01713248557

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা

চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডেতে কাবদের মিলনমেলা চাঁপাইনবাবগঞ্জে তৃতীয় জেলা কাব হলিডে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৫০ কাব সদস্য অংশগ্রহণ করেন।  শনিবার সকালে শহরের নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে এ আয়োজনের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন। নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসলাম কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেনÑ নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহা. মার্শাল, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস সম্পাদক গোলাম রশিদ। এছাড়া জেলা স্কাউটস সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, রিনা আখতার জাহান, নুরুল ইসলাম, সদর উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, উপজেলা কাব লিডার রকিব উদ্দিন আহমেদসহ অন্যরা উপস্থিত ছিলেন। দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে কাবিং কার্যক্রমে অংশ নিয়ে তাদের দক্ষতা অর্জন করেন; যা তাদের আগামী শাপলা অ্যাওয়ার্ড অর্জনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক

ডিএনসির অভিযান: শিবগঞ্জে ফেনসিডিলসহ দুজন আটক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের ছত্রাজিতপুর টাওয়ারপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সদস্যরা। অভিযানে ১০০ বোতল ফেনসিডিলসহ দুজনকে আটক করা হয়। সংস্থাটির জেলা কার্যালয়ের ক-সার্কেলের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন তালুকদার জানান, আজ শনিবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছত্রাজিতপুর টাওয়ারপাড়ায় অভিযান চালানো হয়। এসময় মো. লালচাঁন আলী (৩৪) ও উত্তর উজিরপুর এলাকার মো. নাইমুল হক (৫৮)’র বাড়ি হতে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় টাওয়ারপাড়ার মো. রুস্তম আলীর ছেলে মো. লালচাঁন আলী ও উত্তর উজিরপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে মো. নাইমুল হককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানান ইলিয়াস হোসেন তালুকদার।

নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত

নাচোলে ট্রেনের ধাক্কায় রংমিস্ত্রী নিহত নাচোল উপজেলায় ট্র্রেনের ধাক্কায় শামীম হোসেন নামে এক রংমিস্ত্রী নিহত হয়েছেন। তিনি নাচোলের কসবা ইউনিয়নের কালইর রেলগেটের অদূরে কাঠালঘুন্টি রেলবাগান এলাকার আলতাফ হোসেনের ছেলে। রেলওয়ে ও পুলিশ সূত্র জানায়, গতকাল রাতে বাড়ির নিকটেই খুলনা থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় শামীম ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সদর উপজেলার আমনূরা জংশন রেলওয়ে পুলিশ জিআরপি কর্মকর্তা ও পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক-এসআই নরেশ চন্দ্র দাস বলেন, গতকাল সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে শামীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের স্ত্রী পুলিশকে জানিয়েছেন, রাতে তারা একসাথেই ঘুমিয়ে ছিলেন। পরে কখন শামীম বাড়ি থেকে বের হয়ে যান তা তিনি টের পান নি। শামীমের স্ত্রী পুলিশকে আরও জানান, শামীম মাদকাসক্ত ছিলেন। জিআরপি কর্মকর্তা আরও বলেন, শামীমের মাথা ও কপালে ট্রেনের ধাক্কা লাগার মত আঘাতের চিহ্ন ছিল। বাম হাতের কব্জিতেও আঘাতের চিহ্ন ছিল। তবে তিনি ট্রেনে কাটা পড়েন নি। রেললাইন থেকে ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে যান বলে ধারণা করা হচ্ছে। জিআরপি কর্মকর্তা নরেশ বলেন, ঘটনার ব্যাপারে রাজশাহী রেলওয়ে থানায় জিডি করে ময়নাতদন্ত শেষে মরদেহ গতকাল বিকালে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এদিকে নিহতের ভাইয়েরা এটি দূর্ঘটনা নয় হত্যা বলে মৌখিক অভিযোগ করেছেন এবং ঘটনার পূর্ণ তদন্ত শুরু হয়েছে। নাচোল থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেকুর রহমান সরকার বলেন, রাত ২টার দিকে ট্রেনের ধাক্কায় ঘটনাটি ঘটে বলে জানা গেছে। এ ব্যাপারে জিআরপি থানার অফিসার ইনচার্জের (ওসি) সাথে যোগাযোগ করা হয়েছে। আমনুরা জংশন ষ্টেশন মাষ্টার হাসিবুল হাসান বলেন, ৫৮৫ আপ ট্রেনে কেটে ১জন নিহত হন বলে তিনি শুনেছেন।

