01713248557

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত

গোমস্তাপুরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত গোমস্তাপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় কাওসার আলী নামে ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। সে চৌডালা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের নন্দলালপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে বাড়ির সামনের আঞ্চলিক সড়কে খেলা করার সময় অজ্ঞাত পরিচয় একটি মোটরসাইকেলের সাথে ধাক্কায় আহত হয় কাওসার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই মোটরসাইকেলটি পালিয়ে যায়। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক- এসআই মঈন চৌধুরী জানান, পুলিশ মোটরসাইকেলটি শনাক্ত ও আটকে অভিযান শুরু করেছে। এ ঘটনায় থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ। পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে।

শেষ হলো ওয়ার্ল্ড ভিশনের ৩দিন ব্যাপী পরিকল্পনা বিয়ষক কর্মশালা

শেষ হলো ওয়ার্ল্ড ভিশনের ৩দিন ব্যাপী পরিকল্পনা বিয়ষক কর্মশালার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রামের ৩ দিনব্যাপী কর্মশালা শেষ হয়েছে। নবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিব খাাঁন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী আফিসার মোসা. তাছমিনা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর সোয়াইব। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন রাজশাহীর সিনিয়র ম্যানেজার স্বপন মন্ডল, উপপরিচালক (প্রোগ্রাম কোয়ালিটি) করিম হাওলাদার, ম্যানেজার (কমিউনিটি এনগেজমেন্ট অ্যান্ড মনিটরিং পার্টনারিং) চৌধুরী তাশফিক ই হাবিব, প্রোগ্রাম কোয়ালিটি জাহাদুল ইসলাম, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার মো. রেজাউল করিম, সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, শিশু ও যুব ফোরামের সদস্য, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, শিশুদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আগামী ৫ বছরের জন্য কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এ লক্ষে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৪টি ইউনিয়ন এবং পৌরসভার ৩ ও ৫ নং ওয়ার্ড থেকে সর্বোস্তরের জনগণ বিশেষভাবে সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, স্থানীয় সরকার, ধর্মীয় প্রতিনিধ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ৩দিন ব্যাপি পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মপরিকল্পনা অংশগ্রহণ করে যেখানে শিশুকল্যাণে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করে তার অগ্রাধিকার নির্ণয় করা হয়। উক্ত কর্মশালায় সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করেন করীম হাওলাদার, চৌধুরী এম. তাশফিক-ই-হাবীব, এবং মো. জাহাদুল ইসলাম, এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সেক্টর স্পেশালিষ্টগণ কর্মশালায় সহযোগীতা প্রদান করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক বিষয়ে সহযোগীতা করেন ওয়ার্ল্ড ভিশন চাঁপাই এরিয়া প্রোগ্রামের সিনিয়র প্রোগ্রাম অফিসার মি. শ্যামল এইচ কস্তা ও মি. সুজন গ্রেগরী।

শিবগঞ্জে বঙ্গবন্ধু-বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ফাইনাল খেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। ফাইনালে ২-০ গোলে শ্যামপুর বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চাঁদপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল। অন্যদিকে ১-০ গোলে বাবুপুর লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় কৃষ্ণচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বালিকা দল। সমাপনী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল কুমার ঘোষ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মিটুল খান প্রমূখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম।

শিবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ

শিবগঞ্জে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে প্রশিক্ষণে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়াহেদা খাতুন। প্রশিক্ষণে ফিল্ড সুপারভাইজার রেজাউল করিমসহ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের গ্রাম কমিটির সভাপতি বা দলনেতা, সাংবাদিক, ইমাম, শিক্ষক, অবসরপ্রাপ্ত ব্যক্তি ও সংশ্লিষ্ট অফিসের কর্মচারীরা অংশগ্রহণ করেন। ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়নে বিভিন্ন নির্দেশনা দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম।

শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার

শিবগঞ্জের পাঁকায় ভিজিএফের চাল পেল ২৯৭৩ পরিবার পবিত্র ঈদুল আযহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯’শ ৭৩ অসহায় দুস্থ পরিবারের মাঝে শেখ হাসিনা সরকারের ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সকালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে পাঁকা ইউনিয়ন পরিষদ চত্বরে এই ভিজিএফের চাল বিতরণ করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। প্রত্যেক পরিবারকে দেয়া হয় ১০ কেজি চাল। এ সময় উপস্থিত ছিলেন পাঁকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, প্যানেল চেয়ারম্যান দাহারুল ইসলাম কামাল, ইউনিয়ন সমাজকর্মী মামুন অর রশিদ, ইউপি সদস্য বাসেদ আলী ও রফিকুল ইসলামসহ অন্যরা।

পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা

পলিটেকনিক ইনস্টিটিউটে মাদকবিরোধী আলোচনা ‘মাদক সেবন রোধ করি-সুস্থ সুন্দর জীবন গড়ি’- এই স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শিক্ষাপ্রতিষ্ঠানের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রতৌশলী আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আনিছুর রহমান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- উপাধ্যক্ষ সেলিম আহমেদ। উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন- ইলেকট্রিক্যাল টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর আফিদা রহমান ও রসায়ন বিভাগের (নন-টেক) চিফ ইন্সট্রাক্টর দূর্গা চরন রায়। বক্তারা মাদকের কুফল তুলে ধরে বলেন- মাদক এমনই একটি বস্তু, যা শুধু একজন মানুষকেই ধ্বংস করে না, গোটা পরিবারকে ধ্বংস করে, রাষ্ট্রের ক্ষতি করে। কাজেই মাদক থেকে দূরে থাকতে হবে, মাদক সেবনকারীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে ধরিয়ে দিতে হবে।

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল

শিবগঞ্জে ৭৩ হাজার ৮৩৫ অসহায় পরিবার পেল ভিজিএফের চাল আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে শিবগঞ্জের ১৫টি ইউনিয়নে ৭৩ হাজার ৮শ’ ৩৫টি অসহায় পরিবার পেয়েছে  ১০ কেজি করে ভিজিএফের  চাল। আজ বিকেলে এ তথ্য জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম। তিনি জানান, গত ৯ জুন থেকে ভিজিএফের চাল বিতরণ শুরু হয়ে চলে আজ পর্যন্ত। জনসংখ্যার ভিত্তিতে শাহাবাজপুর ইউনিয়নে ৭ হাজার ২৫৫টি পরিবার, দাইপুখুরিয়া ইউনিয়নে ৫ হাজার ৪৫৩টি, মোবারকপুর ইউনিয়নে ৪ হাজার ১২৯টি, চককীর্তি ইউনিয়নে ৫ হাজার ৫০টি, কানসাট ইউনিয়নে ৫ হাজার ৪৫৫টি, শ্যামপুর ইউনিয়নে ৫ হাজার ৫৬৯টি, বিনোদপুর ইউনিয়নে ৫ হাজার ৬৬১টি, মনাকষা ইউনিয়নে ৭ হাজার ২৫০টি, দুর্লভপুর ইউনিয়নে ৭ হাজার ৫৩৯টি, উজিরপুর ইউনিয়নে ১ হাজার ৩১৬টি, পাঁকা ইউনিয়নে ২ হাজার ৯৭৩টি, ঘোড়াপাখিয়া ইউনিয়নে ২ হাজার ৩০৬টি, ধাইনগর ইউনিয়নে ৫ হাজার ৩৪৪টি, নয়ালাভাঙ্গা ইউনিয়নে ৫ হাজার ৭৪৯টি, ও ছত্রাজিতপুর ইউনিয়নে ২ হাজার ৭৮৬টি পরিবার পেয়েছেন এই ভিজিএফের চাল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে হবে। ভিজিএফ কার্ডপ্রতি দেয়া হয় ১০ কেজি চাল। সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলা হয়েছে। এছাড়া চাল বিতরণ কাজ শেষ করে সমাপ্তি প্রতিবেদন ও মাষ্টাররোল দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ কার্যালয়ে প্রেরণের জন্য সকল চেয়ারম্যানকে অবহিত করা হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা

চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলা চাঁপাইনবাবগঞ্জে ২২৭ জাতের আম নিয়ে আম মেলার আয়োজন করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে ‘রপ্তানিযোগ্য আম উৎপাদন’ প্রকল্পের আওতায় আয়োজিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. পলাশ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মেলার উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুবু-উল-ইসলাম। সূচনা বক্তব্য দেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক। এসময় জেলা প্রশিক্ষণ অফিসার মো. আতিকুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) কে এম কাওছার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার সঞ্জয় সরকার, নাচোল উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরামসহ কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন- কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রহিমা খাতুন। মেলায় প্রদর্শিত আমের জাতসমূহ হচ্ছে- গোপাল ভোগ, ক্ষিরসাপাত, ল্যাংড়া, ফজলি, বোগলা গুটি, লক্ষণভোগ, গৌড়মতি, কাটিমন, তাইওয়ান গ্রিন, বারি-৩, ৪, ৫, ৬, ৭, ৮, ১০, ১১, ১৪, ১৬, ১৭, নাবী বোম্বাই, রানিপছন্দ, কালী বোম্বাই, মল্লিকা, মতিচুর, রাজ গুটি, ইলসাপেটি, বাউনিলতা, জাদুভোগ, রাংগোয়াই, দুধিয়া, ঠোটবাড়ী, ভুটভুটি, গোলাপবাস, ভারতী, কালো মেঘ, কাশি ল্যাংড়া, চরুসা, গৌড় পাহাড়ি, নাক ফজলি, পটল গুটি, কুমাপাহাড়ি, দ্বারিকা ফজলী, তাই-১ গ্রিন, রঙ্গিলা গুটি, বউ ভুলানি, জায়না গুটি, বান্দিগড়, আম্রপালি বড়, চন্দন গুটি, ইলামতি, গিড়াদাগী, গোলা গুটি, ভাদরি গুটি, ঝুমকা গুটি, লিচু গুটি, বাবই গুটি, মধুমতি গুটি, শান্তি গুটি, কইবি, রহিমুড়া, নায়েবি গুটি, ডিম গুটি, মুধুচুষকি, রাংগুয়াইন, আরাজাম, নবাবী গুটি, মেঘমল্লার, বুলবুলি, গোপাল গুটি, ক্যারাবাউ, হাজারি, কাচা মিষ্টি, সূর্যডিম, লুৎফর গুটি, চিংমাই, মিসরি কান্ত, স্যানডি আম্রপালি, ল্যাংড়া গুটি, দুধস্বর, আমেনা গুটি, বোম্বাই ক্ষিরসা, বনক্ষিরসা, বাগান বিলাস, বাতাসা গুটি, খুদি ক্ষিরসা, বুদ্ধ কালুয়া, রাজলক্ষ্মী, ব্রুনাইকিং, ফনিয়া, সিন্দুরী, সুরমা ফজলি, মোহনবাঁশি, ব্যানানা, মাধুরী, সিন্দি, বাতাসা, কাচ্চা মিঠা, গোড়মতি, বৃন্দাবনী, লতা বোম্বাই, কালুয়া, বেনারসী ল্যাংড়া, চিনা বোম্বাই, ইমাম পছন্দ, হিমসাগর, থ্যাইল্যান্ডি, কৃষ্ণভোগ, দারোদা ভোগ, কিং চাকাপাত, কালুয়া গোপালভোগ, ঝিনুক আশ্বিনা ও সুলতানী আশ্বিনা ইত্যাদি।

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে স্কুলছাত্রের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জ শহরের রেহাইচর এলাকায় নির্মিয়মান মহানন্দা রাবার ড্যাম এলাকায় মহানন্দা নদীতে গোসলে নেমে আবিদ হাসান নামে এক শিশুর মৃত্যৃূ হয়েছে। সে শহরের পিটিআই মাষ্টারপাড়া মহল্লার আনোয়ারুল ইসলামের ছেলে ও শহরের ফুলকুঁড়ি ইসলামিক একাডেমির ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, দুপুর ১২টার দিকে স্কুলছুটির পর ৩ সহপাঠী বাইসাইকেলে নিকটেই রাবার ড্যাম ঘাটে গোসলে গেলে এই দূর্ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশন লীডার হারুনুর রশিদ বলেন, দুপুর আড়াইটায় খবর পাবার পর রাজশাহী থেকে ডুবুরী দল ডাকা হয়। বিকাল ৫টার দিকে তারা আবিদকে নদী থেকে উদ্ধার করে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।  

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা

গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা গোমস্তাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা সভাকক্ষে এই বিতর্ক প্রতযোগিতা অনুষ্ঠিত হয়।  দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি কমিটির সভাপতি আতিকুল ইসলাম আজম। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলি। অন্য অতিথিদের মধ্যে উপজেলা ক্রীড়া সংগঠক আফতাব উদ্দিন লালান, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,গণমাধ্যম কর্মী ও শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয় অংশ গ্রহণ করে। এতে রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শেষ্ঠ বক্তা নির্বাচিত হন রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিযোগি আফিফা ইয়াসমিন।  বিচারকের দায়িত্বে ছিলেন রহনপুর পুনর্ভবা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রাকিব, খড়কাডাঙ্গা আলিম মাদ্রাসার শিক্ষক নুরুজ্জামান বাবু। পরে রুখবো দুর্নীতি, গড়বে দেশ হবে সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা চত্বরে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সভাকক্ষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।