গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক

গোমস্তাপুরে কৃষি প্রণোদনার বীজ ও সার পাচ্ছন সাড়ে ১২ হাজার কৃষক গোমস্তাপুরে রবি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে চলতি মৌসুমে কৃষি প্রণোদনার বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১২ হাজার ৩০০ কৃষক।  আজ সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন— উপজেলা কৃষি অফিসার সাকলাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন— কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ ভৌমিক ও জেসমিন আক্তার লাবনী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, গানিউল হক, মিঠুন চন্দ্রসহ উপকারভোগী কৃষকরা। অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গম, সরিষা, শীতকালীন পেঁয়াজ, চিনা বাদাম, মসুর, খেসারি, অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ১২ হাজার ৩০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার প্রদান করা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরো ৪৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত আরো ৪৯ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা সদরে ২১ জন, শিবগঞ্জে ১২ জন, গোমস্তাপুরে ৭ জন, নাচোলে ২ জন ও ভোলাহাটে ৭ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩৮ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ২৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৫ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রোগী বাড়ি ফিরেছেন।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন আক্রান্ত

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৪ জন ও বহির্বিভাগে ৩ জন এবং নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ২ জন, গোমস্তাপুর থেকে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১১ জন এবং শিবগঞ্জে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।    

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে বিজিবির অভিযানে চোরাচালানকৃত ওয়াকিটকি সেট জব্দ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে ভারত থেকে চোরাচালান হয়ে আসার সময় ১ জোড়া নতুন ওয়াকিটকি সেট ও সেগুলোর আনুসাঙ্গিক সরঞ্জাম জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। এটি চোরচালান তালিকায় যুক্ত হওয়া নতুন পণ্য বলে জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতরাত ১১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের বাংলাদেশের অভ্যন্তরে একটি কার্টূন জব্দ করে সোনামসজিদ বিওপির নিয়মিত টহল দল। পরে ওই কার্টূন খুলে ২টি নতুন ওয়াকিটকি সেট, ২টি এন্টেনা ও ২টি চার্জার পাওয়া যায়। আজ দুপুরে ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যাণ্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ধরণের পণ্য চোরাচালানের প্রথম চালান। এর আগে ওয়াকিটকি চোরচালানের তথ্য জানা যায় নি। ওয়াকিটকি গুলো ভারত থেকে বাংলাদেশে নিয়ে আসার সময় জব্দ হয়। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক কিবরিয়া।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল

প্রয়াসের কার্যক্রম পরিদর্শন করলেন রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ও গোবতলা ইউনিয়নে বাস্তবায়িত প্রয়াসের বিভিন্ন কার্যত্রম পরিদর্শন করেন। পরিদর্শন শেষে বিকেলে শহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াসের নকীব হোসেন মিলনায়তেন প্রয়াসের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। এতে প্রয়াসের পক্ষে উপস্থিত ছিলেন, মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন, নিরীক্ষা বিভাগের সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারি পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, ফারুক আহমেদ, আব্দুস সালাম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এর আগে গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।  

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী নজরুল ইসলাম ওরফে সুজনকে আটক করেছে পুলিশ। তিনি চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান মহল্লার মো. ইব্রাহীমের ছেলে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ আদালত ভবন সংলগ্ন এলাকা থেকে গোপন খবরের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারী সুজনের অনুপস্থিতিতে দায়রা জজ আদালতে তাঁর যাবজ্জীবন কারাদন্ড, সেই সাথে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস  সাজা হয়। এরপর থেকেই তাঁকে খুঁজছিল পুলিশ। আজ বিকালেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক সুকোমল।    

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত আরো ৪৬ জন জেলায় ডায়রিয়া পরিস্থিতি ওঠানামা করছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ জন রোগী। সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে জেলা সদরে ৩০ জন, শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬০ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ২৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৯ জন রোগী বাড়ি ফিরেছেন।

সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর

সোনালী ব্যাংকের সঙ্গে সরকারি মহিলা কলেজের চুক্তি স্বাক্ষর চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের সাথে সোনালী ব্যাংক পিএলসি’র করপোরেট অনলাইন পেমেন্ট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কলেজের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার এবং সোনালী ব্যাংকের পক্ষে উপ-মহাব্যবস্থাপক মোর্শেদ ইমাম। আজ দুপুরে তারা এই স্বাক্ষর করেন। এসময় জানানো হয়, এখন থেকে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ন্যূনতম / বিনা খরচে ভর্তি, ফরম পূরণ, সেশন চার্জসহ বিভিন্ন ফি’র অনলাইন পেমেন্ট সকল মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস, এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, মাস্টার কার্ড ব্যবহার করে সোনালী ব্যাংকের ‘সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি)’ অর্থাৎ একই ছাতার নিচের সেবা গ্রহণ করতে পারবেন।

