চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৩ চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আন্তঃবিভাগে শনাক্ত হয়েছেন ১ জন, বিহর্ভিভাগে ২ জন শনাক্ত হন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫ জন রোগী এবং ১০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১ জন পুরুষ ও ৪ জন নারীসহ ৫ জন রোগী রয়েছেন। অন্যদিকে, জেলা হাসপাতাল থেকে ৬ জনকে ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৩ জনকে ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১ জনকে। ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৩৯০ জন এবং জেলা হাসপাতালের বহির্বিভাগে চলতি বছরে এখন পর্যন্ত ১ হাজার ২৮৪ জন। সিভিল সার্জন অফিস ও জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা

নাচোলে শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দুজন শিক্ষক ও ১জন অফিস সহায়কের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। তাঁরা অবসরে যাওয়ায় এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অবসরে যাওয়া শিক্ষক দ্বয় হলেন—আসাদুল্লাহ (গণিত), রফিকুল ইসলাম (বাংলা) এবং অফিস সহায়ক আব্দুল গণি। সোমবার বিদ্যালয় চত্বরে বেলা ১১টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আনিকুল ইসলাম সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজর অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম ও হাফিজুর রহমান, নাচোল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, ঢাকা মার্কেল টাইল কোঅপারেটিভ ব্যাংকের অ্যাডভাইজার আবু তাহের মো. নূরুল্লা, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন, নাচোল পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, বিদ্যালয় পরিচালনা অ্যাডহক কমিটির সভাপতি দুরুল হোদা, কমিটির সাবেক সদস্য দেলোয়ার হোসেন ডালিম, নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোজাম্মেল হক মন্টু। অনুষ্ঠানের শুরুতে প্রধান শিক্ষকের সূচনা বক্তব্য শেষে বিদায়ী শিক্ষক-কর্মচারীর উদ্দেশ্যে মানপত্র পাঠ এবং স্মৃতি তুলে ধরেন অতিথিগণ। শেষে বিদায়ী শিক্ষক ও কর্মচারীর মাঝে সম্মানোনা ক্রেস্ট তুলে দেয়া হয়। বক্তারা নাচোল পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দপ্তরসহ সকল শ্রেণী-পেশাজীবী মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা রোজবুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নর বাররশিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা রোজবুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি অইন্না ইলাহি রাজিউন)। আজ সকাল ৭টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ বহুগুণগ্রাহী রেখে গেছেন। আজ বিকেলে বাররশিয়া ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্য়াদায় গার্ড অব অনার প্রদানের পর জানাজার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন শিবগঞ্জের সহকারী কমিশনার(ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলাম, বজলার রশিদ সনু, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র কারিবুল হক রাজিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ অন্যরা।
শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন

শিবগঞ্জে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন শিবগঞ্জ উপজেলার কালুপুরে জলবায়ু সহিষ্ণু গাভীর সেড উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। আজ সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সুবিধাভোগী কালুপুর গ্রামের খামারী আশরাফুল আলম রশিদের বাড়িতে এই সেড উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি থেকে সেডের উদ্বোধন ও হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী। এতে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, কৃষি অফিসার নয়ন মিয়া এবং ভেটেনারি সার্জন ডাঃ আবু ফেরদৌসসহ অন্যরা। এসময় প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শাহাদৎ হোসেন বলেন, মাংস দুধ উৎপাদনের লক্ষ্যে ১০টি গাভী পালনের জন্য সেড নির্মাণ করে দেয়া হয়। এতে করে খামারিরা গাভী পালনে উদ্বুদ্ধ হবে।
শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত

শিবগঞ্জে অটোরিক্সার ধাক্কায় বৃদ্ধ নিহত শিবগঞ্জ উপজেলায় অটোরিক্সার ধাক্কায় আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি মোবারকপুর ইউনিয়নের লক্ষীপুর খড়কপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গতকাল রাত সাড়ে ৭টার দিকে বাড়ির নিকটেই সোনামসজিদ মহাসড়ক পার হবার সময় একটি অটোরিক্সার ধাক্কায় গুরুতর আহত হন হামিদ। তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আজ সকাল পৌনে ৬টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) ইমরান হোসেন বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের পর আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। সংশ্লিষ্ট ইউপি সদস্য সবুজ আলী সুজন বলেন, গতকাল সন্ধ্যায় সড়ক পারারপারের সময় দৌড় দিলে অটোরিক্সার ধাক্কায় মাথায় আঘাত পেয়ে রক্তাত্ব হন বৃদ্ধ হামিদ। ঘটনার পর অটোরিক্সাটি পালিয়ে যায়। আজ সকালে আব্দুল হামিদ মারা যান।
গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

গোমস্তাপুরে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু গোমস্তাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে তাসকিন ওরফে সজীব নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে গোমস্তাপুর বাজারপাড়া এলাকার মিঠুন ওরফে মিথুনের ছেলে এবং বাড়ির নিকটের গোমস্তাপুর তালেমুন কুরআন নুরানী মাদ্রাসা আবাসিক শিক্ষার্থী ছিল। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে মাদ্রাসার আরও ৮/১০জন ছাত্রের সাথে মাদ্রাসার সামনে গোমস্তাপুর কলেজের নিজস্ব পুকুরে গোসল করতে নামে তাসকিন। গোসলের এক পর্যায়ে সাঁতার না জানা তাসকিন পানিতে তলিয়ে যায়। এসময় তার সাথে থাকা অন্য ছাত্র ও মাদ্রাসার শিক্ষকরা ঘটনা টের পেয়ে পেয়ে দ্রুত তাকে পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাসকিনকে মৃত ঘোষণা করেন। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজেনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনাায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা ও তথ্যচিত্র উপস্থাপনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে আন্তর্জাতিক শান্তি দিবস। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর সভাপতি আব্দুস সামাদ। শোভাযাত্রায় চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস এর কমিশনার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আসরাফুল আম্বিয়া সাগর, যুগ্ম সম্পাদক মারুফুল হক, জেলা স্কাউটস লিডার খসরু পারভেজ, সহকারী লিডার ট্রেনার কে এ এম মাহফুজুর রহমান, জেলা কাব লিডার রাকিব উদ্দিন আহমেদসহ বিভিন্ন ইউনিট লিডার স্কাউট ও গার্ল ইন স্কাউট সদস্যরা অংশ নেন। শোভাযাত্রা শেষে জেলা স্কাউটস ভবনে দিবসটির উপর তথ্যচিত্র উপস্থাপন করা হয়। পরে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।
গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক

গোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে নিহত এক গোমস্তাপুরে মাঠে গরু চড়াতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে হয়ে তোহিদুল ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ বিকেলে উপজেলার পার্বতীপুর ইউনিয়নের পূর্ব রাইহোগ্রামে এ ঘটনা ঘটে। নিহত তোহিদুল ওই গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে। পার্বতীপুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য ও ওই গ্রামের বাসিন্দা জুলেখা বেগম বলেন, বিকেলে তোহিদুল বাড়ি থাকা গরু নিয়ে মাঠে চড়াতে যান। গরুর চড়ার এক পর্যায়ে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডিএ’র গভীর নলকূপের সংযোগ তার স্পর্শ করলে এই ঘটনা ঘটে। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা

গোমস্তাপুরে দূর্গোৎসব উপলক্ষে মতবিনিময় সভা গোমস্তাপুরে আসন্ন শারদীয় দূর্গোৎসব উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রে দুর্গা মন্দির কমিটির প্রতিনিধিদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম। প্রধান অতিথির বক্তব্য দেন গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসান তারেক। অন্যদের মধ্যে বক্তব্য দেন, রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ফরিদউজ্জামান, গোমস্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি শচীন দেব বর্মন, সাধারণ সম্পাদক সুমন কুমার সাহাসহ অন্যরা। সভায় আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ সম্পন্ন করতে গোমস্তাপুর থানা পুলিশ নানা পদক্ষেপ গ্রহণ করেছে । এসময় সকলের সহযোগিতা চেয়েছেন তারা। উল্লেখ্য, এবার উপজেলার ৩২ টি পূজা ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির সভা

জেলা উন্নয়ন সমন্বয় কমিটিসহ বিভিন্ন কমিটির সভা চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন সমন্বয় কমিটির সভা এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ সম্পর্কিত কমিটির সভা ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাসহ বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভাগুলোয় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য তিনি ব্যবসায়িদের প্রতি আহ্বান জানান। জেলা প্রশাসক বলেনÍগতবছর ১২ সেপ্টেম্বর আমি এই জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলাম। আপনারা জানেন আমার পদোন্নতির পর আমাকে ধর্মমন্ত্রণালয়ে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। হয়ত চলতি মাসের শেষের দিকে নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্ব হাস্তান্তর করে আমি চলে যাব। জেলা প্রশাসক আব্দুস সামাদ বলেনÍসরকারি চাকরিতে জনগণকে সেবাদানের যে সুযোগ আছে তা জেলা প্রশাসক হিসেবে মাঠ প্রশাসনে কাজ না করলে বুঝতে পারতাম না। জেলা প্রশাসক হিসেবে কাজ না করলে চাকরি জীবনের একটি বিরাট অংশ হয়ত আমার অপূর্ণই থেকে যেত। তবে কতটুকু সেবা দিতে পেরেছি তা জনগণই বিশ্লেষণ করবে। তিনি বলেনÍসকল মানুষেরই সফলতা ব্যর্থতা থাকে। তবে আমি চেষ্টা করেছি টিমওয়ার্কের ভিত্তিতে আপনাদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে এই জেলার উন্নয়ন কর্মকা- তরান্বিত করার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার, এই জেলাকে এগিয়ে নেয়ার। আমরা সকলের সঙ্গে সমন্বয় করেই কাজ করেছি। আমি জ্ঞানত আপনাদের কারো কাছে কোনো অন্যায় কোনো আবদার করেনি। আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। সভায় পুলিশ সুপার রেজাউল করিম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদসহ অনেকেই জেলা প্রশাসকের ভূয়সী প্রশংসা করেন। সভাগুলোয় জেলা পর্যায়ের সরকারি দপ্তরের কর্মকর্তা, সকল উপজেলা নির্বাহী অফিসারসহ কমিটিগুলোর সদস্যরা অংশগ্রহণ করেন।