন্দ্রনাথ মিত্রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত নাচোল অঞ্চলে চলা তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব দেন। এই আন্দোলনে নেতৃত্বের কারণে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং নির্মম নির্যাতনের শিকার হতে হয়। ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় এই বিপ্লবী নারী মৃত্যুবরণ করেন।
নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি। সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।