ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা-তামিম-শান্তরা

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন হামজা-তামিম-শান্তরা সারা বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। দিনটি আনন্দ এবং ভালোবাসার এক অনন্য মুহূর্ত।  দিনটি উপলক্ষে দেশের ক্রীড়াঙ্গন থেকে আন্তর্জাতিক ক্রীড়া তারকারা ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।   ঈদ উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের সবচেয়ে বড় ফুটবল তারকা হামজা চৌধুরী থেকে শুরু করে বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো, বাংলাদেশের ক্রিকেট তারকা তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরা সবাই জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। এছাড়া ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসি ঈদের শুভেচ্ছা জানিয়েছে। সম্প্রতি আলোড়ন তুলে বাংলাদেশ ফুটবলে অভিষেক হয় হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে ম্যাচ খেলে ইংল্যান্ডে ফিরে গেলেও, নিজ দেশের সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানাতে ভোলেননি হামজা। এক ভিডিও বার্তায় হামজা বলেছেন, ‘আমার ও আমার পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা। সবার সঙ্গে দ্রুত আবার দেখা হবে। ’ আল নাসরে খেলার সুবাদে মধ্যপ্রাচ্যের সংস্কৃতিকে ভালোবেসে ফেলেছেন রোনালদো। তাইতো জোব্বা পরে, সৌদি আরবের জাতীয় পতাকা গায়ে জড়িয়ে সবার সঙ্গে ঈদ উৎসবে সামিল হন পরতুগিজা উইঙ্গার। ঈদের শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, এই বিশেষ সময়টি আপনি ও আপনার পরিবারের জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক। এদিকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘ঈদ মোবারক সবাইকে। আশা করি সবাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছেন।  টাইগারদের সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পবিত্র ঈদে ভক্ত ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি দুঃসময়ে তার পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রিয় বন্ধুদের সঙ্গে আনন্দ আড্ডার ছবি পোস্ট করে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সমর্থকদের উদ্দেশে ভালোবাসা রাঙানো পোস্ট করেছেন ক্রিকেটার মুমিনুল হক। পরিবারের সঙ্গে আনন্দঘন মুহূর্তের ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মুসলিম উম্মাহর শান্তি কামনা করে শুভেচ্ছা জানিয়েছে রোনালদোর ক্লাব আল নাসর ও সৌদি আরবের আরেক ক্লাব আল হিলাল। বরাবরের মতো এবারও শুভেচ্ছা বার্তা দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। এছাড়া ঈদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ

শিবগঞ্জে ক্রিকেট ব্যাট নিয়ে সংঘর্ষে ২৫ জন আহত ককটেল বিস্ফোরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ক্রিকেট ব্যাট হারিয়ে যাওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছে। একই সঙ্গে কয়েকটি দোকানপাটে ভাঙচুরের পর লুটপাটের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মনাকষা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সম্প্রতি উপজেলার মনাকষা ইউনিয়নের নামোটোলা ও খড়িয়াল শেখটোলা গ্রামের যুবকদের মধ্যে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। ওই ম্যাচে নামোটোলা গ্রামের যুবকদের একটি ব্যাট হারিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৯টার দিকে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে ঘটনাটি গ্রামের বাসিন্দাদের মধ্যে জানাজানি হলে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামবাসী। সংঘর্ষ চলাকালে অন্তত ২০-২৫টি ককটেল বিস্ফোরিত হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পুলিশ। এ সময় পুলিশের গাড়িতেও হামলার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। এছাড়া মনাকষা বাজারের কয়েকটি দোকানে ভাঙচুরের পর লুটপাটের অভিযোগ ওঠে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, পুলিশ ও যৌথ বাহিনীর প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

অবৈধ বালু উত্তোলন ও ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন

অবৈধ বালু উত্তোলন ও ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন ভাঙন ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে মানববন্ধন করেছেন তিনটি ইউনিয়নের জনসাধারণ। বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সদর উপজেলার আলাতুলী, দেবীনগর ও শাহজাহানপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, বারবার নদী ভাঙনের শিকার হয়ে আমরা তিনটি ইউনিয়নের বাসিন্দারা জীবনের ঝুঁকি নিয়ে নদী পাড়ে বসবাস করছি। পানি উন্নয়ন বোর্ড ২০১৪ থেকে ২০১৬ সালে প্রায় সাড়ে ৬০০ কোটি টাকা ব্যয়ে পদ্মা নদীর ভাঙন রোধে বাঁধ নির্মাণ করেছে। কিন্তু বালু উত্তোলনের ফলে বাঁধের ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে আমাদের এলাকা ভাঙনের মুখে পড়েছে। তারা আরো বলেন, এরই মধ্যে নদীর বাঁধ ভেঙে বেশ কিছু বসতবাড়ী, স্কুল, মাদ্রাসাসহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাদী জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মানববন্ধনে বক্তব্য দেন- স্থানীয় বাসিন্দা মতিউর রহমান কায়সার, আব্দুল আলিম, মো. কাওসার, আব্দুল জলিল, মাসুদ রানাসহ অন্যরা। মানববন্ধন শেষে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও নতুন করে ইজারা না দেয়ার দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫টি ঈদগাহে এবার নামাজ

