চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার যুগিডাং গ্রামের লুথারেন মিশন মাঠে, লুথারেন চার্চের সানডে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আতাহার যুগিডাং লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষক শিপানিল হেমব্রম এর সঞ্চালনায় আতাহার, যুগিডাং, জামাইপাড়া গ্রামসহ আশপাশের প্রায় ৭০-৮০ জন খ্রিষ্টভক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আগমনের সাথে সাথে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন। অতিথিদের আসন গ্রহনের পরে অতিথিদের সামনে আবারো তারা তাদের ধর্মীয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এরপরে লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষার্থীদের ২টি ভাগে ভাগ করে বাইবেল কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাহার যুগিডাং লুথারেন চার্চের ধর্মগুরু আমিন হেমব্রম। এসময় তিনি ওই অঞ্চলের সকল খ্রীষ্টভক্তদের বাইবেল এর গুরুত্ব ও যিশু খ্রিষ্টের ক্রুশ ও পূণরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা পৌঁছানোর ইতিহাস তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাম্পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদন হাসদা, দেলবাড়ি গ্রামের জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, যুগিডাং লুথারেন চার্চের মড়ল হিরালাল টুডু, আতাহার জামাইপাড়া গ্রামের ক্যাথলিক চার্চের মড়ল শাহো মারান্ডি, ক্যাথলিক চার্চের সদস্য মতিন হাসদা ও পরান টুডু, যুগিডাং লুথারেন চার্চের সদস্য কর্ণেল কিসকু, সানডে স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহাকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা ও প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের সিনিয়র পারফরমার শামল বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগামী বছর আরও ভালোভাবে সূর্যোদয় উপাসনার সাথে সাথে বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে আজ সকালের দিকে আতাহার জুগিডাং এর বিভিন্ন বয়সী মানুষের স্বত:ফূর্ত অংশগ্রহনে ৬ টি গ্রামীন খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলা ও বাইবেল কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম ও ২য় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। সবশেষে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে আরও একটি তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ হানজালা নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার ফেত্তারের ছেলে। বিজিবি জানায়, আজ সকালে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট ফোনসহ আটক করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে। এজন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলার আলমপুরে কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। এসময় তিনি বলেন, কৃষক আপনার কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, কৃষকের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন পেঁয়াজ বীজ ভালো পালন হয়েছে এবার, বৃষ্টি কম হয়েছে। যার ফলে বীজের কোন ক্ষতি হয়নি। কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। রৌদ্রজ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে। সলেহ আকরাম বলেন প্রয়াস পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে এটা চমৎকার উদ্যেগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না প্রত্যেকটা খাবারে পেঁয়াজ দরকার। আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার, ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করার সুবিধা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সিসের সহকারী ব্যবস্থাপক (দক্ষিণ) কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা প্রদক্ষিণ করে সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আব্দুর রাহিম, ৭ম সেমিস্টারের ছাত্র মো. রবিন, একই সেমিস্টারের ছাত্র মো. মুসফিক, মেকাট্রনিকস টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মেহদী, আরএসি টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মো. সালমান। বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। এর আগে গত গতকাল রাতে মশাল মিছিল করা হয়।
শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা

শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে অর্থ সহায়তা শিবগঞ্জে বজ্রপাতে নিহত দুই পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। আজ সকালে উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর এলাকায় দুই পরিবারের হাতে ৫০ হাজার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়াম্যান সেফাউল মূলকসহ জনপ্রতিনিধিরা। এর আগে গতকাল হবিগঞ্জের আজমেরীগঞ্জ উপজেলায় শিবপাশা হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে নিহত হন শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পার্বতীপুর গ্রামের কাসিম আলীর ছেলে আব্দুল্লাহিল কাফি ও একই ইউনিয়নের মোহনবাগ গ্রামের ফাদু মন্ডলের ছেলে মনিরুল ইসলাম।
প্রয়াসের স্মার্ট প্রকল্পের জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রয়াসের স্মার্ট প্রকল্পের জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে পিকেএসএফের সাসটেইনেবল মাইক্রো-এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন স্মার্ট প্রকল্পের আওতায় জলবায়ু বিপদাপন্নতা ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় স্মার্ট প্রকল্পটি বাস্তবায়নে কাজ করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। আজ সকালে প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী। এসময় তিনি বলেন, রাসায়নিক সার ব্যবহারের ফলে পানি, মাটি, বায়ু সব দূষণ হচ্ছে। তাই সব প্রথমে আমাদের মাটির স্বাস্থ্য ভালো রাখতে হবে তবেই আমরা ভালো ফসল পাবো। ভালো ফসল পেলে আমরা সুস্থ থাকবো। তিনি আরো বলেন, ভূউপরস্থ ৬ ইঞ্চি যে মাটি তার সব উপাদান ঠিক থাকলে সেটি কৃষি কাজের জন্য উপযুক্ত মাটি এবং জমিতে টিএসপি, ডিএপি একই সাথে ব্যবহার করা যাবে না, দুটিই একিই কাজের জন্য ব্যবহৃত হয় তাই যেকোন একটি ব্যবহার করতে হবে। বিশেষ অতিথির বক্তব্য দেন, আলহাজ্ব আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক মজিবুর রহমান। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ও স্মার্ট প্রকল্পের ফোকাল পার্সন ফারুক আহমেদ। এসময় উপস্থিত ছিলেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা, পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, এমআইএস ও ডকুমেন্টেশন অফিসার মোমেনা ফেরদৌস, সহকারী টেকনিক্যাল অফিসার আল মামুন শাহ, প্রয়াসের ইউনিট-১ ব্যবস্থাপক ওজিউর রহমান, অফিসার শাহরিয়ার শিমুলসহ আরো অনেকে। স্মার্ট প্রকল্প নিয়ে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি চাঁপাইনবাবগঞ্জের সদর, শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় এবং রাজশাহীর গোদাগাড়ী ও পবা উপজেলায় কার্যক্রম বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মেয়াদকাল ৪ বছর। এই প্রকল্পের মাধ্যমে রিসোর্স ইফিশিয়েন্ট অ্যান্ড ক্লিনার প্রোডাকশন (আরইসিপি) চর্চার মাধ্যমে আম উৎপাদনকারী / আমচাষি / আম ব্যবসায়ী / আম প্রক্রিয়াজাতকারী (আমসত্ব, আচার, ম্যাংগোবার, ম্যাংগোজুস, ম্যাংগো পাউডার) / আমবাজারতাকারী (দেশ ও বিদেশ) / আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণে সরঞ্জাম বা মেশিনারিজ যানবাহন / নার্সারি / জৈব সার উৎপাদন ও বাজারজাতকারী অর্থাৎ আমের সাথে সংশ্লিষ্ট উদ্যোক্তাগণ এই প্রকল্পের আওতাভুক্ত। প্রশিক্ষণে পরিবেশ ও জলবায়ু বিষয়ক ধারণা, জলবায়ু পরিবর্তনের কারণ, প্রভাব, রোধে করণীয়, পরিবেশ দূষণের প্রকারভেদ ( বায়ু, পানি, মাটি ও শব্দ), বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায়

নাচোলে অবৈধ ৩ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত, ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন ৩টি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। এ ছাড়া ওই ভাটা ৩টি থেকে ৭ লক্ষ টাকা অর্থদন্ড আদায় সহ সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ১১টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টানা অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর ঢাকার মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর এক্সিকিউটিভ ম্যাজিষ্টেট (সিনিয়র সহকারী সচিব) রবিউল আলম। জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ বলেন, পরিবেশ ছাড়পত্র এবং জেলা প্রশাসক প্রদত্ত ইট পোড়ানো অনুমতি না থকায় ২০১৩ সালের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন (সংশোধিত ২০১৯) অনুযায়ী জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-৫ ব্যাটালিয়ন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় দিনব্যাপী অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স খান ব্রিকসকে ২ লক্ষ, মেসার্স সাথী ব্রিকসকে ৩ লক্ষ এবং মেসার্স তামিম ব্রিকসকে ২ লক্ষ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। এছাড়া ভাটা তিনটি এক্সেভেটর দিয়ে গুঁড়িয়ে দিয়ে পানি ঢেলে চিমনি নিভিয়ে বন্ধ করে দেয়া হয়। অভিযানকালে স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরিবেশ সুরক্ষায় এ ধরণের অভিযান চলবে বলেও জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবু সাঈদ।
হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু

হবিগঞ্জে বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই ধানকাটা শ্রমিকের মৃত্যু হবিগঞ্জের আজমিরীগঞ্জে হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে চাঁপাইনবাবগঞ্জের দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শিবপাশা ইউনিয়নের হাওড়ের দক্ষিণের ঝিলেরবন্দ নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ গ্রামের মনিরুল ইসলাম (৪২) ও একই ইউনিয়নের পার্বতীপুর গ্রামের আব্দুল্লাহিল কাফি ওরফে কাফিল উদ্দিন (২২)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা বলে জানা গেছে। এদের মধ্যে মনিরুলের দুই কন্যাসন্তান এবং আব্দুল্লাহিল কাফির ২ বছর বয়সী ছেলেসন্তান ও ৬ মাস বয়সী কন্যাসন্তান রয়েছে। স্থানীয়রা জানান, ধান কাটার জন্য সম্প্রতি কয়েকজন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের মুন্সিহাটির বাসিন্দা আসমত মিয়ার বাড়িতে আসেন। সকালে শিবপাশা ইউনিয়নের দক্ষিণের ঝিলেরবন্দ হাওড়ে ধান কাটতে যান তারা। বিকেলে হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত শুরু হলে মনিরুল ও কাফিল উদ্দিন হাওড়ে বজ্রাঘাতপ্রাপ্ত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাইদুল হাছান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এদিকে বজ্রপাতে মনিরুল ও কাফি নিহত হওয়ার ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।
শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

শিবগঞ্জে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে “নিরাপদ অভিবাসন ও বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উজিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর আদর্শ কলেজের প্রভাষক মো. মাইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোভান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম এবং রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসার বাংলা প্রভাষক নুরতাজ আলম প্রমুখ। এছাড়াও কর্মশালায় ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড সদস্য, সংরক্ষিত নারী সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ-ফেরত অভিবাসী ও সাংবাদিকসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের শিবগঞ্জ উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মো. বাবুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রোগ্রাম অর্গানাইজার মো. ফারুক, যেখানে তিনি ব্র্যাক ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশাপাশি “প্রত্যাশা-২” প্রকল্পের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। প্রধান অতিথি মাইনুল হক বলেন, “ব্র্যাকের এমন কার্যক্রম এর আগে কখনো দেখিনি। আজকের এই কর্মশালায় এসে খুব ভালো লাগছে এবং অনেক কিছু জানতে পারলাম। ব্র্যাকের কার্যক্রম দিন দিন বিস্তৃত হচ্ছে। যদি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও অসহায় প্রবাসীরা সহায়তা পায়, তবে তা নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ হবে।” তিনি ভবিষ্যতে প্রোগ্রামের পাশে থাকার এবং সহযোগিতা করার আশ্বাস দেন। সভাপতির বক্তব্যে সাদিকুল ইসলাম বলেন, “আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে চেষ্টা করব যেন প্রত্যাশা-২ প্রকল্পের সেবা বিদেশ-ফেরত ক্ষতিগ্রস্ত ভাই-বোনদের কাছে পৌঁছায়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের এমন উদ্যোগ অভিবাসীদের সচেতন ও উপকৃত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি বিদেশে গমনেচ্ছু ও বিদেশ ফেরত অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

৬ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ ঘন্টাব্যাপী সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ ৬ দফা দাবিতে ৩ ঘন্টাব্যাপী চাঁপাইনবাবগঞ্জ থেকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়ক অবরোধ করেছে বিভিন্ন পলিটেকনিক ইনিষ্টিটিউট শিক্ষার্থীরা। আজ সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার বারঘরিয়া চত্বর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট এর সামনে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে অবরোধটি চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতুর উপর বিস্তৃত হয়ে সেতুর দু’প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলে। অবরোধ চলাকালীন তীব্র গরমে গুরুত্বপূর্ণ ওই সড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েন। সৃষ্টি হয় কয়েক কিলোমিটার দীর্ঘ যানজট। আটকা পড়ে আমদানী পণ্যবাহী শত শত ট্রাক। অবরোধকালীন ছয়দফা দাবি নিয়ে কথা বলেন সরকারি পলিটেকনিক ইনিষ্টিষ্টিউট শিক্ষার্থী জাহিদ হাসান (কম্পিউটার),আব্দুর রাহিম,মো:পলাশ,মো.মোারসালিন (ইলেকট্রনিক্স) প্রমুখ। তাঁরা বলেন,পলিটেকনিক ইনিষ্টিটিউট সমূহে জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাকটরদের পদোন্নতি গ্রহণযোগ্য নয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স আন্তর্জতিক কারিবুলাম ও মানদন্ড অনুযায়ী চার বছর মেয়াদী ইংরেজী মাধ্যমে করতে হবে। সকল প্রতিষ্ঠানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ১০ গ্রেডে নিয়োগ নিশ্চিত করতে হবে। কারিগরি প্রশাসন কারিগরি জনবল দিয়ে পরিচালনা করতে হবে। সকল শুণ্য পদে নিয়োগ দিতে হবে। কারিগরি ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয় এবং কারিগরি শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চ শিক্ষার জন্য একটি টেকনিক্যাল বিশ^বিদ্যালয় স্থাপন করতে হবে ইত্যাদি। এদিকে দুপুর ১টার দিকে মানুষের ভোগান্তির কথা ভেবে ব্যস্ত মহাসড়ক থেকে অবরোধ তুলে নেবার অনুরোধ করেন সদর উপজেলা নির্বাহী অফিসার তাছমিনা খাতুন। তিনি একটি প্রতিনিধিদলকে জেলা প্রশাসকের সাথে আলোচনায় বসার আহব্বান জানান। এ সময় অবরোধ তুলে নেবার অনুরোধ জানান সরকারি পলিটেকনিক ইনিষ্টিটিউট উপাধ্যক্ষ-১ ওমর ফারুক এবং উপাধ্যক্ষ-২ সেলিম আহমেদ,ইন্সট্রাকটর আজিজুল হক প্রমুখ। এরপর শিক্ষার্থীদের ১০ সদস্যের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসকের সাথে দেখা কওে আলোচনার পর অবরোধ প্রত্যাহার শুরু হয়। জেলা প্রশাসক আব্দুস সামাদ এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সংম্লিস্ট কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে আলোচনার কথা জানান। সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান বলেন, সকাল ১০টার দিক থেকে মহাসড়কে শিক্ষার্থীদের জমায়েত শুরু হয়। অবরোধ তুলে নেবার পর দুপুর ২ টা নাগাদ মহাসড়ক সম্পূর্ণ চলাচল উপযোগী হয়। দীর্ঘ সময়ে মানুষের ভোগান্তি ও যানজটের সৃষ্টি হলেও ভাংচুর বা কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। অবরোধকালীন পুলিশ ও সেনাসদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।