চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী

চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিল সেনাবাহিনী চাঁপাইনবাবগঞ্জে অন্তত ৮৫৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সেনাবাহিনীর ৯৩ সাঁজোয়া ব্রিগেড এই কাম্পেইনের আয়োজন করে এবং ক্যাম্পইন পরিচলনায় ছিল চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প (বেঙ্গল ক্যাভ্যালরি)। সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার লে. কর্নেল এইচ এম সাদিক ওয়ালিদ আলাপকালে জানান, গাইনী, চক্ষু, শিশু ও মেডিসিন বিভাগের দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়। একজন সিভিল ও ৪ জন সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক এই চিকিৎসা সেবা প্রদান করেন। তাদের মধ্যে গাইনী রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর শামসুন নাহার, চক্ষু রোগীদের ডা. মালিহা নাওয়ার, মেডিসিন বিভাগের রোগীদের চিকিৎসা প্রদান করেন মেজর মশিউর রহমান ও মেজর মঞ্জুরুল করিম এবং শিশুদের চিকিৎসা প্রদান করেন ক্যাপ্টেন অনন্যা রহমান। এসময় সেনাবাহিনীর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের ক্যাপ্টেন শেখ আরমান হোসেন হৃদয় উপস্থিত ছিলেন। সকাল ৯টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এ ধরনের মানবিক কাজের জন্য সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন চিকিৎসা নিতে আসা রোগীরা।
চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে আম রপ্তানী এবং যুব কর্মসংস্থান শীর্ষক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই সেমিনারের আয়োজন করে। জেলা শহরের শহিদ সাটু অডিটরিয়ামে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ ফোরামের চেয়ারম্যান নূরুল ইসলাম বুলবুল। সেমিনারে ‘আমের মানোন্নয়ন ও বাজার সম্প্রসারণ’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব হর্টিকালচারের প্রফেসর ড. জসিম উদ্দিন, ‘লোকালি ম্যাংগো এক্সপোর্টের সমস্যা ও সমাধান বিষয়ে করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন নওয়াবী ম্যাংগোর ফাউন্ডার ইসমাইল খান শামীম, ‘আম শিল্প এবং প্রসেসিং’ বিষয় উপস্থাপন করেন কৃষি উদ্যোক্তা মুনজের আলম মানিক, ‘এফ-কমার্স ও ব্র্যান্ডিং’ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন শরীফ আবু হায়াত অপু, ‘আম রপ্তানি গাইডলাইন’ বিষয়ে আলোচনা করেন এক্সপোর্ট সেবার জাহিদ হাসান। প্রধান অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, আম কে শিল্পে রূপ দিতে হবে। আম থেকে জুস, আচারসহ বহুবিধ প্রক্রিয়াজাত পণ্য হিসেবে ব্যবহার করে পুরো বছর জুড়ে আমের ব্যবহারের মাধ্যমে আমকে শিল্পে রূপ দেওয়া সম্ভব। চাঁপাইনবাবগঞ্জে একটি আম গবেষণা কেন্দ্র থাকলেও খুবই হতাশাজনক বিষয় হচ্ছে এই গবেষণা কেন্দ্র আমকে শিল্পে রূপ দেওয়ার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এমন কি স্বাধীনতার ৫৪ বছরে কোনো সরকার আমের বহুমুখী ব্যবহার নিশ্চিত করার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, আম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের অর্থনৈতিক চালিকাশক্তি। আম রপ্তানি ছাড়াও এই জেলায় বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন হয়ে আসছে। কৃষিতে চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর অবদান অনস্বীকার্য। আগামী দিনে চাঁপাইনবাবগঞ্জে ম্যাংগো ইন্ডাস্ট্রি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নূরুল ইসলাম বুলবুল বলেন, জনগণ সুযোগ দিলে চাঁপাইনবাবগঞ্জে ইকোনমিক জোন গড়ে তোলা হবে। চাঁপাইনবাবগঞ্জকে ম্যাংগো ফাউন্ডেশনের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তুলতে চাঁপাইনবাবগঞ্জ ফোরাম এই যুব কর্মসংস্থান ও আম রপ্তানি শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। তিনি কৃষক ও উদ্যোক্তাকে একই প্লাটফর্মে এনে মধ্যস্বত্তাভোগীদের হাত থেকে রক্ষা করে কৃষকদের লাভবান করার তার উদ্যোগের কথা জানান। এজন্য তিনি, একটি স্মার্ট অ্যাপস্ তৈরির ঘোষণা দেন। নতুন নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দেশের কুটনৈতিকদের নিয়ে একটি আম প্রদর্শন মেলার আয়োজন করার পাশাপাশি সরকারের সহায়তায় পরিবহন ব্যবস্থাপনা সহজ করে আমের বাজারজাতের মাধ্যমে আমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হবে। ফলে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে। নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূরীকরণের পাশাপাশি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে তিনি উপস্থিত যুব উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। দিনব্যাপী সেমিনারে জেলার ৪ শতাধিক যুব উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা আড্ডা