চাঁপাইনবাবগঞ্জে ৫৮৫টি ঈদগাহে এবার নামাজ এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৫৮৫টি ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। এর মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৬৩টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১৪৮টি এবং ভোলাহাট উপজেলায় ৩০টি ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। জেলা ইসলামিক ফাউন্ডেশন সূত্রে এই তথ্য জানা গেছে। তবে ঈদগাহের এই সংখ্যা কম-বেশি হতে পারে বলেও জানা গেছে। এদিকে এবার চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে ঈদের জামায়াত হবে না। তবে এবার জেলা ও উপজেলা মডেল মসজিদে ঈদের নামাজের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঈদগাহ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সিদ্ধান্ত মোতাবেক ফকিরপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সোয়া ৭টায় প্রথম ও সকাল ৮টায় দ্বিতীয় জামায়াত অনুষ্ঠিত হবে। অন্যদিকে সকাল পৌনে ৮টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংকৃতিক কেন্দ্রে ঈদের জামায়াত অনুষ্ঠিত হবে। এখানে মহিলাদের জন্যও ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়। জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) ইয়াসির আরাফাত, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, ফকিরপাড়া মসজিদ ও ঈদগাহ কমিটির নেতৃবৃন্দসহ অন্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণ পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডের হতদরিদ্র, অসহায়-দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে পৌরসভার চত্বরে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর নিবার্হী কর্মকর্তা মামুন অর রশিদ, একাউন্টস অফিসার আহসান হাবিব, গোলাম ফারুক, গোলাম মোস্তফা, উপজেলা ট্যাগ অফিসার আব্দুল মতিনসহ আরও অনেকে। পৌরসভার ১৫টি ওয়ার্ডে ৪ হাজার ৬২১ জনকে ১০ কেজি করে ৪৬ দশমিক ২১০ মে.টন চাল বিতরণ করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে যাকাতের নগদ অর্থ বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে যাকাতের নগদ অর্থ বিতরণ পবিত্র ঈদুল ফিতর ২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠান ‘এরফান গ্রুপের উদ্যোগে দুঃস্থ, অসহায় ও হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার হিসেবে ২ হাজার ৪০০ মানুষের মাঝে ১৫০০ টাকা করে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কল্যানপুরে এরফান গ্রুপের প্রয়াত চেয়ারম্যান এরফান আলীর বাসভবনের পিছনে চাতালে এসব নগদ অর্থ বিতরণ করেন এরফান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, মাহবুব আলম সিআইপি। অর্থ বিতরনকালে উপস্থিত ছিলেন ‘এরফান গ্রুপের এক্সিকিউটিভ ডাইরেক্টর কামরুজ্জামান, জেনারেল ম্যানেজার আলহাজ্ব সাইফুল ইসলাম, সিনিয়র ব্যবস্থাপক ( প্রশাসন ও মানব সম্পদ) মোঃ রেজাউল করিম, স্টোর ডেপুটি ম্যানেজার জামাল উদ্দিন,একান্ত সচিব আব্দুল্লাহ আল মামুন ফাহিম , কৃষি বিভাগের প্রধান নাসরুম মিনাল্লা বাচ্চুসহ এরফান গ্রুপের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নগদ অর্থ বিতরণকালে চাঁপাইনবাবগঞ্জ পুলিশের টিম সহায়তা করে।

