নাচোলে নিরাপদ সবজি উৎপাদন প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

নাচোলে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ নাচোলের মল্লিকপুর বাজারে নিরাপদ সবজি উৎপাদন বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ শেষ ও উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সকালে সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত) এর আওতায় প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রশিক্ষণ প্রদান করেন চাঁপাইনবাবগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক (কৃষি) মাসুম রেজা। এসময় তিনি বলেন আপনারা নিরাপদ উপায়ে সবজি উৎপাদন করলে সেই সবজিতে অনেক পুষ্টি রয়েছে। অনিরাপদ সবজি খেলে আপনার শরীরে অনেক অসুখ বাসা বাঁধছে। অনিরাপদ সবজি খাওয়ার ফলে মানুষের ক্যান্সার, সর্দি, জ্বর, মাথাব্যথা, অ্যাবোরশন, আলসার সমস্যায় ভুগছে। এর জন্য আমাদের সবাইকে জৈব উপায়ে নিরাপদ সবজি উৎপাদন করতে হবে। আমরা বসতবাড়িতে সবজি উৎপাদন করে নিজে খাবো এবং বাজারে বিক্রি করবো। তিনি বলেন আমরা যদি কেঁচো সার ব্যবহার করে সবজি চাষ করি তাহলে সেই জমিতে আগাছা কম হবে। এসময় কেঁচো সার তৈরির পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।এছাড়াও তিনি টাটকা বিষমুক্ত সবজি খাওয়ার পরামর্শ দেন। তিনি আরো বলেন একজন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ২৫০গ্রাম সবজি খাওয়া দরকার তাহলে পুষ্টির চাহিদা পুরণ হবে। প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন প্রয়াসের আরএসটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, আরএমটিপি ডেইরি প্রকল্পের সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর আব্দুল্লাহ-আল-কাফী, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। কৃষি উপকরণ হিসেবে প্রয়াসের ১০ জন সদস্যকে ফেরোমন ফাঁদ, হলুদ বা নীল আঠাযুক্ত বোর্ড ও কেঁচো সার, সবজি বীজ হিসেবে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মরিচ বীজ ও সাইনবোর্ড ও প্রদর্শনীর তথ্য বই বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কৃষি ইউনিট। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল

আদিবাসী ১৭৮ শিক্ষার্থীকে দেয়া হলো বৃত্তির টাকা, ২০ জনকে সাইকেল নাচোলে সোমবার ব্যস্ত সময় পার করেছেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ। এ দিন তিনি উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেছেন। সকাল ১০টায় উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে এই মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, কৃষি অফিসার সলেহ্ আকরাম, নাচোল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল উদ্দিন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃনাল কান্তি, বিএমডিএ’র কর্মকর্তা রেজাউল করিম, নাচোল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, নেজামপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, নাচোল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম। সভায় বরেন্দ্র ভূমির গভীর নলকূপের পানির স্তর, পুকুর লিজ, স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনের উদ্বোধন ও মান উন্নয়ন, আমনুরা রেলওয়ে স্টেশনে বনলতা এক্সপ্রেস ট্রেনটি দাঁড়নোর দাবি, শিক্ষা ব্যবস্থা, রাস্তাঘাট, ভূমিহীন ও খাস জমি বন্দোবস্ত, ব্যবসা-বাণিজ্য, মসজিদ-মন্দিরসহ উপজেলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরা হয়। জেলা প্রশাসক মনোযোগ সহকারে সব কথা শোনেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নির্দেশনা দেন। এ সময় জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ সকল সরকারি দপ্তর প্রধানগণকে জনগণের সেবক হিসেবে আচরণ করার আহ্বান জানান। মতবিনিময় শেষে উপজেলার আদিবাসী জনগোষ্ঠীর ১৭৮ জন শিক্ষার্থীর মধ্যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে প্রাপ্ত শিক্ষাবৃত্তির ৮ লাখ ৯ হাজার নগদ টাকা ও ২০ জন শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল বিতরণ করেন। এদিন দুপুরে জেলা প্রশাসক নাচোল পৌরসভা পরিদর্শন এবং কৃষি উপকরণ বিতরণ করেন।
গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে কমিউনিটি রেডিও

গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে ১৭টি কমিউনিটি রেডিও গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়নে দেশের কমিউনিটি রেডিওগুলো কীভাবে ভূমিকা রাখতে পারে- এ নিয়ে রেডিওর সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। আজ ঢাকার একটি হোটেলে ইউএনডিপির ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়) এভিসিবি-৩’ এর আওতায় কমিউনিটি রেডিওর মাধ্যমে গ্রাম আদালত ব্যবস্থায় জেন্ডার ও অন্তর্ভুক্তির প্রচার শিরোনামের এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় রেডিও মহানন্দাসহ দেশের ১৭টি রেডিওর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কমিউনিটি পর্যায়ের মানুষদের সচেতনতার লক্ষে আগামী অর্থবছর থেকে ১৭টি কমিউনিটি রেডিওর সাথে কাজ শুরু করতে যাচ্ছে এই প্রকল্প। দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সেশন পরিচালনা করেনÑ এভিসিবি-৩ এর লিঙ্গ বিশ্লেষক শামীমা আক্তার শাম্মী, জাতীয় প্রকল্প সমন্বয়কারী বিভাস চক্রবর্তী, প্রকল্প সমন্বয় বিশ্লেষক শঙ্কর পল, আইন বিশ্লেষক মশিউর রহমান চৌধুরী, ইউএনডিপির বাংলাদেশ কান্ট্রি অফিসের যোগাযোগ সহকারী গল্পকার সাদিয়া রহমান, ডেমোক্রেটিক গভর্নেন্স ক্লাস্টার বিভাগের সিনিয়র গভর্নেন্স স্পেশালিস্ট তানভীর মাহমুদ, এভিসিবির যোগাযোগ ও আউটরিচ বিশ্লেষক সুমন ফ্রান্সিস গোমেজ, কমিউনিকেশন অ্যান্ড আউটরিচ অ্যাসোসিয়েট সোনিয়া ফারজানা, বিসিআরএ’র সমন্বয়কারী সুমিতা রবিদাস। রেডিও মহানন্দা থেকে অংশগ্রহণ করেন টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও সহকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা। বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয় করণ তৃতীয় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই কর্মশালার আয়োজন করে। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের ছোটখাটো বিষয়ে সুবিচার বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতা-উত্তর বাংলাদেশে ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ৯ মে ১৯নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন। এ আইনের মূল কথাই হলো স্থানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি। নিজেদের মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে শান্তিপূর্ণভাবে বিরোধ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হন।
শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

শিবগঞ্জে জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন ‘ছাত্র শিক্ষক কৃষক ভাই-ইঁদুর দমনে সহযোগিতা চাই’-এই প্রতিপাদ্যে শিবগঞ্জে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফতাবুজ্জামান আল ইমরান। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. শাহদাত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার শাহিন আক্তার, অতিরিক্ত কৃষি অফিসার সুনাইন বিন জামান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার তৌহিদুল ইসলাম, উপ-সহকারী কৃষি অফিসার কনক আজমসহ কৃষকরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে।
গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা

গোমস্তাপুরে বিভিন্ন রোগ প্রতিরোধে সচেতনামূলক সভা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে স্থানীয় জনগনকে সম্পৃক্ত ও সচেতনা বৃদ্ধিকরন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সামাজিক সম্প্রীতি জোরদারকরণের লক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চৌডালা জহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। চৌডালা ইউনিয়ের সদস্য এবাদুল হকের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ইউপি সচিব রবিউল ইসলাম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাবুল হক, চৌডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকরামুল হক, ইউপি সদস্য শরিফুল ইসলাম, বৈষম্য বিরোধ আন্দোলনের সদস্য মনিরুল ইসলাম, পল্লী চিকিৎসক বাইরুল ইসলামসহ অন্যান্যরা। আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মসজিদের ইমাম, স্থানীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আলোচনা সভার শেষে ডেঙ্গুমশা নিরোধে উপস্থিত সকলের কাছে কয়েল তুলে দেয়া হয়।
গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ

গোমস্তাপুরে রবিশস্যের বীজ ও সার বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার রবিশস্যের বীজ ও রাসায়নিক সার সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। চলতি মৌসুমে উপজেলায় ফসলের আবাদ ও উৎপাদনের লক্ষে ১২ হাজার ৫০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে রবিশস্যের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। উদ্বোধনী দিনে বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে সরিষার বীজ বিতরণ করা হয়। পরে উপজেলা কৃষি সম্প্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। প্রধান অতিথির বক্তব্য দেন- গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, রইস উদ্দিন, ইব্রাহিম খলিলসহ কৃষকরা। উল্লেখ্য, গোমস্তাপুর উপজেলার মোট ১২ হাজার ৫০৫ জন কৃষককে রবিশস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৫ হাজার ৮২০ জন, গম ৬ হাজার ২০০ জন, ভুট্টা ১২০ জন, চিনা বাদাম ২০ জন, শীতকালীন পেঁয়াজ ৮০ জন, মসুর ১১০ জন, খেসারি ১৩৫ জন, অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার তুলে দেওয়া হবে।
ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র্যাবের কাছে

ফুটবলের মধ্যে হেরোইন তবুও ধরা র্যাবের কাছে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালিয়ে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প। গত শনিবার রাত পৌনে ৯টার দিকে এই অভিযান চালানো হয়। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল গোদাগাড়ী উপজেলার স্বরমোংলা এলাকায় অভিযান চালায়। অভিযানে অভিনব কায়দায় ফুটবলের ভেতরে রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। তবে এর মালিককে পাওয়া যায়নি। উদ্ধারকৃত হেরোইন গোদাগাড়ী থানায় জিডি মোতাবেক হস্তান্তর করা হয়েছে।
নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন

নাচোলে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত দুইজন নাচোলে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে সমশের আলী নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এঘটনায় মোটরসাইকেল চালক রাইসুল গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত সমশের নাচোল উপজেলার বেনিপুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে। আহত রাইসুল রাজশাহীর পবা উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলীর ছেলে। আজ বিকেল ৫টার দিকে নাচোল আড্ডা সড়কের বেনিপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ফরিদ হোসেন ও হাসপাতাল সূত্র জানান, আজ বিকেল ৫টার দিকে সমশের আলী ভেরেন্ডী বাজার থেকে তার নিজ অটোরিকশা চালিয়ে বাড়ি ফিরছিলেন। এসময় রাজশাহীর দিক থেকে আসা রাইসুলের মোটর সাইকেলের সঙ্গে বেনিপুর মোড়ে বাঁক নেয়ার সময় মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ২জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে রাজশাহী যাবার পথে সমশের আলী মারা যান।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৮জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ৮জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, গোমস্তাপুরে ১জন, নাচোলে ১জন ও ভোলাহাটে ৪জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে ভর্তি আছে ১০ জন রোগী। তাদের মধ্যে ৯ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ৪জন ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ২ জনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা

মহারাজপুরে নিরাপদ অভিবাসন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পাঁচ নম্বর মহারাজপুর ইউনিয়নে জনসচেতনতা সৃষ্টির লক্ষে ‘নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত অভিবাসীদের পুনঃসংযোগ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন- মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাহিদ ইসলাম রাজন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ সচিব মো. মেনুয়ার জাহান। প্রধান বক্তা ছিলেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. জিন্নাত আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন- মহারাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল আহাদ, মহারাজপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মিনহাজুল হক, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. সেরাজুল ইসলাম এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম অর্গানাইজার মো. মিজানুর রহমান। এছাড়াও প্রকল্পটির প্রবাস বন্ধু ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক মনিরুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, গ্রামপুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিদেশ যাওয়ার পূর্বে সঠিকভাবে পাসপোর্ট ও ভিসা যাচাই-বাছাই, বিদেশে আটক ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিৎসা সহায়তা, বিদেশে মারা যাওয়াদের দেশে ফেরত আনা এবং ক্ষতিগ্রস্ত বিদেশফেরত ব্যক্তিদের যাচাই-বাছাই করে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।