বিশ্বকবি ও জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে কবিতা আড্ডা বাংলা সাহিত্যের দুই দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী উপলক্ষে আজ চাঁপাইনবাবগঞ্জে কবিতা আড্ডা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে অন্বেষণ সাহিত্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ স্কাউটস ভবনে এ আড্ডা অনুষ্ঠিত হয়। কবি ও নাট্যকার কামরুল আজাদের সঞ্চালনায় এবং অন্বেষণ সাহিত্য পরিষদের সভাপতি কবি জালাল উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পিএইচডি অধ্যাপক মুহাম্মদ আলমগীর। এসময় আরো উপস্থিথ ছিলেন, ফুলকুঁড়ি ইসলামিক একাডেমীর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আল মামুন, কবি মাহবুব আলম, চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ আব্দুস সামাদ, কবি বিজহান অপু, কবি কবির বাদশাহ, কবি শফিকুল ইসলাম মজিদী, কবি আব্দুল আজিজ, কবি হারুণ উর রশিদ, কবি আব্দুল্লাহ্, সাহিত্য সংগঠক বদরুদ্দোজা আব্দুর রউফ, কবি জারিফ আজাদ, কবি শহিলুল আলম, কবি সাখাওয়াত, কবি আল মারুফ, কবি মুজিব আল মাউড়ী, কবি ফেন্সী খাতুনসহ স্থানীয় কবি ও সাংস্কৃতিক কর্মীবৃন্দ। এসময় কবিতা আবৃতি করেন, বাচিক শিল্পী রাশিদা আনজুম ও মাসুমা আনজুম।
ভোলাহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভোলাহাটে গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভোলাহাট উপজেলা থেকে সুলতানা রাজিয়া নামে এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকেলে খবর পাবার পর সন্ধ্যায় গোহালবাড়ি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খালে আলমপুর গ্রামে গৃহবধুর বাবার বাড়ির একটি কক্ষের ছাদের বাঁশের তীরের সাথে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের মাফিজুল ইসলামের মেয়ে এবং একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের রাধানগর বজরাটেক গ্রামের ইদারুল ইসলামের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গত মঙ্গলবার দুই শিশু সন্তান নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি আসেন সুলতানা। বুধবার দুপুরের দিকে তিনি বাড়ির সকলের অগোচরে গলায় ফাঁস দেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা ভেতর থেকে আটকানো দরজা ভে্েঙ্গ মরদেহ উদ্ধার করে। সংশ্লিস্ট ইউপি চেয়ারম্যান ইয়াসিন আলী বলেন, খবর পেয়ে তিনি ওই বাড়ি যান। দাম্পত্য কলহ থেকে সুলতানা আত্মহত্যা করেছেন বলে শোনা গেছে। মৃত্যুর পূর্বে তিনি স্বামী ও শসুড় বাড়ির লোকজনকে দায়ী করে একটি দীর্ঘ চিঠি লিখে রেখে যান বলেও শোনা গেছে। ভোলাহাট থানার অফিসার ইনচার্জ(ওসি) শহিদুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে সুলতানা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর পূর্বে স্বামী ও শসুড় বাড়ির লোকজনকে দায়ী করে চিঠি লিখে যাবার ব্যাপারে ওসি বলেন, এমনটি শোনা গেছে। তবে এখনও ওই চিঠি উদ্ধার হয় নি। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীণ রয়েছে।
নাচোলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি’র সভা অনুষ্ঠিত

