মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ

মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক প্রশিক্ষণ মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে বসতবাড়িতে মাসরুম উৎপাদন বিষয়ক ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ এর সহযোগীতায় মা ও শিশুদের পুষ্টি চাহিদা পূরণে ৫ ও ৬ মার্চ এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। আজ সকালে হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণের উদ্বোধন করেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে পরামর্শ ও মাসরুম চাষে উৎসাহ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক, কৃষিবিদ ড. পলাশ সরকার। বিশেষ অতিথি ছিলেন হর্টিকালচার সেন্টারের উপ পরিচালক কৃষিবিদ এ.কেএম মনজুরে মাওলা। অতিথিগণ তাদের বক্তব্যে বলেন যে, প্রান্তিক জনগোষ্ঠির জন্য মাসরুম একটা সময়উপযোগী প্রোটিন সমৃদ্ধি সবজি যার মধ্যে ঔষধি গুনাগুন রয়েছে। এই মাসরুম খেতেও সুস্বাদু যা আমাদের শরীরের পুষ্টি ঘাটতি পূরণসহ বানিজ্যিকভাবে উৎপাদন করে পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধিও আনতে পারে। উপ পরিচালক মহোদয়গণ এ মাসরুম চাষের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর মাধ্যমে অংশগ্রহনকারীদের সার্বিক সহযোগীতা প্রদানের আশ^াস প্রদান করেন। উল্লেখ্য ২ দিনব্যাপি প্রশিক্ষণ পরিচালনা করবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জে এম আর এস কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। এছাড়া উক্ত প্রশিক্ষণে অংশগ্রহনকারীদের শিশু ও মায়েদের পুষ্টি সমস্যা নিরোসনের জন্য বসতবাড়ীতে মাসরুম চাষের গুরুত্ব তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মি. জেমস বিশ^াস, এবং টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট, ইফতেখার উদ্দিন আহমেদ, এসিও। উক্ত প্রশিক্ষণ আয়োজনে সার্বিক সহযোগীতা প্রদান করেন সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও সুজন গ্রেগরী।

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক যুবকের যাবজ্জীবন কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে ৭শ ৭০ গ্রাম হেরোইন, বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় নিহার কান্ত দাস নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, সেইসাথে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত নিহার রাজশাহীর তানোর উপজেলার পালপাড়া হিন্দুপাড়া গ্রামের নিমাই কান্ত দাসের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওয়াদুদ জানান, ২০২১ সালের ১২ আগষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের কেন্দুল মোড়ে র‌্যাব-৫ এর অভিযানে ৭৭০ গ্রাম হেরোইনসহ হাতেনাতে আটক হন নিহার। এ ঘটনায় ওইদিন নিহারকে একামাত্র আসামী করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করেন র‌্যাব-৫ এর তৎকালীন ডিএডি মোক্তার হোসেন। ২০২১ সালের ১৪ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার তৎকালীন উপ-পরিদর্শক ওসমান গণি একমাত্র নিহারকে অভিযুক্ত করে আদালতে মামলার চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ নিহারকে দোষি সাব্যস্ত করে সাজা ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. রবিউল ইসলাম।

গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

গোমস্তাপুরে এক কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আব্দুল মতিন (৪৫) নামে এক গ্রাম্য কবিরাজের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা ইউনিয়নের হরিনগর গ্রামের শুকুর উদ্দিনের ঘরের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি চৌডালা ইউনিয়নের সাহেব গ্রামের জয়নালের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রইস উদ্দিন ও স্থানীয়রা জানান, আব্দুল মতিন গ্রামে গ্রামে ঘুরে সরিষার তেল বিক্রি করার পাশাপাশি কবিরাজি করতেন। রবিবার রাতে শুকুর উদ্দিন নামের এক ব্যক্তির বাড়িতে তার (শুকুর উদ্দিন) স্ত্রীর ‘জ্বিন-ভূত’ রোগের চিকিৎসা দিতে গিয়ে হয়তো অসামাজিক কাজে লিপ্ত হন। ওসি বলেন, ধারণা করা হচ্ছে সে কারণেই তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহটির শরীরে বিভিন্ন জায়গা কোপানোর চিহ্ন রয়েছে। ওসি আরো বলেনÑ সোমবার সকালে ঘরের ভেতরে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনার পর থেকে শুকুর উদ্দিন ও তার স্ত্রীসহ পরিবার পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান ওসি।

