তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

তারুণ্যের উৎসব-২০২৫ : প্রয়াসের ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে ফুটবল ও সাংস্কৃতিক প্রতিযোগিতা কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।  বুধবার বালিয়াডাঙ্গা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় এ কর্মসূচি পালিত হয়। ফুটবল খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বালিয়াডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল হক। বিশেষ অতিথি ছিলেন চকঝগড়ু স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মমিনুল হক। সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক মু. তাকিউর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— প্রয়াস হসপিটালের সহকারী কর্মসূচি ব্যবস্থাপক হোসেন আলী, সমৃদ্ধি কর্মসূচির উপজেলা সমন্বয়কারী তৌহিদুল ইসলাম, সহকারী সমন্বয়কারী মজলুম ইসলাম, সমৃদ্ধির স্বাস্থ্য কর্মকর্তা খলিল উদ্দিন। লাল ও সবুজ দলের মধ্যে ফুটবল খেলায় ১-০ খোলে লাল দল জয়লাভ কর। এর আগে কিশোর-কিশোরীরা বিতর্ক, গান কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেনে অতিথিবৃন্দ। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সমৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ২ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন পুরুষ ও ২ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭১৬ জন।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ভারতীয় ৪ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ হয়েছে। তবে এ ঘটনায় কেউ আটক হয় নি। বিজিবি জানায়, আজ সকালে মনাকষা ইউনিয়নের গোপালপুর গ্রামের মধ্য দিয়ে নেশাজাতীয় ট্যাবলেট পাচারের গোপন খবরের ভিত্তিতে অভিযান চালানো হয়। মনাকষা বিওপির একটি বিশেষ টহল দলের চালানো অভিযানকালে সন্দেহভাজন দুই ব্যাক্তিকে একটি মোটরসাইকেলে আসতে দেখে থামার সংকেত দেয়া হয়। এ সময় তারা মোটরসাইকেল ফেলে দৌড়ে পালিয়ে যায়। পরে টহলদল মোটরসাইকেলে থাকা ব্যাগ তল্লাশী করে প্রায় ৫ লক্ষ টাকা মূল্যের ৪ হাজার ৭০০পিস ট্যাবলেট জব্দ করে। ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিুজর রহমান বলেন, জব্দ ট্যাবলেট ও মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হবে। তিনি আরও বলেন, ট্যাপেন্টাডল মূলত ব্যথানাশক ট্যাবলেট হলেও বর্তমানে তা ব্যাপকভাবে নেশাকারক হিসেবে ব্যবহার করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জেও এর ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চোরাচালান ও সকল প্রকার অবৈধ কার্যক্রম কঠোরভাবে দমন করা হবে বলেও জানান অধিনায়ক মোস্তাফিজুর।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ১৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৭ জন ও বহির্বিভাগে ৫ জন এবং শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ১৮ জন রোগী। একই সময়ে ৯ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ৬ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১৩ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রোগী ভর্তি রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।  

চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের

চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের চাঁপাইনবাবগঞ্জে পর্দা উঠল আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর। আজ থেকে নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্ট শুরু হয়েছে। বিকেলে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষকমণ্ডলী, ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া অফিস, এবং জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। উদ্বোধনী খেলায় কারবালা স্কুল অ্যান্ড কলেজ বনাম নবাবগঞ্জ সিটি কলেজ অংশগ্রহণ করে। খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে জয়লাভ করে নবাবগঞ্জ সিটি কলেজ। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মান্ত্রণালয় অয়োজিত এই টুর্নামেন্টে ১০টি কলেজ ফুটবল দল অংশগ্রহণ করছে। অন্য কলেজগুলো হলো— কৃষ্ণগোবিন্দপুর ডিগ্রি কলেজ, প্রসাদপুর কামিল মাদ্রসা, নবাবগঞ্জ সরকারি কলেজ, এশিয়ান স্কুল অ্যান্ড কলেজ, নাচোল সরকারি কলেজ, শংকরবাটি হেফজুল উলুম এফ কে কামিল মাদ্রসা, আলিনগর স্কুল অ্যান্ড কলেজ এবং মুশরীভূজা ইউসুফ আলী স্কুল অ্যান্ড কলেজ।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের  অভিযানে ইয়াবা,ফেনসডিল সহ যুবক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি ও র‌্যাবের অভিযানে ইয়াবা,ফেনসডিল সহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে বিজিবি  ও র‌্যাবের পৃথক দুটি অভিযানে ৭৩ বোতল ফেনসিডিল ও ৫৮৮ পিস ইয়াবা জব্দ হয়েছে। এর মধ্যে র‌্যাবের  অভিযানে ইয়াবাসহ সহ  সিহাব  আলী (২২) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছে। তিনি শিবগঞ্জের জমিনপুর খাড়োগ্রাম এলাকার মতিউর রহমানের ছেলে। গত রোববার রাতে অভিযানগুলো চালানো হয়। বিজিবি জানায়, সোমবার রাত পৌনে ১২টার দিকে গোপন সূত্রে  ফেনসিডিল মজুদের খবর পেয়ে শাহাবাজপুর ইউনিয়নের মোগড়পাড়া কেন্দ্রীয় ঈদগাহ এলাকায় অভিযান চালায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল। অভিযানে ৩টি প্লাষ্টিকের ঝুড়িতে বস্তাবন্দী অবস্থায় দেশের বিভিন্ন স্থানে পাচারের জন্য মজুদকৃত ৭৩ বোতল ফেনসিডিল জব্দ হয়। তবে এ ঘটনায় কেউ  আটক হয় নি। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক (৫৯বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল গোলম কিবরিয়া বলেন, মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৮৫/১৫ হতে প্রায় ১ কিলোমিটার বাংলাদেশের ভেতরে চালানো ওই অভিযানে জব্দ ফেসসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে। এদিকে র‌্যাব জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনাকষা ইউনিয়নের  সীমান্তবর্তী চৌকা মনাকা স্বর্ণকারপাড়া  হতে বিক্রির জন্য অবস্থানকালে সিহাবকে ৫৮৮ পিস  ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। আজ সকালে র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,  গ্রেপ্তার সিহাব মাদক কারবারি।  আটকের পর তার বিরুদ্ধে মামলা দিয়ে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা র‌্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে। আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও ব্রাক স্বাস্থ্য কর্মসূচীর আয়োজনে সিভিল সার্জন কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে। পরে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সিভিল সার্জন ডা.এ.কে.এম শাহাব উদ্দীন, সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. ইনজামাম উল হক, চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা মন্টু, ব্রাকের জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, এরিয়া ম্যানেজার আব্দুল কুদ্দুসসহ অন্যান্যরা। বক্তরা বলেন, ডায়াবেটিস এখন মহামারীর রুপ নিয়েছে। ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। এটি এখন বৈশ্বিক সমস্যা। অথচ সচেতন হলেই জীবনঘাতি এই রোগ অনেকটা মোকাবেলা সম্ভব। দিবসটি উপলক্ষে সদর উপজেলার বালুগ্রামে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ভাসমান এক কিশোর সহ দু’জনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নদীতে ভাসমান এক কিশোর সহ দু’জনের মরদেহ উদ্ধার সদর উপজেলা থেকে নদীতে ভাসমান এক কিশোর এবং জেলার গোমস্তাপুর উপজেলা থেকে এক বৃদ্ধ সহ দুজনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এরা হলেন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে ও শিবগঞ্জ  ফ্রিডম স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র রাফি আল শাহাদাৎ নাইম এবং গোমস্তাপুরের পাবর্তীপুর ইউনিয়নের দেওপুরা ব্রাক্ষণগ্রাম এলাকার মৃত এন্তাজ আলীর ছেলে সমীর আলী। পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, আজ দুপুর ১টার দিকে সদরের রানীহাটী ইউনিয়নের কোঠালিপাড়া গ্রামে পাগলা নদীর উপর নির্মিত সেতুর নিকট থেকে পাগলা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার হয় নাইমের মরদেহ। গতকাল সকালে  পিতার উপর অভিমান করে  বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয়  নাইম। সদর থানার  পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, নৌ পুলিশের সহযোগিতায় নাইমের মরদেহ উদ্ধার করে অপমৃত্যু মামলা নেয়া হয়েছে। অপরদিকে আজ ভোর সাড়ে ৫টার দিকে নিজ বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েন সমীর। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান। গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) জেনারুল ইসলাম বলেন, প্রাথমকিভাবে ধারণা করা হচ্ছে সমীর অভাব অনটন এবং রোগ ভোগান্তি থেকে মুক্তি পেতে আত্মহত্যা করে থাকতে পারেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও জানান তিনি।

