গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগনকে সম্পৃক্ত ও সচেতনা বৃদ্ধিকরন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। চৌডালা ইউনিয়ের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সচিব রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধ আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শেষে ডেঙ্গুমশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।

গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার রবিশস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষে ১২ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, রইস উদ্দিন, ইব্রাহিম খলিলসহ কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ১২ হাজার ৫০৫ জন কৃষককে রবিশস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৫ হাজার ৮২০ জন, গম ৬ হাজার ২০০ জন, ভুট্টা ১২০ জন, চিনা বাদাম ২০ জন, শীতকালীন পেঁয়াজ ৮০ জন, মসুর ১১০ জন, খেসারি ১৩৫ জন, অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হবে।

ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র‌্যাবের কাছে

ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র‌্যাবের কাছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এই অভিযান চালানো হয়। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে এর মালিককে পাওয়া যায়নি। উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।

নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন

নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন নাচোলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সমশের আলী নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক রাইসুল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সমশের নাচোল উপজেলার বেনিপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আহত রাইসুল রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। আজ বিকেল ৫টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন ও হাসপাতাল সূত্র জানান, আজ বিকেল ৫টার দিকে সমশের আলী ভেরেন্ডী বাজার থেকে তার নিজ অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহীর দিক থেকে আসা রাইসুলের মোটর সাইকেলের সঙ্গে বেনিপুর মোড়ে বাঁক নেয়ার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ২জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী যাবার পথে সমশের আলী মারা যান।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৮জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৮জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, গোমস্তাপুরে ১জন, নাচোলে ১জন ও ভোলাহাটে ৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১০ জন রোগী। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৪জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা

মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাঁচ নম্বর মহারাজপুর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনঃসংযোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মেনুয়ার জাহান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. জিন্নাত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন- মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিনহাজুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান। এছাড়াও প্রকল্পটির প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদেশ যাওয়ার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত বিদেশফেরত ব্যক্তিদের যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

ঝিলিমে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ

ঝিলিমে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট’ (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের সিসিএজি সদস্যদের নিয়ে খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলার সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় কুমার সরকার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হাই। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)’র সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় আরো উপস্থিত ছিলেন- ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক আব্দুস সালাম, প্রকল্প সমন্বয়ক বকুল কুমার ঘোষ, মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন অফিসার সোহেল রানা, কমিউিনিটি মোবিলাইজেশন অফিসার ওবায়দুল বারী। কর্মশালায় জলবায়ু স্থিতিস্থাপকতা বাড়ানোর লক্ষে টেকসই কৃষি অনুশীলনের ওপর আলোকপাত করা হয়। প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো- অংশগ্রহণকারী সদস্যদের জলবায়ু পরিবর্তনের সমস্যা এবং প্রশমন ব্যবস্থার ওপর ধারণা দেওয়া। খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, চাষ পদ্ধতি, বসতবাড়ির আশপাশ বা আঙ্গিনায় বাগান করার কৌশল, মাটির গুণাগুণের উন্নতি, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের ব্যবহার কমাতে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া বিষয়ে অংশগ্রহণকারীদের ধারণা প্রদান করা। কর্মশালায় ২০ জন ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন-সিসিএজি গ্রুপের সদস্যেরা অংশগ্রহণ করেন।

যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে

যুব ফোরামের দক্ষতা বৃদ্ধিতে ৩ দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদরে সংবেদনশীল ও অসাম্প্রদায়িক সমাজ গঠনে যুব নেতৃত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক যুব ফোরামের দক্ষতা বৃদ্ধির তিন দিনের প্রশিক্ষণ বৃহস্পতিবার শেষ হয়েছে। আস্থা প্রকল্পের আয়োজনে ও ডেমক্রেসিওয়াচ’র বাস্তবায়নে প্রশিক্ষণটি গত ২২ অক্টোবর শুরু হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবে অনুষ্ঠিত প্রশিক্ষণে গোমস্তাপুর উপজেলার ৩০ জন নারী-পুরুষ নিয়ে গঠিত যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন। তিন দিনের প্রশিক্ষণের সমাপনী দিনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অবসরপ্রাপ্ত শিক্ষক ও জেলা নাগরিক প্ল্যাটফর্মের সভাপতি শাহ আলম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেস ক্লাবের সভাপতি এরফান ফারুক মাসুম, মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি ও জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ। প্রশিক্ষক হিসেবে ছিলেন আস্থা প্রকল্পের জেলা সমন্বয়ক রেজাউল করিম ও সিনিয়র ফিল্ড অফিসার আরিফা খাতুন। অতিথিরা যুব ফোরামের উদ্দেশ্যে নানা দিকনির্দেশনা তুলে ধরেন। আলোচনা শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৫ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তে„ রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১০ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা রয়েছে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন নারীদের জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাগঞ্জে। আজ সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় স্বাস্থ্য বিভাগ, উপজেলা প্রশাসন, পৌর কর্তৃপক্ষ ও শিক্ষা বিভাগের সহায়তায় জেলায় এই টিকাদান কর্মসূচি শতভাগ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা.এস.এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক দেবেন্দ্র নাথ ওরাঁও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছমিনা খাতুন, জেলা শিক্ষা অফিসার আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক আনোয়ারুর আজিম,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইকতেখারুল ইসলাম সহ স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা, বিদ্যালয়টির শিক্ষকগণ সহ অনান্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রেশমা খাতুন। সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রশিদ জানান, আগামী ২৪ নভেম্বর পর্যন্ত জেলায় এ কার্যক্রম চলবে। জেলায় ১০ থেকে ১৪ বছর বয়সী ৮৯ হাজার ৬৯১ জন কিশোরিকে এইচপিভি টিকা দেয়া হবে । পঞ্চম থেকে নবম শ্রেনীর ছাত্রী ও শিক্ষা প্রতিষ্ঠান বর্হিভূত কিশোরীদের বিনামূল্যে টিকা দেওয়া হবে। তিনি আরও বলেন,সরকারি ছুটির দিন ব্যাতীত ১৮ দিনের এই কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা ৭ নভেম্বর পর্যন্ত টিকা নিতে পারবে। পরবর্তীতে ২৪ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে অস্থায়ী ও স্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা পাবেন কিশোরীরা। টিকা কার্যদিবসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। গত বুধবার দুপুর পর্যন্ত রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে ২১ হাজার ৪৯০ জন কিশোরির। জেলায় ৭৩৮টি প্রাথমিক বিদ্যালয়, ২৮৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২৯২টি কেজি স্কুল, ৯০টি প্রাথমিক মাদ্রাসা এবং ১৫২টি মাধ্যমিক মাদ্রাসায় এইচপিভি টিকা দেয়া হবে।