বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান

বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় অংশীজনদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সদর উপজেলার কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে এ সংলাপ অনুষ্ঠিত হয়। আজ সকালে অনুষ্ঠিত সংলাপে কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মসিদুল হকের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, একই প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবদুল হাই। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারি স্বাস্থ্য পরিদর্শক আয়েশা বেগম, আইরিন বেগম, সালমা বেগম, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমসহ অন্যরা। অনুষ্ঠানটি আয়োজনে সহায়তা করেন এসএসবিসি প্রকল্পের তহরুল হক। সংলাপটি স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (SSBC) প্রকল্প এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে  গ্রাম আদালত বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে  গ্রাম আদালত বিষয়ক কর্মশালা নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ গ্রাম আদালতের কার্যক্রম গতিশীল ও বেগবান করতে চাঁপাইনবাবগঞ্জে জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। তিনি বলেন, এ প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দেশের বিভিন্ন ইউনিয়নে গরিব দরিদ্র মানুষেরা এ আদালতের মাধ্যমে অভিযোগ করে বিচার ও সমাধান পাচ্ছে। সেই সাথে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ও অবগত হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সদর উপজেলা নিবার্হী অফিসার মারুফ আফজাল রাজন, গোমস্তাপুর উপজেলা নিবার্হী অফিসার জাকির মুন্সি, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন সদর উপজেলার রানীহাটী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর কাইসাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা সলিমুল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। গতকাল দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে সহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকাল ৩টায় কৃষ্ণগোবিন্দপুর ধুমিহায়াতপুর গোরস্থন প্রাঙ্গণে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর নামাজে জানাজা শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, সদর থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান টুলুসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন

মৃতের পরিবারসহ ২৩ সদস্যকে অনুদান দিল শ্রমিক ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের মৃত ৬ সদস্যের পরিবারকে ৪ লাখ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে। সোমবার সকালে শ্রমিক ভবনে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা দেয়া হয়। একই অনুষ্ঠানে সংগঠনের ১৭ সদস্যের সন্তানদের বিয়ের জন্য দেয়া হয় আরো ৪ লাখ ৭০ হাজার টাকার অনুদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিট সভাপতি আব্দুল ওয়াহেদ, জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার, জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আব্দুল মতিনসহ অন্যরা। আয়োজকরা জানান, সংগঠনের মৃত ৬ সদস্যের পরিবারকে ৭০ হাজার টাকা করে মোট ৪ লাখ ২০ হাজার টাকা দেয়া হয়। অন্যদিকে সংগঠনটির ১৭ সদস্যকে তাদের সন্তানের বিয়ের জন্য দেয়া হয় ৪ লাখ ৭০ হাজার টাকা। জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নিজস্ব তহবিল থেকে এ আর্থিক সহায়তা দিয়ে আসছে।

শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু

শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর শুরু চাঁপাইনবাবগঞ্জে শাহ নেয়ামতুল্লাহ কলেজে গাইড ডে নভেম্বর-২০২৫ শুরু হয়েছে। সোমবার কলেজের অ্যাডভোকেট সুলতানুল ইসলাম মনি উকিল মিলায়তনে মানবিক বিভাগের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজটির অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকী নয়নের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন— গভর্নিং বডির সভাপতি সাবেক এমপি মো. লতিফুর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন উপাধ্যক্ষ মো. শরিফুল আলম। উপস্থাপনায় ছিলেন কলেজটির জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. শামীমা আকতার। প্রধান অতিথির বক্তব্যে মো. লতিফুর রহমান শিক্ষার্থীদের ক্লাসে শতভাগ হাজির থাকার আহ্বান জানিয়ে বলেন, শাহ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার মান উন্নয়নে কলেজ কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা করছে। এই কলেজের শুধু শিক্ষার্থীই নয়— কলেজের মানও উন্নয়ন করব, এজন্য শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে আসতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেককে মানবিক হতে হবে। দরিদ্র শিক্ষার্থীদের সবরকম সাহায্য সহযোগিতা করা হবে, শিক্ষার পরিবেশের উন্নয়ন ঘটানো হবে, ক্রীড়া ও সাংস্কৃতির উন্নয়ন ও তাতে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। পর্যায়ক্রমে একদাশ শ্রেণীর বিজ্ঞান ও কমার্স বিভাগের শিক্ষার্থীদের জন্য গাইড ডে নভেম্বর পালন করা হবে বলে জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১০ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৫ জন ও বহির্বিভাগে ৩ জন এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ২৩ জন রোগী। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ১ জন ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৭ জন পুরুষ ও ৫ জন মহিলাসহ ১২ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ পুরুষ ও ২ জন মহিলাসহ ৪ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে সোমবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৬৫৯ জন।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম এদিয়ে নিতে ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়।  

বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে চোরাচালানকৃত স্মার্টফোন জব্দ