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপন তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে-স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে। আজ সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা নির্বচান অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার, ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক গোলাম মোস্তফা, এক্সিম ব্যাংক কৃষি বিশ^বিদ্যালয়ের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) মুসা নাজুল বাপ্পি, অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রামানিকসহ অন্যরা। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভোটার হওয়া এবং ভোট দেওয়া প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই একজন নাগরিক দেশের শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করে থাকেন। তাই ভোটার হওয়ার সময় সঠিক তথ্য ও নির্ভূল তথ্য দেয়া উচিত। গোমস্তাপুর:  গোমস্তাপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনার সভার আয়োজন করা হয়। আজ সকালে শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে বের হয়ে ওই এলাকার সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃৃষ্ণ চন্দ্র, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, নির্বাচন কর্মকর্তা তোফায়েল আহমেদ, আনসার ও ভিডিও কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল, ডিএসবির উপপরিদর্শক আনিসুর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা। শিবগঞ্জ:  শিবগঞ্জেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহ্ মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম, উপজেলা রোভার স্কাউটের সহসভাপতি রবিউল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী শাহাদাত ও উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক সামিউল আলমসহ অন্যরা। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শেষে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য উপজেলার বিভিন্ন এলাকায় ২২ জনকে নতুন ভোটারের ছবি তোলাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়।

শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩

শিবগঞ্জে কিশোরি গৃহবধুকে হত্যার অভিযোগ, আটক ৩ শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছোট মহেষপুর গ্রামে  স্বামীর বাড়িতে আনিলা খাতুন সাথী নামে নববিবাহিতা এক কিশোরি গৃহবধুকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার  স্বামীর পরিবারের বিরুদ্ধে। সাথীর পরিবার দাবি করেছে, স্বামীর পরিবারের হাতে খুন হয়েছে সাথী। তবে  সাথীর স্বামীর পরিবার পুলিশের নিকট দাবি করেছে যে,সাথী আত্মহত্যা করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে স্বামী আশিক আলীর বাড়িতে এ ঘটনার পর পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সাথীর স্বামী,শ্মশুর আনারুল ইসলাম ও শাশুড়ি তাকলিমা খাতুনকে আটক করেছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরিয়া বলেন, শনিবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে ঘটনাটি ঘটে বলে সাথীর স্বামীর পরিবার পুলিশকে জানিয়েছে।  সে সময় বাড়িতে সাথীর শাশুড়ি তাকলিমা খাতুন ও ননদ আসিফা(৭) ছাড়া আর কেউ ছিল না। সাথীর স্মামী ও শ্মশুর কাজের জন্য বাইরে ছিল। তারা কৃষিকাজে জড়িত। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে  সাথীর গলাকাটা মরদেহ  এবং গলাকাটায় ব্যবহৃত হাসুয়াটি উদ্ধার করে।  পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটে বলে ধারণা করা হচ্ছে। মাত্র ২ মাস পূর্বে জেলার সদর উপজেলার চরবাগডাঙ্গা গ্রামের আনিকুল ইসলামের মেয়ে সাথীর  বিয়ে হয়। ওসি আরও বলেন, প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা সাখীকে হত্যা করা হতে পারে। কাজে যাবার আগে  আশিকের পরিবারের একাধিক সদস্য  মিলে  সাথীকে হত্যা করে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। সাথীর কোন পরকীয়া প্রেমিক ছিল কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ ও ইউপি সদস্য আব্দুল মালেক বলেন,সকাল ১০টার পর বিষয়টি জানজানি হয়। বাল্যবিয়ের শিকার মেয়েটি বাকবিতন্ডার এক পর্যায়ে শাশুড়ির হাতে খুন হন, আবার নিজ্ইে আত্মহত্যা করেছে, এমন দুরকমই শোনা গেছে। মেয়েটির পরকীয়া প্রেমের ব্যাপারেও শোনা গেছে।

গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুর উপজেলার আলিনগর স্কুল ও কলেজে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে স্কুল প্রাঙ্গনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ রবিউল আওয়াল। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাহাক আলি, অবসরপ্রাপ্ত শিক্ষক সেতাউর রহমান, শাহজাহান আলী, পিটিআই সভাপতি মসিউর রহমান, কৃষি ব্যাংক রহনপুর শাখা বাব্যস্থাপক আতিকুর রহমান, বিদায়ী ছাত্রী সিফা খাতুন, সাফিয়া তাহসিন, ছাত্র আব্দুস সামাদসহ অন্যান্যরা। আলোচনা শেষে কৃতি শিক্ষার্থীদের মধ্য সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ

শিবগঞ্জ বিজিবি’র অভিযানে স্মার্টফোন জব্দ   শিবগঞ্জ উপজেলার মনোহরপুর সীমান্তে বিজিবির অভিযানে অবৈধ ও চোারাচালানকৃত ৩০টি ভারতীয় স্মার্টফোন সেট জব্দ করা হয়েছে। তবে এই অভিযানে কেউ আটক হয় নি। বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দুর্লভপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় সীমান্তবর্তী পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে লুকিয়ে রাখা স্মার্টফোনগুলো জব্দ করা হয়। আজ দুপুর সোয়া ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযান সম্পর্কে জানানো হয়। ৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান জানা, চোরাচালানের জন্য আনা স্মার্টফোনগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গোমস্তাপুরের রাধানগরে  গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা

গোমস্তাপুরের রাধানগরে  গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধানগর ইউনিয়ন পরিষদ সভা কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এই কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমানের সভাপতিত্বে গ্রাম আদালত প্রকল্পের অগ্রগতি বিষয় তুলে ধরে বক্তব্য দেন উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন, ওই ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) আব্দুল রাকিব ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এসময় গ্রাম আদালত প্রকল্পের জেলা সমন্বয়কারী হাফিজ আল আসাদ উপস্থিত ছিলেন। সভায় ইউপি সদস্যসহ বিভিন্ন শ্রেণী ও পেশাজীবি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। সভায় বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি নাটক প্রদর্শনী করা হয়। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশ গ্রহণকারীর মতামত ও সুপারিশ নেয়া হয়।  

সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা

  সদর উপজেলার বালুগ্রামে বাজার সংযোগ সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তাদের তৈরিকৃত স্বাস্থ্যসম্মত সরিষার তেল বিক্রয় প্রসারে বাজার সংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার বালুগ্রামে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য দেন দেন- প্রয়াসের স্মার্ট প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সাজেদুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হিরা। এসময় তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের ৩ জন ক্ষুদ্র উদ্যোক্তা পিকেএসএফ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় কোল্ড ওয়েল প্রেস মেশিনের মাধ্যমে সরিষার তেল উৎপাদন করে বিক্রি করছেন। তাদের ব্র্যান্ডিং তেলগুলো হচ্ছে- ‘মোস্তাফিজুর সরিষার তেল’, ‘গৌড় সরিষার তেল’ ও ‘কৃষক সরিষার তেল’। এসময় স্মার্ট প্রকল্পের পরিবেশ কর্মকর্তা ইকবাল মাহমুদ, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও সিফাত উল্লাহ উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সরিষার নিরাপদ ভোজ্য তেল উৎপাদন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তাদের আয় বৃদ্ধি শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের আওতায় বাজার সংযোগ সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত

রাধাকান্ত পুর ফাজিল মাদ্রাসায় বিদায়বরণ অনুষ্ঠিত শিবগঞ্জে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসায় দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষার্থীদের বিদায় এবং আলিম প্রথম বর্ষ ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রাধাকান্তপুর ফাজিল মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ হাসান আলীর সভাপতিত্বে এবং বাংলা প্রভাষক নুরতাজ আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ইকতেখারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, মাদ্রাসার উপাধ্যক্ষ নূরুল ইসলাম, সহকারী অধ্যাপক সামশুল ইসলাম, সহকারী অধ্যাপক সামিউল ইসলাম, আনারূল ইসলাম, স্থানীয় ইউপি ওয়ার্ড সদস্য একরামুল হক, অভিভাবক এবং ছাত্র ছাত্রীবৃন্দ।