জেলায় বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু

জেলায় বন্যার পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ পৌর এবং শিবগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় মহানন্দা ও পদ্মা নদীর বন্যার পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু হয়েছে। শিশুরা হল- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার চরমোহনপুর চাকপাড়া মহল্লার গ্রাম্য চিকিৎসক কাওসার আলী লিটনের একমাত্র সন্তান মোজাহিদুর রহমান রেহান ওরফে হাদি ও লিটনের সহদোর নির্মাণ শ্রমিক মতিউর রহমান খোকনের ছেলে আবদুল্লাহ আল আরিয়ান এবং শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের চরপাঁকা দশরিশয়া বাবুপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আবু সাইদ। এর মধ্যে মোজাহিদ ও আরিয়ান স্থানীয় কিন্ডারগার্টেনে পড়ে। আজ দুপুর ও সকালে ঘটনাগুলো ঘটে। পরিবার, হাসপাতাল, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আড়াইটার দিকে খেলতে বেরিয়ে বাড়ির নিকটেই নীচু স্থানে উঠে আসা মহানন্দার বন্যার পানির কিনারে দাঁড়িয়ে ছিপ নিয়ে মাছ ধরছিল দুই চাচাতো ভাই মোজাহিদ ও আরিয়ান। এসময় কোনভাবে তারা পানিতে পড়ে ডুবে যায়। এর মধ্যেই পরিবারের সদস্যরা দু’ভাইয়ের খোঁজ করে তাদের পানি থেকে উদ্ধার করে। দ্রুত তাদের জেলা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মনিরা খাতুন বিকাল ৪টায় দু’জনকেই মৃত ঘোষণা করেন। এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের সকলের অগোচরে খেলতে খেলতে বাড়ির পেছনে গর্তে উঠে আসা পদ্মা’র বন্যার পানিতে ডুবে যায় সাইদ। কিছুক্ষণের মধ্যেই খোঁজ করে বাড়ির পেছনে পানিতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া ঘটনাগুলো নিশ্চিত করেছেন। পুলিশ মরদেহগুলো উদ্ধার করেছে। এব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ বলে জানিয়েছে পুলিশ।
সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন

সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সংবাদ সম্মেলন পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে ভারত থেকে পেঁয়াজ আমদানিতে আইপি বা ইমপোর্ট পারমিট নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারকরা। আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান। সংবাদ সম্মেলনে সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক বলেন, সম্প্রতি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সীমিত পরিমাণে আইপি দিচ্ছে। কখনো ৫০ টন, আবার কখনো ৩০ টন। অথচ ভারত থেকে প্রতিটি ট্রাকে সাধারণত ২৫ থেকে ৩০ টন পেঁয়াজ আসে। ফলে ৩০ টনের আইপি দিলে এলসি, শুল্ক, সিঅ্যান্ডএফসহ অন্যান্য খরচ বেড়ে যাবে। এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে। তিনি আরো বলেন, আগের মতো উন্মুক্তভাবে আইপি দেওয়া হলে আমদানিকারকরা সুবিধা পাবেন। তাদের সময় ও খরচ সাশ্রয় হবে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক থাকবে। আর সরবরাহ বেশি থাকলে দামও নিয়ন্ত্রণে থাকবে। আমদানিকারক গ্রুপের নেতৃবৃন্দের দাবি, সীমিত আইপি বরাদ্দ অব্যাহত থাকলে বাজারে সরবরাহ ব্যাহত হবে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই পেঁয়াজ সরবরাহ স্বাভাবিক রাখতে বর্তমান আইপি নীতি পুনর্বিবেচনা করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, কোষাধ্যক্ষ নাজমুল হোসেন, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন আয়োজনে জন্মাষ্টমী পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায় লীলাপুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টায় জেলাশহরের শিবতলা চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দির চত্বরে চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন পরিষদের সভাপতি শ্রীল শ্যামকিশোর দাস গোস্বামী মহারাজজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ কুমার রায়, চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানী মন্দিরের সভাপতি বাসুদেব নন্দী, ইসকন প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক নরোত্তম দাস। অনুষ্ঠানে শ্রীকৃষ্ণের ওপর বক্তব্য দেন রাজশাহী সরকারি সিটি কলেজের পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক জয়কুমার দাস। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক নারু গোপাল পাল। পরে দুপুর ১২টায় মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে শোভাযাত্রার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্য অতিথিবৃন্দ। এসময় মন্দির থেকে উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য শোভাযাত্রাটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের ভক্তবৃন্দ নানান বাদ্যযন্ত্র সহকারে অংশ নেন। অনেকের হাতেই শোভা পাচ্ছিল শ্রীকৃষ্ণের প্রতিকৃতি। কেউ কেউ আবার এসেছিলেন রাধা-কৃষ্ণের বেশে। তবে শিশু-কিশোররা শ্রীকৃষ্ণ ও রাধার সাজে শোভাযাত্রায় অংশ নিলে দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। শেষে বিভিন্ন সাজে সজ্জিত শ্রেষ্ঠদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শিবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় শোভাযাত্রাটি শিবগঞ্জ শ্রী শ্রী রক্ষা কালী মন্দির থেকে শুরু হয়ে রাধাগোবিন্দ মন্দিরে গিয়ে শেষ হয়। আলোচনায় অংশগ্রহণ করেন— শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আজাহার আলী, শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী গৌর কৃষ্ণ পাল, যুগ্ম আহ্বায়ক সুশান্ত সাহা রাজু ও সদস্য সচিব আশীষ কুমার বাড়ালা। এ সময় যুগ্ম সদস্য সচিব সঞ্জয় কুমার দাস, ডা. তড়িৎ কুমার সাহা, বিদ্যুৎ পালসহ শিবগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। নাচোল: নাচোল উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।। আজ সকালে নাচোল বাজার কেন্দ্রীয় মন্দিরে শুভজন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে দিবসটি উপলক্ষে পথ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১

