গোবরাতলায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

গোবরাতলায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পলশা আলিম মাদ্রাসা’র হল রমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালিত (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী, পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিবগঞ্জে দিনব্যাপি ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরি চালক উম্মে কুলসুম, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস, এসএএস সুপারিনটেনডেন্ট মোশরাফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক। প্রশিক্ষণে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণে অপারেশন গাইড লাইন, শিশু আইনসহ শিশুদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ বিষয়ে আলোকপাত করা হয়।
গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ

গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরএলাকার এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে পাশে দাড়িয়েছে মানবতার সেবাই রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে স্টেশনপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে নাম প্রকাশে অনুচ্ছুক ওই নারীকে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,সদস্য খায়রুল আনাম, আজম আলী, আইনাল হকসহ গণমাধ্যম কর্মীরা। সেলাইমেশিন পেয়ে ওই নারী জানান, তাকে স্বাবলম্বী করতে মানবতার সেবাই রহনপুর এগিয়ে এসেছে এজনই তাদের কৃতজ্ঞতা জানাই। সেলাইমেশিন ও কাপড় দিয়ে টাকা উপার্জন করে পরিবারের অবদান রাখতে সুযোগ পাব। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে তারা এই এলাকায় মানবসেবায় কাজ করে যাচ্ছেন। অসহায়, গরীব, হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের পরিবারসহ ভবঘুড়েদের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করে চলেছে এই সংগঠনটি। গত সপ্তাহ রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। মানুষের পাশে দাড়ানো এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন।
স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতগুলোর পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি ধান, সরিষা, মাসকলাই, বাদাম, তিল, পাট, মুগডালসহ বিভিন্ন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এছাড়াও বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তারা। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির সংকট রয়েছে এমন জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ফসলের চাষাবাদে মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন বক্তারা। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, রাজশাহীর উপপরিচালক মোছা. উম্মে ছালমা, নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কানসাট আমবাজারসহ বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক-বাল্যবিয়ে, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।
টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক

টানা ১১ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর, দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দুশতাধিক ভারতীয় ট্রাক পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে আমদানী ও রপ্তানী এবং সিএন্ডএফ সংক্রান্ত সকল কার্যক্রম টানা ১০দিন এবং বিপরীতে ভারতের মোহদিপুর স্থবন্দরের সার্ভার জটিলতায় অনর্ধিারিত আরও একদিন বন্ধ থাকার পর আজ থেকে পূণরায় চালু হয়েছে। সকাল থেকেই আমদানী পণ্যবাহী ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশ শুরু করে। দুপুর পর্যন্ত প্রবেশ করেছে দু’শতাধিক ভারতীয় ট্রাক। বন্দর সংশ্লিষ্ট সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছে। সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, সোনামসজিদের বিপরীতে ভারতের মালদহ জেলার মোহদিপুর বন্দওে সার্ভার আপগ্রেডেশনের কাজ চলায় ভারতীয়রা গতকাল বন্দর খোলা থাকলেও কোন গাড়ী দিতে পারে নি। তিনি আরও বলেন, গত ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ঈদ ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ১০দিন বন্ধের পর গতকাল যথারীতি বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম চালু হবার কথা ছিল। সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ভারতে অনলাইনে সেন্ট্রাল সার্ভার আপডেপের কাজ চলায় গত রোববার আমদানী রপ্তানী কার্যক্রম চালু হয় নি। কাজ শেষে সোমবার (১৬জুন) থেকে সোনামসজিদ ও বিপরীতে ভারতের মোহদিপুর বন্দরের আমদানী রপ্তানী সংক্রান্ত সকল কার্যক্রম চালু হয়েছে। পাথর,খইল ও ভুষি (পোল্ট্রি,পশু ও মাছের খাবার), জিরা, গুড়সহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। বিকেল ৩টা পর্যন্ত দুশতাধিক ভারতীয় ট্রাক প্রবেশ করেছে। দীর্ঘ টানা ছুটির পর কয়েকদিনের মধ্যেই বন্দরের কার্যক্রমে ঢিলেভাব কমে ব্যস্ততা বাড়বে বলেও আশা করেন তিনি।
নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলা মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন নাচোল থানার ওসি মনিরুল ইসলাম, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, সহকারী শিক্ষা অফিসার আব্দুল মান্নান, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, মতিউর রহমান, হাবিবুল্লাহ সিপন, পৌরসভার কাজী কামরুল ইসলামসহ অন্যান্যরা। সভায় পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা দ্রুত কাজ সমাপ্তকরন, বাসস্ট্যান্ড মোড়ে যানজট নিরসন, বাল্যবিয়ে নিরোধ, নেসকোর নাচোল সাব অফিসে লোকবল পদায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক ঘটনায় দুইজন নিহত চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় শিশুদের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে বাশেদ আলী বিশু (৬০) নামের একজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো ৫-৬ জন। অন্যদিকে জেলার শিবগঞ্জ উপজেলার কামালপুরে জমিজমা নিয়ে বিরোধের জেরে মাসুদ রানা (৩৮) নামের একজন নিহত হয়েছেন। নিহত বিশু গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবইল গ্রামের আবুল হোসেনের ছেলে। আর নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামের আলাউদ্দিনের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি রইস উদ্দিন জানান, সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে পার্বতীপুরের সুবইল গ্রামের ঈদগাহ মাঠে শিশুরা ক্রিকেট খেলছিল। মাঠে থাকা ছোট ছোট গাছে থাকা আমের ক্ষতি হবার আশঙ্কায় ক্রিকেট খেলতে নিষেধ করা হলে তাদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষ লাঠি সোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাশেদ নিহত হন এবং আহত হন অন্তত ৫ থেকে ৬ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন। অন্যদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, রবিবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুর গ্রামে পারিবারিক জমি-জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে মাসুদ রানা নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওসি আরো বলেন-এজাহার পেয়েছি মামলা প্রক্রিয়াধীন। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোমস্তাপুরে ইসলামী সাধারন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ বিকেলে বাঙ্গাবাড়ি ইউনিয়নের শ্যামপুরে এসএস টেকনিক্যাল এন্ড বিএম কলেজ মাঠে এই পুরস্কার বিতরণ করা হয়। ফি-সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার আয়োজিত বার্ষিক কুইজ প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন রহনপুর পুর্নভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। প্রধান অতিথি’র বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সেক্রেটারি প্রভাষক হাফিজুর রহমান মুর্শেদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, পাঠাগারের প্রধান উপদেষ্টা সাইদুর রহমান মাষ্টার, বাঙ্গাবাড়ি ইউএস কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল, পাঠাগারের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা এনামুল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। পরে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নামাজ ও পশু কুরবানির মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন

নামাজ ও পশু কুরবানির মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঈদুল আজহা উদযাপন শনিবার (৭ জুন) দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যতিক্রম হয় নি। ঈদগাহগুলোয় দুই রাকাত ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বাড়ি ফিরে মহান আল্লাহ’র সন্তষ্টির জন্য পশু কুরবানী করেন। ত্যাগের মহিমায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয় ঈদুল আজহা। ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ঈদগাহের সংখ্যাছিল ৫৪৮টি। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি। এছাড়াও মডেল মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়। এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন- জেলাবাসীর সহযোগিতায় আর আইন শৃঙ্খলা বাহিনী কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে। কোথাও কোনো অপ্রীডিতকর ঘটনার খবর পাওয়া যায় নি। এদিকে আবহাওয়াও ছিল অনুকুলে। নামাজ আদায় বা পশু কুরবানী করতে কোনো ভোগান্তি পোহাতে হয় নি। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আর উৎসব মুখর পরিবেশে ঈদু আজহা উদযাপিত হয়েছে। অন্যদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি ভোগ করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।