গ্রাম উন্নয়ন সোসাইটির উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ

গ্রাম উন্নয়ন সোসাইটির উদ্দ্যোগে শীত বস্ত্র বিতরণ বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর উচ্চ বিদ্যালয়ে গ্রাম উন্নয়ন সোসাইটির নিজেদের উদ্দ্যোগে ৮০টি দরিদ্র পরিবারে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। তিনি তার বক্তব্যে বলেন, আপনারা ইত্যিমধ্যেই ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহযোগীতায় শিশু কল্যাণে যে উন্নয়ন কার্যক্রম শুরু করেছেন তা সত্যিই প্রসংশার দাবি রাখে। তিনি এলাকার উন্নয়নে গ্রাম উন্নয়ন সোসাইটিকে সকল ধরণের সহযোগীতার আশ্বাস প্রদান করেন। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস বলেন, আপনারা ইতিমধ্যেই যথেষ্ট সংগঠিত হয়েছেন এবং এলাকা উন্নয়নের কথা ভাবছেন যেটা প্রমাণ করে যে আপনাদের মাধ্যমে এলাকায় শিশুদের কল্যাণে নিশ্চিত হবে। গ্রাম উন্নয়ন সোসাইটির সভাপতি মো: আনোয়ারুল ইসলাম বলেন, আমরা সকলের সহযোগীতায় আগামীদিনে এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাবো। উক্ত অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ার জন্য চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা আনোয়ার হোসেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা সার্বিক সহযোগীতা প্রদান করেন। উল্লেখ্য, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের সহায়তায় ২০টি গ্রাম উন্নয়ন সোসাইটি নিজ নিজ এলাকায় শিশুর সার্বিক জীবন মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে।
ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক

ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জন আটক চাঁপাইনাবগঞ্জ জেলার ভোলাহাট সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় ২৭ জনকে আটক করেছে বিজিবি। আজ ভোর ৪টার দিকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন, ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। বিজিবি থেকে জানানো হয়, আজ ভোরে ৫৯ বিজিবি ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ২৭ জন ব্যক্তি পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি কর্তৃক আটক হয়। ব্যক্তিবর্গ বিভিন্ন সময় পাসপোর্টবিহীন সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিল। পরবর্তীতে পাসপোর্ট ব্যতীত তারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে আন্তর্জাতিক সীমান্তে বিজিবি কর্তৃক গ্রেপ্তার হয়। বর্তমানে তাদের ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্বসহ বিভিন্ন বিষয় নিশ্চিত করার লক্ষ্যে জিডির মাধ্যমে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ২৭ জনকে অনুপ্রবেশ করতে দেখলে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা সবাই বাংলাদেশি। আটককৃতদের স্থানীয় ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়।
“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত”

“জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বরেন্দ্র অঞ্চলে খরা-সহনশীল কৃষি প্রশিক্ষণ অনুষ্ঠিত” বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় খরা সহনশীল কৃষি প্রযুক্তি বিস্তারের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আজ সকালে রাণীহাটি ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায়, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ ও গ্রীণ ক্লাইমেট ফান্ড জিসিএফ-এর সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ২০ জন সিসিএজি সদস্য। এ সময় সিসিএজি সদস্যদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন ও খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে ধারণা প্রদান করা হয়। একইসাথে খরা সহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির উঠানবাগান তৈরি, ভার্মিকম্পোস্ট প্রস্তুত এবং পানি সংরক্ষণ কৌশল নিয়ে হাতে-কলমে নির্দেশনা দেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আল মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ জহুরুল ইসলাম এবং প্রকল্পের টেকনিক্যাল অফিসার রায়হান মাহমুদ। বরেন্দ্র অঞ্চলের বাস্তব জলবায়ুগত চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। প্রশিক্ষণের অন্যতম বিষয় ছিল জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করা, কৃষি সেচকাজে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব কৃষি বিস্তারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া। এই লক্ষ্যে ভার্মিকম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের আওতায় চালু থাকা ঋণ কার্যক্রম সম্পর্কেও অবহিত করেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মোঃ আরমান আলী। কর্মশালায় সকল ধরনের সহযোগিতা করেন সিএমও সিভিল মোঃ রোকনুজ্জামান। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সদস্যরা জানান, এ ধরনের উদ্যোগ তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন প্রযুক্তিনির্ভর কৃষি পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কায় বৃদ্ধ নিহত

