চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণের লক্ষে পদযাত্রা

চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণের লক্ষে পদযাত্রা চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ওমেন্স ডে পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন পদযাত্রার আয়োজন করে। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গ্রিন ভিউ স্কুলের সামনে শেষ হয়। পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এ সময় পুলিশ সুপার রেজাউর করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আফাজ উদ্দিন, স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তারসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা। অন্যদিকে, বিকেলে জেলা শহরের ফুড অফিস মোড়ে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাঁপাইনবাবগঞ্জে আগামী ২২-২৮ জুলাই পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় আরো উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার নূরুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম, জেলা মহিলা বিষয়ক কর্মকতা সাহিদা আখতার, এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ ডিপার্টমেন্টের প্রভাষক সাহেব আলীসহ অন্যরা। সভায় সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনে সকলের সহযোগিতা কমনা করা হয় এবং ৭দিনব্যাপী কর্মসূচির কার্যক্রম চূড়ান্ত করা হয়। মৎস্য সপ্তাহের এবারের “প্রতিপাদ্য অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি”। সপ্তাহব্যাপী কার্যক্রমের ১ম দিন ২২ জুলাই সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হবে। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে ফেস্টুন সহ র‌্যালী হবে। র‌্যালী শেষে চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা এবং স্থানীয় পর্যায়ে মৎস্য চাষে সফল চাষী, ব্যক্তি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রধান করা হবে। ২য় দিন সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে মৎস্যচাষি, জেলে ও মৎস্যজীবিদের নিয়ে জেলা ও উপজেলার মৎস্য সম্পদেও স্থায়ীত্বশীল এবং সর্বত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা হবে। ৩য় দিন সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ মর্ডাণ মাছ বাজারে মৎস্য বিষয়ক প্রমাণ্যচিত্র প্রদর্শিত হবে। ৪র্থ দিন সকাল ১০টায় সদর উপজেলার কালুপুর গ্রামের পুকুর ও জলাশয়ের পানির ভৌত রাসায়নিক গুণাগুন পরিক্ষা ও নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ৫ম দিন সকাল ১০টায় মৎস্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও জেলা সুইমিংপুলে মৎস্যজীবিদের সাঁতার প্রতিযোগিতা হবে। ৬ষ্ঠ দিন সকাল ১০টায় এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ে মৎস্য খাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা হবে। এবং ৭ম দিন বিকেল সাড়ে ৫টায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়াও শেষে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশিত হবে।  

র‌্যাবের অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ৩

র‌্যাবের অভিযানে গোমস্তাপুরে জব্দ ফেনসিডিল গ্রেপ্তার ৩ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১০০ বোতল ফেনসিডিল জব্দসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার বেলা ১১টায় গোমস্তাপুর উপজেলার চৌডালা মাদ্রাসা মোড় হতে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানায়। রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন—  শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে মো. রবিউল , মৃত তাশির উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন  ও শাহাপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে  বেনজির । সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব আরো জানায়, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার বেলা ১১টায় চৌডালা মাদ্রাসা মোড়ে পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এই সময় তিনজনের হেফাজত হতে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫ : হাসপাতালে ভর্তি ৭২

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৭৫ : হাসপাতালে ভর্তি ৭২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৭৫ জন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে ৩৬ জন এবং বহির্বিভাগে ৩৫ জন শনাক্ত হয়েছেন। এছাড়া শিবগঞ্জে ২ জন, গোমস্তাপুর ও নাচোলে ১ জন করে শনাক্ত হয়েছেন। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৭২ জন। তাদের মধ্যে ৩৫ জন পুরুষ ও ৩০ জন মহিলা রয়েছেন। এছাড়া শিবগঞ্জে ১ জন মহিলা ও ১ জন পুরুষ, গোমস্তাপুরে ১ জন মহিলা ও নাচোলে ১ জন মহিলা রোগী ভর্তি রয়েছেন। আর বহির্বিভাগের শনাক্তরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ৩৫ জনকে। এই ৩৫ জনের মধ্যে ৭ জন পুরুষ, ২২ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছেন। অন্যদিকে অবস্থার অবনতি হওয়ায় ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসতপালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া গোমস্তাপুর থেকে ২ জন ও নাচোল থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ৯৩৩ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৪৩৬ জনে।

জেলাপর্যায়ে ফুড ফর্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ

জেলাপর্যায়ে ফুড ফর্টিফিকেশন বিষয়ে প্রশিক্ষক প্রশিক্ষণ চাঁপাইনবাবগঞ্জে জেলাপর্যায়ে দ্বিতীয় জাতীয় পুষ্টি পরিকল্পনা এবং বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনায় ফুড ফর্টিফিকেশন অন্তর্ভুক্তকরণ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ‘গেইন’র সহযোগিতায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় (বিএনএনসি) এই কর্মশালার আয়োজন করে। বেলা ১১টা থেকে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। জেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন— বাংলাদেশ পুষ্টি পরিষদ কার্যালয়ের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান। সূচনা বক্তব্য দেন— জেলা পুষ্টি সমন্বয়ক কমিটির সদস্য সচিব সিভিল সার্জন ডা. এ. কে.এম. শাহাব উদ্দীন। জেলা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির কর্মপরিকল্পনায় খাদ্য সমৃদ্ধকরণ ও অন্তর্ভুক্তকরণ বিষয়ক গ্রুপ ওয়ার্ক নিয়ে আলোচনা করেন বাংলাদেশ পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডা. আকতার ইমাম এবং প্রজেক্ট বাংলাদেশ পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক কোঅর্ডিনেটর লাইলুন নাহার। খাদ্য সমৃদ্ধকরণ বিষয় উপস্থাপন করেন বাংলাদেশ পুষ্টি পরিষদ কার্যালয়ের উপপরিচালক ডা. নূসরাত জাহান মিথেন। অপুষ্টি নিরসনে বৈশ্বিক এজেন্ডা অনুযায়ী বাংলাদেশের প্রতিশ্রুতিসমূহ তুলে ধরেন বাংলাদেশ পুষ্টি পরিষদের উপপরিচালক ডা. ফারজানা রহমান এবং প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন আরেক উপপরিচালক ডা. নুসরাত জাহান। কর্মশালা সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা চৌধুরী আব্দুল্লাহ আস শামস তিলক। এই প্রশিক্ষণ কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার খাদ্য নিরাপত্তা এবং জনগণের পুষ্টির মান উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা উল্লেখ করেন। কর্মশালায় খাদ্য ফর্টিফিকেশনের গুরুত্ব, পদ্ধতি এবং বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন— একটি সুস্থ সবল জতি গঠনে ফর্টিফাইড খাদ্যের গুরুত্ব অপরিসীম। এই পরিকল্পনা বাস্তবায়নে সরকারের ২২টি মন্ত্রণালয়কে একযোগে কাজ করতে হবে বলে উল্লেখ করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপরিাচলক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফাসহ জেলা পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ

দেবীনগরে কাঁচা রাস্তায় ধানের চারা লাগিয়ে পাকা না করার প্রতিবাদ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত রাস্তাটি প্রায় ১০ কিলোমিটার। পুরোটাই কাঁচা। যুগ যুগ ধরে এই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ে আছে। আর এতে ভোগান্তি পোহাতে হচ্ছে রাস্তা সংলগ্ন হাজার হাজার গ্রামবাসীকে। এই সময়ে রাস্তাটি পাকা করার কোনো উদ্যোগ নেয়া হয়নি। অবকাঠামোর দিক দিয়ে এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও কোন অদৃশ্য কারণে রাস্তাটি পাকা হয়নি, তা জানা নেই এলাকাবাসীর। এই এলাকায় ৫টি প্রাইমারি স্কুল, ২টি হাই স্কুল, ৪টি মাদ্রাসা ও প্রায় ৩৫টি মসজিদ রয়েছে। শিক্ষার্থী রয়েছে প্রায় ৬হাজার। তবুও রাস্তাটি পাকা হয়নি। তাই ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তাটি পাকা না হওয়ায় অভিনব প্রতিবাদ জানিয়েছেন। কাদাপানির কাঁচা রাস্তায় তারা ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানান। এই অভিনব প্রতিবাদে অংশ নেন দেবীনগর ইউনিয়নের হাজারো মানুষ। রবিবার দুপুরে এই অভিনব প্রতিবাদের আয়োজন করা হয়। এ সময় কাঁচা রাস্তায় এলাকার শিক্ষার্থীসহ হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন এবং পাকা করার দাবিতে মানববন্ধন করেন। পরে প্রতীকী প্রতিবাদস্বরূপ রাস্তায় ধানের চারা রোপণ করেন স্থানীয় যুবকরা। এসময় স্থানীয় মাদ্রাসার সুপারিনটেডেন্ট বলেন, যুগ যুগ ধরে নজিপুর গোলাম মোহাম্মদের মোড় এবং বাগানপাড়া-মহাজনটোলা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা চলাচলের অযোগ্য হয়ে আছে। রাস্তাটি পাকা করার জন্য কোনো জনপ্রতিনিধি বা সংশ্লিষ্টা দপ্তর কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। অথচ এই রাস্তা দিয়ে দেবীনগর ও আলাতুলী ইউনিয়নের হাজার হাজার মানুষ চলাচল করে। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে পড়ে। অনেকেই পড়ে গিয়ে আহতও হয়েছেন। এছাড়া কোনো রোগীকে চিকিৎসার জন্য সদরে নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হয়। এ ব্যাপারে দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষ দাবি করে আসলেও রাস্তার কোনো সুরাহা হয়নি। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

