শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি শিবগঞ্জে অগ্নিকা-ে আমের আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিক উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিভাতে গেলেও সক্ষম হতে পারিনি। তবে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার আগের সব পুড়ে যায়। আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকমে সংসার চালায়। আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ৎ মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। তবে প্রাথমিক ধারণা- লাখ টাকার ক্ষতি হয়েছে তার। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ভোরে তোপধনি এবং সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল ৯টায় শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা, সিভিল সার্জন ডা. একে.এম.শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা তরিকুল আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রাহিমসহ অন্যান্যরা। এছাড়াও বিশেষ প্রার্থনা, সড়ক সজ্জিতকরণ, ভবন আলোকসজ্জা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, এতিমখানা, জেলখানা, বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার, মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।
চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে ধারণ, নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, ২৪ এর আন্দোলন স্মরণে রাখার আহ্বান জানান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াশিন আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তাফা, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস, এলজিইডি ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার সোহেল রানা, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে গণহত্যা দিবসের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- নূর ইসলাম মাবুদ ও রেজাবুল নামের দুই ব্যক্তি পরস্পর আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সোমবার রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মহিলারা ঝগড়া থেকে সংঘর্ষে জড়ায়। পরে পুরুষরাও যোগ দেয়। এতে অন্তত ৯ জন আহত হয়। তাদের মধ্যে আজিজা (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।
রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এবিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২

জেলা শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাইম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহীন আলম আজম। গতকাল রাতে জেলা শহরের কালীতলা এলাকায় ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে। জেলা ডিএনসি’র সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা সাইমকেকে ৪০ বোতল ও শাহীন আলম আজমকে ৪৮বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাবেলতলা গ্রামে ‘ঈদ উপহার’ হিসেবে ১৮ জন শিশুকে নতুন পোশাক দেয়া হয়েছে। আজ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এসব পোশাক বিতরণে আর্থিক সহযোগিতা করেন ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরা। পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ অর্পিতা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, বন্ধু রামিজ আহমেদ অন্তরসহ আরো অনেকে। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।
গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ

গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলার নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামের ৪০ জন নারীর মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সেমাই-চিনি ও মশলা। সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেনÍ সংগঠনে সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছবিরাণী সাহা, কোষাধ্যক্ষ মনসুরা বেগম, সদস্য ডলিয়ারা বেগম, লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান ও আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ জ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।