ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত

ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস পালিত ভোলাহাটে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খলা ছিঁড়ি এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আগুন বুকে জ্বালি প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মডেল মসজিদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাসসহ অন্যরা।

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ

ভোলাহাটে দিনব্যাপী প্রশিক্ষণ ভোলাহাটে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীল আনায়ন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত দিনব্যাপী প্রশিক্ষণ উপজেলার মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন। তিনি ক্ষুদ্রঋণ গ্রহণ করে নিজেদের স্বাবলম্বী করে আর্থ-সামাজিক উন্নয়ন করার পরামর্শ দেন। তিনি ঋণখেলাপি না হওয়ার পরামর্শ দেন। প্রশিক্ষণে বিস্তারিত তুলে ধরে প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ঋণগ্রহীতা, সমাজসেবা অফিসের কর্মচারী ও সুধীরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি

চাঁপাইনবাবগঞ্জে স্বপ্ন নকশি কর্নারে তালা ভেঙ্গে চুরি চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের হুজরাপুরে অবস্থিত ‘স্বপ্ন নকশি কর্নার’র শোরুমে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২ লাখ টাকার মালামাল খোয়া গেছে বলে প্রতিষ্ঠানটির মালিক জানিয়েছেন। শোরুমের মালিক লিমা খাতুন জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটা থেকে সাড়ে ৩টার মধ্যে চোরেরা তালা ভেঙে শোরুমের মধ্যে প্রবেশ করে। এ সময় তারা ৪০টি নকশিকাঁথা যার প্রতিটির মূল্য ২ হাজার ৫০০ টাকা, ২ হাজার ৫০০ টাকা মূল্যের ২৭টি তসর শাড়ি, ১ হাজার ৪০০ টাকা মূল্যের ১৪ পিস সিল্কের শাড়ি, ৩০০ টাকা মূল্যের ৩০ পিস বেবী নকশিকাঁথা চুরি করে নিয়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় বুধবার সকালে অভিযোগ দায়ের করা হয়েছে বলে তিনি জানান। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়েছি। চোরদের ধরতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে আরো ২৭ জন ডায়ারিয়ায় আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে আরো ২৭ জন ডায়ারিয়ায় আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন রোগী। হাসপাতাল সূত্র জানিয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। বুধবার জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ২৫ জন

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আরো ২৫ জন চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ২৫ জন। তাদের মধ্যে ১২ জন পুরুষ, ১২ জন জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৬ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু ছিলেন। এই ২৬ জনের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১১ জনকে। এই ১১ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪০ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন। চলতি বছরের শুরু থেকে গতকাল বুধবার পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৬২৫ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

গোবরাতলায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত

গোবরাতলায় প্রয়াসের সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় বার্ষিক ক্রীড়া, পুরস্কার বিতরণ, সম্মাননা প্রদান ও উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে পলশা আলিম মাদ্রাসা’র হল রমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। মাদ্রাসা’র অধ্যক্ষ মাওলানা মো. একরামুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রয়াসের পরিচালিত (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান ও ইউনিট-১ এর ম্যানেজার অজিউর রহমান। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী তৌহিদুল ইসলাম। অনুষ্ঠানে ২৬টি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ যুব নারী, পুরুষ, ও শ্রেষ্ঠ প্রবীনের পুরস্কার প্রদান করা হয়। এর আগে উন্নয়ন মেলায় অংশ নেওয়া ৫টি স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। স্টলে ঐতিহ্যবাহী গ্রামীন খাবার, দেশীয় ফল প্রদর্শিত হয়। এছাড়াও প্রয়াস হসপিটালের স্বাস্থ্য কর্মকর্তা, স্বাস্থ্যসেবীগণ অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের প্রাথমিক চিকিৎসা প্রদার করেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহায়তায় অনুষ্ঠানের আয়োজন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।

শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিবগঞ্জে দিনব্যাপি ইন-হাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত শিবগঞ্জে দিনব্যাপি ইনহাউজ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ দিনব্যাপি সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সংস্থার হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরি চালক উম্মে কুলসুম, সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের উপপ্রকল্প পরিচালক কাঞ্চন কুমার দাস, এসএএস সুপারিনটেনডেন্ট মোশরাফুল হাসান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রবিউল ইসলাম ও কৃষি বিপণন কর্মকর্তা মোমিনুল হক। প্রশিক্ষণে সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করে। প্রশিক্ষণে অপারেশন গাইড লাইন, শিশু আইনসহ শিশুদের তৈরিকৃত পণ্য বাজারজাতকরণ বিষয়ে আলোকপাত করা হয়।

গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ

গোমস্তাপুরে অসহায় নারীকে সেলাইমেশিন ও কাপড় বিতরণ গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরএলাকার এক অসহায় নারীকে স্বাবলম্বী করতে পাশে দাড়িয়েছে মানবতার সেবাই রহনপুর নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ বিকেলে স্টেশনপাড়াস্থ সংগঠনের কার্যালয়ে নাম প্রকাশে অনুচ্ছুক ওই নারীকে এগুলো বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,সদস্য খায়রুল আনাম, আজম আলী, আইনাল হকসহ গণমাধ্যম কর্মীরা। সেলাইমেশিন পেয়ে ওই নারী জানান, তাকে স্বাবলম্বী করতে মানবতার সেবাই রহনপুর এগিয়ে এসেছে এজনই তাদের কৃতজ্ঞতা জানাই। সেলাইমেশিন ও কাপড় দিয়ে টাকা উপার্জন করে পরিবারের অবদান রাখতে সুযোগ পাব। সংগঠনের সদস্যরা জানান, দীর্ঘদিন থেকে তারা এই এলাকায় মানবসেবায় কাজ করে যাচ্ছেন। অসহায়, গরীব, হাসপাতালে চিকিৎসা নেওয়া রোগীদের পরিবারসহ ভবঘুড়েদের মধ্যে প্রতিদিন খাবার বিতরণ করে চলেছে এই সংগঠনটি। গত সপ্তাহ রহনপুর পৌরসভার ট্রাফিকদের মধ্যে ছাতা বিতরণ করা হয়। মানুষের পাশে দাড়ানো এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংগঠনের সদস্যরা জানিয়েছেন।

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ

স্বল্পমেয়াদি ফসল চাষাবাদে গুরুত্বারোপ চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন ফসলের জনপ্রিয় জাতগুলোর পরিচিতি এবং চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ বিনা উপকেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি ধান, সরিষা, মাসকলাই, বাদাম, তিল, পাট, মুগডালসহ বিভিন্ন ফসলের পরিচিতি, চাষাবাদ পদ্ধতি নিয়ে আলোচনা করেন বৈজ্ঞানিক কর্মকর্তারা। এছাড়াও বীজ উৎপাদন, সংরক্ষণ ও পরিচর্যা নিয়ে আলোচনা করেন তারা। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে পানির সংকট রয়েছে এমন জমিতে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্পমেয়াদি বিভিন্ন জাতের ফসলের চাষাবাদে মাঠপর্যায়ে কৃষকদের উদ্বুদ্ধ করতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ দেন বক্তারা। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা’র মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন— কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, রাজশাহীর উপপরিচালক মোছা. উম্মে ছালমা, নওগাঁর উপপরিচালক মো. আবুল কালাম আজাদ, বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, চাঁপাইনবাবগঞ্জে বিনা উপকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আজাদুল হক। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। বিনা’র ‘গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের অর্থায়নে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা

শিবগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা শিবগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) এস এম শাকিল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সুমাইয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন খান ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার প্রমূখ। এছাড়া বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কানসাট আমবাজারসহ বিভিন্ন সড়কের যানজট, অবৈধ স্থাপনা, পানি নিস্কাশন, মাদক-বাল্যবিয়ে, চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোকপাত করা হয়।