চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, ১টি হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র, নগদ ৬৩ হাজার ৪১০টাকা এবং একটি পত্রিকার দু’টি পরিচয়পত্র (আইডি কার্ড)সহ শ্যামল রবিদাস নামে এক ব্যাক্তি আটক হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে মিস্ত্রিপাড়া মহল্লার শ্যামলের ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে। আজ দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চোরাচালান চক্রের সদস্য শ্যামলকে ওইসব মালামালসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। এটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১

র‌্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে বলে র‌্যাব জানিয়েছে। আটক যুবক গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের আব্দুল বাসিরের ছেলে ইউসুফ আলী। আজ সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে আটক করে বলে র‌্যাব জানায়। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহ হবে এমন তথ্যে র‌্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব জানায়।

৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের

৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের আয়োজনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেলে শহরের ফুড ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুঁলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে ৬২ জনকে বৃত্তি দেয়া হয়। তার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২১ জন, সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭ চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের  ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপ তরুন-যুবকের উত্তেজনার পর গত মঙ্গলবার রাতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে  ত্রাস সৃষ্টির চাঞ্চল্যকর ঘটনায় আজ বিকাল পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। আজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারশেন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিমতলা মোড় এলাকায় এলোপাতাড়ি অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রুপ। এতে এক নারীসহ অন্তত: ৪ জন সাধারণ মানুষ আহত হয়। একটি দোকানের দুটি কম্পিউটার  চুরমার হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ২টি ককটেল। এর আগে  ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায়  প্রতিপক্ষ বেলাল গ্রুপের সাথে  একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী ধারাল অস্ত্র সজ্জিত  মিলু গ্রুপের ৫০/৬০ জন যুবক এলাকায় মহড়া দিয়ে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়। ঘটনার পর ওই রাতেই(২৩ এপ্রিল) নিমতলা মোড়ের দোকানদার সুমন হোসেন পাটোয়ারী ২৪ জনকে এজাহারনামীয় ও আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরকসহ দন্ডবিধির একাধিক ধারায় থানায় সদর মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার  আরও জানান, মামলার পর ওই রাতেই পুলিশ বিবাদমান দু’গ্রুপের ৪ জনকে গ্রেপ্তার করে। চলমান অভিডানে আজ বিকাল পর্যন্ত গ্রেপ্তার হয় আরও ৩ জন। গ্রেপ্তার ৬ জন শহরের পিটিআই বস্তি ও একজন শহরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মালমার তদন্ত চলছে এবং জড়িত  অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।  

স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের

স্নাতক সমমানের দাবিতে মানববন্ধন ডিপ্লোমা নার্সেস ইউনিয়নের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৃথক তিনটি স্থানে এই কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস ইউনিয়ন (বিডিএসএনইউ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্প্যাসে, শহরস্থ শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা, শাহীবাগস্থ বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন। কর্মসূচিতে চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন- ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী রিফাত, সদস্য সচিব শাওয়াল আলী, সদস্য মাকসুদা খাতুন, সুমাইয়া আক্তারসহ অন্যরা। একই দাবিতে শান্তির মোড়ে অবস্থিত সেবা নার্সিং ইনস্টিটিউটের সামনে আয়োজিত মানববন্ধনে নেতৃত্ব দেন ইনস্টিটিউটের ২য় বর্ষের ছাত্র মো. রউফ। অন্যদিকে বিজয় নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শহরস্থ শাহীবাগে তাদের নিজ প্রতিষ্ঠানের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স শিক্ষার্থীদের ডিপ্লোমার মান বাদ দিয়ে সরাসরি ডিগ্রির (পাসকোর্স) সমমান দিতে হবে। আমরা এইচএসসি পাস করে তিন বছর কোর্স করার পরও আমাদের এইচএসসি সমমান দেওয়া হয়। আমরা এই এইচএসসি সমমানের মান চাই না। এইচএসসি পাসের পর ডিপ্লোমার পরিবর্তে সরাসরি ডিগ্রি পাসকোর্সের সমমান চাই। তা না দেওয়া হলে ক্লাস বর্জনসহ আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টা ও স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি জোরালো আহ্বান জানান তারা।