নাচোলে দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে এসওডি’র সভা অনুষ্ঠিত নাচোলে উপজেলা পর্যায়ে দূর্যোগ ব্যববস্থাপনা কমিটির সাথে স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার এসওডির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা বিআরডিবি মিলনায়তনে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে ও হেক্স/ইপার এর সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য দেন উপজেলা সমাজ সেবা অফিসার সোহেল রানা, পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ, উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, ডাসকো ফাউন্ডেশন এর থ্রাইভ প্রকল্পের সমন্বয়কারী তোফাজ্জল হোসেন ও নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিনসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত থ্রাইভ প্রকল্পের কমিটির সদস্যবৃন্দ। নাচোল ইউনিটের প্রকল্প কর্মকর্তা লুৎফর রহমান রাফিন জানান, নাচোল উপজেলায় ২০২৪ সাল থেকে “থ্রাইভিং থ্রো ইক্যুটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেন্ট রেজিলিয়েন্স”(থ্রাইভ)প্রকল্প থেকে কাজ করে আসছে। নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় কমিটি করে দূর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করে সচেতনা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়া আদিবাসীদের জীবন মান উন্নয়নে আর্থিক সহায়তা, গরু, ছাগল, হাঁস মুরগি বিতরণ, যুব প্রশিক্ষণ ও এ্যাডভোকেসী সভা পরিচালনা করা হয়।
বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা

বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ১ কোটি ৬২ লাখ টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই বাজেট ঘোষণা করেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. আল আমীন। ঘোষিত বাজেটে রাজস্ব ও উন্নয়ন মিলিয়ে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ কোটি ৬১ লাখ ৬১ হাজার টাকা। আর সম্ভাব্য ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬০ লাখ ৮০ হাজার ৮০০ টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮০ হাজার ২০০ টাকা। বাজেটে ভৌত অবকাঠামো ও যোগাযোগ খাতে সর্বোচ্চ ৩৮ দশমিক ৬৭ শতাংশ, শিক্ষা খাতে ৪ দশমিক ০২ শতাংশ, স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশনে ৩ দশমিক ২২ শতাংশ, দারিদ্র্য হ্রাসে ২৫ দশমিক ০৬ শতাংশ এবং নারী, শিশু ও যুব উন্নয়নে ১ দশমিক ৫৫ শতাংশ ব্যয়ের পরিকল্পনা রয়েছে। উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ। অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা হাসান হাফিজুর রহমান বলেন, বাজেট একটি অংশগ্রহণমূলক প্রক্রিয়া। এতে জনগণের মতামত ও চাহিদার প্রতিফলন ঘটানো হয়। তাই উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে আমরা ইউনিয়নবাসীর সামনে পরিষদের পরিকল্পনা উপস্থাপন করি। আপনাদের প্রশ্ন, মতামত ও পরামর্শ আমাদের কাজের গতি বাড়ায় এবং স্বচ্ছতা নিশ্চিত করে। বাজেট উপস্থাপনের পর আয়োজিত মুক্ত আলোচনায় স্থানীয় জনসাধারণ অংশ নেন। এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা। সভায় চেয়ারম্যান হারুন-অর-রশিদ বলেন, এই বাজেট আমাদের এলাকার সার্বিক উন্নয়নের রূপরেখা। আপনাদের সহযোগিতা ও কর পরিশোধের মাধ্যমেই এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। আমরা চাই, বারঘরিয়া ইউনিয়ন একটি মডেল ইউনিয়নে পরিণত হোক। রাস্তা, ড্রেন, সুপেয় পানি, স্বাস্থ্য সেবা, শিক্ষা ব্যবস্থা ও কর্মসংস্থানে আমরা ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কাজে সবার অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল্লাহ, তাসিকুল ইসলাম, আব্দুল মালেক, কালু উদ্দিন, সবুজ মিয়া, সবর আলী, নাসিম আলী, সেমাজুল ইসলাম, সুলেখা বেগম, নাসরিন বেগম পপি, রেবেকা বেগম ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পা-ব কুমার সিংহসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

নাচোলে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার নাচোলে ‘বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় পেইজ)’ প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদের মিনি কন্সফারেন্স রুমে উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে ও বাস্তবায়নে সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানার সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিভাগীয় সমাজসেবা সহকারী পরিচালক আবু তাহের। আলোচক হিসেবে বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা রাজিয়া, সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক রিজিয়া খাতুন, চাঁপাইনবাবগঞ্জ জেলার উপ-পরিচালক উম্মে কুলসুম। এছাড়াও সেমিনারে আরো উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দুলাল হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মৃণাল কান্তি সরকার, নাচোল থানার এসআই আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসের অফিস সহকারী আরিফুল ইসলামসহ সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি ও প্রান্তিক পেশাজীবী সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ১৫০টি উপজেলায় ১০ ক্যাটাগরিতে প্রান্তিক পেশাজীবির কামার, কুমার, নাপিত, শতরঞ্জি, মুচি, নকশী কাঁথা, লোকজ শিল্পী, বাঁশ বেত, লোকযন্ত্র ও কাঁসা পণ্য প্রস্তুতকারী পেশাজীবীদের জীবন মান উন্নয়নে (২য় পেইজে) কাজ চলমান রয়েছে সেমিনারে জানানো হয়।
চাঁপাইনবাবগঞ্জে হেলথ ওয়াচের আঞ্চলিক পরামর্শ সভা

চাঁপাইনবাবগঞ্জে হেলথ ওয়াচের আঞ্চলিক পরামর্শ সভা চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্য জনবল সম্পর্কিত আঞ্চলিক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন সিভিল সার্জন ডা. এ.কে.এম শাহাব উদ্দিন। বাংলাদেশ হেলথ ওয়াচের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন বাংলাদেশ হেলথ ওয়াচের প্রোগ্রাম ম্যানেজার মোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বাস্থ্য অধিকার ফোরামের চাঁপাইনবাবগঞ্জের ফোকাল পার্সন ও প্রয়াসের কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ। পাওয়ার পয়েন্ট প্রজেন্টেশনের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য তুলে ধরেন বাংলাদেশ হেলথ ওয়াচের কনসালটেন্ট নুরুন্নবী তালুকদার। এসময় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সামাদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া, ডা. রাকিবুল ইসলাম, ডা. ইনজামামুল হক, ডা. সাইকি ওদুদ, নাচোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল উদ্দিনসহ শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সদর ও নাচোল উপজেলার মেডিকেল অফিসাররা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হেলথ ওয়াচের সহযোগিতায় এই আঞ্চলিক সভার আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি।
চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠক,সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরি চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা

চাঁপাইনবাবগঞ্জের নারী সংগঠক, সমাজসেবী এবং সাংস্কৃতিক ব্যাক্তিত্ব গৌরি চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা চাঁপাইনবাবঞ্জের প্রিয়মুখ, নারী সংগঠক, সমাজকর্মী এবং সাংস্কৃতিক অঙ্গণের প্রাণ গৌরী চন্দ সিতু’র মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা শহরের কল্যাণী মহিলা সংসদের মর্জিনা হক মিলনায়তনে জেলা গার্ল গাইড এসোসিসয়েশন, ইনার হুইল ক্লাব, জেলা মহিলা ক্রীড়া সংস্থা এবং কল্যাণী মহিলা সংসদ যৌথভাবে এই সভা আয়োজন করে। গৌরী চন্দ সিতু’র বড়বোন এবং চাঁপাইনবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কবিতা চন্দের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা গার্ল গাইড এসোসিসয়েশন সম্পাদক রোকসানা আহমদ, নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক হাসিনুর রহমান, ইনার হুইল ক্লাবের জেলা সভাপতি ফারুকা বেগম, মহিলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তাজকেরা নাজনীন, কল্যাণী মহিলা সংসদের সদস্য ডা.সালমা আঞ্জুমান বানুসহ অনেকে। বক্তারা গৌরী চন্দ সিতুকে সমাজের পথ প্রদর্শক, অনুসরণীয় এবং অনুকরনীয় হিসেবে উল্লেখ করে বলেন, তাঁর অকাল প্রয়াণ সমাজের অপূরণীয় ক্ষতি। তাঁর জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করার সময় অনেক বক্তা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, বহু প্রতিষ্ঠানে জড়িত থেকে আজীবন কাজ করে গেছেন সিতু। সভায় তাঁর মৃত্যুতে শোক জানিয়ে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয় এবং অত্মার মুক্তি কামলায় প্রার্থণা করা হয়। উল্লেখ্য গত ৩০ এপ্রিল শহরের নিজ বাসভবনে অসুস্থ হয়ে মারা যান গৌরী চন্দ সিতু। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে সহ বহু গূণগ্রাহী রেখে ঘেছেন। তাঁর মৃত্যুতে এর আগে শোকসভা করেছে সনাক এবং নারী সংগঠন জাগো নারী বহ্নিশিখা।
ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

ভোলাহাটে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ ভোলাহাট উপজেলার ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ শুর” হয়েছে। স্থানীয় সরকার বিভাগের গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনির”জ্জামান। এতে প্রশিক্ষক ছিলেন, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিম উদ্দিন ও গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারি সন্ধ্যা রানীসহ অন্যরা। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রমের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে আলোচনা করা হয়। সাধারণ মানুষের ন্যায়বিচার নিশ্চিতে গ্রাম আদালতের ভূমিকা আরো কার্যকর করার জন্য সংশি¬ষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেয়া হয়।