01713248557

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক

গোমস্তাপুরে আমন ধানের বীজ পাচ্ছেন ১৬০০ জন কৃষক গোমস্তাপুরে চলতি রোপা আমন মৌসুমে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার পাচ্ছেন ১ হাজার ৬০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক। এই উপলক্ষ্যে আজ সকালে উপজেল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গোমস্তাপুর আয়োজিত বিতরনী উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজন করা হয়। এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মু. জিয়াউর রহমান। পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেসমিন আকতার লাবনী, কৃষক রবিউল ইসলামসহ অন্যরা। উল্লেখ্য চলতি ২০২৩-২৪ অর্থ বছরে খরিফ-২/২০২৪/২৫ মৌসুমে রোপা আমণ ধান চাষাবাদের জন্য কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রতিজন কৃষক ৫ কেজি উফসি রোপা ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা

সদর উপজেলা পরিষদের বাজেট ঘোষণা   চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় উপজেলা পরিষদের ২০২৪-২৫ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বাজেটে এ বছর উপজেলার আয় ধরা হয়েছে ৬ কোটি ১৩ লাখ ৭৪ হাজার টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৬ কোটি ৬ লাখ ৫ হাজার ১১৬ টাকা। উদ্বৃত্ত রাখা হয়েছে ৭ লাখ ৬৮ হাজার ৮৮৪ টাকা। এছাড়া সরকারি উন্নয়ন তহবিল থেকে আয় ও ব্যয় দেখানো হয়েছে ৮ কোটি ৮০ লাখ ১০ হাজার ৫০০ টাকা। বাজেট ঘোষণা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর মডেল থানার ওসি মেহেদি হাসান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তসিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারসহ উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাগণ।

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা

শিবগঞ্জে নিরাপদ আম উৎপাদন ও রপ্তানি বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দুর্লভপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুর্লভপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালাটি আয়োজন করে। সংস্থাটির সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দুর্লভপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহা. আজম আলী। বিশেষ অতিথি ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশরে সাবেক সাধারণ সম্পাদক এম কোরাইশী মিলু। এসময় উপস্থিত ছিলেনÑ বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক ড. মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন

মে মাসে ৭১ মামলায় গ্রেপ্তার ১৮০ জন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. তাছমিনা খাতুন। সভায় গত এপ্রিল ও মে মাসের আইনশৃঙ্খলা বিষয়ক তথ্য তুলে ধরেন সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদি হাসান। তিনি জানান, গত এপ্রিল ও মে মাসে দস্যুতার মামলা হয়েছে একটি করে, গৃহ চুরির মামলা দুটি করে, এপ্রিল মাসে গবাদিপশু চুরির একটি মামলা হলেও মে মাসে গবাদিপশু চুরির ঘটনা ঘটেনি। এছাড়া গত এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনা ঘটেছে দুটি এবং মে মাসে তিনটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এপ্রিল মাসে মামলা হয়েছে ৩৫টি ও মে মাসে ৩৪টি, চোরাচালানের ঘটনায় এপ্রিল মাসে ২টি ও মে মাসে ১টি, নারী অপহরণ মামলা হয়েছে একটি করে, এপ্রিলে ধর্ষণ মামলা হয়েছে ২টি ও মে মাসে মামলা হয়েছে ১টি, শিশু নির্যাতনের মামলা হয়েছে একটি করে, অন্যান্য ঘটনায় এপ্রিলে মামলা হয়েছে ১৬টি ও মে মাসে ২৫টি। সব মিলিয়ে এপ্রিল মাসে মোট মামলা হয়েছে ৭১টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৫৯ জনকে। অন্যদিকে গত মে মাসে মোট মামলা হয়েছে ৭১টি এবং গ্রেপ্তার করা হয়েছে ১৮০ জনকে। সভায় ডায়াবেটিক হাসপাতালের পেছন, বালিয়াডাঙ্গা গ্রামের পেছন-নদী এলাকা, নামোশংকরবাটী এলাকা, পিয়ারা বাগান এলাকা, শাহীবাগের মসজিদ এলাকাসহ সার্কিট হাউস মোড় হতে রিংপার্ট তৈরির কারখানার রাস্তা, শিক্ষাপ্রতিষ্ঠান সংলগ্ন রাস্তা, চাঁপাইনবাবগঞ্জ-পলশা-নয়াগোলা এলাকা, জামতলা এলাকা, সন্ধ্যা সিনেমা হলের পেছন এলাকা, বাস টার্মিনাল এলাকা, মহানন্দা বাসস্ট্যান্ড, ঢাকা বাসস্ট্যান্ড এলাকা, বিশ্বরোড মোড় হতে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু এলাকা, রেলবস্তি/প্রান্তিক পাড়া এলাকা, হরিমোহন গাবতলা মোড়, আহমদুল্লা উকিলের মোড়, শিবতলা, উপর রাজরামপুর মোড়, বড় ইন্দারা মোড়, শান্তিবাগ, টিবি হাসপাতাল মোড়, ট্রাক টার্মিনাল রাস্তা, রেলস্টেশন, রেহাইচর বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ রাস্তা, বটতলাহাট হতে চরমোহনপুর পর্যন্ত রাস্তা, টিকরামপুর গ্রামের পশ্চিম এবং নামোটিকরামপুর পূর্বের ফাঁকা এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাঁঠালবাগিচার ছোট ছোট গলি, রাস্তা ইত্যাদিসহ চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় পুলিশি টহল জোরদারকরণসহ অপরাধ প্রবণতা যেন বৃদ্ধি না পায়, সেদিকে সতর্ক দৃষ্টি রাখার এবং আইনশৃঙ্খলা রক্ষায় কোনো নিরীহ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেদিকে সর্তক দৃষ্টি রাখতে পুনরায় দৃষ্টি আকর্ষণ করা হয়। অন্যদিকে সভায় বাল্যবিয়ে বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর জোর দেয়া হয়। সেই সঙ্গে সংশ্লিষ্ট কমিটিগুলোকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। এছাড়াও একই স্থানে অন্যান্য কমিটির সভাও অনুষ্ঠিত হয়।

মহানন্দায় শিশুর মরদেহ উদ্ধার

মহানন্দায় শিশুর মরদেহ উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদী থেকে মোবাশ্বির ওরফে রাব্বি নামের আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মারা যাওয়া শিশু জেলার শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মো. মোজাফর আলীর ছেলে। সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত রবিবার বেলা ১১টার দিকে সকলের অগোচরে বাড়ির পাশে মহানন্দা নদীতে পড়ে ডুবে যায় শিশু রাব্বি। তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। শিশু রাব্বির মরদেহ ভাসতে ভাসতে রাবারড্যামের কাছে চলে আসে। এদিকে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের মহানন্দা নদীর রাবারড্যামের পাশে রাব্বির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়া স্থানীয়রা। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

চাঁপাইনবাবঞ্জে শিশু হত্যা ও মরদেহ গুমের দায়ে দোকানদারের যাবজ্জীবন ও ৩ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবঞ্জে শিশু হত্যা ও মরদেহ গুমের দায়ে দোকানদারের যাবজ্জীবন ও ৩ বছর সশ্রম কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জে সাত বছরের শিশু হামিমকে হত্যা ও তার মরদেহ গুমের অভিযোগে দায়েরকৃত একটি মামলায় মোখলেছুর রহমান নামে এক চা দোকানদারকে যাবজ্জীবন কারাদন্ড, পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ছয় মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলার পৃথক আরেকটি ধারায় আসামীকে আরও তিন বছর সশ্রম কারাদন্ড,পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশও দেন আদালত। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। আদেশে বিচারক উল্লেখ করেন, দু’টি সাজার একটি ভোগের পর অপরটি কার্যকর হবে। নিহত শিশু হামিম জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের দাড়িপাতা টেন্ডার গ্রামের রেজাউল করিমের ছেলে। দন্ডিত আসামী মোখলেসুর একই গ্রামের মৃত সোহরাব হোসেনের ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারী সকালে বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় হামিম। সে বাড়ি থেকে বের হয়ে মোখলেসের চায়ের দোকানে গিয়ে দোকানে থাকা টিভির রিমোট নিয়ে খেলতে শুরু করলে রাগে দোকানদার মোখলেস শিশু হামিমকে গলাটিপে হত্যা করে। হত্যার পর মরদেহ ওইদিন নিজ বাড়িতে লুকিয়ে রাখে ও রাত হলে গ্রামের নিকটবর্তী একটি আমবাগানের ভেতর খেসারী ক্ষেতে গুম করার উদ্দেশ্যে ফেলে আসে। পরদিন ২২ ফেব্রুয়ারী সকালে স্থানীয়রা ওই বাগানে মরদেহ দেখতে পেলে পরিবার ও পুলিশকে খবর দেয়। এ ঘটনায় ওইদিন গোমস্তাপুর থানায় অজ্ঞাতনামাদের আসামী করে মামলা করেন হামিমের পিতা রেজাউল। মামলার তদন্ত শুরু করে পুলিশ পরদিন ২৩ ফেব্রুয়ারী দোকানদার মোখলেসকে তদন্তেপ্রাপ্ত আসামী হিসেবে আলামতসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় মোখলেস আদালতে দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ও গোমস্তাপুর থানার তৎকালীন অফিসার ইনচার্জ(ওসি) দিলীপ কুমার দাস ২০২২ সালের ৩১মে মোখলেসকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১৩ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত রবিবার মোখলেসকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আসিফ ইকবাল সুজন।

চাঁপাইনবাবগঞ্জে ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র

চাঁপাইনবাবগঞ্জে ফিল্টিপাড়ায় যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়ায় কোল ক্ষুদ্র জাতিসত্তার পরিবারের শিক্ষার্থীদের শিল্পচর্চায় চালু হয়েছে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। শনিবার (২২ জুন) বিকেলে রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার ফারুকুর রহমান ফয়সল, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া ও সম্পাদক গোলাম রশীদ, কোলদের নারী নেত্রী কল্পনা মুরমু, কবি ইহান আরভিন, আনিফ রুবেদ, ইউনিয়ন পরিষদ সদস্য শরিয়ত আলী, সুশান্ত সাহাসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন রঙের ভাষা আর্ট অ্যান্ড ডিজাইন স্কুলের পরিচালক জগন্নাথ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলশিক্ষক আশরাফুল ইসলাম। বক্তারা বলেন, পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিসত্তার শিশুদের এগিয়ে নেয়ার জন্য রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র কাজ করবে। সামর্থ্য অনুযায়ী এ শিল্পচর্চা কেন্দ্রের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। এ কেন্দ্রের পরিচালক জগন্নাথ সাহা বলেন, প্রাথমিক পর্যায়ের ১৫ জন ও মাধ্যমিক পর্যায়ের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে যাত্রা শুরু করল রঙের ভাষা শিল্পচর্চা কেন্দ্র। এখানে চিত্রাঙ্কনসহ কুটির শিল্পবিষয়ক শিক্ষা দেওয়া হবে।

গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শনিবার (২২ জুন) বেলা পৌনে ১১টার দিকে রহনপুর পৌরসভার চিনিয়াতলা এলাকায় নিজ মোটরসাইকেল থেকে পড়ে মুকসাতুজ জামান তাসিন মিহাদ (১৮) ও গত শুক্রবার সন্ধ্যায় রহনপুর ইউনিয়নের বংপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে পড়ে আব্দুল খালেক (৬০) নামে এক ব্যক্তি মারা যান। নিহত মিহাদ রহনপুর পৌরসভার চিনিয়াতলা মহল্লার আসাদুর রহমানের ছেলে। অপর ঘটনায় নিহত আব্দুল খালেক বাঙ্গাবাড়ী ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা মৃত ওয়েজউদ্দিনের ছেলে। রহনপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বলেন, শনিবার বেলা পৌনে ১১টার দিকে মুকসাতুজ জামান তাসিন মিহাদ রহনপুর থেকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম চিনিয়াতলা ফিরছিলেন। পথে চিনিয়াতলা সরকারি প্রাইমারি স্কুলের সামনে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে শুক্রবার সন্ধ্যায় আব্দুল খালেক ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে বাড়ি ফিরছিলেন। পথে গাড়িতে ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে ঘুমন্ত অবস্থায় রাস্তায় পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল বংপুর এলাকা থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ প্রাথমিক তদন্ত করে ওই দুজনের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে।

