ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০

ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টি ও বন্যায় নিখোঁজ ৫০ ভারতের উত্তরাখন্ডে ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন অন্তত ৫০ জন। উত্তরকাশী জেলার ধরলি গ্রামে মেঘভাঙা বৃষ্টির পর এই বিপর্যয় ঘটে। স্থানীয় প্রশাসনের বরাতে এএনআই জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন, ভেসে গেছে ৪০-৫০টি বাড়ি। নিখোঁজ রয়েছেন ৫০ জনের বেশি। সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এক প্রত্যক্ষদর্শী জানান, তার চোখের সামনে একের পর এক হোটেল-রিসোর্ট ভেসে গেছে, অথচ আগে থেকে কোনো সতর্কতা ছিল না। ভিডিও ফুটেজে দেখা গেছে, প্রচণ্ড পানির তোড়ে ধসে পড়ছে ঘরবাড়ি ও স্থাপনা। ধারণা করা হচ্ছে, পর্যটননির্ভর ধরলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে বহু হোটেল ও রেস্তোরাঁ ছিল। সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বন্যা ও ভূমিধসে একটি সেনা ক্যাম্প ও উদ্ধারকারী দলও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শোক প্রকাশ করেছেন এবং দুর্গতদের সহায়তার নির্দেশ দিয়েছেন।
দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়নে নিতে চায় পাকিস্তান-ইরান

দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়নে নিতে চায় পাকিস্তান-ইরান বাণিজ্য বাড়াতে চায় পাকিস্তান ও ইরান। গত রবিবার ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে আলোচনায় পাকিস্তান ও ইরান তাদের দ্বিপক্ষীয় বাণিজ্য ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে। বর্তমানে দুই দেশের মধ্যে বার্ষিক বাণিজ্য প্রায় ৩ বিলিয়ন ডলার। গতকাল এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব গ্রহণের পর এবং জুন মাসে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর প্রথম সরকারি সফরে পাকিস্তানে যান। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, বৈঠকে দ্বিপক্ষী সম্পর্ক থেকে শুরু করে বর্তমান আঞ্চলিক ও আন্তর্জাতিক উন্নয়ন পর্যন্ত একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়।
চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত

চিলির কপার খনিতে আটকে পড়াদের সবাই নিহত চিলির এল টেনিয়েন্ট কপার খনিতে ভয়াবহ ভূমিকম্পের পর টানেলে আটকে পড়া সব শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে। গতকাল দেশটির আঞ্চলিক প্রধান কৌঁসুলি অ্যাকিলিস কুবিলোস এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাটি নিয়ে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। চিলির রাষ্ট্রীয় খনিখনন সংস্থা কোডেলকো পরিচালিত এল টেনিয়েন্ট খনিটি বিশ্বের সবচেয়ে বড় ভূগর্ভস্থ তামার খনি। গত বৃহস্পতিবার স্থানীয় সময় একটি ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে খনির কিছু টানেল ধসে পড়ে। ভূমিকম্পের পর প্রথমেই একজন শ্রমিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। এরপর উদ্ধার অভিযান চলাকালে শনিবার ও রোববার সকালে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। সর্বশেষ আটকে পড়া এক শ্রমিকের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ায় ৬ জনে।
সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর

সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর সৌদি আরবে একদিনে ৮ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ২৩০ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে গতকাল দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। উপসাগরীয় দেশটিতে মৃত্যুদন্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদন্ড কার্যকর করা হলো। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এক প্রতিবেদনে জানিয়েছে, গত শনিবার নাজরানে সোমালিয়ার ৪ জন এবং ইথিওপিয়ার ৩ নাগরিকের মৃত্যুদন্ড কার্যকর করা হয়। সৌদি আরবে গাঁজা পাচারের দায়ে তাদের মৃত্যুদন্ড কার্যকর হয়। এ ছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদন্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের।
বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া

বিদেশি শিক্ষার্থী নেবে অস্ট্রেলিয়া, অগ্রাধিকারে দক্ষিণ-পূর্ব এশিয়া অস্ট্রেলিয়া আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালে বিদেশি শিক্ষার্থীদের ভর্তির সীমা ৯ শতাংশ বাড়িয়ে ২ লাখ ৯৫ হাজার করবে। সোমবার (৪ আগস্ট) দেশটির সরকার জানিয়েছে, এ ক্ষেত্রে দক্ষিণ-পূর্ব এশিয়ার আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে। চলতি বছর আবাসনের দাম বৃদ্ধির সঙ্গে অভিবাসন রোধ করার জন্য মোট ২ লাখ ৭০ হাজার আসন বরাদ্দ করা করা হয়েছিল। সরকার জানিয়েছে, সফলভাবে আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যা ‘নিয়ন্ত্রণের মধ্যে’ নামিয়ে আনার কারণে ২০২৬ সালে অতিরিক্ত ২৫ হাজার আসন বাড়ানো হচ্ছে। কোভিড ১৯-এর পর রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক শিক্ষার্থী দেশে ফিরে আসায় অস্ট্রেলিয়া ২০২৩ অর্থবছরে প্রায় ৬ লাখ শিক্ষার্থীর ভিসা দিয়েছিল। দেশটিতে সবচেয়ে বেশি শিক্ষার্থী যায় চীন এবং ভারত থেকে। এদিকে, ভিসা বাড়ানোর পাশাপাশি সরকার ২০২৪ সালে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা ফি দ্বিগুণেরও বেশি বৃদ্ধি করেছে এবং নিয়মের ‘ফাঁক-ফোঁকর’ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে- যার ফলে ক্রমাগত দেশটিতে অবস্থানের মেয়াদ বাড়ানোর অনুমতি কমতে পারে। চীনের ওপর অস্ট্রেলিয়ার অর্থনৈতিক নির্ভরতা কমাতে দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের লেবার সরকারের লক্ষ্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করা।
ইসরায়েলের হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের হামলায় আরও ৬২ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় একদিনে কমপক্ষে আরও ৬২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই খাদ্য সহায়তা সংগ্রহ করতে গিয়েছিলেন। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা। সংবাদমাধ্যমটি বলছে, গাজা উপত্যকায় গতকাল ভোর থেকে ইসরায়েলে হামলায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল জাজিরাকে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৩৮ জন এমন স্থান থেকে সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান, যেগুলো পরিচালনা করছে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনে পরিচালিত হচ্ছে।
জাপানে ম্যানহোলে পড়ে ৪ শ্রমিকের প্রাণহানি

জাপানে ম্যানহোলে পড়ে ৪ শ্রমিকের প্রাণহানি জাপানে টোকিওর কাছে একটি ম্যানহোলে পড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। গত জানুয়ারিতে রাজধানীর কাছে ক্ষতিগ্রস্ত পয়ঃনিষ্কাশন পাইপের কারণে রাস্তা ধসে পড়ার পর একটি বিশাল গর্তে একজন ট্রাক চালক আটকা পড়েন। এরপরই এই ঘটনাটি ঘটল। এই ঘটনা দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে। স্থানীয় দমকল বিভাগ এএফপিকে জানিয়েছে, শনিবার টোকিওর উত্তরে গিয়োদা শহরে পাইপ পরীক্ষা করার সময় একজন শ্রমিকরা ম্যানহোলে পড়ে যান। তাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরো তিন শ্রমিক সেখানে প্রবেশ করেন। এই শ্রমিকদের সকলেই বয়স পঞ্চাশের কাছাকাছি। দমকল বিভাগ জানিয়েছে, উদ্ধার কর্মীরা ম্যানহোল থেকে বেরিয়ে আসা উচ্চ ঘনত্বের বিষাক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস সনাক্ত করেছেন। তবে শহরের কর্মকর্তারা প্রাথমিকভাবে ম্যানহোলে পড়ার কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি। নাম প্রকাশ না করার শর্তে গিয়োদা শহরের একজন কর্মকর্তা বলেন, ‘দুর্ঘটনাটির কারণ সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তাই এ সম্পর্কে কিছু বলা সম্ভব নয়’। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, চার শ্রমিককে ম্যানহোল থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের মৃত বলে ঘোষণা করে। পরিদর্শনের সময় প্রায় ১০ জন শ্রমিক ঘটনাস্থলে ছিলেন, প্রয়োজনে পাইপ থেকে দূষিত পনি ও কাদা পরিষ্কার করার নির্দেশ দেওয়া হয়েছিল। গত মে মাসে জাপানি উদ্ধারকারীরা ইয়াশিও শহরে রাস্তা ধসে ৭৪ বছর বয়সী ট্রাক চালকের মৃতদেহ উদ্ধার করে।
প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান

প্রথমবার পাকিস্তান সফরে যাচ্ছেন পেজেশকিয়ান দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পাক পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আজ প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের আমন্ত্রণে ইসলামাবাদে আসছেন। বিবৃতিতে বলা হয়, পেজেশকিয়ানের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সিনিয়র মন্ত্রী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারাসহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল থাকবেন। তার অবস্থানকালে পেজেশকিয়ান পাকিস্তানের রাষ্ট্রপতি আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের আলোচনা করবেন। ইরানের প্রেসিডেন্ট হিসেবে এটি পেজেশকিয়ানের প্রথম সরকারি পাকিস্তান সফর।
ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৮

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৮ ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী শুক্রবার এ তথ্য জানিয়েছেন। গতকাল রাশিয়া ৩০০ টিরও বেশি ড্রোন ও আটটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই হামলায় নিহতদের মধ্যে ৩জন শিশু রয়েছে। উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, হামলায় দেড় শতাধিক আহত হয়েছে। এদের মধ্যে ১৬ জন শিশু। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় শহর কর্তৃপক্ষ আজ শোক দিবস ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী ইউলিয়া সভিরিডেনকো এক্স-এ বলেছেন, আজ সকালে ধ্বংসস্তূপ থেকে ২ বছর বয়সী এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা ২৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৩ জন শিশু।
কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে ইসরাইল: জার্মানি

কূটনৈতিকভাবে ‘বিচ্ছিন্ন’ হয়ে পড়ছে ইসরাইল: জার্মানি গাজায় মানবিক সংকট এবং ফিলিস্তিন রাষ্ট্রকে কিছু দেশের স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ নিয়ে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভাডেফুল বলেছেন, এসব ইস্যুতে ইসরাইল ক্রমেই কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে। বার্লিন থেকে এএফপি জানায়, ইসরাইল সফরের আগে বৃহস্পতিবার এক বিবৃতিতে জোহান ভাডেফুল বলেন, ইসরাইল নিজেকে ক্রমেই সংখ্যালঘু অবস্থানে আবিষ্কার করছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের জাতিসংঘের দ্বি-রাষ্ট্র সমাধান সংক্রান্ত সম্মেলন বয়কট করেছে। এ ঘটনার দিকে ইঙ্গিত দিয়ে জোহান ভাডেফুল এ কথা বলেন। জার্মানি ইসরাইলের অন্যতম ঘনিষ্ঠ কূটনৈতিক মিত্র হলেও ভাডেফুল বলেন, ইসরাইলি সরকারের কিছু সদস্য যেভাবে প্রকাশ্যে দখলদার ভূখণ্ড সংযুক্ত করার হুমকি দিচ্ছেন, তা বিবেচনায় রেখে এখন ইউরোপের অনেক দেশ আলোচনার আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। গত সপ্তাহে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ডানপন্থী জোটের কয়েকজন সদস্যসহ ৭০ জনের বেশি ইসরাইলি আইনপ্রণেতা একটি প্রস্তাব পাস করেন। এতে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সার্বভৌমত্ব আরোপের আহ্বান জানানো হয়। বার্লিনের অবস্থান পুনর্ব্যক্ত করে ওয়াডেফুল বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি আলোচনার প্রক্রিয়ার শেষ হওয়া উচিত। তিনি কড়া ভাষায় বলেন, এই প্রক্রিয়া এখনই শুরু হতে হবে এবং যেকোনো একতরফা পদক্ষেপের প্রতিক্রিয়ায় জার্মানিকেও ব্যবস্থা নিতে হবে। গাজা উপত্যকার অবস্থা সম্পর্কে তিনি বলেন, সেখানে দুই মিলিয়নেরও বেশি মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। সেখানে ইসরাইলকে ‘তাৎক্ষণিক, ব্যাপক ও স্থায়ী’ মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে হবে যাতে ‘নাটকীয়’ পরিস্থিতি কিছুটা উপশম হয়। তিনি বলেন, ত্রাণ সহায়তা পৌঁছাতে বিমান পরিবহনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে জার্মানিও অংশ নেবে। তবে এসব স্থলপথে সহায়তা পৌঁছানোর বিকল্প হতে পারে না। প্রয়োজনীয় পরিমাণে সাহায্য শুধু স্থলপথেই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব। জার্মানি এই স্থলপথ পুনঃস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে কাজ করছে। ভাডেফুল তার ইসরাইল সফরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সার, প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে।তিনি পশ্চিম তীরেও যাবেন। সেখানে তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করবেন।