খাবার-পানির ভয়াবহ সংকটে গাজা, সাগরের নোনা জলই এখন শেষ ভরসা

খাবার-পানির ভয়াবহ সংকটে গাজা, সাগরের নোনা জলই এখন শেষ ভরসা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। সেখানে ৪ লাখ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন। ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন ত্রাণ সংস্থাও হামলার শিকার হচ্ছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে অপেক্ষায় থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিশূন্যতায় মারা যাচ্ছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তায়ও পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রায় ৮ মাস ধরে সেখানে সংঘাত চলছে। এই পুরোটা সময়ের মধ্যে কয়েকবার মাত্র ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। বাইরে থেকে কোনো সহায়তা না পাওয়ায় এবং ক্রমাগত হামলা চলতে থাকায় গাজায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ছোট ছোট শিশুরা খাবারের অভাবে এবং তীব্র পুষ্টিহীনতায় মারা যাচ্ছে। একদিকে দফায় দফায় বোমা হামলা অন্যদিকে খাদ্য সংকট, বাসস্থানের সংকট, একটু মাথা গোজার নিরাপদ আশ্রয়ের অভাব সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। কবে এই পরিস্থিতি ঠিক হবে সেটাও কারও জানা নেই। গ্রীষ্মের প্রচণ্ড তাপ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। গাজার ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সামান্য পানির ব্যবস্থা হচ্ছে না। পানির এমন তীব্র সংকটের কারণে হাজার হাজার পরিবার এখন সাগরের নোনা পানিই ব্যবহার করতে শুরু করেছে। উত্তর গাজার উত্তর গাজা ইমার্জেন্সি কমিটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকার সব কূপ ধ্বংস হয়ে গেছে। ফলে সেখানে পানির সংকট আরও তীব্র হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৬২৬ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৯৮ জন। এদিকে আল-শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়েহের বোনসহ ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
চলতি বছর হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

চলতি বছর হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২২ জন হজযাত্রীর। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ হজযাত্রী এবার হজ করতে সৌদি এসেছেন।
ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদকা-ে মৃতের সংখ্যা ২৫ থেকে বেড়ে আজ ৩৪ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রাজ্যটির কাল্লাকুরিচি জেলার কালেক্টর এম এস প্রশান্ত। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৬০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশিরভাগই শ্রমিক বলে জানা গেছে, যারা গত মঙ্গলবার রাতে নকল মদ খেয়েছিলেন এবং গতকাল সকালে দৃষ্টিশক্তি হারানো, বমি ও মাথাব্যথার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০

ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০ ভারতের উত্তরাখ-ের রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে টেম্পো ট্রাভেলার গাড়ি পড়ে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে গাড়িটিতে ২৩ জন আরোহী ছিল। এদের মধ্যে আহত হয়েছেন ১৩ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।
হজ যাত্রীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হজ যাত্রীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা মিনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে। হজের সময়ে চলমান তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, এ বছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।
ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে হর্ন অব আফ্রিকার অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জীবিতরা উদ্ধারকারীদের জানিয়েছেন, প্রায় ২৫০ জনকে বহনকারী নৌকাটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এখনও নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধান অব্যাহত রয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা। বেশিরভাগই ‘হর্ন অব অফ্রিকা’ খ্যাত ইথিওপিয়ার বাসিন্দা, যারা উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে। রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা রয়টার্সকে জানান, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।
ফৌজদারি মামলায় লোকসভার জয়ী ২৫১ জনের বিরুদ্ধে

ফৌজদারি মামলায় লোকসভার জয়ী ২৫১ জনের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে ভারতের লোকসভা নির্বাচন। দেশটির সংসদের নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৩ আসন, অর্থাৎ জয়ী সংসদ সদস্যদের সংখ্যা ৫৪৩ জন। এর মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে, তাদের মধ্যে আবার ২৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। জরিপে দেখা গেছে, ২০১৯ সালের নির্বাচনে জয়ী সংসদদের মধ্যে ২৩৩ জনের বিরুদ্ধে, ২০১৪ সালে ১৮৫ জন এর বিরুদ্ধে এবং ২০০৯ সালে ১৬২ জন এবং ২০০৪ সালে ১২৫ জন জয়ী সাংসদের বিরুদ্ধে এই ফৌজদারি অপরাধের মামলা ছিল। রাষ্ট্রীয় জনতা দল আরজেডি এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আইইউএমএল-এর জয়ী সাংসদদের শতকরা ১০০ ভাগের বিরুদ্ধেই ফৌজিদারি অপরাধ সম্পর্কিত মামলা দায়ের রয়েছে। এছাড়া বিজেপির জয়ী ২৪০ জন সাংসদদের ৩৯ শতাংশ, কংগ্রেসের জয়ী ৯৯ জন সাংসদের মধ্যে ৪৯ শতাংশ, সমাজবাদী পার্টির ৩৭ জন জয়ী সাংসদের ৫৭ শতাংশ, তৃণমূল কংগ্রেসের ২৯ জন জয়ী সংসদের ৪৫ শতাংশ এবং ডিএমকে’এর জয়ী ২২ জন সাংসদের ৬৯ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে।
স্বর্ণ ক্রয়ে বিশ্বে তৃতীয় ভারত-ডব্লিউজিসির বিবৃতি

স্বর্ণ ক্রয়ে বিশ্বে তৃতীয় ভারত-ডব্লিউজিসির বিবৃতি গত মে মাসে স্বর্ণ ক্রয়ের হিসেবে বিশ্বে তৃতীয় স্থানে ছিল ভারত। স্বর্ণ বাণিজ্যের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সর্বশেষ বিবৃতি অনুযায়ী, মে মাসে মোট ৮ কোটি ৬৫ লাখ ডলার মূল্যের স্বর্ণ কিনেছে দেশটি। এই তালিকায় ভারতের সামনে রয়েছে কেবল চীন এবং সুইজারল্যান্ড। ডব্লিউজিসির বিবৃতিতে বলা হয়েছে, একক দেশ হিসেবে গত মে মাসে ২৫ কোটি ৩০ লাখ ডলার মূল্যের স্বর্ণ ক্রয় করে স্বর্ণের ক্রেতা দেশগুলোর তালিকায় শীর্ষে রয়েছে চীন; তারপর যথাক্রমে রয়েছে সুইজারল্যান্ড এবং ভারত। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামও বেড়েছে মে মাসে। প্রতি আউন্স (২৮ দশমিক ৩৭ গ্রাম) স্বর্ণ এই মাসে বিক্রি হয়েছে ২ হাজার ৩৪৮ ডলারে (২ লাখ ৭৫ হাজার ৪০৭ টাকা), যা আগের মাস এপ্রিলের তুলনায় শতকরা ২ শতাংশ বেশি।
শ্রীলঙ্কায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি মানুষ

শ্রীলঙ্কায় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত ১০ হাজারের বেশি মানুষ শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে ১০ হাজারেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের উপপরিচালক থুসিথা বৈদ্যরতেœ। দেশটিতে ভারী বর্ষণের পর গতকাল সোমবার সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান। তিনি বলেন, সোমবার সকাল পর্যন্ত ৩ হাজার ৫১৮টি পরিবারের ১০ হাজার ২৯৯ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব দুর্যোগে দু’জন আহত হয়েছেন এবং তিনটি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বৈদ্যরতেœ। আহত দু’জনের বাড়ি অনুরাধাপুরা জেলায়। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে ভারী বৃষ্টিপাত ও জড়োহাওয়া বইছে জানিয়ে তিনি বলেন, বিরাজমান পরিস্থিতি অব্যাহত থাকবে। এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে অনেক জেলায় ১০০ মিলিমিটারের ওপরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সূত্র : এএফপি
ব্রাজিলে বন্যায় প্রাণহানি ১০০ ছাড়াল

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে প্রলয়ঙ্করী বন্যায় মৃতের সংখ্যা গত বুধবার ১০০ ছাড়িয়ে গেছে। এ ছাড়া নতুন করে সৃষ্টি হওয়া ঝড়ঝঞ্জার কারণে নিখোঁজ লোকজনকে খুঁজে বের করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর এএফপির। রিও গ্রান্দে দো সুল রাজ্যের ইতিহাসে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ আগে আর দেখা যায়নি। বন্যার কারণে রাজ্যটির প্রায় ৪০০ পৌর শহর ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় আহত হয়েছেন শতাধিক মানুষ আর বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন এক লাখ ৬০ হাজার অধিবাসী। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় অনেক মানুষ সুপেয় পানি ও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রয়েছেন। টেলিফোন ও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে তারা সাহায্য চেয়ে কারো সঙ্গে যোগাযোগও করতে পারছেন না। গত মঙ্গলবার রাজ্যটির গভর্নর এদোয়ার্দো লেইটে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তার আশঙ্কা, রাজ্যটির রাজধানী পোর্টো আলেগ্রে ও অন্যান্য শহরগুলোতে বন্যা পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় হতাহতের সংখ্যা আরও বেড়ে যাবে। প্রায় ১৫ হাজার সৈন্য, দমকলকর্মী, পুলিশ ও স্বেচ্ছাসেবী আটকে পড়া লোকজনকে উদ্ধারে নৌকা নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছে। তবে বৃষ্টির কারণে উদ্ধার তৎপরতায় বিঘœ ঘটছে। এ ছাড়া ঘণ্টায় ৮০ কিলোমিটার গতির ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির কারণে উদ্ধার অভিযান বন্ধ রাখতে হচ্ছে। এদিকে কর্তৃপক্ষ আক্রান্ত লোকজনকে তাদের বাড়িঘরে ফিরতে নিষেধ করেছে, কেননা ওইসব এলাকা এখন ভূমিধস ও রোগবালাই প্রাদুর্ভাবের ঝুঁকিতে রয়েছে। রিও গ্রান্দে দো সুল রাজ্যের রাজধানী পোর্তো আলেগ্রের ভেতর দিয়ে প্রবাহিত গোয়াইবা নদীর পানি এতটাই বেড়ে গেছে, এখানকার পাঁচটি বাঁধে ফাটল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং দুটি বাঁধ ভীষণ ঝুঁকির মুখে রয়েছে। ব্রাজিলের প্রলয়ঙ্করী এই বন্যায় উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এক বিবৃতিতে তিনি বলেন, এই ধরনের দুর্যোগ জীবন ও জীবিকার ওপর জলবায়ু সংকটের বিধ্বংসী প্রভাবের একটি অনুঘটক।