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কায় বৃদ্ধ নিহত সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীর আলিমনগর ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে বাধা একটি বালুবাহী বাল্কহেডে ধাক্কা দিলে নৌকার কিনারে বসা এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া রুস্তম মন্ডল পাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ভিক্ষু। প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নৌকাটি নারায়নপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবার সময় দূর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নৌকার অনান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে আহত বৃদ্ধকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান। চরবাগডাঙ্গা ইউপি’র সংশ্লিষ্ট সদস্য নুরুল ইসলাম ছবি ঘটনাটি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অন্য কেউ আহত হয় নি। গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বিশ্ব মেডিটেশন দিবস পালিত

বিশ্ব মেডিটেশন দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মেডিটেশন দিবস পালিত হয়েছে। আজ সকাল ৭টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে মেডিটেশনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন গোলাম রাব্বানী সুমন। মেডিটেশনকালে অডিওর মাধ্যমে শুভেচ্ছা বক্তব্য দেন মেডিটেশনকারীদের মাজী এবং অডিও মাধ্যমে সংক্ষিপ্ত আলোচনা ও মেডিটেশন করান তাদের গুরুজী। মেডিটেশনের বিষয় ছিল ‘ভালো মানুষ ভালো দেশ-স্বর্গভূমি বাংলাদেশ, ‘ ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব।’ এসময় উপস্থিত ছিলেন— অ্যাডভোকেট সাদরুল আমিনসহ অন্যরা।
বাল্যবিবাহ এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সমন্বয় ও সহযোগিতা সভা

বাল্যবিবাহ এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সমন্বয় ও সহযোগিতা সভা বাল্যবিবাহ এবং শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধে সরকারি কর্মকর্তা এবং এনজিও প্রতিনিধিদের সাথে সমন্বয় ও সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বালুগ্রাম আদর্শ ডিগ্রি কলেজ মিলনায়তনে ইউনিসেফ ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এর সহায়তায় স্ট্রেংদেনিং সোশ্যাল এ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার উত্তম মন্ডল, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিম, স্থানীয় চিকিৎসক মশিউল করিম, এসএসবিসি প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর তোহরুল ইসলাম, সরকারি-বেসরকারি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বাল্যবিবাহ ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ, শিশুর অধিকার নিশ্চিত করা, বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমস্যা ও সেবা প্রাপ্তি, এন্টিবায়োটিক ওষুধের যথেচ্ছ ব্যবহার, অভিভাবক ও সচেতন নাগরিকের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। সভায় সরকারি কর্মকর্তা, স্থানীয় পল্লী চিকিৎসক, কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী ও এনজিও প্রতিনিধিসহ ৩০ জন অংশ নেন।
শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

শিবগঞ্জে জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন শিবগঞ্জ উপজেলায় জাতীয় প্রবাসী ও আন্তর্জাতিক অভিবাসী দিবস২০২৫ উদয়াপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে রেলী ও উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় আলোচনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাইগেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলাম। রেলিতে সরকারি বেসরকারি এবং মাইগ্রেন্ট জনসাধারণ অংশগ্রহণ করেন। এতে বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলার আইসিটি বিভাগের মোহাম্মদ রাসেল, মোহাম্মদ তহুরুল ইসলাম, এবং ব্রাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রতিনিধি মোঃ বাবুল ইসলামসহ অন্যান্য।
চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা

চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানিসহ বিভিন্ন বিষয়ে গৃহীত প্রকল্পের অবহিতকরণ সভা চাঁপাইনবাগঞ্জে নিরাপদ পানি, স্বাস্থ্যম্মত পায়খানা ব্যবহার ও স্বাস্থ্যকর অভ্যাস বিষয়ক স্পেশাল প্রকল্প সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিসিডিবি হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাগঞ্জ এরিয়া প্রোগ্রাম-ওয়াশ বিজনেস প্লান প্রকল্প এই সভার আয়োজন করে। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস সভার উদ্দেশ্য তুলে ধরেন। এসময় সিনিয়র প্রোগ্রাম অফিসার শ্যামল এইচ কস্তা প্রকল্পের কার্যক্রম সকলের সামনে তুলে ধরেন এবং প্রকল্প বাস্তবায়নের জন্য সকলের পরামর্শ ও মতামত গ্রহণ করেন। সভায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী জন পলাশ হাঁসদা এই এলাকার পানি ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং এলাকার অবস্থা বিবেচনা করে পরবর্তীতে কার্যক্রম বাস্তবায়ন করার পরামর্শ প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামকে সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন। সভায় চাঁপাইনবাবগঞ্জ এপির কর্মকর্তা আনোয়ার হোসেন, লিন্ডা রিচিল, লাভলী খাতুন ও মুস্তাফিজুর রহমান, (ঝিলিম, গোবরাতলা, বারোঘরিয়া, মহরাজপুর ও ইসলামপুর ইউনিয়নের স্থানীয় সরকার প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, ধর্মীয় নেতা, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ অংশগ্রহণ করেন।
বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন

বাবুডাইংয়ে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে চার দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ক্যাম্পের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার। বৃহস্পতিবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শেহালা কলোনি মহল্লায় চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপ কার্যালয়ে ‘প্রকৃতির মেলবন্ধনে রোভারিং’ স্লোগানে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়। এতে বিভিন্ন জেলা থেকে রোভার সদস্যরা অংশ নেয়। ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে বাবুডাইং আলোর পাঠশালা। সকাল ৯টায় মুক্ত রোভার স্কাউট গ্রুপের রোভার ডেন (কার্যালয়)-এ পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন করেন ক্যাম্প চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের অ্যাসিস্ট্যান্ট লিডার ট্রেনার (এএলটি) সাইফুল ইসলাম। এসময় সংক্ষিপ্ত বক্তব্য দেন— প্রোগ্রাম চিফ বাংলাদেশ স্কাউটস, চাঁপাইনবাবগঞ্জ জেলার এএলটি কে এ এম মাহফুজুর রহমান, ডেপুটি ক্যাম্প চিফ জেলা রোভারের সম্পাদক জাহাঙ্গীর আলম, ক্যাম্প কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, আবাসন ইনচার্জ ও বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, ক্যাম্পের সমন্বয়ক ও বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের আঞ্চলিক উপকমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) মো. হেলাল উদ্দিন শেখ নাসিম, ক্যাম্প পরিচালক চাঁপাইনবাবগঞ্জ মুক্ত রোভার স্কাউট গ্রুপের সহসভাপতি সাঈদ মাহমুদ। ট্র্যাকিং মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেন বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল কোল। এসময় বক্তারা বলেন, এ ক্যাম্পটির মাধ্যমে রোভার সদস্যরা নানা বিষয়ে রোমাঞ্চকর ও শিক্ষণীয় বিষয় জানতে পারবে। তারা এ ক্যাম্প চলাকালীন ২৫টি মিশন সম্পন্ন করবে। এর মধ্যে রয়েছে— সেভ দ্য নেচার অ্যান্ড আর্ন মানি, নেচার অবজারভেশন, ব্যাক উডস্ ম্যান কুকিং, নাইট হাইকিং, অ্যামেজিং নাইট, সাইড সীন, সোশ্যাল ডেভেলপমেন্ট, অ্যামেচার রেডিও অ্যাক্টিভিটিজ, ফায়ার অ্যান্ড রেসকিউ, ক্যারিয়ার প্ল্যানিং। এসব চ্যালেঞ্জের মাধ্যমে তারা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত জঙ্গল, টিলাবেষ্টিত প্রতিকূল পরিবেশ অতিক্রম করবে। পরিদর্শন করতে পারবে কোল ক্ষুদ্র জাতিসত্তার মানুষদের জীবন গাঁথার গল্প। এছাড়া ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শনের মাধ্যমে ঐতিহাসিক বিষয়বস্তু নিয়ে জানার সুযোগ পাবে।
সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠি

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ পলশা ইসলামিক মিশনে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানার এ এসআই রক্সি খানম (নারী ও শিশু সহায়তা সেল)। প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, “সন্ত্রাস ও জঙ্গিবাদ সমাজ, রাষ্ট্র ও মানবতার জন্য মারাত্মক হুমকি। এ ধরনের অপতৎপরতা রোধে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সচেতন নাগরিক গড়ে তুলতে হবে। ইসলামিক মিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার জহির উদ্দীন মোহম্মদ বাবরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য জনপ্রতিনিধি মতিউর, ইসলামিক মিশন পালসার ডা. মোবাশির ইবনে মাহতাব, এসএমও (অ্যাডিশনাল চার্জ), বালুগ্রাম আদর্শ ডিগ্রী কলেজের প্রফেসর জাহাঙ্গীর আলম। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ ধর্মীয় নেতা, শিক্ষক ও সমাজকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত সমাজ গঠনে সবাই সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।