চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন মামলায় যুবকের যাবজ্জীবন চাঁপাইনবাবঞ্জে একশত গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের একটি মামলায় বদরুজ্জমান দুরুল নামের এক যুবককে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাঁকে কুড়ি হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদেন্ডর আদেশ দেয়া হয়েছে। আজ বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল্লাহ আল মামুন একমাত্র আসামীর অনুপস্থিতিতে সাজা ঘোষণা করেন। দন্ডিত দুরুল চাঁপাইনবাবগঞ্জ পৌর হুজরাপুর রেলবাগান এলাকার মৃত ইদু মিস্ত্রী’র ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরক্তি পিপি) ময়েজ উদ্দিন বলেন,২০১৬ সালের ১৮ মার্চ দুপুরে র‌্যাবের অভিযানে নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরাইনসহ আটক হন দুরুল। এ ঘটনায় ওইদিন চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একমাত্র মামলা করেন র‌্যাব-৫ ব্যাটালিয়নের রাজশাহী ক্যাম্পের তৎকালীন ডিএডি বেলাল হোসেন। ২০১৬ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা(আইও) এবং সদর থানার তৎকালীন পরিদর্শক(তদন্ত) সারোয়ার জাহান শুধু দুরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ১১ জনের সাক্ষ্য, প্রমাণ এবং শুনানী শেষে আদালত আজ দুরুলকে দোষী সাব্যস্ত করে দন্ড ঘোষণা করেন।

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু

শিবগঞ্জে গ্রাম আদালত বিষয়ে প্রশিক্ষণ শুরু চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রামআদালত বিষয়ক সাত দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার সকালে স্থানীয় সরকার বিভাগের গ্রামআদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এতে প্রশিক্ষক ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম ও গ্রামআদালতের উপজেলা সমন্বয়ক আমিনুর রহমান। প্রথম দিনে কানসাট ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রামআদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রামআদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ

শিবগঞ্জে মাছের উপকরণ বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় মাছের উপকরণ বতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিল নার্সাার ও বাস্তবায়িত প্রদর্শনীর এইসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজাহার আলী। এ সময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আক্তার ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল ইসলামসহ অন্যরা। পরে কালুপুর ও বাঁশবাড়িয়া বিলে মাছের জন্য খৈল, ফিড, রেণু মাছের খাবারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়।

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান

গোমস্তাপুরে মুক্তিযুদ্ধকালে ৩৫ জন নিহতের স্মরণে হরিনাম যজ্ঞানুষ্ঠান ১৯৭১ সালের ২০ এপ্রিল পাকহানাদার বাহিনীর হাতে হিন্দু সম্প্রদায়ের ৩৫ জন নিহতের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২৪ প্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। নিহতদের আত্মার শান্তি কামনায় গোমস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি সোমবার এই অনুষ্ঠানের আয়োজন করে। পরিচালনা কমিটির প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাসের সহধর্মিণী সৌদামিনী দাস এই যজ্ঞানুষ্ঠানের উদ্বোধন করেন। পরে একই স্থানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মন্দির কমিটি সভাপতি কমল চক্রবর্তী। কমিটির সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন- কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস, নাচোল কলেজের প্রভাষক ড. অজিত কুমার দাস, বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত, সমাজসেবক রাজকুমার মন্ডল। পরে মুক্তিযুদ্ধ চলাকালীন নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। উল্লেখ্য, হরিনাম যজ্ঞানুষ্ঠানে ৫টি দল অংশ নিচ্ছে। দলগুলো হলো- ঢাকা তাঁতিবাজারের প্রীতম ম-ল, বগুড়ার প্রণতি দেবী, নওগাঁর প্রদীপ চক্রবর্তী, নওগাঁর সজীব দাস ও নওগাঁর নাম কীর্তন।

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত

নাচোলে মাঠ দিবস অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে কৃষি ইউনিটের (কৃষি খাত) আওতায় বিনা ধান-২৫ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা শাহ মোস্তাক আহাম্মাদ চৌধুরী। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহযোগিতায় মাঠ দিবসের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। এসময় আরো উপস্থিত ছিলেন- প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, সহকারী কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা ইমদাদুল হকসহ অন্যরা। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিল দৈনিক গৌড় বাংলা ও রেডিও মহানন্দা ৯৮.৮ এফএম।

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা কশিম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৬টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি ৬ ছেলে, ২ মেয়েসহ বহু গুণগ্রাহি রেখে গেছেন। আজ বিকাল সাড়ে ৫ টায় খড়িয়াল গ্রামের ঈদগাহে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজা নামাজ শেষে গ্রামের গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) এস এম শাকিল হাসান, বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মন্টু, গোলাম মোস্তফা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অনান্য মুক্তিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।  

কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র‌্যালি

কানসাট রাজবাড়ির ঐতিহ্য পুনরুদ্ধারে ব্যতিক্রমী সাইকেল র‌্যালি শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ি সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণের লক্ষে সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলাবাসীর ব্যানারে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সাইকেল র‌্যালি বের হয়ে কানসাট রাজবাড়ি মাঠ হয়ে পুঠিমারী বিল ঘুরে একই স্থানে এসে শেষ হয়। সাইকেল র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী। এসময় তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে কানসাট রাজবাড়ি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সংস্কারের মাধ্যমে ঐতিহ্য পুনরুদ্ধারকল্পে সরকারের সৃষ্টি আকর্ষণ করছি। পুরোপুরি সংস্কার হলেই দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ঐতিহ্যবাহী রাজবাড়ি। সাইকেল র‌্যালিতে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার, ভেটেরিনারী সার্জন আবু ফেরদৌস, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আবদুল বাতেন ও মোবারকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ মিঞাসহ অন্যরা। এছাড়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, কানসাট রাজবাড়ি এক সময় এই অঞ্চলের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক ছিল। কিন্তু সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্থাপনাটি আজ ধ্বংসপ্রায়। সরকার যদি পদক্ষেপ নেয়, তাহলে এটি একটি পর্যটন কেন্দ্র হিসেবেও গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, শুধু সংরক্ষণ নয়, এই রাজবাড়িকে ঘিরে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক ও পর্যটন এলাকা গড়ে তোলা সম্ভব, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উপজেলাবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।  

মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত

মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা, গান, আড্ডা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের আমতলায় সদ্য প্রয়াত মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসী স্মরণ শোকাহত কবিতা,গান,আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে এই স্মরণসভার আয়োজন করেন অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ। এসময় কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কবি মাহবুব আলম, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি যুবায়ের খলিল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুল আলম, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদসহ আরো অনেকে। অনুষ্ঠানে বক্তারা মরমী সঙ্গীত সাধক, লেখক ও গবেষক মোস্তফা জামান আব্বাসীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন।

শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নদীতে অজ্ঞাতব্যক্তির ভাসমান অর্ধগলিত মরদেহ উদ্ধার শিবগঞ্জের পাগলা নদীতে ভাসমান অজ্ঞাত পরিচয় একব্যক্তির গলায় বালিভর্তি দুটি প্লাষ্টিকের বস্তা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আজ সকালে স্থানীয়দের দেয়া খবরে শিবগঞ্জ থানা পুলিশ শিবগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ডের তর্তিপূর মহাশ্মশান এলাকায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে রাজশাহী থেকে আসা পুলিশ ব্যূরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। ওই ব্যক্তিকে শ^াসরোধে হত্যা করে মরদেহ গুমের উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম কিবরয়িা বলেন, আজ সন্ধ্যা পর্যন্ত মরদেহ শনাক্ত হয় নি। ২/৩ দিন পূর্বের মরদেহটি নদীর স্থির পানিতে পাওয়া গেছে। মরদেহের গলায় তুলসী মালা ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন

গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ সম্পন্ন রেডিও মহানন্দার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য প্রয়াত গৌরি চন্দ সিতুর আদ্যশ্রাদ্ধ ও মৎস্যমুখী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়সংঘ মোড়ের বাসভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রয়াত গৌরি চন্দ সিতুর স্বামী ও শ্রীশ্রী রামসীতা মন্দিরের সাধারণ সম্পাদক শ্রী সুনীল বর্মন কানাই, দুই ছেলে কল্যাণ বর্মন ও কল্লোল বর্মণ ও পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা ও শান্তিকামনা করে অংশ নেন, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক ধনঞ্জয় চক্রবর্তী, রেডিও মহানন্দা সহকারি স্টেশন ম্যানেজার রেজাউল করিম, জেলা স্কাউট ও গার্ল গাইড এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রোকসানা আহমেদ, সমাজসেবী ফারুকা বেগমসহ সনাক, কল্যাণী মহিলা সমিতিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও সূধীজন। উল্লেখ্য, ৩০ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬ টার দিকে অসুস্থতার কারণে নিজ বাসভবনে তিনি পরলোক গমন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।