শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ

শিবগঞ্জে পদ্মায় ডুবে যুবক নিখোঁজ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে নৌকা থেকে পড়ে ডলার (৩০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ডলার উপজেলার পাঁকা ইউনিয়নের দশ রশিয়া গ্রামের বাবু মিয়ার ছেলে। বুধবার সকালে পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ির দিকে আসার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবরী দল রাজশাহী থেকে এসে পদ্মা নদীতে উদ্ধার অভিযান শুরু করেন। তবে বিকেলে সাড়ে ৪টা পর্যন্ত নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। এদিকে সন্ধ্যা ঘনিয়ে আসায় উদ্ধার অভিযান স্থগিত করা হয়। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম কিবরিয়া জানান, সকালে একটি নৌকায় ডলারসহ ৭-৮ জন যাত্রী পাঁকার চর এলাকা থেকে বগলাউড়ি ঘাটে আসছিলেন। এ সময় দশ রশিয়া এলাকায় পৌঁছালে চলন্ত নৌকা থেকে পদ্মা নদীতে পড়ে গেলে নিখোঁজ হন ডলার। পরে ফায়ার সার্ভিসের রাজশাহীর ডুবুরি দল পদ্মা নদীতে তিন ঘণ্টা তল্লাশি চালালেও নিখোঁজ যুবকের সন্ধান মেলেনি। ডুবুরিদল অভিযান স্থগিত করেছেন। আজ আবারো উদ্ধার অভিযান চালানো হবে।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৬ ডায়রিয়া রোগী নভেম্বর ১৯, ২০২৪: চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬ জন রোগী। তাদের মধ্যে শিশুর সংখ্যায় বেশি। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১৮ জন এবং নিউমনিয়া রোগী ভর্তি হয়েছে ৫ জন। মঙ্গলবার সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছে ১০ জন রোগী। ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. নাজির আহমেদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, রোটাভাইরাস নামক একধরনের ভাইরাস শীতকালে দেখা দেয়। এতে যেসব শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা এটা সেটা খাবার কারণে সেইসব শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়। এই রোটাভাইরাস শীতকালে বেশি ছড়ায়। তিনি বলেন বর্তমানে ডায়রিয়াতে শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছে। তবে হাসপাতালে ভর্তি থেকে টানা কয়েকদিন চিকিৎসা নিয়ে অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনি বলেন, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৫৬ জন। এবং একই সময়ে ডেঙ্গু রোগী ভর্তি ছিল ১৮ জন ও নিউমনিয়া রোগী ৫জন। এদিকে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে যেখানে ডায়রিয়া আক্রান্ত শিশুদের রাখা হয়েছে সেখানে দেখা যায় আসন শয্যা সংকুলান না হওয়ায় অনেক শিশুকে মেঝেতে রেখেই চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে কমেছে নিউমনিয়ায় আক্রান্তের সংখ্যা। সকল বয়সের মানুষকে বিশেষ করে শিশুদের এই শীতে বিশেষ যতেœ রাখার পরামর্শ দিয়েছেন আরএমও ডা. নাজির আহমেদ।
আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ

আম রপ্তানি বাড়াতে চালু হলো কন্ট্রাক্ট ফার্মিং অ্যাপ নভেম্বর ১৯, ২০২৪ চাঁপাইনবাবগঞ্জে আমের রপ্তানি বাড়াতে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ অ্যাপ সহায়ক হবে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান। তিনি বলেছেন, গত বছর মাত্র ৩ হাজার ১০০ কেজি আম রপ্তানি হয়েছে যা পরিমাণে অনেক কম। তবে আগামীতে এই অ্যাপের মাধ্যমে প্রচার-প্রচারণা বাড়িয়ে আমের রপ্তানি বাড়ানো যাবে। এই অ্যাপের মাধ্যমে বায়ারদের বিশ্বাস অর্জন করা সম্ভব হবে। মাঠ পর্যায়ে চাষিরা কিভাবে আম উৎপাদন করছে সেটি অ্যাপে রেকর্ড থাকবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উৎপাদন প্রক্রিয়া মনিটরিয় করবেন। আমগুলো রপ্তানিযোগ্য হচ্ছে কি-না তা সবাই দেখতে পারবে। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আম গ্রেডিং, শর্টিং ও শোধন কেন্দ্র (প্রি এক্সপোর্ট কোয়ারেন্টাইন ফ্যাসিলিট) কেন্দ্রে ‘কন্ট্রাক্ট ফার্মিং’ নামের এই অ্যাপের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্ল্যান্ট কোয়ারেন্টাইন উইংয়ের পরিচালক ডা. মো. শফি উদ্দিন বলেন, আম রপ্তানি বাড়াতে অনেক পদক্ষেপ নিয়েছি। এ অ্যাপ তার মধ্যে অন্যতম। আমরা বিভিন্নস্থানে আম গ্রেডিং, শটিং ও শোধন কেন্দ্র নির্মাণ করেছি। এক কথায় বিদেশে আম রপ্তানি বাড়াতে সব ধরণের কার্যক্রম চলমান রয়েছে। বারমাসী আম উৎপাদনকারী প্রতিষ্ঠান ফার্মি অ্যাগ্রোর রফিকুল ইসলাম বলেন, আমরা রপ্তানিযোগ্য আম উৎপাদন করছি সেটা বিশ্বাস করতে চান না বিদেশি বায়াররা। এ অ্যাপে সব রেকর্ড থাকার কারণে বায়ারদের আমরা বোঝাতে সক্ষম হব যে রপ্তানিযোগ্য আম উৎপাদন করেছি। এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পলাশ সরকার, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুনাইন বিন জামান, শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, নওয়াবি ম্যাংগো’র ইসমাইল খান শামীম, হাসনাত ম্যাংগোর হাসনাত মামুনসহ জেলা আমচাষি ও ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রদের উদ্যোগে নায্যমূল্যে সবজি বিক্রি ১৯ নভেম্বর ২০২৪ বাজার সিন্ডিকেটকে রুখে দিতে ও দ্রব্যমূল্যের উর্ধগতির মধ্যে জনসাধারণকে কিছুটা স্বস্তি দিতে চাঁপাইনবাবগঞ্জে ছাত্ররা চালু করেছে নায্য মূল্যে সবজি বিক্রি কার্যক্রম। জেলা প্রশাসক আব্দুস সামাদ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ কার্যক্রম চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। অনেকে পঁজি দিয়েও সহযোগিতা করতে চেয়েছেন। আজ সকাল ৮টায় শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ বাউন্ডারি দেয়াল ঘেঁষে বৈষ্যম্যবিরোধি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন মতের শিক্ষার্থীদের নিয়ে গঠিত স্টুডেন্টস অ্যাসোসিয়েশন, চাঁপাইনবাবগঞ্জের ব্যানারে একটি অস্থায়ী কাাঁচামালের দোকান নিয়ে বসেন ছাত্ররা। সকাল ১১টা পর্যন্ত তারা বিক্রি করেন ৬৭টাকা কেজি দরে ৫০ কেজি পেঁয়াজ, ৬৬ টাকা কেজি দরে ৬৫ কেজি আলু, ৪৭ টাকা হালি দরে ১৮০ পিস ডিম, ৩৩টাকা কেজি দরে ১০ কেজি পটল, ১০০টাকা কেজি দরে ৫ কেজি কাঁচামরিচ, ৭২ টাকা কেজি দরে ১০ কেজি ফুলকপি, ৪৭ টাকা কেজি দরে ১০ কেজি বাঁধাকপি ও ৩০ টাকা কেজি দরে ১০ কেজি পেঁপে। স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের অন্যতম সংগঠক ও চাঁপাইনবাবগঞ্জস্থ এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বির আহমেদ জানান, ছাত্ররা সবসময় নিপীড়িত সাধারণ মানুষের সাথে ছিল ও ভবিষ্যতেও থাকবে। সবজি বিক্রিতে সাধারণ ক্রেতাদের সাড়া পাওয়া গেছে। বিক্রেতা ছিল ছাত্ররাই। আজ চালু হওয়া দেকানটির টাটকা সবজি খুব ভোরে পুরাতন বাজার থেকে পাইকারি দরে ক্রয় করা। এসব সবজি শুধুমাত্র খরচ রেখে বিক্রি করা হচ্ছে। মূনাফার জন্য এই দোকান করা হয়নি। প্রথম দিন সামান্য কিছু অতিরিক্ত টাকা ছাত্রদের পকেট থেকেই গেছে। প্রাথমিক পুঁজি সংগঠনের সদস্যরা নিজ পকেট থেকে দিয়েছে। সাব্বির আরও জানান, এখন উদ্যোগ নেয়া হয়েছে দোকানটিতে আরও কিছু মাল উঠিয়ে একটু বড় করা। আগামীকাল বুধবার(২০ নভেম্বর) থেকে এ চেষ্টা করা হবে। যতদিন বাজার মূল্য কিছুটা সহনীয় না হচ্ছে ততদিন এ কার্যক্রম চালানোর উদ্যোগ নেয়া হয়েছে। যখনই বাজার সিন্ডিকেট মাথা চাড়া দিবে তখনই তাদের প্রতিরোধে এমন উদ্যোগ নেয়া হবে। আজ কার্যক্রমে অংশ নেন নবাবগঞ্জ সরকারি কলেজের অনার্স শিক্ষার্থী সাকির আহমেদ. কাওসার আলী, রেদোয়ান আহমেদ ও সিটি কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী আব্দুস সুবহান।
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরো ৯ জন চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গুরোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩১ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি আছেন ২০ জন রোগী। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন নারী ও ২ জন শিশু রয়েছেন। এইসব রোগীর মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৫ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনের অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।
টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

