শাহরুখে মুগ্ধ মাহিরা

শাহরুখে মুগ্ধ মাহিরা বলিউডে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করে নিজের জনপ্রিয়তাকে তুঙ্গে নিয়ে গেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। শাহরুখের প্রতি মুগ্ধতার শেষ নেই মাহিরার। গত বছর বলিউড কিং শাহরুখ খানের ফ্যান গার্ল হিসেবে নিজের পরিচয় দিয়ে সমালোচনায় পড়েছিলেন মাহিরা খান। পিএমএলএন নেতা আফনান উল্লাহ বলেছিলেন, ‘মাহিরার মানসিক সমস্যা আছে। টাকার জন্য এই অভিনেত্রী ভারতীয় অভিনেতাদের তোষামোদ করেন।’ এরপরেও শাহরুখের প্রতি মুগ্ধতা প্রকাশে পিছপা হননি পাকিস্তানের অন্যতম ধনী এই অভিনেত্রী। সম্প্রতি মাহিরা মাহির এক অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে চেয়েছিলেন, শাহরুখের কাছ থেকে কী শিখেছেন মাহিরা?- এই প্রশ্নের উত্তরে মাহিরা এক বাক্যে লিখেছেন, ‘সুখকে জীবনে আসার একটি সুযোগ দাও বেবি।’উল্লেখ্য, ২০১৭ সালে বলিউডে শাহরুখ খানের বিপরীতে ‘রইস’ সিনেমায় অভিষেক হয় মাহিরার। অ্যাকশন ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেন রাহুল ঢোলাকিয়া। সিনেমাতে আরও দেখা গিয়েছিল নওয়াজউদ্দিন সিদ্দিকিকে। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছির সিনেমাটি। কিন্তু এই সিনেমাটির কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পাক-ভারত রাজনৈতিক জটিলতা বাড়তে থাকে। ফলে ভারতে সিনেমার প্রচারণায় আসতে পারেননি মাহিরা। বলিউডে কাজ করার জন্য হুমকির মুখে পড়তে হয়েছিল তাকে। তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

আবারও একসঙ্গে সাইফ-কারিনা

আবারও একসঙ্গে সাইফ-কারিনা একসঙ্গে বেশ কয়েকটি সিনেমাতে দেখা গেছে বলিউডের তারকা দম্পতি সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে। ২০১২ সালে ‘এজেন্ট বিনোদ’-এ শেষবার জুটি বেঁধেছিলেন তারা। আবারও নতুন সিনেমায় একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ‘অ্যানিমেল’ নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গার নতুন সিনেমায় অভিনয় করবেন সাইফ-কারিনা। এই তারকা দম্পতিকে নাকি দেখা যাবে খল চরিত্রে। ইতোমধ্যেই ‘স্পিরিট’ নামের সিনেমার প্রস্তুতি শুরু করেছেন সন্দীপ। শোনা যাচ্ছে, সিনেমাতে প্রধান চরিত্রে পরিচালক বেছে নিয়েছেন দক্ষিণী তারা প্রভাসকে। এতে দুই খলনায়কের চরিত্রের জন্য প্রস্তাব গেছে সাইফ ও কারিনার কাছে। এই দম্পতিকে পর্দায় জুটি হিসেবেই তুলে ধরতে আগ্রহী পরিচালক। প্রভাসের সঙ্গেও এটি প্রথম সিনেমা হতে চলেছে পরিচালকের। যদিও নির্মাতারা এখন পর্যন্ত সিনেমাটি নিয়ে কোনো তথ্য প্রকাশ করতে নারাজ। তবে শোনা যাচ্ছে, আগামী বছরই মুক্তি পেতে পারে সিনেমাটি।

