চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ

চরঅনুপনগরে খরাসহিষ্ণু ফল ও ফসল চাষে প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে ‘খরাসহিষ্ণু ফল ও ফসলের চাষাবাদ’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়ন পরিষদ হলরুমে ‘এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় সিসিএজি সদস্যদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)। প্রশিক্ষণে জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রশমন ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং জলবায়ু স্থিতিস্থাপকতা বৃদ্ধির কৌশল নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের খরাসহিষ্ণু ফল ও ফসলের জাত নির্বাচন, বসতবাড়িতে বাগান করার কৌশল, মাটির গুণাগুণ উন্নয়ন, পানি সংরক্ষণ এবং রাসায়নিক সারের বিকল্প হিসেবে কার্যকর ভার্মি কম্পোস্ট তৈরির প্রক্রিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। প্রশিক্ষণ প্রদান করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ নায়েম উদ্দিন, চরঅনুপনগর ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা নাসরিন সুলতানা ও প্রকল্পের কৃষিবিদ ফয়জুল হক। বরেন্দ্র অঞ্চলের খরা পরিস্থিতি মোকাবিলায় খাপ খাইয়ে চাষাবাদ বিষয়ে দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ। এছাড়া ঋণ কার্যক্রমের নীতিমালা ও ধরন নিয়ে আলোচনা করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ইউনিট-১২ এর ব্যবস্থাপক ইতিআরা খাতুন। সার্বিক কার্যক্রম সম্পাদন করেন সিএমও সিভিল রোকনুজ্জামান।
ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

ফরম ফি বৃদ্ধির প্রতিবাদে গোমস্তাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন গোমস্তাপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। আজ দুপুরে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের প্রধান ফটকের সামনে দাড়িয়ে ঘণ্টাব্যাপি এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ ও মানববন্ধন শেষে শিক্ষার্থীরা অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলারের কাছে স্মারকলিপি প্রদান করেন। এ বিষয়ে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলাম ডলার জানান, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।
শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

শিবগঞ্জে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলা থেকে অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামী, তোজাম্মেল হক ওরফে তেজু নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি গত ১০ বছর ধরে পলাতক ছিলেন। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস.এম শাকিল হাসান বলেন, গতকাল রাতে গাপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ পৌর ইসরাইল মোড়ে এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মশিউদ্দিন ও স্বপন কুমারসহ একদল পুলিশ অভিযান চালায় এবং ঐ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানটি নিশ্চিত করেছেন। তিনি শিবগঞ্জ পৌর ৩ নং ওয়ার্ডের চকদৌলতপুর মহল্লার ইউনুসের ছেলে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ২০১৫ সালের ২০ আগষ্ট শিবগঞ্জ থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার হন তোজাম্মেল। এরপর জামিন নিয়ে তিনি এলাকা ছেড়ে পালিয়ে যান। ২০২৫ সালের ২৩ ফেব্রুয়ারী আসামীর অনুপস্থিতিতেই মামলার রায়ে তার সাজা হয়। এরপর গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত

শিবগঞ্জে উদ্যোক্তা নির্বাচনে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত শিবগঞ্জ উপজেলায় তারুণ্যের উৎসব ২০২৫ এর আওতায় শিক্ষানবিশ ও তরুণ উদ্যোক্তা নির্বাচনের লক্ষ্যে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শিবগঞ্জ ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কমিউনিটি আউটরিচ প্রোগ্রামে সভাপতিত্ব করেন, শিবগঞ্জ শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চাঁদ। এ সময় বক্তব্য দেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির আঞ্চলিক ব্যবস্থাপক রবিউল ইসলাম, রেইজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী আলম বিশ্বাস, ইউনিট-৮ ব্যবস্থাপক নাইমুল ইসলাম, তরুণ উদ্যোক্তা জামিলা খাতুন। প্রোগ্রামের শুরুতে রেইজ প্রকল্প সম্পর্কে আলোচনা করেন, কেস ম্যানেজমেন্ট অফিসার রাসেল আহমেদ, লাইফস্কিল অ্যান্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ মারুফ হোসেন। এ সময় প্রয়াসের অফিসার শাহরিয়ার শিমুল ও রেইজ প্রকল্পের শিক্ষনবিশ ও তরুণ উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক সহযোগিতায় আউটরিচ প্রোগ্রামের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী এই সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াসিম আকরাম, কৃষি কর্মকর্তা, সাকলাইন হোসেন, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ মাসুম,রহনপুর ইউনিয়ন চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, চৌডালা চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, বোয়ালিয়া চেয়ারম্যান সামিউল আলম শ্যামল, উপজেলা প্রেসক্লাব এর সভাপতি আতিকুল ইসলাম আজমসহ অন্যরা । মাসিক সভায় আইন শৃঙ্খলাসহ উপজেলার সার্বিক বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত

নাচোলের লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত নাচোল উপজেলার লক্ষীপুর কমিউনিটি ক্লিনিকে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সভায় উপস্থিত ছিলেন নেজামপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক সভাপতি আব্দুল জব্বার, মোজাম্মেল হক, সংরক্ষিত সদস্য রেবিনা খাতুন, কমিউনিটি ক্লিনিক সদস্য খুরশেদ আলম আব্দুল গাফফার, কাইয়ুমসহ অন্য সদস্যরা। বাংলাদেশ হেলথ ওয়াচ ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির সহযোগিতায় সভার আয়োজন করে উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম। এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক ও প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, সিএইচসিপি মাসুমা খাতুন, এফডব্লিউএ কামরুন নাহার, স্বাস্থ্য সহকারী আজিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের যুগ্ম সমন্বয়কারী আসাদুজ্জামান, সদস্য ঈশিতা খাতুন, প্রয়াসের মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক ও সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক। উল্লেখ্য, স্থানীয় পর্যায়ে স্বাস্থ্য অধিকার ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে জনসচেতনতা সৃষ্টি, স্বচ্ছতা তৈরি, জবাবদিহিতা বৃদ্ধি এবং সকল পর্যায়ে জনঅংশগ্রহণ নিশ্চিত করে স্বাস্থ্যসেবা খাতে টেকসই উন্নয়ন সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষে কাজ করছে নাচোল উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরাম।
শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক

শিবগঞ্জে তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের শরৎনগর জামাইপাড়ায় উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ জেলা তথ্য অফিস এই বৈঠকের আয়োজন করে। তারুণ্যনির্ভর, উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষে এই বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে ভিডিওকলে সংযুক্ত হয়ে বক্তব্য দেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) ডালিয়া ইয়াসমিন। এছাড়া বক্তব্য দেনÍ জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন, শ্যামপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের সদস্য তৌহিদা বেগম। বৈঠকে বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকের অপব্যবহার প্রতিরোধ, যৌতুক, নারী নির্যাতন, কন্যাশিশুর প্রতি বৈষম্য নিরসন, বৃক্ষরোপণ, পলিথিন বর্জন ইত্যাদি বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন। বৈঠকে নারী, পুরুষ, শিশুসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত

শিবগঞ্জে ৪টি জলাশয়ে পোনামাছ অবমুক্ত শিবগঞ্জে চারটি উন্মুক্ত জলাশয়ে ৪৬২ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় আজ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে পাগলা নদী ও তাহখানার পুকুরে এই পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেনÍ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহদাৎ হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান।
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৫ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৫ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ৮ জন এবং বহির্বিভাগে ৭ জন শনাক্ত হন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। তাদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৩ জনকে। এই ১৩ জনের মধ্যে ৭ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। অন্যদিকে শিবগঞ্জ থেকে ১ জন ও গোমস্তাপুরে ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভোলাহাটে ভর্তি আছেন ১ জন রোগী। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৭৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব

দেশে সার সংকট নেই-গোমস্তাপুরে কৃষি সচিব কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. এমদাদ উল্লাহ মিয়ান বলেছেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। এমনকি আগামী ডিসেম্বর পর্যন্ত যে পরিমাণ সারের চাহিদা রয়েছে, তা মজুত রয়েছে। আজ দুপুরে গোমস্তাপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ’র নদী থেকে সেচের পানি উত্তোলন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। কৃষি সচিব আরো বলেনÍ কিছু অসাধু লোক সারের কৃত্রিম সংকট বলে প্রচার করছে। তাদের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে। তিনি বলেনÍ অসচেতনতা ও অজ্ঞতার কারণে সারের মাত্রাতিরিক্ত ব্যবহার হচ্ছে। তা রোধে কাজ করছে সরকার। তিনি বলেনÍ কৃষি মন্ত্রণালয়ের যে বাজেট তার ৭০ শতাংশ বরাদ্দ দেয়া হচ্ছে সারের ভর্তুকি হিসেবে। এতে বছরে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বরেন্দ্র অঞ্চলের রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ভূগর্ভস্থ পানির ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাই বিভিন্ন দপ্তরের সাথে সমন্বয় করে এই অঞ্চলে কম পানি প্রয়োজন এমন ফসল চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়াও বৃষ্টির পানি আটকে রেখে ফসলে ব্যবহারের পাশাপাশি ভূগর্ভস্থ পানির ব্যবহার কমাতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নতুন করে প্রায় ৮০০ কোটি টাকার আরেকটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে বলে তিনি জানান। কৃষি সচিব বলেন, বরেন্দ্র অঞ্চলে বর্তমানে ব্যাপক ফসল উৎপাদন হচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে ভূগর্ভস্থ পানি ব্যবহারের কারণে পানির স্তর নিচে নেমে যাচ্ছে। তাই দুটি দিকই বিবেচনায় নিয়ে পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর ফলে একদিকে যেমন ফসল উৎপাদন স্বাভাবিক থাকবে, তেমনি ভূগর্ভস্থ পানির ব্যবহার যেন করা না হয় সেদিকে সজাগ রয়েছে সরকার। কৃষি মন্ত্রণালয়ের এই সচিব আরো বলেনÍ প্রকৃতির সাথে তাল মিলিয়ে কৃষিবান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর আগে তিনি মহানন্দা ও পুনর্ভবা নদীর মোহনা পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দা ও কৃষকদের সাথে কথা বলেন। এসময় তিনি নদীর গতিপ্রবাহ স্বাভাবিক রাখতে প্রকল্প পরিকল্পনার কথা জানান। পরে কৃষি সচিব গোমস্তাপুর উপজেলা বিএমডিএ’র নবনির্মিত ভবনের উদ্বোধন ও কার্যালয় চত্বরে ফলদ গাছের চারা রোপণ করেন। বিকেলে উপজেলার রহনপুর ইউনিয়নের মচকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ডাবল লিফটিং পদ্ধতিতে মহানন্দা নদীর পানি সেচ কাজে ব্যবহার এবং পরিবেশ উন্নয়ন’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এসময় উপস্থিত ছিলেন- বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. আবুল কাসেম, প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শিবির আহমেদ, সচিব নীলুফা সরকার, নির্বাহী প্রকৌশলী সানজিদা খানমসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তরের অন্য কর্মকর্তারা।