বিজিবির অভিযানে ভোলাহাট সীমান্তে ডোবায় ভাসমান প্যাকেট থেকে চোরাচালানকৃত স্মার্টফোন জব্দ ভোলাহাট উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে ভারত থেকে চোরাচালানে আনা ১২টি স্মার্টফোন জব্দ হয়েছে। গত শনিবার রাত ১০টার দিকে ভোলাহাট সদর ইউনিয়নের চামুচা গ্রামের গড়ের মাঠ নামক স্থানে একটি ডোবায় ভাসমান একটি প্যাকেট জব্দ করে চাঁনশিকারী বিওপির একটি বিশেষ টহল দল। পরে ওই প্যাকেট তল্লাশী করে ভারতীয় বিভিন্ন মডেলের ওই ১২টি ফোন জব্দ হয়। গতকাল ৫৯বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৯৬ বাই ২ এস হতে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে ওই অভিযান চালানো হয়। অভিযানে জব্দ ফোন চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে বলেও জানান অধিনায়ক। সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযাœ জোরদার করা হয়েছে বলেও জানান অধিনায়ক।

পর্দা নামল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন গোমস্তাপুর

পর্দা নামল মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের, চ্যাম্পিয়ন গোমস্তাপুর চাঁপাইনবাবগঞ্জে ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’, ‘মাদক নয়-আম চাষে করব বিশ্বজয়’, ‘মাদককে না বলুন’— এমন সব স্লোগানে আয়োজিত মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শেষ হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলার মধ্য দিয়ে শেষ হয় এই টুর্নামেন্ট। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে শিবগঞ্জ উপজেলা ও গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে শিবগঞ্জ উপজেলা দলকে ৫-৪ গোলে পরাজিত করে গোমস্তাপুর উপজেলা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে ট্রফি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সোলায়মান। তিনি গোমস্তাপুর উপজেলা দলকে ‘মাদকবিরোধী বিশেষ দূত’ ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। সভাপতির বক্তব্য দেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আলী আসলাম হোসেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিনার জাকির মুন্সী, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজনসহ অন্যরা। জেলা প্রশাসক বলেন— আজকের এই ফুটবল টুর্নামেন্টের মূল সুর ছিল তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে সরিয়ে স্মার্ট, ফিট, হ্যান্ডসাম নাগরিক তৈরি করা। ফুটবল খেলোয়াড়রা হবে অনুকরণীয় ও অনুসরণীয়, তাদের কাজ চাল-চলন হবে অন্যরকম। ফুটবল খেলোয়াড়রা শুধু ফুটবল খেলবে না, সমাজের বিভিন্ন ভালো কাজ ও দুর্যোগে সবার আগে এগিয়ে গিয়ে যাবে, তারা সমাজের আইকন হবে। এ খেলা মাদকের বিরুদ্ধে যুদ্ধ। তিনি আরো বলেন, উদ্বোধনের দিন তোমরা শপথ করেছ মাদকের বিরুদ্ধে লড়বে। আজকের চ্যাম্পিয়ন গোমস্তাপুর উপজেলা ফুটবল দল হচ্ছে মাদকের বিরুদ্ধে বিশেষ দূত। যেখানেই মাদকের ছোবল সেখানেই তারা হানা দিয়ে তাদের বলবে, চল ভাই খেলতে যাই। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই টুর্নামেন্টের আয়োজন করে। সহযোগিতা করে জেলা ক্রীড়া সংস্থা। টুর্নামেন্টে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, শিবগঞ্জ উপজেলা, গোমস্তাপুর উপজেলা, নাচোল উপজেলা ও ভোলাহাট উপজেলা ফুটবল দল অংশগ্রহণ করে।

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সদর উপজেলার মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে পড়ালেখার মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে এসএসসি পরীক্ষার্থী, জুনিয়র বৃত্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির (এসএমসি) কমিটির সদস্যবৃন্দদের নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসএমসি কমিটির সভাপতি আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন— বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের লক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন— বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, অত্র এলাকার শিক্ষানুরাগী ব্যক্তি আব্দুল জাব্বার, আব্দুল বারী, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন, সহকারী শিক্ষক খাদিজাতুল কোবরা, কামাল উদ্দিন, গোলাম কবীর। অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন— মোশারফ হোসেন, শিক্ষার্থীদের মধ্যে ইসরাত জাহান, মারুফ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সিফাতুল্লাহ। এসময় বক্তারা বলেন, বর্তমানে শিক্ষার্থীরা পড়ালেখার তুলনায় মোবাইলে বেশি আসক্ত হয়ে পড়েছে। এ আসক্তি একেবারে নেশার পর্যায়ে চলে গেছে। তাই শিক্ষার্থীদের হাতে বেশিক্ষণ মোবাইল ফোন রাখা যাবে না। সকাল ও সন্ধ্যাবেলায় যেন শিক্ষার্থীরা নিয়মিত পড়ালেখা করে, সেদিকে অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। বাল্যবিয়ে বন্ধ করতে হবে। শিক্ষার্থীদের পাঠোদ্ধারে শিক্ষকগণ সদা প্রস্তুত। তাই যে কোনো সমস্যায় নিঃসংকোচে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের সাথে সমস্যার কথা বলে, সেদিকে খেয়াল রাখতে হবে। তবেই পরীক্ষায় ভালো ফলাফল করা সম্ভব হবে।