01713248557

এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা

এমআরএ’র গণশুনানি ও জনঅবহিতকরণ সভা চাঁপাইনবাবগঞ্জে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)’র উদ্যোগে দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি গণশুনানি এবং আরেকটি তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ। আজ সকালে জেলাশহরের বেলেপুকুরে অবস্থিত প্র্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রধান কার্যালয়ের নকীব হোসেন মিলনায়তনে এ দুটি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এমআরএ’র নির্বাহী পরিচালক নূরে আলম মেহেদী বলেন, প্রয়াস চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী এলাকায় অনেক দিন যাবত কাজ করে আসছে। তারা (প্রয়াস) শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে থাকে এবং গ্রাহকদের সঙ্গে প্রয়াসের সম্পর্ক যথেষ্ট ভালো। নূরে আলম মেহেদী বলেন, ক্ষুদ্রঋণ বিষয়ে সরকার আমাদেরকে (এমআরএ) দায়িত্ব দিয়েছে এবং আপনারা যারা গ্রাহক আছেন, আপনাদের কথাগুলো যাতে পরবর্তীতে বাস্তাবায়ন হয়, সেটার জন্য সরকার আমাদেরকে আইনি নির্দেশনা দিয়েছেন। তিনি আরো বলেন, আপনারা ক্ষুদ্রঋণের যথাযথ ব্যবহার করে আরো সামনের দিকে এগিয়ে যান। এ সময় তিনি বলেন, এমআরএ’র মাধ্যমে যারা ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করছেন, তাদের ৯১ শতাংশ গ্রাহক হচ্ছে নারী। গণশুনানি ও জনঅবহিতকরণ সভায় বিশেষ অতিথি ছিলেন- এমআরএ’র উপপরিচালক মুহাম্মদ মিজানুর রহমান। জনঅবহিতকরণ সভায় আলোচক ছিলেন- এমআরএ’র তথ্য কর্মকর্তা ও উপপরিচালক রনজিত কুমার সরকার। সভায় সভাপতিত্ব করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন। এসময় তিনি সদস্যদের উদ্দেশ্যে বলেন, আমি যত কাজের মধ্যে থাকব, যত মানুষের সাথে যুক্ত থাকব, যত তথ্য নিতে পারব এবং দিতে পারব তাহলে একে অপরে ভালো থাকব। হাসিব বলেন, আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনারা এমআরএ, প্রয়াস বা ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান সম্পর্কে ধারণা পেলেন। এখানে আপনারা যা শুনলেন, জানলেন সেগুলো আপনার সমিতিতে গিয়ে অন্য সদস্যদের বলবেন। তিনি বলেন, আমরা বিভিন্ন প্রযুক্তি নিয়ে কাজ করছি। একেকজন সদস্যকে একেক ধরনের প্রযুক্তি সহায়তা আমরা দিয়ে থাকি। এর মাধ্যমে একে অপরের জ্ঞানের বিস্তার লাভ করে। তিনি আরো বলেন, আসুন, আমরা সবাই একদল হয়ে দেশের স্বার্থে কাজ করি। আর আমাদের দল হচ্ছে বাংলাদেশ, সেই দলের সফলতা কামনা করছি। আমাদের বাংলাদেশের উন্নয়ন হোক, বাংলাদেশ বিশ্বের বুকে উন্নত দেশে হিসেবে প্রতিষ্ঠা পাক। সেখানে আমরা নিশ্চয় সফল হবো। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন- এমআরএ’র সহকারী পরিচালক উজ্জল আলী, প্রয়াসের পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, ফিরোজ আলম ও আব্দুস সালাম, কর্মসূচি ব্যবস্থাপক শাহাদাৎ হোসেনসহ প্রয়াসের অন্য কর্মকর্তাবৃন্দ। গণশুনানিতে এমআরএ’র কর্মকর্তারা প্রয়াস সদস্যদের সমস্যা ও আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার গল্প শোনেন।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত সদর উপজেলায় একটি ধানবোঝাই ট্রাকের সাথে একটি মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি শিবগঞ্জ মর্দানা বিকাশপাড়া মহল্লার ফজলুর ছেলে ওয়াহিদ। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জেলা সদর থেকে আমনুরাগামী সড়কের আতাহার এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকটিকে সাইড দিতে গিয়ে এ সংঘর্ষ ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি আটক করে। নিহত ওয়াহিদ আতাহার দক্ষিণশহর এলাকার একটি গরুর খামারের কর্মী ছিলেন। তিনি বাড়ি থেকে একাই মোটরসাইকেলযোগে খামারে যাবার সময় ঘটনার শিকার হন। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের লীডার হারুনুর রশীদ বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ডিউটি অফিসার এএসআই খুরশিদা বানু বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ।

