নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ

নাচোলে ফতেপুরে মাছের পোনা ও উফশী ধানের বীজ বিতরণ নাচোল উপজেলার ফতেপুরে সমন্বিত কৃষি ইউনিট (মৎস্য খাত)’র আওতায় মাছের পোনা বিতরণ করা হয়েছে। আজ পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)র সহযোগিতায় মাছের পোনা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। বিতরণ অনুষ্ঠানে প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ইউনিট-১১ ফতেপুরের ইউনিট ব্যবস্থাপক আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। মাছের পোনা ছাড়ার নিয়ম, নিয়মিত সম্পূরক খাবার প্রয়োগ, মাঝে মধ্যে জাল টেনে মাঝের স্বাস্থ্যগত পরীক্ষা বিষয়ে পরামর্শ প্রদান করেন মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, ৫ জন মাছচাষিকে গুলশা ও ৫ জনকে দেশী জাতের শিং মাছের পোনা দেয়া হয়। এদিকে, ফতেপুরে কৃষি উপকরণ বিতরণ করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। সংস্থাটির সমন্বিত কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় আজ সকালে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১১ ফতেপুর অফিসে এই উপকরণ বিতরণ করা হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। অনুষ্ঠানে উচ্চ ফলনশীল নতুন জাতের ধান চাষ বিষয়ে পরামর্শ প্রদান করেন প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, ইউনিট-১১ ব্যবস্থাপক আনোয়ার হোসেন, স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান। কৃষি উপকরণ হিসেবে বিনা ধান-২৫, ব্রিধান-৮৮, ৮৯ জাতের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানগুলোর মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে আরো ১০ জন আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৫৬ জনে। সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হন। বর্তমানে ভর্তি ১৯ জন রোগীর মধ্যে ১৪ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছেন। ভর্তি থাকা রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৫ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাটে ৩ জন রয়েছেন। অন্যদিকে সুস্থ হওয়ায় ৬ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২৫ নভেম্বর-১০ ডিসেম্বরের উদ্বোধন হয়েছে। ‘নারী কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’- প্রতিপাদ্যে আজ সকালে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পক্ষটি উদযাপন উপলক্ষে জেলা শহরে র‌্যালী ও আলোচনা সভা আয়োজন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে কার্যালয়ের হলরুমে আলোচনা সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নকীব হাসান তরফদার। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ এস এম মাহমুদুর রশিদ। সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ে উপ-পরিচালক সাহিদা আখতার। স্বাগত বক্তব্য দেন অধিদপ্তরের জেলা কর্যালয়ের প্রোগ্রাম অফিসার উম্মে সুমাইয়া। বক্তরা যে সব কারণে নারীরা সহিংসতার শিকার হন তার অন্যতম কারণ হিসেবে বাল্যবিয়েকে চিহ্নিত করেন।

চাঁপাইনবাবগঞ্জে ৬৭টি স্টল নিয়ে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু

চাঁপাইনবাবগঞ্জে ৬৭টি স্টল নিয়ে দুই দিনব্যাপী তথ্যমেলা শুরু চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে দুদিনের তথ্যমেলা শুরু হয়েছে। আজ বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বটতলা মঞ্চে আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও বলেন। বিশেষ অতিথির বক্তব্য দেন, তথ্য কমিশন বাংলাদেশের প্রশাসন ও আইটি বিভাগের পরিচালক এস এম কামরুল ইসলাম। আরো বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বিপ্লব কুমার মজুমদার। সূচনা বক্তব্য দেন সনাক সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম রেজা। পরে গণশুনানি অনুষ্ঠিত হয়। এবারের মেলায় সরকারি-বেরকারি মিলিয়ে ৬৭টি স্টলে নিজ নিজ দপ্তরের বিভিন্ন তথ্য উপস্থাপন করা হচ্ছে। পরে সন্ধ্যায় মেলা মঞ্চে ভূমি, স্বাস্থ্য ও কৃষি সেবা বিষয়ক গণশুনানী অনুষ্ঠিত হয়। টিআইবি এরিয়া কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় শুনানীতে সেবাগ্রহীতাদের সরাসরি বিভিন্ন প্রশ্নের প্যানেল উত্তরদাতা হিসাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা উত্তর দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেল প্রশাসন আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় জাতীয় দিবস দুটি পালনে বিভিন্ন কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোস্তফা কামাল, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, রহনপুর পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হক, উপজেলা প্রকৌশলী আছহাবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদসহ অন্যান্য বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সরকারী দপ্তরের প্রধান, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রধান, বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। এছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে রহনপুর এবি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ওই দিন বিজয় মেলার আয়োজন করা হবে বলে ইউএনও নিশাত আনজুম অনন্যা জানিয়েছেন।