বিজিবির অভিযানে মোটর সাইকেল ও ফেনসিডিল জব্দ, আটক ১ চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে পাঁচটি মোটর সাইকেল ও ফেনসিডিলসহ একজনকে আটক করেছে ৫৩ বিজিবি। আটক হওয়া যুবক জেলার সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে সাজিদ আহম্মেদ টুটুল (৩০)। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শুক্রবার বিকেলে সাড়ে ৪টায় বাখেরআলী বিওপির টহলদল আলীমনগর ঘাট হতে ৭ কিলোমিটার পূর্ব দিকে ৪নং বেড়িবাঁধ এলাকায় টহল পরিচালনা করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আম বাগানের মধ্যে মাদক সেবন করা হচ্ছে। ঘটনাস্থলে বিজিবির টহলদল উপস্থিতি হলে ৫টি মোটরসাইকেলের আরোহীরা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। তবে তাদের ১ জনকে সাজিদ আহম্মেদ টুটুল আটক করতে সক্ষম হয়। তার কাছ থেকে ১৫২ বোতল ভারতীয় ফেনসিডিল ও আটককৃত ব্যক্তির সহযোগিদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল এবং ভারতীয় রুপি, বাংলাদেশী নগদ ৪৫ হাজার ৩৩০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। পরবর্তীতে পালিয়ে যাওয়া ব্যক্তিরা এলাকার লোকজনকে সাথে নিয়ে বিজিবির টহল দলের ওপর মব সৃষ্টি করার চেষ্টা করে। এপ্রেক্ষিতে বিওপি হতে কোম্পানী কমান্ডারের নেতৃত্বে অতিরিক্ত টহলদল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল, ফেনসিডিল ও মোটরসাইকেলসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ

সোনামসজিদ স্থলবন্দর দিয়ে এসেছে ১০০ টন পেঁয়াজ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে প্রায় ৮ মাস পরে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গতকাল বিকেলে ভারত থেকে চারটি গাড়িতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ বন্দরে প্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করে পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিডেটের ম্যানেজার মাইনুল ইসলাম জানান, দীর্ঘ ৫ মাস বন্ধ থাকার পর গতকাল ভারত থেকে ১০০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে চারটি গাড়ি বাংলাদেশের সোনামসজিদ স্থল বন্দরে প্রবেশ করে। তিনি বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পরে আবারো সোনামসজিদ স্থলবন্দরে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়বে আর বাজাও নিয়ন্ত্রণে থাকবে। তিনি বলেন-আজ এবং আগামীকাল সাপ্তাহিক ছুটির কারণে আমদানি বন্ধ রয়েছে। তবে রবিবার থেকে আবারও শুরু হবে। এদিকে সোনামসজিদ স্থলবন্দর উদ্ভিব সংগো নিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, গত ৩১ মার্চ থেকে ভারত থেকে আমদানি বন্ধ থাকার পর গতকাল ৪ গাড়িতে মোট ১০০ মেট্রিক টন পেঁয়াজ সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে। ১৩ জন ব্যবসায়ির মোট ৪৭০ মেট্টিক টন পেঁয়াজ আমদানি হবে। ব্যবসায়িরা জানান, গত ৫ মাস আগে ভারত সরকার বাংলাদেশের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। ফলে গত ৫ মাস বন্ধ থাকে পেঁয়াজ আমদানি। তবে আবার পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় পেঁয়াজের দাম কিছুটা কমে আসবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের নিউ মার্কেট মুদিবাজারের আব্দুর রহমান বাবু জানান, আজ প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৭৫ টাকায়।
চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায়

