ইসরায়েলে ব্রেন খেকো অ্যামিবা আতঙ্ক

ইসরায়েলে ব্রেন খেকো অ্যামিবা আতঙ্ক ইসরায়েলে ভয়ঙ্কর ব্রেন (মস্তিস্ক) খেকো অ্যামিবা আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দেশটির হাসপাতালগুলোতে কয়েক শতাধিক মানুষ ছুটে গেছে পরীক্ষা-নিরীক্ষার জন্য। শুক্রবার টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। সেফেডের জিভ মেডিক্যাল সেন্টারের একজন মুখপাত্র জানিয়েছেন, বুধবার এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে সেফেডের জিভ মেডিকেল সেন্টারে হাসপাতালে ১০ বছর বয়সী এক শিশুকে ভর্তি করা হয়। ওই শিশুর অবস্থা গুরুতর। টাইবেরিয়াসের গাই বিচ ওয়াটার পার্কে সাঁতার কাটতে গিয়েছিল। এর আগে ২৫ বছর বয়সী এক ব্যক্তি ব্রেন খেকো অ্যামিবায় আক্রান্ত হয়ে মারা যান। তিনিও তাইবেরিয়ার গাই বিচ ওয়াটার পার্কে সাঁতার কাটতে গিয়েছিলেন। এই ঘটনার পর স্বাস্থ্যমন্ত্রী ওয়াটার পার্কটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। পরিবেশ স্বাস্থ্যকর্মীরা ইতোমধ্যে ওই ওয়াটার পার্ক পরিদর্শন করে পরীক্ষা-নিরীক্ষা করেছেন। কিন্তু ওয়াটার পার্কের পানিতে ব্রেন খেকো অ্যামিবার কোনো সন্ধান পাওয়া যায়নি। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টাইবেরিয়াসের গাই বিচ ওয়াটার পার্কে যাওয়া ২৫০ জনেরও বেশি মানুষ স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে গেছেন। পরে জানা গেছে, তারা কেউই ব্রেন খেকো অ্যামিবায় আক্রান্ত হননি। নেগেলেরিয়া ফাওলেরি নামে পরিচিত অ্যামিবাটি হ্রদ, নদী এবং উষ্ণ প্রস্রবণের মাটি এবং উষ্ণ মিষ্টি পানিতে বাস করে। ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের তথ্য অনুসারে, অ্যামিবাযুক্ত পানি নাকের উপরে গেলে মস্তিষ্কের সংক্রমণ হয়। এ কারণে এটিকে সাধারণত ‘ব্রেন খেকো অ্যামিবা’ বলা হয়। এই অ্যামিবায় আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর ঝুঁকি অনেক বেশি। অবশ্য এটার সংক্রমণের হার খুবই কম।
বিশ্বে কোটিপতির সংখ্যা ৫ কোটি ৮০ লাখ

বিশ্বে কোটিপতির সংখ্যা ৫ কোটি ৮০ লাখ বিশ্বে কমপক্ষে পাঁচ কোটি ৮০ লাখ কোটিপতি রয়েছেন। এরা বিশ্বব্যাপী প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ১ দশমিক ৫ শতাংশ। ইউবিএস গ্লোবাল ওয়েলথ রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক সংখ্যক কোটিপতি রয়েছে। তাদের সংখ্যা দুই কোটি ১৯ লাখ ৫০ হাজার। তালিকায় এর পরের অবস্থানে রয়েছে চীন। দেশটিতে প্রায় ৬০ লাখ ১০ হাজার কোটিপতি রয়েছেন। তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাজ্যে রয়েছে ৩০ লাখ ছয় হাজার, ফ্রান্সে ২৮ লাখ ৭০ হাজার এবং জাপানে রয়েছে ২৮ লাখ ৩০ হাজার কোটিপতি। ইউবিএস – এর তথ্য অনুসারে, বিশ্বের মোট সম্পদের ৪৭ দশমিক ৫ শতাংশ কিংবা ২১৩ লাখ কোটি ডলার পরিমাণ সম্পদ এই মানুষদের হাতে রয়েছে। ২০২২ সালে ৩ শতাংশ হ্রাস পাওয়ার পর ২০২৩ সালে বৈশ্বিক সম্পদ ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ইউবিএস-এর একজন অর্থনীতিবিদ স্যামুয়েল অ্যাডামস আল জাজিরাকে বলেছেন, ‘আপনি যদি কোটিপতি বা সাধারণভাবে ধনীদের কথা ভাবেন, তারা এক ধরনের দেশীয়, কোটিপতিদের মূল অংশ নিজের দেশের সঙ্গে সংশ্লিষ্ট। তারপরে আরও একটি ভ্রাম্যমান অংশ রয়েছে যারা বিশ্বব্যাপী মোটামুটি সহজে বাসস্থান পরিবর্তন করতে সক্ষম হয়।’
চীনে শপিং সেন্টারে আগুন, নিহত ১৬

