গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত

গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- প্রতিপাদ্যে গোমস্তাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে যুব র‌্যালি, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, শপথ পাঠ, আলোচনাসভা ও যুব ঋনের চেক বিতরণ করা হয়। আজ সকালে যুব র‌্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে রহনপুর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব ও অনুষ্ঠানে যুববাক্য পাঠ করান যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ পারভেজ। প্রধান অতিথি’র বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। আলোচনা শেষে যুব ঋন ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়।

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত

ভোলাহাটে ডাকাতি করে পালানোর সময় গণপিটুনিতে ২ ভাই নিহত চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটে ডাকাতি শেষে পালানোর সময় গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের খাপানির বিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামবাড়িয়া ইউনিয়নের দুর্গাপুর কামারপাড়া গ্রামের হবিবুর রহমান হবু শিল্পীর ছেলে ইয়াকুব আলী (২২) ও তার ভাই আলমগীর হোসেন (২৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৮টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে বড়গাছি-নওরশিয়া পাকা সড়কের খাপানির বিল এলাকায় যাওয়ার সময় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নারীদের স্বর্ণালংকার এবং অন্যদের কাছ থেকে নগদ টাকা কেড়ে নেয় ডাকাতরা। এ সময় তাদের চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে গেলে ডাকাতরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ডাকাতরা রাতের অন্ধকারে একটি পুকুরে ঝাঁপ দেয়। একপর্যায়ে পুকুরের পাশের একটি আমগাছে উঠে নিজেদের রক্ষার চেষ্টা করে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে আমগাছ থেকে নামিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দুই ডাকাত মারা যায়। এ সময় অপর দুই ডাকাত পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডাকাতি করে পালানোর সময় এলাকাবাসী ধাওয়া করলে ঘটনাস্থলে গণপিটুনিতে দুই ডাকাত নিহত হয়। তারা সম্পর্কে আপন দুই ভাই। তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা

সদর উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটি ও উপজেলা পরিষদের মাসিক সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সভাগুলো অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় সেপ্টেম্বর মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার এসআই কবির হোসেন। এছাড়া মাদকদ্রব্য অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের কার্যক্রম তুলে ধরেন পরিদর্শক ইলিয়াস হোসন তালুকদার। অন্যান্য দপ্তর প্রধানগণ তাদের কার্যক্রম তুলে ধরেন। সভায় বাল্যবিয়ে, মাদক, ইভটিজিংসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পরে উপজেলা পরিষদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মোছা. তাছমিনা খাতুন। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ‘শিশু-কিশোর ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৪’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা পর্যায়ের এই প্রতিযোগিতায় ৩ শতাধিক শিশু কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন- জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা, ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া, অভিভাবক মো. মোশারফ হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস ও মাহিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের সদর উপজেলা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল অদুদ। ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা কার্যালয় আয়োজিত প্রতিযোগিতার বিষয় ছিল ক্বিরাত, হামদ ও নাতে রসুল (সা.), কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, রচনা, ইসলামী জ্ঞান।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ৮ জন চাঁপাইনবাবগঞ্জে গত বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ১ জন মহিলা রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে একই সময়ে অবস্থার অবনতি হওয়ায় ৫ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ

সোনমসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথরবোঝাই  ভারতীয় ট্রাকে মিলল ফেনসিডিল, ট্রাক জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানীকৃত পাথর বোঝাই একটি ভারতীয় ট্রাক থেকে ১৮১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। এ ঘটনায় জব্দ হয়েছে ট্রাক। তবে এর সাথে সংশ্লিস্ট কেউ আটক হয়নি। বিজিবি জানায়, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বন্দর মূল ইয়ার্ডের বাইরে শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ মধ্যবাজার এলাকায় আনলোডিং পয়েন্টে জব্দ ভারতীয় ট্রাকে তল্লাশী করে সোনামসজিদ বিওপির একটি টহল দল। তল্লাশীতে ৫২ টন পাথর বোঝাই ট্রাকের চালক কেবিনে বিশেষ কায়দায় লুকানো ১৮১ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আজ দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিরিয়া জানান, আটক মাদকদ্রব্য, পাথরসহ ট্রাক শিবগঞ্জ থানায় জমা করে মামলা করা হবে।

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,নওগাঁ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার,নওগাঁ থেকে ৩টি চোরাই গরু উদ্ধার চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ আন্ত:জেলা গরুচোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে নওগাঁর নিয়ামতপুর খানার চোরাপাড়া গ্রাম থেকে উদ্ধার হয়েছে সদর উপজেলার উত্তর ভবানীপুর গ্রাম থেকে গত ১৯ অক্টোবর চুরি যাওয়া ৩টি গরু। পুলিশ জানায়, গতকাল রাতব্যাপী জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর উপজেলায় অভিযানের পর আজ ভোররাতে ওই ৩ চোর শিবগঞ্জ ও গোমস্তাপুর হতে গ্রেপ্তার হয়। গ্রেপ্তাররা হল-শিবগঞ্জের পলাশবাড়ি গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচাঁন ইসলাম এবং গোমস্তাপুরের বাবুপুর গ্রামের মৃত তহুরুল ইসলামের ছেলে মানিক আলী ও শুক্রবাড়ি গ্রামের মৃত সাদিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম। এদের বিরুদ্ধে গরু চুরি হত্যাসহ একাধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে পুলিশ জানায়। আজ সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এসএম জাকারিয়া বলেন ও সদর থানার প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,ভবানীপুর গ্রামের আবুল হোসেনের ছেলে আবদুল্লাহ আল মুনঈম শোভন গরুচুরির ঘটনায় গত মঙ্গলবার মামলা করেন। এরপরপরই পুলিশ গোপন তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তার করে। পরে বুধবার সকাল ১০টার দিকে নিয়ামতপুরের চোরাবাড়ি গ্রামে একটি গাছের সাথে বাঁধা শোভনের চুরি যাওয়া ৩টি গরু উদ্ধার করে। ওসি আরও জানান, চোরচক্রে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। বুধবার বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত তাদের জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।

৩ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, তবে সম্পূর্ণ চালু হয়েছে দুরপাল্লার কোচ চলাচল

৩ দিন থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ, তবে সম্পূর্ণ চালু হয়েছে দুরপাল্লার কোচ চলাচল ৩ দিনেও সংকট সম্পূর্ণ কাটেনি। তৃতীয় দিনের মত আজ বন্ধ ছিল চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের সব ধরনের বাস চলাচল। বাড়ছে যাত্রী দূর্ভোগ। তবে বুধবার দুপুরে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার দপ্তরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ ও রাজশাহীর বাস মালিক সমিতির প্রতিনিধির উপস্থিতেতে সমঝোতা বৈঠক হয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়ন নেতারা। তবে এরপরেও চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল শুরু হয় নি। নেতৃবৃন্দ বলছেন, আগামীকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হবে। তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা,চট্রগ্রাম, সিলেট সহ দুরপাল্লার সকল রটে কোচ চলাচল যা আংশিক চালু ছিল তা স্বাভাবিক হয়েছে। বুধবার বিকাল থেকে যাতায়াত শুরু করেছে দুরপাল্রার সকল রুটের কোচ। শ্রমিক সূত্র জানায়,গত শনিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জে রাজশাহীর মালিকানাধীন চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের একটি বাসের রাজশাহীর শ্রমিকদের চাঁপাইনবাবগঞ্জের যাত্রীদের মারধরের জেরে শুরু হয় সংকট। এর জেরে রাজশাহীতে পরদিন থেকে দু’দিন চাঁপাইনবাবগঞ্জের শ্রমিকরা ব্যাপক নিগৃহীত হন। মারধরের শিকার হন ৮/১০ শ্রমিক। এমনকি ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ থেকে দেশের বিভিন্ন গন্তব্যে চলাচলকারী দুরপাল্লার কোচ চলাচলকে জড়িয়ে দেয়া হয়। দুরপাল্লার কোচের চাঁপাইনবাবগঞ্জের স্টাফদের মারধর করা হয় রাজশাহীতে। আটকে দেয়া হয় চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার বাস। ফলে গত সোমবার থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের মালিকনাধীন দুরপাল্লার বাস চলাচল বন্ধ হয়। শুধু বাইরের জেলার স্টাফ দিয়ে বাইরের জেলার মালিকানধীন দুরপাল্লার বাস চালু থােক। তবে এই চালু থাকা নিয়েও সৃষ্টি হয় অনিশ্চয়তা। শ্রমিক সূত্র আরও জানায়, চাঁপাইনবাবগঞ্জের সকল গন্তব্যর বাস ও কোচকে রাজশাহীর উপর দিয়েই চলাচল করতে হয় বিধায় চাঁপাইনবাবগঞ্জের মালিক শ্রমিককে মাঝেমাঝেই রাজশাহীতে বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। দু’জেলার মালিক ও শ্রমিকদের এ দ্বন্দ নতুন কিছু নয়। চাঁপাইনবাবগঞ্জ ট্রাক,ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন (সাবেক জেলা মোটর শ্রমিক ইউনিয়ন) সভাপতি সাইদুর রহমান বলেন,বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত রাজশাহীতে পুলিশ কমিশনারের দপ্তরে ডিসি ট্রাফিক নুর আলমের উপস্থিতিতে দু’পক্ষের বৈঠকে সকল সমস্যার সমাধান হয়েছে। তবে শ্রমিকদের বুঝিয়ে তাদের ক্ষোভ দুর করে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক হতে একটু সময় লাগবে। দুরপাল্লার কোচ বুধবার বিকাল থেকেই পুরো ঠিক হয়েছে। সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম বলেন, বুধবার দুরপাল্লা স্বভাবিক হয়েছে। বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটের বাস চলাচল স্বাভাবিক সহ পুরো পরিস্থিতি পরিস্কার হবে। চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন দুরপাল্লার গ্রামীন ট্রাভেলস এর ম্যানেজার স্বপন আলী বলেন, দুরপাল্লা স্বাভাবিক। এছাড়া সকল দুরপাল্লার কোচে চাঁপাইনবাবগঞ্জের ষ্টাফরা কাজ শুরু করেছেন।

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস

আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস আদালতের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জে নমূণা রেখে তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দ করা বিপুল পরিমান মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। আজ সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন স্থানে প্রকাশ্যে বুলডোজার দিয়ে পিষে ও আগুন দিয়ে পুড়িয়ে এসব মাদক ধ্বংস করা হয়। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশরাফুল ইসলাম ও তৌহিদুজ্জামান উপস্থিত থেকে তদারকি করেন। আদালত পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) মনিরুল ইসলাম বলেন, এসব মাদক তদন্তাধীন বিভিন্ন মামলার আলামত হিসেবে ও পরিত্যক্ত অবস্থায় সাধারণ ডায়েরিমূলে জব্দকৃত। জেলার পাঁচ থানা ও গোয়েন্দা পুলিশ(ডিবি) এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভিন্ন সময় এসব মাদকদ্রব্য জব্দ করে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে হেরোইন ২৫ কেজি ২১৫ গ্রাম, ইয়াবা ট্যাবলেট ৩২ হাজার ৭৫৪ পিস, বিদেশী মদ ৯৭৯ বোতল, ফেনসিডিল ৭ হাজার ৯৭৭ বোতল, চোলাই মদ ৪৫.৮৫০ লিটার, ভারতীয় নেশাকারক বুপ্রেনরফিন ইনজেকশন ২ হাজার ৫৫৫ ও অন্য ইনজেকশন ১৭০ এ্যাম্পুল,গাঁজা ৯৬ কেজি ১২৪ গ্রাম, হাইড্রোজ ১.২৪৯ কেজি, বাংলা মদ তৈরির উপকরণ ৪৯৯ গ্রাম, ভারতীয় বিড়ি ৪ হাজার ২০০ বান্ডিল ও কয়েকটি নিষিদ্ধ কারেন্ট জাল।

ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড

ভ্রাম্যমান আদালতের অভিযানে শহরের ৪ ফিলিং ষ্টেশনকে অর্থদন্ড চাঁপাইনবাবগঞ্জ শহরের চারটি ফিলিং ষ্টেশনকে ৭৫ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। সড়ক ও জনপথ বিভাগ (সওজ) থেকে ইজারা নেয়া জমির খাজনা ২০১৫-১৬ সাল হতে পরিশোধ না করায় এ দন্ড আরোপ করা হয়। এছাড়া আদালত বকেয়া খাজনা দ্রুত পরিশোধের জন্য ওই ফিলিং ষ্টেশনগুলোকে নির্দেশনাও দিয়েছে। আজ দুপুর ১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীকে নিয়ে অভিযান চালান জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট অনুজ চন্দ। এ সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহসড়ক পাশে অবস্থিত মেসার্স ইসলাম ফিলিং ষ্টেশনকে ১৫ হাজার, পরিবহন শ্রমিক কল্যাণ ফিলিং ষ্টেশনকে ৩০ হাজার, একে খান ফিলিং ষ্টেশনকে ১০ হাজার ও সামাদ এন্ড সন্স ফিলিং ষ্টেশনকে ২০ হাজার টাকা অর্থদন্ড আরোপ করা হয়। আদালতের সাথে থাকা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হাই বলেন, মহাসড়ক আইন ২০২১ এর ১৪(৭) ধারা অনুযায়ী অর্থদন্ড করে আদালত।