দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ

দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার। পুরোটাই কাঁচা। যুগ যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে। এই সময়ে রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। অবকাঠামোর দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও কোন অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হয়নি, তা জানা নেই এলাকাবাসীর। এই এলাকায় ৫টি প্রাইমারি স্কুল, ২টি হাই স্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় ৬হাজার। তবুও রাস্তাটি পাকা হয়নি। তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পাকা না হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন। কাদাপানির কাঁচা রাস্তায় তারা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদে অংশ নেন দেবীনগর ইউনিয়নের হাজারো মানুষ। রবিবার দুপুরে এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়। এ সময় কাঁচা রাস্তায় এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন এবং পাকা করার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতীকী প্রতিবাদস্বরূপ রাস্তায় ধানের চারা রোপণ করেন স্থানীয় যুবকরা। এসময় স্থানীয় মাদ্রাসার সুপারিনটেডেন্ট বলেন, যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে আছে। রাস্তাটি পাকা করার জন্য কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টা দপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অনেকেই পড়ে গিয়ে আহতও হয়েছেন। এছাড়া কোনো রোগীকে চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।
শোক সংবাদ—

শোক সংবাদ— চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর আফজাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এরআগে তিনি গতকাল রাতে নিজ বাসভবনে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তার দুটি জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম জানাযা কর্মরত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টার পর নিজ এলাকা রহনপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশার্ধ্বো। স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। জানাযা শেষে খোয়াড়মোড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টায় রাঘববাটি গ্রামের একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস্আই) ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি জিন্নাউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ব্যবসায়ী নজিবুর রহমান, আল মামুন, আখতারুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের ৩য় ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।
পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও শিবগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার মধ্যে পদ্মানদীতে নৌকাডুবিতে আয়েশা খাতুন সাথী নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। ওই কিশোরী পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত বুধবার ৯জুলাই বিকাল ৪টার দিকে নানাবাড়ীতে বেড়াতে যাবার পথে নৌকাডুবিতে নিখোঁজ হবার পর আজ সন্ধ্যা পর্যন্ত ৩ দিনেও নিখোঁজ কিশোরীর কোন সন্ধ্যান মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১-/১২ জন যাত্রী এবং কিছু মালপত্র নিয়ে ছোট নৌকাটি পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়া এলাকায় যাত্রা শুরু করে। ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা। তার সন্ধানে নদীতে নৌকা নিয়ে এবং নদীতীরে খোঁজ অব্যাহত রয়েছে বলেও জানান চেয়ারম্যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর এখনও সন্ধান পাওয়া যায় নি।
ইসলামপুরে ককটেল বিস্ফোরণ

ইসলামপুরে ককটেল বিস্ফোরণ সদর উপজেলার ইসলামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষ মুখোমুখী অবস্থান নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পূর্বের একটি ঘটনায় মামলার জের ধরে দুটি পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ঘটায়। কার সঙ্গে কার দ্বন্দ্ব? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন ঘটনাস্থলে যাচ্ছি, সবকিছু জেনে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র

ছত্রাজিতপুরে উন্নয়ন প্রকল্প পরিদর্শন ইউএনও’র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। শুক্রবার ছুটির দিনেও তিনি ঘরে বসে না থেকে পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মিজানুর রহমান, ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম রাব্বানী ছবিসহ ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৯১ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো ৯১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। গোমস্তাপুরে ৩ জন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হয়েছেন আরো ৬৩ জন। তারা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তারা শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। তাদের মধ্যে ২২ জন পুরুষ, ৩৭জন মহিলা রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জনের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। জেলা হাসপাতালের শুক্রবারের প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫০ জন। তাদের মধ্যে ১৬ জন পুরুষ ও ২৬ জন মহিলা এবং ৮ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ১৬ জনকে। এই ১৬ জনের মধ্যে ৭ জন পুরুষ ও ৬ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন। এছাড়া অবস্থার অবনতি হওয়ায় একজন পুরুষ ও ২ জন মহিলা রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৫৯ জন। এই ৫৯ জনের মধ্যে ১৯ জন পুরুষ, ৩৪ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৮৭৬ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪০১ জনে।
ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন

ইকর’অ এর প্রধান কার্যালয় উদ্বোধন “পৃথিবীরকে গড়তে হলে, সবার আগে নিজেকে গড়ো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান কার্যালয় উদ্বোধন ও ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ নেয়া শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের শাহ নেয়ামতুল্লাহ কলেজ মার্কেটের তৃতীয় তলায় উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। সংগঠনটির সভাপতি ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহ নেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে মেডিকেল অফিসার ডা. মো. ইসমাইল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও কামাল ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিকের ইকবাল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী একতা ভ্যারাইটিজ স্টোরের আলহাজ্ব মো. সাদিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও বাবু স্টোরের মো. মেহেদী হাসান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল রবিউল ইসলাম রবি, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির সদস্য আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শাহানুল ইসলাম, সাধারণ সম্পাদক খন্দকার হাসান ইমাম লিবন, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, কার্যকরী সদস্য হাবিবুর রহমান তারেকসহ অন্যরা। অনুষ্ঠানে ৪০ দিনের সালাত আদায় প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মধ্যে আর্থিক পুরস্কার ক্রেস্ট বিতরণ করা হয়। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে ইকর’অ স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ভবিষ্যতে প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো ও সমস্যা সমাধানে ভূমিকা রাখার প্রত্যয়ে তারা এগিয়ে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।
চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হকের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাঁপাইনবাবগঞ্জ শহরের পুরাতন বাজার বাসুনিয়াপট্টি মহল্লা নিবাসী বীর মুক্তিযোদ্ধা সেরাজুল হক (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল সাড়ে ৭টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভভনে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে,৪ মেয়েসহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। সন্ধ্যা ৬টায় শহরের নিমতলা কেন্দ্রীয় গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের বাদ মাগরিব ওই ঈদগাহে নামাজে জানাজা শেষে শহরের ফকিরপাড়া গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। গার্ড অব অনার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইন্সের উপ-পরিদর্শক(এস্আই-সশস্ত্র) আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, মোস্তাক হোসেন, মোফাজ্জল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ

প্রয়াসের যুব উন্নয়ন প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমৃদ্ধি কর্মসূচির আওতায় সামাজিক স্বেচ্ছাসেবা নেতৃত্ব ও সম্প্রীতি শীর্ষক ব্যাচভিত্তিক দিনব্যাপী যুব উন্নয়ন প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। আজ শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, পারধুমিহায়াতপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল খালেক, প্রয়াসের ইউনিট ব্যবস্থাপক মোসা. মুসলিমা খাতুন, উপজেলা কর্মসূচি সমন্বয়কারী শাহাদাৎ আহমেদ, সহকারী উপজেলা কর্মসূচি সমন্বয়কারী মো. মোশাররোফ হোসেনসহ অন্যরা। পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।