01713248557

ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা

ভোলাহাটে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের মতবিনিময় সভা স্বপ্নের বাংলাদেশ বিনির্মানের পাশাপাশি ভোলাহাট উপজেলাকে এগিয়ে নিতে সকল প্রতিষ্ঠানের প্রধান ও গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ভোলাহাট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে আজ সকালে ভোলাহাট মোহবুল¬াহ কলেজ মিলনয়াতনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. আব্দুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন, ভোলাহাট মোহবুল্লাহ কলেজের অধ্যক্ষ রহমত আলী, ভোলাহাট রামেশ্বর পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোরবান আলী, সাপ্তাহিক ভোলাহাট সংবাদের প্রকাশক ও সম্পাদক গোলাম কবির, চাঁপাইনবাবগঞ্জ জেলা সমন্বয়ক এঁর প্রতিনিধি রাসেল আহমেদ, ভোলাহাট উপজেলা ছাত্র আন্দোলনের শিক্ষার্থী সুজন আহমেদ, সেলিম রেজাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সভায় ভোলাহাট উপজেলাকে সফলতায় এগিয়ে নিতে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, দেশে বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা ও ছাত্র বিপ¬বে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

প্রয়াসের কর্মসূচির মান উন্নয়ন ও কার্যকর সুপারভিশন কর্মশালা

প্রয়াসের কর্মসূচির মান উন্নয়ন ও কার্যকর সুপারভিশন কর্মশালা চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির কর্মসূচির মান উন্নয়ন ও কার্যকর সুপারভিশন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলার বেলেপুকুরে অবস্থিত নকীব হোসেন মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য ও এর উদ্বোধন ঘোষণা করেন প্রয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পারিচালক হাসিব হোসেন। দিনব্যাপী কর্মশালা পরিচালনা করেন প্রয়াসের পরিচালক পঙ্কজ কুমার সরকার। এসময় উপস্থিত ছিলেন, প্রয়াসের পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ) আলেয়া ফেরদৌস, যুগ্ম পরিচালক নাসের উদ্দিন, সিনিয়র সহকারী পরিচালক আবুল খায়ের খান, সহকারী পরিচালক জুলফিকার আলি ও মোমিনুল হকসহ অন্য কর্মকর্তাবৃন্দ।

বিজিবির অভিযানে নদী থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ

বিজিবির অভিযানে নদী থেকে ৪৭৪ বোতল ফেনসিডিল জব্দ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির পিরোজপুর এলাকার সীমান্তবর্তী পাগলা নদীতে ভারত থেকে কলাগাছের ভেলায় ভাসিয়ে দেয়া দুটি বস্তা বোঝাই ৪৭৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। গতকাল রাতে বাংলাদেশের ভেতর থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়। আজ সকালে ৫৯’বিজিবি রহনপুর ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনাটি নিশ্চিত করে বলা হয়, মাদকদ্রব্য পাচারের গোয়েন্দা তথ্যে ঐ এলাকায় অভিযান চালিয়ে ভেলায় থাকা ফেনসিডিলগুলো সীমান্ত পার করার পর তা জব্দ করা হয়। ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যানন্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিয়ে ফেনসিডিল শিবগঞ্জ থানায় জমা করা হবে।  

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২

শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে, নিহত ২ শিবগঞ্জে সিমেন্টভর্তি ট্রাক খাদে পড়ে দুজন নিহত হয়েছে। আজ সকালে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের সোনাপুর গ্রামের ইদ্রিস আলীর ছেলে ফানু ও একই গ্রামের হেরাস আলীর ছেলে আবদুর রাজ্জাক খুদু। স্থানীয়রা জানান, কানসাট বাজার থেকে সিমেন্টভর্তি ট্রাক নিয়ে দাইপুখুরিয়া ইউনিয়নের মফিজ মোড়ে যাচ্ছিল শ্রমিক ফানু ও আবদুর রাজ্জাক। এসময় সোনাপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে ঘটনাস্থলেই মারা যান তারা। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক চালক ও সহকারী পালিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর কিশোরের মরদেহ উদ্ধার শিবগঞ্জে নিখোঁজের তিনদিন পর নদী থেকে সানাউল্লাহ নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকালে উপজেলার পারচৌকা গ্রামের একটি দাড়া নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত কিশোর উপজেলার মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের সমীর উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে বাড়ি থেকে বের হয় সানাউল্লাহ। এরপর আর বাড়ি ফিরেনি। শুক্রবার সকালে পারচৌকা গ্রামের জাহিদুল ইসলামের আম বাগানের পাশে দাড়া নদীতে সানাউল্লার মরদেহ ভাসতে দেখে থানা পুলিশে খবর দেয় এলাকাবাসী। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ

পদত্যাগ করলেন অধ্যক্ষ জলিল ও প্রধান শিক্ষক রোকসানা আহমদ চাঁপাইনবাবগঞ্জে নামোশংকরবাটী কলেজের অধ্যক্ষ আব্দুল জলিল ও গ্রিনভিউ স্কুলের প্রধান শিক্ষক রোকসানা আহমদ তাঁর পদ থেকে পদত্যাগ করেছেন। বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অধ্যক্ষ আব্দুল জলিল নিজে তার স্বাক্ষরিত এক পত্রে পদত্যাগ করেছেন। যা জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা শাখা বিষয়টি নিশ্চিত করেছেন । অন্যদিকে শিক্ষার্থীদের দাবির মুখে তিনি পদত্যাগ করেন। বুধবার বিকেলে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকাল ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে প্রধান শিক্ষক রোকসানা আহমদের পদত্যাগ দাবিতে আন্দোলন শুরু করেন। এক পর্যায়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে রোকসানা আহমদের পদত্যাগ দাবি করতে থাকেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া সুলতানা তাদের আশ^স্ত করলে তারা সেখান থেকে সরে যান।

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা

শিবগঞ্জে বাল্যবিয়ে-শিশুদের প্রতি সহিংসতা বন্ধে আলোচনা সভা শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প ও ডায়ালগ সেশন প্রোগ্রাম আয়োজিত কানসাট ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কানসাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সেফাউল মূলকের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার মন্ডল, স্থানীয় ওয়ার্ড সদস্য সাইদুর রহমান মিন্টু, কানসাট ইউনিয়ন এন্ড মাহেদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম সজল, ইমাম আবদুস সামাদ ও নারী উদ্যোক্তা আমেনা রোজিসহ অন্যরা। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। বক্তারা- শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে জনসাধারণ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতন হলে প্রতিরোধ করা সম্ভব। এছাড়া বাল্যবিবাহের কুফল নিয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারি ট্রাক চালকের যাবজ্জীবন চাঁপাইনবাবগঞ্জে দেড় কেজি হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় এক ট্রাক চালককে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ২ বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। সাজাপ্রাপ্ত ব্যক্তি গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের রানীনগর কুমুরপুর গ্রামের মৃত মুরসাদি’র ছেলে বেলাল হোসেন। আজ দুপুরে চাঁপাইানবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা  যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ১১ জানুয়ারী রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের  দারিয়াপুর ট্রাক টার্মিনাল এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে র‌্যাব ক্যাম্পের চেকপোষ্টে রাজশাহীগামী ট্রাকসহ গ্রেপ্তার হয় চালক বেলাল। এসময় ট্রাকের কেবিন তল্লাশী করে দেড়কেজি হেরোইন পাওয়া যায়। এঘটনায় পরদিন সদর থানায় বেলালকে একামত্র আসামী করে মামলা করেন র‌্যাবের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেন। ২০১১ সালের ১৯ ফেব্রুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ওবাইদুল হক বেলালকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার বেলালকে দোষি সাব্যস্ত করে চার্জশীট দাখিল করেন।

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

চাঁপাইনবাবগঞ্জে ডাকাতি প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৪ চাঁপাইনবাবগঞ্জ শহরে ডাকাতি প্রস্তুতিকালে বড় ছোরা, লাঠি, রডসহ ৪ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আজ ভোররাতে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোলঘর চত্বর থেকে ওই ৪ জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে তাদের চাঁপাইনবাবগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। আটকরা হলো, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার আজাইপুর পোলাডাঙ্গার বাসিন্দা জাহিদ হাসান, খাইরুল ইসলাম, মোহাম্মদ লিখন ও আরিফ। পুলিশ জানায়, ভোররাতে টোলঘর এলাকায় সড়কে চলাচল করা বিভিন্ন যানবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ওই ৪ জন। এসময় স্থানীয়রা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাদেরকে আটক করে। সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদী হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর এক ব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলার ১৩ বছর পর একব্যক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড লাইসেন্সসবিহীন ১টি বিদেশী পিস্তল,২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি নিজ হেফাজতে রাখার অভিযোগে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মাসুদ নামে একব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ষ্পেশাল ট্রাইবুনাল-২ এর বিচারক রবিউল ইসলাম। একই মামলার পৃথক অপর একটি ধারায় আসামীকে আরও ৭ বছর সশ্রম কারাদন্ডেরও আদেশ দেন আদালত। আদেশে উল্লেখ করা হয়, উভয় সাজা একত্রে কার্যকর হবে। আজ দুপুরে ট্রাইবুনাল একমাত্র আসামীর অনুপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত মাসুদ শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ খাসেরহাট গ্রামের মৃত বুল্লু ওরফে ভুলুর ছেলে। মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) রবিউল ইসলাম রবু বলেন, ২০১২ সালের ২৭ ফেব্রুয়ারী রাতে সদর উপজেলার বারঘরিয়া গোল চত্বরে বিজিবির হাতে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ হাতেনাতে গ্রেপ্তার হয় মাসুদ। এ ঘটনায় ওইদিন সদর থানায় চাঁপাইনবাবগঞ্জের তৎকালীন ৩৯ বিজিবি ব্যাটালিয়নের হাবিলদার বিজয় ভট্রাচার্য মাসুদসহ দুজনের নামে মামলা করেন। ২০১২ সালের ২১ মে মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও তৎকালীন এলআই বিজিবি, রাজশাহীর (বিজিবি ও পুলিশের সমন্বয়কারী পুলিশ কর্মকর্তা) পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আখের আলী আদালতে শুধু মাসুদকে অভিযুক্ত করে চার্জশীট দাকিল করেন। ৬ জনের সাক্ষ্য, প্রমাণ ও দীর্ঘ শুনানীর পর ট্রাইবুনাল মাসুদকে দোষি সাব্যস্ত করে আদেশ প্রদান করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড. নিয়ামত আলী নিয়াম।