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা

গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে চাঁপাইনবাবগঞ্জে স্মরণসভা চাঁপাইনবাবগঞ্জে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের শহীদ সাটু হল অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। স্মরণ সভার শুরুতে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে আহত-নিহতদের স্মরণে নির্মিত ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এসময় জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইকবাল মাহমুদ, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক ড. পলাশ সরকার, পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা এসএম মাহমুদুর রশিদ, পুলিশ সুপার রেজাউল করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখা আহ্বায়ক আব্দুর রাহিমসহ জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে জেলা পরিষদ ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সহায়তায় জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ১১ জনের পরিবারকে ২০ হাজার টাকা করে ও ২ শহীদদের পরিবারকে ১ লক্ষ টাকা করে নগদ চেক তুলে দেন অতিথিরা। শেষে জুলাই আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত সুস্বাস্থ্যতা কামনা ও নিহতদের স্মরণে দোয়া করা হয়।

অবশেষে পূণ:নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে পশু হাসপাতাল সড়ক

অবশেষে পূণ:নির্মাণ হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে পশু হাসপাতাল সড়ক মালিকানা জটিলতায় আটকে থাকার পর অবশেষে বহুল প্রত্যাশিত চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজরাপুর এলাকার পশু হাসপাতাল মোড় হতে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত সড়ক পূণ:নির্মান শুরু হচ্ছে। দীর্ঘদিনের ব্যাপক জনদাবির মূখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সমগ্র জেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু চলাচলের জন্য একদমই অযোগ্য হয়ে পড়া ১ ও ২ নং ওয়ার্ডে অবস্থিত সড়কটি এক পাশে আরসিসি ড্রেনসহ পূণ:নির্মাণের ব্যবস্থা করেছে। আজ দুপুরে সড়ক পাশের্^ পৌর চাউল মার্কেট প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক ও জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক (উপ-সচিব) দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী(উপ-সচিব) মো.আফাজ উদ্দিন, স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী লাবলু সহ অন্যরা। বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এ ধরনের আর কোনো সড়ক থাকলে নির্মাণ বা সংস্কারের ব্যবস্থা করা কবে। পৌর প্রশাসক বলেন, পৌরসভার উন্নয়নে ইতোমধ্যে ১০৩ কোটি টাকার একটি প্রকল্প নেয়া হয়েছে। টাউন প্লানার ইমরান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সড়কটি সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম। তিনি বলেন, লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্টের (এলজিসিআরআরপি) আওতায় প্রায় কোটি টাকা ব্যয়ে সড়ক ও ড্রেনটি পূণ:নির্মাণ করা হবে। ডিবিসি সড়ক ও আরসিসি ড্রেনটির দৈর্ঘ্য ৩৩০মিটার। নির্মাণ শেষ হবে আগামী বছরের ৬ জুলাই। অবিলম্বে নির্মাণ কাজ শুরু হবে। এদিকে পৌর ২নং ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান বলেন, সড়কটির মাটির মালিকানা জটিলতায় জরুরী হওয়া সত্তেও প্রায় দুই যুগ সংস্কার করা যায় নি। রশি টানাটানি চলছিল জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের মধ্যে। জেলা পরিষদ তাদের জমি সওজকে হস্তান্তর করলেও সরকারের সংশ্লিষ্ট উর্ধতণ কর্তৃপক্ষ তা অনুমোদন করে নি। তিনি আরও বলেন, প্রতিনিয়ত শহরের বাসিন্দারা ছাড়াও সড়কটি ব্যবহার করে জেলার চার উপজেলার মানুষ। এমনকি রাজশাহী ও নওগাঁর সাথে শহর কেন্দ্রের যোগাযোগের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়ক পাশের পৌর মার্কেটের প্রহরী আব্দুল মান্নান জানান, সড়কটি সংস্কার না হওয়ায় মানুষ এতদিন অবর্ণনীয় দূর্ভোগ সহ্য করেছেন। যানবাহন নষ্ট হওয়া ও ছোটবড় দূর্ঘটনা লেগেই থাকত। এনিয়ে পত্রিকায় বহু লেখালেখি ও আন্দোলন হলেও কাজ হয় নি। এখন সড়কটি ড্রেনসহ পূণ:নির্মাণ শুরু হওয়াতে আনন্দ প্রকাশ করেন মান্নান।

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ

চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও সহিংসতা প্রতিরোধে কমিউনিটি সংলাপ চাঁপাইনবাবগঞ্জে “বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ ও প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর আধিকার’ বিষয়ক কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও ইউনিসেফের সহযোগিতায় মহারাজপুর ইউনিয়নের তিলকচাঁদপুরে বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন এই কমিউনিটি সংলাপের আয়োজন করে। সংলাপে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষক ও সমাজসেবক আবদুল রশিদ, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবদুল মালেক, ডা: আরিফ হোসেন, মনিরুজ্জামান মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। সংলাপ অনুষ্ঠানে গ্রামের প্রায় ১০০ জন বিভিন্ন বয়সী নারী ও অভিভাবক উপস্থিত ছিলেন। সংলাপে অতিথিদের আলেঅচনা মধ্যে উঠে আসে চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ, শিশু ও মেয়েদের ইভটিজিং, শিশুর প্রতি সহিংসতা বেড়ে যাওয়ার কারণ ও প্রতিরোধের উপায়। অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ, শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শিক্ষক, মাতবর, অভিভাবক সহ সকল শ্রেণি-পেশার মানুষের এগিয়ে আসার পাশাপাশি পারিবারিকভাবে সচেতন হতে আহ্বান জানান। বাল্যবিয়ে-নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং প্রতিবন্ধী শিশু-কিশোর-কিশোরীর অধিকার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। বাল্য বিয়ের কুফল ও সমস্যা নিয়ে কথা বলেন বক্তারা। সংলাপে বাল্যবিয়ে কে “না” বলতে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করানো হয়। আলোচনার অগ্রগতি আনতে ১০০টি লিফলেট বিতরণ করে বিষয়গুলো হাতেনাতে বুঝিয়ে সচেতন করা হয়। অনুষ্ঠান পরিচালনায় অংশ নেন- “বেটার চাঁপাইনবাবগঞ্জ হেল্পলাইন” এর ভলেন্টিয়ার বিপ্লব আহমেদ, মিনহাজুল ইসলাম, খাদিজাতুল কুবরা অন্তরা, হাইউল ইসলাম, নাসিফ ইকবাল, তারেক হাসান, আবু রায়হান, আবদুল জাববার, দেলোয়ার হোসেন, নিলিমা খাতুন মিমিসহ অন্যরা।

রহনপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

রহনপুরে দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে এফটিআই গ্রুপ দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গত মঙ্গলবার রাতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন এফটিআই গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর ফতেহ্-উল ইসলাম আলাল। রহনপুর ব্যাডমিন্টন ক্লাব আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রহনপুর ব্যাডমিন্টন ক্লাবের সভাপতি ও রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- এফটিআই গ্রুপের চেয়ারম্যান ফেরদৌস তাহেরা ইসলাম লিপি, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম। উদ্বোধনী খেলায় রোড ব্লগ ২-০ সেটে সাদি ব্যাডমিন্টন ক্লাবকে পরাজিত করে। এছাড়া আগামী শুক্রবার জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়ে দ্বিতীয় পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার জেলা ও জাতীয় পর্যায়ের জয়ী দলদের নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

ডিএনসির অভিযান : ৮৬ কেজি গাঁজা উদ্ধার দুজন গ্রেপ্তার

ডিএনসির অভিযান : ৮৬ কেজি গাঁজা উদ্ধার দুজন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের অভিযানে ৮৬ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে ২ জনকে। ডিএনসি, জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন জানান, সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে ডিএনসির একটি টিম আজ  বুধবার সকাল ৮টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা এলাকায় অভিযান চালায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এসময় মোসা. সাহানাজ ওরফে টিয়ার (৩৫) বসতঘর তল্লাশি করে ৪টি প্লাস্টিক বস্তায় পলিথিনে মোড়ানো ৪৩টি বস্তায় ৮৬ কেজি গাঁজা জব্দ করা হয়। ঘটনাস্থল হতে সুন্দরপুর ইউনিয়নের পারকালীনগর মিরেরচরা গ্রামের মো. আব্দুর রউফের ছেলে মো. লালন (৪২) ও মো. বকুলের স্ত্রী মোসা. সাহানাজ ওরফে টিয়াকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে গ্রেপ্তার হওয়া দুজনসহ ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদ আনিছুর রহমান খাঁন বলেনÑ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলাজুড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজন আসামিসহ ৮৬ কেজি গাঁজা আটক করা হয়েছে।