জুনিয়র এনটিআরকে ভীষণ ভয় পাচ্ছিলাম: আলিয়া

জুনিয়র এনটিআরকে ভীষণ ভয় পাচ্ছিলাম: আলিয়া ‘বাহুবলি’ সিনেমা খ্যাত পরিচালক এস এস রাজামৌলি। তার নির্মিত বহুল আলোচিত সিনেমা ‘ট্রিপল আর’। এ সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা রাম চরণ ও জুনিয়র এনটিআর। সিনেমাটির সীতা চরিত্র রূপায়ন করেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। ২০২২ সালের ২৫ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় ‘ট্রিপল আর’। বক্স অফিসে যেমন ঝড় তুলেছিল, তেমনি অস্কার পুরস্কারও লাভ করে এ সিনেমার ‘নাটু নাটু’ গানটি। সিনেমাটি মুক্তির পর কেটে গেছে দুই বছরের বেশি সময়। দীর্ঘ দিন পর এ সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা জানালেন আলিয়া। এ-ও জানালেন, জুনিয়র এনটিআরকে নিয়ে ভয়ে ছিলেন তিনি। এক চ্যাট শোয়ে স্মৃতিচারণ করে আলিয়া ভাট বলেন, ‘আমি জুনিয়র এনটিআরের তারকা খ্যাতির বিষয়ে আগেই শুনেছিলাম। স্বাভাবিকভাবে, আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। মনে করেছিলাম, এক বছর রিহার্সেল করেছি, সেটে যাব হাঁটব এবং সব ভুলে যাব। কিন্তু আমি যা কল্পনা করেছিলাম, তার বিপরীতটা ঘটেছিল। কারণ সে ভয় দেখানোর মতো কিছু করেনি। বরং সে খুবই সহায়ক মানুষ। আমি খুব নার্ভাস ছিলাম। কিন্তু সে আমাকে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছে। একজন অভিনেতা হিসেবে তার যে বিষয়টি আমার পছন্দ, তা হলো— তার সম্পর্কে আগে থেকে কিছু বলা মুশকিল।’

বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী

বিয়ের আগেই মা হওয়ার বাসনার কথা জানালেন নাগার হবু স্ত্রী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অভিনেত্রী শোবিতা ঢুলিপালারের সঙ্গে সম্পর্ক জড়ান নাগা চৈতন্য। বিষয়টি নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও কখনো মুখ খুলেননি তারা। গুঞ্জন মাথায় নিয়েই গত ৮ আগস্ট এ জুটি বাগদান সম্পন্ন করেন। চলতি বছরের শেষের দিকে সাতপাকে বাঁধা পড়বেন তারা। নাগা চৈতন্যর সঙ্গে বাগদানের পর প্রথমবার ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন শোবিতা ঢুলিপালারে। গালাটা ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে, বিয়ে ও সন্তান নিয়ে তার কল্পনার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। মা হওয়ার বাসনার কথা জানিয়ে শোবিতা বলেন, ‘মাতৃত্বের পুরো অভিজ্ঞতা নেওয়ার কথা আমি সবসময়ই ভেবেছি। এ বিষয়ে আমি পরিষ্কার ছিলাম এবং বিয়ে করছি। আমি সবসময়ই নিজেকে সেই পরিবেশে দেখেছি। এটি এমন বিষয়, যা আমি কল্পনা করেছিলাম।’ বলিউড সিনেমার মাধ্যমে রুপালি জগতে পা রাখেন অভিনেত্রী শোবিতা ঢুলিপালার। পরবর্তী তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার বেশ কিছু সিনেমায় অভিনয় করেন। তার কাজের ঝুলিতে জমা পড়েছে ‘পোনিয়িন সেলভান’-এর মতো সিনেমা।  

আজকাল দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়: আশা ভোঁসলে

আজকাল দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়: আশা ভোঁসলে উপ-মহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে। ৯১ বছর বয়সী এই শিল্পীকে এখনও বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়। কয়েক দিন আগে আধ্যাত্মিক নেতা রবি শঙ্করের সঙ্গে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে যোগ দেন আশা ভোঁসলে। এ আলাপচারিতায় বর্তমান প্রজন্মের প্রেম পড়া, প্রেম ভাঙা এবং বিবাহবিচ্ছেদের কারণ আশা ভোঁসলের কাছে জানতে চান রবি শঙ্কর। বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ব্যক্তিগত জীবন টেনে আনেন এই গায়িকা। আশা ভোঁসলে জানান, স্বামী আরডি বর্মনের সঙ্গে তার সমস্যা হতো। এ নিয়ে বিরক্তও হতেন। কিন্তু খুব বেশি হলে রাগ করে মায়ের কাছে চলে যেতেন। তবে কখনো ডিভোর্সের চিন্তাও তার মাথায় আসেনি। এ সময় রবি শঙ্করকে প্রশ্ন ছুড়ে দিয়ে আশা ভোঁসলে বলেন, আজকাল শুনতে পাই, দম্পতিরা প্রতি মাসে ডিভোর্স লেটার পাঠায়। গুরুদেব, এমনটা কেন ঘটছে? এ প্রশ্নের জবাবে রবি শঙ্কর বলেন, আপনি গান গেয়ে সবাইকে আনন্দ দিচ্ছেন। সৃষ্টিকর্তার ওপরে আপনার বিশ্বাস আছে, কষ্ট সহ্য করা এবং সমস্যার মোকাবিলা করার শক্তিও আপনার আছে। কিন্তু আজকালের মানুষজনের কষ্ট সহ্য করার ক্ষমতা নেই বললেই চলে। ’ বর্তমান প্রজন্ম দ্রুত কঠোর পদক্ষেপ নেয় বলে মন্তব্য করেন আশা ভোঁসলে। তার মতে, আমি আমার জীবনের অধিকাংশ বছর এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাটিয়েছি, অনেক মানুষকে দেখেছি। এখনকার প্রজন্মের মতো এত দ্রুত কঠোর পদক্ষেপ নিতে আগে দেখিনি। আমার মনে হয়, তারা পরস্পরের প্রতি দ্রুত ভালোবাসা অনুভব করে এবং তারা দ্রুত বিরক্ত হয়ে যায়। সম্ভবত, এ কারণে বিবাহবিচ্ছেদের হার বেড়েছে। আশা ভোঁসলের এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে রবি শঙ্কর। তিনি বলেন, আজকাল আকর্ষণ ভালোবাসাকে ছাড়িয়ে গেছে। বড় বোন লতা মঙ্গেশকরের সেক্রেটারি গণপতরাও ভোঁসলেকে প্রথম বিয়ে করেন আশা ভোঁসলে। তখন তার বয়স ছিল ১৬ বছর আর গণপতের বয়স ছিল ৩১ বছর। ১৯৬০ সালে ভেঙে যায় এ সংসার। ১৯৮০ সালে গায়ক আরডি বর্মনকে বিয়ে করেন আশা। ১৯৯৪ সালে মারা যান আশা ভোঁসলের দ্বিতীয় স্বামী আরডি বর্মন।

পরনে ২৩ ফুট লম্বা শাড়ি, ৬ ঘণ্টা ওয়াশরুমে যাননি আলিয়া

পরনে ২৩ ফুট লম্বা শাড়ি, ৬ ঘণ্টা ওয়াশরুমে যাননি আলিয়া বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অভিনয় গুণে অনেক আগেই নিজের জাত চিনিয়েছেন মহেশ কন্যা। ভারতের কাঁটাতার পেরিয়ে ছড়িয়েছে তার খ্যাতি। অভিনয়ের প্রতি যেমন যত্নশীল, তেমনি ফ্যাশনেও সচেতন এই নায়িকা। চলতি বছরের মে মাসে বিশ্বের অন্যতম বড় ফ্যাশন ইভেন্ট মেট গালাতে শাড়ি পরে হাজির হয়ে নজর কাড়েন আলিয়া। মেট গালায় তোলা বেশ কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া ভাট। তাতে দেখা যায়, ফ্লোরা শাড়ি পরেছেন আলিয়া। এ শাড়ির লম্বা একটি আঁচল পড়ে আছে ফ্লোরে। শরীর থেকে যেন ঠিকরে পড়ছে রূপের দ্যুতি! এই শাড়ির আঁচলের দৈর্ঘ্য ২৩ ফুট। মেট গালার সেই অভিজ্ঞতা নিয়ে বিস্ময়কর তথ্য জানালেন আলিয়া ভাট। সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর দ্বিতীয় সিজনে অতিথি হিসেবে উপস্থিত হন আলিয়া ভাট। মূলত, তার পরবর্তী সিনেমা ‘জিগরা’-এর প্রচারের অংশ হিসেবে এ অনুষ্ঠানে যোগ দেন। এ সময় সিনেমাটির টিমের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এ সময় মেট গালার অভিজ্ঞতা জানান আলিয়া ভাট। এ অনুষ্ঠানে সঞ্চালক কপিল শর্মা মেট গালার ছবি প্রদর্শন করেন। এক পর্যায়ে আলিয়ার ছবি সামনে আসে। ওই সময়ে অভিনেত্রী অর্চনা পূরন সিং জানতে চান, এ ধরনের পোশাক পরে মানুষ কীভাবে ওয়াশরুমে যান? এ প্রশ্নের উত্তরে আলিয়া ভাট বলেন, ‘আপনি না! এ পোশাক পরার পর ৬ ঘণ্টা আমি ওয়াশরুমে যাইনি।’এর আগে ইন্ডিয়া টুডে জানায়, আনাইতা শ্রফ আদজানিয়ার স্টাইলে শাড়িটি তৈরি করেন ডিজাইনার সব্যসাচী মুখার্জি। এ শাড়িতে রয়েছে ২৩ ফুট লম্বা এমব্রয়ডারি করা আঁচল। শাড়িটি তৈরিতে ব্যবহার করা হয়েছে সিল্ক ফ্লস, গ্লাস বিডিং, রত্নপাথর, গোলাপী-সবুজ রঙের ফুল, পুঁতির ট্যাসেল। এসবই হাতের কাজ। শাড়িটির অন্যতম আকর্ষণ সামনের দিকে থাকা রাফলড প্লিট। ১৬৫ জন কর্মী ১ হাজার ৯৬৫ ঘণ্টায় শাড়িটি তৈরি করেন। ‘জিগরা’ সিনেমা ধর্মা প্রোডাকশনের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছেন আলিয়া ভাট। অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করেছেন ভাষণ বালা। আগামী ১১ অক্টোবর সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তা ছাড়া ‘আলফা’নামে একটি সিনেমার কাজ আলিয়ার হাতে রয়েছে। তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির

আত্মীয়-স্বজনরা বলতে নষ্ট হয়ে যাবে, বিয়ে হবে না তৃপ্তির কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। কারণ তার অভিনীত চলচ্চিত্র যেমন ব্যর্থ হচ্ছিল, তেমনি ছিল পরিবার-আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের টিপ্পনি। তাকে নিয়ে খারাপ মন্তব্যও করেছেন পরিচিতদের কেউ কেউ। সবকিছু পেছনে ফেলে বলিউডে নিজের অবস্থান তৈরি করেছেন এই নায়িকা। কয়েক দিন আগে ক্যাটরিনা কাইফের ব্র্যান্ড কে বিউটির ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন তৃপ্তি। এ আলাপচারিতায় অভিনয় ক্যারিয়ারের সংগ্রামের গল্প বলেন তিনি। তার পরিবার, আত্মীয়-স্বজন ও সমাজের মানুষের নেতিবাচক মন্তব্য প্রকাশ করেন তৃপ্তি। ১৯৯৪ জন্মগ্রহণ করেন তৃপ্তি। বেড়ে উঠেছেন দিল্লিতে। সেখান থেকে মুম্বাইয়ে পাড়ি জমানোর স্মৃতিচারণ করে তৃপ্তি দিমরি বলেন, ‘আমি উত্তরখন্ড থেকে এসেছি। কিন্তু আমার জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতে। সুতরাং আমার বাবা-মাও দিল্লিতে থাকেন। আমি যখন মুম্বাইয়ে শিফট হই, ওই সময়টা কঠিন ছিল। কাছের মানুষেরা বলতে অভিনেত্রী হলে বিয়ে হবে না তৃপ্তির। এ তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি জানেন যে, এই অঙ্গনে প্রতিদিন বাইরে যেতে হয়, ৫০-৬০ জন মানুষের সঙ্গে মিশতে হয়। এই সমাজের মানুষ এবং আমার পরিবারের সদস্যরাও বাবা-মাকে খারাপ কথা বলতেন। তারা বলতেন— ‘মেয়েকে কেন এই পেশায় পাঠালে? মেয়ে নষ্ট হয়ে যাবে; সে খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করবে। সে ভুল সিদ্ধান্ত নিয়েছে। তাকে কেউ বিয়ে করবে না।’ ক্যারিয়ারের এক পর্যায়ে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন তৃপ্তি। তা জানিয়ে তিনি বলেন, “এক পর্যায়ে আমি বিভ্রান্ত হয়ে পড়েছিলাম। আপনি জানেন, যখন আপনার হাতে কোনো কাজ থাকবে না, তখন আশাহত হবেন। কিন্তু আমি জানতাম, আমি বাবা-মায়ের কাছে ফিরে যেতে পারব না এবং তাদের বলতে পারব না, ‘আমি এটা করতে পারিনি।” ২০১৭ সালে ‘মম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তৃপ্তি। এটি পরিচালনা করেন গিরিশ কোহলি। একই বছর মুক্তি পায় তৃপ্তি অভিনীত ‘পোস্টার বয়’ সিনেমা। শ্রেয়াস পরিচালিত এ সিনেমা মুক্তির পর বক্স অফিসে চূড়ান্ত ভরাডুবি হয়। ২০১৮ সালে পরিচালক ইমতিয়াজ আলীর ‘লায়লা মজনু’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি। কিন্তু তার ক্যারিয়ারের তৃতীয় সিনেমাও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। এক বছরের বিরতি নিয়ে ২০২০ সালে ‘বুলবুল’ সিনেমায় অভিনয় করেন তৃপ্তি দিমরি। এটি নেটফ্লিক্সে মুক্তি পায়। এর মাধ্যমে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। এটি পরিচালনা করেন অনভিতা দত্ত। এরপর ফের এক বছরের বিরতি নিয়ে তৃপ্তি দিমরি অভিনয় করেন ‘কলা’ সিনেমায়। অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’ সিনেমায় কলকাতার এক তরুণী গায়িকা চরিত্রে অভিনয় করেন তৃপ্তি। গায়িকা হলেও সংগীতকে তিনি ঘৃণা করেন। এতে অন্য রূপে দেখা যায় তাকে। তৃপ্তি অভিনীত ‘অ্যানিমেল’ সিনেমা মুক্তির পর বদলে যায় দৃশ্যপট। গত ১ ডিসেম্বর মুক্তি পায় এটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন রণবীর কাপুর। সিনেমাটি মুক্তির পরই ফাঁস হয় তৃপ্তি-রণবীর কাপুরের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ। এ দৃশ্যে তৃপ্তিকে প্রায় নগ্ন অবস্থায় দেখা যায়; যা নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ার পর হইচই পড়ে গেছে। এরপর তৃপ্তিকে পেছন ফিরে তাকাতে হয়নি।

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া

বিরল অসুখে ভুগছেন রণবীরপত্নী আলিয়া বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেলো এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এ অভিনেত্রী। আর বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া।এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। ‘অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার’ নামের এ অসুখটিতে অভিনেত্রী নাকি ছোট থেকেই ভুগছেন।  এই অসুখের উপসর্গ কেমন, এবং কীভাবে তাকে ভুগতে হয়, সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া। তিনি বললেন, ‘এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে। তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না। ফলে এমন কাজ করতে হয়, যা দ্রুত করা যায়।’ এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। আলিয়া ভাট বলেন, ‘আমার বিয়ের দিন, আমার মেকআপ আর্টিস্ট পুনীত (বি সাইনি) এর বলেছিলেন, আলিয়া, এবার তোমার আমাকে দুই ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি  তাহলে কাজটাই হারাবেন। কারণ, আমার বিয়ের দিন, আমি আপনাকে কখনও দুই ঘন্টা দেব না কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই।’ আলিয়া ২০২২-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ সিনেমায়।

১৭ কোটি টাকা লাভে বাংলো বিক্রি করলেন কঙ্গনা

১৭ কোটি টাকা লাভে বাংলো বিক্রি করলেন কঙ্গনা বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রাণৌত তার মুম্বাইয়ের বাংলো বিক্রি করে দিলেন। বান্দ্রার পালি হিলের বাংলোটি বিক্রি করে মোটা অঙ্কের অর্থ লাভ করলেন এই অভিনেত্রী। কঙ্গনার বাংলো বিক্রির কাগজপত্র টাইমস অব ইন্ডিয়া হাতে পেয়েছে। এসব কাগজপত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ৩ হাজার ৭৫ স্কয়ার ফুটের বাংলোটি ৩২ কোটি রুপিতে বিক্রি করেছেন কঙ্গনা রাণৌত। এ বাংলাতে ৫৬৫ স্কয়ার ফুটের গাড়ি পার্কিং সুবিধাও রয়েছে।  ২০১৭ সালের ২০ কোটি রুপিতে বাংলোটি কিনেছিলেন কঙ্গনা। গত ৫ সেপ্টেম্বর ৩২ কোটি রুপিতে এটি বিক্রি করেন এটি। সাত বছরের ব্যবধানে এ বাংলো বিক্রি করে ১২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি ৮ লাখ টাকার বেশি) লাভবান হলেন কঙ্গনা। ভারতের জমি কেনাবেচার ওয়েবসাইট কোড এস্টেটের বরাত দিয়ে বলিউড হাঙ্গামা জানিয়েছিল, কঙ্গনার প্লটটির সাইজ ২৮৫ মিটার। বাংলোর ভবন তৈরি করা হয়েছে ৩ হাজার ৪২ স্কয়ার ফুটের ওপরে। নান্দনিকভাবে তৈরি করা হয়েছে দু’তলা বাড়িটি। এ বাংলোর ফার্স্ট ফ্লোরে ১২৫০ স্কয়ার ফুটের সাউন্ড প্রুফ এডিটিং রুম তৈরি করেছিলেন কঙ্গনা। মানে তার মণিকর্ণিকা ফিল্মস এ বাংলোতে অবস্থিত।  কয়েক মাস আগে ভারতে অনুষ্ঠিত হয় লোকসভা নির্বাচন। এতে বিজেপির টিকিট নিয়ে হিমাচলের মান্ডি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কঙ্গনা। শপথ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাওয়ার জন্য রওনা হন। চন্ডিগড় এয়ারপোর্টে পৌঁছানোর পর কঙ্গনাকে থাপ্পড় মারেন কনস্টেবল কুলবিন্দর। এ নিয়ে জলঘোলা কম হয়নি। কঙ্গনা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘তেজাস’। গত বছরের ২৭ অক্টোবর মুক্তি পায় এটি। ৭০ কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে। বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে ৫ কোটি রুপি। ‘ইমার্জেন্সি’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ এখন কঙ্গনার হাতে রয়েছে। ‘ইমার্জেন্সি’ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা। এটি পরিচালনাও করছেন তিনি। নানা জটিলতার পর সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছেন এই অভিনেত্রী।

দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন না ফারিণ

দেবের সঙ্গে সিনেমায় অভিনয় করছেন না ফারিণ কলকাতার সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রতীক্ষা’ নামের সিনেমায় কাজ করার কথা ছিল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের। তবে এবার জানা গেল, নির্মাতা অভিজিৎ সেনের সিনেমাটিতে কাজ করছেন না ঢাকার এই অভিনেত্রী। আগামী নভেম্বর মাসের শুরুর দিকে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির। তবে এর আগেই নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সেরে এসেছেন ফারিণ।   এই অভিনেত্রীর কথায়, সিনেমার প্রযোজকের সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না। এ বিষয়ে ফারিণ আরও বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কারণ, ওই সময় শুটিং শুরু করা না গেলে দেব ও মিঠুন চক্রবর্তীর শিডিউল পাওয়া যাবে না। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে সিনেমাটিতে কাজ করা হচ্ছে না। এদিকে ফারিণ জানান, সিনেমাটির কাজ বাতিল করার কারণে ওই একই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছেন। তিনি বলেন, সিনেমাটির কারণে অনেক কাজই ছাড়তে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি করছি না। ওই শিডিউলে নতুন একটি ওটিটির কাজ হাতে নিয়েছি। এটিও একটি বড় বাজেটের কাজ। এর আগে ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি সিনেমাতে কাজের কথা ছিল ফারিণের। সেটিও গত বছর বাতিল হয়েছে।