চাঁপাইনবাবগঞ্জে কমেছে পদ্মায়, বৃদ্ধি অব্যাহত মহানন্দা ও পুনর্ভবায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় এক সেন্টিমিটার কমলেও মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সকাল ৯টায় পদ্মা নদীর পানি পাঁকা পয়েন্টে বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে পদ্মায় পানি বৃদ্ধির কারণে চরাঞ্চলের প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল নিমজ্জিত হয়ে পড়েছে। শিবগঞ্জ ও সদর উপজেলার চরাঞ্চলে পানিবন্দি হয়েছেন হাজার হাজার পরিবার। চরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় পাঠদান বন্ধ হয়ে গেছে। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছেন গ্রামবাসী। এ অবস্থায় মানবেতর জীবন যাপন করছেন চরাঞ্চলের মানুষ। অধিকাংশ টিউবওয়েল পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির সংকট দেখা দিয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর পাঁকা পয়েন্টে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ২১.৭৩ মিটার; যা আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ সেন্টিমিটার কমে সমতল দাঁড়িয়েছে ২১.৭২ মিটার। অন্যদিকে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৯.৭৭ মিটার; যা ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৯ মিটার। এনদীর পানি বেড়েছে ২ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে গত বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৯.৯৪ মিটার; যা শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ২০.০১ মিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২.০৫, মহানন্দার ২০.৫৫ ও পুনর্ভবার ২১.৫৫ মিটার।
মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার

মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি টিয়া মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার টিয়া মিয়া সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর পাঠানপাড়ার মৃত বাবলুর রহমানের ছেলে। গতকাল রাতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জের একটি দল মহরাজপুর মেলার মোড় এলাকা হতে তাকে গ্রেপ্তার করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, ধৃত টিয়া মিয়ার বিরুদ্ধে ২০১৮ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১) এর ৯(ক) ধারায় মামলা হয়। মামলা হওয়ার পর তিনি নিজেকে আত্মগোপন করে পলাতক থাকেন। পরবর্তীতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে সশ্রম কারাদ- প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে টিয়া মিয়াকে গ্রেপ্তার করে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় বলে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৫ জনের ডেঙ্গু সনাক্ত

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে ২৫ জনের ডেঙ্গু সনাক্ত চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ফের বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ১৬ জন ও বহির্বিভাগে ৮ জন এবং শিবগঞ্জে ১ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ২৫ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১০ জন মহিলা ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৪ জনকে। এই ১৪ জনের মধ্যে ৮জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৬১৩ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ১০৭ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে।
সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ

সদর উপজেলায় ১৫ পরিবারে ঢেউটিন ও টাকা বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিভিন্ন সময়ে অগ্নিকা-, কালবৈশাখী ঝড়, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ১৫টি পরিবারবে গৃহ নির্মাণের জন্য ১৬ বান্ডিল ঢেউটিন ও নগদ ৩ হাজার করে টাকা দেয়া হয়েছে। সরকারের দুর্যোগ ববস্থাপনা অধিদপ্তর থেকে এই সহায়তা প্রদান করা হয়। আজ দুপুরে পরিবারগুলোর মধ্যে এই টিন ও টাকা বিতরণ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনূর আলম। এসময় উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চর কুমার দাস, উপজেলা মাধ্যমিক অ্যাকাডেমিক সুপারভাইজার আব্দুল আলিম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের প্রকৌশলী সারোয়ার পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ

শিবগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ শিবগঞ্জে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত ২৮৩ পরিবারকে চাল, শুকনো খাবার, ঢেউটিন ও চেক বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার পাঁকার বোগলাউড়ি ও দুর্লভপুরের মনোহরপুর এলাকায় এসব পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী, ঢেউটিন ও চেক বিতরণ করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেনÍ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমানসহ অন্যরা। এর মধ্যে পাঁকায় ১৫০ পরিবারকে ২০ কেজি করে জিআর চাল, দুর্লভপুরে ১২৯ পরিবারকে শুকনো খাবার ও ৩০ কেজি করে চাল, ৪ পরিবারকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার টাকার চেক এবং শুকনো খাবার দেয়া হয়। এছাড়া পানি বিশুদ্ধকরণের ট্যাবলেট দেয়া হয়।