চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জে‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ চাঁপাইনবাবগঞ্জে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫’র অংশ হিসেবে শনিবার সকালে এই সমাবেশের আয়োজন করে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন— জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এতে বক্তব্য দেন— সিভিল সার্জন ডা. একেএম শাহাব উদ্দীন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আব্দুর রাহিম, জুলাইযোদ্ধা লিমা আকতার। সূচনা বক্তব্য দেন— জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। সমাবেশে জুলাইয়ের মায়েরা, ঢাকায় নিহত চাঁপাইনবাবগঞ্জের শহীদ তারেক হোসেনের বাবা-মা, জুলাইযোদ্ধাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সমাবেশে জুলাই আন্দোলনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় সকলের চোখ ছলছল করে ওঠে। বক্তারা শহীদ আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত দেশ গঠনে সবাইকে কাজ করার আহ্বান জানানো হয়।
শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার

শিবগঞ্জে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার শিবগঞ্জে পদ্মা নদী থেকে ২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বিজিবির সহযোগিতায় নিশিপাড়া বিশরশিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করে নৌপুলিশ। উদ্ধারকৃত মরদেহ দুটি শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর হঠাৎপাড়ার বীর মুক্তিযোদ্ধা সেরাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম (৪০) ও একই গ্রামের মোরতুজা রেজার ছেলে সেলিম রেজার (৩৫)। মনাকষা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য সমীর উদ্দিন তাদের নাম-ঠিকানা নিশ্চিত করে বলেন— শুক্রবার সম্ভবত মাছ ধরতে গিয়ে তারা নিখোঁজ ছিল। আজ (গতকাল) শনিবার প্রথমে সেলিমের এবং পরে শফিকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু জানান, শনিবার বিকেলে মাসুদপুর বিওপিতে স্থানীয়রা জানায় শিবগঞ্জ উপজেলার চৌধুরী স্মরণ এলাকায় সীমান্ত পিলার ৪/২-এস হতে আনুমানিক আড়াই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পদ্মা নদীতে ২টি মৃতদেহ ভাসমান অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে মাসুদপুর বিওপির টহলদল ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি দেখতে পায়। বিষয়টি শিবগঞ্জ থানা পুলিশকে অবগত করা হলে থানা পুলিশ মৃতদেহ দুটি নিয়ে যায়। তবে এ বিষয়ে মৃত ব্যক্তিদের পরিবার বিজিবির সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, ঘটনটি পদ্মা নদীতে হওয়ায় গোদাগাড়ীতে কর্মরত নৌপুলিশ বিষয়টি দেখভাল করছে। গোদাগাড়ী নৌপুলিশের ওসি তৌহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পদ্মা নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের একজনের শরীর ঝলসানো আছে, আরেকজনের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদের মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে। তারা দুজন গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ বলে জানা গেছে।
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত

চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৭১ জন ডায়রিয়া আক্রান্ত চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অপরদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন। সিভিল সার্জন অফিস ও ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে আজ জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৭১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪৮ জন, শিবগঞ্জে ৯ জন, গোমস্তাপুরে ৪ জন, নাচোলে ৪ জন ও ভোলাহাটে ৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬১ জন রোগী। তাদের মধ্যে জেলা হাসপাতাল থেকে ৪২ জন, শিবগঞ্জ থেকে ১০ জন, গোমস্তাপুরে ৫ জন, নাচোল থেকে ১ জন ও ভোলাহাট থেকে ৩ জন রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন ৫৬ জন রোগী।
ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন

ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জে হাসপাতালে ভর্তি ৪৬ জন চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হয়নি। একদিনে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরো ১৬ জন। তারা সবাই ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের ভেতর বিভাগে শনাক্ত হয়েছেন। অন্যদিকে গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত বহির্বিভাগে পরীক্ষা না হওয়ায় কেউ শনাক্ত হয়নি। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি আছেন ৪৫ জন। তাদের মধ্যে ১৫ জন পুরুষ, ২৩ জন নারী ও ৭ জন শিশু রয়েছেন। একই সময়ে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ জনকে। এই ১৭ জনের মধ্যে ১ জন পুরুষ, ১৬ জন নারী রয়েছেন। এছাড়া শিবগঞ্জে একজন পুরুষ রোগী ভর্তি আছেন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৪৫১ জনে। একই সময়ে বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮০ জনে। ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল ও সিভিল সার্জন অফিসের ডেঙ্গুবিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে আজ এই তথ্য জানানো হয়েছে।
একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি.

একদিনে পানি বেড়েছে পদ্মায় ১৫, মহানন্দায় ১১ ও পুনর্ভবায় ৬ সে.মি. জেলার ওপর দিয়ে প্রবাহিত পদ্মা, মহানন্দা ও পুনর্ভবা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় পদ্মায় বেড়েছে ১৫ সেন্টিমিটার, মহানন্দায় বেড়েছে ১১ সেন্টিমিটার ও পুনর্ভবায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের পানির সমতল বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মায় পাঁকা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৯.৭৭ সেমিন্টমিটার। যা গতকাল সকাল ৯টা পর্যন্ত ছিল ১৯ দশমিক ৬২ সেন্টিমিটার। অন্যদিকে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত মহানন্দা নদীর খালঘাট পয়েন্টে পানির সমতল ছিল ১৭ দশমিক ৮২ সেন্টিমিটার। ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেয়ে আজ সকাল ৯টা পর্যন্ত পানির সমতল দাঁড়িয়েছে ১৭ দশমিক ৯৩ সেন্টিমিটার। অপরদিকে পুনর্ভবা নদীর রহনপুর পয়েন্টে ১ আগস্ট সকাল ৯টা পর্যন্ত পানির সমতল ছিল ১৮ দশমিক ০৪ সেন্টিমিটার। যা শনিবার সকাল ৯টা পর্যন্ত বৃদ্ধি পেয়ে সমতল দাঁড়িয়েছে ১৮ দশমিক ১০ সেন্টিমিটার। পদ্মা নদীর বিপৎসীমা হচ্ছে ২২ দশমিক ০৫, মহানন্দার ২০ দশমিক ৫৫ ও পুনর্ভবার ২১ দশমিক ৫৫ মিটার।
জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময়

জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় জেলা জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স ও সংশ্লিষ্ট অংশীজনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা প্রসাশকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ বিভাগ (সমন্বয় ও সংস্কার) এর সচিব জাহেদা পারভীন। জেলা প্রশাসক আব্দুস সামাদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আব্দুল আজিম ও মন্ত্রীপরিষদ বিভাগের যুগ্মসচিব মুর্শিদা শারমিন। চাঁপাইনবাবগঞ্জে জেলার জন্ম ও মৃত্যু নিবন্ধন টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহেদা পারভীন বলেন, চলতি বছরের শুরুর দিকে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম ১০ জেলার মধ্যে একটি ছিল চাঁপাইনবাবগঞ্জ। চলতি মাসে সেটি অনেক পিছিয়ে গেছে। সভায় জন্ম ও মৃত্যু নিবন্ধনে আবারো চাঁপাইনবাবগঞ্জের আবারো ভালো দেখতে চান প্রধান অতিথি। এটি বাস্তবায়নে সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আব্দুস সামাদ সংশ্লিষ্ঠ সকলের সহযোগিতা কামনা করেন।
সোনামসজিদ সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা

সোনামসজিদ স্থলবন্দর সম্প্রসারণের উদ্যোগ নেয়া হবে- নৌ পরিবহন উপদেষ্টা শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড.এম সাখাওয়াত হোসেন বলেছেন, সোনামসজিদ অনেক পুরোনো ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর। ২০০৬ সালে এই বন্দর প্রতিষ্ঠিত হয়। ভবিষ্যতে এই বন্দর আন্ত:দেশীয় বানিজ্যের সংযোগও হতে পারে। কাজেই এটি সম্প্রসারণ করা দরকার। পরিধী বাড়ানো দরকার। আমরা বিশ^ব্যাংককে দিয়ে কয়েকটি বন্দর করিয়েছে। যদি সম্ভব হয়, পরবর্তীতে যদি বিশ^ব্যাংকের নতুন প্রকল্প থাকে, তবে তারা নিলে সোানামসজিদের সম্প্রসারণ সহজ হবে। উপদেষ্টা আরও বলেন, বন্দরে কিছু সমস্যা রয়েছে। এসব দেখার জন্য জেলা প্রশাসককে বলা হয়েছে। একটি ৩ কিলোমিটার সড়ক করতে হবে। বন্দরের ইয়ার্ড তৈরির জন্য জায়গা জমি দেখা হচ্ছে। কিছু জমি রয়েছে খাস। আবার কিছু ব্যাক্তি মালিকানাধীণ। সেগুলো নিলে খরচ হবে। জেলা প্রশাসন সকল সমস্যা চিহ্নিত করে উন্নয়নের জন্য যতটুকু জমি দরকার সেটি সহ পরিকল্পনা পাঠালে ব্যয় বোঝা যাবে। তখন এ ব্যাপারে উদ্যোগ নেয়া যাবে। শ্রমিকদের জন্য একটি হাসপাতাল নির্মাণের কথাও বলেন তিনি। তিনি বন্দর ব্যবহারকারীদের বিভিন্ন দাবির কথাও তুলে ধরেণ। আজ দুপুরে শিবগঞ্জ উপজেলায় সোনামসজিদ স্থলবন্দর পরিদর্শণে এসে বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড সভাকক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এবং সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা সাখাওয়াত। নৌ পরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থালবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, শ্রম ও কর্মসংস্তান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, জেলা প্রশাসক আব্দুস সামাদ, পুলিশ সুপার রেজাউল করিম, জেলা চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদ, পানামা চেয়ারম্যান আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক জাহুরা নওসাবা সহ প্রশাসন, কাস্টমস ও বন্দর কর্মকর্তা এবং ব্যবসায়ী ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ। পরে, বিকেলে উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক বিতরণ করেন। চিকিৎসা এবং শিক্ষার জন্য ১৫ জনের মাঝে চেক বিতরণ করা হয়।
গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

গোমস্তাপুরে বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা তাইজুদ্দীন ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ভোররাত ৩টায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৬ মেয়ে সহ বহু গূণগ্রাহী রেখে গেছেন। আজ দুপুর ১২টায় চাঁড়ালডাঙ্গা গ্রামে রাষ্টীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদানের পর গ্রামের গোরস্থান প্রাঙ্গণে জানাজার নামাজ শেষে ওই গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। দাফন অনুষ্ঠানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা দারেশ আলী, মঞ্জুর হোসেন, বজলুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক

চাঁপাইনবাবগঞ্জের হত্যা মামলার পলাতক আটক সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া গ্রামের শিশ মোহাম্মদের ছেলে মাদকাসক্ত যুবক মাহাবুব ইসলাম বাবু গত ৯ জুলাই টাকার জন্য তাঁর বাবা ও মাকে হত্যা চেষ্টা করলে স্বজন ও প্রতিবেশীদের মারধরে নিহত হয়। এঘটনায় নিহতের বোন সদর থানায় হত্যা মামলা করেন। মামলার পর ২ নং এজাহারনামীয় পলাতক আসামী নিহতের চাচাতো ভাই মাসুদকে ঢাকার সাভার থেকে আটক করেছে র্যাব। তিনি একই গ্রামের আনসার আলীর ছেলে। আজ সকালে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল গভীর রাতে সাভারের আকরান বউ বাজার এলাকা হতে র্যাব-৪ ব্যাটালিয়ন মিরপুর ও চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের যৌথ অভিযানে মাসুদ আটক হন। মাসুদকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয় প্রেসবিজ্ঞপ্তিতে।
নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

নাচোলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান নাচোলে ২৪জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা ম্যাধমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্টারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি)এর আওতায় ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের সহায়তায়২৪জন শিক্ষার্থীকে সম্মানা স্বারক ও সনদপত্র প্রদান করা হয়। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনা (ভূমি) সুলতানা রাজিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মোহা: আছাদুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যাধমিক ও উচ্চ মাধ্যমিক রাজশাহী অঞ্চলের সহকারি পরিচালক আলমাছ উদ্দিন, নাচোল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পল্লী উন্নয়ন কর্মকর্তা হারুন অর রশিদ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২২ ও ২০২৩ শিক্ষা বর্ষে এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে শ্রেষ্ঠত্ব অর্জন করায় ১২জন শিক্ষার্থীকে ১০হাজার টাকা করে এবং এইচএসসি পর্যায়ের ১২জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা প্রদান করা হয়।