শোক সংবাদ—

শোক সংবাদ— চাঁপাইনবাবগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের গণিত বিভাগের ইন্সট্রাক্টর আফজাল হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। এরআগে তিনি গতকাল রাতে নিজ বাসভবনে মারা যান। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ তার দুটি জানাযা অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম জানাযা কর্মরত প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। দ্বিতীয়টি বিকেল সাড়ে ৫টার পর নিজ এলাকা রহনপুর কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশার্ধ্বো। স্ত্রী, দুই মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেলেন। জানাযা শেষে খোয়াড়মোড় কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে, শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রাঘববাটি গ্রামের বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য গূণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেল ৩টায় রাঘববাটি গ্রামের একটি আমবাগানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস্আই) ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, মোয়াজ্জেম হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুববুর রহমান মিজান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

গোমস্তাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা গোমস্তাপুরে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের অন্তর্ভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ৩য়, ৪র্থ ও ৫ম বর্ষের বৃত্তি পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ রহনপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করা হয়। উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনে সভাপতি জিন্নাউল আউয়ালের সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রহনপুর মহিলা কলেজের অধ্যক্ষ আজিজুর রহমান, গোমস্তাপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সারওয়ার হাবিব, ব্যবসায়ী নজিবুর রহমান, আল মামুন, আখতারুল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্ডেন স্কুলের ৩য় ৪র্থ ও ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত ১৬৭ জন কৃতি শিক্ষার্থীকে এই সংবর্ধনা দেওয়া হয়।

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও

পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর খোঁজ মেলে নি ৩ দিনেও   শিবগঞ্জ উপজেলায় বৈরী আবহাওয়ার মধ্যে পদ্মানদীতে নৌকাডুবিতে আয়েশা খাতুন সাথী নামে এক কিশোরী নিখোঁজ হয়েছেন। ওই কিশোরী পাঁকা ইউনিয়নের বাবুপুর মধ্যপাড়া গ্রামের বকুলের মেয়ে এবং বাবুপুর মধ্যপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। গত বুধবার ৯জুলাই বিকাল ৪টার দিকে নানাবাড়ীতে বেড়াতে যাবার পথে নৌকাডুবিতে নিখোঁজ হবার পর আজ সন্ধ্যা পর্যন্ত ৩ দিনেও নিখোঁজ কিশোরীর কোন সন্ধ্যান মেলেনি বলে জানিয়েছে স্থানীয় সূত্র ও পুলিশ। পাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক বলেন, গত বুধবার বিকালে বোগলাউড়ি জাইতপাড়া এলাকা থেকে ১-/১২ জন যাত্রী এবং কিছু মালপত্র নিয়ে ছোট নৌকাটি পাঁকা লক্ষীপুর শিয়ালপাড়া এলাকায় যাত্রা শুরু করে। ঘাট ছাড়ার পরপরই নৌকাটি ডুবে যায়। এসময় স্থানীয়দের সহায়তায় অন্য যাত্রীরা রক্ষা পেলেও নিখোঁজ হয় আয়েশা। তার সন্ধানে নদীতে নৌকা নিয়ে এবং নদীতীরে খোঁজ অব্যাহত রয়েছে বলেও জানান চেয়ারম্যান। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম শাকিল রেজা বলেন, নৌকাডুবিতে নিখোঁজ কিশোরীর এখনও সন্ধান পাওয়া যায় নি।

ইসলামপুরে ককটেল বিস্ফোরণ

  ইসলামপুরে ককটেল বিস্ফোরণ সদর উপজেলার ইসলামপুরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুটি পক্ষের মধ্যে পূর্ব বিরোধের জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব শত্রুতার জের ধরে গতকাল রাতে ধাওয়া পাল্টা ধওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে আবারও উভয় পক্ষ মুখোমুখী অবস্থান নেয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান বলেন, পূর্বের একটি ঘটনায় মামলার জের ধরে দুটি পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ঘটায়। কার সঙ্গে কার দ্বন্দ্ব? এমন প্রশ্নের জবাবে ওসি বলেন ঘটনাস্থলে যাচ্ছি, সবকিছু জেনে জানাতে পারব। এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।