নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত

নাচোলে গম শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষ ৯ জন আহত নাচোলে রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৯ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে উপজেলার সূর্যপুর গ্রামে এ ঘটনা ঘটে। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন- নূর ইসলাম মাবুদ ও রেজাবুল নামের দুই ব্যক্তি পরস্পর আত্মীয়। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। সোমবার রাস্তার ওপর গম শুকানোকে কেন্দ্র করে প্রথমে উভয়পক্ষের মহিলারা ঝগড়া থেকে সংঘর্ষে জড়ায়। পরে পুরুষরাও যোগ দেয়। এতে অন্তত ৯ জন আহত হয়। তাদের মধ্যে আজিজা (৩৫) নামের একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি বলে জানান ওসি।
রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন

রহনপুর -রাজশাহী-ঈশ্বরদী রুটের কমিউটার ট্রেনের বগি কর্তন রহনপুর -রাজশাহী -ঈশ্বরদী রুটে চলাচলকারী জনপ্রিয় কমিউটার ট্রেনের ২টি বগি কর্তনের কারণে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে। গত ৩ মাস যাবত ট্রেনটির শত শত যাত্রী দাঁড়িয়ে ওই রুটে যাতয়াত করলেও রেল কর্তৃপক্ষের টনক নড়েনি। দ্রুত বগি সংযোজন না হলে সামনে ঈদের ঘরমুখো যাত্রীর চাপে দুর্ভোগ আরও বাড়বে বলে জানান সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে রহনপুর স্টেশন মাস্টার মামুনুর রশীদ জানান, গত জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে পর্যায়ক্রমে তাবলীগ ইজতেমা উপলক্ষে বগি দুটি কর্তন করা হয়। আমরা যাত্রী দুর্ভোগের বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। যাত্রী দুর্ভোগ প্রসঙ্গে রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল জানান, কমিউটার ট্রেনে বগি সংকটের কারনে যাত্রী দুর্ভোগের বিষয়টি আমরা রেলওয়ের উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। এবিষয়ে পশ্চিম রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন জানান,বগি দুটি মেরামতের জন্য সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপে রয়েছে। সেগুলো দ্রুত ওই ট্রেনে সংযোজনের উদ্যোগ নেয়া হয়েছে।
জেলা শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২

জেলা শহরে ডিএনসি’র অভিযান ফেনসিডিলসহ আটক ২ চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৮৮ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী মধ্যপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে সাইম ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়া এলাকার আলমগীর হোসেনের ছেলে শাহীন আলম আজম। গতকাল রাতে জেলা শহরের কালীতলা এলাকায় ডিএনসির চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ তাদের আটক করে। জেলা ডিএনসি’র সহকারী পরিচালক শরীফ উদ্দিন জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বে একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের কালীতলা এলাকায় অভিযান চালায়। সেখানে যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকাশার পেছন সিটে বসা সাইমকেকে ৪০ বোতল ও শাহীন আলম আজমকে ৪৮বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। আজ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

বালিয়াডাঙ্গায় শিশুদের মধ্যে ঈদের পোশাক বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লাবেলতলা গ্রামে ‘ঈদ উপহার’ হিসেবে ১৮ জন শিশুকে নতুন পোশাক দেয়া হয়েছে। আজ প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এসব পোশাক বিতরণে আর্থিক সহযোগিতা করেন ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরা। পোশাক বিতরণের সময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারাহ উলফাৎ অর্পিতা, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলী উজ্জামান নূর, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, বন্ধু রামিজ আহমেদ অন্তরসহ আরো অনেকে। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।
গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ

গরিব নারীদের মধ্যে জাগো নারী বহ্নিশিখার ঈদ উপহার বিতরণ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের সল্লবেলাতলা গ্রামের গরিব নারীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ দুপুরে ঈদ উপহার হিসেবে শাড়ি ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলার নারীদের সংগঠন জাগো নারী বহ্নিশিখা। সংগঠন সূত্রে জানা যায়, গ্রামের ৪০ জন নারীর মধ্যে এই ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, সেমাই-চিনি ও মশলা। সংগঠনের সদস্যদের চাঁদা ও ঢাকায় বসবাসকারী চাঁপাইনবাবগঞ্জের মেয়ে স্ত্রীরোগ বিশেষজ্ঞ আঞ্জুমান আরার আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। ঈদ উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেনÍ সংগঠনে সভাপতি ফারুকা বেগম, সাধারণ সম্পাদক মনোয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক ছবিরাণী সাহা, কোষাধ্যক্ষ মনসুরা বেগম, সদস্য ডলিয়ারা বেগম, লিপি রায়, উপদেষ্টা শফিকুল আলম, আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা জহিরুল ইসলাম। উপহার সামগ্রী বিতরণে সহায়তা করেন গ্রামের নেতৃস্থানীয় নারী আয়েসা বেগম, শিখা বেগম ও সুফিয়া বেগম।
চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ চাঁপাইনবাবগঞ্জে শিশুদের নতুন পোশাক ও দরিদ্র মানুষদের মধ্যে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সাধারণ পাঠাগারে এ কর্মসূচি পালন করা হয়। বন্ধুসভার উপদেষ্টা ও সদস্যদের দেয়া চাঁদার টাকায় কেনা হয় এসব পোশাক ও খাদ্যসামগ্রী। ১৭ জনকে পোশাক ও ৪৫ জনকে খাদ্যসামগ্রী দেয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল- খিল সেমাই, লাচ্চা সেমাই, বুন্দিয়া, সয়াবিন তেল, চিনি, গুঁড়া দুধ, নুডুলস ও পাপড়। এসময় উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আনোয়ার হোসেন, আজিজুর রহমান, জহিরুল ইসলাম, সভাপতি আরাফাত মিলেনিয়াম, সহসভাপতি ফারহা উলফাৎ রহমান ও আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাসরুফা খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক নাফিউল হাসান, সাংগঠনিক সম্পাদক আসিফ আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলঈ জ্জামান নূর, প্রচার সম্পাদক নাজিফা আনজুম, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক ফাবিহা ফারজানা, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ওজিফা খাতুন, ম্যাগাজিন সম্পাদক নাহিদুল হক, প্রশিক্ষণ সম্পাদক উম্মে কুলসুম, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক সাঈদ মাহমুদ, কার্যনির্বাহী সদস্য আহমেদ ওয়ালিদ, শাকিল হোসেন, বন্ধু রামিজ আহমেদ ও আসেফ উৎসসহ অন্যরা।
নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ

নাচোলে প্রয়াসের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমাবেশ নাচোলে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। নাচোলে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নওগাঁ জোনের (গোমস্তাপুর, পোড়শা ও মহাদেবপুর অঞ্চল) মাঠপর্যায়ের কর্মকর্তাদের উদ্বুদ্ধকরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রয়াসের ইউনিট-২২ নেজামপুরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ক্ষুদ্রঋণ কার্যক্রমের আওতায় ক্ষুদ্রঋণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষে আয়োজিত সমাবেশে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন মাঠকর্মী ও ম্যানেজারগণ এবং সকল সমস্যা কিভাবে সমাধান করা যাবে তার দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিচালক পঙ্কজ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। সমাবেশে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ ফিলিস্তিনে নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে শিবগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানের ব্যানারে শিবগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন, আল বশরী সোহান, আসাদুল আলী, মামুন, মুকুল, শাহাদাৎ হোসেন ও হাফেজ শামিম হোসাইন। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজান মাসে ফিলিস্তিনে নৃশংসভাবে গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলা চালিয়ে মুসলমানদের গণহত্যা করছে ইজরায়েল। এই গণহত্যা ও হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সারা বাংলাদেশের সকল ব্যবসায়ী থেকে ক্রেতা পর্যন্ত সকলকে ইজরায়েলের সকল পণ্য বর্জন করার আহ্বান জানান বক্তারা। ফিলিস্তিনে ও গাজায় মুসলমানদের হামলা ও গণহত্যা বন্ধ করার জন্য জাতিসংঘের নিকট পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। ফিলিস্তিনে হত্যা ও গাজায় হামলা বন্ধ না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয় সমাবেশে। এদিকে, ফিলিস্তিনির গাজায় নারী ও শিশুদের উপর ইসরাইলের বর্বরোচিত বোমা হামলা, হত্যাযজ্ঞ ও বিশ্ব নেতাদের নিরবতার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ জুম্মার নামাজের পর রহনপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদ থেকে মুসল্লিরা বিক্ষোভ মিছিল বের করে রহনপুর শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে তারা কলোনিমোড়ে প্রতিবাদ সমাবেশ করে। সেখানে বক্তব্য দেন রহনপুর পূর্ণভবা মহানন্দা আইডিয়াল কলেজের শিক্ষক ও জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল, মাওলানা শাহজালাল, তৌহিদ বিন মুফাজ্জল, রহনপুর স্টেশন বাজার জামে মসজিদের ইমাম আনোয়ার হোসেন, রহনপুর পুরাতন বাজার জামে মসজিদের ইমাম মুফতি মনিরুজ্জামান, মন্ডল টাইলস মসজিদের ইমাম নজরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র হিজবুল্লাহসহ অন্যরা। বক্তারা বলেন জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ফিলিস্তিনি মুসলমানদের জন্য অর্থ সংগ্রহ করে সেখানে পাঠানোর ব্যবস্থা করতে হবে এবং অবিলম্বে ইসরাইলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য সমস্ত মুসলিম বিশ্বকে এক হবার আহবান জানানো হয়। সমাবেশ শেষে গাজায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশ

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে ওরিয়েন্টশন চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে স্থানীয় অংশীজনদের ওরিয়েন্টশন ও প্রশিক্ষণ-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই কর্মসূচির আয়োজন করে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আওতায় আয়োজিত ওরিয়েন্টেশনে অংশগ্রহণ করেন স্থানীয় নেতৃবৃন্দ, স্বাস্থ্য ও সমাজকর্মী, শিশু ও যুব সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতারা। সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন আলহাজ¦ আব্দুস সামাদ কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ফিল্ড সুপার ভাইজার এ.বি.এম.জি.কিবরিয়া, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চের প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল, আব্দুর রহিমসহ অন্যরা। বক্তারা বাল্যবিয়ে ও শিশুর প্রতি সংহিসতা বন্ধে সচেতনতামূলক কার্যক্রম আরো জোরদার করার আহ্বান জানান।
গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ

গোদাগাড়ীতে কৃষক মাঠ দিবস : বিনা ছোলা-৬’র গড় ফলন প্রতি বিঘায় সাড়ে ৫ মণ রাজশাহীর গোদাগাড়ীতে বাংলাদেশ পরামাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ছোলার জাত বিনা ছোলা-৬’র প্রচার ও সম্প্রসারণ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের আইহাই ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর সহযোগিতায় বিনা উপকেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ এই মাঠ দিবসের আয়োজন করে। বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের অর্থায়নে অনুষ্ঠিত মাঠ দিবসের আলোচনায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বিনা’র মহাপরিচালক ড. আবুল কালাম আজাদ। বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. আজাদুল হকের সভাপতিত্বে এবং চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিনা’র গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পিএসও এবং প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, বিনা’র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. বাবুল আকতার, ঢাকা বিআরসি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আহমেদ নুমেরী আশফাকুল হক, রাজশাহী হটিকালচার সেন্টারের এডিডি সাবিনা বেগম, গোদাগাড়ী উপজেলা কৃষি অফিসার মরিয়ম আহমেদ, গোদাগাড়ী উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. গোলাম আযম। মাঠ দিবসের আলোচনা সভায় স্থানীয় কৃষকরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা বর্তমানে গোদাগাড়ী উপজেলাসহ বরেন্দ্র অঞ্চলের পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে ধানের চাষাবাদ কমিয়ে পানি সাশ্রয়ী ফসল, ছোলা, মসুর, গম, সরিষা, আলু, ভুট্টাসহ বিভিন্ন উন্নত জাতের ফসল চাষাবাদের পরামর্শ দেন। মাঠ দিবসে জানানো হয়, বিনা ছোলা-৬ জাতের বৈশিষ্ট্য হচ্ছে এর জীবনকাল ১২২-১২৬ দিন, বীজের দানা বড়, উজ্জ্বল বর্ণ, বীজ বপনের উপযুক্ত সময় ১৫ অক্টোবর হতে ১৫ নভেম্বর (কার্তিক মাস), রোগপ্রতিরোধী অতি খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করা যায় এবং গড় ফলন পাওয়া যায় প্রতি বিঘায় ৫ থেকে সাড়ে ৫ মণ। এই জাতটি বর্তমানে চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল, গোমস্তাপুর, রাজশাজীর গোদাগাড়ীসহ খরাপ্রবণ এলাকায় চাষাবাদ করে কৃষকরা লাভবান হচ্ছে বলে জানানো হয়।