‘ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা!

‘ডন ৩’র প্রস্তাব ফেরালেন কিয়ারা! বিয়ের পর থেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির বৃহস্পতি তুঙ্গে! একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে বলিউডের ডাকসাইটে পরিচালক, প্রযোজকদের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন তিনি। এ কারণে ফারহান আখতারের ‘ডন ৩’তে প্রধান অভিনেত্রীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব গিয়েছিল কিয়ারার কাছে। তবে অভিনেত্রী সম্প্রতি মা হওয়ার ঘোষণা করেছেন। এবার শোনা গেল, অন্তঃসত্ত্বা হওয়ার কারণেই নাকি সিনেমাটির প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। বলিউডের নামকরা সব নায়িকাদের টেক্কা দিয়ে ‘ডন ৩’ সিনেমাতে রণবীর সিংয়ের বিপরীতে নায়িকার চরিত্র ছিনিয়ে নিয়েছিলেন কিয়ারা। অভিনেত্রীর ভক্তরাও মুখিয়ে ছিলেন তাকে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে দেখার জন্য। বলিউড সূত্রের খবর, কিয়ারা বর্তমানে ‘টক্সিক’ এবং ‘ওয়ার ২’ সিনেমার শুটিং শেষ করতে ব্যস্ত। এরপরই মাতৃত্বকালীন বিরতি নিতে চাইছেন অভিনেত্রী। কারণ প্রেগন্যান্সি পর্বটা তিনি পরিবারের সঙ্গেই কাটাতে চান। আর অভিনেত্রীর সিদ্ধান্তকে সসম্মানে মেনে নিয়েছেন নির্মাতারা। এদিকে ইতোমধ্যেই ‘ডন ৩’র জন্য নতুন নায়িকা খোঁজা শুরু হয়েছে। অন্যদিকে, ২০২৬ সালে ‘ধুম ৪’র শুটিং শুরু করবেন কিয়ারা। এর মাঝেই তার সন্তান আসতে চলেছে। সম্প্রতি ইন্ডিয়া টুডের এক সাক্ষাৎকারে পরিচালক ফারহান আখতার জানিয়েছিলেন, চলতি বছরের শেষের দিকেই রণবীর সিংকে নিয়ে ‘ডন ৩’র কাজ শুরু করবেন। খলনায়কের ভূমিকায় থাকছেন বিক্রান্ত মাসে। এবার শোনা যাচ্ছে, অন্তঃসত্ত্বা হওয়ায় কিয়ারা এই প্রজেক্ট থেকে সরে দাঁড়িয়েছেন। তাই এবার কোন নায়িকাকে দেখা যাবে এই চরিত্রে? সবার নজর থাকবে সেদিকে। প্রসঙ্গত, ফারহান আখতার পরিচালিত ‘ডন ৩’ সিনেমাটি নিয়ে আলোচনার শেষ নেই। নিত্যনতুন আপডেট আসছে। এবার শোনা গেল, রণবীর সিংয়ের ‘ডন’ সিনেমাতে নাকি আগের দুই সিনেমার থেকে আরও বড় চমক থাকবে। আপাতত সিনেমার কাস্টিং চলছে। প্রি প্রোডাকশনের কাজও চূড়ান্ত পর্যায়ে। ২০২৩ সালের আগস্ট মাসে পয়লা ঝলকে ‘ডন’ অবতারে ধরা দিয়েছিলেন রণবীর সিং। কিন্তু দর্শকদের নজর কাড়তে ‘অপারগ’ হয়েছেন তিনি! ধেয়ে এসেছিল একের পর এক কটাক্ষবাণী। নেটিজেনদের সিংহভাগের আক্ষেপ ছিল, ডনের চরিত্রে মোটেই মানায়নি ‘বলিউড খিলজি’কে। কিন্তু এবার দেখার, ‘ডন ৩’তে কোন নায়িকাকে পাশে নিয়ে চমক দেন রণবীর।
বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ!

বিজয়-তামান্নার প্রেমে বিচ্ছেদ! ভারতীয় তারকা জুটি তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মার প্রেমের গুঞ্জন ‘টক অফ দ্য টাউন’। রেস্তরাঁ থেকে সিনেমার পার্টি, সর্বত্রই হাতে হাত রেখে একসঙ্গে প্রবেশ করতে দেখা যেত তাদের। নিজেদের সম্পর্ক কোনোদিনই গোপন রাখেননি এই তারকাযুগল। তবে এবার শোনা যাচ্ছে, তামান্না ও বিজয়ের সম্পর্ক নাকি ভেঙে যাচ্ছে! বলিউড সূত্রের খবর, কয়েক সপ্তাহ আগেই নাকি ঘটেছে এই ঘটনা। নিজেদের সম্পর্ককে আর এগিয়ে নিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছন বিজয় এবং তামান্না। এখন থেকে নাকি তারা শুধুই ভালো ‘বন্ধু’। যদিও কয়েক মাস আগেও তাদের বিয়ে নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিয়ের পরের কথা ভেবে মুম্বাইয়ে নাকি বাড়িও খোঁজা শুরু করেছিলেন তারা। কিন্তু এবার শোনা যাচ্ছে সম্পর্কই নেই তাদের। যদিও নায়ক-নায়িকার পক্ষ থেকে কোনও মন্তব্য শোনা যায়নি।তারকা জুটির ঘনিষ্ঠ সূত্রে খবর, তারা যৌথ ভাবে প্রেম ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না। ২০২৩ সালে বিজয় বর্মার সঙ্গে প্রেমের কথা স্বীকার করেন তামান্না। তিনি জানিয়েছিলেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা। দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে, চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা যায় বিজয় ভার্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।
অস্কারে সেরা সিনেমা ‘আনোরা’, সেরাদের তালিকায় যারা

অস্কারে সেরা সিনেমা ‘আনোরা’, সেরাদের তালিকায় যারা ৯৭ তম অস্কারের সেরা সিনেমার মুকুট জয় করলো ‘আনোরা’ সিনেমা। চারটি সিনেমাকে পেছনে ফেলে সেরা হয়েছে সিনেমাটি। সেই সঙ্গে সিনেমার পরিচালক শন বেকার সেরা নির্মাতার খেতাব পেয়েছেন আর সেরা অভিনেত্রী হয়েছেন গল্পের নায়িকা মিকি ম্যাডিসন। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে স্থানীয় সময় রোববার (২ মার্চ) সন্ধ্যায় অস্কারের জমকালো আসরে সেরা এই পুরস্কার ঘোষণা করা হয়। গত বছর কান উৎসবে স্বর্ণপাম জিতেছিল ‘আনোরা’। এরপর থেকে আলোচনায় সিনেমাটি। ব্রুকলিনের এক তরুণী অ্যানির জীবনকে কেন্দ্র করে এগিয়েছে ‘আনোরা’ সিনেমার গল্প। তার জীবনের প্রেম, বিয়ে আর বিয়ের পরে দুর্বিষহ হয়ে ওঠা জীবনের গল্প নিয়েই আবর্তিত হয়েছে সিনেমাটি। ‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। চলতি বছর একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবেও সেরা অভিনেতা হয়েছেন তিনি। ২০০২ সালে ‘দ্য পিয়ানিস্ট’ সিনেমার জন্য সর্বকনিষ্ঠ অভিনেতার পুরস্কার জিতেছিলেন ব্রডি। তারপর প্রায় ২২ বছর পর আবারও একই মঞ্চে অস্কার হাতে উঠলো তার। দুবার মনোনয়ন ও দুবাইয়ের অস্কার জেতার রেকর্ডও তার। পুরস্কার গ্রহণ করে ব্রডি বলেন, ‘যুদ্ধ, নিপীড়নের দীর্ঘস্থায়ী ট্রমা, ইহুদিবিদ্বেষ, বর্ণবাদ এবং অন্য বিষয়গুলোর প্রতিনিধিত্ব করতে আমি আবার এখানে এসেছি। আমি সবাইকে নিয়ে একটি সুখী পৃথিবীর জন্য প্রার্থনা করি। এছাড়া পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিয়েরান কালকিন। ‘অ্যা রিয়েল পেইন’ সিনেমায় অভিনয় করে এবার তিনি অস্কার জয় করলেন। সিনেমার লেখক এবং পরিচালক জেসি আইজেনবার্গকে ধন্যবাদ জানিয়ে মঞ্চে তিনি বলেন, ‘এই সিনেমার জন্য ধন্যবাদ, তুমি একজন প্রতিভা। পার্শ্ব চরিত্রে সেরা অভিনেত্রী হয়েছেন জোয়ি সালডানা। জ্যাক অঁদিয়ারের ‘এমিলিয়া পেরেজে’ সিনেমার জোয়ি সালদানা আইনজীবীর চরিত্রে অভিনয় করে এ পুরস্কার জয় করলেন। হাতে অস্কারের ট্রফি নিয়েই পরিবারকে উৎসর্গ করেন সালদানা। তিনি বলেন, ‘আমি গর্বিত এবং অভিভূত। নারীর নীরব বীরত্ব এবং শক্তিকে স্বীকৃতি দেওয়ার জন্য একাডেমিকে ধন্যবাদ। ’ ফিলিস্তিনি তথ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ সেরা তথ্যচিত্রের জন্য পুরস্কার জিতেছে। এবার সেরা অ্যানিমেশন ছবি (স্বল্পদৈর্ঘ্য) হিসেবে অস্কার পেল ‘ইন দ্য শ্যাডো অব সাইপ্রেস’, আর ফিচার অ্যানিমেশন হিসেবে পুরস্কার পেয়েছে ‘ফ্লো’। সেরা প্রযোজক হিসেবে অস্কার পেয়েছেন নাথান ক্রাউলি এবং লি স্যান্ডেলস উইকড। সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার জেতেন ডেনিস ভিলেনিউভ। কনক্লেভ চলচ্চিত্র সেরা রূপান্তরিত চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে পিটার স্ট্রগান। ‘এমিলিয়া পেরেজ’ সিনেমার ‘এল মাল’ গানের তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড সেরা মৌলিক গান ক্যাটাগরির অস্কারে ভূষিত হন। বেস্ট কস্টিউম ক্যাটাগরিতে পুরস্কার ছিনিয়ে নিলেন ‘উইকড’ ছবির ডিজাইনার পল টাজেওয়েল। সেরা মেকাপ এবং হেয়ারস্টাইল বিভাগে পুরস্কার জিতেছে গত বছরের অন্যতম আলোচিত ছবি ‘দ্য সাবস্ট্যান্স’। একনজরে অস্কারজয়ী সিনেমা ও অভিনয়শিল্পী • সেরা সিনেমা: আনোরা • সেরা অভিনেত্রী: মাইকি ম্যাডিসন (আনোরা) • সেরা অভিনেতা: অ্যড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট) • সেরা পরিচালক: শন বেকার (আনোরা) • সেরা পার্শ্ব অভিনেত্রী: জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ) • সেরা পার্শ্ব অভিনেতা: কিইরিন কালকেইন (আ রিয়েল পেইন) • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: কনক্লেভ (পিটার স্ট্রন) • সেরা মৌলিক চিত্রনাট্য: আনোরা (শন বেকার) • সেরা মৌলিক গান: এল মাল (এমিলিয়া পেরেজ) • সেরা মৌলিক সুর: দ্য ব্রুটালিস্ট • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: আই এম স্টিল হিয়ার-ব্রাজিল • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: ফ্লো • সেরা প্রামাণ্যচিত্র: নো আদার ল্যান্ড • সেরা পোশাক পরিকল্পনা: উইকেড • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: দ্য সাবস্ট্যান্স • সেরা শিল্প নির্দেশনা: উইকেড • সেরা শব্দগ্রহণ: ডুন:পার্ট টু • সেরা সম্পাদনা: আনোরা • সেরা চিত্রগ্রহণ: দ্য ব্রুটালিস্ট • সেরা ভিজ্যুয়াল ইফেক্টসব: ডুন: পার্ট টু • সেরা স্বল্পদৈর্ঘ্য: আই অ্যাম নট আ রোবট • সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য: ইন দ্য শ্যাডো অব ত্যা সাইপ্রেস
‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’?

‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙবে ‘স্পিরিট’? ভারতীয় তারকা অভিনেতা প্রভাসের ক্যারিয়ারের গ্রাফ বদলে দিয়েছে ‘বাহুবলি’ সিনেমা ফ্র্যাঞ্চাইজি। ২০১৭ সালে মুক্তি পায় এ সিক্যুয়েলের দ্বিতীয় পার্ট। বক্স অফিসে প্রায় ২ হাজার কোটি রুপি আয় করে। বর্তমানে বেশ কিছু সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভাস। ২০২১ সালে প্রভাস তার ২৫তম চলচ্চিত্রের ঘোষণা দেন। ‘স্পিরিট’ শিরোনামের এ সিনেমা পরিচালনা করছেন সন্দ্বীপ রেড্ডি ভাঙা। ঘোষণা আগে দিলেও সিনেমার কাজের খুব একটা অগ্রগতি হয়নি। এখন প্রি-প্রোডাকশনের কাজ করছেন নির্মাতারা। কোমল নাহতাকে সাক্ষাৎকার দিয়েছেন সন্দ্বীপ রেড্ডি। এ আলাপচারিতায় জানতে চাওয়া হয়, প্রভাস অভিনীত ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড ভাঙার কোনো চাপ অনুভব করছেন কিনা? এ প্রশ্নের জবাবে সন্দ্বীপ রেড্ডি ভাঙা বলেন, “এই প্রশ্নটি অনেক বড় বোঝার মতো। ‘বাহুবলি টু’-কে হারাতে হলে ২ হাজার কোটি রুপি আয় করতে হবে। আমি অবশ্যই আকর্ষণীয়, কৌতূহলোদ্দীপক সিনেমা বানাব। বাকিটা পরে দেখা যাবে।” ‘স্প্রিরিট’ সিনেমায় অভিনয় করবেন কারিনা কাপুর খান, সাইফ আলী খান। সিনেমাটিতে খল চরিত্রে অভিনয় দেখা যাবে এ দম্পতিকে। ২০২৬ সালে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী

বাড়ি ফিরে অঝোরে কাঁদলেন ‘সারেগামাপা’ বিজয়ী দেয়াশিনী ট্রফি হাতে হেঁটে বাড়ির সামনে গিয়ে থমকে দাঁড়ান দেয়াশিনী রায়। ফুল দিয়ে সজ্জিত গেট। গেট থেকে ঘর পর্যন্ত পুরো রাস্তা ফুল দিয়ে সাজানো। মূল ফটকের সামনে রয়েছে একটি ফেস্টুন। তাতে লেখা, “স্বাগতম চ্যাম্পিয়ন।” ফেস্টুনের লেখা দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন দেয়াশিনী। অঝোরে কাঁদতে দেখা যায় ‘সারেগামাপা’ বিজয়ী এই গায়িকাকে। দেয়াশিনী তার ফেসবুকে একটি পোস্ট করেছেন, তাতে এমন দৃশ্য দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন— “সারেগামাপা’ বিজয়ী হয়ে ফেরার পর পাড়ার সকলে আমাকে স্বাগত জানলো বিশাল আয়োজনের সাথে।” ভারতীয় টেলিভিশন চ্যানেলের গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা-২০২৪’ মৌসুমে যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছেন দেয়াশিনী রায় ও অতনু মিশ্রা। রবিবার (২ মার্চ) রাতে অনুষ্ঠিত হয় এ আসরের গ্র্যান্ড ফিনালে। গতকাল রাতে বিজয়ের ট্রফি নিয়ে পশ্চিমবঙ্গের মদনপুরে নিজ বাড়িতে ফিরেন দেয়াশিনী। সেখানে আনন্দ অশ্রুতে ভিজে উঠে তার চোখের পাতা। দেয়াশিনী বলেন, “গতকাল ছিল আমাদের সারেগামাপার গ্র্যান্ড ফিনালে। আপনাদের ও ভগবানের আশীর্বাদে চ্যাম্পিয়ন হতে পেরেছি। এরপর রাত সাড়ে ১১টায় বাড়ি ফিরি। পরিবারের লোকজন, আত্মীয়সহ গোটা মদনপুরবাসী আমাকে সুন্দরভাবে ওয়েলকাম করেন; সকলে বরণ করে নেন। আমার গাড়ির সামনে সকলে ভিড় করেছিলেন। যে দৃশ্য দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ি। খুব আনন্দ হচ্ছিল যে, গোটা মদনপুরবাসীর মুখে হাসি ফোটাতে পেরেছি। আমার পাড়ার সকলে খুব খুশি ছিলেন। এটা আমার কাছে বড় প্রাপ্তি।” দেয়াশিনীর বিজয়ে ভীষণ আনন্দিত তার গ্রামবাসী। এ তথ্য জানিয়ে এ গায়িকা বলেন, “আমার কাছে এটা ভীষণ খুশির মুহূর্ত, আমার চেয়েও বেশি খুশি আমার বাবা-মা, প্রতিবেশীরা। সেজন্যই আমি আবেগতাড়িত হয়ে পড়ি। বড় বড় তিনটি কেক রাখা ছিল। তাতে লেখা ছিল— চ্যাম্পিয়ন দেয়াশিনী। বেলুন দিয়ে সাজানো হয়েছিল। এ আয়োজন আমাদের বাড়ির সামনে করা হয়েছিল। আমি বলব, আমাকে এভাবেই সাপোর্ট করবেন, পাশে থাকবেন। যাতে ভালো ভালো গান শোনাতে পারি।
মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ

মা-বাবা হচ্ছেন কিয়ারা-সিদ্ধার্থ দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করার পর ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাতপাকে বাঁধা পড়েন বলিউডের তারকা জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। বিয়ের দুই বছর পূর্ণ হওয়ার আগেই গুঞ্জন চাউর হয়েছিল, বাবা-মা হতে যাচ্ছেন এই তারকা দম্পতি। যদিও তা অস্বীকার করেন। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। এ দম্পতির সংসার আলো করে আসছে নতুন অতিথি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) কিয়ারা আদভানি মা হতে যাওয়ার ঘোষণা দেন। আজ দুপুরে নিজের ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন তিনি। তাতে দেখা যায়, দুই জোড়া হাতের ওপরে রাখা ছোট্ট এক জোড়া জুতা। ক্যাপশনে এ অভিনেত্রী লেখেন— “আমাদের জীবনের সবচেয়ে সেরা উপহার। খুব শিগগির আসছে।” তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন সে বিষয়ে কিছু জানাননি এই অভিনেত্রী। এরপর থেকে ভক্ত-অনুরাগীদের পাশাপাশি সহকর্মীদের শুভেচ্ছা বার্তায় ভাসছেন কিয়ারা-সিদ্ধার্থ। শিল্পা শেঠি লেখেন, “অভিনন্দন।” অভিনেত্রী আলিয়া ভাট একগুচ্ছে লাল রঙের লাভ ইমোজি দিয়েছেন। নীতু কাপুর লেখেন, “খুব খুশি হয়েছি কিয়ারা।” রাধিকা মদন লেখেন, “অভিনন্দন।” এমন অসংখ্য মন্তব্য শোভা পাচ্ছে কমেন্ট বক্সে। ‘শেরশাহ’ সিনেমার শুটিং সেট থেকেই প্রেমের সম্পর্কে জড়ান সিদ্ধার্থ-কিয়ারা। তারপর এ জুটির প্রেম-বিয়ে নিয়ে আলোচনা কম হয়নি। সর্বশেষ ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সালমীরে সাতপাকে বাঁধা পড়েন তারা।
কনসার্ট স্থগিত হাসপাতালে শাকিরা

কনসার্ট স্থগিত হাসপাতালে শাকিরা হাসপাতালে ভর্তি করা হয়েছে কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে। অসুস্থতার কারণে কনসার্ট স্থগিত করেছেন এই তারকা। শাকিরা তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে অসুস্থতার খবর জানান। এ পোস্টে শাকিরা বলেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, গতকাল (১৬ ফেব্রুয়ারি) রাতে পেটের সমস্যা নিয়ে জরুরি বিভাগে যেতে হয়। আমি এখন হাসপাতালে ভর্তি আছি। আজকে মঞ্চে উঠতে না পেরে ভীষণ খারাপ লাগছে।” রবিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে পেরুর জাতীয় স্টেডিয়ামে শাকিরার কনসার্ট ছিল। দেশটির রাজধানীতে পরপর দুটো শো ছিল। অসুস্থতার কারণে দুটো শো স্থগিত করেছেন এই শিল্পী। তবে নতুন তারিখ নির্ধারণ নিয়ে ইতোমধ্যে কাজ করছেন সংশ্লিষ্টরা। তবে ভক্তদের উদ্দেশ্যে শাকিরা বলেন, “পেরুতে আমার ভক্তদের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।” ১৯৭৭ সালে কলম্বিয়ায় জন্মগ্রহণ করেন পপ তারকা শাকিরা। গানের শিল্পী হয়েও মাত্র ৩৩ বছর বয়সে গোটা বিশ্বকে নাচান ‘ওয়াকা ওয়াকা’ গান দিয়ে। ফুটবল মাঠে সেই উন্মাদনার কথা এখনো ভোলেননি শাকিরা ভক্তরা।
দুর্ঘটনায় হাড় ভেঙেছে বিখ্যাত পপ তারকা ফিলিক্সের

দুর্ঘটনায় হাড় ভেঙেছে বিখ্যাত পপ তারকা ফিলিক্সের গাড়ি দুর্ঘটনায় কে–পপ তারকা ফিলিক্সের একটি হাড় ভেঙে গেছে। শনিবার রাতে দুর্ঘটনার কবলে পড়েন স্ট্রে কিডস গ্রুপের এই সদস্য। ফিলিক্সের এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, চিকিৎসকের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। গান থেকে আপাতত দূরে থাকছেন এই তারকা। এজেন্সি জানিয়েছে, স্ট্রে কিডসের ফ্যান মিটিং শেষে ফেরার পথে ইনচনের ইয়াংজং আইল্যান্ডের ইন্সপায়ার রিসোর্টস কমপ্লেক্সের কাছে একটি শাটল বাসের সঙ্গে ফিলিক্সের কারের সংঘর্ষ হয়। জেওয়াইপি এন্টারটেইনমেন্ট লিখেছে, ‘দুর্ঘটনাটি খুব গুরুতর নয়। তবে তার হাতের হাড় ভেঙেছে। তাঁকে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। চিকিৎসা শেষে তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়। তিনি বর্তমানে বাসায় বিশ্রামে রয়েছেন।’ ফলে সব ধরনের কার্যক্রম থেকে দূরে থাকছেন ফিলিক্স। শুক্রবার থেকে ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করেছে স্ট্রে কিডস। আজ রোববার আয়োজনের সমাপনী দিনে থাকতে পারছেন না ফিলিক্স। প্রায় ১১ মাস পর কোনো ফ্যান মিটিং করছে স্ট্রে কিডস। সামনে লাতিন অ্যামেরিকা, জাপান, উত্তর আমেরিকা, ইউরোপে গ্রুপটির শো রয়েছে।
মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস

মুক্তির পর সাই পল্লবী-নাগার সিনেমা ফাঁস অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে ফের জুটি বেঁধে অভিনয় করেছেন ভারতের দক্ষিণী সিনেমার ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। তেলেগু ভাষার এ সিনেমা নির্মাণ করেন চান্দু মন্ডেটি। গত ৭ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। কিন্তু মুক্তির পরই পাইরেসির কবলে পড়েছে সিনেমাটি। দ্য ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, অনলাইনে ফাঁস হয়েছে ‘থান্ডেল’। বিভিন্ন টরেন্ট ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে সিনেমাটি। ফিল্মিজিলা, তামিলরকার্স, মুভিরুলেজ, টেলিগ্রামসহ কয়েকটি ওয়েবসাইটে সিনেমাটি পাওয়া যাচ্ছে। ফাঁস হওয়ার কারণে বক্স অফিসে নেতিবাচক প্রভাব পড়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি পরিচালক। মুক্তির বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে ‘থান্ডেল’। স্যাকনিল্ক জানিয়েছে, দুই দিনে ‘থান্ডেল’ ভারতে আয় করেছে ২৭.৬৫ কোটি রুপি, বিদেশে আয় করেছে ৮.১ কোটি রুপি। দুই দিনে বিশ্বব্যাপী আয় করেছে ৩৫.৭৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪৯ কোটি ৬৮ লাখ টাকার বেশি)। কার্তিক নামে স্থানীয় এক যুবকের বাস্তব ঘটনা নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। ঘটনাটি ২০১৮ সালে ঘটেছিল। দুই বছর ব্যয় করে সিনেমাটির চিত্রনাট্য প্রস্তুত করেন নির্মাতা। কার্তিক নামে যুবকের চরিত্র রূপায়ন করছেন নাগা।
একটা সময়ের পর শরীরের মোহ চলে যায়: পরমব্রত চ্যাটার্জি

একটা সময়ের পর শরীরের মোহ চলে যায়: পরমব্রত চ্যাটার্জি অভিনেতা-নির্মাতা পরমব্রত চ্যাটার্জির প্রেমিকাদের তালিকা মোটেও ছোট নয়। তবে একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়েছিলেন; আর সে কথাই স্বীকার করলেন এই নায়ক। কয়েক দিন আগে মুক্তি পেয়েছে পরমব্রত পরিচালিত ‘এই রাত তোমার আমার’ সিনেমা। এর গল্প গড়ে উঠেছে বৃদ্ধ দম্পতির কাহিনি নিয়ে। দাম্পত্য সম্পর্কের নানা রসায়নের কথা বলেছেন এই নির্মাতা। নিজের নির্মিত সিনেমার গল্প বর্ণনা করতে গিয়ে ব্যক্তিগত জীবন তুলে ধরেন ‘বাইশে শ্রাবণ’খ্যাত এই অভিনেতা। ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পরমব্রত চ্যাটার্জি বলেন, “লম্বা সময় সম্পর্কে থেকেছি।১১ বছর একটা সম্পর্কে ছিলাম। আমার মনে হয়, সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে, একটা সময়ের পর শরীরের মোহটা চলে যায়। একটা সময়ের পর হানিমুন পিরিয়ড চলে যায়।”ব্যাখ্যা করে পরমব্রত চ্যাটার্জি বলেন, “সব চেনা হয়ে যায় অন্য মানুষটার। অন্তত আমরা মনে করি, অন্য মানুষটার শরীর-মন চেনা হয়ে যায়। তাদের প্রাত্যহিক যে অভ্যাসগুলো সেটার সঙ্গেও পরিচিত হয়ে যাই। তার বাথরুমে কতটা সময় লাগে, বাথরুমে থাকলে বাইরে থেকে কতটা আওয়াজ পাওয়া যায় সবটাই জানা হয়ে যায়। সেই সময় ভালোবাসা, প্রেম জিনিসটা অন্য এক মানে পায়। এটা আমার বিশ্বাস। আর সেটা যথাযথভাবে উদযাপন করা হয় না। ইয়ং লাভ বিষয়টা ভীষণ আকর্ষণীয়। ওটা যতটা উদযাপিত হয় এটা হয় না। কিন্তু এই দুটো বুড়ো মানুষের মধ্যে প্রেমও কিন্তু ততটাই আকর্ষণীয়।” অতীত ভুলে পিয়া চক্রবর্তীর গলায় মালা পরিয়েছেন পরমব্রত। ২০২১ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন সংগীতশিল্পী অনুপম রায়। ওই সময়ে গুঞ্জন উঠেছিল, পরমব্রতর সঙ্গে পরকীয়ার কারণে অনুপমের সংসার ভেঙেছে। যদিও তা অস্বীকার করেন পরমব্রত। কিন্তু ২০২৩ সালের ২৭ নভেম্বর সেই পিয়ার গলায় মালা পরিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সব সমালোচনা পেছনে ফেলে দাম্পত্য জীবন দারুণ উপভোগ করছেন এই নায়ক।