চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২ চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তারা ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালের বহির্বিভাগে শনাক্ত হন। অন্যদিকে আন্তঃবিভাগে একজন রোগীর অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এছাড়া সুস্থ হওয়ায় জেলা হাসপাতাল থেকে ৩ জন ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। বর্তমানে জেলা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১০ জন রোগী। ভর্তি রোগীদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৬ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ৭ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ এবং গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন পুরুষ ও ১ জন মহিলাসহ ২ জন রোগী রয়েছেন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বুধবার এই তথ্য জানানো হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের হিসাবমতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত জেলার বিভিন্ন হাসপাতালের আন্তঃবিভাগে মোট ডেঙ্গু শনাক্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ৭৬৪ জন।

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন

চাঁপাইনবাবগঞ্জে প্রতিবন্ধী দিবস পালন ‘প্রতিবন্ধিতা অন্তর্ভক্তিমূলক সমাজ গড়ি—সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন— জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সমাপনী বক্তব্য দেন— জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলামসহ অন্যরা। সূচনা বক্তব্য দেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শরিয়তুল্লাহ। সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অফিসার (রেজিস্ট্রেশন) ফিরোজ কবির। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জানান, রেলে ভ্রমণের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ২০ আসন বরাদ্দ আছে এবং হুইলচেয়ার নিয়ে ওঠার জন্য র‌্যাম্পও আছে। তবে এই সুবিধা আরো বাড়ানো দরকার। তিনি বলেন— প্রতিবন্ধীরা সমাজের বাইরের কেউ নয়, তারা সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা করা ঠিক হবে না।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কেক কাটা, চলতি বছরের জানুয়ারি মাসে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে উত্তেজনার সময় মাটির বাঙ্কারে অবস্থান নেয়া বিজিবির পেছনে কাস্তে হাতে নির্ভয়ে দাঁড়িয়ে থাকা স্থানীয় কৃষক বাবুল আলীকে পুরস্কৃত করা আর প্রীতিভোজের মধ্যদিয়ে উদযাপিত হলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী। বুধবার দুপুরে গোবরাতলায় ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অংশ নেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ, বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন, চাঁপাইনবাগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ, দৈনিক গৌড় বাংলার সম্পাদক ও প্রকাশক এবং রেডিও মহানন্দার প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিব হোসেনসহ জেলায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সেনাবাহিনী, পুলিশ, র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের পরে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা। ২০১৫ সালের এই দিনে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলনের মাধ্যমে এই ব্যাটালিয়নের যাত্রা শুরু হয়।

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গোমস্তাপুরে শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে। আজ বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে বক্তব্য দেন আলিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক রুহুল আমিন, সাদিকুল ইসলাম, নাজমী খাতুন, উম্মে আবেহা, হারুন অর রশিদ, বজলুর বারী, খাইরুল বারীসহ অন্যান্যরা। বক্তব্য শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রসঙ্গত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় প্রদত্ত প্রতিশ্রুতি সহকারি শিক্ষকদের তিনটি দাবি গ্রেড উন্নতিকরণ, শতভাগ পদোন্নতি ১০ ও ১৬ বছর পুর্তিতে উচ্চতর গ্রেড জটিলতা নিরসনে দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করে সহকারী শিক্ষকরা।

ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

ভোলাহাটে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়ন বিএনপি শাখার আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। আজ বাদ যহর মুশরীভূজা হাফিজিয়া মাদ্রাসায় দলদলী ইউনিয়ন বিএনপির সভাপতি আবু মোতালেব মাষ্টার বেগম জিয়ার রোগমুক্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দলদলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক চুটু। বেগম জিয়ার রোগমুক্তির জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন, ভোলাহাট উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুস সোবহান মাষ্টার, দলদলী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মোস্তাকিমসহ অন্যরা। এসময় বিশেষ দোয়া পরিচালনা করেন মাও আহমাদুল্লাহ।

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব

শিবগঞ্জে গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব শিবগঞ্জ থানার ৩নং দাইপুকুরিয়া ইউপির ৫নং ওয়াডের্র বারিকবাজার থেকে সোনা মসজিদ গামী একটি পাকা রাস্তার উপর থেকে ১ কেজি ৯ গ্রাম অবৈধ গাঁজাসহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৫। আটক ব্যক্তি একই উপজেলার নলডুবি গ্রামের আবু সায়ীদের ছেলে ইমন। র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গতকাল রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ঐ এলাকায় রাস্তার উপরে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য একজন ব্যক্তি অবস্থান করছে। এসময় অভিযান চালিয়ে ইমনের হাতে থাকা কাপড়ের বাজার করার ব্যাগের ভিতর রক্ষিত নীল রংয়ের পলিথিনে মোড়ানো গাঁজাগুলো পাওয়া যায়। উদ্ধারকৃত আলামত এবং ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত   ‘সব বাধা দূর করি, এইডস মুক্ত সমাজ গড়ি’— এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব এইডস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস। সোমবার সকালে সিভিল সার্জন অফিসের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে কোর্ট চত্বর ঘুরে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সূচনা বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দীন। এসময় তিনি তার বক্তব্যে বলেন, সাধারণত একটা মানুষের শরীরে সহজে এইডস ধরা পড়ে না। যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না, সর্দি জ্বর, কাশি, ডায়রিয়াসহ বিভিন্ন অসুখের মাধ্যমে এইডস ধরা পড়ে। অনেকদিন পরে একটা পর্যায়ে গিয়ে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। তখন বিভিন্ন ধরনের অসুখ হয়। এই অবস্থাটাকে বলা হচ্ছে এইডস। তিনি আরো বলেন, এই ভাইরাস হাঁচি-কাশি, বেড শেয়ার, হাত মেলানো এগুলোর মাধ্যমে ছড়ায় না। এই ভাইরাস ছড়ায় অনিরাপদ যৌনতা, রক্তের মাধ্যমে। এছাড়া একটা মায়ের থেকে বাচ্চার সংক্রমণ হতে পারে। সিভিল সার্জন বলেন, ২০০৭ সালের দিকে বাংলাদেশে মাত্র ৭-৮ হাজার এইডস রোগী ছিল। আস্তে আস্তে এটা অনেক বেড়ে যাচ্ছে। বর্তমানে এইডস রোগী প্রায় ১৬ হাজার। গতবছর ১ হাজার ৪শ’র উপর রোগী পাওয়া গেছে। ২০২৪ সালে মারা গেছে প্রায় ১৯৫ জন। এই বছরের অক্টোবর মাস পর্যন্ত প্রায় ৮শ’র অধিক ডায়াগনোসিস হয়েছে। সিরাজগঞ্জে ২৫৫ জনের ডায়াগনোসিস হয়েছে, এর মধ্যে ৭০ শতাংশের উপরে আক্রান্ত হয়েছে; যারা ড্রাগ ইউজার। রাজশাহী জেলাতে এই বছর ২৮ জনের ডায়াগনোসিস হয়েছে। তিনি বলেন, এই রোগটি নির্দিষ্ট একটি কমিউনিটির মাধ্যমে ছড়াচ্ছ। এগুলো মূলত যারা ড্রাগ ইউজার, ট্রান্সজেন্ডার, সমকামী এদের মধ্যেমে এইডস ছড়াচ্ছে। সচেতন না হলে এই রোগ আগামীতে মহামারী আকার ধারণ করবে। তিনি আরো বলেন, প্রাথমিক পর্যায়ে যারা আছে তারা যদি সঠিক চিকিৎসা নেয় তাহলে অনেকদিন পর্যন্ত সমাজে সুস্থভাবে থাকতে পারবে। সিভিল সার্জন বলেন, অ্যান্টিমাইক্রোবিয়াল এটাও ভয়াবহ। বর্তমানে দেখা যাচ্ছে যারা আইসিইউতে ভর্তি আছে তাদের কোনো ওষুধেই কাজ করছে না। আমরা যে কোনো ফার্মেসি থেকে নরমাল সর্দি কাশি হলেই অ্যান্টিবায়োটিক কিনে খেয়ে নিচ্ছি। যেটার কমপ্লিট ডোজ পূরণ হচ্ছে না, যার ফলে পরবর্তীতে তা আর কাজ করছে না। এটা একটা বৈশ্বিক সমস্যা। তিনি আরো বলেন, আমরা রেজিস্ট্রার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না এবং কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় করতে পারবে না। ডাক্তার যেই পরিমাণ বা যেভাবে সেবন করতে বলবেন, সেভাবেই আমরা সেটা ব্যবহার করব। সিভিল সার্জন আরো বলেন, আমরা টাইফয়েড ক্যাম্পেইন সম্পন্ন করলাম। আমরা ৯৯ শতাংশ ভ্যাকসিন দিতে সক্ষম হয়েছি। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার-কো-অর্ডিনেটর ডা. মো. ইনজামাম উল হক, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার জেমস বিশ্বাস, ব্র্যাকের জেলা ব্যবস্থাপক নাজিম উদ্দিন, চেম্বার অব কমার্সের পরিচালক শহিদুল ইসলাম, জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য আব্দুর রহিম, জেলা স্বাস্থ্য অধিকার যুব ফোরামের সমন্বয়কারী রাফিউল ইসলামসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামশুন নাহার। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহসভাপতি বাবর আলী, নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর সাহিদা খাতুন ও সায়েমা খাতুন, সূর্যের হাসি ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার শামীমা খাতুন। র‌্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি, ব্র্যাক, আপস, ফুড ফর দ্য হ্যাংরি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, সূর্যের হাসি, সিসিডিবি, সমতা নারী উন্নয়ন সংস্থা। উল্লেখ্য, বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে সিভিল সার্জন অফিস। এতে সহযোগিতা করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি ও বাংলাদেশ হেলথ ওয়াচ।

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জে বিদেশী পিস্তলসহ যুবক আটক চাঁপাইনবাবগঞ্জ শহর প্রান্তে বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোলাপ্লাজায় শিবগঞ্জ উপজেলা থেকে আসা একটি সিএনজি অটোরিক্সা তল্লাশী কওে বিদেশী আস্ত্র ও গুলিসহ ১ যুবককে আটক করেছে পুলিশ। আজ বিকেলে আটক যুবকের কাছ থেকে ১টি আমেরিকান ৭.৬৫ মি.মি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২টি ম্যাগজিন জব্দ করা হয়। আটক যুবক শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের সীমান্তবর্তী মাদ্রাসা বাজার পারচৌকা গ্রামের মৃত আল-মামুনের ছেলে রয়েল হাসান অরন্য। চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে চেকপোষ্ট বসিয়ে যানবাহন তল্লাশীকালে অরন্যের কোমরে গোঁজা বিদেশী পিস্তলসহ গুলি পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) শাহিন আকন্দ বলেন, ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।    

 জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা

জেলা পর্যায়ে অভিবাসন বিষয়ে জোরদারকরণ কর্মশালা জেলাপর্যায়ে পুনঃএকত্রীকরণ নীতি ও কাঠামো বাস্তবায়ন, পুনঃএকত্রীকরণের সমন্বিত পদ্ধতি (আইএআর) এবং রেফারেল প্রক্রিয়া সম্পর্কিত সক্ষমতা জোরদারকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ জেলাশহরের বড় ইন্দারা মোড়ে একটি হোটেলের সম্মেলন কক্ষে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সকালে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্য দেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার। সূচনা বক্তব্য দেন— জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আখলাক-উজ-জামান। অন্যদের মধ্যে বক্তব্য দেন— ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী র্কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র প্রোগ্রাম ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আইওএম ও ওকাপসহ অভিবাসন সম্পর্কিত বিভিন্ন বিষয় তুলে ধরেন বাংলাদেশে জাতিসংঘ অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের সিনিয়র প্রোগ্রাম অ্যাসোসিয়েট শুভ্র প্রকাশ দে। কর্মশালা সঞ্চালনা করেন আইওএম’র প্রকল্প অ্যাসোসিয়েট সাবরিনা সোহানী। দিনব্যাপী কর্মশালায় নিরাপদ অভিবাসনের সুফল, অনিরাপদ অভিবাসনের কুফল, সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সংক্রান্ত তথ্য প্রদান করা, সম্ভাব্য বিদেশগামীদের প্রশিক্ষণ প্রদান, বিদেশে অবস্থানরত অভিবাসীর পরিবারের সদস্যদের রেমিটেন্সের সঠিক ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ প্রদান করা, মানবপাচারের শিকার বা বিদেশে ক্ষতিগ্রস্ত, মানবপাচার, মানব চোরাচালান, অভিবাস আইন ২০১৩, অভিবাসনের ধরন, জেলা মাইগ্রেশন সমন্বয় কমিটিকে শক্তিশালীকরণ, প্রতারিত হয়ে বিদেশ ফেরতদের কিভাবে পাশে দাঁড়ানো যায়, তাদের জন্য করণীয়সহ অভিবাসন সংক্রান্ত সকল বিষয় উঠে আসে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন অ্যান্ড অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সভার আয়োজন করে।

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সংগ্রহকালে সময় টেলিভিশনের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও এখন টেলিভিশনের প্রতিনিধি সোহান মাহমুদের উপর হামলা ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন। আজ সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের জেলার গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করে। সিটিজেএ’র সহসভাপতি ও ৭১ টেলিভিশনের সাংবাদিক একেএস রোকনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের সাংবাদিক মনোয়ার হোসেন জুয়েল, মাছরাঙ্গা টেলিভিশনের সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, রাজাশাহী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এ্যাডভোকেট আসলাম উদ দৌলা, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ, এখন টেলিভিশনের সাংবাদিক সোহান সিটিজেএ’র সভাপতি ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সাংবাদিক রফিকুল আলম চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায় তিনি মোবাইল ফোনে সাংবাদিকের উপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। মানববন্ধনে বক্তারা সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান। উল্লেখ্য, গত ২৭ তারিখ গোমস্তাপুরের রহনপুর কলেজ মোড়ে সংবাদ সংগ্রহের সময় ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী সাংবাদিক জাহাঙ্গীর আলম ও সাংবাদিক সোহান মাহমুদকে মারধর ও লাঞ্ছিত করে।