টিটিসিতে নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসিতে ১৮ ধরনের পেশার প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনবল তৈরি করা হচ্ছে। এসব পেশার তরুণ যুবকরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে দেশে এবং বিদেশে কর্মক্ষেত্রে যাচ্ছেন। এছাড়া দেশের উত্তরাঞ্চলের প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে বগুড়া প্রথম, পাবনা দ্বিতীয় এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা তৃতীয় অবস্থানে রয়েছে। আজ দুপুরে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনারে এসব তথ্য জানানো হয়। চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র-টিটিসি এই সেমিনারের আয়োজন করে। টিটিসির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- জেলা প্রশাসক আব্দুস সামাদ। টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মঈন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। বিদেশ গমনেচ্ছুদের মধ্যে মুক্ত আলোচনায় অংশ নেন নূরে আলমসহ অন্যরা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এই সেমিারের আয়োজন করা হয়। এতে বিদেশ গমনেচ্ছু শতাধিক কর্মীসহ এনজিও প্রতিনিধি, সাংবাদিকরা অংশগ্রহণ করেন। জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বিদেশ যেতে দালালের ফাঁদে পা দেবেন না। বিদেশে যাবার আগে পরিকল্পনা করুন কোন দেশে যাবেন, সেই দেশের ভাষা ভালোভাবে রপ্ত করে নিন, যে কাজের জন্য যাবেন, সেই কাজে দক্ষতা অর্জন করে বৈধপথে যাবেন তাহলে প্রতারণার শিকার হতে হবে না। সেমিনার সঞ্চালনা করেন টিটিসির সিনিয়র শিক্ষক সাঈদী হোসেন। এর আগে টিটিসিতে কোরিয়ান ভাষা ল্যাব উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ।
চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে গণপ্রকৌশল দিবস উদযাপন ‘বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। আজ সকালে কালেক্টরেট চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এরপর ইনিষ্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ (আইডিবি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। পরে গণপূর্ত আবাসিক এলাকা চত্বরে আলোচনা সভা হয়। এসময় বক্তব্য দেন, আইডিইবি’র জেলা সভাপতি মেহেদী খান, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সত্যজিৎ রায়, সাধারণ সম্পাদক নুরুল আওলিয়া বাবুল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ হোসেন, চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইন্সট্রক্টর মোখলেসুর রহমানসহ অন্যরা। তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশের কাঠামোগত উন্নয়নে দক্ষতার সাথে বিভিন্ন সেক্টরে কাজ করছে। দেশের অগ্রগতিতে তাঁরা প্রসংসনীয় ভূমিকা রাখছে। কর্মক্ষেত্রে বৈষম্য দূর করতে প্রকৌশলীদের এক হয়ে কাজ করার পরামর্শ দেন বক্তারা।
ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন

ভোলাহাটে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ উদ্বোধন অবশেষে বহুল প্রত্যাশিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ উদ্বোধন করা হয়। আজ সকালে ভোলাহাট কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম, অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম ও ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান। জেলা নির্বাচন অফিসার জানান, যারা ২০০৮ হতে ২০১৭ সালের পূর্ববর্তী পর্যন্ত ভোটার হয়েছেন শুধুমাত্র তাদের জন্য ১৮ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত ভোলাহাট ইউনিয়নের ভোটারগণের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। ১ হতে ৬নং ওয়ার্ডের ভোটারা আগামী ১৮ নভেম্বর হতে ২২ নভেম্বর ভোলাহাট কলেজে হতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। এছাড়াও ৭,৮ ও ৯নং ওয়ার্ডের ভোটারা তাঁতিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আগামী ২৩ নভেম্বর হতে ২৪ নভেম্বর পর্যন্ত স্মার্ট জাতীয় পরিচয়পত্র নিতে পারবেন। বাঁকী গোহালবাড়ী, দলদলী ও জামবাড়ীয়া ইউনিয়নে পর্যায়ক্রমে স্মার্ট জাতীয় পরিচয়পত্র আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত বিতরণ করা হবে। উলে¬খিত সময়সূচী অনুযায়ী স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কেন্দ্রে উপস্থিত হয়ে সকাল ৯ টা থেকে বিকাল ৪টার মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য অনুরোধ জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা। স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহনের সময় ভোটারের নিকট সংরক্ষিত পেপার লেমিনেটেড আইডি কার্ড অথবা যারা জাতীয় পরিচয়পত্র পাননি তাদেরকে ভোটার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে।
চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় ১ জনের মৃত্যু সদর উপজেলার আতাহার এলাকায় দ্রুতগতির মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে মোটরসাইকেল মেকানিক আব্দুল আলিমের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। তিনি বালিয়াডাঙ্গা ইউনিয়নের ধোঁয়াপুকুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। বালিয়াডাঙ্গা মোড়ে তাঁর মোটরসাইকেল ওয়ার্কশপ রয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলের অপর আরোহি ও চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকার মফিজের ছেলে আব্দুল আজিম। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, আজ ভোররাত পৌনে ৩টার দিকে হতাহত দু’জন একই মোটরসাইকেলযোগে প্রায় ফাঁকা সড়কে সদর উপজেলার আমনুরা এলাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদরের দিকে আসছিল। মোটরসাইকেলের দ্রুতগতির কারণে তারা আতাহার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে মেকানিক আলিম নিহত হন। আহত আজিমকে পাঠানো হয় হাসপাতালে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন জানান, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থা শেষে আবদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার ফরিদ উদ্দিন বলেন, খবর পাবার পর এ্যাম্বুলেন্সসহ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করে।
চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক

চাঁপাইনবাবগঞ্জের ১১৩ আসামিসহ ৫২ কোটি টাকার মাদক আটক চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ‘মাদকসেবী ও মাদক ব্যবসায়ী প্রতিরোধে মাদকবিরোধী সভা’ অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৯ বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়নে যে ৫টা রিজিয়ন আছে, তার মধ্যে আমরা রংপুর রিজিয়নের অধীনস্থ। এই রিজিয়নে ১৫টি ব্যাটালিয়ন আছে, তার মধ্যে মহানন্দা ব্যাটালিয়ন একটি। মহানন্দা ব্যাটালিয়নের অধীনে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ ও ভোলাহাট উপজেলায় ৭৫ কিলোমিটার বর্ডার রয়েছে। তিনি বলেন, এই জেলায় মাদকের বিস্তার এত বেশি যে, মাদকসহ আসামি ধরার জন্য আমি বারবার কথা বলছি। আমরা মাদকসহ আসামি ধরছি। গতবার সবচেয়ে বেশি মাদক ও আসামি ধরার জন্য আমি পদকও পেয়েছি। এটা আমার জন্য ক্রেডিট, কিন্তু আপনাদের জন্য ডিসক্রেডিট। এই বছর এখন পর্যন্ত আমরা ১১৩ জন আসামিকে আটক করেছি এবং প্রায় ৫২ কোটি টাকার মাদক আটক করেছি।” অধিনায়ক লে. কর্নেল মো. গোলাম কিবরিয়া বলেন, আপনারা জেনে অবাক হবেন, পাশর্^বর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলায় বাংলাদেশে সরবরাহের জন্য ফেনসিডিলের কারখানা গড়ে উঠেছে। শুধু আমাদের দেশে পাচার করার জন্য। বিজিবির এই কর্মকর্তা বলেন, “প্রায় দুই বছর হলো আমার এই ব্যাটালিয়নের দায়িত্ব নেয়া। কিন্তু এই সময়ের মধ্যে ভারতের কোনো লোককে বাংলাদেশে মাদক নিয়ে আসতে দেখিনি। পক্ষান্তরে সমস্ত সীমান্ত অতিক্রম করেছে আমাদের বাংলাদেশের নাগরিক। মানে চাঁপাইনবাবগঞ্জ জেলার জনগণ। এই ভোলাহাটে কারা কাঁটাতারের বেড়া কাটে। রাজশাহী বা অন্য কোনো জেলার লোক এসে কি কাটে, নাকি ভোলাহাটের লোকেরাই কেটে মাদকের বস্তা নিয়ে আসে? সেটা আপনাদের দেখতে হবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” মহানন্দা ব্যাটালিয়ন ও স্বপ্নের ভোলাহাট আয়োজিত এই সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বপ্নের ভোলাহাট স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।