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার

সোনামসজিদ ইমিগ্রেশনে ভারতে ঢোকার সময় ৭ সোনার বারসহ বাংলাদেশী যাত্রী গ্রেপ্তার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সোনামসজিদ ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশের সময় বিজিবি’র হাতে ২৪ ক্যারেটের ৭টি স্বর্নবারসহ হামিদুল হক নামে একজন বাংলাদেশী পাসপোর্টধারী যাত্রী গ্রেপ্তার হয়েছে। এসময় তার সাথে থাকা ৫ হাজার ৮০০ ভারতীয় রুপী ও ১৮ হাজার ৪০০ বাংলাদেশী টাকাও জব্দ হয়। সে রাজশাহীর বোয়ালিয়া থানার কাজলা রানীনগর এলাকার মৃত বেলাল উদ্দিন আহমেদের ছেলে। প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গতকাল আইসিপি দিয়ে সোনা পাচারের সম্ভাবনার গোয়েন্দা তথ্য পেয়ে সতর্ক নজরদারি ও তল্লাশী কার্যক্রম বাড়ায় বিজিবি। এক পর্যায়ে গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে হামিদুলের গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আইসিপিতে তল্লাশী করা হয়। তল্লাশীতে তার আন্ডারওয়্যারের বেল্টের ভেতর অভিনব কায়দায় লুকানো ৭টি সোনার বিস্কুট পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, জব্দ সোনার গ্রেড ও ওজন জেলা জুয়েলারী সমিতি কর্তৃক পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা করার পর জব্দ সোনা ও অর্থ জেলা ট্রেজারিতে জমা করার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান অধিনায়ক। উল্লেখ্য, এর মাত্র ১০ দিন আগে গত ১০ জুন সোনমসজিদ আইসিপি দিয়ে ভারত যাবার সময় ৪টি সোনার বিস্কুটসহ আরেক বাংলাদেশীকে গ্রেপ্তার করে বিজিবি।

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর

ঈদ উপলক্ষে টানা ৮ দিন বন্ধের পর কর্মচঞ্চল সোনামসজিদ স্থলবন্দর পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে সকল প্রকার আমদানী-রপ্তানী ও সিএন্ডএফ সংক্রান্ত কার্যক্রম টানা ৮দিন বন্ধের পর আজ পূণরায় চালু হয়েছে। কর্মচঞ্চল হয়েছে বন্দর। বন্দর সূত্র জানায়,৮ দিন বন্ধের মধ্যে গত ১৪ ও ২১ জুন শুক্রবার সাপ্তাহিক ছুটি যুক্ত ছিল। সোনামসজিদ আমদানী রপ্তানীকারক গ্রুপ ও সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তে বন্দর বন্ধ ঘোষণা করে। তবে ছুটির মধ্যে লোড-আনলোড, জরুরী পণ্য পরিবহনসহ কিছু কার্যক্রম চালু ছিল। বন্দর পরিচালনাকারী বেসরকারী অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার অপারেশন কামাল খান বলেন, আজ সকাল সাড়ে ১১টার দিকে বন্দরে আমদানীকৃত ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ শুরু করে। এদিকে সোনামসজিদ ইমিগ্রেশন পথে ভারতের সাথে যাত্রী চলাচল ঈদের দিনসহ প্রতিদিনই চালু ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন সূত্র।