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি

শিবগঞ্জে অগ্নিকান্ডে আমের আড়তে ১৬ লাখ টাকার ক্ষতি শিবগঞ্জে অগ্নিকা-ে আমের আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আজ সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া বাজারে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আড়ৎ মালিক উপজেলার পারদিলালপুর গ্রামের আইনাল হকের ছেলে আরিফুল ইসলাম। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ধোবড়া বাজারে একটি আমের আড়তে কে বা কারা আগুন লাগিয়ে পালিয়ে যায়। এতে আড়তে রাখা ৬ হাজার ক্যারেট ও বিভিন্ন জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়রা আগুন নিভাতে গেলেও সক্ষম হতে পারিনি। তবে উপজেলা ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের আনার আগের সব পুড়ে যায়। আরিফুল ইসলামের আড়তে আগুন লেগে সব পুড়ে যাওয়ায় তিনি বর্তমানে অসুস্থ হয়ে পড়েছেন। নিজ বাসায় স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত আরিফুল ইসলাম বলেন, প্রতি বছর ধোবড়া বাজারে আমের আড়ৎ করে সংসার চালায়। অন্যান্য সদস্যদের নিয়ে কোন রকমে সংসার চালায়। আড়তে পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে সব পুড়িয়ে দিয়েছে সন্ত্রাসী। এতে আমি একেবারের নিঃশ^ হয়ে পড়েছি। আড়তের প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি আইনের কাছে আশ্রয় নিবো। উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যে, সঠিক তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমার সংসারের সদস্যদের মুখে অন্ন তুলে দিবেন। উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার কাদেরী কিবরিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে আড়ৎ মালিক জানিয়েছেন, তার ৬ হাজার ক্যারেট পুড়েছে। তবে প্রাথমিক ধারণা- লাখ টাকার ক্ষতি হয়েছে তার। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলী বলেন, ক্ষতিগ্রস্থ ব্যক্তিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদায় চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন   যথাযোগ্য মর্যাদায় এবং ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে। আজ ভোরে তোপধনি এবং সূর্যোদয়ের সাথে সাথে পতাকা উত্তোলণের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সামনের চত্বরে শহিদ মুক্তিযোদ্ধাদের নামাংকিত স্মৃতিফলকে পূষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক আব্দুস সামাদের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার রেজাউল করিমের নেতৃত্বে পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠন, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। সকাল ৯টায় শহরের ডা. আ.আ.ম মেসবাহুল হক ষ্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আব্দুস সামাদ। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার রেজাউল করিম বিপিএম সেবা, সিভিল সার্জন ডা. একে.এম.শাহাব উদ্দীন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা তরিকুল আলম, ছাত্র প্রতিনিধি আব্দুর রাহিমসহ অন্যান্যরা। এছাড়াও বিশেষ প্রার্থনা, সড়ক সজ্জিতকরণ, ভবন আলোকসজ্জা, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধুলা, এতিমখানা, জেলখানা, বৃদ্ধাশ্রমে বিশেষ খাবার, মুক্তিযুদ্ধের চলচিত্র প্রদর্শণ সহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি

ঈদ-উল-ফিতর উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৯ দিন ছুটি পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলায় অবস্থিত সোনামসজিদ স্থলবন্দরে আমদানী-রপ্তানী এবং সিএন্ডএফ বিষয়ক সকল কার্যক্রম ২৮ মার্চ শুক্রবার থেকে আগামী ৫ এপ্রিল শনিবার পর্যন্ত টানা ৯দিন বন্ধ থাকবে। বন্ধ শেষে আগামী ৬ এপ্রিল রবিবার যথারীতি বন্দরের সকল কার্যক্রম চালু হবে। তবে এ সময় পণ্য লোড-আনলোড, গুদামজাত, পরিবহনের মত কিছু আভ্যন্তরীন কার্যক্রম চালু থাকবে। সোনামসজিদ স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান এবং বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান এসব তথ্য নিশ্চিত করেছেন। সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন আহব্বায়ক মোস্তাফিজুর রহমান বলেন, সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েসন যৌথভাবে এসব সিদ্ধান্ত নিয়েছে। ইতমধ্যে আমদানী ও রপ্তানীকারক গ্রুপ পত্রের মাধ্যমে বন্দর কার্যক্রম বন্ধের বিষয়টি দুই দেশের সকল সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি পক্ষকে জানিয়ে দিয়েছে। পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড অপারেশন ম্যানেজার কামাল খান বলেন, টানা ৯ দিন ছুটির মধ্যে আগামী ২৮ মার্চ শুক্রবার সাপ্তাহিক ছুটি। এরপর ২৯ মার্চ রোববার থেকে শুরু হবে টানা ৮ দিনের ঈদের ছুটি। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট (আইসিপি) ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, বন্দর বন্ধ থাকলেও ঈদের দিনসহ প্রতিদিনই খোলা থাকবে ইমিগ্রেশন। ফলে পাসপোর্টধারী যাত্রীদের বাংলাদেশ ও ভারতে গমন প্রতিদিনই যথারীতি চালু থাকবে।

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে গণহত্যা দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জ ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৫ পালন এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের ইতিহাস বুকে ধারণ, নতুন প্রজন্মকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা, ২৪ এর আন্দোলন স্মরণে রাখার আহ্বান জানান। জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াশিন আলী, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তাফা, জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি খায়রুল ইসলাম, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ইমরুল কায়েস, এলজিইডি ইঞ্জিনিয়ার শাহিনুল ইসলাম, সমাজ সেবা অফিসার সোহেল রানা, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, বিএমডিএ ইঞ্জিনিয়ার রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতো, সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা অফিসার হারুন অর রশিদ। আলোচনা শেষে গণহত্যা দিবসের সকল শহিদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।