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রূপালী ব্যাংকের প্রতিনিধিদল

প্রয়াসের কার্যক্রম পরিদর্শনে রূপালী ব্যাংকের প্রতিনিধিদল সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রম পরিদর্শনের লক্ষ্যে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির বিভিন্ন খামার ও প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন রূপালী ব্যাংকের আট সদস্যের সিনিয়র প্রতিনিধিদল। আজ দুপুরে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের ঠাকুর যৌবনে অবস্থিত প্রয়াসের ব্ল্যাক বেঙ্গল ছাগল খামার, শীপ ফার্মের শেড, ডেইরি ফার্ম, ফ্যাটেনিং ফার্ম ও বায়োগ্যাস প্ল্যান্ট ঘুরে দেখেন প্রতিনিধিরা। তাঁরা খামারের উৎপাদন ব্যবস্থা, প্রাণিসম্পদের স্বাস্থ্যব্যবস্থা, খাদ্য ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে প্রয়াসের কর্মকর্তারা অতিথিদের খামারের কার্যক্রম ও সাফল্যের বিস্তারিত তুলে ধরেন। বিশেষ করে, কীভাবে স্থানীয় পরিবেশ ও জেনেটিক গবেষণার মাধ্যমে ব্ল্যাক বেঙ্গল ছাগলের উন্নত ব্রিড ডেভেলপ করা হচ্ছে— সে বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা প্রয়াসের উদ্যোগ ও উদ্ভাবনী পদ্ধতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে ব্যাংকিং সহায়তা ও সহযোগিতা বৃদ্ধির আশ্বাস প্রদান করেন। রূপালী ব্যাংকের ঊর্ধ্বতন প্রতিনিধিদলের সঙ্গে উপস্থিত ছিলেন প্রয়াসের মাইক্রোফাইন্যান্স বিভাগের পরিচালক পঙ্কজ কুমার সরকার, যুগ্ম-পরিচালক নাসের উদ্দিন সজল, নিরীক্ষা বিভাগের প্রধান ও সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, চাঁপাইনবাবগঞ্জ সদর অঞ্চলের জোন প্রধান তরিকুল ইসলাম, ব্যবস্থাপক ডা. রাজিন বিন রেজাউল, খামারের ম্যানেজার ডিপ্লোমা কৃষিবিদ মোঃ জামাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। দলটি খামারের বায়োগ্যাস প্ল্যান্টের কার্যক্রমও পর্যবেক্ষণ করেন এবং খামারের বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের প্রশংসা করেন। প্রতিনিধিরা বলেন, “গ্রামীণ অর্থনীতিকে টেকসই করতে প্রয়াসের এই উদ্যোগগুলো দেশের জন্য অনুকরণীয়।” প্রথম দিন মাঠ পর্যায়ের পরিদর্শন শেষে পরিদর্শক টিম প্রয়াসের প্রধান কার্যালয়ে পৌঁছালে তাদেরকে ফুলেল শুভেচছা জানানো হয়। দুই দিনব্যাপী এই পরিদর্শনসূচির অংশ হিসেবে আগামীকাল রবিবার (২৬ অক্টোবর) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির অন্যান্য কার্যক্রম পরিদর্শন করবেন রূপালী ব্যাংকের প্রতিনিধিদল।

ইনলাইটেন্ড মোরাল অ্যাকাডেমির প্রীতি শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

ইনলাইটেন্ড মোরাল অ্যাকাডেমির প্রীতি শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ইনলাইটেন্ট মোরাল অ্যাকাডেমির আয়োজনে শনিবার সকাল ১০ টায় প্রতিষ্ঠানটির চত্বরে কোরআন পাঠের উদ্বোধন,কৃতী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সূচনা বক্তব্য দেন প্রতিষ্ঠানটির সভাপতি অধ্যক্ষ মোহা. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ নূহ্। তিনি উপস্থিত ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন পরিবারে বাবা মা বিশেষ করে মা, ছাত্র-ছাত্রী নিজে ও প্রতিষ্ঠানের সমন্বয়ে শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নয়ন করা সম্ভব। এই যান্ত্রিক যুগে বেশি মেশিনারির ব্যবহার বিশেষ করে মোবাইলের ব্যবহার বাড়িতে বাবা-মাকে কমাতে হবে। সেই সাথে ছাত্র-ছাত্রীদের নিজে পরিশ্রম করে পড়াশোনায় বেশি আগ্রহী হতে হবে। পরিশ্রম করে যোগ্য প্রমাণ করতে হবে এবং মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে। বর্তমানে তথ্যপ্রযুক্তির যুগে ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় তথ্য জানতে নতুন কিছু শিখতে তারা যে সমস্যার সম্মুখীন হয় তা জানতে হবে। যে নিজেকে পৃথিবীতে পরিশ্রমের মাধ্যমে যোগ্য প্রমাণ করতে পেরেছে সে পৃথিবীতে টিকে আছে টিকে থাকবে। যারা নিজেকে যোগ্য প্রমাণ করতে পারবে না তারা একদিন কালের গর্ভে হারিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে রানীহাটি ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আবুল বাশার, চুনাখালি এনায়েতুল্লাহ মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. ইসাহক বিন আব্দুল গফুর বক্তব্য প্রদান করেন।