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু

শিবগঞ্জে পদ্মার চরে সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পদ্মার চরাঞ্চল নিশিপাড়া গ্রামে বিষাক্ত সাপের কামড়ে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। মৃত জেসমিন ৩ শিশু সন্তানের মা এবং তিনি ওই গ্রামের রাজমিস্ত্রী সায়েম আলীর স্ত্রী। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ সকালে মাটির বাড়ির বারান্দায় একটি ইঁদুরের গর্ত মাটি দিয়ে বন্ধ করার সময় ওই গর্তে থাকা গোখরা প্রজাতির সাপ গর্ত থেকে বেরিয়ে এসে জেসমিনের ডানপায়ের বুড়ো আঙ্গুলে কামড় দেয়। এসময় বাড়িতে থাকা তাঁর স্বামীসহ পরিবারের সদস্য ও প্রতিবেশিরা তাঁকে দ্রুত হাসপাতলে নিয়ে যাবার জন্য নিকটবর্তী নদীর ঘাটে নৌকায় তুলে নিয়ে যাবার সময় পথিমধ্যে জেসমিন মারা যায়। ঘটনার পর পরিবারের সদস্য ও প্রতিবেশিরা সাপটি গর্ত খুড়ে বের করে আহত করে আটকে রাখে এবং পরে সাপটির মৃত্যু হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, ঘটনাটি তদন্ত করা হয়েছে। বিষাক্ত সাপের কামড়ে ওই গৃহবধুর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তবে তা রাসেলস ভাইপার নয়। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।

যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তুলছে যুব উন্নয়ন অধিদপ্তর

যুবক-যুবতীদের কর্মক্ষম করে গড়ে তুলছে যুব উন্নয়ন অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জে বেকার যুবক-যুবতীদের গবাদিপশু, হাঁস-মুরগি পালন, মৎস্য চাষ, প্রাথমিক চিকিৎসা ও কৃষি বিষয়ক প্রশিক্ষণ কোর্স, বেসিক কম্পিউটার অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়ারিং, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং, পোশাক তৈরি, যানবাহন চালনায় বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম করে গড়ে তুলছে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর। তারই ধারাবাহিতকতায় আরো ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। বুধবার সকালে তাদের মধ্যে সনদপত্র ও ভাতা হিসেবে ১৪ লাখ ১১ হাজার ১০০ টাকা বিতরণ করা হয়। এছাড়া নতুন অর্থবছরে প্রশিক্ষণার্থীদের বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন এই ভাতা ও সনদ বিতরণ এবং নতুনদের প্রশিক্ষণের উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। আব্দুল মান্নান জানান, ইলেকট্রিকাল অ্যান্ড হাউজ ওয়ারিংয়ে প্রশিক্ষণ নেয়া ৩০ জনকে ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকা, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিংয়ে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ১০০ টাকা, পোশাক তৈরিতে ২৫ জনকে ১ লাখ ৩৯ হাজার টাকা, মৎস্য চাষে ২৫ জনকে ৪৬ হাজার ৮০০ টাকা, যানবাহন চালানায় ৪০ জনকে ১ লাখ ৮৪ হাজার টাকা, ইলেকট্রনিকসে ৩০ জনকে ৩ লাখ ৪৭ হাজার ৩০০ টাকা ভাতা হিসেবে প্রদান করা হয়।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (৪৫) নামের একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত মারফত আলী সরদারের ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও স্থানীয় সূত্র জানান, বুধবার বেলা পৌনে ১১টার দিকে সোনাইচন্ডী হাটে নিয়ে যাওয়ার জন্য ইব্রাহিম তার বাড়ি সংলগ্ন রাস্তার নিচে স্টিয়ারিং গাড়িতে গরু তুলে গাড়িটি রাস্তায় নেয়ার সময় উল্টে যায়। এসময় ইব্রাহিম গাছের সাথে চাপা পড়ে যান। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি।

নৈতিকতা ও বিপথগামিতা রোধে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা

নৈতিকতা ও বিপথগামিতা রোধে যুবদের ভূমিকা শীর্ষক আলোচনা চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মাদকবিরোধী কর্মকাণ্ডে নৈতিকতার অবক্ষয় এবং বিপথগামিতা রোধকল্পে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক এক আলোচনা অনুষ্ঠান বুধবার অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর যুবভবনে এই অনুষ্ঠানের আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য দেন- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। সূচনা বক্তব্য দেন- জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নান। বক্তারা বলেন- নৈতিকতার অবক্ষয় ও বিপথগামিতা রোধে যুবসমাজের বিরাট ভূমিকা রয়েছে। মাদক, সন্ত্রাস দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে, যুবসমাজকে বিপথগামিতার হাত থেকে রক্ষা করতে হবে। এ কাজে যুবদেরই এগিয়ে আসতে হবে।

চাঁপাইনবাবগঞ্জ শহরে ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ শহরে ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজ উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ৪টি সড়ক ও ২টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ সকালে লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স এবং রিকভারি প্রজেক্টের ৮ম প্যাকেজের আওতায় এসব কাজ উদ্বোধন করেন পৌর মেয়র মোখলেসুর রহমান। এসব কাজের চুক্তিমূল্য প্রায় ২ কোটি ২১ লক্ষ টাকা ও স্কীম মূল্য ১ কোটি ২০ লক্ষ টাকা। শহরের মাঝপাড়া এলাকায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র সালেহ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আব্দুল জলিল, পৌর কাউন্সিলর কারিমা বানু,পৌর নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম, টাউনপ্লানার ইমরান হোসেন সহ গন্যমাণ্য ব্যাক্তিবর্গ।

ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও স্মারকলিপি পেশ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ব্রিটিশ আমলে নির্মিত মিরনজিল্লা হরিজন কলোনিতে থেকে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে, উচ্ছেদকৃতদের পূণর্বাসনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে হরিজন সম্প্রদায়। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন থেকে বিভিন্ন দপ্তরের চাকুরীতে হরিজন কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবি তোলা হয়। পরে জেলা হরিজন ঐক্য পরিষদ এসকল দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী, উত্তরবঙ্গ বৈষ্ণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীল শ্যাম কিশোর দাস মহারাজজী, জেলা হরিজন ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা রথিন রায়, সভাপতি রাজেন হরিজন, সাধারণ সম্পাদক জেন্টু কুমার, হরিজন নেত্রী মালতি রানীসহ অন্যরা। একাত্ততা প্রকাশ করে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ নাগরিক কমিটির সদস্য সচিব মনিরুজ্জামান মনি, সমাজসেবী ইসরাইল সেন্টু, দলিত বঞ্চিত জনগোষ্ঠী আন্দোলন জেলা কমিটির উপদেষ্টা সাজেমান হক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক সঞ্জিব সাহাসহ অন্যান্যরা।

কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার

কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ চালক গ্রেপ্তার রাজশাহীর পুঁঠিয়া থানার গোপালহাটি ফকিরপাড়া এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের অভিযানে অভিনব কায়দায় কুমিল্লা থেকে ট্রাকে চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৪২ কেজি গাঁজাসহ ট্রাক চালক ফাহাদ আলী জনি গ্রেপ্তার হয়েছে। সে শিবগঞ্জ থানার রাঘবপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গতকাল রাত সোয়া ১০টার দিকে অভিযানটি চালানো হয়। আজ দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার জনি ট্রাক চালকের আড়ালে একজন চিহ্নিত মাদক কারবারি। সে ট্রাক চালানোর সুযোগে কুমিল্লা সীমান্ত হতে মাদক এনে চাঁপাইনবাবগঞ্জে বিক্রিতে জড়িত। এমন গোয়েন্দা তথ্য পাবার পর র‌্যাব ছায়া তদন্ত করে ও জনির উপর নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় কুমিল্লা হতে চাঁপাইনবাবগঞ্জ আসার পথে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে জনির ট্রাক থামিয়ে তল্লাশী করে তাকে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এঘটনায় পুঁঠিয়া থানায় মামলা হয়েছে।

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার

জোড়া খুনের আলামত উদ্ধার অভিযান, ৩৮ ককটেল ও ১৪ দেশীয় অস্ত্র উদ্ধার   শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রানীহাটী এলাকায় গত বৃহস্পতিবার ২৭জুন রাতে প্রতিপক্ষের গুলি, ককটেল ও ধারাল অস্ত্রের হামলায় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ আব্দুস সালাম ও হরিনগর উচ্চ বিদ্যালয়ের  সহকারী শিক্ষক আব্দুল মতিনকে হত্যা মামলায় আরও ৪ জন গ্রেপ্তার হয়েছে। এদের মধ্যে ১ জন এজাহারনামীয় ও ৩ জন তদন্তেপ্রাপ্ত আসামী। এনিয়ে এমামলায় ৫ জন এজাহারনামীয় ও ৬ জন তদন্তেপ্রাপ্তসহ ১১ আসামী গ্রেপ্তার হল। গত রবিবার সন্ধ্যায় চট্রগ্রামের কর্নফুলী থানা এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সাহায্যেই ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।  গ্রেপ্তাররা হল শিবগঞ্জের ঢোড়বোনা গ্রামের জেন্টু আলীর ছেলে আজম আলী, একই গ্রামের ময়েজ আলীর ছেলে সাহেব আলী, রশিকনগর গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে ফিরোজ ও সদর উপজেলার বোলতলা চকবহরম গ্রামের জুবায়ের রহমানের ছেলে তাজ হাসান হৃদয়। আজ বিকালে গ্রেপ্তার ৪ জনকে আদালতে পাঠানো হয়েছে। এর মধ্যে দু’জনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চট্রগ্রামে আটকদের দেয়া তথ্যে গ্রেপ্তার আজমকে সাথে নিয়ে নিয়ে গত গতকাল সন্ধ্যা থেকে ঘিরে রাখার পর আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা গ্রামের একটি গোরস্থানে আলামত উদ্ধারে অভিযান চালায় পুলিশের বিভিন্ন ইউনিট। অভিযানে গোরস্থানের দুটি স্থানে মাটিতে গর্ত করে বালতিতে পুঁতে রাখা ৩৮টি ককটেল উদ্ধার হয়। ককটেলগুলো তাজা নিশ্চিত হবার পর সেগুলি ধ্বংস করে রাজশাহী মেটোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া অভিযানে হাসুয়া, কাতা, চাইনিজ কুড়াল ও রড সহ ১৪টি ধারাল ও দেশি অস্ত্র উদ্ধার হয়। অপরদিকে আসামী আজমের বাড়ি থেকে উদ্ধার হয় হত্যাকান্ডে ব্যবহৃত একটি টর্চলাইট। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুকোমল চন্দ্র দেবনাথ ও জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক(এসআই) আসগার আলী এসব তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চাঞ্চল্যকর এই জোড়াখুনের পরদিন গত শুক্রবার(২৮জুন) শিবগঞ্জ থানায় ৫২ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে মামলা করেন নিহত সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। এরপর থেকেই পুলিশের একাধিক দল গ্রেপ্তার অভিযান চালাচ্ছে। আজকের অভিযানকালে অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুজ্জামান ও জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।