আবুধাবি পুড়ছে রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াসে

আবুধাবি পুড়ছে রেকর্ড ৫০ ডিগ্রি সেলসিয়াসে সংযুক্ত আরব আমিরাতে গ্রীষ্ম এখনো পুরোপুরি জেঁকে বসেনি, তার আগেই দেশটির রাজধানী আবুধাবিতে তাপমাত্রা পৌঁছেছে রেকর্ড ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল আল শোয়ামেখে এই তাপমাত্রা রেকর্ড করা হয় বলে জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। সংবাদমাধ্যমটি জানিয়েছে, আরব আমিরাতের বাসিন্দারা এখন গ্রীষ্মের শুরুর সময়টা কাটাচ্ছেন। অন্য বছরের মতো এবারও এ সময়ে আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোথাও আছে মেঘের আনাগোনা, কিন্তু আর্দ্রতা বাড়ছে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বাতাস থাকলেও সূর্যের প্রখর তাপের কারণে তাতে স্বস্তি মিলছে না। গতকাল দেশটির আবহাওয়া কেন্দ্র ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) এক্সে লিখেছে, আজ সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে আবু ধাবির আল শোয়োমেখে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ২০০৩ সাল থেকে রেকর্ড রাখা শুরু করার পর এটাই মে মাসের রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা বলে জানিয়েছেন এনসিএম প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা খালিজ টাইমস। এর আগে ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি উঠেছিল। গত মাসে সংযুক্ত আরব আমিরাত তাদের সবচেয়ে উষ্ণ এপ্রিল পার করেছে। এ মাসে দেশটি গড় সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে ৪২ দশমিক ৬ ডিগ্রি। এর আগে ২০১৭ সালের এপ্রিলে দেশটিতে গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

হাইতিতে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৫০ জন নিহত

হাইতিতে সন্ত্রাসী হামলায় শিশুসহ ৫০ জন নিহত ক্যারিবিয়ান অঞ্চলের দেশ হাইতির একটি শহরে একটি গ্যাং হামলায় শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গতকাল মধ্য হাইতির প্রেভাল শহরে এই ঘটনা ঘটে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু। প্রত্যক্ষদর্শীরা এই হামলাকে ‘গণহত্যা’ বলে বর্ণনা করেছেন। স্থানীয় গণমাধ্যমকে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামলাকারীরা ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেয়, একটি গির্জায় হামলা চালায় এবং বেসামরিক নাগরিকদের হত্যা করে। স্পেনের ইএফই সংবাদ সংস্থাকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, গণহত্যার স্থানে পৌঁছানো প্রায় অসম্ভব, কারণ গণহত্যাস্থল এখনো সশস্ত্র সন্ত্রাসী দলটির নিয়ন্ত্রণে রয়েছে। মরদেহের মধ্যে ১৪টি শিরচ্ছেদ এবং পুড়িয়ে ফেলা অবস্থায় পাওয়া গেছে।

মধ্যরাতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প; ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা

মধ্যরাতে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প; ক্ষতিগ্রস্ত শতাধিক স্থাপনা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের কাছে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা – ইউএসজিএস। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ১০০ টিরও বেশি ঘরবাড়ি। স্থানীয় সময় আজ দিবাগত রাত ২টা ৫২ মিনিটে কম্পন অনুভূত হয়। ইউএসজিএস জানিয়েছে, ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে ভূমিকম্পটি। এর উৎপত্তিস্থল ছিল বেংকুলু প্রদেশের কাছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, এ ঘটনায় সুনামির কোনো সম্ভাবনা নেই।  

ভারতে ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযানে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৭

