রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা

রানীহাটি পাঠাগারের উদ্যোগে শিক্ষার্থীদের জ্ঞান অন্বেষায় প্রতিযোগিতা শিবগঞ্জ উপজেলার রানীহাটি সাধারণ পাঠাগারের উদ্যোগে ‘শিক্ষার্থীর জ্ঞান অন্বেষায়’ হাতের সুন্দর লেখা, সাধারণ জ্ঞান ও পাঠ্যসূচির আলোকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রানীহাটি উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি জহিরুল করিম ডেভিডের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন- সরকারের অবসরপ্রাপ্ত যুগ্মসচিব ও পাঠাগারটির উপদেষ্টা মজিবুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির, রানীহাটি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল বাসার, নয়ালাভাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, ঘোড়াপাখিয়া ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি খাতুন, পাঠাগারটির কার্যনির্বাহী কমিটির সদস্য আহসান হাবিবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠাগারটির সাধারণ সম্পাদক সিপারুল আনাম। পরে পাঠাগারকেন্দ্রিক নয়ালাভাঙ্গা, ছত্রাজিতপুর ও রানীহাটি ইউনিয়নের ৩য় শ্রেণী থেকে ১০ম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী ৩টি ক্যাটাগরিতে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে হরিজন পল্লীতে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হরিজন পল্লীতে আজ সকালে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় ৫৮ জনকে এবং গতকাল রাতে পথের ধারে কালাইরুটি বিক্রেতা, মুচি ও প্রতিবন্ধী ৫০ জন মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের নারী স্ত্রী রোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার অর্থায়নে এই কম্বল বিতরণে সহয়তা করেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম ও আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সদস্য নাফিউল ইসলাম জাহিদ হাসান, হরিজন পল্লীর মোড়ল রুবেল হাড়িসহ অন্যরা।
নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

নাচোলে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক নাচোল উপজেলার কসবা ইউনিয়নের বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে সাজন বিবি নামের এক নারীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী একরামুল হককে থানায় নিয়েছে পুলিশ। আজ সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিজলীপাড়া এলাকার একটি পেয়ারা বাগানে একরামুল ও তার স্ত্রী পাহারাদার হিসেবে কাজ করে। আজ সকালে একরামুল হকের দ্বিতীয় স্ত্রী সাজন বিবি পেয়ারা বাগানে একরামুল হকের জন্য খাবার নিয়ে যান। সেখানে কে বা কারা সাজন বিবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে রেখে যায়। খবর পেয়ে পরিবারের লোকেরা সাজন বিবিকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে সেখানে তার মৃত্যু হয়। এ ব্যাপারে নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় লোকজনের সাথে কথা বলে জেনেছি একরামুল হক প্রায় মাদকাসক্ত থাকত। জিজ্ঞাসাবাদের জন্য একরামুল হককে থানায় নিয়ে আসা হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন

বিভিন্ন কর্মসূচিতে বড়দিন উদযাপন চাঁপাইনবাবগঞ্জে আজ প্রার্থনা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে বড়দিন উদযাপিত হয়েছে। বেলা ১১টার দিকে সদর উপজেলার আমনুরা লুথারেন মিশনে কেক কেটে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার তাছিমিনা খাতুন, মিশনটির ফাদার রেভারেন সুবান কিসুক, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলিপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জন চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জি, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক হিংগু মুর্মুসহ অন্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে, গোমস্তাপুর উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে বড়দিন উদযাপিত হয়। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চে সবচেয়ে বড় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, পুলিশ সুপার রেজাউল করিম, উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম রহনপুর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন। রহনপুর রাঙ্গামাটিয়া মিশনস্থ সেন্ট যোসেফ ক্যাথলিক চার্চের ফাদার সুশান্ত কস্তা বলেন, শান্তিপূর্ণভাবে উৎসবটি পালন করা হচ্ছে। আদিবাসী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক লুইস টুডু বলেন, গতকাল রাত সাড়ে ৮টায় খ্রিষ্টযোগ, ওই দিন দিবাগত রাত ১২টা ১ মিনিটে যিশুর জন্মের প্রার্থনা ও সকালে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী রহনপুর রাঙ্গামাটিয়া মাঠে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল বাসার বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ নিয়োজিত রয়েছে।
গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ সদর উপজেলার গোবরাতলায় ধান বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার শেষ হয়েছে। গতকাল এই প্রশিক্ষণ শুরু হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সমন্বিত কৃষি ইউনিট। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রশিক্ষণ দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা যুব উন্নয়ন দপ্তরের সিনিয়র ইন্সট্রাক্টর মাসুম রেজা। সূচনা বক্তব্য দেন প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ

আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে কম্বল বিতরণ চাঁপাইনবাবগঞ্জে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে ২০০ কম্বল বিতরণ করা হয়েছে। আজ সকালে জেলা ও উপজেলায় পর্যায়ের সদস্যদের মধ্যে এসব কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষে সদর উপজেলার অতি দুস্থ ও অসহায় সদস্য ও সদস্যাদের মধ্যে মোট ৬২টি কম্বল বিতরণ করা হয়। জেলাশহরের বেলেপুকুরে আনসার ক্যাম্পে কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, উপজেলা কর্মকর্তা তাজিনুর ইসলাম, উপজেলা প্রশিক্ষক আফরোজা খাতুন ও এফ-এস মাসুদ রানা। এছাড়াও শিবগঞ্জ উপজেলায় ৪৪টি, নাচোলে ৩০টি, গোমস্তাপুর ৩৮টি ও ভোলাহাট ২৬টিসহ মোট ২০০ পিস কম্বল স্ব স্ব উপজেলা কর্মকর্তারা বিতরণ করেছেন।
প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার

প্রয়াসের ফার্ম পরিদর্শনে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার রাজশাহীর গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ও শিপ ফার্ম পরিদর্শন করেছেন। আজ দুপুরে গোদাগাড়ীর ঠাকুরযৌবনে অবস্থিত প্রয়াসের এ ফার্ম পরিদর্শনে আসেন তিনি। এসময় গোদাগাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শায়লা শারমিন, যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার জেবুন্নেছা শাম্মী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোমেনুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, উপজেলা হিসাবরক্ষণ অফিসার আজিজ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অহেদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মানিক ইউএনও’র সঙ্গে ছিলেন। খামার পরিদর্শন ও খামার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। এসময় উপস্থিত ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, আরএমটিপি ডেইরি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ডা. মাহমুদুল হাসান, প্রোডাক্ট প্রোমোশন অ্যান্ড মার্কেটিং অফিসার তোহরুল ইসলাম, সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলেটেটর হাসান আলী, আব্দুল্লাহ-আল-কাফি, খামার ব্যবস্থাপক জামাল উদ্দিন, অফিসার শাহরিয়ার শিমুলসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প

