ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের

ফের কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। রোববার ফ্লোরিডার পাম বিচ থেকে এএফপি জানায়, নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প এই প্রস্তাব দেন। ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র প্রতিবছর ‘কানাডাকে শত শত বিলিয়ন ডলার’ ভর্তুকি দেয়, এটি ছাড়া কানাডা একটি কার্যকর দেশ হিসেবে টিকে থাকতে পারবে না। তাই তিনি বলেন, ‘কানাডার আমাদের প্রিয় ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত, যা কানাডার জনগণের জন্য অনেক কম কর ও আরও ভালো সামরিক সুরক্ষা নিশ্চিত করবে এবং কোনো শুল্ক থাকবে না।’ সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য সম্পর্কের উত্তেজনার প্রেক্ষাপটে ট্রাম্প এই মন্তব্যের পুনরুক্তি করলেন। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫% শুল্ক আরোপের হুমকি দিয়েছে, যা কানাডার অর্থনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। এর প্রতিক্রিয়ায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ২৫% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন, যা মার্কিন পণ্য যেমন বিয়ার, ওয়াইন, ফল, জুস, পোশাক, খেলাধুলার সরঞ্জাম এবং গৃহস্থালী যন্ত্রপাতির ওপর প্রযোজ্য হবে। এছাড়া, কানাডার অন্টারিও প্রদেশের মুখ্যৃমন্ত্রী ডগলাস ফোর্ড ২৭ ফেব্রুয়ারি একটি আগাম নির্বাচনের ডাক দিয়েছেন, যাতে তিনি ট্রাম্পের প্রস্তাবিত শুল্কের বিরুদ্ধে শক্তিশালী ম্যান্ডেট পেতে পারেন। ফোর্ড সতর্ক করেছেন যে, এই শুল্ক অন্টারিওর অর্থনীতিতে গুরুতর প্রভাব ফেলতে পারে এবং হাজার হাজার চাকরি হুমকির মুখে পড়বে। ট্রাম্পের প্রস্তাবের প্রতিক্রিয়ায় কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি এই মন্তব্যকে ‘কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা’ বলে আখ্যায়িত করেছেন। ট্রাম্পের এই প্রস্তাব এবং সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘস্থায়ী মিত্রতার মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। জানুয়ারি মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের ঘোষণা দেওয়ার পর ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘কানাডার অনেক মানুষ আমাদের ৫১তম রাজ্যের অংশ হতে চায়।’ তিনি আরও উল্লেখ করেন, ‘যদি কানাডা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে কোনো শুল্ক থাকবে না, কর অনেকটাই কমে যাবে এবং তারা রাশিয়ান ও চীনা জাহাজের হুমকি থেকে সম্পূর্ণ নিরাপদ থাকবে।’ এর আগে, ডিসেম্বর ২০২৪ সালে, ফ্লোরিডায় অনুষ্ঠিত একটি বৈঠকে ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে প্রস্তাব দেন যে, কানাডা চাইলে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হতে পারে। তবে, এই প্রস্তাবটি হাস্যরসের ছলে করা হয়েছিল বলে জানা যায়।
কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মৃত ৭০০

কঙ্গোতে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে মৃত ৭০০ আফ্রিকার দেশ কঙ্গোর পূর্বাঞ্চলে বিদ্রোহীগোষ্ঠী এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে পাঁচ দিনে ৭০০ জনের মৃত্যু হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ের আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। জাতিসংঘের মুখাপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, গত রবিবার থেকে রুয়ান্ডা সমর্থিত এম২৩ গ্রুপের সঙ্গে লড়াইয়ে উত্তর কিভু প্রদেশের রাজধানী গোমায় এ পর্যন্ত আহত হয়েছে ২ হাজার ৮০০ জন। গতকাল ডুজারিক বলেন, রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও এর অংশীদার সংস্থা এবং কঙ্গো সরকারের সঙ্গে পরিচালিত একটি যৌথ মূল্যায়ন থেকে হতাহতের এই পরিসংখ্যান পাওয়া গেছে।
মিয়ানমারে ৬ মাস বাড়ল জরুরি অবস্থার মেয়াদ

