চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৫ জন ডেঙ্গু আক্রান্ত   চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ২ জন ও বহির্বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১২ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৯ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন

অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থার সশস্ত্র বাহিনী দিবস পালন   চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করেছে অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা বাংলাদেশ। আজ দিবসটি উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চাঁদলাই ঈদগাহ ময়দানে আলোচনা সভা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয় এবং পরে জাতীয় সংগিত ও পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা কেন্দ্রীয় কমিটির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আলহাজ্ব মো. সায়েদুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন সাবেক সেনা কর্মকর্তা আব্দুস সবুর,সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার বাহার আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার সাইফুদ্দিন, সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল হাই, ওয়ারেন্ট অফিসার জিয়াউর রহমান, অবসর প্রাপ্ত সামরিক বাহিনী কল্যাণ সংস্থা চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সার্জেন্ট তোসলিম উদ্দীন ও অন্যান্য পদবীর অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ। অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত এইসব সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪০ চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নারী সহ ৪০ জন গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল থেকে আজ সকাল পর্যন্ত অভিযানে সদর থেকে ১২, গোমস্তাপুর থেকে ১২ এবং নাচোল থেকে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার রেজাউল করিম বলেন, গ্রেপ্তারদের মধ্যে সাজাপ্রাপ্ত, সাজা ও মামলার গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী, মাদক সংশ্লিষ্ট, সন্ত্রাসী কর্মকান্ড, ডাকাতি, ছিনতাই, চুরিসহ অপরাধমূলক কর্মকান্ডে জড়িত ব্যক্তি রয়েছেন। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, আজ বিকালে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।  বিভিন্ন প্রকার অপরাধ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ শহরে মাদক ও নগদ টাকাসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জ শহরে জেলা মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয়ের অভিযানে ১ হাজার ৩৩০ পিস ইয়াবা, ১০০ গ্রাম হেরোইন, ১টি ডিজিটাল ওজন মেশিন ও মাদক বিক্রয়লগ্ধ নগদ প্রায় ৩ লক্ষ ৬৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটকব্যক্তি জোড়গাছি বটতলাহাট এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে ইয়ানুর হোসেন শুভ। তাঁর বিরুদ্ধে পূর্বের একাধিক মাদক মামলাসহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ  রয়েছে বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তারা। মাদক নিয়ন্ত্রণ কার্য়ালয় সূত্র জানায়, আজ সকালে নিজ বাড়ি থেকে ওইসব মাদক ও টাকাসহ হাতেনাতে আটক হন শুভ। জেলা মাদক নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান বলেন, শুভ চিহ্নিত ও তালিকাভূক্ত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন থেকে  আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ও সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রকাশ্য মাদক কেনাবেচাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছেন। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ

নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সেলুন উদ্বোধন ও উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অন্য উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে ৩টি মুক্তি সেলুন উদ্বোধন ও উপকরণ বিতররণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এসেডো’র মুক্তি-২ প্রকল্পের আয়োজনে ও ট্রেডক্র্যাফ্ট এক্সচেঞ্জ’র আর্থিক সহযোগিতায় নাচোল ইউনিয়নের বাঘরাইল বাজারে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রশিক্ষিত উদ্যোক্তাদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হয়। সংস্থার নির্বাহী পরিচালক রবিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্য বরাদ্দকৃত মুক্তি সেলুনের উদ্বোধন ও পাঁচটি পেশাভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত ১২৬ জন উদ্যোক্তার মধ্যে স্বাবলম্বী উপকরণ বিতরণ করেন নাচোল ইউনিয়ন চেয়ারম্যান সফিকুল ইসলাম। সংস্থার অর্থনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থাপক আজাহার আলীর সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুল মান্নান হোসেন আকন্দ ও সংস্থার গণস্বাক্ষরতা প্রকল্পের সভাপতি যতীন হেমরম। উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য দেন— টুম্পা মুখার্জী ও স্মৃতি রাণী। মুক্তি ও স্বাবলম্বী করার লক্ষে সংস্থার মুক্তি-২ প্রকল্পের আওতায় ২৫ জনকে ইলেকট্রিক অ্যান্ড হাউজ ওয়ারিং, ১৬ জনকে হেয়ার কাটিং (সেলুন), ২৫ জনকে দর্জি, ৩০ জনকে ব্লক বাটিং ও ৩০ জনকে নকশিকাঁথা ছাপানো এবং সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে এসব সহায়ক উপকরণ বিতরণ করা হলো। বিতরণ অনুষ্ঠানে ইউপি সদস্য, শিক্ষক, সাংবাদিক ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল

আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল আগামীকাল চাঁপাইনবাবগঞ্জে বৃহস্পতিবার আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অয়োজিত প্রথম সেমিফাইনাল আলিনগর স্কুল অ্যান্ড কলেজ ও নাচোল সরকারি কলেজ ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলাটি গোলশূন্য অবস্থায় শেষ হলে টাইব্রেকারে গড়ায়। পরে টাইব্রেকারের মাধ্যমে ৩-২ গোলে আলিনগর স্কুল অ্যান্ড কলেজ জয়লাভ করে। দিনের অপর সেমিফাইনাল খেলা নবাবগঞ্জ সরকারি কলেজ বনাম প্রসাদপুর কামিল মাদ্রাসা ফুটবল দলের মধ্যে অনুষ্ঠিত হয়। এ খেলায় নবাবগঞ্জ সরকারি কলেজ ১-০ গোলে জয়লাভ করে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনলে নবাবগঞ্জ সরকারি কলেজ ও আলিনগর স্কুল অ্যান্ড কলেজ মুখোমুখি হবে। এর আগে গত সোমবার চাঁপাইনবাবগঞ্জের নতুন স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। এই টুর্নামেন্টে জেলার ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা

নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাত করলেন আইনজীবীরা চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহাদাত হোসেন মাসুদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল ওদুদ, সরকারি প্রসিকিউটর (জিপি) মোসাদ্দেক হোসেন কাজল। এসময় তাদের সঙ্গে ছিলেন— অতিরিক্ত পিপি হাসান জামিল বাবলু, ময়েজ উদ্দন, ইউনুস মিয়া ফিটু ও আফজাল হোসেন এবং যুগ্ম দায়রা জজ আদালতের এপিপি জহির জামান জনি, ফরহাদ হোসেন মিলন, এপিপি আযাদ, মাসুদ রানা, মাশির আলি, এজিপি নাহিদ ইবনে মিজান ও রহিমা খাতুন। সাক্ষাতকালে প্রসিকিউশন বিষয়ে আলাপ-আলোচনা হয়।

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জন ডেঙ্গু আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে ৩ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন শনাক্ত হয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৫ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১০ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ১১ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ রোগী ভর্তি রয়েছেন। অন্যদিকে জেলা হাসপাতাল থেকে ২ জন ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। অপরদিকে জেলা হাসপাতালে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭২২ জন।

সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা

সংবর্ধনা পেল ঋদ্ধি ও রোজা বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’-এ চাঁপাইনবাবগঞ্জের রোহিনী হাসান ঋদ্ধি ক বিভাগের গল্প বলায় প্রথম হওয়ায় এবং মালিহা মোস্তারী রোজা লোকসংগীতে সেরা দশে স্থান পাওয়ায় বাংলাদেশ শিশু অ্যাকাডেমি চাঁপাইনবাবগঞ্জ জেলা অফিস উভয়কে সংবর্ধনা দিয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে শিশু অ্যাকাডেমির হলরুমে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোন্নাফ আলীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের মুখ্য আলোচক ছিলেন বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ ও অনলাইন পত্রিকা চাঁপাই লাইভের সম্পাদক ন,স,ম, মাহবুবুর রহমান মিন্টু। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো. গোলাম মোস্তফা, রোহিনী হাসান ঋদ্ধির মাতা সায়মা রওশন নূরী, মালিহা মোস্তারী রোজার মাতা আসমাউল হোসনা, অভিভাবক এ.এইচ.এম. রাজু, শিশু অ্যাকাডেমির নৃত্য প্রশিক্ষক সুমাইয়া চৌধুরী অরিন, চারুকলা প্রশিক্ষক আব্দুল্লাহ আল মুহাইমেন, সংগীত প্রশিক্ষক নুর ইসলাম ও আবৃত্তি প্রশিক্ষক কাব্য মোল্লাহ্। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ওমর ফারুক। আলোচনা শেষে মুখ্য আলোচক ও অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন। আলোচকবৃন্দ বলেন, প্রত্যেকটি শিশুরই মেধা রয়েছে, তবে উপযুক্ত পরিবেশ ও সহযোগিতা দিয়ে তাকে জাগিয়ে তুলতে হবে।

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন

চূড়ান্ত তালিকা প্রকাশ : চাঁপাইনবাবগঞ্জে এবার ভোট দিবেন ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন চাঁপাইনবাবগঞ্জ জেলার চূড়ান্ত ভোটার তালিকা ও ভোট কেন্দ্র এবং ভোট কক্ষের তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। প্রকাশিত তালিকা অনুযায়ী জেলায় এবার মোট ভোটার দাঁড়িয়েছে ১৪ লাখ ১৩ হাজার ২৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ১১ হাজার ৬৫০ জন এবং মহিলা ভোটার ৭ লাখ ১ হাজার ৫৮৮ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এছাড়া তিনটি সংসদীয় আসনের মধ্যে নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট উপজেলা নিয়ে গঠিত চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে পুরুষের তুলনায় ৪ হাজার ৪২ জন নারী ভোটার বেশি রয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এই ভোটার তালিকা প্রকাশ করেছে জেলা নির্বাচন অফিস। এর আগে গত মঙ্গলবার সারাদেশের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। জেলা নির্বাচন অফিসের তথ্যমতে, ৪৩, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনটি ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৯৬ হাজার ৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ৫৩ হাজার ২৩৮ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৮৩৩ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র হচ্ছে ১৫৯টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৯১৯টি। এই ৯১৯টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ হচ্ছে ৮৮৫টি ও অস্থায়ী ৩৪টি। অন্যদিকে ৪৪, চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনটি গঠিত হয়েছে ২টি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে ২ লাখ ২৫ হাজার ১৯৫ জন ও মহিলা ভোটার হচ্ছে ২ লাখ ২৯ হাজার ২৩৭ জন। এছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। এই আসনে মোট ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ৮২৪টি এবং মোট ভোট কক্ষ হচ্ছে ৮৬১টি। এই ৮৬১টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ভোট কক্ষ ৮২৪টি ও অস্থায়ী ৩৭টি। এদিকে জেলার সদর উপজেলার অর্থাৎ ৪৫, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনটি ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত হয়েছে। এই আসনে মোট ভোটার দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৩ হাজার ২১৭ জন ও মহিলা ভোটার ২ লাখ ২৯ হাজার ৫১৭ জন। এই আসনে ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে ১৭২টি এবং ভোট কক্ষ নির্ধারণ করা হয়েছে ৮৮২টি। এই ৮৮২টি ভোট কক্ষের মধ্যে স্থায়ী ৮৬১টি ও অস্থায়ী ২১টি। জেলা নির্বাচন অফিসার মো. আজাদুল হেলাল এসব তথ্য নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক জেলার ভোটার তালিকা চূড়ান্ত করা হয়েছে এবং ভোট কেন্দ্রের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা সংগ্রহ করা হচ্ছে, তফসিল ঘোষণার পর চূড়ান্ত করা হবে।