না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু

না ফেরার দেশে চলে গেলেন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য গৌরি চন্দ সিতু না ফেরার দেশে চলে গেলেন চাঁপাইনবাবগঞ্জের বিশিষ্ট সমাজ সেবক, সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব নারী সমাজের অহংকার গৌরি চন্দ সিতু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। গৌরি চন্দ সিতু রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য ছিলেন, ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাইয়ের সহধর্মিনী গৌরি চন্দ সিতু সচেতন নাগরিক কমিটি সনাকের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। এছাড়াও তিনি স্কাউটস ও গার্ল গাইডসের অন্যতম নেত্রী ছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসিন্দা ছিলেন। আজ সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেন ও স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস।
রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার

রাজশাহীতে রেললাইনের পাশ থেকে শিবগঞ্জের ধান কাটা শ্রমিকের লাশ উদ্ধার রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং এলাকায় রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান (৫০) নামের এক ধানকাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। হাবিবুরের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চর বারোরশিয়া গ্রামে। পুলিশ ধারণা করছে, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে ধান কাটা শ্রমিক হাবিবুরের। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান জানান, বুধবার সকাল ১০টার দিকে তারা খবর পান যে, রাজশাহী নগরীর দড়িখড়বোনা রেলক্রসিং সংলগ্ন এলাকায় একটি লাশ পড়ে আছে। খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। ওসি ফয়সাল বিন আহসান জানান, হাবিবুর রহমানসহ তার এলাকার কয়েকজন শ্রমিক খুলনায় ধান কাটতে গিয়েছিলেন। ধান কাটা শেষে তারা মহানন্দা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরছিলেন। অন্য শ্রমিকেরা ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ ফিরলেও হাবিবুর ফেরেননি। তার লাশ পাওয়া গেছে রেললাইনের ধারে। ধারণা করা হচ্ছে মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে দড়িখড়বোনা দিয়ে যাওয়া মহানন্দা ট্রেন থেকে হাবিবুর রহমান পড়ে মারা গেছেন। তবে ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী নেই। তিনি আরো জানান, মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। পুলিশের তদন্তও চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা করা হবে। তদন্ত শেষে এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেয়া হবে।
নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত

নাচোলে আইন শৃংঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিনি কন্সফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে নাচোল উপজেলা আইন শৃংঙ্খলা কমিটির মাসিক সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, নাচোল হাসপাতালের ইউএইচএ ডাঃ আহম্মেদ রায়হান শরিফ, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল উদ্দিন খান, নাচোল সরকারী কলেজের প্রদর্শক আমিনুল ইসলাম, মহিলা ডিগ্রী কলেজের শরীরচর্চা শিক্ষক দুরুল হোদা, আনসার ভিডিপির প্রশিক্ষক গোলাম সাকলাইনসহ অন্যান্যরা। আলোচনাসভায় চুরি, ডাকাতি ও ছিনতাই রোধে সিসি ক্যামেরা স্থাপন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কোচিং ও প্রাইভেট সেন্টার বন্ধ, ফটোস্ট্যাট এর দাকান বন্ধ, রাস্তার পাশে ইমারত নির্মানের সামগ্রী অপসারন, নাচোল হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ন্ত্রন, উপজেলা টু বাসস্ট্যান্ড এলাকায় জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্মানাধীন ড্রেন দ্রুত নির্মানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ

গোমস্তাপুর ও ভোলাহাটে কৃষি প্রণোদনার ধান বীজ বিতরণ গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১০টায় গোমস্তাপুর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কৃষকদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন- উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আতিকুল ইসলাম, কৃষক আলাউদ্দিন পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমান, রাকীব উদ্দীন, জুবাইদা আবেদিন, মিঠুন চন্দ্র দেবনাথ উপকারভোগী কৃষকরা। উল্লখ্য, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ৬ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ১ বিঘা জমির জন্য ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে বিতরণ করা হচ্ছে। অন্যদিকে ভোলাহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে আউশ (উফশী) ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। দিকে উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের সামনে দুই হাজার কৃষককে এ প্রণদনা দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানাযায়, ২০২৪-২৫ অর্থবছরের খরিফ-১ মৌসুমে আউশ (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে উপজেলার ২ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রণোদনা হিসেবে দেয়া হচ্ছে। বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) নিশাত আনজুম অনন্যা। এ সময় উপস্থিত ছিলেনÑ উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষে সহকারী প্রকৌশলী মো. লোকমান হাকিম, জনসাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আজমীর শেখসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন ‘দ্বন্দে কোন আনন্দ নাই, আপস কর ভাই- লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই’-প্রতিপাদ্যে এবং উৎসবমূখর পরিবেশে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচী উদ্বোধন করা হয়। এরপর জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন পথ ঘুরে শোভাযাত্রাটি জেলা জজ আদালতের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। কর্মসূচীতে অংশ নেন জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিজানুর রহমান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক আনিসুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ ইসাহাক, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম কনক, পাবলিক প্রসিকিউটর আব্দুল ওয়াদুদ, জেলা লিগ্যাল এইড অফিসার আবু সাঈদসহ অন্যরা।
চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে ৯৫ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় মিলন বাবু নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাস কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকাল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র আসামীর অনুপস্থিতিতে (পলাতক) আদেশ প্রদান করেন। দন্ডিত মিলন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ছত্রাজিৎপুরের যুক্ত রাধাকান্তপুর বহলাবাড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওয়াদুদ বলেন, ২০২০ সালের ৩১ ডিসেম্বর বিকালে র্যাব-৫ ব্যাটালিয়নের শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের দালালপাড়া বোলতলা মোড় এলাকা থেকে ৯৫ গ্রাম হেরোইনসহ আটক হয় মিলন। এঘটনায় পরদিন ২০২১ সালের ১ জানুয়রী শিবগঞ্জ থানায় মিলনকে একমাত্র আসামী করে শিবগঞ্জ থানায় মামলা করেন র্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান। ২০২১ সালের ৩১ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক(এসআই) জুয়েল ইসলাম একমাত্র মিলনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১২ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ পলাতক মিলনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষনা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আব্দুর রাজ্জাক।
চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৩০ গ্রাম হেরোইন, ১টি হেরোইন পরিমাপক ডিজিটাল যন্ত্র, নগদ ৬৩ হাজার ৪১০টাকা এবং একটি পত্রিকার দু’টি পরিচয়পত্র (আইডি কার্ড)সহ শ্যামল রবিদাস নামে এক ব্যাক্তি আটক হয়েছে। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানায়, আজ সকালে মিস্ত্রিপাড়া মহল্লার শ্যামলের ভাড়া করা বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সদর উপজেলার হাট রামচন্দ্রপুর এলাকার সুধির চন্দ্র রবিদাসের ছেলে। আজ দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানটি নিশ্চিত করে পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক চোরাচালান চক্রের সদস্য শ্যামলকে ওইসব মালামালসহ আটক করা হয়। তার বিরুদ্ধে আগের একটি মাদক মামলা রয়েছে। এটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১

র্যাবের অভিযানে আড়াই কেজি হেরোইনসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেলে আড়াই কেজি হেরোইনসহ এক যুবককে আটক করা হয়েছে বলে র্যাব জানিয়েছে। আটক যুবক গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ চাতরাপুকুর গ্রামের আব্দুল বাসিরের ছেলে ইউসুফ আলী। আজ সকাল সাড়ে ১০টায় র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হড়মা গ্রামের মরা নদী ও পদ্মার মুখ এলাকা থেকে তাকে আটক করে বলে র্যাব জানায়। আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে মাদকের একটি চালান সরবরাহ হবে এমন তথ্যে র্যাবের দলটি পূর্ব পরিকল্পনা মোতাবেক গোপনে পদ্মার মুখ এলাকায় অবস্থান নেয়। এসময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় চালককে থামানো হয়। পরবর্তীতে তল্লাশি করে আড়াই কেজি হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও র্যাব জানায়।
৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের

৬২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহরের আয়োজনে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বিকেলে শহরের ফুড ক্লাবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার চেয়ারম্যান আব্দুল আজিজের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান ইউসুফ আল গালিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসাপাতালের আরএমও ডা. আব্দুস সামাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুঁলকুড়ি ইসলামিক একাডেমির প্রধান শিক্ষক আব্দুল আহাদ, কিশোর কন্ঠ ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ। এবার কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষায় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে প্রায় ১ হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে ৬২ জনকে বৃত্তি দেয়া হয়। তার মধ্যে ট্যালেন্টপুল গ্রেডে ২১ জন, সাধারণ গ্রেডে ৪১ জন শিক্ষার্থী রয়েছেন। প্রত্যেক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে নগদ অর্থ, সার্টিফিকেট, ক্রেস্ট, বই ও শিক্ষা সামগ্রি তুলে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭

চাঁপাইনবাবগঞ্জ শহরে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৭ চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রের ব্যস্ততম নিমতলা মোড় এলাকায় পূর্ব শত্রুতার জের ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দু’গ্রুপ তরুন-যুবকের উত্তেজনার পর গত মঙ্গলবার রাতে প্রকাশ্যে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টির চাঞ্চল্যকর ঘটনায় আজ বিকাল পর্যন্ত ৭ জন গ্রেপ্তার হয়েছে। আজ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপারশেন এন্ড ক্রাইম) ওয়াসিম ফিরোজ। প্রত্যক্ষদর্শী, স্থানীয়রা ও পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে নিমতলা মোড় এলাকায় এলোপাতাড়ি অন্তত: ৫টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে মিলু গ্রুপ। এতে এক নারীসহ অন্তত: ৪ জন সাধারণ মানুষ আহত হয়। একটি দোকানের দুটি কম্পিউটার চুরমার হয়ে যায়। ঘটনার পর ঘটনাস্থল থেকে উদ্ধার হয় অবিস্ফোরিত ২টি ককটেল। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৫টার দিকে ওই এলাকায় প্রতিপক্ষ বেলাল গ্রুপের সাথে একটি মিমাংসা ভেস্তে যাবার পর দেশী ধারাল অস্ত্র সজ্জিত মিলু গ্রুপের ৫০/৬০ জন যুবক এলাকায় মহড়া দিয়ে এ ঘটনা ঘটিয়ে আতংক সৃষ্টি করে চলে যায়। এ সময় মানুষ দৌড়াদুড়ি করে পালিয়ে যায়। ঘটনার পর ওই রাতেই(২৩ এপ্রিল) নিমতলা মোড়ের দোকানদার সুমন হোসেন পাটোয়ারী ২৪ জনকে এজাহারনামীয় ও আরও ১৫/২০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বিস্ফোরকসহ দন্ডবিধির একাধিক ধারায় থানায় সদর মামলা করেন। অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, মামলার পর ওই রাতেই পুলিশ বিবাদমান দু’গ্রুপের ৪ জনকে গ্রেপ্তার করে। চলমান অভিডানে আজ বিকাল পর্যন্ত গ্রেপ্তার হয় আরও ৩ জন। গ্রেপ্তার ৬ জন শহরের পিটিআই বস্তি ও একজন শহরের মসজিদপাড়া মহল্লার বাসিন্দা। মালমার তদন্ত চলছে এবং জড়িত অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।