চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে মাদককে না বলুন, সুস্থ সুন্দুর জীবন গড়ুন, মাদক ব্যবসায়ী যেখানে, প্রতিরোধ হবে সেখানে- স্লোগানে মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেল জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগর শহরের রেহাইচর দিপালী সংঘের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলে, রেহাইচর বালিকা, উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সামাদ, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক শাহ আলম জেম, রেহাইচর দিপালী সংঘ সাধারন সম্পাদক শরীফুল ইসলামসহ স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কেলাপ্রেমী জনতা। অনুষ্ঠান শেষে চ্যম্পিয়ন ও রানার্সঅ্যাপ দলের মধ্যে মাদকবিরোধী ট্রফি ও মেডেল দেওয়া হয়। অনুষ্ঠান শেষে মাদকবিরোধী শপথ বাক্য ও মাদককে না বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। শেষে মাদকবিরোধী গম্ভীরা পরিবেশনা করেন প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউট। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান মাদকবিরোধী কাবাডি প্রতিযোগীতা ও গম্ভীরা গান অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের উদ্দ্যেশে বক্তব্যে বলেন, মাদক শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে একটি পরিবার সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে যুক্ত রাখতে পারলেই মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন মাদক অপরাধ দমনে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা জরুরি।
চাঁপাইনবাবঞ্জে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

চাঁপাইনবাবঞ্জে শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ চাঁপাইনবাবগঞ্জে জেলা পর্যায়ে সনাতন ধর্মীয় পবিত্র গ্রন্থ শ্রীমদ্ভগবদগীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের রামসীতা মন্দিরে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ জেলা শাখা এই অনুষ্ঠান আয়োজন করে। প্রতিযোগিতায় ক গ্রুপে তৃতীয় থেকে ৭ম শ্রেণী পর্যন্ত এবং খ গ্রুপে ৮ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানের আলোচনা সভায় জেলা পুজা উদযাপন পরিষদ সভাপতি ডাবলু কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একরামুল হক। বক্তব্য দেন পুজা উদযাপন পরিষদ সহ-সভাপতি সুদর্শণ ঘোষ, সাদারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, সদর উপজেলা সভাপতি স্বপন ঘোষ, পৌর সাধারণ সম্পাদক অজিত দাস, দিপক কুমার ঘোষসহ অন্যরা। আলোচকরা শিশু পর্যায় থেকে ধর্ম শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস গোস্বামী, বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি রানা প্রতাপ আচার্য ও রামসীতা মন্দিরের পুরোহিত সমিত চট্রোপাধ্যায়। দুুপুরে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জানানো হয় দুটি গ্রুপের প্রথম স্থান অধিকারীরা সামনে জানুয়ারী মাসে রাজশাহীতে বিভাগীয় প্রতিযোগিতায় অংশ নিবে।
শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক ৩টি অভিযানে ১৩৯ বোতল ভারতীয় নেশার সিরাপ জব্দ করেছে বিজিবি। এর মধ্যে রয়েছে ৫০ বোতল ফেনসিডিল ও ৮৯ বোতল চকোপ্লাস সিরাপ। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সোনামসজিদ এবং বিলভাতিয়া বিওপির ৩টি টহল দল অভিযানগুলো চালায়। তবে মেইন আন্তর্জাতিক সীমান্তের ২০ হতে আড়াইশ গজ বাংলাদেশের ভেতরে অভিযানকালে রাতের অন্ধকার ও কুয়াশার সূযোগে চোরচালানীরা পালিয়ে যায়। চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ নিয়ে গত ১ সপ্তাহে সীমান্তে ৭৭২ বোতল বিভিন্ন নেশাকারক সিরাপ জব্দ করেছে বিজিবি। এসকল ঘটনায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান অধিনায়ক কিবরিয়া।
চাঁপাইনবাবঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

চাঁপাইনবাবঞ্জে র্যাবের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবঞ্জ সদর উপজেলায় প্রাইভেট কারে বহনকালে র্যাবের অভিযানে ৩২ কেজি ৭৪০ গ্রাম গাঁজাসহ আহাম্মদ আলী নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি হবিগঞ্জের চারিনাও উসাইল গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। র্যাব জানায়, গত গতকাল সকালে সুন্দরপুর ইউনিয়নের মোল্লান চৌরাস্তা মোড় এলাকায় পাকা সড়কের উপর অভিযান চালিয়ে গাঁজাসহ আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ ডিসেম্বর দুই ব্যাক্তি গাঁজা বিক্রির উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে প্রাইভেট কার যোগে চাঁপাইনবাবগঞ্জ রওনা হবার গোপন খবর পাবার পর মোল্লান মোড় এলাকায় অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে র্যাব। ওই চেকপোষ্টে প্রাইভেট কার তল্লাশী করে গাঁজাসহ আহাম্মদকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।
রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত

রহনপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত গোমস্তাপুরে নানা কর্মসূচীতে বড়দিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে নিরাপত্তার ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী। উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হচ্ছে। তবে উপজেলার রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রার্থনা, খেলাধূলা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। বড়দিন উপলক্ষ্যে খ্রিস্টানধর্মালম্বী এলাকায় সাজসজ্জায় মুখরিত ছিল। আদিবাসী নেতা লুইস টুডু বলেন, ২৪ ডিসেম্বর রাতে প্রার্থনা, ওইদিন দিবাগত রাত বারটা এক মিনিটে যীশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপি রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলার আয়োজন করা হয়। রহনপুর মিশন এলাকার বাসিন্দা রঞ্জন হেমব্রম বলেন, বড় দিন উপলক্ষ্যে তাঁদের মধ্যে আনন্দের ফোয়ারা চলছে। হাতের ছোঁয়ায় রঙিন করে তুলে ঘরবাড়িগুলো। ছেলে-মেয়েদের নতুন পোশাক কিনে ঘুরে বেড়াচ্ছেন। তাঁরা বড়দিন পালনে উৎসাহিত। গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে। এবার উপজেলার ১১ টি স্থানে বড়দিন পালিত হচ্ছে। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুমান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণ ভাবে উৎসবটি পালন করা হচ্ছে।
শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের

শীতবস্ত্র বিতরণ এরফান গ্রুপের দেশের জন্য মানুষের পাশে’— এ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবারো অসহায়, দুস্থ ও দরিদ্র শীতার্তদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ পৌরভার ১ নম্বর ওয়ার্ডের কল্যাণপুর ফকল্যাণ্ড মোড়ে কম্বলগুলো বিতরণ করেন এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটির সাবেক চেয়ারম্যান ও এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলম। এসময় উপস্থিত ছিলেন— এরফান গ্রুপের নির্বাহী পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক মো. রেজাউল করিম, এরফান গ্রুপ জামে মসজিদের খতিব আব্দুল্লাহ আল মোমিন, ইমাম এমদাদুল হক, সমাজসেবক আব্দুস সামাদ লাট্টু মোড়লসহ অন্য কর্মকর্তাগণ। কম্বল বিতরণের আগে এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সিআইপি মাহবুব আলম জানান, দীর্ঘদিন থেকেই এরফান গ্রুপ চাঁপাইনবাবগঞ্জ জেলা ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় দরিদ্র, অসহায়, দুস্থ ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্নভাবে সহায়তা, খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করে আসছিলেন আমার পিতা মরহুম এরফান আলী। আমি তার দেখানো পথে একইভাবে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এসব কাজ করে যাবো ইনশাআল্লাহ।
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ

বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ নেশাজাতীয় সিরাপ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় আবারো নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করেছে ৫৯ বিজিবি। বুধবার ভোর পৌনে ৫টার দিকে সীমান্ত পিলার ১৮৯/মেইন হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে দাইপুকুরিয়া ইউনিয়নের জামাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই সিরাপগুলো জব্দ করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল জামাইপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ওই স্থান তল্লাশি করে ১০২ বোতল ভারতীয় নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ জব্দ করা হয়। প্রসঙ্গত, এই ব্যাটালিয়ন বিগত কয়েক দিনে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৭২২ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে। এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা

নাচোল মাদক বিরোধী ক্রিকেট প্রতিযোগিতা খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানকে বুকে ধারণ করে জনসচেতনতা সৃষ্টির লক্ষে মাদকবিরোধী খেলাধুলা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় বুধবার চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় ‘মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫’ আয়োজন করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে মাদকবিরোধী ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— নাচোল উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম রব্বানী সরদার। নাচোল রেলস্টেশন মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদিকুল ইসলাম, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. রহিমা খাতুন, চন্দ্রসখা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মো. ইব্রাহিম গলিলুল্লাহ, মুন্সি হযরত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. এনামুল হক। খেলা শেষে চ্যম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে পুরস্কার ও মাদকবিরোধী মেডেল বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। উপস্থিত সকলেই মাদককে ‘না’ বলুন স্লোগানে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন।
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’— এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়াম সংলগ্ন সুইমিংপুলে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। অন্যদের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধুসহ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ, সাঁতারপ্রেমী দর্শকসহ বিপুল সংখ্যক অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শক ও সাঁতারুদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। শেষে নয়টি গ্রুপের মধ্যে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী ৩৬ জনকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠানের ভেন্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা সাঁতার কোচ মো. খালেকুজ্জামান।
শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ

শিবগঞ্জ সীমান্তে নেশা-জাতীয় ট্যাবলেট ও সিরাপ জব্দ শিবগঞ্জ সীমান্ত এলাকা হতে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করেছে বিজিবি। আজ বেলা সোয়া ১১টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে এইসব জব্দ করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়ন এই তথ্য জানিয়েছে। বিজিবি আরো জানায়, আজ সকালে শিবগঞ্জ উপজেলার চকপাড়া বিওপির একটি টহল দলের অভিযানে ৪ হাজার ৮০০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট ও ৫০ বোতল নেশা-জাতীয় সিরাপ জব্দ করা হয়। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়। প্রসঙ্গত, মহানন্দা ব্যাটালিয়ন গত কয়েক দিনে সীমান্তে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৬২০ বোতল নেশা-জাতীয় সিরাপ এবং ২২ হাজার ১৮০ পিস নেশা-জাতীয় ট্যাবলেট জব্দ করেছে। এ ব্যাপারে ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।