গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব

গোমস্তাপুরে বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শনে নৌ সচিব নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চন্দনায় অবস্থিত ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ গ্রহণ কেন্দ্র (সাব স্টেশন) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও নেসকোর চেয়ারম্যান ইউসুফ আলী। আজ সকালে সফরের শুরুতে তিনি চন্দনায় ভারত থেকে আমদানি করা আদানির বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন। পরে তিনি গোমস্তাপুরে নেসকোর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তাকে স্বাগত জানান গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি, নেসকোর নির্বাহী প্রকৌশলী প্রশান্ত কুমার রায়। তার সফর সঙ্গী হিসেবে বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিনের রাষ্ট্রীয় মর্যদায় দাফন শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন ওরফে জালাল উদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ দুপুর আড়াইটার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে ৫টায় কমলাকান্তপুর গ্রামের জুম্মা মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর রাত সাড়ে ৯টায় গ্রামের গোরস্থানে নামাজে জানাজা শেষে ওই গোরস্থানেই তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদানকালে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজানসহ বিভিন্ন স্থানে মুক্তিযোদ্ধা সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঘোড়াপাখিয়া ইউনিয়নে বার্ষিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান এবং উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে কালিনগর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক শাহাদাত হোসেন, ইউনিট-১৬ এর আঞ্চলিক ব্যবস্থাপক এজাজুল হক। সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাত আহমেদ, সহকারী উপজেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, সমৃদ্ধি স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন ও আসমাউল হকসহ অন্যরা। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী, পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে বিদ্যালয় প্রঙ্গনে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রমীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন

নয়াগোলায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন “স্বপ্নের ডানা ভর করি শিশুশ্রমের শৃঙ্খল ছিঁড়ি- এগিয়ে দৃপ্ত পায়ে আশার আগুন বুকে জ¦ালি” প্রতিপাদ্যে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা হয়েছে। আজ সকালে নয়াগোলা উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের আওতায় চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম এই র্যালী ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের এ.পি ম্যানেজার জেমস বিশ^াস, এ.পি প্রোগ্রাম অফিসার সুজন ডেবিড ডে ও শ্যামল হিউবার্ড, হাবিলদার কায়েস উদ্দীন, রেডিও মহানন্দার সহকারি ষ্টেশন ম্যানেজার রেজাউল করিম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ পৌরসভা, বালিয়াডাঙা, ঝিলিম ও গোবরাতলা ইউনিয়নের, ভাটা ব্যবসায়ী, অটোরিক্সা মালিক, লেদ ব্যবসায়ী, হোটেল মালিক-শ্রমিক ইউনিয়নের সদস্যসহ স্থানীয় বিদ্যালয় ও এলাকার অভিভাবক ও সুধীবৃন্দ। এ.পি ম্যানেজার জেমস বিশ^াস সভায় জানান, ২০২২ সালের ৪র্থ জাতীয় শিশুশ্রম জরিপে দেখা যায়, বাংলাদেশে ৫ থেকে ১৭ বছর বয়সী ৩৯.৯৬ মিলিয়ন শিশু শ্রমে জড়িত আছে। আইএলও এবং ইউনিসেফ এর মতে দারিদ্র্যের হার ১ শতাংশ বাড়লে শিশুশ্রম অন্তত ০.৭ শতাংশ বৃদ্ধি পায়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ৫৬টি এরিয়া প্রোগ্রাম, ১২ টি গ্রান্ট/পিএনএস প্রকল্প এবং উল্লেখযোগ্য সহযোগী সংস্থার মাধ্যমে ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োজিত ৫০ হাজার ৩০০ শিশুর কাছে পৌছেছে এবং ২ লাখ ৮৩ হাজার শিশুকে পরোক্ষভাবে সহায়তা করছে। এছাড়াও ৩০ হাজার ঝরে পড়া শিশুকেশিক্ষার জন্য স্কুলে ফিরতে, ১৫ হাজার শিশুশ্রমিক ও স্কুল থেকে ঝরে পড়া শিশুদের এনএফই সেন্টারের মাধ্যমে অনানুষ্ঠানিক শিক্ষা ও সহযোগি সংস্থার মাধ্যমে ৫ হাজার শিশুকে কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ নিশ্চিত করেছে। এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গত বছরের অক্টোবর থেকে শিশুশ্রম মুক্ত ইউনিয়ন/স্লাম/ওয়ার্ড/উপজেলা/পৌরসভা ঘোষণার জন্য শিশুশ্রমের অনূকুল পরিবেশ তৈরির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে। এদিকে, প্রধান অতিথির বক্তব্যে সদর উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, শিশুশ্রম বন্ধ করতে সরকার বিভিন্ন উদ্যৌগ নিয়েছে, যেমন- বিনামুল্যে শিক্ষা ও উপবৃত্তি, অসহায়-দুস্থ-বিধবা-মাতৃত্বকালীন ভাতা সহ বিভিন্ন ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। এছাড়াও বৃত্তিমূলক কারিগরি শিক্ষাব্যবস্থা চালু করেছে। সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন সহ বিভিন্ন এনজিওদেরও শিশুশ্রম প্রতিরোধে কাজ করতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান নাচালে কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তাদের সম্মাননা প্রদান করা হয়েছে। আজ সকালে নাচোল ব্যাডমিন্টন অডিটোরিয়ামে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনন্দ কুমার