পাচারের অভিযোগে ঝিলিমে জরিমানা খুচরা সার ডিলারকে

পাচারের অভিযোগে ঝিলিমে জরিমানা খুচরা সার ডিলারকে নিজ এলাকার বাইরে অন্য ইউনিয়নে সার পাচারের অভিযোগে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জামতলা বাজারের খুচরা সার ডিলার মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলামকে ১০ হাজার টাকা অর্থদ- দেয়া হয়েছে। আজ দুপুরে মোবাইল কোর্টের বিচারক সদর উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম এই দ- দেন। মোবাইল কোর্টে থাকা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ জানান, মেসার্স আনোয়ার ট্রেডার্সের প্রোপ্রাইটর হাসেনুর ইসলাম তার দোকান থেকে ৭ বস্তা ডিএপি, ৩ বস্তা ইউরিয়া ও ৩ বস্তা এমওপিসহ অনুসার ও কীটনাশক নাচোল উপজেলার হাটবাকইলে পাচার করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে রাস্তা থেকে সেই সার ভ্যানসহ আটক করেন উপজেলা কৃষি অফিসার সুনাইন বিন জামান ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদ। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্ত ডিলারকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন এবং সমুদয় সার এলাকার কৃষকদের মধ্যে বিক্রির ব্যবস্থা করেন।  

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ৩৮ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে নতুন রোগী ৩৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ৩৮ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ২১ জন এবং বহির্বিভাগে ১৬ জন ও গোমস্তাপুরে একজন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৬ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১১ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২৭ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫৩৪ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি

জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের আয়োজনে সামাজিক নিরীক্ষণ ও অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে অ্যাডভোকেসি অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদসহ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্যবৃন্দ। প্রশিক্ষনের উদ্বোধনী বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ

নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ নাচোলে কর্মব্যস্ত দিন পার করলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে ভুমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ চেক বিতরণ, উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ রোপন করেন। পরে গুঠইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়, মাক্তাপুর কমিউনিটি ক্লিনিক, নাচোল ইউনিয়ন পরিষদ, বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নাচোল পৌরসভা, ডিজিটাল সেন্টার, পওে দুপুওে ইউনিয়ন ভূমি অফিস ও নাচোল সদর ভূমি অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক। এসময় নাচোল উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ হাসান, ওসি মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস, বিএমডিএ সহকারী প্রকৌশলী রেজাউল করিম, পল্লী উন্নয়ন কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের হার কমছে

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের হার কমছে চাঁপাইনবাবগঞ্জে ধীরে ধীরে উন্নতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। গত ২৪ ঘণ্টায় একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৩৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১২ জন এবং শিবগঞ্জ ও গোমস্তাপুরে ১ জন করে রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৩৩ জন রোগী। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১৬ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২ জনকে। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৫০১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৪ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনর্ভবায় পানি বেড়েছে জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ২৩ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১৫ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। তবে তিন নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে গত মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২০.৫১ মিটার। যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২০.৭৪ মিটার। এই এই নদীর পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার। অন্যদিকে গতকাল সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৮.৫৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে বুধবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৮.৭২ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গতকাল সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮.৫৫ মিটার। যা বুধবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮.৭৭ মিটার। অর্থাৎ এই নদীর পানি বেড়েছে ২২ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা

চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো ৮ দিনব্যাপী বৃক্ষমেলা। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বনবিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধঅন অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জের সহকারি বন সংরক্ষক মেহেদীজ্জামানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, কালেক্টরেট গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসির উদ্দীন ও আব্দুল্লাহ আল মোহাইমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। পরিবেশ সুরক্ষার জন্য বৃক্ষরোপণ এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে এই মেলার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জের বনবিভাগ। মেলায় বিভিন্ন ধরনের গাছের চারা, ফলদ বৃক্ষ, ঔষধি গাছ এবং বিভিন্ন প্রকার ফুল ও ফলের প্রদর্শন ও বিক্রয় করা হয়। এছাড়াও, মেলা প্রাঙ্গণে বৃক্ষরোপণ বিষয়ক বিভিন্ন সেমিনার ও কর্মশালার আয়োজন করা হয়। মেলায় বনবিভাগ চাঁপাইনবাবগঞ্জ, আঞ্চলিক উদ্যানতত্ব ও গবেষণা কেন্দ্র, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ ১১স্টল অংশগ্রহণ করে। পরে আলোচনা সভা শেষে, ১ম, ২য় ও ৩য় হওয়ায় খামারবাড়ি নার্সারি, রবিউল বনসাই এ্যান্ড এডেনিয়াম নার্সারি ও ভুটু নার্সারিকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ।

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদের ইন্তেকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সম্পাদক গোলাম রশিদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের আরামবাগ মহল্লার মৃত গোলাম রাব্বানীর ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, তিন মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ রাত ১০টায় শহরের আজাইপুর-আরমবাগ মহল্লায় জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। শহরের প্রিয়মুখ তরুন সংগঠক গোলাম রশিদের মৃত্যুর খবর চাঁপাইনবাবগঞ্জে এসে পৌঁছুলে শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন সামাজিক সংগঠন ও কর্মকান্ডে জড়িত গোলাম রশিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তি।

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য অধিকার যুব ফোরামের প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সামাজিক নিরীক্ষণ ও কমিউনিটি মোবিলাইজেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে প্রশিক্ষণটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি প্রফেসর সুলতানা রাজিয়া। প্রশিক্ষনের উদ্বোধনী পর্বে শুভেচ্ছা বক্তব্য দেন, স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকালপার্সন ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক মো. ফারুক আহমেদ, বাংলাদেশ হেল্থ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মো. মোরশেদ আলম। প্রশিক্ষণ পরিচালনা করেন বাংলাদেশ স্বাস্থ্য অধিকার যুব ফোরামের কনসালটেন্ট সুভাশিষ চন্দ্র মহন্ত। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি তারণ্যের উৎসব উপলক্ষ্যে রহনপুরে প্রবাসী কল্যাণ ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করা হয়েছে। আজ দুপুরে রহনপুর ভিশন স্কুলে এই কর্মসূচি পালন করা হয়। স্কুল চত্বরে ফলজ গাছের চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করেন রহনপুর শাখা ব্যবস্থাপক সানাউল্লাহ আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রহনপুর ভিশন স্কুলের পরিচালক তরিকুল ইসলাম বকুল, সাবেক ব্যাংকার শহিদুল ইসলাম, সাংবাদিক আল-মামুন বিশ্বাসসহ স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। স্কুল চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে কয়েকটি ফলদ গাছের চারা রোপণ করা হয়।