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে বসবেন ১৩ হাজার ১৬৪ শিক্ষার্থী

আগামীকাল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু, চাঁপাইনবাবগঞ্জের ১৫ কেন্দ্রে বসবেন ১৩ হাজার ১৬৪ শিক্ষার্থী এবছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল। এবার আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের লক্ষে আজ থেকে আগামী ১১ আগস্ট পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষে সকল প্রস্তুতি গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন। এবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় ১৫টি এইচএসসি, ৩টি আলিম এবং ৫টি এইচএসসি (বিএম) ও ২টি এইচএসসি (ভোকেশনাল) কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলায় মোট পরীক্ষার্থী রয়েছেন ১৩ হাজার ১৬৪ জন। এর মধ্যে এইচএসসিতে ৯ হাজার ৯২১ জন, আলিমে ৯০১ জন এবং কারিগরিতে ২ হাজার ৩৪২ জন। জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্রে জানা গেছে, এইচএসসিতে নবাবগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে মোট পরীক্ষার্থী রয়েছেন ১ হাজার ৬৯৩ জন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ১৪৭ জন, শাহ নেয়ামতুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৮৩ জন, নবাবগঞ্জ সিটি কলেজ কেন্দ্রে ৩১২ জন, শিবগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে ১ হাজার ৯১ জন, শিবগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ১২০ জন, আদিনা সরকারি ফজলুল হক কলেজ কেন্দ্রে ৬৩৪ জন, নাচোল সরকারি কলেজ কেন্দ্রে ৪৯৮ জন, নাচোল মহিলা কলেজ কেন্দ্রে ৪৭৯ জন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজ কেন্দ্রে ৩৪৬ জন, ভোলাহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে ২৪৮ জন, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ কেন্দ্রে ৯১৮ জন, রহনপুর মহিলা কলেজ কেন্দ্রে ৫১২ জন, গোমস্তাপুর সোলেমান মিয়া কলেজ কেন্দ্রে ৪৩০ জন, চৌডালা জহুর আহম্মদ মিয়া কলেজ কেন্দ্রে ১১০ জনসহ মোট ৯ হাজার ৯২১ জন পরীক্ষায় বসবেন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৯৭ জন, প্রসাদপুর কামিল মাদ্রাসা কেন্দ্রে ২৮৩ জন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে ৩২১ জনসহ মোট ৯০১ জন পরীক্ষায় বসবেন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীন চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৯৬ জন, চাঁপাইনবাবগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ স্বরূপনগর কেন্দ্রে ৫৫৮ জন, গোমস্তাপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ কেন্দ্রে ৩৫৩ জন, নাচোল টিবিএম ইনস্টিটিউট কেন্দ্রে ২২৫ জন, ধাইনগর এনটিএমকে আনক টিবিএম কলেজ (শিবগঞ্জ) কেন্দ্রে ৪১৩ জন, নামোমুশরীভূজা ডা. শামসুর রহমান দাখিল মাদ্রসা কেন্দ্রে ৪৮৭ জন, নাচোল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ১০ জনসহ ২ হাজার ৩৪২ জন পরীক্ষায় বসবেন।

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা

গোমস্তাপুরে নিরাপদ আম উৎপাদন বিষয়ে কর্মশালা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস (গ্যাপ) ও হ্যাজার্ড অ্যানালাইসিস ক্রিটিকাল কন্ট্রোল পয়েন্ট (এইচএসিসিপি) পদ্ধতি অনুসরণ করে আম উৎপাদন ও আমজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ এবং তাজা আম ও এর পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধি সম্পর্কে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার রহনপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালা অুনষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিলের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ ম্যাংগো প্রডিউসার মার্চেন্টস অ্যাসোসিয়েশন-বিএমপিএমএ এই কর্মশালার আয়োজন করে। বিএমপিএমএ’র সাধারণ সম্পাদক আলহাজ মো. শুকুরুদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সোহরাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের এগ্রো প্রোডাক্টস বিজনেস প্রমোশন কাউন্সিলের উপপরিচালক মো. আনিসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সহসভাপতি মো. মনোয়ারুল ইসলাম ডালিম, বিএমপিএমএ’র সহ-সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন হর্টিকালচার বঙ্গবন্ধু লাইভ ম্যাংগো মিউজিয়ামের পরিচালক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম। কর্মশালায় মানবদেহের জন্য নিরাপদ কেমিকেলমুক্ত আম উন্নত পদ্ধতিতে চাষাবাদ, আমের রোগ-পোকা দমন ও পরিচর্যার মাধ্যমে ফলন বৃদ্ধি, আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হলে অংশগ্রহণকারী আমচাষি ও ব্যবসায়ীরা গ্যাপ ও এইচএসিসিপি পদ্ধতি অনুসরণ করে নিরাপদ উপায়ে আম উৎপাদন ও বাজারজাতের অঙ্গীকার করেন। নির্ধারিত ৭০ জন ছাড়াও প্রশিক্ষণ কর্মশালায় সর্বস্তরের আমচাষি ও ব্যবসায়ীরাও অংশগ্রহণ করেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’

চাঁপাইনবাবগঞ্জে ৬ জন পেলেন প্রয়াসের ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বাহির মল্লিকপুর গ্রামের একজন উদ্যোক্তা, রুহুল আমিন। এবারই প্রথম বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কোরবানি ঈদ উপলক্ষে এ পদ্ধতিতে ৭টি গরু বিক্রয়ের উপযোগী করে তোলেন। আর এসব গরু বিক্রি করে ৪ মাসে ১ লাখ ২০ হাজার টাকা লাভ করেন তিনি। আর রুহুল আমিনের মতো পরিশ্রমী ব্যক্তিদের সামনের দিকে এগিয়ে নিতে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দিয়েছে প্রয়াস মানবিক সোসাইটি। বুধবার (২৬ জুন) রুহুল আমিনসহ সমন্বিত কৃষি ইউনিটের আওতায় ৬ জনকে এ ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ দেয়া হয়। সম্মাননা অনুষ্ঠানে রুহুল আমিন এই প্রতিবেদককে জানান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শে বিফ ক্যাটেল ফ্যাটেনিং পদ্ধতিতে গরু লালন-পালন শুরু করেন। আর প্রয়াস থেকে সাশ্রয়ী দামে গরুর খাবার এবং বিভিন্ন ধরনের ডাক্তারি পরামর্শ পেয়েছেন বলেও জানান তিনি। নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মল্লিকপুর বাজারে ‘সফল উদ্যোক্তা সম্মাননা’ প্রদান উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রয়াসের সহকারী পরিচালক জুলফিকার আলী। সমন্বিত কৃষি ইউনিটের আওতায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন- প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ও সমন্বিত কৃষি ইউনিটের ফোকাল পার্সন ফারুক আহমেদ। প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা ভেটেরিনারি অফিসার ডা. কবির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ আতিকুল ইসলাম, নাচোল উপজেলার সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় সফল উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। মোট ৬ জন সফল উদ্যোক্তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ দেয়া হয়। অনুষ্ঠানে সফল উদ্যোক্তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। তারা বলেন, ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা তাদের কাজের গতি বাড়াতে সহায়ক হবে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদ, প্রয়াসের কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেন, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক রিফাত আমিন হিরা, ইউনিট-১১’র ব্যবস্থাপক আনোয়ার হোসেন, অফিসার শাহরিয়ার শিমুল, সহকারী কৃষি কর্মকর্তা রুহুল আমিন, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হক।