ভারতে ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযানে শীর্ষ মাওবাদী নেতাসহ নিহত ২৭ ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন, ২০২৬ সালের মধ্যে দেশকে মাওবাদী-মুক্ত করা হবে। তারপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় মাওবাদী দমন অভিযান শুরু হয়। সেই অভিযানের অংশ হিসাবেই বুধবার (২১ মে) ছত্তিশগড়ে নারায়ণপুরের অবুঝমাঢ়ে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের গুলির লড়াই চলে। এই সংঘর্ষে শীর্ষনেতাসহ ২৭ মাওবাদী নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকা অবুঝমাঢ় মাওবাদীদের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। গোপন সূত্রে পুলিশের কাছে খবর ছিল, অবুঝমাঢ়ে লুকিয়ে রয়েছেন এক মাওবাদী কমান্ডার। প্রথমে তার পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পরে জানা যায়, ওই কমান্ডার হলেন বাসভরাজু। বুধবার ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’ অভিযানের পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “দেশকে নকশালবাদ থেকে মুক্ত করতে এটি একটি উল্লেখযোগ্য সাফল্য। আজ ছত্তিশগড়ের নারায়ণপুরে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৭ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সিপিআই-মাওবাদীর সাধারণ সম্পাদক নাম্বালা কেশব রাও ওরফে বাসভরাজু। নকশালবাদের বিরুদ্ধে তিন দশকের লড়াইয়ে এই প্রথম আমাদের বাহিনীর অভিযানে সাধারণ সম্পাদক পদমর্যাদার কোনো মাওবাদী নেতার মৃত্যু হয়েছে।” মাওবাদী শীর্ষনেতার মৃত্যুর পরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযাগমাধ্যমে লিখেছেন, ‘‘এই অসাধারণ সাফল্যের জন্য আমাদের বাহিনীর জন্য গর্ব হচ্ছে। আমাদের সরকার মাওবাদী আতঙ্ক দূর করতে এবং আমাদের জনগণের জন্য শান্তি ও অগ্রগতির জীবন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’’ গত ২১ এপ্রিল থেকে কারেগুট্টা পাহাড় এলাকায় নতুন করে শুরু হয় মাওবাদী দমন অভিযান ‘অপারেশন ব্ল্যাক ফরেস্ট’। কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফের জঙ্গলযুদ্ধে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো বাহিনী ‘কোবরা’র পাশাপাশি ছত্তিশগড়ের সশস্ত্র পুলিশ ও ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড বাহিনী, মহারাষ্ট্র পুলিশের সি-৬০, তেলঙ্গানা পুলিশের মাওবাদী দমন বাহিনী রয়েছে ওই দলে। মাঝে এক দিনের জন্য অভিযান বন্ধ রাখা হয়েছিল। তবে তারপর এই অভিযান ফের শুরু হয়। মাওবাদী পিপলস লিবারেশন গেরিলা আর্মিকে নির্মূল করাই এই অভিযানের উদ্দেশ্য।

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫

পাকিস্তানে স্কুল বাসে বোমা হামলা, শিশুসহ নিহত ৫ পাকিস্তানের বেলুচিস্তান অঞ্চলে একটি স্কুল বাসে বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। খবর বিবিসির। পুলিশ বিবিসিকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে প্রত্যন্ত শহর খুজদারে ওই হামলার সময় বাসটিতে প্রায় ৪০ জন স্কুল শিশু ছিল। পুলিশ জানিয়েছে, নিহত পাঁচজনের মধ্যে তিনজনই শিশু। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে একটি বড় বাসের পুড়ে যাওয়া ধ্বংসাবশেষ দেখা গেছে, যার পাশে স্কুলব্যাগ পড়ে রয়েছে।  এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। দেশটির দক্ষিণ-পশ্চিমের একটি অশান্ত প্রদেশ বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই বিদ্রোহ ও মানবাধিকার লঙ্ঘনের শিকার। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই হামলাকে ‘স্পষ্ট বর্বরতা’ বলে তীব্র নিন্দা জানিয়েছেন। শিশুদের লক্ষ্য করে হামলাকারীদেরকে তিনি ‘পশু’ অভিহিত করেছেন, যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। পাকিস্তানের সেনাবাহিনী প্রতিবেশী ভারত ও বেলুচিস্তানের সন্ত্রাসীদের বিরুদ্ধে এই বিস্ফোরণের পরিকল্পনার অভিযোগ করেছে, যদিও এর কোনো প্রমাণ নেই। এর আগে মার্চের শুরুতে, বেলুচিস্তানের প্রত্যন্ত সিবি জেলায় একটি ট্রেনে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মির ঘটনা ঘটেছিল। ওই হামলায় প্রায় ২১ জন বেসামরিক ব্যক্তি এবং চারজন সামরিক কর্মী নিহত হয়েছিল। হামলাটি চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ), একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী যারা স্বাধীনতা অর্জনের জন্য কয়েক দশক ধরে বিদ্রোহ চালিয়ে আসছে। পাকিস্তানের পাশাপাশি যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। পাকিস্তানের সেনাবাহিনী বিএলএলকে ‘ভারতের প্রক্সি গোষ্ঠী’ হিসেবে অভিযুক্ত করেছে। তবে বিএলএ এই দাবি প্রত্যাখ্যান করেছে। বিএলএল উল্টো পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে তাদের নৃশংসতার জন্য অভিযুক্ত করেছে। বিএলএল বলেছে, গত দুই দশকে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী হাজার হাজার জাতিগত বালুচ মানুষকে নিখোঁজ করেছে। অভিযোগ রয়েছে যে, তাদের যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই আটক করা হয়েছে, অথবা কয়েক দশক ধরে চলে আসা বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের বিরুদ্ধে অভিযানে অপহরণ, নির্যাতন এবং হত্যা করা হয়েছে।

এবারের গ্রীষ্মকালে টোকিওতে পানির বিল মওকুফ, এসি ব্যবহারের পরামর্শ

এবারের গ্রীষ্মকালে টোকিওতে পানির বিল মওকুফ, এসি ব্যবহারের পরামর্শ জাপানের রাজধানী টোকিও এবারের গ্রীষ্মে প্রচন্ড গরমের প্রভাব কমানোর লক্ষ্যে বাসিন্দাদের পানির বিল মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে ভর্তুকির জন্য প্রায় ৩৬ বিলিয়ন ইয়েন (২৫০ মিলিয়ন ডলার) বরাদ্দ করা হয়েছে , যা চার মাস ধরে কার্যকর থাকবে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  টোকিওর জনস্বাস্থ্য ব্যুরো জানিয়েছে, গত গ্রীষ্মে টোকিওতে হিটস্ট্রোকে রেকর্ড ২৬৩ জন মারা গেছেন। অনেক ভুক্তভোগীর এয়ার কন্ডিশনিং ছিল না অথবা উচ্চ খরচের কারণে এটি ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে বলেছেন, “আমরা উদ্বিগ্ন যে, মানুষ তাদের এয়ার কন্ডিশনার ব্যবহার করা থেকে বিরত থাকতে পারে কারণ তারা জীবনযাত্রার ব্যয় নিয়ে চিন্তিত। তাদের বিল পরিশোধে সহায়তা করার জন্য আমরা কী করতে পারি তা বিবেচনা করছি।” তিনি বলেন, “আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে এই গ্রীষ্মে আমরা যে প্রচণ্ড গরমের মুখোমুখি হব বলে ধারণা করা হচ্ছে, তাতেও টোকিওর সকল বাসিন্দা শান্তিতে বসবাস করতে পারবেন।” পানির বিল মওকুফের মাধ্যম, জাপান সরকার রাজধানীর বাসিন্দাদের এয়ার কন্ডিশনারের মতো অন্যান্য শীতল পদ্ধতি ব্যবহার করতে উৎসাহিত করার লক্ষ্য নিয়েছে। জাপান টাইমসের মতে, গত গ্রীষ্মে হিটস্ট্রোকে ৬০ শতাংশের বেশি মৃত্যু ঘটনা ঘটেছে ঘরের ভেতরে, ক্ষতিগ্রস্তরা এয়ার কন্ডিশনিং চালু করেননি। টোকিওতে প্রতি মাসে গড়ে পানির প্রাথমিক বিল ৮৬০ ইয়েন (৬ ডলার) থেকে ১,৪৬০ ইয়েন (১০ ডলার) পর্যন্ত হয়, যা পরিবারের পানি খরচের ওপর নির্ভর করে। নির্দিষ্ট পরিমাণের চেয়ে অতিরিক্তি পানি ব্যবহারে প্রাথমিক বিলের সঙ্গে আলাদা ফি যুক্ত হয়। সরকারি পরিসংখ্যান অনুসারে, টোকিওতে ৭০ লাখেরও বেশি পরিবার এবং ১৪ লাখেরও বেশি জনসংখ্যা রয়েছে। জাপান গত বছরের গ্রীষ্মে দেশটির ইতিহাসে সর্বোচ্চ তাপদাহ রেকর্ড করেছে। গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে, টোকিওতে প্রায় ৮ হাজার মানুষ হিটস্ট্রোকের জন্য হাসপাতালে ভর্তি হয়েছিল। দেশটিতে এটিও একটি রেকর্ড।

নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে

নবজাতকও রেহাই পাচ্ছে না ইসরায়েলি হামলা থেকে ইসরায়েলি হামলা থেকে রেহাই পাচ্ছে না গাজার নবজাতকও। বুধবার ইসরায়েলি হামলায় এক নবজাতকসহ অন্তত ৪৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। এপি জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ৪৫ জন নিহত হয়েছে, যার মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং এক সপ্তাহ বয়সী শিশু রয়েছে। ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, গাজা শহরের দারাজ পাড়ার জাবালিয়া বাস স্টেশনে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে আটজন বেসামরিক নাগরিক নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি বাহিনী জাবালিয়ার পূর্ব দিকে অবস্থিত এক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। আল-জাজিরা জানিয়েছে, মায়েন এলাকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। শহরের পূর্ব ও দক্ষিণাঞ্চলীয় এলাকায় ইসরায়েলি বাহিনী ২০টিরও বেশি বাড়িতে অভিযান চালানোর পর এই ঘটনা ঘটল। খান ইউনিসে এর আগে কমপক্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিকটবর্তী আবাসিক এলাকা আল-কাবিরা শহরে আরো চারজন নিহত হয়েছে।

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু

ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলি হামলায় নিহত ৩৩, অর্ধেকেরও বেশি শিশু : উদ্ধারকারি গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, ইসরাইল বর্ধিত সামরিক অভিযানের ঘোষণা দেওয়ার একদিন পর ফিলিস্তিনি ভূখণ্ডে রোববার ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৩৩ জন নিহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি শিশু। গাজা উপত্যকা থেকে এএফপি এ তথ্য জানায়। সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ভূখণ্ডের দক্ষিণে আল-মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের বসবাসের কয়েকটি তাঁবুতে হামলায় ২২ জন নিহত হয়েছে।

সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, ভারতের বার্তা

সিন্ধু পানি চুক্তি স্থগিতই থাকবে, ভারতের বার্তা পাকিস্তান সম্পূর্ণভাবে ‘সন্ত্রাস রপ্তানি’ বন্ধ না করা পর্যন্ত সিন্ধু পানি চুক্তি স্থগিত থাকবে— এমনটা জানিয়েছে ভারত সরকার। ভরত সরকারের জলশক্তি মন্ত্রণালয় তাদের মাসিক প্রতিবেদনে মন্ত্রিপরিষদের সচিবকে এই বার্তা দিয়েছে। যদিও এই বিষয়ে ভারতের অবস্থান মন্ত্রণালয় আগে থেকেই জানিয়ে এসেছে। তবে এবার বিষয়টি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ পাকিস্তান সম্প্রতি ভারতকে ১৯৬০ সালের এই চুক্তি পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। তাদের দাবি, এই চুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত পানির ওপর কোটি কোটি মানুষ নির্ভরশীল। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব টি ভি সোমানাথনকে পাঠানো এক রিপোর্টে জলশক্তি মন্ত্রণালয়ের সচিব দেবশ্রী মুখার্জি জানিয়েছেন, “পহেগাঁওয়ে সাধারণ নাগরিকদের ওপর ‘পাকিস্তান-প্রবর্তিত’ সন্ত্রাসী হামলার পরপরই সরকার এই চুক্তিকে ‘স্থগিত’ রাখার সিদ্ধান্ত নেয়”।

উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতীয় পুলিশের

উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি ভারতীয় পুলিশের ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলায় ৯০ বাংলাদেশি নাগরিককে আটক করার দাবি করেছে সেখানকার পুলিশ। দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের একটি ইটভাটা এলাকা থেকে এসব বাংলাদেশিকে আটক করা হয়। স্থানীয় প্রশাসনের দাবি, দীর্ঘদিন ধরে খাজপুর গ্রামে অবৈধভাবে বসবাস করছিলেন এসব বাংলাদেশি নাগরিক। মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানে বেশ কয়েকটি ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে আটক করা হয় ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী ও ২৮ জন শিশুকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করে এবং বৈধ কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি। পুলিশ আরও জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্য হয়ে তারা মথুরায় প্রবেশ করেন। আটকদের কাছ থেকে কিছু জাল আধার কার্ডও উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে, ভুয়া নথির মাধ্যমে এসব কার্ড তৈরি করা হয়েছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্য সহযোগীদের খুঁজে বের করতে অভিযান চলছে। পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার পেছনের চক্র এবং অনুপ্রবেশের পদ্ধতি সম্পর্কে আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।