চাঁপাইনবাবগঞ্জে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার সেচ সম্প্রসারণ প্রকল্প চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁর বরেন্দ্র এলাকায় গভীর নলকূপের সাহায্যে দীর্ঘদিন ধরে পানি উত্তোলনের ফলে যখন ভূগর্ভের পানির সংকট দেখা দিচ্ছে, যে কারণে কিছু এলাকায় যখন বোরো আবাদ নিরুৎসাহিত করা হচ্ছে তখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে বিএমডিএ’র ২৫০ কোটি টাকার ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলায় এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৬০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ। জমিতে সারা বছর নিরবচ্ছিন্ন সেচ দিতে প্রকল্পটি বাস্তবায়বন করা হচ্ছে। এই প্রকল্পের আওতায় বেশ কিছু খাল ও খাড়ি পুনর্খনন করা হয়েছে এবং এ কাজ এখনো চলমান রয়েছে। মহানন্দা ও পুনর্ভবা নদী থেকে পাইপলাইনের মাধ্যমে পানি তুলে সেইসব খালে ও খাড়িতে সংরক্ষণ করা হবে এবং সোলার বিদ্যুতের মাধ্যমে ৯৮টি সেচ পাম্প দিয়ে সেই পানি কৃষকের জমিতে সরবরাহ দেয়া হবে। বিএমডিএ সূত্রে জানা গেছে, সদর উপজেলা গোবরাতলা ইউনিয়নের গণির মোড় এলাকায় মহানন্দা নদীতে ১টি পন্টুন স্থাপন করে পন্টুনের ওপর ৮টি প্রতিটি ৫ কিউসেক ক্ষমতার সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে মোট ৪০ কিউসেক পানি উত্তালন করা হবে। ৭ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি এবং ১০ কিলোমিটার দৈর্ঘ্যরে ২টি মোট ৪টি ভূগর্ভস্থ ৪৫০-৫০০ মি.মি. ডায়া এমএস পাইপের মাধ্যমে তেঘড়িয়া-মির্জাপুর খাড়িতে পানি সরবরাহ করে সংরক্ষণ করা হবে। খালে ৩০টি সোলার পাম্প স্থাপন করে খালের উভয় পাশে পানি সেচের মাধ্যমে ৫৭০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। এছাড়া ওই এলাকায় ৪০টি গভীর নলকূপ দীর্ঘদিন ব্যবহারের ফলে বালিপাথর নির্গত হয়ে প্যাক্টআপ হওয়ায় সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সেন্ট্রিফিউগাল পাম্প দিয়ে সরাসরি ওই গভীর নলকূপ এলাকায় ৬০০ হেক্টর জমিতে সেচ দেয়া সম্ভব হবে। তাছাড়া ৭ কিলোমিটার তেঘড়িয়া খাল পলি পড়ে ভরাট হওয়ায় পুনঃখনন করা প্রয়োজন হচ্ছে। ওই এলাকায় সেচের ব্যবস্থা না থাকায় বৃষ্টির ওপর নির্ভর করে ফসল উৎপাদন করা হয়। প্রকল্প বাস্তবায়ন হলে এক ফসলি জমি তিন ফসলি জমিতে পরিণত হবে। ফলে প্রায় ৯৩৬০ মেট্রিক টন ফসল উৎপাদন করা সম্ভব। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র চাঁপাইনবাবগঞ্জ রিজিয়নের নির্বাহী প্রকৌশলী মো. আল মামুনুর রশীদ বলেন, জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকায় প্রকল্পের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে এবং গোমস্তাপুরের কাজ এরই মধ্যে ৭০ ভাগ শেষ হয়েছে। এছাড়া সদর উপজেলার গোবরাতলার কাজটি ২০ ভাগ সম্পন্ন হয়েছে। প্রকল্পের ধাইনগর অংশের পানি সরবরাহ আগামী এক মাসের মধ্যেই শুরু হবে। এছাড়া অন্য দুটির কাজ শেষ হতে আরো মাস ছয়েক লাগবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে ২০২৬ সালের জুন পর্যন্ত। প্রকল্পের আওতায় সবমিলিয়ে ২ হাজার ২৯০ হেক্টর জমিতে ফসল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৩২০ মেট্রিক টন। তিনি বলেন— এবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন, নাচোল উপজেলার ৪টি ইউনিয়ন ও গোমস্তাপুর উপজেলার রহনপুর, রাধানগর ও পার্বতীপুর ইউনিয়নে এবার বোরো আবাদা না করে গমসহ সেচ কম লাগে এমন ফসল চাষাবাদ করতে কৃষকদের বলা হয়েছে। কারণ, এইসব অঞ্চলের ভূগর্ভের পানি অনেক নিচে নেমে গেছে। এই ভূগর্ভের পানির বিষয়টি মাথা রেখেই ‘বরেন্দ্র এলাকার খালে পানি সংরক্ষণের মাধ্যমে সেচ সম্প্রসারণ প্রকল্প’টি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষে বরেন্দ্র অঞ্চলের পানির সমস্যার অনেকটাই সমাধান হবে। এদিকে মহানন্দায় রাবার ড্যামে পানি সংরক্ষণ শুরু হওয়ায় ভূউপরিস্থ পানিরও অনেকটা সমাধান হচ্ছে।
চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১

চাঁপাইনবাবগঞ্জে কমছে ডেঙ্গু রোগী, নতুন আক্রান্ত ১ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রাদুর্ভাব করমে এসেছে। কোনো কোনো দিন শনাক্ত হচ্ছে না ডেঙ্গু রোগী। গত শনিবার সকাল ৮টা থেকে গত রবিবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু শনাক্ত হয়েছেন। ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ এই তথ্য নিশ্চিত করে বলেছেন, গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে সেখানে ১ জন বয়স্ক ও ১ জন শিশু ভর্তি আছেন। একই সময়ে সুস্থ হওয়ায় ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। এ নিয়ে চলতি বছর জেলায় ডেঙ্গু রোগে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২৮ জনে।
গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন

গোমস্তাপুরে হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হাজী আইউব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে পূর্তি উদযাপন কমিটির আয়োজনে কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি রহনপুর শহর প্রদক্ষিণ করে একই এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৩৩ বছর পূর্তি উদ্যাপন কমিটি আহ্বায়ক ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহাব। প্রধান অতিথির বক্তব্য দেন রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. যহুর আলী। বিশেষ অতিথির বক্তব্য দেন— একুশে পদকপ্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুশান্ত চন্দ্র বর্মনসহ অন্যরা। আলোচনা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।