রেহাইচর ঈদগাহ গোরস্থান নূরানী একাডেমীতে বার্ষিক কোরআন বিতরণ ও দোয়া

রেহাইচর ঈদগাহ গোরস্থান নূরানী একাডেমীতে বার্ষিক কোরআন বিতরণ ও দোয়া চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রেহাইচর ঈদগাহ গোরস্থান নূরানী একাডেমীতে বার্ষিক কোরআন বিতরণ, বিদায় আলোচনা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  আজ সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব মোফাজ্জল হক এবং সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সানাউল্লাহ আব্বাসী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হেফজুল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু জার গিফারী, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইলিয়াস উদ্দিন, বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজের অধ্যক্ষ মাওলানা শহিদুল্লাহ, নূরানী একাডেমীর পরিচালক বাসেদ আলী, সহ-সেক্রেটারি গোলাম কবির এবং প্রধান শিক্ষক জাকির হুসেন। অনুষ্ঠানের শুরুতে ২য় শ্রেণীর শিক্ষার্থীদের কোরআনের শাবক পাঠ করান এবং কোরআন বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক জাকির হুসেন। পরে ৫ম শ্রেণীর বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের হাতের লেখা প্রদর্শনী, হাদিস পাঠ, কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীতসহ নানা পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। শেষে বিভিন্ন শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ এবং দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

নাচোলে বিভিন্ন দাবীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

নাচোলে বিভিন্ন দাবীতে বীরমুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে নাচোল প্রেসক্লাবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বীরমুক্তিযোদ্ধা চৈত্যদেব বর্মন ও ভবেশ বর্মন। লিখিত বক্তব্যে তারা জানান, নাচোল উপজেলায় মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তথ্য অনুযায়ী প্রকৃত মুক্তিযোদ্ধা ৪৪ জনের তালিকা রয়েছে। এর মধ্যে জীবিত বীরমুক্তিযোদ্ধা ১৯ জন। কিন্তু স্বাধীনতা দিবস, শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবসে ৭১ জন জনকে সম্মাননা ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করে থাকায় বীরমুক্তিযোদ্ধাদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাচোল ১০জন বীরমুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা মন্ত্রালয়ে আবেদনের প্রেক্ষিতে ০৮/০৭/২৫ ইং তারিখে ৮৪৬ নং স্মারকে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে নাচোল উপজেলা নির্বাহী অফিসারকে প্রকৃত মুক্তিযোদ্ধাদেও প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেননি বলে দাবী করেন। নাচোল উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ দোকান ও নাচোল উপজেলা স্কুলকে ভাড়া দেয়া হয়েছে। এছাড়া নাচোল কলেজ মোড়ে নিজ অর্থায়নে নির্র্মিত ভবনের কোন্দল সৃষ্টির কারনে উপজেলা নির্বাহী অফিসারে পরামর্শে জেলা পরিষদ তালাবন্ধ করে রাখে। গত ১০/০৯/২৫ইং তারিখে ৭ সদস্য বিশিষ্ঠ নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর আহবায়ক কমিটি গঠন করা হয়। তার মধ্যে সদরের ২জন শিবগঞ্জ উপজেলার ২জন। নাচোল উপজেলার অন্য ৩জনকে না জানিয়ে কমিটিতে নাম অর্ন্তভূক্ত করা হয় বলে দাবী করেন। এই কমিটি বাতিল করার জন্য নাচোলের বীরমুক্তিযোদ্ধাগণ কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলে পূর্বেও কমিটি বাতিল করে নতুন কমিটিকে অনুমোদন দেওয়ার আবেদন করেন। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন মিটিংএ নাচোলে বীরমুক্তিযোদ্ধাদের আমন্ত্রন জানানো হয়না। লিখিত বক্তব্য আরো বলেন বিভিন্ন ঋন প্রক্রিয়া, বীরনিবাস, কবর সংরক্ষণ,মাসিক সমন্বয়সভাসহ সকল সরকারী অনুষ্ঠানে নাচোলে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবস্থা গ্রহনের দাবী জানান। এছাড়া নাচোল উপজেলা নতুন এ্যাডহক কমিটি গঠন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও নিজ অর্থায়নে তৈরি ভবনের তালা খুলে দিয়ে তাদের বসার ব্যবস্থার জোর দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা উপেন্দ্রনাথ বর্মন, বাসুদেব বর্মন, জুলফিকার, শ্রী দিপেন বর্মন, বাসুদেব বর্মন। এবিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আজিজুর রহমানের সাথে ফোনে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে নাচোল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক ইরফান আলী জানান মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় থেকে আমাদের কমিটি দিয়েছে। কিভাবে দিয়েছে সেটা মন্ত্রনালয় জানে।