চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে যাজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার সদর উপজেলার দেবিনগর পাড়ালটোলা গ্রাম থেকে ২০০৯ সালে ঢাকার তেঁজগাও  থানায় দায়েরকৃত মাদক মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী জিয়ারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত সোহরাব হোসেন মন্ডলের ছেলে।  রায়ের সময় থেকে তিনি দিনমজুর বেশে পালিয়ে ছিলেন। গতকাল রাত সাড়ে ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশ। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন বলেন, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) ধারায় দায়েরকৃত মামলায় ঢাকার সিনিয়র দায়রা জজ আদালত নং-৫ জিয়ারুলকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করে।

চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস

চেম্বারের নির্বাচনে নির্বাচিত হওয়ায় লুনাকে শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস জেলায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ব্যবসায়ী রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হওয়া ফুলেল শুভেচ্ছা জানিয়েছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন মিস্ত্রিপাড়ায় তার নিজস্ব অফিসে গিয়ে শুভেচ্ছা জানান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ ও প্রশাসন) ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, কনিষ্ঠ সহকারী পরিচালক (হিসাবরক্ষণ) তানভির আহমেদ রিয়াদ ও রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম। উল্লেখ্য, গত ২৩ নভেম্বর ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে হারুন-আনোয়ার-তরিকুল মোল্লা প্যানেল থেকে একমাত্র রাইহানুল ইসলাম লুনা নির্বাচিত হয়েছেন।

দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক

দিবস পালনে চাঁদা বা অনুদান নেয়া যাবে না : জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, সরকারি বরাদ্দের মধ্যে থেকেই ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন করতে হবে। এটি সরকারি নির্দেশনা। কাজেই দিবস পালনের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো চাঁদা বা অনুদান নেয়া যাবে না। রবিবার দুপুর ১২টায় জেলা প্রশাসন আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা জানান। জেলা প্রশাসক আরো জানান, সরকারি সিদ্ধান্ত মোতাবেক এবার বিজয় দিবসে কুচকাওয়াজ থাকবে না। কাজেই এবার কুচকাওয়াজের জন্য শিক্ষর্থীদের প্রস্তুত করার দরকার নেই। তবে বিজয় দিবসে ৩ বার তপোধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, পতাক উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহতসহ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, বাদ জোহর দোয়া মাহফিল, পুরাতন স্টেডিয়ামে দুই দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য কর্মসূচি পালন করা হবে। এছাড়া সভায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ও বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল 

নির্বাচন কমিশনারের শপথ নিলেন নাচোলের কৃতী সন্তান আবুল ফজল  প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার রবিবার শপথ নিয়েছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। চার নির্বাচন কমিশনারের (ইসি) একজন হলেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কৃতী সন্তান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। এদিকে আবুল ফজল নির্বাচন কমিশনার হওয়ায় এলাকাবাসী আনন্দে ভাসছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ চলতি বছরের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ করেন। তিনি ১৯৬৮ সালে নাচোল পৌর এলাকার মাস্টারপাড়া মহল্লায় জন্মগ্রহণ করেন। নাচোলে ১৯৮৩ সালে স্কুল ও ১৯৮৫ সালে কলেজজীবন শেষে ১৮তম বিএমএ লংকোর্সে তিনি ক্যাডেট হিসেবে সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৮৮ সালের জুনে কমিশন লাভ করেন এবং সর্ববিষয়ে সর্বশ্রেষ্ঠ ক্যাডেট হিসেবে সোর্ড অব অনার লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। পেশাগত জীবনে এবং প্রশিক্ষণে আবুল ফজল অসামান্য উৎকর্ষ লাভ করেন। তিনি আর্মি স্টাফ কোর্সে প্রথম হওয়ার পাশাপাশি মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ফলশ্রুতিতে তিনি যুক্তরাষ্ট্রে দ্বিতীয় স্টাফ কোর্স করার যোগ্যতা লাভ করেন। সেখানে দক্ষতার সাথে ইউএস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কোর্স সম্পন্ন করার পাশাপাশি মাস্টার্স ইন মিলিটারি আর্টস অ্যান্ড সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ভারতের ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ম্যানেজমেন্ট স্টাডিজ বিষয়ে ডিসটিংসনসহ প্রথম শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ন্যাশনাল ডিফেন্স কোর্সেও সর্বোচ্চ মান প্রদর্শন করেন। তিনের অধিক সামরিক প্রশিক্ষণে প্রথম স্থান অধিকার করায় তিনি এসইউপি বা সেনা উৎকর্ষ পদক লাভ করেন। এছাড়াও তিনি দুইবার তার কমান্ড দক্ষতার জন্য সেনাবাহিনী প্রধানের প্রশংসা লাভ করেন। বর্তমানে তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পিএইচডি রিসার্চ ফেলো। দীর্ঘ ৩৪ বছর ৭ মাসের কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুদায়িত্ব পালন করেছেন। এর মধ্যে কমান্ড পর্যায়ে পদাতিক ব্যাটালিয়ান এবং ব্রিগেড কমান্ড, কম্যান্ডান্ট আর্মি সিকিউরিটি ইউনিট অন্যতম। স্টাফ অফিসার হিসেবে তিনি জিএসও-৩ (অপারেশন), ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড, জিএসও-২ সামরিক অপারেশন পরিদপ্তর এবং কর্নেল জেনারেল স্টাফ ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন। প্রশিক্ষক হিসেবে তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং স্কুল অব ইনফ্যান্ট্রি অ্যান্ড ট্যাকটিকস’র রণকৌশল শাখায় কর্মরত ছিলেন। আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের ট্রেনিং ডিভিশনের প্রধান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। তিনি বিদেশে যেসব ট্রেনিং কোর্সে অংশগ্রহণ করেছেন তার মধ্যে রয়েছে- মিড ক্যারিয়ার কোর্স (পাকিস্তান), ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ অফিসার কোর্স (যুক্তরাষ্ট্র), হাইয়ার ডিফেন্স ম্যানেজমেন্ট কোর্স (ভারত) এবং ইন্টারন্যাশনাল ইনটেলিজেন্স ডিরেক্টরস কোর্স (ইউকে)। তিনি জাতিসংঘ মিশনে ১৯৯৪-৯৫ সময়ে সোমালিয়ায় এবং ২০০৩-০৪ সময়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে দায়িত্ব পালন করেছেন। ব্রিগেডিয়ার জেনারেল ফজল ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুর; ন্যাশনাল ডিফেন্স কলেজ, মিরপুর; ইউনাইটেড স্টেটস আর্মি কমান্ড অ্যান্ড জেনারেল স্টাফ কলেজ, যুক্তরাষ্ট্র এবং কলেজ অব ডিফেন্স ম্যানেজমেন্ট, ভারত’র অ্যালামনাই। সর্বশেষে তিনি পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন এবং একইসাথে ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসে সামরিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন 

