রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ

রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ গোমস্তাপুর রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনির ভর্তি পরীক্ষা চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ ছাত্রীদের শ্রেণীবিন্যাস পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিকেলে বিদ্যালয়ের নোটিস বোর্ড মেধানুসারে এই ফলাফল প্রকাশ করা হয়। ক ও খ শাখায় ৬৪ জন করে ও গ শাখায় ৫৮ জনকে চুড়ান্ত করে ফল প্রকাশ করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এরআগে গত ২৯ ডিসেম্বর লটারি মাধ্যমে ভর্তি পরীক্ষার্থীচ্ছু ছাত্রীদের বাছাই করা হয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাওসার আলী বলেন, আগামী ১ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত মেধাফলে নির্বাচিত ছাত্রীদের ভর্তি করা হবে। তাদেরকে ৫ম শ্রেণির প্রশংসাপত্র সঙ্গে নিয়ে এসে ভর্তি হতে বলা হয়েছে।
‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র্যালি

‘তারুণ্যের উৎসব’ উদযাপন উপলক্ষে র্যালি ‘এসো দেশ বদলাই-পৃথিবী বদলাই’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে আজ সকালে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শুরুর আগে জেলা প্রশাসক বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন- আমরা সকলকে নিয়ে তারুণ্যের এই উৎসব উদ্যাপন করব। তিনি বলেন, আমরা যদি নিজেদের বদলাতে পারি তাহলে দেশ বদলে যাবে, একটি নতুন পৃথিবী গড়ে উঠবে। আমরা এক সাথে সবাই মিলে নতুন পৃথিবী গড়ে তুলব। র্যালিতে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক কুবরাতুল আইন কানিজ, কেন্দ্রীয় স্বাস্থ্য কো-অর্ডিনেটর নিশাত আহমেদ, জেলা আহ্বায়ক আব্দুর রাহিম ও যুগ্ম আহ্বায়ক সুজন বিশ্বাসসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই কর্মসূচি বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন।
শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত

শিবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নিহত শিবগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত রিক্সাভ্যানচালক ও ক্ষুদ্র পেঁয়াজ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জের কানসাট মকিমপুর গ্রামের বুদ্ধু মিয়ার ছেলে আরিফ হোসেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের কয়লাবাড়ি কেন্দ্রীয় ট্রাকস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। জানা গেছে, সোনামসজিদ বন্দর থেকে পেঁয়াজ কিনে ভ্যানবোঝাই করে নিজেই ভ্যান চালিয়ে কানসাটের দিকে আসার সময় ভ্যানের সামনের চাকার এক্সেল ভেঙ্গে সড়কে ছিটকে পড়েন আরিফ। এ সময় বিপরীতে বন্দরগামী একটি দ্রুতগতির ট্রাকের নীচে চাপা পড়েন তিনি। তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই ট্রাকটি বন্দর এলাকায় চলে যায়। সেটি শনাক্ত ও আটকে চেষ্টা চলছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনী ব্যবস্থাগ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।
জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান

জেলায় ৯ দফা দাবি সরকারি গাড়িচালকদের, স্মারকলিপি প্রদান বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠনসহ সরকারের কাছে ৯ দফা দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। আজ সকালে সরকারি গাড়িচালকরা জেলা প্রশাসক আব্দুস সামাদ এর হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক রেজাউল করিম, সড়ক ও জনপথ বিভাগের গাড়িচালক মতিউর রহমান, মোঃ তৌহিদসহ জেলার বিভিন্ন সরকারি অফিসের গাড়িচালকগণ উপস্থিত ছিলেন। গাড়িচালকদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে-বৈষম্যমুক্ত নবম জাতীয় পে-কমিশন গঠন, পে-কমিশনে বাংলাদেশ সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি রাখা, বেতন স্কেলের বৈষম্য নিরসনে দশ ধাপে যৌক্তিক ব্যবধানে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে-স্কেলে প্রত্যাহারকৃত হেভীছেলসহ ০৩টি টাইমস্কেল, সিলেকশন গ্রেডসহ বেতন জৈষ্ঠতা পূর্নবহাল করা, পে-স্কেল বাস্তবায়নের পূর্ব পর্যন্ত ৪০% মহার্ঘ ভাতা প্রজাতন্ত্রের সকল কর্মচারিকে প্রদান করা, সরকারি গাড়িচালক পদটি কারিগরি পদ হিসেবে ঘোষনা করা, সরকারি গাড়িচালক পদের নাম পরিবর্তন করে ‘মটর ট্রান্সর্পোট অপারেটর’ করা, সরকারি গাড়িচালক পদটি ব্লক পোষ্ট বাতিলপূর্বক যোগ্যতা অনুযায়ী পদোন্নতির ব্যবস্থা করা, সরকারি গাড়িচালকদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন পদ্ধতি সহজিকরণ, সরকারি গাড়িচালক সমিতি কেন্দ্রীয় কার্যালয় ও ট্রেনিং ইনিস্টিটিউট ভবনসহ ঢাকায় স্থায়ী জায়গা বরাদ্দ, গাড়িচালকদের অধিকাল ভাতার ঘণ্টা নিরুপণ মহামান্য হাইকোর্টের ন্যয় করা, গাড়িচালকদের ঝুঁকিভাতা ও রেশন ব্যবস্থা চালু, ঝুঁকি ভাতা প্রদান, আউটসোসিং প্রথা বাতিল পূর্বক স্থায়ী সকল সরকারি গাড়িচালক শূণ্যপদে অবিলম্বে নিয়োগ প্রদান করতে হবে।
গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময় চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণ এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহী আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মো. তৌহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আব্দুস সামাদ। প্রধান অতিথি বলেন, গণমাধ্যমকর্মীদের সঙ্গে সরকারি কর্মকর্তাদের সুসম্পর্ক থাকতে হবে যাতে কোনো ভুল তথ্য স্থান না পায়। তিনি বলেন- যে গুজব সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি হয় তা কেউ যেন না ছড়ায়। এমন কোনও কাজ করা যাবে না যা সম্প্রীতিকে বাধাগ্রস্ত করতে পারে। অনুষ্ঠানের শুরুতে উপ-প্রধান তথ্য অফিসার একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেন যাতে গুজব কিভাবে ছড়ায়, কিভাবে তা শনাক্ত করা যায় এবং কিভাবে প্রতিরোধ করা যায়। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন। মুক্ত আলোচনায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ বিষয়ে কথা বলেন। সভা উপস্থাপনা করেন রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আজিজুর রহমান শাহ।
ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে চিকিৎসা ও পূনর্বাসনে অনুদান

ছাত্র আন্দোলনে আহত ছাত্রকে চিকিৎসা ও পূনর্বাসনে অনুদান চাঁপাইনবাবগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের লঠিচার্জে পায়ের নীচে আঘাত পেয়ে আহত রাজশাহী কলেজের ছাত্র আসমাউল হুসনাকে নগদ ১ লক্ষ টাকা অনুদান দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তিনি শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদীঘি এলাকার ইনজামাম হকের ছেলে। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়ন ৫৯বিজিবির সদর দপ্তরে এক অনুষ্ঠানে আসমাউলকে চিকিৎসা ও পড়াশোনা বাবদ এই অনুদানের অর্থ তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এসময় অধিনায়ক বলেন, ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আহত কয়েকজন ছাত্রের খোঁজ পাওয়া গেছে। বিজিবি মহাপরিচালকের নির্দেশে তাঁদের চিকিৎসা,পড়াশোনা ও পূনর্বাসনে কাজ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আসমাউলকে সাহায্য করা হল। তাঁর জন্য এই সাহায্যই শেষ নয়। বিজিবি সর্বদাই তাঁর খোঁজ রাখবে ও প্রয়োজনে সাহায্য করবে। বিজিবি সর্বদাই বিভিন্ন সামজিক কর্মকান্ড নিয়ে সীমান্তবর্তী জন সাধারণের পাশে ও সাথে রয়েছে বলেও জানান অধিনায়ক। আহত ছাত্র আসমাউল বিজিবির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে বলেন,গত ২২ জুলাই সোনামসজিদে শান্তিপূর্ণ মিছিল করার সময় পালাতে গিয়ে পড়ে গিয়ে তিনি আহত হন। এরপর হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা চলে। এখনও কলেজে যাতায়াত তাঁর জন্য কষ্টকর। তিনি আশা করেন, বিজিবি অনান্য আহতদেরও পাশে থাকবে। অনুদান প্রদান অনুষ্ঠানে ৫৯ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর ইমরুল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন

বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে পাঠচক্রের উদ্বোধন সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারে সাপ্তাহিক পাঠচক্রের উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে পাঠাগার চত্বরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আনিফ রুবেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী সদস্য শাহ আলম। শিক্ষক আল আমিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, পাঠাগার শাখা সম্পাদক মাসুদ রানা। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, পাঠচক্র উপকমিটির আহ্বায়ক কবি মারুফুল হাসান, বালিয়াডাঙ্গা পল্লী উন্নয়ন সমিতির সাধারণ সম্পাদক তোহিদুল হক, বালিয়াডাঙ্গা সাধারণ পাঠাগারের কার্যকরী কমিটির সদস্য মনিরুজ্জামান সুইট, বালিয়াডাঙ্গা ফাজিল মাদরাসার শিক্ষক এটিএম ফরহাদ রেজা, বালিয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুল হক। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি পান্ডব মনদেহী, সম্মীর রিওম, গোলাম রাব্বানী মাসুদ, নিয়ামত ও প্রসেনসিৎ। পাঠচক্রে ইসলামের নবী মুহাম্মদ (স.) এর জীবনী গ্রন্থ সীরাতে ইবনে হিশাম আলোচিত হয়।
শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন

শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি উদযাপন শিবগঞ্জে সাহিত্য মঞ্চের প্রথম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শিবগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাহিত্য মঞ্চের সভাপতি শাহ নাওয়াজ গামার সভাপতিত্বে বক্তব্য দেন, সাহিত্য মঞ্চের উপদেষ্টা সাবেক অধ্যক্ষ আতাউর রহমান, উপদেষ্টা অধ্যাপক মনিরুল ইসলাম, সহসভাপতি সাইদুর রহমান, কোষাধ্যক্ষ মামুন অর রশিদ, ডা. তড়িৎ কুমার সাহা ও শিবগঞ্জ ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক রেখা রানী মনিগ্রামসহ অন্যরা। বক্তারা সাহিত্য মঞ্চের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। পরে অতিথিদের মাঝে উপহার সামগ্রী দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টরের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি নিহত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সড়ক নির্মাণ কাজে ব্যবহৃত একটি রডবাহী ট্রাক্টর-ট্রলির সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি মুসা নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি নাচোল পৌর বাসষ্ট্যান্ড থানাপাড়া এলাকার মৃত ইউনুসের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে জেলা সদর থেকে আমনুরাগামী নির্মানাধীন আঞ্চলিক সড়কের নির্মাণ সামগ্রী বহনকারী টাক্টরটি আমনুরা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসছিল। পথিমধ্যে ঝিলিম ই্উনিয়নের আতাহার বুলন্দপুর এলাকায় একটি মোটরসাইকেল টাক্টরটিকে ওভারটেক করার সময় ট্রাক্টরটি আচমকা কিছুটা ঘুরলে মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে বসা মুসা ছিটকে ট্রাক্টরের পেছনের চাকার নীচে পড়ে ঘটনাস্থলে আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সদর থানার অফিসার ইনচার্জ রইস উদ্দিন বলেন, ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি স্থানীয়দের সহায়তায় জব্দ করলেও এর চালক পালিয়ে গেছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক অক্ষত রয়েছেন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধারের পর আইনী প্রক্রিয়া শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ব্যাপারে সড়ক পরিবহন আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।
রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত

রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ জেলার একমাত্র কমিউনিটি রেডিও, রেডিও মহানন্দার মাসিক কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে প্রয়াসের ইউনিট ১ গোবরাতলায় পিএফ টিআই এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াস মানিবক উন্নয়ন সোসাইটির পরিচালক ও রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস সভাপতিত্বে উপস্থিত ছিলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক গোলাম ফারুক মিথুন। টেকনিক্যাল অফিসার রেজাউল করিমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন- প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টিম লিডার সাহেদ সিদ্দিক ফ্রান্সসহ রেডিওর কর্মী ও স্বেচ্ছাসেবকবৃন্দ। সভায় রেডিওর চলমান অনুষ্ঠানমালা, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অনুষ্ঠানের পরিকল্পনাসহ রেডিও মহানন্দায় সম্প্রচারিত অনুষ্ঠানের মানোন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও কর্মী ও স্বেচ্ছাসেবকদের আরো মনোযোগী হবার আহ্বান জানান স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।