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে

অনূর্ধ্ব-১৫ বালকদের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে অনূর্ধ্ব-১৫ বালকদের ১১ দিনের ফুটবল প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) স্টেডিয়ামে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. আব্দুস সামাদ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছেন।

অনূর্ধ্ব-১৪ বালক বালিকাদের ১১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু

অনূর্ধ্ব-১৪ বালক বালিকাদের ১১ দিনের সাঁতার প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জে জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫’র আওতায় ১১ দিনের এই প্রশিক্ষণে ৪০ জন সাঁতারু শিক্ষার্থী অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার বিকেলে ডা. আ.আ.ম. মেসবাহুল (বাচ্চু ডাক্তার) স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুলে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচরীবৃন্দ উপস্থিত ছিলেন।

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার

ব্যাটারিচালিত অটোরিকশা চুরি : অটোরিকশা উদ্ধার ৯ জন গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া দুটি অটোরিকশাসহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধার করা হয়েছে। আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এই তথ্য জানানো হয়েছে। পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলকী বাগানপাড়ার সাইফুল ইসলামের ছেলে সোহেল রানা তার ভাড়ায় চালানো ব্যাটারিচালিত অটোরিকশাটি চাঁপাইনবাবগঞ্জ কোর্ট মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় রেখে মসজিদে মাগরিবের নামাজ আদায় করতে যান। নামাজ শেষে সন্ধ্যা ৭টার দিকে মসজিদ হতে বের হয়ে দেখেন তার অটোরিকশাটি নেই। তার ধারণা, অটোরিকশাটি অজ্ঞাত চোর বা চোরেরা চুরি করে নিয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি চুরি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার পর আসামিদের ধরতে সদর মডেল থানার একটি চৌকশ টিম তথ্য-উপাত্তের সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে ৯ জনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা আটোরিকশা চুরি ও ক্রয়-বিক্রয় চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে। তাদের স্বীকারোক্তি ও দেখানো মতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকা হতে চুরি হওয়া ২টি অটোরিকশা (একটির যন্ত্রাংশ খোলা অবস্থায়)সহ ৪টি অটোরিকশার ব্যাটারি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা

রহনপুর পৌরসভার নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়নে সভা রহনপুর পৌরসভায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন কর্মসূচির আইইউজিআইপি রিভিউ প্রকল্পের কাজকর্ম উপর নিয়ে টিএলসিসি, ডব্লিউসি, লিনিক সদস্যদের নিয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ অনুষ্ঠিত মতবিনিময় সভাগুলোয় সভাপতিত্ব করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও রহনপুর রহনপুর পৌরসভার প্রশাসক নিশাত আনজুম অনন্যা। এসময় উপস্থিত ছিলেন, আরবান ডেভেলপমেন্টের সিনিয়র স্পেশালিস্ট ও এই সফরের দলনেতা মি. কিয়াথু, সিনিয়র প্রজেক্ট অফিসার অমিত দত্ত রায়, ডেভেলপমেন্ট স্পেশালিস্ট মি. কারলস বাটারডা, রহনপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খাইরুল হকসহ প্রকল্পের অন্য কর্মকর্তা,পরামর্শকগণসহ অন্যরা। এদিকে তারা রহনপুর পৌরসভা উন্নয়নকাজসহ চলমান কাজগুলো ঘুরে দেখেন। এছাড়া মতবিনিময় সভাগুলো ঘুরে দেখেন।

নাচোলে কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ

নাচোলে  কৃষকের মাঝে ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ নাচোলে ২০২৪-২৫ অর্থ বছরে খরিফ-১/২০২৫ মৌসুমে কৃষি প্রনোদনার কর্মসূচীর আওতায় রোপা আউশ ধানের (উফশী) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সাড়ে ৫ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রনোদনার ধান বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনা (ভূমি) রাজিয়া সুলতানা। এসময় আরো উপস্থিত ছিলেন নাচোল ইউনিয়ন পরিষদ চেযারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুন নূর, উপসহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল হাসানসহ কৃষিবিভাগের অন্যান্য কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রতি কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।