চাঁপাইনবাবগঞ্জে খরা প্রবণ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে খরা প্রবণ এলাকায় বাস্তবায়নাধীন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা চাঁপাইনবাবগঞ্জ সদরে পানি সমস্যা নিরসনে কাজ শুরু করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এই কার্যক্রম বাস্তবায়নে ‘বর্ধিত সম্প্রদায় জলবায়ু পরিবর্তন প্রকল্প-খরা (ইসিসিসিপি-ড্রাউট’ নামে একটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। আজ সকালে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে প্রকল্পটির অবহিতকরণ কর্মশালায় এইসব তথ্য জানানো হয়। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ’র সহযোগিতায় প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি এই কর্মশালার আয়োজন করে। সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা তাছমিনা খাতুনের সভাপতিত্বে, কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা, পিকেএসএফ’র ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগের সহকারী প্রকল্প সমন্বয়কারী ড. ফিরোজুর রহমান, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক আলেয়া ফেরদৌস। সূচনা বক্তব্য দেন প্রকল্পের ফোকাল পার্সন আব্দুস সালাম এবং সঞ্চালনা করেন মোমেনা ফেরদৌস অরণী। পরে, কর্মশালায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত, প্রকল্পের কার্য এলাকার ৭টি ইউনিয়নের জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিবৃন্দ মুক্ত আলোচনায় অংশগ্রহন করেন। আলোজনায়, পানির সমস্যা সমাধান, জলবায়ুর পরিবর্তনের পরিণতি কি? জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অবস্থান। এছাড়া ও প্রকল্পের মাধ্যমে কিভাবে সমাধান করা যায়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দও উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই প্রকল্পের মূল লক্ষ হলো, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতির বিষয়ে কমিউনিটির দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি করা। ভূ-উপরিস্থ পানির মজুত বৃদ্ধি করা হবে, এ জন্য বাস্তবায়নকারী সংস্থা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ৫টি পুকুর ও ২টি খাল পুনর্খনন করবে, ৫০টি ছাদ ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। ১টি পুকুর ভিত্তিক ম্যানেজ এ্যাকুইফার রিচার্জ (এমএআর) সিস্টেম প্রতিষ্ঠা করবে। এছাড়াও খরা সহিষ্ণু ফল ও ফসল চাষে সহযোগিতা করবে।

সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের অভিযান, আদা ও মরিচ গাছের নীচে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১

সীমান্তবর্তী পদ্মার দূর্গম চরে র‌্যাবের অভিযান, আদা ও মরিচ গাছের নীচে ২ কোটি টাকার হেরোইনসহ গ্রেপ্তার ১ চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সীমান্তবর্তী পদ্মার দূর্গম চর এলাকা চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইনসহ আলমগীর নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলমগীর ওই এলাকার মঞ্জুর আলীর ছেলে। আজ সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মার চরে নিজ বসতবাড়িতে এক মাদক কারবারি বিক্রির জন্য মাদকদ্রব্য মজুদ রেখেছে এমন খবরে র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি নজরে রাখে। এরই ধারবাহিকতার গতকাল সন্ধ্যায় ওই মাদক কারবারি আলমগীরকে প্রথমে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বসত বাড়ির আঙ্গিনায় আবাদকৃত বেগুন ও মরিচ ক্ষেতের ভেতর মাটি খুঁড়ে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে।

গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড

গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডের ম্যাথর পাড়া মোড়ে গাঁজা সেবনের অপরাধে একজনকে ১ মাসের কারাদ- দিয়েছেন মোবাইল কোর্টের বিচারক। আজ বিকেলে তাকে এই দ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত ব্যাক্তি হলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সাফিন আলী। মোবাইল কোর্টে উপস্থিত থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার জানান, বিকেলে বালুবাগান এলকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মীর আল মুনসুর শোয়াইব নেতৃত্বে এই মোবাইল কোট পরিচালনা করা হয়। এসময় গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে বিচার করা হয়। বিচারে তাকে ১ মাসের কারাদ- ও ২০০ টাকা করে অর্থদ- প্রদান করা হয়।

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়

সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে মতবিনিময়   চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র, মাঝারি ও শিল্প কারখানায় সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধির লক্ষে ব্যাংক কর্মকর্তা ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলার প্রান্তিক উদ্যোক্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় শহরের একটি রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের আয়োজনে মতবিনিময় সভায় জেলায় পরিচালিত ৩৬টি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।g অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। বিশেষ অতিথির বক্তব্য দেন- অগ্রণী ব্যাংক পিএলসি রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক চাঁপাইনবাবগঞ্জের উপমহাব্যবস্থাপক আবুল হাসনাত মো. নাজমুল কামাল। অন্যদের মধ্যে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহসভাপতি মসিউল করিম বাবু, নারী উদ্যোক্তা খাদিজা খাতুন, শরিফা খাতুন ডেজি, আদিবা সুলতানা। মতবিনিময় সভায় প্রধান অতিথি সকল ব্যাংকের ব্যবস্থাপকদের বলেন, আপনারা উদ্যোক্তা, নারী উদ্যোক্তা সৃষ্টিতে ভূমিকা রাখবেন। গ্রাহকদেরকে সিএমএসএমই সেক্টরে সচেতনতা বৃদ্ধি করবেন। এ ব্যাপারে সকলকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সঞ্চালনায় ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলের প্রিন্সিপাল অফিসার নাজির হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি সদর ঘাট শাখার প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম।