নাচোলের কাদের চেয়ারম্যান ও রয়েল বিশ্বাস কারাগারে

নাচোলের কাদের চেয়ারম্যান ও রয়েল বিশ্বাস কারাগারে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জেলহাজতে পাঠিয়েছেন আদালত। রবিবার সকালে ওই মামলায় নাচোল আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করে তারা। আদালতের বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউনিয়নের মাড়কৈল গ্রামে আব্দুল কুদ্দুসের আমবাগানে বাদী এস্তাব আলীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন। বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা বাগানে অনধিকার প্রবেশ করে বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম এবং আমবাগানের ক্ষতি সাধন করে। এ ঘটনায় ২০ অক্টোবর এস্তাব আলী বাদী হয়ে আব্দুল কাদেরকে ১নং আসামি করে ২৬ জনের নাম উল্লেখ করে নাচোল থানায় মামলা দায়ের করেন। চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আদালতের নির্দেশে আব্দুল কাদের ও রয়েল বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিকের শিক্ষার্থীদের মানববন্ধন : একাত্মতা ঘোষণা আন্দোলনকারী শিক্ষকদের কর্মসূচির সঙ্গে ঢাকায় কারিগরি শিক্ষকদের চলমান অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন। রবিবার সকাল সাড়ে ১০টায় অধ্যক্ষের কার্যালয়ের সামনে থেকে মিছিল নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটক সংলগ্ন শহীদ মিনার পাদদেশে মানববন্ধন ও সমাবেশ করেন তারা। সমাবেশে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী অরিফুল ইসলাম, কম্পিউটার টেকনোলজি বিভাগের ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী রিপন ইসলাম, আরইসি টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী রাশিদুল ইসলাম, ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী মোশারফ হোসেনসহ অন্যরা। পরে তারা অধ্যক্ষের মাধ্যমে কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি ও মানববন্ধনে বলা হয়, কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের ৪৯টি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত রাজস্ব খাতে প্রক্রিয়াধীন ৭৩৮ জন শিক্ষকের ৫১ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। ৫ বছর ধরে চলমান চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হচ্ছে না। যে কারণে সম্মানিত শিক্ষকরা আন্দোলনে রয়েছেন। শিক্ষকদের চলমান আন্দোলনের ফলে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর পাঠদান কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এমন অবস্থায় শিক্ষকদের যৌক্তিক দাবি দ্রুত পূরণ করে ক্লাসে ফিরিয়ে দেওয়ার জন্য কারিগরি অধিদপ্তর এবং কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগকে অনুরোধ করা হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. ওমর ফারুক বলেন- ২০১২ সালে স্কিলস অ্যান্ড ট্রেইনিং এনহেন্সমেন্ট প্রজেক্টের মাধ্যমে সারাদেশে বিভিন্ন টেকনোলজি বিভাগে শিক্ষক নিয়োগ দেয়া হয়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে ১৭ জন শিক্ষক রয়েছেন। প্রজেক্টটি অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে প্রজেক্ট সমাপ্ত হলেও তাদেরকে পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়। তাদেরকে রাজস্ব খাতে নেয়ার জন্য সরকারের সিদ্ধান্ত ছিল। কিন্তু তা হয়নি। বর্তমানে এইসব শিক্ষকরা কাজে বহাল থাকলেও তাদের ৫১ মাসের বেতন-ভাতা বকেয়া রয়েছে। তাদেরকে রাজস্ব খাতেও নেয়া হচ্ছে না।
বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই

বিশিষ্ট চাল ব্যবসায়ী এরফান আলী আর নেই দেশের বিশিষ্ট চাল ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের নয়াগোলার বাসিন্দা এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরফান আলী করোনাকালীন (কোভিড-১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। তিনি বহু শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ৬ বছর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। সমাজসেবী এরফান আলী বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ছিলেন। এরফান আলীর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা

বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরিকল্পনা সভা বাল্যবিয়ে ও শিশুদের ওপর সহিংসতা প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেকে বক্তৃতা করেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান এ এইচ তৌফিক আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুন। ইউনিনেফের কমিউনিকেশন ডেভেলপমেন্ট সিএডি অফিসার মঞ্জুর আহমেদ প্রকল্প সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। মুক্ত আলোচনা অংশ নেন- রুট অব লাইফের প্রতিষ্ঠাতা আবু আব্দুল্লাহ কাফি, রুট অব লাইফের সভাপতি লাবনী আক্তার, বিডি ক্লিনের জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওয়ালিদ হাসান, নাচোলের আস্থা ফাউন্ডেশনের সভাপতি আলী আকবর, গ্রামপুলিশ ইসামাইল হোসেন। সভায় বাল্যবিয়ে প্রতিরোধে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা

পাঁচ দিনের মধ্যেই বন্দরে চাঁদাবাজি বন্ধের উদ্যোগ : মতবিনিময় সভায় ভোক্তার ডিজির ঘোষণা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেছেন, বর্তমানে পরিবর্তীত পরিস্থিতি আমাদের জন্য সহায়ক। আগে একটা রাজনৈতিক দলের সহযোগিতা ও ছত্রছায়ায় চাঁদাবাজি হয়ছে। কিন্তু এখন যেহেতু তা নেই, তাই তা বন্ধ হবে। এ নিয়ে আগামী ৫ দিনের মধ্যেই চাঁদাবাজির বিরুদ্ধে জেলা প্রশাসন প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার আমদানি-রপ্তানিকারক, স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ, পরিবহন নেতৃবৃন্দ, ক্যাব ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। শুক্রবার ও শনিবার সোনামসজিদ স্থলবন্দরে পণ্য আমদানি বন্ধ থাকার সুযোগে পেঁয়াজ, কাঁচামরিচসহ খাদ্যপণ্যের দাম দ্বিগুণ হয়ে যায়। কাজেই এই দুই দিন খাদ্যপণ্য আমদানির সুযোগ দিলে ভোক্তাদের সুবিধা হতো- এক সাংবাদিকের এমন পরামর্শ শুনে মহাপরিচালক বলেন, বন্ধের দিনে পণ্যের দাম বেড়ে যাই, এটা আমরা সরকারকে জানাবো। যাতে করে বন্ধের দিনেও কিভাবে পণ্য নিয়ে আসা যায়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মোহাম্মদ আলীম আখতার খান আরো বলেন, কোল্ডস্টোরেজগুলোর সঙ্গেও কথা বলতে হবে। তারা যেন মূল্য টাঙিয়ে রাখে। তা ছাড়া মধ্যস্বত্বভোগীদের দূর করতে হবে। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শনে এসে দেখলাম, কিছু পণ্য আসতে আসতেই নষ্ট হয়ে যায়। এই কারণে পণ্যের দাম বেড়ে যাওয়ার কথা বলছেন আমদানিকারকরা। তাদের দাবি, যে পরিমাণ পণ্য আমদানি করা হয়, তার একটা উল্লেখযোগ্য অংশ ব্যবহারযোগ্য থাকে না। এর ফলে দাম নির্ধারণ করতে গিয়ে পণ্যের মূল্য বেড়ে যায়, যা ভোক্তার ওপর প্রভাব ফেলে। মূল্য কিভাবে ভোক্তার অনুকূলে আনা যায়, এ নিয়ে আমরা কথা বলব। সমস্যা সমাধানে অন্য কোনো ব্যবস্থা নেয়া যায় কিনা তা দেখা হচ্ছে। ভোক্তাপর্যায়ে পেঁয়াজের দাম কমাতে কি কি উদ্যোগ নেয়া যায়- এমন প্রশ্নের জবাবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান বলেন, তাৎক্ষণিকভাবে এটি বলা যাবে না। প্রথমত আমাদের দেশীয় উৎপাদন যাতে চাহিদামতো বাড়ানো যায়, সেটি কৃষি বিভাগের সাথে কথা বলে পরিকল্পনা করতে হবে। পাশাপাশি পেঁয়াজ আমদানিতে পচে যাওয়া রোধে কিভাবে ব্যবহার উপযোগী পেঁয়াজ আনা যায়, সে ব্যবস্থা করতে হবে। জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় তিনি আরো বলেন, এছাড়াও জেলা প্রশাসনের যে ভূমিকা সেটা পালনে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। এর মধ্যে যে প্রতিবন্ধকতাগুলো আছে, সেগুলোকে আমরা অ্যাড্রেস করব এবং এর প্রধান উদ্দেশ্য হলো, এইরকম ভোগ্যপণ্যে যাতে কোনো ধরনের অনিয়ম প্রবেশ করতে না পারে, সে বিষয়ে কঠোরভাবে আমাদের অবস্থান থাকবে এবং আমরা কঠোর অ্যাকশন নিব। এছাড়াও জেলা প্রশাসন এখানে আরেকটা ইনস্টিটিউশন হিসেবে আপনাদের সহযোগিতায় প্রস্তুত আছে। আমরা অ্যাকশন নিলে অনেক ক্ষেত্রে একটা অংশ অতৃপ্ত থাকে; কিন্তু আমরা সবাই যদি এক হই, ভোক্তাদেরকে ফোকাস করি এবং এই সমস্যাগুলোকে মোকাবিলা করি, কেউ তাহলে আসতে পারবে না দাঁড়াতে পারবে না। আমরা নিজেরাও এই প্রতিশ্রুতি দিচ্ছি। সংস্থাটির কার্যক্রম ও গবেষণা বিভাগের পরিচালক ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন বলেন, স্থলবন্দরের কমিশন এজেন্টদের নিয়ন্ত্রণ করতে হবে। কারণ তারা ৩ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করে আর এর বিরূপ প্রভাব পড়ে ভোক্তার ওপর। চাঁদাবাজি বন্ধে তাৎক্ষণিকভাবে কাজ শুরুর কথা জানান জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এ ব্যাপারে জেলা প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ঘোষণা দিয়ে পুলিশ সুপার সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে আমাদানিকারকরা তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সাবির্ক) মো. নাকিব হাসান তরফদার, রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার, জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু, সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাজী সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, জেলা ট্রাক ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনয়িনের সভাপতি মো. সাইদুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের প্রতনিধি শহিদুল ইসলামসহ আমদানি-রপ্তানিকারক গ্রুপের নেতৃবৃন্দ, পরিবহন গ্রুপের নেতৃবৃন্দ, পানামা পোর্ট লিংক লিমিটেডের প্রতিনিধি, ক্যাব প্রতিনিধি, স্থানীয় ব্যবসায়ী ও জেলার বিভিন্ন দপ্তরের সরকারি র্কমর্কতারা উপস্থতি ছিলেন। উল্লেখ্য, এর আগে গত শনিবার রাত ৯টার দিকে সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খানসহ অন্যরা।
একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন

একদিন চলেই রহনপুর থেকে বন্ধ হলো কৃষিপণ্য স্পেশাল ট্রেন কৃষিপণ্য না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে চালু হওয়া কৃষিপণ্য স্পেশাল ট্রেনটি বন্ধ ঘোষণা করা হয়েছে। একদিন চলেই চালুর ৭ দিনের মাথায় ট্রেনটি বন্ধ করা হলো। রহনপুর রেলস্টেশনের স্টেশনমাস্টারের দায়িত্বে থাকা মামুনুর রশিদ জানান, গত বৃহস্পতিবার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়েছেন এখন থেকে অনির্দিষ্টকালের জন্য ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি বন্ধ থাকবে। কি কারণে ট্রেনটি বন্ধ করা হলো এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগের শনিবার ২৬ অক্টোবর রহনপুর থেকে ট্রেনটি ছেড়ে যায়। তবে সেদিন কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি। ফলে কৃষিপণ্য ছাড়াই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ধারণা করা হচ্ছে, কৃষিপণ্য না পাওয়ায় ট্রেনটি বন্ধ করা হয়েছে। ‘কৃষিপণ্য স্পেশাল’ ট্রেনটি সপ্তাহে একদিন অর্থাৎ প্রতি শনিবার রহনপুর-ঢাকা রুটে চলাচল শুরু হয়েছিল। নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী বাজার দর নিয়ন্ত্রণে ‘কৃষিপণ্য স্পেশাল ট্রেন’ নামের এই ট্রেনটি চালু করা হয়। দেশের দক্ষিণ ও উত্তর অঞ্চল থেকে সপ্তাহে তিন দিন এই বিশেষ ট্রেনে রাজধানী ঢাকাতে কম খরচে সবজি ও কৃষিপণ্য পরিবহন করার সুবিধার কথা বলা হয়। কৃষিপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সড়কপথে চাঁদাবাজি ও হয়রানি লাঘবে এই স্পেশাল ট্রেন চালু করা হয় বলে জানায় রেল বিভাগ। প্রথম খুলনা রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় স্পেশাল ট্রেনটি। পরে গত ২৬ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। তবে কোনো ধরনের কৃষিপণ্য পাওয়া যায়নি সেদিন। আর এরপরই রহনপুর থেকে ট্রেনটি চলাচল বন্ধ ঘোষণা করে রেলওয়ে কর্তৃপক্ষ।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ৫ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৯২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১৭ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ১ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গু বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল

চাঁপাইনবাবগঞ্জে সংখ্যালঘুদের গণসমাবেশ ও মিছিল সংখ্যালঘুদের ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্বাবধানে সাম্প্রদায়িক সহিসংতা তদন্ত, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যড. রানা দাশগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহারের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে। আজ বিকেলে হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা ও সংখ্যালঘু সংগঠন সমূহের উদ্যোগে এই কর্মসূচী অনুষ্ঠিত হয়। জেলা শহরের হুজরাপুর মহল্লার শিবকালি মন্দির থেকে সনাতন সম্প্রদায়ের বিভিন্ন বয়সের নারী-পুরুষের অংশগ্রহনে প্রথমে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ মোড়ে সমাবেশ করে। ঐক্য পরিষদ জেলা শাখার সম্পাদক দিলিপ রায়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, যুগ্ম সম্পাদক পলাশ দাস,ঐক্য পরিষদ সদর উপজেলার সভাপতি অর্জুন চৌধুরী,সম্পাদক সঞ্জিব সাহা, সদস্য কৌশিক দাস প্রমুখ। বক্তারা বলেন, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। কিন্তু এই দেশেই আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় কেন হবে ? সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন জরুরি। বক্তরা ঐক্য পরিষদ সভাপতি রানা দাসগুপ্তসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো প্রত্যাহারের দাবী জানান। দাবি না মানা হলে আরও কঠোর আন্দোলনের হূঁশিয়ারী দেন নেতৃবৃন্দ।
রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের রেহাইচরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বার্ষিক কুরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শিল্পকলা একাডেমির পেছনে অবস্থিত রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমীতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হেফজুল উলুম হাফেজিয়া মাদরাসার সহকারি অধ্যাপক আলহাজ্ব মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী। দুই পর্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন, অত্র মাদ্রাসা ম্যানেজিং কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. সানাউল্লাহ আব্বাসী এবং ২য় পর্বে সভাপতিত্ত্ব করেন, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্জ¦ মাওলানা মো. মোফাজ্জল হক। এতে আরো উপস্থিত ছিলেন, চর-কাশিমপুর আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, রেহাইচর ঈদগাহ্ গোরস্থান নূরানী একাডেমি’র সেক্রেটারি আলহাজ্ব মো. হুসেন আলী, পরিচালক বাসেদ আলী, প্রধান শিক্ষক মো. জাকির হুসেন, একাডেমির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৩৭জন শিক্ষার্থীর মাঝে কুরআন বিতরণ ও সাবক পাঠ করানো হয় এবং ১০জন শিক্ষার্থীকে বিদায়ী সংবর্দ্ধনা দেওয়া হয়। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শণী, অভিভাবকদের কুইজ প্রতিয়োগিতা’র আয়োজন করা হয়।
গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক

গোমস্তাপুরে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জন আটক গোমস্তাপুরে আসামি ধরতে গিয়ে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ১৩ জনকে করে আজ জেলহাজতে পাঠানো হয়েছে। এরআগে যৌথবাহিনী গতকাল রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলামসহ স্থানীয়রা রয়েছেন। প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় গোমস্তাপুর থানা পুলিশের একটি সিভিল টিম উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের সন্তোষপুর বাজারে ওয়ারেন্টভুক্ত আসামি মিন্টু সরকারকে আটক করতে যায়। এসময় হামলার শিকার হন তারা। এতে দুইজন পুলিশ কর্মকর্তাসহ ৭জন পুলিশ সদস্য আহত হন বলে পুলিশ জানায়। এঘটনায় পুলিশের একজন উপপরিদর্শক বাদী হয়ে গোমস্তাপুর থানায় আজ একটি মামলা দায়ের করেছেন বলে জানান থানার ডিউটি অফিসার এসআই মামুন।