শান্তিপূর্ণ ও উৎসবমূখর চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের ভোট গ্রহণ সম্পন্ন শান্তিপূর্ণ ও উৎসবমূখর পরিবেশে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র দ্বি-বার্ষিক ২০২৪-২০২৬ নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আজ সকাল ৯টা থেকে শহরের পুরাতন বাজারে অবস্থিত চেম্বার ভবনে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল সোয়া ৪টা পর্যন্ত চলে। চেম্বার সূত্র জানায়, নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি প্যানেলে ১৮ জন করে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্যানেল দুটি হচ্ছে চেম্বারের বিদায়ী সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বাধীন সম্মিলিত ব্যবসায়ী স্বার্থ উন্নয়ন ফোরাম এবং হারুন-আনোয়ার- তরিকুল মোল্লার নেতৃত্বে সম্মিলিত ব্যবসায়ী পরিষদ। চেম্বার সদস্য নারী ও পুরুষ ভোটাররা স্বত:স্ফুর্তভাবে ভোট প্রদান করেছেন পছন্দের প্রার্থীকে। নির্বাচনে সাধারন পরিচালক পদে ১৩ জন এবং সহযোগী পরিচালক পদে ৫ জনসহ মোট ১৮ জন পরিচালক ভোটারদের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। এছাড়া ট্রেড গ্রুপ অর্থাৎ জেলা ট্রাক মালিক গ্রুপ, বাস মালিক গ্রুপ, চাউল কল মালিক গ্রুপ ও সোনামসজিদ আমদানী-রপ্তানী কারক গ্রুপ থেকে ৪ জন পরিচালক তারা নিজেরাই ইতিমধ্যেই নির্বাচিত করেছেন। ভোটে নির্বাচিত ও ট্রেড গ্রুপ থেকে নির্বাচিত মিলিয়ে মোট ২২জন পরিচালক হবেন। নির্বাচন নিয়ে আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৩ সদস্যের নির্বাচনী আপিল বোর্ডে আপিল করা যাবে। আগামী ১ ডিসেম্বর মোট ২২ জন পরিচালক পরবর্তী মেয়াদের জন্য সভাপতি,সিনিয়র-সহসভাপতি ও সহ-সভাপতি নির্বাচন করবেন। অন্য ১৯ জন পরিচালক হিসাবেই থাকবেন। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ৪৫৪ জন। এর মধ্যে সাধারণ ভোটার ১ হাজার ২৭৬ জন এবং সহযোগি ভোটার ১৭৮ জন। সাধারণ ও সহযোগী ভোটার পৃথক এবং তারা শুধু নিজ প্রার্থীদেরই ভোট দিয়েছেন। জেলা আদালতের জিপি, পিপি, জেলা আইনজীবী সমিতির বিশিষ্ট আইনজীবীগণ ভোট পর্যাবেক্ষন ও ভোটগ্রহণ কার্যক্রমের দায়িত্বে রয়েছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন ৩ সদস্যের নির্বাচন বোর্ড। নির্বাচন বোর্ড চেয়ারম্যান এড. সোলাইমান বিশু বলেন, নির্বাচন সুষ্ঠু করতে যাবতীয় প্রস্তুতি রয়েছে। সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হয়। তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। গণনা চলছে। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায়

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযান, জরিমানা আদায় চাঁপাইনবাবগঞ্জে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স নিউমার্কেট মুদি বাজারে অভিযান চালিয়েছে। আজ সকাল ১১টায় এই টাস্কফোর্স কমিটির সদস্য সচিব জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইবের নেতৃত্বে নিউ মার্কেট মুদি বাজারে হুমায়ন স্টোরসহ বিভিন্ন দোকানে এই অভিযান চালানো হয়। এসময় হুমায়ন স্টোরের প্রোপাইটর হুমায়ন কবিরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য সচিব মীর আল মনসুর শোয়াইব ছাড়াও কমিটির সদস্য জেলা স্যানিটারি ইন্সপেক্টর কোবাদ আলী, জেলা ক্যাব সেক্রেটারি ও কমিটির সদস্য আব্দুর রহিম, খাদ্য নিয়ন্ত্রকের প্রতিনিধি মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। অন্যদিকে সদর থানা পুলিশের এএসআই আনোয়ারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন

বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নাটিকা প্রদর্শন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার জেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বাল্যবিয়ে, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে করণীয় বিষয়ে নাটিকা প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা। দুপুর একটায় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন-অর-রশিদ, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম, উম্মে আতিয়া ও চাঁপাইনবাবগঞ্জে বন্ধুসভার সভাপতি আরাফাত মিলেনিয়াম। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বাল্যবিয়ের কারণে আমরা প্রতিবছর অনেক শিক্ষার্থীকে হারিয়ে ফেলি। অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের সকলকে একত্রিত হয়ে এটি প্রতিহত করতে হবে। এর জন্য জনসচেতনতা অন্যতম প্রধান মাধ্যম। বন্ধুসভার এই কার্যক্রম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে সহায়তা করবে। এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন, ইউনিসেফ এবং বন্ধুসভাকে।

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জাতীয় শুদ্ধাচার কৌশল ও টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শুদ্ধাচার প্রতিষ্ঠা ও টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে দক্ষতা উন্নয়ন ও করণীয় বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট ভবনে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি’র অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি-সনাক চাঁপাইনবাবগঞ্জ এই ওরিয়েন্টেশনের আয়োজন করে। ওরিয়েন্টেশনে সনাক সদস্য, সনাক’র তত্ত্বাবধানে তরুণদের দুর্নীবিরোধী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সার্পোট (ইয়েস) সদস্য ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)’র নির্বাচিত এসিজি সদস্যসহরা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় ওরিয়েন্টেশনের উদ্ধোধন করেন সনাক সভাপতি সেলিনা বেগম এবং বিভিন্ন সেশন সঞ্চালনা করেন টিআইবি’র কো-অর্ডিনেটর মো. আতিকুর রহমান। ওরিয়েন্টেশনে জাতীয় শুদ্ধাচার কৌশল ২০১২ পরিচিতি, প্রেক্ষাপট. অন্তর্ভূক্ত প্রতিষ্ঠানসমূহ, বাস্তবায়নের প্রধান টুলস, টেকসই উন্নয়ন অভীষ্ট পরিচিতি, লক্ষ্যমাত্রা ও উপাদানসমূহ, টেকসই উন্নয়ন অভীষ্ট-১৬’র দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় এর প্রয়োগ কৌশল ও গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্টসমূহ বাস্তবায়নে প্রতিবন্ধকতা ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়। ওরিয়েন্টেশনে সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। এ সময় উপস্থিত ছিলেন সনাক সহ-সভাপতি গোলাম ফারুক মিথুন, ইয়েস আহ্বায়ক আসরাফুল আম্বিয়া সাগর, উম্মে সালমা হ্যাপি, ড. দীপালী রাণী দাস, ওয়ালিউল আজিম, মজিবুর রহমান, জাহেদুল আবেদীন মিঠু, শ্রী কাণাই চন্দ্র দাস, আমিনুল হক আবীর, ডলি আরা বেগম, বেগম মার্জিনা রহমান, এনামূল হক, আয়েশা আখতারুন নেসা রুনাসহ অন্যান্য সদস্য ও টিআইবি’র কর্মীবৃন্দ।

জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ

জিংক সমৃদ্ধ ধান ও হুইল চেয়ার বিতরণ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ৪টি ইউনিয়নের ১৫জন কৃষকের মধ্যে ৫ কেজি করে জিংক সমৃদ্ধ ধান এবং বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৪ জন প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। বুধবার সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থাটির এরিয়া প্রোগ্রা  ম্যানেজার মি. জেমস বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. সুনাইন বিন জামান। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ শিশুদের জন্য এই হুইল চেয়ার ও পুষ্টি সমস্যা নিরসনে প্রান্তিক কৃষকদের মধ্যে জিংক সমৃদ্ধ এই ধান বিতরণ করা হয়। এসময় ওয়ার্ল্ড ভিশন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের কর্মকর্তা মি. শ্যামল এইচ কস্তা, মি. সুজন গ্রেগরী, মি. উত্তম মন্ডল এবং রিপন গমেজ উপস্থিত ছিলেন।

গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ

গোমস্তাপুরে নিখোঁজের ৪দিন পর পুকুরে মিলল শিশুর মৃতদেহ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নিখোঁজের চারদিন পর বাড়ির পাশে পুকুরে মিলেছে নেপাল টপ্প (৫) নামে এক শিশুর মৃতদেহ। বুধবার সকালে গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেখপুরা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া শিশু ওই গ্রামের দুলাল টপ্পর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার জানান, গত শনিবার শিশু নেপাল টপ্প বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরের দিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।  বুধবার সকালে বাড়ি সংলগ্ন মন্দিরের পাশে তার ভাসমান মৃত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ খরব পেয়ে ওই পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মারা যাওয়ার কারণ জানা যাবে বলেও জানান ওসি।