উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা

উপকূলীয় ১৬ জেলায় ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের শঙ্কা অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় ১৬ জেলায় ২ থেকে ৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৯ মে) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অমাবস্যা ও গভীর নিম্নচাপের কারণে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ২-৪ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। এদিকে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর উপর দিয়ে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মো. মিজানুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ব্যক্তি জেলার গোমস্তাপুর উপজেলার বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. আবদুল ওদুদ মামলার বরাত দিয়ে জানান, ঘটনার প্রায় ৬-৭ মাস আগে রুবেলের সঙ্গে বিয়ে হয় ভোলাহাট উপজেলার খালেআলমপুর গ্রামের মৃত তামিজ মাহালতের মেয়ে মরিয়মের। বিয়ের পর মরিয়ম স্বামী রুবেলকে নিয়ে তার শ্বশুরবাড়ি চলে যায়। চার দিন পর তারা পুনরায় মরিয়মের বাবার বাড়িতে ফিরে আসে। কিন্তু থাকার জায়গা সংকুলান না হওয়ায় তারা একটি ভাড়াবাড়িতে বসবাস শুরু করে। ২০১৯ সালের ৩ ফেব্রুয়ারি যে কোনো সময় মরিয়ম ও তার স্বামী রুবেল ভাড়াবাড়ি হতে কাউকে কিছু না বলে চলে যায়। পরে ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি বিকেলে ভোলাহাটের খালেআলমপুর নিমগাছি এলাকার একটি ডোবায় কচুরিপানার মধ্য হতে মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। পিপি আরো জানান, এ ঘটনায় মরিয়মের মা আনজুরা খাতুন বাদী হয়ে মরিয়মের স্বামী মানিক আলী ওরফে রুবেলের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৪-৫ জনের বিরুদ্ধে ভোলাহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা ভোলাহাট থানার এসআই মো. বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৯ সালের ৩০ জুন মানিক আলী রুবেলকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক

ভোলাহাটে কর্মমুখর সময় কাটালেন জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বৃহস্পতিবার তিনি উপজেলার পীরগাছি কমিউনিটি ক্লিনিক, ভোলাহাট থানা, তেলীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নেকজান বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিস, উপজেলা ভূমি অফিস, ভবানীপুরে মরুর ফসল সাম্মামের ক্ষেত, বজরাটেক শাহী জামে মসজিদের ঈদগাহের মাঠ ভরাটসহ মেহেরাব ও সীমানা প্রাচীর নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও উপজেলা পরিষদ চত্বরে ঢেউটিন ও কৃষি উন্নয়ন প্রকল্পের হ্যান্ড স্প্রেয়ার মেশিন বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীসহ অন্যরা। সাম্মাম ফসল পরিদর্শন শেষে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা নির্বাহী অফিসারা মো. মনিরুজ্জামান। সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী।

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩

ডিবির অভিযানে মাদক উদ্ধার গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল বিদেশী মদ ও ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. শাহিন আকন্দ জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ডিবির একটি দল বুধবার সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের সুন্দরপুর গ্রামে একটি বাঁশঝাড়ে অভিযান চালায়। অভিযানে উপজেলার নারায়ণপুর চিমটাপাড়ার মৃত শামসুল হকের ছেলে মো. জুয়েল রানা (৩২) ও দেবীপুর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. বশির আহমেদ (২৩)কে ১০ বোতল বিদেশী মদসহ গ্রেপ্তার করে। অন্যদিকে এসআই মো. ফয়সাল হাসানের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি দল বুধবার নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের বৈদ্ধপুর গ্রামে অভিযান চালায়। এই অভিযানে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারি গ্রামের মৃত মাহিদুরের ছেলে মো. সুমন (২৮)কে ৫১ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।

রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও ‘রেডিও মহানন্দা’র ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন— রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, সদস্য মনোয়ারা খাতুন, নাসের উদ্দিন, রফিক হাসান বাবলু, কর্নেলিউস মূর্মূ, সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, প্রযোজক (অনুষ্ঠান ও খবর) নয়ন আলী, সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রেডিও মহানন্দার ৭ দিনব্যাপী অনুষ্ঠানমালা, অনুষ্ঠানের মানবৃদ্ধিসহ রেডিওর আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়াও ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরী চন্দ সিতুর মৃত্যুতে ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে শোক প্রস্তাব গৃহীত হয়। গত ৩০ এপ্রিল তিনি ইহলোক ত্যাগ করেন।

শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

শিবগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন— ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এতে আরো উপস্থিত ছিলেন— শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এসএম শাকিল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আজিজুর রহমান সুইটসহ অন্যরা। এর আগে ফিতা কেটে পুষ্টি সপ্তাহের উদ্বোধন করা হয়।

চরমোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চরমোহনপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে পুকুরে ডুবে সজীব নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর দক্ষিণপাড়ায় এই ঘটনা ঘটে। মারা যাওয়া সজীব ওই মহল্লার মনিরুল ইসলামের ছেলে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, সজীব বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা সজীবকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হাস্তান্তর

পদ্মা নদী থেকে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হাস্তান্তর চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদী থেকে সামিরুল ইসলাম বাবু (১৮) নামে উদ্ধার হওয়া ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয়েছে। বুধবার বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফরিদপুর বিওপি এবং ভারতের ৭১/খান্দুয়া বিএসএফ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩১/৯ এস হতে আনুমানিক ৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের বাথানপাড়া এলাকা দিয়ে বিজিবির সহায়তায় মরদেহটি ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসময় বিজিবি ও বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন। সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান মঙ্গলবার সন্ধ্যায় জানিয়েছিলেন, তিন দিন আগে মুর্শিদাবাদে নদীতে গোসল করতে গিয়ে ডুবে যায় বাবু। মঙ্গলবার বিকেলে মরদেহটি আলাতুলি এলাকায় পদ্মা নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ আলাতুলি থেকে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। মারা যাওয়া বাবু ভারতের পশ্চিবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার রামচন্দ্রপুর গ্রামের মো. ফারুকের ছেলে।

নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন

নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার দাবিতে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদুল আজহায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখাসহ বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদার ও কোরবানির পশুর চামড়া ন্যায্যমূল্যে বিক্রির বাজার নিশ্চিতকরণের দাবিতে জনসচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) এই কর্মসূচির আয়োজন করে। সিসিএস’র চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার কোঅর্ডিনেটর অ্যাডভোকেট আসলাম-উল-দোলার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন— নবাবগঞ্জ সরকারি কলেজের শিক্ষক ড. শরিফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ এতিমখানার সভাপতি শফিকুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা শিবগঞ্জ পৌর শাখার সাধারণ সম্পাদক এস এম মহিউদ্দিন, সুজন-সুশাসনের জন্য নাগরিক চাঁপাইনবাবগঞ্জের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েলসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা বলেন, আমরা সবাই ভোক্তা। যারা পণ্য উৎপাদন করেন তারাও ভোক্তা। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পায়। নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিয়ত বাজার মনিটরিং করার আহ্বান জানান বক্তারা।

গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে পুশইনকৃত ১৭ জনকে পরিবারের নিকট হস্তান্তর

গোমস্তাপুরের বিভিষণ সীমান্তে পুশইনকৃত ১৭ জনকে পরিবারের নিকট হস্তান্তর গোমস্তাপুরের বিভিষণ সীমান্ত দিয়ে পুশইনকৃত শিশুসহ ১৭ জন পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। আজ দুপুরে তাদের পরিচয় নিশ্চিত হয়ে পরিবারের কাছে তুলে দেন গোমস্তাপুর থানা পুলিশ। এর আগে গতকাল ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বিভিষণ সীমান্তের ২১৯ বাই ৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে ওই বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৯ জন শিশু, ৪জন নারী ও ৪ জন পুরুষ রয়েছে। তারা কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। বিজিবি তাদেরকে আটকের পর গোমস্তাপুর থানায় সোপর্দ করেছে। পরে তাদেরকে গোমস্তাপুর উপজেলা প্রশাসন ও পুলিশ মঙ্গলবার রাতে রহনপুরস্থ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করে দেন। গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান বিজিবি কর্তৃক আটককৃত ১৭ জনকে উপজেলা পরিষদ ডাকবাংলোতে থাকার ব্যবস্থা করা হয়। আজ তাদের পরিচয় নিশ্চিত হয়ে দুপুরে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এদিকে ১৬ বিজিবি রোকনপুর কোম্পানি কমান্ডার সুবেদার ফারক হোসেন বলেন, বিএসএফ সঙ্গে কোস্পানী পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা ছিল তারা আসেনি উলোটপালট হয়ে গেছে। এ বিষয়ে তাদের এডির সঙ্গে কথা বলতে বলেন। উল্লখ্য, গত মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে বিভিষণ সীমান্তের ২১৯/৭১ পিলারের ১৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লালমাটিয়া এলাকা থেকে ১৬ বিজিবি’র বিভিষণ বিওপির একটি টহলদল তাদের আটক করে। আটককৃতরা জিজ্ঞাসাবাদে বিজিবিকে জানায়, তারা দীর্ঘদিন থেকে ভারতীয় অভ্যন্তরে বসবাস করে আসছিলেন। গত ১৭ মে ভারতীয় পুলিশ তাদেরকে হরিয়ানা প্রদেশ থেকে আটক করে ট্রেনযোগে হাওড়া জেলায় নিয়ে আসে। গত ২৪ মে হাওড়া থেকে বাসে করে ৮৮ ব্যাটালিয়ন বিএসএফ ইটাভাটা ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে তারা ওই সীমান্ত দিয়ে তাদের টেলে দেয়।