অধিকারী। প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, নাচোল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কাওসার আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরুল কায়েস, প্রয়াসের কনিষ্ঠ সহকরী পরিচালক ফারুক আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এমদাদুল হক, সহকারী কৃষি কর্মকর্তা মো. সিফাতুল্লাহ ও মনিরুজ্জামান, সহকারী মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ-আল-কাফী সহ নাচোল উপজেলার কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের আওতায় সফল উদ্যোক্তাগণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. আনন্দ কুমার অধিকারী বলেন, সম্মাননা হচ্ছে ভালো কাছের মূল্যায়ন। এটা পেলে কাজ আগ্রহ আরো বেড়ে যায় এবং এটা দেখে অন্যরা উৎসাহিত হন। তারাও চেষ্টা করে এবং মনে করে সেও ভালো কাজ করলে সীকৃতি পাবে। এতে করে কৃষদের উৎপাদন আরো বাড়বে এবং নিজস্ব চাহিদা পূরণ করে বাইরে রপ্তানি করতে পারব। তবেই আমাদের দেশ অর্থনৈতিক ভাবে সনির্ভর হবে। তিনি আরো বলেন, এক সময় কোরবানির পশুর জন্য অন্য দেশের দিকে তাকিয়ে থাকতে হতো। এখন প্রাণিসম্পদে আমাদের দেশ সয়ংসম্পূর্ণ। এবছর কোরবানির পরেও প্রায় ৩০ লক্ষ কোরবানি উপযোগী পশু রয়েছে। এটা সম্ভব হয়েছে সবার সম্মিলিত প্রচেষ্টায়। এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। পাশাপাশি এই ধরনের আয়োজনের জন্য আমি প্রয়াসকে ধন্যবাদ জানাতে চাই। সেই সাথে এই ধরনের আয়োজন বড় পরিসরে করার জন্য অনুরোধ করব। অনুষ্ঠানে সভাপতির বক্তবে মো. হাসিব হোসেন বলেন, এই সমাজকে এগিয়ে নিতে হলে সবাইকে একসাথে কাজ করতে হবে। আসুন আমরা সকলে একসাথে কাজ করি। আগামীদিন হয়ে উঠুক মানুষের, আমাদের সকলের, সর্বোপরি বাংলাদেশের। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা বলেন, আমার চাকুরী জীবন শেষ পর্যায়ে। আমি বহু এনজিও’র সাথে কাজ করেছি। কিন্তু প্রয়াস এতো সুন্দর সুশৃঙ্খলভাবে কাজ করেছে। এখানে প্রাণি, মৎস্য ও কৃষি কর্মকর্তা নিয়োগ দিয়েছেন কৃষিকে এগিয়ে নেওয়ার জন্য। যেটা অন্য এনজিওতে আমার চোখে পড়েনি। তারা আমাদের দিয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়াচ্ছেন এবং কৃষি উদ্যোক্তা তৈরি করছেন। আসুন আমরা তাদের পাশে থাকি এবং একসাথে এগিয়ে যাই। অনুষ্ঠানে মোট ৬ জন উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। এরমধ্যে কৃষি ইউনিটের আওতায় প্রাণিসম্পদ খাতে উত্তম ব্যবস্থাপনা নিশ্চিত করে গাভী পালনে সফল উদ্যোক্তা মো. আনোয়ার হোসেন ও রাজহাঁসের প্রাকৃতিক হ্যাচারী ব্যবহার করে বাচ্চা উৎপাদনে সফল উদ্যোক্তা মোসা. হিরা বেগম। মৎস্য খাতে আধা নিবিড় পদ্ধতিতে দেশি শিং-মাগুর-কার্প মিশ্র চাষে সফল উদ্যোক্তা মো. নাহিদ ইসলাম ও আধা নিবিড় পদ্ধতিতে কার্প ফ্যাটেনিং মাছ চাষে সফল উদ্যোক্তা মো. আরিফুল ইসলাম। এছাড়াও কৃষি খাতে পেঁয়াজ বীজ উৎপাদনে সফল উদ্যোক্তা মো. আব্দুল হাই ও নিরাপদ সবজি উৎপাদনে সফল উদ্যোক্তা মো. সেরাজুল হককে সম্মাননা প্রদান করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খলা ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।
ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ ভোলাহাটে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে আর্থ-সামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন। তিনি ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন। প্রশিক্ষণে বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ঋণগ্রহীতা, সমাজসেবা অফিসের কর্মচারী ও সুধীরা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুরে অবস্থিত ‘স্বপ্ন নকশি কর্নার’র শোরুমে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন। শোরুমের মালিক লিমা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে চোরেরা তালা ভেঙে শোরুমের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা ৪০টি নকশিকাঁথা যার প্রতিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা, ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭টি তসর শাড়ি, ১ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪ পিস সিল্কের শাড়ি, ৩০০ টাকা মূল্যের ৩০ পিস বেবী নকশিকাঁথা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বুধবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। চোরদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে আরো ২৭ জন ডায়ারিয়ায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে আরো ২৭ জন ডায়ারিয়ায় আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। হাসপাতাল সূত্র জানিয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। বুধবার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ২৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ২৫ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫ জন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১২ জন জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৬ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু ছিলেন। এই ২৬ জনের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১১ জনকে। এই ১১ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪০ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। চলতি বছরের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬২৫ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।