চীনে শপিং সেন্টারে আগুন, নিহত ১৬ চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে চায়না ডেইলি। প্রতিবেদনে বলা হয়েছে, সিচুয়ান প্রদেশের জিগং হাই-টেক জোনের জিউডিং ডিপার্টমেন্ট স্টোরে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৬টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে যায়। আগুন ছড়িয়ে পড়ায় শপিং সেন্টারে অনেকে আটকা পড়েন। জিগং হাই-টেক জোনের ইকোলজিক্যাল এনভায়রনমেন্ট অ্যান্ড ইমার্জেন্সি ম্যানেজমেন্ট ব্যুরো জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় ভোররাত ৩টায় ভোররাত ৩টায় উদ্ধার কাজ শেষ হয়েছে। আটকা পড়া সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে নির্মাণকাজ থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ শনাক্ত করতে আরও তদন্ত করা হচ্ছে।
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি তাণ্ডব থামছেই না। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার (১৭ জুলাই) এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরও ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ১৯৮ জন। খবর তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৭৯৪ জনে। পাশাপাশি এ সময় আহত হয়েছেন আরও ৮৯ হাজার ১১৬ জন। স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছে। হামলা অব্যাহত থাকায় উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। নয় মাস পেরিয়ে গেলেও এখনো এ হামলা অব্যাহত আছে। জাতিসংঘের মতে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে ভূখণ্ডের ৮৫ শতাংশ বাসিন্দা অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। সেই সঙ্গে অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘ আরও বলছে, দীর্ঘ সময় ধরে চলা এ সংঘাতের কারণে মানবিক সংকটে দিন পার করছেন ফিলিস্তিনিরা। এছাড়াও খাবার, পানি, ওষুধ ও প্রয়োজনীয় মানবিক সহায়তার অভাবে উপত্যকাটির ২৩ লাখেরও বেশি বাসিন্দা চরম ক্ষুধা ও ভয়াবহ অপুষ্টিতে ভুগছেন।
করোনায় আক্রান্ত বাইডেন

করোনায় আক্রান্ত বাইডেন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের ৮১ বছর বয়সী প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল বুধবার নাভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসে জনসভায় উপস্থিত হওয়ার আগে মেডিকেল টেস্টে তার করোনা শনাক্ত হয়। এ ঘটনায় লাস ভেসাগে তার নির্বাচনী প্রচারণা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা। প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন বলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে এক বিবৃতিতে জানিয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, করোনা শনাক্ত হওয়ার পর বাইডেন ডেলাওয়ার অঙ্গরাজ্যের উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে তিনি নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন। বিবৃতি বলা হয়, হোয়াইট হাউস প্রেসিডেন্টের শারীরিক অবস্থার নিয়মিত আপডেট জানাবে। প্রেসিডেন্ট ডেলাওয়ারে নিজ বাসায় থেকে দায়িত্ব পালন চালিয়ে যাবেন। বাইডেনের চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়েরে আরও জানান, বাইডেনের শ্বাসপ্রশ্বাসের হার, শরীরের তাপমাত্রা এবং রক্তের অক্সিজেনের মাত্রা সবই স্বাভাবিক রয়েছে। তিনি টিকার একটি ডোজ নিয়েছেন। বাইডেনের সর্দি, কাশিসহ করোনার সাধারণ উপসর্গ দেখা গিয়েছিল বলে তার চিকিৎসক জানিয়েছেন। বিবৃতিতে চিকিৎসকের নাম উল্লেখ করা হয়নি। চিকিৎসকের প্রেসক্রিপশনে উল্লেখ করা হয়েছে, বাইডেন করোনার মৃদু উপসর্গে ভুগছেন। তার শ্বাস-প্রশ্বাসের হার ১৬ স্বাভাবিক, শরীরের তাপমাত্রা ৯৭ দশমিক ৮ স্বাভাবিক এবং পালস অক্সিমেট্রি ৯৭ শতাংশ স্বাভাবিক। তিনি প্যাক্সলোভিডের প্রথম ডোজ পেয়েছেন। নিজ বাড়িতে আইসোলেশনে থাকবেন।
১ ঘণ্টায় ৪৪ ফিলিস্তিনি নিহত

১ ঘণ্টায় ৪৪ ফিলিস্তিনি নিহত গাজায় মাত্র এক ঘণ্টায় তিনটি হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় ৪৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। মঙ্গলবার এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, তিনটি হামলায় কমপক্ষে ৪৪ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের কাছে একটি পেট্রোল স্টেশনের কাছে কমপক্ষে ১৭ জন মারা গেছে এবং ২৬ জন আহত হয়েছে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবিরে জাতিসংঘ পরিচালিত আল-রাজি স্কুলে পাঁচজন মারা গেছে। বেসামরিক প্রতিরক্ষা দপ্তরের তথ্য অনুসারে, উত্তর গাজার একটি গোলচত্বরের কাছে তৃতীয় হামলাটি হয়েছিল।
ওমান উপকূলে ট্যাংকারডুবি, ১৩ ভারতীয়সহ সমুদ্রে নিখোঁজ ১৬ ক্রু

ওমান উপকূলে ট্যাংকারডুবি, ১৩ ভারতীয়সহ সমুদ্রে নিখোঁজ ১৬ ক্রু ওমান উপকূলে একটি তেল ট্যাংকার ডুবে গেছে। এতে নৌযানটির ১৬ জন ক্রু নিখাঁজ হয়েছেন। নিখোঁজ এসব ক্রুদের ১৩ জন ভারতীয় নাগরিক। জোর তল্লাশি চালানো হলেও প্রেস্টিজ ফ্যালকন নামক ওই ট্যাংকারের ক্রু সদস্যদের এখনও খোঁজ মেলেনি। আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ওমানের উপকূলে ডুবে যাওয়ার পর একটি তেল ট্যাংকারের ১৩ ভারতীয়সহ ১৬ ক্রু নিখোঁজ হয়েছেন বলে মধ্যপ্রাচ্যের এই দেশটির মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে। ট্যাংকারের বাকি তিনজন ক্রু ছিলেন শ্রীলঙ্কান। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে মেরিটাইম সিকিউরিটি সেন্টার (এমএসসি) জানিয়েছে, কমোরসের-পতাকাবাহী এই তেল ট্যাংকারটি বন্দরনগরী ডুকমের কাছে রাস মাদরাকাহ থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে ডুবে গেছে। ডুকম বন্দরটি ওমানের দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত। এটি মূলত মধপ্রাচ্যের এই সালতানাতের প্রধান তেল ও গ্যাস খনির প্রকল্পগুলোর কাছাকাছি অবস্থিত যার মধ্যে একটি বড় তেল শোধনাগারও রয়েছে যা ওমানের বৃহত্তম একক অর্থনৈতিক প্রকল্প ডুকমের বিশাল শিল্প অঞ্চলের অংশ। ডুবে যাওয়া নৌযানটিকে প্রেস্টিজ ফ্যালকন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এমএসসি জানিয়েছে, জাহাজের ক্রুরা এখনও নিখোঁজ। তবে অনুসন্ধান অব্যাহত রয়েছে। শিপিং ওয়েবসাইট মেরিনট্র্যাফিক.কম-এর মতে, ডুবে যাওয়া তেল ট্যাংকারটি ইয়েমেনের বন্দর শহর এডেনের দিকে যাচ্ছিল। ১১৭ মিটার দীর্ঘ এই তেল ট্যাংকারটি ২০০৭ সালে নির্মিত।
ব্যাংককে হোটেলে মিলল ৬ পর্যটকের মরদেহ

ব্যাংককে হোটেলে মিলল ৬ পর্যটকের মরদেহ ব্যাংককের গ্র্যান্ড হায়াত ইরায়ান হোটেলে ছয় পর্যটকের মরদেহ পেয়েছে পুলিশ। পুলিশ জানায়, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে তাদের। যারা মারা গেছেন, তারা সবাই জন্মসূত্রে ভিয়েতনামের। ৪জন ভিয়েতনামের নাগরিক, ২জন ভিয়েতনামের বংশোদ্ভূত মার্কিন নাগরিক। ৫ টি মরদেহ ঘরের ভেতর পাওয়া যায়। একটি ছিল ঘরের বাইরে। পুলিশ জানায়, ফরেনসিক পরীক্ষার প্রাথমিক প্রতিবেদন বলছে, ধস্তাধস্তির কোনো ঘটনা ঘটেনি। তবে প্রত্যেকের দেহে বিষ পাওয়া গেছে। গতকাল বিকেলে ঘটনাস্থলে যান থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। কিন্তু তিনি কোনো মন্তব্য করেননি। পুলিশ জানায়, হোটেলের কর্মীদের কাছ থেকে ফোনকল পাওয়ার পরেই তারা ঘটনাস্থলে যান এবং মরদেহ পান। যারা মারা গেছেন, সবারই মঙ্গলবার চেক আউট করার কথা ছিল, এবং তাদের ব্যাগ গোছানো ছিল। ঘরে খাবারও মিলেছে। রুম সার্ভিসে ফোন করে ওই খাবার আনানো হয়েছিল বলে জানা গেছে। কিন্তু খাবার খাওয়া হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা নয়। বিষ দিয়ে ছয়জনকে হত্যা করা হয়েছে। ওই দলের সঙ্গে আরও এক সদস্য যুক্ত বলে মনে করা হচ্ছে। পুলিশ তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। গ্র্যান্ড হায়াত বিখ্যাত হোটেল। বহু পর্যটক এই হোটেলে ওঠেন। এ ঘটনার প্রভাব যাতে পর্যটনে না পড়ে, তার দিকে কড়া দৃষ্টি রেখেছে থাই সরকার। প্রধানমন্ত্রী সব এজেন্সিকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। দুই কোটি ৮০ লাখ বিদেশি পর্যটক গত বছর থাইল্যান্ডে বেড়াতে যান। সব মিলিয়ে তারা কয়েক ট্রিলিয়ন বাট (থাই মুদ্রা) খরচ করেন। পর্যটন থাইল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। এ ঘটনা সে ব্যবসায় যেন প্রভাব না ফেলে, তা নিয়ে সতর্ক থাই সরকার।
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা পবিত্র আশুরা আজ। এটি বিশ্বের মুসলিম উম্মাহর কাছে শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত একটি দিন। হিজরি ৬১ সালের ১০ মহররম ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র হজরত ইমাম হুসাইন (রা.) সপরিবারে ইয়াজিদ বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। ইসলামের ইতিহাসে এই মর্মন্তুদ বিয়োগাত্মক ঘটনা ছাড়াও মহররম মাসের ১০ তারিখ বিশ্বের মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। এজন্যই দিনটি গুরুত্বসহকারে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‘আশুরা’ নামটি আরবি শব্দ ‘আশারা’ থেকে এসেছে। যার অর্থ দশ। আর আশুরা মানে দশম। আর মহররম অর্থ সম্মানিত বা পবিত্র। ইসলামী পরিভাষায়, হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস মহররমের ১০ তারিখকে ‘আশুরা’ বলে। সৃষ্টির শুরু থেকে মহররমের ১০ তারিখে অর্থাৎ পবিত্র আশুরার দিনে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছে। হিজরি ৬১ সনের এই দিনে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.) ও তার পরিবারের সদস্যরা শহীদ হয়েছিলেন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য তাঁদের আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে আছে। বিশ্বের মুসলমানদের কাছে এই দিনটি একদিকে যেমন শোকের, তেমনি অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা জোগায়। তবে কারবালার বিয়োগান্ত ঘটনা ছাড়াও ইসলামের ইতিহাসে এই দিনে অনেক তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে। মুসলমানদের বিশ্বাস, হজরত মুসা (আ.) ফেরাউনের জুলুম থেকে এই দিনে পরিত্রাণ লাভ করেছিলেন তার অনুসারীদের নিয়ে। ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে এই দিনে মুক্তি পান। এমন অনেক তাৎপর্যময় ঘটনা ঘটেছিল এই দিনে। মহান আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়ার আশায় ধর্মপ্রাণ মুসলমানরা নফল রোজা, নামাজ, দানখয়রাত ও জিকির-আসকারের মধ্য দিয়ে এই দিনটি পালন করেন। পবিত্র আশুরা উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার বাণীতে বলেন, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। পবিত্র আশুরার এ দিনে সাম্য, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অগ্রগতি কামনা করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে জাতীয় জীবনে সত্য প্রতিষ্ঠায় জনকল্যাণমুখী কাজে অংশ নিতে হবে।
ওমানে বিরল বন্দুক হামলা, নিহত ৪

ওমানে বিরল বন্দুক হামলা, নিহত ৪ মধ্যপ্রাচ্যের দেশ ওমানের রাজধানী মাস্কাটে একটি মসজিদের কাছে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ওমানে এই ধরনের হামলার ঘটনা বেশ বিরল। দেশটির বন্দুক নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠোর। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী মাস্কাটের আল-ওয়াদি আল-কবির নামক এলাকায় একটি মসজিদের কাছে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। ওমানি পুলিশ বলেছে, এ ঘটনা মধ্যপ্রাচ্যের সবচেয়ে স্থিতিশীল দেশগুলোর একটিতে নিরাপত্তার একটি বিরল লঙ্ঘন। পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় সব নিরাপত্তা ব্যবস্থা এবং পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এখনো হামলাকারীর পরিচয় এবং হামলার কারণ জানা যায়নি। প্রমাণ সংগ্রহ ও প্রাথমিক তদন্ত চলছে। এ ঘটনায় ওমানে মার্কিন দূতাবাস আমেরিকান নাগরিকদের হামলার এলাকা থেকে দূরে থাকার সতর্কতা জারি করেছে। আরব উপদ্বীপের পূর্ব প্রান্তে অবস্থিত দেশ ওমান। সুলতানি আমল থেকেই দেশটিতে সহিংসতা বিরল। তাই ঠিক কি কারণে এ হামলা তা বের করতে কাজ করছে দেশটির পুলিশ।