গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

গোমস্তাপুরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার গোমস্তাপুরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের দিঘা এলাকার আমবাগান পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ সন্ধ্যায় লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে অজ্ঞাত লাশটি পরিচয় কেউ শনাক্ত করতে পারিনি। স্থানীয়রা জানায়, বিকেলে ওই এলাকার আমবাগানে ওই ব্যক্তির লাশ দেখতে পায় এলাকার লোকজন। পরে তারা ইউনিয়ন পরিষদের এক সদস্যসহ পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় নিয়ে। মৃত অজ্ঞাত ওই ব্যক্তির বয়স ৬০-৬৫ বছর হতে পারে।  পরনে পাঞ্জাবী ও লুঙ্গি পড়ে ছিলেন বলে তিনি জানান। গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) আজিম জানান, অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় জানার চেষ্টা চলছে।

গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

গোমস্তাপুরে উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক গোমস্তাপুরে নানা উন্নয়নমূলক কর্মকা- পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুস  সামাদ। আজ সফরসূচীর শুরুতে গোমস্তাপুর থানা পরিদর্শন করেন। পরে তিনি চৌডালা ইউনিয়নের এলজিইডি প্রকল্পের কাজ, নন্দলালপুর কমিউনিটি ক্লিনিক, পল্লী সঞ্চয় ব্যাংকের কদমতলি গ্রাম উন্নয়ন সমিতি, গোমস্তাপুর ইউনিয়নের উপজেলা কৃষি অফিসের একটি ইনোভেশন প্রকল্প পরিদর্শনসহ বিকেলে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যাসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ

সোনমসজিদ সীমান্তে ৮ কোটি টাকার ভারতীয় অলংকার জব্দ শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় বন্দর এলাকায় বিজিবি’র অভিযানে আমদানী পণ্যের আড়ালে পাচারকালে একটি বাংলাদেশী ট্রাক হতে ৭৬৭ কেজি (প্রায় ১৯ মন) ভারতীয় অলংকার জব্দ করেছে বিজিবি। বিজিবি জানিয়েছে, আটক পণ্য মূল্য প্রায় ৮ কোটি টাকা। বিজিবি জানায়, গতকাল গভীর রাতে   পরিচালিত এ অভিযানে ওই ট্রাক জব্দ ও এর চালক সোনামসজিদ বালিয়াদীঘি গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুস শুকুর আটক হয়েছেন। বিজিবি ও কাস্টমস জানায়, বন্দর সংলগ্ন সীমান্ত এলাকায় ৫০০ বস্তা ভারতীয় চায়না ক্লে (তৈজসপত্র তৈরির কাঁচামাল) বোঝাই জব্দ ওই ট্রাকে তল্লাশী করে ৫৬টি বস্তায় ৪৩৭ কেজি ভারতীয় রৌপ্য সদৃশ (ইমিটেশন) ও ৩৩০ কেজি সিটি গোল্ডের অলংকার ছিল। সোনামসজিদ বিওপির আওতাধীন বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা-সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড এর ইয়ার্ড এলাকা থেকে সোনামসজিদের দিকে  যাবার পথে ট্রাকটি আটক করে বিজিবির সোনামসজিদ বিওপির একটি টহল দল। বিজিবি ও কাস্টমস আরও জানায়, চায়না ক্লে’র  রপ্তানীকারক প্রতিষ্ঠান হল ভারতের বিকে এন্টারপ্রাইজ। আমদানীকারক প্রতিষ্ঠান হল পাবনা দোগাছি বাংলাবাজার দক্ষিন রামচন্দ্রপুর এলাকার মেসার্স কাজী ট্রেডিং। বন্দরে আমদানীকারকের সিএন্ডএফ এজেন্ট ছিল মেসার্স গালফ ওরিয়েন্ট সি ওয়েজ। বন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা এসএম জাকারিয়া বলেন, চায়না ক্লে’র আড়ালে অলংকার নিয়ে আসা হচ্ছিল। চায়না ক্লে শুল্কায়ন করা হয় প্রতি টন ১০০ ডলার হিসেবে। অপর দিকে ওইসব অবৈধ অলংকারের শুল্কায়ন মূল্য প্রতিটন ৫০০০ ডলার।  কাস্টমস কর্তৃপক্ষ ঘটনার তদন্ত করে এমন কর্মকান্ডে জড়িত থাকার প্রমাণ পেলে আমদানীকারক ও সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে লাইসেন্স বাতিল সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া বিজিবি এ ঘটনায় প্রয়োজনীয় ফৌজদারি ব্যবস্থা গ্রহণ করবে। তিনি আরও বলেন, ৫০০ বস্তার প্রতিটি খুলে খুলে তল্লাশী করে করে মাল ছাড় করা কঠিন কাজ। তবে বন্দরে ভেহিক্যাল স্ক্যানার থাকলে  ওইসব পণ্য সহজেই ধরা পড়ত। স্ক্যানার না থাকায় সাধারণ ( ম্যানুয়াল) কাস্টমস পরীক্ষায় ওইসব পণ্য ধরা যায় নি। বন্দর কর্তৃপক্ষ  আশা করছে, সরকারের একটি প্রকল্পের আওতায়  বন্দরে শীঘ্রই স্ক্যানার বসানো হবে। আজ দুপুর আড়াইটার দিকে অভিযানে নেতৃত্ব দেয়া চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা সূত্রে বিপুল পরিমান পন্য চোরাচালান  হতে পারে সম্পর্কিত পাওয়া তথ্যে অভিযানটি চালানো হয়।

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ

গোমস্তাপুরে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ গোমস্তাপুরে দুটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়েছে। আজ দুপুরে উপজেলা সভাকক্ষে এ উপলক্ষে বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক আব্দুস সামাদ প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের মধ্যে টিফিন বক্স বিতরণ করেন। রাধানগর ইউনিয়ন পরিষদ আয়োজিত অনুষ্ঠানে সভাপতি ও স্বাগত বক্তব্য দেন ওই পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। উল্লেখ্য,২০২৩-২৪ ইং অর্থ বছরে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা তহবিল বিবিজি (২য় কিস্তি) এর আওতায় রাধানগর ইউনিয়নের রোকুনপুর পূর্বপাড়া ও সিদ্ধিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে ১৮৮ টি টিফিন বক্স বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে গ্রামপুলিশদের প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ইউনিয়ন পরিষদের গ্রামপুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ কোর্সে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ ও পুলিশ সুপার রেজাউল করিম। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলীম, সহকারী প্রোগ্রামার নাজমুল হক ও এনআইএলজির ফোকাল পার্সন মতিউর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন গ্রাম পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। সেই দায়িত্ব সুচারুরূপে পালন করার জন্য আপনাদের মানোন্নয়ন প্রয়োজন। আর তাই আপনাদের সক্ষমতা বাড়ানোর জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। আপনাদের জন্য এই বুনিয়াদি প্রশিক্ষণটি অত্যান্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, আপনারা এই প্রশিক্ষণের মাধ্যমে সমৃদ্ধ হবেন। আশা করি, এই প্রশিক্ষণের মাধ্যমে আপনাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করেন। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বুনয়াদি প্রশিক্ষণের আয়োজন করে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকা। উল্লেখ্য, দেশের ১৯টি জেলায় একযোগে এই প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৪ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৪ জন চাঁপাইনবাবগঞ্জে গত কাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৫৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ১৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ও ভোলাহাটে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৩ জন রোগী। তাদের মধ্যে ১৬ জন পুরুষ, ১ জন নারী ও ৬ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।  

বাবুডাইং ফিল্টি পাড়ায় মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ

বাবুডাইং ফিল্টি পাড়ায় মাদকের ব্যবহার বন্ধে কমিউনিটি সংলাপ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের বাবুডাইং ফিল্টি পাড়ায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ফিল্টিপাড়া ও আশেপাশের আদিবাসী পল্লীতে মাদকের উৎপাদন বন্ধ ও মাদকাসক্তি বন্দে করণীয় বিষয়ে আলোচনা হয়। আজ বিকেলে অনুষ্ঠিত সংলাপে অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, ক-সার্কেল (অতিরিক্ত দায়িত্ব খ-সার্কেল) ইলিয়াস হোসেন তালুকদার, সহকারী উপপরিদর্শক মামুনুর রশিদ। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল-মাদকের কারণে পিছিয়ে পড়ছে তাদের সম্প্রদয়, বাল্যবিয়ে, নারী নির্যাতন, পারিবারিক কলহ, মাদক উৎপাদনকারীদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে গেলেও কিছুদিনের মধ্যে ছেড়ে দেয়া ইত্যাদি। এসব সমস্যা সমাধানে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। রেডিও মহানন্দার প্রযোজক মোমেনা ফেরদৌস অরণীর সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নির্মল সরেন, চাত্রা গ্রামের মড়ল লাছাম মুরমু, চটিগ্রামের মড়ল লক্ষণ মুরমু, ফিল্টিপাড়া গ্রামের মড়ল সুনিল টুডু, বিল বৈঠ্যাগ্রামের মড়ল বিজোলি টুডু, ছুটিপুকুর গ্রামের সহ মড়ল যগেন হাসদা, আদিবাসী নেত্রী কল্পনা মুরমু, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী ও সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা সহ প্রায় দেড় শতাধিক আদিবাসী। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

চাঁপাইনবাবঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারামারিতে নিহত ১, আহত ১০, আটক ৪

চাঁপাইনবাবঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারামারিতে নিহত ১, আহত ১০, আটক ৪ শিবগঞ্জ উপজেলার চককীর্ত্তি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চানপুর গাবতলা গ্রামে জমি নিয়ে সংঘর্ষের জেরে আপন চাচাতো ভাইদের সাথে মারামরিতে ধারাল অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত: ১০ জন। এ ঘটনায় পুলিশ ৪ জনকে আটক করেছে। আহতের রাজশাহী মেডিকেল কলেজ, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হয়েছে। নিহত আলমগীর গাবতলা গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র সূত্র জানায়, আজ দুপুর সোয়া ১২টার দিকে গাবতলা গ্রামের আমবাগানে জমি নিয়ে আলমগীরের সাথে তার চাচাতো ভাই পাশের কংসেরা গ্রামের মোংলার ছেলে মনিরুল ও ডলারের মধ্যে মারামারি লাগে। মারামারিতে উভয়পক্ষে লাঠি, হাসুয়াসহ ধারাল অস্ত্রের ব্যবহার হয়। এ সময় আহত হন আলমগীর। তাকে উদ্ধার করে হাসপাতলে নেবার পথে মারা যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আরমান হোসেন বলেন, ঘটনায় আলমগীর নিহত ও তার পক্ষের ৪ জন ও প্রতিপক্ষের অন্তত: ৬ জন আহত হন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার পর পুলিশ অভিযানে নিহতের প্রতিপক্ষের ৪ জনকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে ও মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। সংম্লিস্ট ওয়ার্ড সদস্য রবিউল ইসলাম বলেন, দু’পক্ষের অপর এক চাচা শুধু মেয়ে সন্তান রেখে মারা গেলে সেই সম্পতিতে অন্য চাচাদের প্রাপ্য অংশ নিয়ে বিরোধের সূত্রপাত। শনিবারের ঘটনায় নিহত আলমগীরের পক্ষের অন্তত: ৫/৬ জন ও প্রতিপক্ষের অন্তত: ১০/১২ জন আহন হন। ধারাল অস্ত্রের আঘাতে তাদের অন্তত: ৩ জন উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে ভর্তি হয়েছেন।

মায়েরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হবে বলেছেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক

মায়েরা জেগে উঠলে সমাজ পরিবর্তন হবে বলেছেন, চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মেয়েরা মায়ের জাতি, তারা জেগে উঠলেই সমাজ পরিবর্তন হবে বলেছেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবেন্দ্রনাথ উঁরাও। আজ বিকেলে বালিয়াডাঙ্গা ইউনিয়নের চম্পতলায় আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আপনাদের সন্তানকে প্রতিষ্ঠিত না করে বিয়ে দিবেন না। আমার সমাজ, আমার রাষ্ট্র পরিবর্তন করতে হলে পরিবার থেকেই শুরু করতে হবে। পরিবারে মা হিসেবে মেয়েদের বিয়ে ১৮ বছরের আগে দেওয়া যাবে না। আপনারা সামনে এগোতে চাইলে বাল্যবিয়েকে না বলতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে সর্বাত্বক সহযোগিতার আশ্বাস দেন তিনি। কমিউনিটি সংলাপে বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলার নির্বাহী অফিসার মোসা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথির তিনি বলেন, এই এলাকায় সরকারি খাস জমির তথ্য আমাদের দিলে, সেখানে শ্মশান স্থাপনে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার প্রতি গুরুত্বারোপ করেন। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- আদিবাসীদের জীবনমান উন্নয়নে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদান করা, বাল্যবিয়ে প্রতিরোধে সহায়তা করা, আদিবাসী শিক্ষার্থীদের উপবৃত্তি প্রদান করা, ভূমিহীন আদিবাসীদের আশ্রয়ন প্রকল্পের আওতায় পুনর্বাসন করা ও সরকারি খাস জমিতে আদিবাসীদের শ্মশানের ব্যবস্থা করা। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি সমস্যাগুলো সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাবু ডাইং আদিবাসী আলোর পাঠশালা’র সহকারি শিক্ষক বিমল হাসদা। প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আব্দুস সালামের সঞ্চলনায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির, সাংবাদিক মেহেদি হাসান, ওয়ার্ল্ড ভিশন এসএসবিসি প্রকল্পের প্রতিনিধি আব্দুর রহিম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম, প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক সোনিয়া শীল ও উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টি’র বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৫ জন

ডেঙ্গু : চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৫ জন চাঁপাইনবাবগঞ্জে গত শুক্রবার সকাল ৮টা থেকে গত শনিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৩৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নতুন করে ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২২ জন রোগী। ১৪ জন পুরুষ, ২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুরে ১ জন, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।