দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের

দ্বিতীয় সন্তান প্রসঙ্গে যে প্রতিক্রিয়া অভিষেকের সম্প্রতি ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে আরাধ্যা। এবার কি তাহলে দ্বিতীয় সন্তানের চিন্তা করছেন আরাধ্যার বাবা-মা? বিষয়টি উঠতেই লজ্জায় লাল হয়ে যায় জুনিয়র বচ্চন। কী প্রতিক্রিয়া এই অভিনেতার? বেশ কিছুদিন ধরেই অভিষেক ও ঐশ্বরিয়ার দাম্পত্যের সমীকরণ নিয়ে নানা আলোচনা চলছে বলিউড থেকে দর্শক মহলে। শোনা গিয়েছিল, বচ্চনদের সঙ্গে আপাতত থাকছেন না ঐশ্বরিয়া। এমনকী এ খবরও রটে, অভিষেক-ঐশ্বরিয়া নাকি বিবাহবিচ্ছেদও হতে যাচ্ছে। তবে সব জল্পনায় ইতিমধ্যেই ইতি টেনেছে বচ্চন পরিবার। শোনা যাচ্ছে, আরাধ্যার কথা মাথায় রেখেই নাকি এখনও একসঙ্গে রয়েছেন অভিষেক-ঐশ্বরিয়া। কিন্তু বছর খানেক আগে অভিনেতা রীতেশ দেশমুখের শোয়ে গিয়ে অন্যকথা বলেছিলেন অভিষেক। রীতেশ তার শো ‘কেস বনতা হ্যায়’-তে দ্বিতীয় সন্তান নিয়ে প্রশ্ন করেন অভিষেককে। সেই প্রশ্ন শুনে লাজুক হেসে অভিষেক বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি! আমি বয়সে তোমার থেকে বড়। প্রসঙ্গত, রীতেশ অভিষেককে প্রাথমিকভাবে বচ্চন পরিবারের নামকরণের বিষয়টি নিয়ে কথা বলেন। জানান, ‘আপনাদের বাড়িতে অমিতাভজি, অভিষেক, ঐশ্বরিয়া, আরাধ্যা সব নামই ‘এ’ দিয়ে শুরু। জয়া আর শ্বেতার ক্ষেত্রে বিষয়টা আলাদা। ’ এর উত্তরে অভিষেক বলেন, ‘এটাই প্রথা হয়ে গেছে। পরবর্তী প্রজন্ম এলে তখন হয়তো এই প্রথার পরিবর্তন ঘটবে। ’এই কথার পরিপ্রেক্ষিতে রীতেশ অভিষেকের কাছে দ্বিতীয় সন্তানের ভাবনাচিন্তার বিষয়ে জানতে চান। আর সেই প্রশ্ন শুনেই লজ্জায় লাল হন অভিষেক। সম্প্রতি সেই পুরনো ভিডিও আবার সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনরাও আবার নতুন করে অভিষেক-ঐশ্বরিয়াকে নিয়ে আলোচনা শুরু করেছেন।
আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন

আজ টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন রাশিয়ান টেনিস তারকা মারিয়া শারাপোভার জন্মদিন আজ। শারাপোভা ১৯৮৭ সালের ১৯ এপ্রিল রাশিয়ার নায়াগানে জন্মগ্রহণ করেন। সাবেক নাম্বার ওয়ান টেনিস তারকা তিনি। টেনিস কোর্টে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সৃষ্টি করেছেন অসংখ্য ভক্ত-সমর্থক। রাশিয়ান লাস্যময়ী টেনিস তারকা মারিয়া শারাপোভা। টেনিস খেলা শুরু করেন একেবারে ছোটবেলা থেকে। মূলত ২০০০ সালে এডি হার আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতার শিরোপা জয়ের মধ্য দিয়ে তার টেনিস ক্যারিয়ার শুরু। পরের বছর পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে নাম লেখান প্যাসিফিক লাইফ ওপেন টেনিসে। বর্তমানে নয় নাম্বার র্যাঙ্কিংয়ে থাকা এই টেনিস তারকা শুধু খেলা দিয়েই নয়, অত্যন্ত ফ্যাশন সচেতনতার জন্যও ব্যাপক পরিচিত। মাত্র ১৪ বছর বয়সে পেশাদার টেনিসে নাম লেখানোর পর জিতেছেন অসংখ্য শিরোপা। এখন পর্যন্ত তিনি পাঁচটি গ্রান্ডস্ল্যামসহ জিতেছেন চৌত্রিশটি ডব্লুউটিএ এককের শিরোপা। রাশিয়ার এক নম্বর এই টেনিস তারকা জিতেছেন দুটি ফ্রেঞ্চ ওপেনে আর একটি করে উইম্বলডন, ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা। টেনিসে অসাধারণ প্রতিভার জন্য ২০১১ সালে তিনি বিশ্বের সেরা ৩০ জন প্রমীলা টেনিস খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নেন। পরের বছরেই জায়গা করে নেন সর্বকালের সেরা একশ টেনিস তারকার তালিকায়। বেশ কয়েক বছর ধরে কোর্টের বাইরে এই টেনিস সেনসেশন বিশ্বের নামী ব্র্যন্ডের মডেল হিসেবেও কাজ করে আসছেন। ২০০৭ সালে জাতিসংঘের ডেভলপমেন্ট প্রোগ্রম-এর শুভেচ্ছা দুত হিসেবেও নিযুক্ত হন শারাপোভা।
আবারও বাবা হচ্ছেন আরবাজ খান?

আবারও বাবা হচ্ছেন আরবাজ খান? বাবা হতে যাচ্ছেন সালমান খানের ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান! বলিউডে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বুধবার সকাল থেকে। কারণ, এদিন স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে তাকে। সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জল্পনা- তবে কি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য? ২০২৩ সালের ডিসেম্বরে প্রেমিকা ও মেকআপ আর্টিস্ট শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। তবে বুধবার তাদের হাসপাতাল যাত্রা ঘিরেই ফের আলোচনায় এসেছেন এই জুটি। প্রসূতিবিভাগে তাদের উপস্থিতি এবং শৌরার ঢিলেঢালা পোশাক দেখেই গুঞ্জন আরও জোরালো হয়। এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের ক্যামেরা থেকে স্ত্রীর মুখ আড়াল করার চেষ্টা করেন আরবাজ। এমন পোশাক ও আচরণ বলিউডে অনেক সময় গর্ভাবস্থার ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। এর আগেও ঈদের পার্টিতে আরবাজকে স্ত্রী শৌরার প্রতি অতিরিক্ত যত্নবান ভূমিকায় দেখা গিয়েছিল। সেদিন থেকেই গুঞ্জনের শুরু। এবার হাসপাতালে তাদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন যেন আরও দৃঢ় হলো। তবে এখনো পর্যন্ত আরবাজ বা শৌরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সামাজিকমাধ্যমেও এই বিষয়ে একদম চুপ তারা। তবে তাদের ভক্তদের আশা- খুব শিগগিরই সুখবর শোনাবেন এই দম্পতি। অভিনেত্রী না হলেও, শৌরা সরাসরি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গে। পেশায় তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পরই শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। নিজেই জর্জিয়া সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার সময়েই অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে আরহান জন্ম নেয় ২০০২ সালে। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়।
বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি

বোমা মেরে সালমানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি বোমা মেরে সালমান খানের গাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ওরলিতে পরিবহন বিভাগের অফিসের হোয়াটসঅ্যাপে এই হুমকিবার্তা পাঠানো হয়। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে। পুলিশের বরাত দিয়ে এ প্রতিবেদনে জানানো হয়েছে, সালমান খানের গ্যালাক্সির বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হবে এবং বোমা দিয়ে তার গাড়ি উড়িয়ে দেওয়া হবে। এ ঘটনার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে ওরলি থানায় মামলা করা হয়েছে। এরই মধ্যে হুমকিদাতাকে খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে পুলিশ। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।
মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন

মার্কিন চলচ্চিত্র আমদানি কমাবে চীন যুক্তরাষ্ট্র থেকে চলচ্চিত্র আমদানি ‘পরিমিতভাবে’ কমানোর ঘোষণা দিয়েছে চীন। আমদানি পণ্যে উচ্চমাত্রায় শুল্ক আরোপ নিয়ে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশের টানাপোড়েনের মধ্যে বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছে চীনের চলচ্চিত্র প্রশাসন। বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। চীনের চলচ্চিত্র প্রশাসনের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনের ওপর মার্কিন সরকারের নির্বিচারে শুল্ক আরোপের ভুল পদক্ষেপ আমেরিকান চলচ্চিত্রের ওপর আমাদের দর্শকদের অনুকূল আবেগ আরো হ্রাস করতে বাধ্য। আমরা বাজারে নীতি অনুসরণ করব। দর্শকদের পছন্দকে সম্মান করব এবং মার্কিন চলচ্চিত্র আমদানি পরিমিতভাবে কমানো হবে।’
মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী

মেয়ের বয়স ১৮ হলে সম্পর্কে জড়াব: পবন কল্যাণের প্রাক্তন স্ত্রী ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা ও রাজনীতিবিদ পবন কল্যাণের সঙ্গে সংসার পেতেছিলেন অভিনেত্রী রেনু দেশাই। এটি ছিল পবনের দ্বিতীয় বিয়ে। এ সংসারে তাদের দুটি সন্তান রয়েছে। তবে ২০১২ সালে চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। ২০১৩ সালে তৃতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন পবন। পবন কল্যাণ আবারো বিয়ে করলেও এখনো একা রেনু দেশাই। ৪৩ বছর বয়সি রেনু গত ১৩ বছর ধরে একা জীবনযাপন করছেন। আর কত দিন একা জীবন কাটাবেন রেনু? এ নিয়ে অতীতেও কথা বলেছেন। ফের একটি পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বললেন এই অভিনেত্রী। নিখিল বিজয়েন্দ্র সিংহের সঙ্গে বিয়ে নিয়ে আলাপকালে রেনু দেশাই বলেন, “অবশ্যই আমি অনুভব করি, আমারও একজন পার্টনার থাকা উচিত। কিন্তু সন্তানদের প্রতি আমার দায়িত্ববোধই আমাকে বিয়ে করতে বাধা দেয়। আমি যদি ব্যক্তিগতভাবে বিষয়টি দেখি, তবে আমার একজন প্রেমিক থাকা উচিত, আমার বিয়ে করা উচিত, আমার একটি জীবন থাকা উচিত। যখন বাচ্চাদের দৃষ্টিকোণ থেকে দেখি, তখন এটি একেবারে আলাদা।” ২০১৯ সালে রেনু দেশাই জানিয়েছিলেন, নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি। শুধু তাই নয়, ২০১৮ সালে তাদের বাগদানও হয়েছে। খুব শিগগির বিয়ে করবেন। কার সঙ্গে বাগদান সম্পন্ন করেন তা অবশ্য জানাননি। কিন্তু পরবর্তীতে তা আর বাস্তবে রূপ নেয়নি। মূলত, বাগদান ভেঙে দিয়েছিলেন রেনু। বাগদান ভাঙার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, “আমি বাগদান সেরেছিলাম, এটি একটি সাজানো জিনিসের মতো ছিল। কিন্তু আমি উপলদ্ধি করতে পারি, আমি একটি সম্পর্ক বা বাচ্চাদের প্রতি ন্যায়বিচার করতে পারব না। আমি একজন সিঙ্গেল প্যারেন্ট। আপনি যখন কাউকে বিয়ে করেন এবং এ সম্পর্কে সন্তান ধারণ করেন তখন এটি আলাদা বিষয়। কিন্তু আপনার যখন অন্য সংসারের সন্তান থাকে, তারপর নতুন সংসারের সমীকরণে এটি সংবেদনশীল বিষয়।” রেনুর কন্যা আধ্যর বয়স এখন ১৫ বছর। কন্যা অষ্টাদশী হলে তবেই নতুন সম্পর্কে জড়াতে চান রেনু। এ অভিনেত্রী বলেন, “মেয়ের বয়স যখন ১৮ হবে, মেয়ে কলেজে যাওয়া শুরু করলে দ্বিতীয়বার সম্পর্কে জড়াব।” মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন রেনু দেশাই। ২০০০ সালে তেলেগু ভাষার ‘বদ্রি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। এতে পবন কল্যাণও অভিনয় করেন। একই বছর তামিল ভাষার ‘জেমস পানড়ু’ সিনেমায় অভিনয় করেন তিনি। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘ইশক ওয়ালা লাভ’ সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেন রেনু দেশাই। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার নাগেশ্বর রাও’। তেলেগু ভাষার এ সিনেমা ২০২৩ সালের অক্টোবরে মুক্তি পায়।
তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস

তামান্নার নতুন আইটেম গানের শুটিংয়ের ভিডিও ফাঁস শুটিং সেটে একদল নৃত্যশিল্পীর সঙ্গে নাচের জন্য প্রস্তুত তামান্না ভাটিয়া। দলটির সবার সামনে দাঁড়িয়ে আছেন তিনি। তামান্নার পরনে ঝলমলে ব্রালেট ও হাই স্লিট লেহেঙ্গা। এ পোশাকে আবেদনময়ী তামান্না উষ্ণতা ছড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন দৃশ্য দেখা যায়। ‘ভাইরাল ভায়ানি’ নামের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দাবি করা হয়েছে— “রেইড টু’ সিনেমার আইটেম গানের দৃশ্য ভাইরাল। গানটির শুটিং সেট থেকে ভিডিও ক্লিপটি ফাঁস হয়েছে।” দক্ষিণী সিনেমার নায়িকাদের মধ্যে তামান্না খুব ভালো একজন নৃত্যশিল্পী। অনেক সিনেমার আইটেম গানে কোমর দুলিয়ে প্রশংসাও কুড়িয়েছেন। গত বছর ‘আজ কি রাত’ গানে নেচে হইচই ফেলে দেন। কয়েক দিন আগে জানা যায়, ‘রেইড টু’ সিনেমার আইটেম গানে দেখা যাবে তাকে। তারপর থেকে আলোচনায় রয়েছেন তামান্না। এরই মধ্যে ভিডিও ক্লিপটি ভাইরাল হওয়ায় পুরোনো আলোচনার পালে নতুন করে হাওয়া লেগেছে। তামান্নাকে এমন লুকে দেখে নানা ধরনের মন্তব্য করছেন নেটিজেনরা। অনেকে তার ভূয়সী প্রশংসা করছেন। অনেকে আবার নতুন আইটেম গানটিকে ‘আজ কি রাত ২.০’ বলছেন। আবার কেউ কেউ লুকটিতে ‘আজ কি রাত’ গানের লুকের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। এর আগে ইন্ডিয়া টুডে জানায়, অজয় দেবগনকে নিয়ে পরিচালক রাজ কুমার গুপ্তা নির্মাণ করছেন ‘রেইড টু’। এ সিনেমার আইটেম গানে দেখা যাবে তামান্নাকে। এরই মধ্যে মুম্বাইয়ে গানটির শুটিংয়ে অংশ নিয়েছেন এই অভিনেত্রী। হাই ভোল্টেজের আইটেম গানটি সিনেমার গল্পের গুরুত্বপূর্ণ সময়ে রাখা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, “তামান্না ভাটিয়া আনুষ্ঠানিকভাবে ‘রেইড টু’ সিনেমার হাই এনার্জি আইটেম গানের শুটিং শুরু করেছেন। শুটিং সেটে গানটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ‘কাভালা’, এবং ‘আজ কি রাত’-এর মতো আকাশচুম্বী সফল আইটেম গানের পর নতুন গানে পারফর্ম করায় তার প্রতি দর্শকদের প্রত্যাশাও ব্যাপক। ঝলমলে আলো, বোল্ড কালার প্যালেট, স্ট্রোব ইফেক্টসহ অসাধারণ সেট ডিজাইন করেছে শুটিং টিম; যা তামান্না ভাটিয়ার দৃশ্যমান আবেদন আরো বৃদ্ধি করবে।” আইটেম গানে তামান্নার পোশাক নিয়ে সূত্রটি বলেন, “ট্র্যাকটি গ্ল্যামারাস, যেখানে সিকুইন পোশাক পরে তামান্না তার সিগনেচার নাচ পরিবেশন করবেন। এটা নিশ্চিত করা হয়েছে যে, এ গানে ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে পারফর্ম করবেন না তামান্না। তবে এ গানের গায়িকাকে গোপন রেখেছেন নির্মাতারা।” ‘রেইড টু’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করছেন বাণী কাপুর। প্রথম পার্টে তার বিপরীতে অভিনয় করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। ‘রেইড’ সিনেমায় আরো অভিনয় করছেন— রীতেশ দেশমুখ, রজত কাপুর, সুপ্রিয়া পাঠক প্রমুখ। তা ছাড়াও সিনেমাটির বিশেষ চরিত্রে জ্যাকলিন ফার্নান্দেজ ও হানি সিংয়ের অভিনয়ের কথা রয়েছে। আগামী ১ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা করেছেন নির্মাতারা।
সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে

সালমানের ‘সিকান্দার’ ৫ দিনে কত আয় করেছে বলিউড ভাইজান সালমান খানের ‘সিকান্দার’ আশানুরূপ আয় করতে পারছে না। ৫ দিনে মাত্র ১০০ কোটির কাছাকাছি পৌঁছেছে সিনেমাটি। বৃহস্পতিবার আরও বেশ কিছুটা আয় কমেছে এ সিনেমার। ঈদ উপলক্ষে গত ৩০ মার্চ মুক্তি পেয়েছে সালমান খান অভিনীত ‘সিকান্দার’। দেখতে দেখতে ৫ দিন অতিক্রম করেছে। মুক্তির পর প্রথম বৃহস্পতিবার বক্স অফিসে ৫ কোটি ৭৫ লাখ টাকার ব্যবসা করেছে এটি। আর সেই অংকের সঙ্গেই ‘সিকান্দার’ সিনেমার মোট আয় গিয়ে পৌঁছেছে ৯০ কোটি রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ১২৮ কোটি টাকার বেশি। ঈদের ঠিক আগের দিন মুক্তি পেয়েছে ‘সিকান্দার’। উৎসবের মৌসুম অন্যদিকে ভারতজুড়ে সাপ্তাহিক ছুটি সত্বেও ‘সিকান্দার’ সালমানের অন্য সিনেমার মতো শুরুটা ভালো হয়নি। বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয়। মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে ‘সিকান্দার’ ২৬ কোটি রুপি ব্যবসা করে। দ্বিতীয় দিন, অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় ২৯ কোটি রুপি। মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ অনেকটাই কমে যায়। এদিন ১৯ কোটি ৫০ লাখ রুপি ব্যবসা করে সালমানের সিনেমাটি। বুধবার সেই আয়ের পরিমাণ আরও কমেছে। ২ এপ্রিল বক্স অফিসে ‘সিকান্দার’ মাত্র ৯ কোটি ৭৫ লাখ টাকা আয় করেছে বলেই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে। ‘সিকান্দার’র প্রযোজক নাদিয়াওয়ালা গ্র্যান্ডসনের পক্ষ থেকে এদিন ইনস্টাগ্রামে সিনেমার বিশ্বজুড়ে আয়ের পরিমাণ প্রকাশ করা হয়েছে। জানানো হয়েছে মুক্তির পর প্রথম চার দিনে এটি ১৫৮ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। তারা এও জানিয়েছেন যে চতুর্থ দিনে সিনেমাটি ভারতীয় বক্স অফিসে ১৩ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। আর ভারতের বাইরে ৩ কোটি ৫০ লাখ টাকা রুপি আয় করেছে। তৃতীয় দিনের তুলনায় এ আয় যে অনেকটাই কম সেটা বলার অপেক্ষা রাখে না। ‘সিকান্দার’ নির্মাণ করেছেন এ আর মুরুগাদোস। সিনেমাটিতে সালমান খান ছাড়াও রাশমিকা মান্দানা, কাজল আগরওয়াল, শরমন যোশীসহ আরও অনেকে অভিনয় করেছেন।
ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও

ঘিবলি আর্টে মজলেন অমিতাভ বচ্চনও সম্প্রতি সামাজিকমাধ্যমে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ঘিবলি স্টাইল। সাধারণ মানুষ থেকে তারকা, বাকি নেই কেউই। কৃত্রিম বুদ্ধিমত্তার খেলায় মেতেছেন প্রত্যেকেই। এবার ‘স্টুডিও ঘিবলি’র খেলায় মাতলেন স্বয়ং বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। গেল রোববার নিয়মমাফিক মুম্বাইয়ের বাড়ির বাইরে অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। অতীতে সাপ্তাহিক এই সাক্ষাতের নানা ছবি সামাজিকমাধ্যমের পাতায় ব্যক্তিগত ব্লগে ভাগ করে নেন অমিতাভ। তবে এবার তিনি নিজের ঘিবলি অবতারের কিছু ছবি পোস্ট করেছেন। শুধু ঘিবলি নয়, সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে আরও কয়েকটি বিশেষ চিত্রশিল্পের ঘরানায় নিজের ছবি তৈরি করেছেন অমিতাভ। সেই ছবিগুলোও ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নিয়েছেন তিনি। অমিতাভ ছবিগুলো পোস্ট করেন লেখেন, আর ঘিবলি বিশ্বকে হাতের মুঠোয় করে ফেলল। যোগাযোগের মধ্যে নতুন বাস্তবতা। এরই সঙ্গে অমিতাভ তার ব্লগে ভক্তদের সঙ্গে দেখা করার একটি রিল ভিডিও পোস্ট করেছেন। সঙ্গে লেখেন, আরও একটা নতুন ভাবনা ‘রিল’, যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা জরুরি। অমিতাভের ঘিবলি ছবিগুলো সামাজিকমাধ্যমে ছডিয়ে পড়তেই অভিনেতার প্রশংসা করেছেন ভক্ত-অনুরাগীরা।
বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান

বুলেট প্রুফ গ্লাসের ওপার থেকে দেখা দিলেন সালমান সালমান খানের বান্দ্রার বাড়ির সামনে উপচেপড়া ভিড়। নানাভাবে তাদের সামলে রাখার চেষ্টা করছেন পুলিশ। কিছুক্ষণ পরই দেখা দেন অভিনেতা সালমান খান। তবে বাড়ির বাইরে আসেননি; ভেতর থেকে কাচের দেওয়ালের সামনে দাঁড়িয়ে ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। ‘বিংস সালমান খান’-এর অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা একটি এমন দৃশ্য দেখা যায়। ক্যাপশনে লেখা, “ধন্যবাদ। ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক।” ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রত্যেক ঈদে ভক্তদের সামনে আসেন সালমান খান। এবারো তার ব্যত্যয় ঘটেনি। সালমানের জীবনের নিরাপত্তার কথা বিবেচনা করে আগেই বাড়ির সামনের অংশে বুলেট প্রুফ গ্লাস লাগানো হয়েছে। আর সেই বুলেট প্রুফ গ্লাসের অপর প্রান্ত থেকে ভক্তদের সঙ্গে দেখা করেন ‘ওয়ান্টেড’ তারকা। লরেন্স বিষ্ণোই সালমান খানকে একাধিকবার প্রাণনাশের হুমকি দিয়েছেন। কেবল তাই নয়, তার বাড়ি লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে। ফলে জীবনের নিরাপত্তা নিয়ে কঠিন সময় পার করছেন সালমান খান ও তার পরিবার। গত বছরের ১৮ অক্টোবরও প্রাণনাশের হুমকি পান সালমান খান। এরপরও নিয়মিত শুটিং করেছেন। তবে ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি করেছেন আত্মবিশ্বাসী এই অভিনেতা। সালমান খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সিকান্দার’। ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির প্রথম দিনে ৩০ কোটি রুপি আয় করেছেন সিনেমাটি। এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা। রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা।