গোদাগাড়ীতে বাস চাপায় চাঁপাইনবাবগঞ্জের ২জন নিহত

গোদাগাড়ীতে বাস চাপায় চাঁপাইনবাবগঞ্জের ২জন নিহত রাজশাহীর গোদাগাড়ীতে বাসে চাপা পড়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কমলাকান্তপুর গ্রামের হুমায়ুন কবীরের ছেলে আশরাফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মো. কালুর ছেলে নাজমুল হক (৩০)। শুক্রবার বিকেল ৪টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের গোদাগাড়ী উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গোদাগাড়ী স্টেশনের ফায়ার ফাইটার মাহবুবুর রহমান নয়ন জানান, আশরাফুল ও নাজমুল একই মোটরসাইকেলে রাজশাহীর দিক থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি ওভারটেক করে সামনে গেলে পেছন থেকে যাত্রীবাহী বাসটি তাঁদের মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আশরাফুল ও নাজমুলের। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে গোদাগাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ দুটি থানায় রাখা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে নিহতদের গ্রামের এক বাসিন্দা শুক্রবার রাত পৌন ৮টায় জানান, নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে। গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

শিবগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে পাঠাগারের আশপাশের কয়েকটি ইউনিয়নের ৫৪ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে পাঠাগার মিলনায়তনে এক অনুষ্ঠানে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। রানীহাটি সাধারণ পাঠাগারের সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল বাসার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. জহিরুল করিম, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. এন্তাজুল হক, হরিনগর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. দৌলত আলী, বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য আহসান হাবীব, সহসভাপতি জহিরুল করিম ডেভিটসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পাঠাগারের সাধারণ সম্পাদক শিপারুল আনাম। এসএসসি পাস করে রানীহাটি ডিগ্রি কলেজ, কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, আলাবক্স মেমোরিয়াল ডিগ্রি কলেজ, নবাবগঞ্জ সরকারি কলেজ ও চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসায় অধ্যায়নরত এলাকার ৫৪ জন ছাত্র-ছাত্রীকে সংবর্ধনা দেয়া হয়। উল্লেখ্য, রানীহাটি সাধারণ পাঠাগারের নিকটবর্তী শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর, উজিরপুর ও সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে বসবাসরত কৃতী শিক্ষার্থীদের প্রতিবছর এধরনের সংবর্ধনা দেয়া হয়।

নাচোলে ৩দিনের ব্যবধানে ৮টি গরু চুরি

নাচোলে ৩দিনের ব্যবধানে ৮টি গরু চুরি নাচোল উপজেলায় ৩ দিনের ব্যবধানে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। গরুগুলির আনুমানিক মূল্য অন্তত: সাড়ে ৬ লক্ষ টাকা। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে নাচোল পৌর ৬ নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ও শিমুলতলা মহল্লার মৃত মফিজউদ্দিনের ছেলে সানাউল্লার বাড়ি সংলগ্ন গোয়ালঘরের দরজার তালা কেটে ৫টি গরু চুরি হয়। এর আগে গত ১১ নভেম্বর ভোররাতে নেজামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পঁচাকান্দর মৌজার শুঁড়িপুকুর গ্রামে কৃষক আব্দুর রাজ্জাকের মাটি নির্মিত গোয়ারঘরের জানালা ভেঙ্গে ৩টি গরু চুরির হয়। সাবেক কাউন্সিলর সানাউল্লাহ বলেন, রাত ১টা পর্যন্ত গরুগুলি ছিল। কিন্তু রাত ২টার দিকে গোয়ালঘরে গিয়ে আর গরু পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে,৮/১০ জনের একটি চোরচক্র একটি পিকআপ ভ্যান ব্যবহার করে গরুগুলি নিয়ে যায়। বাচ্চাসহ একটি দুধের গাইসহ গরু ৫টির মূল্য অন্তত: সাড়ে ৩ লক্ষ টাকা। নিকটের মডেল মসজিদের সিসিটিভি ক্যামেরায় গরু চুরি করে গাড়িতে উঠিয়ে নিয়ে যাবার কিছু আবছা দৃশ্য দেখা গেছে। সানাউল্লাহ আরও বলেন, এ ঘটনায় রাতেই নাচোল থানা পুলিশকে অবহিত করা হয়। সকালে লিখিত অভিযোগ করা হয়েছে। তাঁরা নিজেরাও গরুগুলো খুঁজছেন। তবে এ ব্যাপারে মামলা করা হবে বলেও জানান তিনি। গোয়ালে ৬টি গরু থাকলেও একটি গরু চোর নিতে পারে নি। নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বলেন, গত ভোররাতে কৃষক রাজ্জাকের বড় তিনটি গরু চুরি যায়। গরুগুলোর মূল্য-৩ থেকে ৪ লক্ষ টাকা। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি উদ্বেগজনক। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন,সানাউল্লার গরু চুরির ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। নেজামপুরের ঘটনায় মামলা না হলেও অভিযোগের ভিত্তিতেই তদন্ত চলছে। নেজামপুরের ঘটনায় চোরচক্র মিনি ট্রাক ব্যবহার করে ও মাটির গোয়ালঘর ভেঙ্গে গরু নিয়ে যায়। তবে দুটি ঘটনা একই চোরচক্রের কিনা তা চোর না ধরা পর্যন্ত বলা যাবে না বলেও জানান ওসি।

গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত

গোমস্তাপুরে হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠিত গোমস্তাপুরে কুরআনের হাফিজদের নিয়ে তৃতীয়বারের মত হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর কুরআনের আলো নামক একটি সংগঠনের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপি উত্তর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উদ্বোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত উপপরিচালক আব্দুস সাত্তার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য দেন রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের প্রভাষক ড. মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ডেন্টিস্ট রবিউল আওয়াল, সম্পাদক নেশা মোহাম্মদ মন্টুসহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার মোহতামিম, ইমাম, শিক্ষকরা। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন, রাজশাহী জেলার হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশনের সেক্রেটারী হাফেজ মাওলানা ইয়াসিন আলী, সাংগঠনিক সেক্রেটারী হাফেজ মাওলানা হাসান মামুন ও হাফেজ ক্বারী মাওলানা মোঃ বাইরুল ইসলাম। দিনব্যাপি হিফজুল কুরআন প্রতিযোগিতায় ৩১ টি মাদরাসার ৭৮জন হিফজ বিভাগের শিক্ষার্থীরা বাছাই পর্বে অংশগ্রহন করেন। পরে গ্রুপের সেরা পাঁচ জনকে নির্বাচিত করা হয়। তিনটি গ্রুপের মোট ১৫ জন প্রতিযোগিকে বিজয়ী করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৭ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ১৭ জন চাঁপাইনবাবগঞ্জে গত মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৯০ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৪ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ রোগী জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৩ জন রোগী। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোলে ২ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ১৪ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে

বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে চাঁপাইনবাবগঞ্জে নারী ও শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। বুধবার সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংলাপে গ্রামপুলিশরা অংশগ্রহণ করেন। সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে ফোকাল পারসন হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)’র গ্রন্থাগারিক ও সহকারী পরিচালক (প্রশাসন ও সমন্বয়) (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার মো. আব্দুল আলিমসহ অন্যরা। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ বলেন, নারী ও শিশুর ওপর সহিংসতা, বাল্যবিয়ে ও মাদক প্রতিরোধে গ্রামপুলিশদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আপনারা গ্রামে বাস করেন, গ্রামের মানুষ সম্পর্কে আপনাদের ধারণা অনেক বেশি। আপনারা খেয়াল রাখবেন, নারী ও শিশুর প্রতি সহিংস ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতেও আপনাদের ভূমিকা রয়েছে।

আদিবাসীদের নিয়ে জুগিডাইং এ কমিউনিটি সংলাপ

আদিবাসীদের নিয়ে জুগিডাইং এ কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জে সমতলের আদিবাসীদের সমস্যা সমাধানভিত্তিক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের জুগিডাইং এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি ছিলেন- জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। কমিউনিটি সংলাপে বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলোর সমাধানে প্রধান অতিথির সহায়তা কামনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। এতে বালিয়াডাঙ্গা ও ঝিলিম ইউনিয়নের জুগিডাইং গ্রামের আদিবাসীরা এই কমিউনিটি সংলাপে অংশ নেন। কমিউনিটি সংলাপে আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সমস্যাগুলোর মধ্যে ছিল- আদিবাসীদের জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধার প্রদানে অগ্রাধিকার দেওয়া, অরক্ষিত শ্মশান ও শ্মশানের জমি বেদখল হয়ে যাওয়া জমির বিষয়ে জেলাপ্রশাসক সহ সংশ্লিষ্ট অধিদপ্তরকে অবহিত করে তা পূণরুদ্ধারে সহায়তা করা, রাস্তা নির্মান ইত্যাদি। এসব সমস্যা সমাধানে প্রধান অতিথির মাধ্যমে জেলাপ্রশাসক সহ সংশ্লিষ্ট অধিপ্তরকে অবহিতকরার দাবি জানান আদিবাসী নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, ক্ষুদ্রনিতাত্তিক জনগোষ্ঠি অর্থাৎ শুধু মাত্র আপনাদের জন্য সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে কলেজ থেকে উপরের সকল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থা আছে। আবেদন করলেই আপনারা সেই উপবৃত্তি নিতে পারবেন। কিন্তু আমাদের কাছে যে পরিমান বরাদ্দ আসে তার তুলনা আবদেন আসে কম। ফলে কিছু টাকা পূণরায় মন্ত্রনালয়ে ফিরে যায়। তাই আপনাদের মধ্যে যে শিক্ষার্থীরা কলেজ থেকে উপরের ক্লাসে পড়ছেন তারা অবশ্যই শিক্ষাবৃত্তির জন্য আবেদন করবেন। এসময় তিনি আরো বলেন, আদিবাসীদের মধ্যে কোন প্রতিবন্ধী শিক্ষার্থী থাকলে উপজেলা হতে যে জরিপ করা হয়, সেখানে তাদের অন্তর্ভূক্ত করে হলে সে প্রতিবন্ধী ভাতা পাবে এবং সে পড়ালেখা করলে প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত শিক্ষাবৃত্তি নিতে পারবে। এছাড়াও অন্যান্য সমস্যাগুলো সমাধানে জেলাপ্রশাসক সহ উর্ধোতন কর্মকর্তাদের অবহিত করার সুযোগ পেলে তিনি সেখানে তাদের অবহিত করবেন এবং কোন সুপারিশ প্রয়োজন হলে সেখানে সর্বাত্তক সহয়তা করার আশ^াস দেন তিনি। রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন- গ্রামের মড়ল আমিন হেমব্রোম, আদিবাসী নেতা ও সাবেক জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- রেডিও মহানন্দার প্রযোজক নয়ন আলী, সহকারী প্রযোজক উম্মে আয়েশা সিদ্দিকা। উল্লেখ্য, প্রোমোটিং দ্য ভয়েস অব প্লেইনল্যান্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রু কমিউনিটি মিডিয়া বিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কমিউনিটি সংলাপটি রেডিও মহানন্দায় ‘সেতু বন্ধন’ শীর্ষক অনুষ্ঠানে সম্প্রচারিত হবে। ফ্র্রি প্রেস আনলিমিটেডের আর্থিক সহায়তায় সমষ্টির বাস্তবায়নে এই কমিউনিটি সংলাপের আয়োজন করে রেডিও মহানন্দা। উল্লেখ্য, সমতলের আদিবাসীদের সংস্কৃতি সংরক্ষণ ও জীবনমান উন্নয়নে চাঁপাইনবাবগঞ্জে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে রেডিও মহানন্দা। এছাড়াও সাতক্ষীরায় রেডিও নলতা ও মৌলভীবাজারে রেডিও পল্লী কণ্ঠ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে এবং এই প্রকল্পে সমন্বয়ক হিসেবে কাজ করছে গণযোগাযোগ ও সাংবাদিকতা উন্নয়ন বিষয়ক সংস্থা ‘সমষ্টি’।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ট্রাক্টর চালককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর চাপায় মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ট্রাক্টর চালককে গণপিটুনী দিয়ে পুলিশে সোপর্দ চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের বিদিরপুর এলাকায় পেছন থেকে মাটি বোঝাই ট্রাক্টর-ট্রলি চাপায় আবদুল্লাহ আল ওসমান ওরফে ওসমান আলী নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের একই ওয়ার্ডের মিল্কি এলাকার উজ্জল আলীর ছেলে ও স্থানীয় আলোর দিশারী মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল। স্থানীয়রা ঘটনার পর বিক্ষুদ্ধ হয়ে ওঠে এবং ট্রাক্টর ও এর চালক সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের কাবির আলীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসা বিরতির সময় বাইসাইকেলযোগে বাড়িতে খেতে যাবার সময় ভরাটের মাটি বোঝাই ট্রাক্টর-ট্রলিটি তাকে পেছন থেকে ধাক্কা দিলে সে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেবার পথে সে মারা যায়। সদর থানার ওসি এসএম জাকারিয়া বলেন, ঘটনার পর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। ট্রাক্টর চালক পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ।

গোবরাতলায় সরিষার বীজ বিতরণ

গোবরাতলায় সরিষার বীজ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১ অফিসে রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট আরএমটিপি প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে সরিষার বীজ বিতরণ করা হয়েছে। আজ সকালে সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারি পরিচালক ও আরএমটিপি প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। সরিষা চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা। এসময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় সরিষা বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। অনুষ্ঠানে ১৫০জন কৃষকের প্রত্যেককে সরিষা বীজ, জৈব সার ও ছত্রাকনাশক বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ১৭ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে একদিনে আরো ১৭ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাণ সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৭৩ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, শিবগঞ্জে ১ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২৭ জন রোগী। তাদের মধ্যে ১৮ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৮ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন করে রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং অবস্থার অবনতি হওয়ায় ৪ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।