মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি

মারা গেছেন ‘টারজান’ চরিত্রের রন এলি ‘টারজান’ চরিত্রের জনপ্রিয় অভিনেতা রন এলি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার লস আলামোসে নিজ বাড়িতে মারা যান তিনি। গতকাল ২৩ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে রন এলির মৃত্যুর খবর জানিয়েছেন তার মেয়ে ক্রিশ্চেন কাসালে এলি। অভিনেতার মৃত্যুর প্রায় একমাস পর পরিবারের পক্ষ থেকে তা প্রকাশ করা হলো। বিবিসি জানিয়েছে, রন এলির মেয়ে কার্স্টেন ক্যাসেল এলি ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘পৃথিবী সর্বকালের সেরা একজন মানুষকে হারিয়েছে আর আমি হারিয়েছি বাবা।’ ষাটের দশকের টেলিভিশনে টারজান চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন রন এলি। ১৯৬৬ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত এনবিসি টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রচারিত হয় টারজান সিরিজটি। টারজান চরিত্রে অভিনয় করার সময় রনের বেশ কয়েকটি হাড় ভেঙেছিল। এমনকি পশুদের আক্রমণের শিকারও হয়েছিলেন তিনি। রন এলি ১৯৮০-এর দশকে ক্রুজ শিপভিত্তিক কমেডি ‘দ্য লাভ বোট’ এবং তারকা অভিনেত্রী লিন্ডা কার্টারের সঙ্গে ‘ওয়ান্ডার ওম্যান’সহ বিনোদনমূলক বেশ কিছু টেলিভিশন শোতে অভিনয় করেন। ২০০১ সালে অভিনয় থেকে অবসর নেওয়ার পর এলি লেখালেখি শুরু করেন এবং দুটি রহস্য উপন্যাস প্রকাশ করেন। ১৯৩৮ সালে টেক্সাসে জন্মগ্রহণ করেন রন এলি। ১৯৫৯ সালে স্কুলজীবনের বান্ধবীকে বিয়ে করলেও দুবছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। রন তিন সন্তান ও বহু অনুরাগী রেখে গেছেন।
দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী

দুবাই যাচ্ছেন শাকিব খান, সঙ্গী পূর্ণিমা-শ্রাবন্তী ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেতা শাকিব খান চলতি বছর সংযুক্ত আরব আমিরাতের সম্মান সূচক গোল্ডেন ভিসা পাওয়ার সুখবর দিয়েছেন। একের পর সুসংবাদ নিয়ে কিছুদিন পর পরই দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। এরমাঝেই এ ফের দুবাই যাচ্ছেন তিনি। আর তার সঙ্গী হচ্ছেন নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। দুবাইয়ের একটি জুয়েলারির শুভেচ্ছাদূত হয়েছেন শাকিব। প্রতিষ্ঠানটির একটি শোরুম উদ্বোধন করতে দুবাই যাচ্ছেন তিনি। সঙ্গে থাকবেন চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা, কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়সহ একঝাঁক তারকা। একই মঞ্চে থাকবেন সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল। আগামী শনিবার প্রতিষ্ঠানটির এই শাখা উদ্বোধন হবে। সেখানে যোগ দেবেন তারা। আয়োজকরা জানান, এ অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রিয় তারকাদের দেখতে দুবাই গোল্ড সুকের এশিয়া অঞ্চলে অন্তত ২০ হাজার দর্শক উপস্থিত থাকবেন। এদিকে গতকাল রোববার থেকে মুম্বাইয়ের ইলোরা স্টুডিওতে শুরু হচ্ছে কিং খানের পরবর্তী সিনেমা ‘বরবাদে’র শুটিং। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ইধিকা পালকে।
গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ

গৌরিকে নিয়ে পার্কে ঘুরতে গিয়ে মার খেয়েছিলেন শাহরুখ ‘শাহরুখের জীবন জুড়ে একজন নারী রয়েছেন আর তিনি হলেন গৌরি খান। শাহরুখ খান গৌরির প্রতি আসক্ত’— শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু বিবেক ভাসওয়ানি এক সাক্ষাৎকারে কথাগুলো বলেছিলেন। সেই গৌরিকে নিজের করে পেতে কম কাঠখড় পোড়াতে হয়নি শাহরুখ খানকে। গৌরির সঙ্গে যখন প্রেম করেন, তখন শাহরুখের বয়স কম। একবার দিল্লির গ্রিন পার্কে ঘুরতে গিয়ে স্থানীয় ছেলেদের হাতে মারও খেয়েছিলেন বলিউড বাদশা। স্মৃতিচারণ করে শাহরুখ খান বলেন, “একবার আমি আমার গার্লফ্রেন্ডকে (গৌরি খান) নিয়ে আড্ডা দিচ্ছিলাম। কয়েকজন ছেলে আমাদের কাছে আসে। আমাকে জিজ্ঞাসা করে, মেয়েটি কে? আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলি আমার বান্ধবী। কিন্তু একটি ছেলে বলে, ‘না, মেয়েটি তোমার ভাবি।’ এরপর ছেলেদের সঙ্গে তর্ক বাধে, যা মারামারিতে গড়ায়। তারা আমাকে মেরেছিল। মারামারির সময়ে একটি ছেলে মাটির কাপ আমার মুখে ছুড়ে মেরেছিল।” আতঙ্কগ্রস্ত হয়ে পড়ায় সেদিন গৌরি খানকে গার্লফ্রেন্ড (প্রেমিক) বলে পরিচয় করাতে পারেননি শাহরুখ। এ তথ্য উল্লেখ করে শাহরুখ খান বলেন, ‘এখনো গৌরিকে নিয়ে দিল্লিতে গেলে, কেউ যদি জিজ্ঞাসা করে উনি (গৌরি) কে? আমি বলে ফেলি, ‘সে আমার ভাবি হয়।’ ১৯৮৪ সালে এক বন্ধুর বাড়িতে প্রথম দেখা শাহরুখ-গৌরির। তখন শাহরুখের বয়স ২৫। প্রথম দেখাতেই গৌরির প্রেমে পড়েন তিনি। অনেক সংগ্রামের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন তারা। বিয়ের পরও প্রায় ছয় বছর পর্যন্ত সংগ্রাম করেছেন শাহরুখ-গৌরি। ১৯৯৭ সালে শাহরুখ-গৌরীর প্রথম ছেলে আরিয়ানের জন্ম হয়। এরপরই বলিউডের অন্যতম নাম হয়ে ওঠেন শাহরুখ। অন্যদিকে গৌরী ঝুঁকে পড়েন ইন্টেরিয়র ডিজাইনিং-এর দিকে। ২০০০ সালের মে মাসে তাদের মেয়ে সুহানার জন্ম হয়। ২০১৩ সালে সারোগেসি পদ্ধতিতে তৃতীয় সন্তান আব্রামের মা-বাবা হন এই তারকা দম্পতি। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
চুরির অভ্যাস আছে নবাব কন্যা সারার!

চুরির অভ্যাস আছে নবাব কন্যা সারার! নবাব সাইফ আলী খানের কন্যা সারা আলী খান। অল্প কয়েকদিনে বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন। সৌন্দর্য, অভিনয় দক্ষতা আর আত্মত্যাগের মাধ্যমেই বলিউডে জায়গা করে নিতে পেরেছেন তিনি। শো-বিজে পা রাখার আগে অনেক মোটা ছিলেন সারা। প্রায় ৯২ কেজি ওজন ছিল সালা আলী খানের। সেখান থেকে বর্তমানে ৫২ কেজিতে এসে দাঁড়িয়েছেন এই হালের ক্রেজ। ওজন কমানোর জন্য ভালোলাগার খাবার খাওয়া বন্ধ করতে হয়েছে তাকে। নিয়মিত চালিয়ে যেতে হয়েছে শরীরচর্চাও। এত শৃঙ্খলিত যিনি তিনিই নাকি বাথরুম থেকে ‘বাথ রোল’ বা সাবান চুরি করতেও ছাড়েন না! একজন মানুষের সবচেয়ে গোপন কথা জানে তার প্রিয় বন্ধু। সারা সম্পর্কে এই গোপন তথ্য গণমাধ্যমে এনেছেন তারই বন্ধু ওরহান অবত্রমানি ওরি। ওরহান জানিয়েছেন, ‘এক বার বিদেশে সারার সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। সেখানে গিয়ে ওরির শেষ গার্লিক নান চুরি করে খেয়ে নেন সারা। বিদেশ থেকে দেশে ফেরার সময় বাথরুম থেকে বাথ রোলসহ আরও অনেক কিছু চুরি করে নিয়ে এসেছিল সারা।’ উল্লেখ্য, প্রসাধনীর প্রতি বিশেষ দুর্বলতা আছে সারার। তার প্রমাণ তার কথাতেও মেলে। কপিল শর্মার শোতে এসে সারা জানিয়েছিলেন, কোনো টাকা পয়সা খরচ না করেই প্রসাধনী পেতে ভালো লাগে তার।
প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা

প্রেমের সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন শ্রদ্ধা বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। প্রেমের সম্পর্কের গুঞ্জনে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন। তবে কখনো তা স্বীকার করেননি। অবশেষে সম্পর্কে থাকার কথা স্বীকার করলেন এই অভিনেত্রী। কসমোপলিটন ম্যাগাজিনকে সাক্ষাৎকার দিয়েছেন শ্রদ্ধা কাপুর। এ আলাপচারিতায় শ্রদ্ধা কাপুর বলেন, ‘আমি আমার পার্টনারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। যেমন— একসঙ্গে সিনেমা দেখা, ডিনারে যাওয়া বা কোথাও ঘুরতে যাওয়া। আমি এমন প্রকৃতির মানুষ যে, একসঙ্গে সময় কাটাতে অথবা কোনো কাজ নেই তারপরও একসঙ্গে সময় কাটাতে ভালোবাসি। এমনকি আমার স্কুলের বন্ধুদের সঙ্গে যদি দেখা না হয়, তবু মেজাজ খারাপ হয়ে যায়। আমার সম্পর্কের ক্ষেত্রেও তাই।’ বিয়েতে বিশ্বাস করেন কিনা? এ প্রশ্নের জবাবে শ্রদ্ধা কাপুর বলেন, ‘বিয়েতে বিশ্বাসের প্রশ্ন নয়, বরং সঠিক ব্যক্তির সঙ্গে থাকার প্রশ্ন আগে। যদি কেউ মনে করেন বিয়ে করতে চান, তবে এটি ভালো। কিন্তু যদি তারা বিয়ে করতে না চান, তবু এটি ভালো।’ ‘পার্টনার’ শব্দটি ব্যবহার করে শ্রদ্ধা প্রেমের সম্পর্কে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা পরিষ্কার করেননি এই নায়িকা। চলতি বছরের শুরুতে জানা যায়, চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা। যদিও কয়েক মাসের ব্যবধানে এ সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জনও বলিপাড়ায় উড়েছে। শ্রদ্ধা কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘স্ত্রী টু’। অমর কৌশিক পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করেন রাজকুমার রাও। কমেডি-হরর ঘরানার এ সিনেমা গত ১৫ আগস্ট বিশ্বের ৩ হাজার পর্দায় মুক্তি পায়। মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছিল সিনেমাটি।
বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম!

বাংলাদেশে আসছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম! পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম। বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত-অনুরাগী। ঢাকা মাতাতে বাংলাদেশে আসছেন এই সংগীতশিল্পী। বাংলাদেশ ও পাকিস্তানের শিল্পীদের নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামে কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন। এতে গান শোনাবেন আতিফ আসলাম। একই কনসার্টে পারফর্ম করবেন পাকিস্তানের আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান ও ব্যান্ড কাকতাল। ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়।
দাদা সাহেব ফালকে গ্রহণের পর যা বললেন মিঠুন

দাদা সাহেব ফালকে গ্রহণের পর যা বললেন মিঠুন মঙ্গলবার (৮ অক্টোবর) বড় পর্দায় মুক্তি পেয়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত সিনেমা ‘শাস্ত্রী’। আর এ দিনই ভারতের চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ ও সম্মানের পুরস্কার দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেলেন অভিনেতা। দিল্লির বিজ্ঞান ভবনে ভারতের ৭০ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করেন কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে। চলতি বছরের শুরুতেই পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন অভিনেতা। বর্ষীয়ান এই অভিনেতা এবার ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হলেন। দাদাসাহেব ফালকে পুরস্কার নিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অভিনেতা। বক্তব্য রাখতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বার্তা দিয়ে মিঠুন বলেন, ‘আমি যদি পারি, তাহলে তোমরা অবশ্যই পারবে। ’এর আগে দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণার দিন মিঠুন বলেছিলেন, কখনও ভাবিনি ফুটপাতের একটা ছেলে এত বড় সম্মান পাবে। আমি কলকাতার অন্ধ গলি, সেখান থেকে উঠে এসেছি। মুম্বাইয়ের রাস্তার ফুটপাতে থেকেছি। কখনও কল্পনা করতে পারিনি, এতবড় একটা সম্মান পাব। বিশ্বাস করুন, আমি আক্ষরিক অর্থেই হতবাক। আমি হাসতেও পাচ্ছি না, কাঁদতেও পাচ্ছি না। এমন একটা সম্মান দিলে কে কী বলবে, কেউই কিছু বলতে পারে না। আমি এই পুরস্কার আমার পরিবার ও বিশ্বজুড়ে থাকা আমার অগণিত ভক্তকে উৎসর্গ করছি। ১৯৭৬ সালে মৃগয়া চলচ্চিত্রে অভিনয় দিয়ে তার পথ চলা শুরু হয়। বাংলা হিন্দিসহ ৬টি ভাষায় তিনি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্র জগতে প্রায় আটচল্লিশ বছরের কাজের অভিজ্ঞতা তার।
মিমি চান না বিয়ে হোক, সংসার হোক

মিমি চান না বিয়ে হোক, সংসার হোক টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বিয়ে করেননি। একা কীভাবে ভালো থাকা যায়—সেই কৌশল নাকি তিনি রপ্ত করে নিয়েছেন। তার প্রিয় শোবার ঘর আর পোষ্য কুকুর। তিনি মনে করেন, কেউ যদি একবার একা থাকতে শিখে যায় তার থেকে আর শক্তিশালী কেউ নেই। দুর্গা পূজা উপলক্ষে তার বাড়ির পূজার মণ্ডপ সাজানো হচ্ছে, আত্মীয় স্বজনদের জন্য নতুন পোশাকও কিনেছেন তিনি। স্থানীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে মিমি জানিয়েছেন, কসবার বাড়িতে পূজা উদযাপন করবেন তিনি। এই পূজায় বাড়িতে লাল-হলুদ রঙের মণ্ডপ তৈরি হয়েছে। মিমি চক্রবর্তী প্রতিদিন জিম থেকে ফেরার সময় একবার মণ্ডপের কাজ দেখতে যান। একমাস আগেই পরিবার পরিজনদের জন্য নতুন পোশাক কিনেছেন। তবে নিজের জন্য রেখেছেন অন্যরকম উপহার। তাহলো নিজেকে ভালো রাখা। নিজেকে ভালো রাখার একটা জন্য সুন্দর একটি পরিকল্পনা সাজিয়েছেন মিমি। দশ বছর পরে কী হবেন, সেই বিষয়ে কোনো পরিকল্পনা নেই তবে প্রতিটি মুহূর্ত উপভোগ্য করে তুলতে চান এই নায়িকা। মিমি চক্রবর্তী বলেন, ‘আমি খুব আনন্দে থাকতে চাই আর ভালো করে ঘুমাতে চাই। কে কী বলল, আমিই বা কাকে কী বললাম সেসব নিয়ে প্রভাবিত হতে চাই না। প্রতিটি মুহূর্তে ভালো থাকতে চাই। দশ বছর পরে কী হবে তা আগাম ভাবতে চাই না। একজন নারী যদি একা জীবন কাটান, তাতে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে। তবে তার মানে এই নয় যে একাকীত্ব তাকে গ্রাস করছে। আমার মনে হয় যদি কেউ একবার একা থাকা শিখে যায়, তবে তার থেকে শক্তিশালী নারী আর কেউ নেই। আমি বিশ্বাস করি নিজের মতো করে জীবন এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমার শোবার ঘর আর পোষ্য সারমেয় (কুকুর)-কে ছাড়া পৃথিবীর কোথাও থাকতে চাই না।’ বিয়ে করবেন কিনা— প্রসঙ্গে মিমি চক্রবর্তী বলেছেন, ‘এক মুহূর্তের জন্যও মনে হয় না আমার একটা বিয়ে হোক, সংসার করব।’ মিমি সিঙ্গেল জীবনকেই পরিপূর্ণ এবং স্বাধীন জীবন বলে মনে করেন।
অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত ইমরান হাশমি

অ্যাকশন দৃশ্য করতে গিয়ে আহত ইমরান হাশমি স্পাই থ্রিলার ঘরানার সিনেমা হতে চলেছে ‘জি ২’। এটি আদিভি শেশের ব্লকবাস্টার হিট তেলুগু ছবি ‘গুদাচারি’র সিক্যুয়েল। জি ২ এর অ্যাকশন দৃশ্যে অভিনয় করার সময় ঘাড়ে আঘাত পেয়েছেন ইমরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিতে ইমরান হাশমির ঘাড় থেকে রক্ত ঝরতে দেখা গিয়েছে। যা দেখে রীতিমতো উদ্বিগ্ন ভক্তরা। ইমরান এই মুহূর্তে হায়দরাবাদে ছবির শুটিংয়ে ব্যস্ত। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে বলা হয়েছে, হায়দরাবাদে জি ২ সিনেমার শুটিং চলাকালে স্টান্ট করার সময় আহত হয়েছেন ইমরান হাশমি।’ আহত ইমরান হাশমিকে হায়দরাবাদের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, দ্রুতই শুটিংয়ে ফিরবেন এই অভিনেতা। উল্লেখ্য, ২০১৩-তে সাংঘাই, জান্নাত ২-এর পর বহুদিন কোনো সিনেমাতে দেখা যায়নি তাকে। ছেলে ক্যান্সারের আক্রান্ত হওয়ার পরে পরিবারকেই বেশি সময় দিয়েছেন ইমরান। বলা হয়, এক সময় ইমরানকে টাইপকাস্ট করেছিল বলিউড। তার নামই হয়ে গিয়েছিলে ‘কিসিং কিং’। তবে জি ২ নিয়ে ভীষণ আশাবাদী ইমরান হাশমি। এক প্রেস বিবৃতিতে তিনি বলেন, ‘জি-টু’র কাস্টে যোগ দেওয়া আমার জন্য সত্যিই রোমাঞ্চকর। স্ক্রিপ্টটি আকর্ষণীয়, এবং আমি এই স্পাই থ্রিলারটির অংশ হওয়ার অপেক্ষায় রয়েছি।
২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা

২০ বছরের ছোট সারার সঙ্গে রণবীরের রোমান্স, হতাশ নেটিজেনরা নতুন সিনেমার কাজ নিয়ে শুটিং ফ্লোরে ফিরছেন বলিউড অভিনেতা রণবীর সিং। নাম ঠিক না হওয়া এ সিনেমা পরিচালনা করবেন আদিত্য ধর। গুঞ্জন উড়ছে, সিনেমাটিতে রণবীরের বিপরীতে অভিনয় করবেন ১৯ বছর বয়সি অভিনেত্রী সারা অর্জুন। সিয়াসাত ডটকমের তথ্য অনুসারে, তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি সিনেমায় অভিনয় করে পরিচিতি পেয়েছেন সারা অর্জুন। নতুন এ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন তিনি। কিন্তু ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে রণবীরের রোমান্স মেনে নিতে পারছেন না নেটিজেনরা; কেউ কেউ হতাশ, এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। রণবীর-সারা জুটিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা চলছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া রেডিটে। অনেক ভক্তই এ খবরে অখুশী। একজন লেখেন, “রণবীর সিংয়ের ‘ব্যান্ড বাজা বারাত’ (রণবীরের অভিষেক সিনেমা) সিনেমা যখন মুক্তি পায়, তখন সারার বয়স মাত্র ৫ বছর।” আরেকজন লেখেন, ‘৩৯ বছর বয়সি রণবীর একটি টিন-এজ মেয়ের সঙ্গে!’ রণবীর কিংবা সারা ভক্তরা নতুন খবরে হতাশ হলেও এ নিয়ে কেউ-ই মুখ খুলেননি। থ্রিলার-অ্যাকশন ঘরানার গল্প নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে একজন ইন্টেলিজেন্স অফিসারের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং। গল্পে দেখা যাবে, দায়িত্ব নিয়ে পাকিস্তান মিশনে গিয়েছেন তিনি। তার সঙ্গে দেখা যাবে অভিনেতা সঞ্জয় দত্ত, আর মাধবন, অর্জুন রামপালকে। সবকিছু ঠিক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে সিনেমাটি। বলিউড অভিনেতা রাজ অর্জুনের কন্যা সারা অর্জুন। ২০১১ সালে ‘৪০৪’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক ঘটে তার। এরপর ‘জয় হো’-এর মতো সিনেমায় অভিনয় করেন। এ পর্যন্ত তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে।