ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া দুটি অটোরিকশাসহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলকী বাগানপাড়ার সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা তার ভাড়ায় চালানো ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে মসজিদ হতে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি নেই। তার ধারণা, অটোরিকশাটি অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে সদর মডেল থানার একটি চৌকশ টিম তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আটোরিকশা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ২টি অটোরিকশা (একটির যন্ত্রাংশ খোলা অবস্থায়)সহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজকর্ম উপর নিয়ে টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোয় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রহনপুর রহনপুর পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ও এই সফরের দলনেতা মি. কিয়াথু, সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মি. কারলস বাটারডা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ প্রকল্পের অন্য কর্মকর্তা,পরামর্শকগণসহ অন্যরা। এদিকে তারা রহনপুর পৌরসভা উন্নয়নকাজসহ চলমান কাজগুলো ঘুরে দেখেন। এছাড়া মতবিনিময় সভাগুলো ঘুরে দেখেন।
নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেযারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ কৃষিবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জে বিশ^ অটিজম সচেতনতা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উদযাপন ‘স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি-টেকসই সমাজ গড়ি’ প্রতিপাদ্যে ১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে বর্নাঢ্য শোভযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্তর থেকে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং অটিষ্টিক ও প্রতিবন্ধীদের নিয়ে কর্মরত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক ইকতেখারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এবং চাঁপাইনবাবগঞ্জ পৌর প্রশাসক (উপ-সচিব) উজ্জল কুমার ঘোষ। অটিষ্টিক শিশুদের নিয়ে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন সমাজসেবা অফিসার ফিরোজ কবির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো: শরীয়তুল্লাহ, অটিষ্টিক শিশুদের নিয়ে কর্মরত ‘এঞ্জেলস গার্ডেন’ পরিচালক আমিনুল ইসলাম সহ বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বক্তারা বলেন,অটিষ্টিকরা কোনক্রমেই সমাজের বোঝা নয় বরং ধৈর্য়্য ধওে দক্ষতার প্রশিক্ষণ দিতে পারলে তারা সমাজের সম্পদ। কাজেই তাদের অবশ্যই সমাজের মূলশ্রোতে সামিল করতে হবে। টেকসই সুন্দর সমাজ বিনির্মাণে তারা যথেষ্ট অবদান রাখতে পারবে।
চাঁপাইনবাবগঞ্জে কূখ্যাত ‘ভটা চোর’ চোরাই স্বর্ণ, টাকাসহ গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কূখ্যাত ‘ভটা চোর’ চোরাই স্বর্ণ, টাকাসহ গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে ১৯ মামলার আসামী কূখ্যাত আরিফুল ইসলাম ভটা ওরফে ‘ভটা চোর’ চুরি করা স্বর্নলংকার ও নগদ টাকা সহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছে। সে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া মাষ্টারপাড়া গ্রামের দুলালের ছেলে। একই অভিযানে চোরাই স্বর্ণ সহ গ্রেপ্তার হয়েছে চাঁপাইনবাবগঞ্জ শহরের স্বর্নকারপট্টির শিল্পী জুয়েলার্সের স্বত্বাধিকারী এবং শহরের শিবতলা কর্মকারপাড়া মহল্লার মৃত অনীল চন্দ্র নন্দীর ছেলে স্বাধীন নন্দী (৫৩) নামে এক জুয়েলারী ব্যবসায়ী। অভিযানে উদ্ধার হয়েছে প্রায় দেড় ভরির স্বর্ণালংকার ও নগদ পনের হাজার টাকা। মঙ্গলবার(২২ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিং-এ অভিযানের বিস্তারিত বর্ণনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গত ১৮ এপ্রিল দিবাগত রাত ১১ টার হতে গত ১৯ এপ্রিল ভোর সাড়ে ৫টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১ নং ওয়ার্ডের নয়াগোলা গাইনপাড়া মহল্লার বাসিন্দা এবং ফার্নিচার ব্যবসায়ী মোমিনুল ইসলামের বাড়িতে দ:সাহসিক চুরি হয়। চোর দেতালার বারান্দার দরজা ভেঙ্গে শয়ন কক্ষে প্রবেশ করে ওয়ার্ডরোব ও শোকেস থেকে প্রায় ৫ ভরি স্বর্নালংকার ও নগদ দেড়লক্ষ টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় ১৯ এপ্রিল রাতে ওই ব্যবসায়ী অজ্ঞাতনামাদের আসামী করে সদর থানায় মামলা করেন। মামলার পর পুলিশ অভিযান শুরু করে গত গতকাল দুপুরে ভটাকে জেলার নাচোল উপজেলা থেকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যে তার বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার উদ্ধার হয়। এ ছাড়া তার দেয়া তথ্যে শিল্পী জুয়েলার্স থেকে উদ্ধার হয় কিছু ভাঙ্গা পাকা স্বর্ন। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ১৯টি চুরি,মাদক ও মারামারির মামলা রয়েছে। এর আগেও তাকে একাধিকবার গ্রেপ্তার করা হয়েছে। বারবার সে জামিনে বেরিয়ে এসে আবারও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে তোলা হয়েছে। ভটার ৫দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। মামলার তদন্ত চলছে ও চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যহত রয়েছে। ব্রিফিং- এ উপস্থিত ছিলেন সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) মতিউর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) শাহীর আকন্দ, জেলা বিশেষ শাখার পরিদর্শক ওবাইদুল হক সহ পুলিশ কর্মকর্তারা।
এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জেলা কমিটির সভা

এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ে জেলা কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জে জেলা এনজিও ও ক্ষুদ্রঋণ কার্যক্রম বিষয়ক জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এসময় সকল এনজিও প্রতিষ্ঠানকে নিয়মিত প্রতিবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলা হয় এবং মাদক ও বাল্যবিয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। এসময় আরো বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ ড. মো. জহুরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারি পরিচালক ফারুক আহমেদ, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন, আরএসডিএফ’র নির্বাহী পরিচালক মঞ্জুরুল হক বাবু, এডাবের সভাপতি আমিনুল ইসলামসহ অন্যরা। সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধিরা তাদের প্রতিষ্ঠানের ক্ষুদ্রঋণ কার্যক্রমসহ উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত সভায় জেলায় এমআরএ সনদপ্রাপ্ত এনজিওগুলোর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে-এর সমাপনী অনুষ্ঠিত খ্রিষ্টান সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার যুগিডাং গ্রামের লুথারেন মিশন মাঠে, লুথারেন চার্চের সানডে স্কুলের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আতাহার যুগিডাং লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষক শিপানিল হেমব্রম এর সঞ্চালনায় আতাহার, যুগিডাং, জামাইপাড়া গ্রামসহ আশপাশের প্রায় ৭০-৮০ জন খ্রিষ্টভক্ত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের আগমনের সাথে সাথে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে ফুল দিয়ে বরণ করেন। অতিথিদের আসন গ্রহনের পরে অতিথিদের সামনে আবারো তারা তাদের ধর্মীয় গানের সাথে নৃত্য পরিবেশন করেন। এরপরে লুথারেন চার্চের সানডে স্কুলের শিক্ষার্থীদের ২টি ভাগে ভাগ করে বাইবেল কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আতাহার যুগিডাং লুথারেন চার্চের ধর্মগুরু আমিন হেমব্রম। এসময় তিনি ওই অঞ্চলের সকল খ্রীষ্টভক্তদের বাইবেল এর গুরুত্ব ও যিশু খ্রিষ্টের ক্রুশ ও পূণরুত্থানের মাধ্যমে জগতে পরিত্রাণের বার্তা পৌঁছানোর ইতিহাস তুলে ধরেন। এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, চাম্পাতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মদন হাসদা, দেলবাড়ি গ্রামের জনপ্রতিনিধি কর্ণেলিউস মুরমু, যুগিডাং লুথারেন চার্চের মড়ল হিরালাল টুডু, আতাহার জামাইপাড়া গ্রামের ক্যাথলিক চার্চের মড়ল শাহো মারান্ডি, ক্যাথলিক চার্চের সদস্য মতিন হাসদা ও পরান টুডু, যুগিডাং লুথারেন চার্চের সদস্য কর্ণেল কিসকু, সানডে স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম এর সহাকারী প্রযোজক (অনুষ্ঠান ও খবর) উম্মে আয়েশা সিদ্দিকা ও প্রয়াস ফোক থিয়েটার ইন্সটিটিউটের সিনিয়র পারফরমার শামল বর্মণ সহ অন্যান্যরা। উপস্থিত বক্তারা আগামী বছর আরও ভালোভাবে সূর্যোদয় উপাসনার সাথে সাথে বৃহৎ পরিসরে এই আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর আগে আজ সকালের দিকে আতাহার জুগিডাং এর বিভিন্ন বয়সী মানুষের স্বত:ফূর্ত অংশগ্রহনে ৬ টি গ্রামীন খেলার প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। পরে অতিথিদের বক্তব্য শেষে খেলাধুলা ও বাইবেল কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারী ১ম ও ২য় স্থান অধিকারী বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। সবশেষে খ্রিষ্টভক্ত কিশোর-কিশোরীরা নিজেদের কন্ঠে আরও একটি তাদের ধর্মীয় গান গেয়ে নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১

শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় স্মার্টফোনসহ আটক ১ শিবগঞ্জ উপজেলার মনাকষা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট মোবাইল ফোনসেটসহ হানজালা নামে এক যুবক আটক হয়েছেন। তিনি শিবগঞ্জের দেওয়ান জায়গীর কোট বাজার এলাকার ফেত্তারের ছেলে। বিজিবি জানায়, আজ সকালে দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়া গ্রামে অভিযান পরিচালনাকালে সন্দেহজনক গতিবিধির হানজালাকে একটি ব্যাগ হাতে আসতে দেখা যায়। বিজিবি টহলদল তাকে থামার সংকেত দিলে সে দৌড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। পরে টহলদল ধাওয়া দিয়ে তাকে ৪৫টি চোরাচালানকৃত ও অবৈধ ভারতীয় স্মার্ট ফোনসহ আটক করে। আজ দুপুর সাড়ে ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফোনসহ আটক হানজালাকে শিবগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ৫৩ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসরারল হক বলেন, বিজিবি সীমান্তে অস্ত্র, মোবাইল, গবাদিপশু, মাদকদ্রব্য ও অনান্য অবৈধ মালামাল চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতিতে কাজ করা যাচ্ছে। এজন্য নিয়মিত ও বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত নাচোল উপজেলার আলমপুরে কৃষি ইউনিট (কৃষি খাত)’র আওতায় পেঁয়াজ বীজ চাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন নাচোল উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সলেহ আকরাম। এসময় তিনি বলেন, কৃষক আপনার কষ্ট করছেন বলেই আমরা খাবার পাচ্ছি, কৃষকের কষ্টে অর্জিত হয় ভালো ফসল। তিনি আরো বলেন পেঁয়াজ বীজ ভালো পালন হয়েছে এবার, বৃষ্টি কম হয়েছে। যার ফলে বীজের কোন ক্ষতি হয়নি। কৃষি আবহাওয়ার উপর নির্ভরশীল। রৌদ্রজ্বল আবহাওয়া কৃষির জন্য ভালো। ফসলের জন্য সাদামাছি পোকা ক্ষতিকারক এই মাছি নিজে ফসলের ক্ষতি করে এবং বিভিন্ন রোগের জীবাণু বহন করে। সাদা মাছি দেখা মাত্রই এটাকে নিধন করতে হবে। সলেহ আকরাম বলেন প্রয়াস পেঁয়াজ বীজ চাষে কৃষকদের সহায়তা করছে এটা চমৎকার উদ্যেগ। পেঁয়াজ ছাড়া আমাদের দিনই যায় না প্রত্যেকটা খাবারে পেঁয়াজ দরকার। আমাদেরকে পেঁয়াজ চাষ আরো বাড়াতে হবে। এর জন্য আমাদের ভালো বীজ দরকার, ভালো বীজ উৎপাদন করতে পারলে এটা বিক্রি করার সুবিধা হবে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, ব্যাবিলন এগ্রি সাইন্সিসের সহকারী ব্যবস্থাপক (দক্ষিণ) কৃষিবিদ ইসরাফিল হোসেন, প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও সিফাত উল্লাহসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।
৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত

৬ দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কর্মসূচি অব্যাহত ৬ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শুক্রবার জুমার নামাজের পর ‘কাফন মিছিল’ করেছেন। পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। আজ বাদ জুম্মা চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা প্রতিষ্ঠানটির ক্যাম্পাস থেকে মিছিলটি বের করেন। মিছিলটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্লাজা প্রদক্ষিণ করে সেতুর বারঘরিয়া প্রান্তে মুক্তিযুদ্ধ ভাস্কর্যের পাদদেশে পথসভায় মিলিত হয়। এতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক টেকনোলজি বিভাগের ৮ম সেমিস্টারের ছাত্র আব্দুর রাহিম, ৭ম সেমিস্টারের ছাত্র মো. রবিন, একই সেমিস্টারের ছাত্র মো. মুসফিক, মেকাট্রনিকস টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মেহদী, আরএসি টেকনোলজি বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র মো. সালমান। বক্তারা অবিলম্বে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেয়ার জন্য জোর দাবি জানান। এর আগে গত গতকাল রাতে মশাল মিছিল করা হয়।