মিয়ানমারে ৬ মাস বাড়ল জরুরি অবস্থার মেয়াদ মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনী জরুরি অবস্থা আরো ৬ মাসের জন্য বাড়িয়েছে। আজ রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ২০২১ সালে নোবেল শান্তি পুরষ্কার বিজয়ী অং সান সু চির নির্বাচিত বেসামরিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করেছিল সেনাবাহিনী। এরপর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছে। রাষ্ট্র পরিচালিত এমআরটিভি তার টেলিগ্রাম চ্যানেলে জরুরি অবস্থা বৃদ্ধির ঘোষণা দিয়ে বলেছে, সাধারণ নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য এখনো আরো অনেক কাজ বাকি আছে। বিশেষ করে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য, স্থিতিশীলতা এবং শান্তি এখনো প্রয়োজন। রয়টার্স জানিয়েছে, নির্বাচনের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জান্তা সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে।
যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪০ মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে একটি যাত্রীবাহী বিমান ও হেলিকপ্টার সংঘর্ষের পর এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর নদীতে পড়ে যাওয়া দুই আকাশজানের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করছেন মার্কিন জরুরি বিভাগের কর্মীরা। বিবিসি নিউজ জানিয়েছে, যাত্রীবাহী বিমানটিতে মোট ৬০ জন যাত্রী এবং ৪ জন ক্রু সদস্য ছিলেন। আর হেলিকপ্টারে তিনজন মার্কিন সেনা ছিলেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত বুধবার রাত ৯টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের রানওয়ে ৩৩-এর কাছাকাছি সংঘর্ষের ঘটনাটি ঘটে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় পড়া বিমানটি কানসাসের উইচিটা থেকে ওয়াশিংটন ডিসির উদ্দেশে যাত্রা করেছিল। এই দুর্ঘটনার পর গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং স্থানীয় জনগণও তাদের সহায়তা করতে ঘটনাস্থলে হাজির হয়েছেন। এই পরিস্থিতিতে সবাই একসাথে চেষ্টা করছে যাতে আরও সম্ভাব্য জীবিতদের উদ্ধার করা যায়। প্রায় ৩০০ জন জরুরি সেবা কর্মী বর্তমানে কাজ করছেন। তারা পুলিশ, ডাইভার এবং নৌকাগুলির মাধ্যমে পোটোম্যাক নদীতে জীবিতদের খোঁজার চেষ্টা করছেন, যদিও পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং— বাতাস তীব্র এবং অন্ধকার। সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। ওয়াশিংটন, ডিসির বাসিন্দা আবাদি ইসমাইল নামের এক প্রত্যক্ষর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। আবাদি বলেন, আমি দুইটি অস্বাভাবিক শব্দ শুনেছি, যা আমি আগে কখনো শুনিনি এবং এটি যুদ্ধের মতো শোনাচ্ছিল। তিনি শব্দ শুনে দ্রুত জানালায় দৌড়ে যান কিন্তু বাইরে দেখেন শুধু ধোঁয়া উড়ছে। আবাদি জানান, এই ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে। দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে।
ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫ ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। এবছর এই মেলায় ৪০ কোটি মানুষের আগমন ঘটতে পারে বলে ভারত সরকার ধারণা করেছিল। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে, ১৩ জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম ‘শাহী স্নান’ দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এবছর মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু-সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গম স্থলে স্নান করলে ‘মোক্ষ’ লাভ করা যায়।
সরকার নুমালীগড় থেকে কিনবে ১১৩৮ কোটি টাকার ডিজেল

সরকার নুমালীগড় থেকে কিনবে ১১৩৮ কোটি টাকার ডিজেল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে এই ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জনা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৫ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৪ সালের ৭ নভেম্বর ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। তারই আলোকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% ‘সালফার’) ক্রয়ের সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই ডিজেল আমদানির ব্যয় ধরা হয় ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে ৫.৫০ ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয়।
পাকিস্তানে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৬ পাকিস্তানের শিল্প এলাকা মুলতানে গ্যাসভর্তি একটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরবেলায় এলপিজি ট্যাংকারে বিস্ফোরণের কারণে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ওই অঞ্চলের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলি জিও নিউজকে বলেছে, বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং আগুনে গবাদি পশুও পুড়ে মারা গেছে।
সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। গত গতকাল এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের দারফুরের এল-ফাশার অঞ্চলের সর্বশেষ যেকয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছায়। তবে আঞ্চলটির গভর্নর মিনি মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে হত্যা করা হয়েছে। সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০২৩ সালে গাজা সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে এই চারজনকে বন্দি করা হয়েছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিম্মি চারজনকে তাদের সামরিক পোশাক পরিয়ে আনা হয়েছিল। তাদের রেড ক্রস সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। চার নারীকে বহনকারী গাড়িটি গাজা ছেড়ে গেছে। গতকাল হামাস জানিয়েছিল, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জিম্মি থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে।