মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে জব্দ ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ

মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২২ দিনে জব্দ ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ  চাঁপাইনবাবগঞ্জে গত ১৩ অক্টোবর থেকে গত ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞার ২২ দিনে অভিযান চালিয়ে ৩ হাজার ৩০ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। এই সময়ে প্রায় ৪৬ লাখ টাকার ২ লাখ মিটার জাল, প্রায় পৌনে ২ লাখ টাকার ৩০৫টি চায়নাদুয়ারি জালও জব্দ করা হয়েছে। একই সময়ে ১৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা এবং ৬১টি অভিযান চালানো হয়েছে। জেলা ও উপজেলা মৎস্য অফিসের পক্ষ থেকে এসব অভিযান চালানো হয়। পাশাপাশি জেলেদের মধ্যে সচেনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন স্থানে সচেতনতামূলক ১৩টি সভা-সমাবেশ করা হয়েছে। এছাড়া এই কর্মসূচির অংশ হিসেবে জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভা করা হয়েছে, মাইকিং করা হয়েছে, ৬০০টি পোস্টার ও লিফলেট বিতরণ করা হয়েছে, ৪০টি স্থানে ব্যানার টানানো হয়েছে, ৪৭টি মাছঘাট, ৩১০টি আড়ত, ৩২৪টি বাজার পরিদর্শন করা হয়েছে। জব্দকৃত মাছগুলো স্থানীয় মাদ্রাসা ও সরকারি শিশুপরিবারে বিতরণ করা  হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। জেলা মৎস্য অফিসার মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, জাতীয়ভাবে নিষেধাজ্ঞার অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জেও গত ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত করা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল

রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল অব্যাহতির ৪ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২৩ জন অস্থায়ী কর্মচারীকে পুনর্বহাল করা হয়েছে। আজ অনুষ্ঠিত পৌরসভা পরিচালনা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত রবিবার তাদের চলতি মাস থেকে কাজে না আসার জন্য মৌখিক নির্দেশনা দেয়া হয়। এবিষয়ে সোমবার অব্যাহতি পাওয়া কর্মচারীরা পৌর প্রশাসকের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যার শরণাপন্ন হলে তাদের বিষয়টি বিবেচনার আশ্বাস দেয়া হয়। এরই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে বর্তমান পৌর প্রশাসক ও ইউএনও নিশাত আনজুম অনন্যা জানান, অনুষ্ঠিত পৌর পরিচালনা পর্ষদের সভায় আগের সিদ্ধান্তটি স্থগিত করা হয়েছে। এখন তারা স্ব-স্ব পদে কাজ করতে পারবে।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির পরিচালক পঙ্কজ কুমার সরকার। সভায় উপস্থিত ছিলেন- প্রয়াসের যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফিরোজ আলম, আবুল কালাম আজাদ ও শাহাদাত হোসেন, সকল জোনপ্রধান, আঞ্চলিক ব্যবস্থাপকসহ বিভিন্ন প্রকল্পের ব্যবস্থাপকগণ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন পরিচালক পঙ্কজ কুমার সরকার।

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা

নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা নাচোলে কমিউনিটি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের সাথে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি ও নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক আব্দুর রহমান মানিক, ইউপি সদস্য মোজাম্মেল হক, আব্দুল জব্বার, সংরক্ষিত ইউপি সদস্য রেবিনা খাতুন, লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকের হেলথ এসিস্টেন্ট আজিজুর রহমান, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ প্রিয়াঙ্কা রানী, কামরুন নাহার, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী শ্যামল বর্মন, যুগ্ম সমন্বয়কারী আফিফা খাতুননহ অন্যরা। এসময় তারা কমিউনিটি ক্লিনিকের সমস্যার কথা জানান এর মধ্যে ক্লিনিকের বাউন্ডারি না থাকা, নিচু জায়গায় ভরাট করা ও পানির জন্য মটারের ব্যবস্থা করা। এসকল সমস্যা দ্রুত সমাধান করার প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা। সমন্বয় সভায় স্বাস্থ্য অধিকার ফোরামের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ। পরে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিটিং রুমে সমন্বয় সভায় উপস্থিত ছিলেন নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো কামাল উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (গাইনি ও অবস) ডা. বিউটি বেগম, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি আশীষ কুমার চক্রবর্তী, তথ্যায়ন ও গবেষণা সম্পাদক মজিদুল ইসলাম, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। এসময় হাসপাতালের কিছু সমস্যা উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম ও উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সদস্যদের পরিদর্শন করা কিছু এজেন্ডা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে চিহ্নিত করে জমা দেন। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এতে সহযোগিতা করছে বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আক্রান্ত আরো ২ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০৪ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১০ জন রোগী। তাদের মধ্যে ৮ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা

জাতীয়করণের দাবিতে নাচোলে কলম বিরতিতে নকলনবিশরা চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের নকলনবিশরা চাকরি জাতীয়করণের এক দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। তারা এই কর্মসূচির নাম দিয়েছেন ‘কলম বিরতি’। নকলনবিশ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ঘোষণা ও নির্দেশনা মোতাবেক মঙ্গলবার সকাল থেকে নাচোল সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে কর্মবিরতির ব্যানার ঝুলিয়ে নকলনবিশরা এই কর্মসূচি পালন করেন। নাচোল উপজেলা নকলনবিশ নজরুল ইসলাম বলেন, নকলনবিশরা বছরের পর বছর বৈষম্যের শিকার হয়ে আসছে। সরকারের গুরুত্বপূর্ণ একটি দপ্তরের গুরুত্বপূর্ণ ও জনসেবার কাজ করি আমরা, অথচ আমাদেরকে সরকারের কোষাগার থেকে কোনো বেতন-ভাতা দেওয়া হয় না। তিনি আরো বলেন, আমাদের জাতীয়করণ করা হলে রাষ্ট্রকে আমারা যে টাকা আয় করে দেই, সেই অর্থ থেকেই আমাদের বেতন দেওয়া সম্ভব। অন্য কোনো রাজস্ব খাত থেকে আমাদের এক টাকাও দিতে হবে না। এমনকি নিজেদের টাকা দিয়ে কাগজ-কলম কিনে কাজ করতে হয় আমাদের। নকলনবিশ সদস্যরা আরো বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা সর্বাত্মক আন্দোলন কর্মসূচি ঘোষণা করে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে নেমেছিলাম। আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছিলেন, আপনারা ঘরে ফিরে যান। আপনাদের সকল দাবি দাওয়া এমনকি জাতীয়করণের দাবি মেনে নেয়া হবে। আমরা যখন ঘরে ফিরে যাই তখন ফ্যাসিস্ট সরকার আমাদের দাবি উপেক্ষা করে। আমরা এ মিথ্যা প্রতিশ্রুতি ও বৈষম্যের তীব্র নিন্দা জানাই। সদস্যরা আরো বলেন, আমরা দলিলের নকল লেখা বাবদ বর্তমানে প্রতি পৃষ্ঠা ৩৬ টাকা হারে পাই। এতে মাসে কয়েক হাজার টাকা আয় হয়, যা একজন নকলনবিশের সংসার চালানোর জন্য অতি নগণ্য। অথচ আমরাই এই অফিসের মূল চালিকাশক্তি। নকলনবিশ সদস্যরা বলেন, আমরা দীর্ঘদিন ধরে আমাদের চাকরি স্থায়ীকরণের (জাতীয়করণের) দাবিতে আন্দোলন করে আসছি। কর্মবিরতি পালন করেছি কয়েকবার। তৎকালীন সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি স্থগিত করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে সঠিক সমাধান না হওয়ায় আবার কর্মবিরতি শুরু করেছি। জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ কর্মবিরতি কর্মসূচি পালন করছেন। আমাদের এই দাবি মানা না হলে আমরা সর্বাত্মক কর্মসূচি নিয়ে রাজপথে নামব। নারী নকলনবিশ সদস্যরা বলেন, আমরা রাষ্ট্রের কোনো সুযোগ-সুবিধা পাই না। এমনকি নারী হিসেবে আমাদের মাতৃকালীন কোনো সুযোগ-সুবিধাও নেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই বৈষম্যের বিলোপ চাই এবং আমাদের চাকরির জাতীয়করণ চাই।

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন

বিশিষ্ট ব্যবসায়ী এরফান আলীর দাফন সম্পন্ন চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সাবেক সভাপতি এবং এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এরফান আলীর দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় তার নয়াগোলাস্থ বাসভবনের পিছনে চাতালে প্রথম, এরফান গ্রুপ মসজিদের সামনে সকাল ১১টায় দ্বিতীয় এবং তার পৈত্রিক নিবাস নামোশংকরবাটির আব্দুল আজিজ গোরস্থান মাঠে দুপুর ২টায় তৃতীয় নামাজে জানাজার পর সেখানে তাকে দাফন করা হয়। জানাজায় সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, হারুনুর রশীদ হারুন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন, চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবুসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উল্লেখ্য, গত ৩ নভেম্বর রবিবার সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় ১১টা ২০ মিনিটে তিনি শেষ নিশ^াস ত্যাগ করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, এরফান আলী দীর্ঘদিন থেকে ক্যান্সার ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরো ৪ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০২ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ২ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ১২ জন রোগী। তাদের মধ্যে ১০ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য জানিয়েছেন।

শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ

শিবগঞ্জ ও নাচোলে কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম বীজ, ভূট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনাবাদাম, মসুর, খেসারি ও অড়হড় ডাল ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিবগঞ্জে ১২ হাজার ৬’শ ৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসসহ অন্যরা। এছাড়া স্থানীয় সরকারি কর্মকর্তা, কৃষক-কৃষণীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, উপজেলায় মোট ১২ হাজার ৬৯০ জন চাষীকে রবি শস্যের এ প্রণোদনা সহায়তা দেয়া হচ্ছে। এর মধ্যে সরিষা ৪ হাজার ১৮০ জন, গম ৭ হাজার ২০০ জন, ভূট্টা ৫০০ জন, চিনাবাদাম ৬০ জন, শীতকালীন পেঁয়াজ ১০০ জন, মসুর ১৮০ জন, খেসারি ৪৫০ জন এবং অড়হড় ২০ জনকে বীজ ও রাসায়নিক সার দেওয়া হবে। এদিকে, নাচোল উপজেলায় ১৪ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে রবি মৌসুমে প্রণোদনার বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার। আজ সকালে নাচোল উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এসব বিতরণ কর্মসূচির করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সবুজ হাসান, কৃষি অফিসার সলেহ্ আকরাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম। উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম জানান, গম বীজ ৭ হাজার, সরিষা বীজ ৭ হাজার, ভুট্টা বীজ ১০০ জন, মসুর বীজ ২২০, খেসাড়ি বীজ ১২০, পেঁয়াজ বীজ ৮০ জন, চিনাবাদাম ২০ ও অড়হর বীজ ২০ জন কৃষক এ সুবিধা পাবেন।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে

  চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের নির্বাচন জমে উঠছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠছে। দুটি শক্তিশালী প্যানেলে ১৩ জন করে ২৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী অন্যান্য কাজ ফেলে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। আগামী ২৩ নভেম্বর চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। ঘোষিত তফসিলে জানা গেছে, ১৩ জন সাধারণ সদস্য, ৫ জন সহযোগী সদস্য, ৩ জন টাউন অ্যাসোসিয়েশন সদস্য ও ৪ জন গ্রুপ সদস্য পদে ভোটগ্রহণ করা হবে। এরপর ২৫ নভেম্বর নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের মধ্য হতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি পদে নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর এই পদগুলোতে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৬ নভেম্বর সকাল ১১টা পর্যন্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করে বেলা ১২টার মধ্যে মনোয়ন ফরম দাখিল করবেন। ওই দিনই দুপুর আড়াইটায় বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন নির্বাচন পরিচালনা বোর্ড। একই দিন বিকেল ৪টা থেকে ৫টা পর্য়ন্ত এই ৩ পদে ভোটগ্রহণ শেষে নির্বাচিত সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতিদের নাম ঘোষণা করা হবে। নির্বাচনী ফলাফল নিয়ে কারো কোনো আপত্তি থাকলে ২৮ নভেম্বর নির্বাচন আপিল বোর্ডের কাছে আপিল করতে হবে এবং ৩০ নভেম্বর আপিলের ওপর শুনানি করবে নির্বাচন আপিল বোর্ড এবং আগামী ১ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে দুটি প্যানেলে ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বর্তমান সভাপতি মো. আব্দুল ওয়াহেদ, ঠিকাদার মো. খাইরুল ইসলাম, বর্তমান কমিটির সহসভাপতি বিশিষ্ট শিল্পপতি মো. আখতারুল ইসলাম রিমন, মো. মফিজ উদ্দিন, মো. আব্দুল আওয়াল, মো. সৈবুর রহমান, মো. দেলোয়ার হোসেন, মো. নূর আমিন, মো. আরিফ উদ্দিন ইতি, মো. নাজিবুর রহমান, মো. আব্দুল বারেক, মো. মনিরুল ইসলাম ও মো. জাহাঙ্গীর কবীর। অপরদিকে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ সমর্থিত প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেনÑ বিশিষ্ট শিল্পপতি মো. হারুন অর রশিদ, মো. আনোয়ার হোসেন, মো. তরিকুল আলম, ঠিকাদার মো. তৌহিদুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. রাইহানুল ইসলাম লুনা, মো. কাজেম আলী, মো. মামুনুর রশিদ, মো. দুরুল হুদা, মো. শামসুজ্জোহা মুকুল, মো. ইসমাইল হোসেন, মো. আলমগীর, মো. আব্দুল হক, মো. আসাদুল হক। এই গ্রুপে পদ সংখ্যা ১৩টি। অন্যদিকে সহযোগী গ্রুপে ৫টি পদের জন্য দুটি প্যানেল থেকে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেম্বার সূত্রে জানা গেছে, সাধারণ গ্রুপে মোট ভোটার আছেন ১ হাজার ২৭৬ জন ও সহযোগী গ্রুপে ভোটার আছেন ১৭৮ জন। এছাড়া ট্রেড গ্রুপ থেকে ৪ জন পরিচালক মনোনীত হবেন। এর মধ্যে জেলা চাল কল মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা পরিবহন মালিক গ্রুপ থেকে ১ জন, জেলা ট্রাক মালিক গ্রুপ থেকে ১ জন ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপ থেকে ১ জন মনোনীত হবেন।