মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘনায় নিহত দুই প্রবাসীর দাফন সম্পন্ন   মালয়েশিয়া সড়ক দুর্ঘটনায় নিহত দুই প্রবাসী রেমিটেন্সযোদ্ধার মরদেহ দেশে এসে গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে। আজ তাদের দাফন সম্পন্ন হয়। এরআগে তাদের দুজনের মরদেহ গোমস্তাপুর ইউনিয়নের নিজ গ্রামে এসে পৌছালে পরিবারসহ এলাকার লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। নিহত তুহিন আলি গোপালনগর গ্রামের বাসিন্দা শুকুরুদ্দিন কালুর ছেলে। অপরজন একই ইউনিয়নের নসিবন্দি নগর গ্রামের কাবিলের ছেলে শামিম রেজা। তারা দুজনই মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন। গত ৩১ আগষ্ট তারা সড়ক দুর্ঘনায় নিহত হন। এদিকে পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার দিন মালেশিয়ায় সরকারি ছুটি ছিল। ওইদিন তুহিন ও শামীমসহ ৫জন ওভারটাইম কাজ করছিলেন। কাজ শেষে তারা একটি পিকআপে করে ঘরে ফিরছিলেন। পথে পাহাড়ি এলাকার সুঙ্গাই কোয়ানে একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সে সময় তাদের সঙ্গে থাকা ৩জন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। তারা প্রায় ৩ বছর আগে জীবন ও জীবিকার তাগিদে এবং পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় মালয়েশিয়ায় গিয়েছিলেন। নিহত তুহিনের স্ত্রীসহ এক ছেলে, এক মেয়ে এবং মা-বাবা রয়েছে। এছাড়া শামিমের ভ্যানচালক বাবা রয়েছে। তিনি ধারদেনাসহ এনজিওতে ঋণ করে ভাগ্য পরিবর্তেনর আসায় প্রবাসে যান। হুজরাপুর মডেল একাডেমী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, শামিম গত কয়েকবছর আগে তার প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করেন। এ বিষয়ে গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি বলেন, তুহিন ও শামিমের মরদেহ আজ সকালে গ্রামে ফেরার পর দাফন সম্পন্ন হয়েছে। আমরা গভীরভাবে শোকাহত। কোন সহযোগিতা লাগলে আমরা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির জন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রনি ইসলাম নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাঁকে পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাস কারাদন্ডের আদেশ দেয়া হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ মিজানুর রহমান একমাত্র পলাতক আসামী রনির অনুপস্থিতিতে এ আদেশ প্রদান করেন। দন্ডিত রনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি মাদারপুর মান্দেরপুর এলাকার মজিবুর রহমান ওরফে কালুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানাগেছে, গত ২০২৩ সালের ৬ এপ্রিল গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হন রনি। এ ঘটনায় রনিকে একমাত্র আসামী করে সদর থানায় মামলা করেন ডিবি’র তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) আসগার আলী। ৯ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত আজ রনিকে দোষী সাব্যস্ত করে মামলায় সাজা ঘোষণা করেন।

পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

পলাতক মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার সদর উপজেলায় মাদক মামলায় ৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার ব্যক্তি সদর উপজেলার রামচন্দ্রপুর চোখাপাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে সেলিম রেজা। র‌্যাব-৫ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে মহারাজপুর ইউনিয়নের মেলার মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য ২০১৯ সালে সদর থানায় সেলিম রেজার বিরুদ্ধে একটি মাদক মামলা দায়েরের পর থেকে ৬ বছর যাবৎ তিনি পলাতক ছিলেন। ২০২৪ সালের ৩১ মার্চ তাঁর অনুপস্থিতিতেই মামলার বিচারকার্য সম্পন্ন হয়। এতে আসামিকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে সাজা পরোয়ানা জারী করেন আদালত।

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রয়াসের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ৯টায় জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। প্রয়াসের পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকারের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানব সম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, জ্যেষ্ঠ সহকারি পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, তানভির আহম্মেদ রিয়াদ, ফিরোজ আলম, আব্দুস সালাম ও আবুল কালাম আজাদসহ, সকল আরএম, জোন প্রধান, আরএম (এমই), প্রকল্প ফোকাল পার্সন, প্রকল্প ব্যবস্থাপক ও সহযোগী সংস্থার প্রতিনিধি বৃন্দ। সভায় প্রয়াসের চলমান কার্যক্রম ও সংস্থার কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি বিষয়ে আলোচনা হয়। সেই সাথে সংস্থার কার্যক্রম দক্ষতার সাথে এগিয়ে নিতে উপস্থিত কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন।

গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু

গোমস্তাপুরে সাপে কাটা রোগীর ৬ দিন পর মৃত্যু গোমস্তাপুরে সাপের কামড়ে আলমগীর হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে। ৬ দিন পর শনিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মারা যাওয়া আলমগীর ওই গ্রামের মৃত সাদির আলীর ছেলে। এর আগে গত ৩১ আগস্ট গোমস্তাপুর উপজেলার রাধনগর ইউনিয়নের বেগপুর গ্রামে বাড়ির পাশে দৈইলা বিলে তাকে সাপে কাটে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, গত ৩১ আগস্ট বিকালে দৈইলা বিলে মাছ ধরতে যায় আলমগীর। বিলের ঘাটে বাঁধা নৌকাতে ওঠার সময় একটি সাপ তার বাম পায়ে কামড় দেয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৬ দিন পর আজ সেখানে চিকিৎসাধীন অবস্থায় আলমগীর মারা যায়।

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন 

চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন চাঁপাইনবাবগঞ্জের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে অটোরিক্সা র‌্যালী ও শিশুদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা আইনজীবী সমিতি ভবন চত্বর থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বের হওয়া ‘মুবারাক’ র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্থানীয় ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটি আয়োজিত র‌্যালী থেকে পরিবেশিত হয় সুমধুর কণ্ঠের হামদ ও নাত। র‌্যালী শেষে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক (মিষ্টান্ন) বিতরণ করা হয়। র‌্যালীতে অংশ নেন উদযাপন কমিটি সভাপতি এড.আফসার আলী, সহ-সভাপতি জহির উদ্দীন চৌধুরী, সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন সরকার, সদস্য জাকির হোসেন, কামরুজ্জামান খাঁন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা। এদিকে, দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন শিশু শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। আজ সকালে জেলা মডেল মসজিদে ইফা কার্যালয়ে শিশুরা কেরাত, নাত, হামদ, রসুল (স.)-এর শানে কবিতা, রচনা ও আযান প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে প্রতিযোগিতা ও আলোচনা শেষে ইফা উপ-পরিচালক গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মহানবী হজরত মোহাম্মদ (স.) জীবনী নিয়ে রচিত বই উপহার হিসেবে তুলে দেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে গতকাল বাদ জুম্মাহ থেকে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু মসজিদে শুক্রবার বাদ এশা এবং কিছু মসজিদে আজ বিভিন্ন ওয়াক্তের নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাবুডাইং আলোর পাঠশালা। এ উপলক্ষে শনিবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং-এ বিদ্যালয়ে ক্বিরাত, হামদ-নাত, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মরিয়ম খাতুন। বিদ্যালয়ের সভাপতি জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন জামিয়া সালাফিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। এরপর শিক্ষার্থীদের নিয়ে হামদ-নাত, ক্বিরাত ও নবীজীকে নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তৃতীয় থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে চারটি ক্যাটাগরিতে প্রতিযোগিতা ও পৃথকভাবে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতার ২০ জন বিজয়ীকে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সাঈদ মাহমুদ। এসময় বক্তারা বলেন, হজরত মুহাম্মদ (সা.) ছিলেন সর্বশেষ নবী ও রাসুল। তিনি পৃথিবীতে এসেছিলেন তাওহিদের বাণি নিয়ে। প্রচার করেছেন শান্তির ধর্ম ইসলাম। তিনি ছিলেন একজন আদর্শবান মানবিক মানুষ। যে বিধর্মী নারী তাঁর পথে কাঁটা বিছিয়ে তাঁকে কষ্ট দিয়েছেন, সেই নারী অসুস্থ হলে সেবা করে তাকে সুস্থ করেছেন তিনি। তিনি মানুষকে শান্তির পথে নিয়ে এসেছেন। আমরা তার আদর্শকে অনুসরণ করে শান্তি প্রতিষ্ঠায় কাজ করব। শেষে দোয়া পরিচালনা করেন মো. আব্দুল কুদ্দুস।  

২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর

২ দিনের ছুটিতে সোনামসজিদ স্থলবন্দর দুই দিনের ছুটিতে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সাপ্তাহিক ও আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এই স্থলবন্দর দুদিন ছুটি ঘোষণা করা হয়। এতথ্য নিশ্চিত করে বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, সাধারণত সোনামসজিদ স্থলবন্দরে সাপ্তাহিক ছুটি হিসেবে অন্যসব প্রতিষ্ঠানের মতো শুক্রবার বন্ধ থাকে। এছাড়া শনিবার পবিত্র ঈদে মিলাদুন্নবী। এতে সোনামসজিদ স্থলবন্দরের যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। তবে সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার কার্যক্রম চালু থাকবে। আগামীকাল থেকে আবারও যথারীতি নিয়মে বন্দরের কার্যক্রম শুরু হবে।

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

ভোলাহাটে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ভোলাহাট উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে মেগা ফাইনাল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে ভোলাহাট পাবলিক ক্লাব মাঠে মেগা ফাইনাল ফুটবল টুর্নামেন্টে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ ও ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ২ অংশগ্রহণ করে। ১-০ গোলে ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১ বিজয় ছিনিয়ে নেয়। পরে চ্যাম্পিয়ন দলকে গোল্ডকাপ ও ৩০ হাজার টাকা, রানার্স আপ দলকে গোল্ডকাপ ও ২০ হাজার টাকা তুলে দেন খেলার সভাপতি ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, গোমস্তাপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুলতান আলী, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম, সমাজ সেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও মোঃ সবুজ আলী, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আম ফাউন্ডেশনের সদস্য সচিব মুনসুর আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামাল উদ্দিন, দলদলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু, সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আজিজুল রহমান, জামবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিয়াসহ অন্যরা। গত ২৫ আগষ্ট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। উপজেলার মোট চারটি ইউনিয়ন পরিষদ থেকে ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে। আগামী ১২ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলায় অন্যান্য উপজেলার ফুটবল দলের সাথে প্রতিযোগিতা করবে বিজয়ী ভোলাহাট ইউনিয়ন পরিষদ ফুটবল দল ১।

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১

নাচোলে চুরি হওয়া গরুসহ আটক ১ নাচোলে চুরি হওয়া একটি গাভী উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তোফাজ্জল নামের একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি নাচোল উপজেলার মাক্তাপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে। আজ সকালে নাচোল মধ্যবাজার থেকে গাভীসহ তাকে আটক করা হয়। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে মাক্তাপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে গোলাম মোস্তফার বাড়ির বাইরে বকনা ও গাভীসহ ৪টি গরুকে খড় খেতে দিয়ে এশার নামাজ আদায় করতে যান। রাত পৌনে ৯টার দিকে এশার নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন ৩টি গরু থাকলেও মেটে সাদা রংয়ের ১ টি গাভী নেই। যার আনুমানিক মূল্য ৬৫ হাজার টাকা। পরবর্তীতে গাভির মালিক নাচোল থানায় গরু চুরি সংক্রান্ত এজাহার দায়ের কররেন। এজাহারটি নাচোল থানা পুলিশ মামলা হিসেবে গ্রহণ করে। অনুসন্ধানের এক পর্যায়ে আজ সকালে নাচোল মধ্যবাজারের একজনের বাড়ির পিছন থেকে চুরি হওয়া গাভীসহ গোলাম মোস্তফা আটক করা হয়।

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের

প্রয়াত সম্পাদক গোলাম রশিদকে স্মরণ জেলা স্কাউটসের চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের প্রয়াত সম্পাদক গোলাম রশিদ স্মরণে শুক্রবার বিকেলে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউট। জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, গোলাম রশিদের বোন পারভিন কবীর, বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের উপপরিচালক আব্দুর রশিদ, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি আইনজীবী সাইফুল ইসলাম, বালুগ্রাম আদর্শ কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মাহবুবুর রহমান মিন্টু, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, কোষাধ্যক্ষ আসলাম কবীর, শংকরবাটী-পোল্লাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা খাতুনসহ বিশিষ্টজনরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটসের সহসভাপতি মারুফুল হক। বক্তারা বলেন, গোলাম রশিদ শুধু একজন স্কাউটার ছিলেন না। তিনি ছিলেন একজন দক্ষ নেতা। ছিলেন সমাজসেবীও। তাঁর একনিষ্ঠ পরিশ্রম ও দক্ষ নেতৃত্বে জেলায় স্কাউট কার্যক্রম গতি পেয়েছিল তাই স্কাউটস এগিয়ে গেছে অনেকদূর। তাঁকে আমাদের স্মরণে রাখতে হবে। স্কাউটসকে নিয়ে তাঁর দেখা স্বপ্নগুলো পূরণ করতে হবে। তারা আরো বলেন-সরাসরি সরকারি কোনো অনুদান ছাড়াই স্থানীয় মানুষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় যে সাততলা ফাউন্ডেশনের দোতলা স্কাউট ভবন নির্মিত হয়েছে, তার সিংহভাগ কৃতিত্ব গোলাম রশিদের। এমন নিবেদিতপ্রাণ স্কাউটারের শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।