01713248557

ভারতে ৭০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনা নিহত

ভারতে ৭০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনা নিহত সিকিম যাওয়ার পথে ভারতীয় সেনাবাহিনীর একটি গাড়ি ৭০০ ফুট গভীর খাদে পড়ে ৪ সেনা সদস্য নিহত হয়েছেন। সৈন্যদের বহর করা ওই গাড়িটি পশ্চিমবঙ্গের ঝুলুক থেকে সিল্ক রুট ধরে সিকিমের পাকওন জেলায় যাওয়া পথে এ ঘটনা ঘটে। এনডিটিভির খবরে বলা হয়েছে গাড়িটিতে ৪ জন আরোহী ছিলেন যাদের সবাই ঘটনাস্থলেই মারা যান বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি, তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহতদের মরদেহ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল পাপুয়া নিউগিনি প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলীয় উপকূলের কাছে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ ভূ-কম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে ভূমিকম্পে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। রয়টার্সের খবরে বলা হয়েছে, সকালে পাপুয়া নিউগিনির উত্তর উপকূলের কাছে ৬ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে বলে নিশ্চিত করেছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)। ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬.২১ মাইল) গভীরে ভূমিকম্পটি অনুভূত হয় বলে সংস্থাটি জানায়। এর আগে গত মার্চ মাসে পাপুয়া নিউগিনিতে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ভয়াবহ সেই ভূমিকম্পে অন্তত পাঁচজনের মৃত্যু হয়। এছাড়া ধ্বংস হয়েছিল বহু ঘরবাড়ি।

নিউজিল্যান্ডের মাওরিদের নতুন রানি এনগা

নিউজিল্যান্ডের মাওরিদের নতুন রানি এনগা নিউজিল্যান্ডের মাওরি জাতিগোষ্ঠীর রানি হলেন ২৭ বছর বয়সী এনগা ওয়াই হোনো ই তে পো পাকি। আজ বৃহস্পতিবার নতুন রানির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়। ঐতিহ্য মেনে মাওরি প্রধানেরা তাকে অভিষিক্ত করেন। ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, এনগা হলেন সদ্যপ্রয়াত মাওরি রাজা তুহেইশিয়ার ছোট ও একমাত্র মেয়ে। গত শুক্রবার হৃদযন্ত্রের অস্ত্রোপচারের পর রাজার মৃত্যু হয়। আজ বৃহস্পতিবার এনগা সিংহাসনে বসেন। মাওরিপ্রধানদের নিয়ে গঠিত একটি কাউন্সিল এনগাকে নতুন রানি হিসেবে বেছে নেন। এনগা ছাড়াও প্রয়াত রাজার দুই ছেলেসন্তান আছে। তারা এনগার বড়।  স্থানীয় মিডিয়া জানিয়েছে, আগে প্রয়াত রাজার বড় ছেলেকে প্রথমে রাজা করার কথা ভাবা হয়েছিল। কিন্তু গত কয়েক বছরে এনগার নাম পরবর্তী রানি হিসেবে প্রাধান্য পায়। মাওরি কাউন্সিলের সাংস্কৃতিক পরামর্শদাতা কারাতিয়ানা তাইয়ুরু বার্তাসংস্থা এএফপি-কে জানিয়েছেন, ‘সাধারণ মাওরি ঐতিহ্য অনুসারে রাজার বড় ছেলেই সিংহাসনে বসার ক্ষেত্রে প্রাধান্য পায়। এক্ষেত্রে সেই ঐতিহ্য থেকে সরে এসেছেন মাওরিরা।’ তিনি বলেছেন, ‘একজন তরুণী মাওরি নারী রানি হচ্ছেন এটা দেখাও সৌভাগ্যের বিষয়। এনগা হলেন মাওরিদের দ্বিতীয় রানি। তার ঠাকুমা ছিলেন প্রথম রানি। ২০০৬ সালে তিনি মারা যান।’ এনগা এমন একসময়ে রানি হলেন, যখন মাওরিদের নেতৃত্ব পর্যায়ে থাকা ব্যক্তিরা বয়সের ভারে ন্যুব্জ। আবার সম্প্রদায়টি এখন নানান চ্যালেঞ্জের মুখোমুখি। তাইউরু বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), জেনেটিক পরিবর্তন, বৈশ্বিক উষ্ণায়নসহ আরও অনেক সামাজিক পরিবর্তনের এই সময়ে নিউজিল্যান্ডের বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী নানা প্রশ্ন ও হুমকির মুখোমুখি। এমন পরিস্থিতিতে মাওরিরা নেতৃত্বের আসনে নতুন ও তরুণ প্রজন্মের কাউকে প্রত্যাশা করছিল।

বন্যা প্রতিরোধে ব্যর্থতায় উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তাকে মৃত্যুদন্ড

বন্যা প্রতিরোধে ব্যর্থতায় উত্তর কোরিয়ায় ৩০ কর্মকর্তাকে মৃত্যুদন্ড বিধ্বংসী বন্যা ও ভূমিধস প্রতিরোধে ব্যর্থতার কারণে ৩০ কর্মকর্তার ফাঁসি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষনেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।  সম্প্রতি বন্যা ও ভূমিধঞসে উত্তর কোরিয়ায় প্রায় এক হাজার জনের মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ার একজন কর্মকর্তার বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার চোসুন টিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন সাম্প্রতিক বন্যার কারণে প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। কর্মকর্তাদের বিরুদ্ধেও দুর্নীতি ও দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে। গত মাসের শেষের দিকে কার্যকর করা হয়েছে বলে জানা গেছে। এক কর্মকর্তা বলেছেন, ‘ধারণ করা হচ্ছে বন্যা কবলিত এলাকায় ২০ থেকে ৩০ জন ক্যাডারকে গত মাসের শেষের দিকে একই সময়ে মৃত্যুদন্ড দেওয়া হয়েছিল।’ অবশ্য মৃত্যুদণ্ডপ্রাপ্ত কর্মকর্তাদের পরিচয় অপ্রকাশিত রয়ে গেছে। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানিয়েছে, উনে যেসব কর্মকর্তাকে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছেন তাদের মধ্যে ২০১৯ সাল থেকে চাগাং প্রদেশের প্রাদেশিক পার্টি কমিটির সেক্রেটারি হিসাবে দায়িত্ব পালন করা কাং বং-হুন রয়েছেন।

আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক

আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক ২৭ বছর পর প্রথমবারের মতো আদমশুমারি করা হবে ইরাকে। আগামী নভেম্বরে এ লক্ষ্যে দেশটিতে জারি করা হবে দুই দিনের কারফিউ। রোববার (১ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।  ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী রোববার এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’  দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে। কয়েক দশকের সংঘাত ও সহিংসতার কারণে বিধ্বস্ত দেশ ইরাকে বেশ কয়েকবার আদমশুমারি স্থগিত করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণেও আদমশুমারি স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সাধারণ আদমশুমারি ১৯৯৭ সালে ১৫টি ইরাকি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত। বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইরাক সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে। আর তাই ২৭ বছর পর আদমশুমারির আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন বলে ধারণা করা হয়। অতীতে, ইরাক প্রতি ১০ বছর পর পর আদমশুমারি করত। কিন্তু ১৯৯৭ সালের পর পরবর্তী আদমশুমারি ২০০৭ সালে করা যায়নি। কারণ দেশটি সেসময় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক

আদমশুমারির জন্য ২ দিনের কারফিউ জারি করবে ইরাক ২৭ বছর পর প্রথমবারের মতো আদমশুমারি করা হবে ইরাকে। আগামী নভেম্বরে এ লক্ষ্যে দেশটিতে জারি করা হবে দুই দিনের কারফিউ। গতাকাল রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী  এক বিবৃতিতে বলেছেন, ‘জনসংখ্যা শুমারি করার জন্য ২০ এবং ২১ নভেম্বর ইরাকের সমস্ত প্রদেশে কারফিউ জারি করা হবে।’ দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আদমশুমারির আগে পরিসংখ্যানগত কর্মীদের প্রশিক্ষণের জন্য কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সাথে সমন্বয় চূড়ান্ত করাসহ বিভিন্ন ব্যবস্থা অনুমোদন করা হয়েছে। এছাড়াও কর্মীদের প্রশিক্ষণের জন্য শ্রেণীকক্ষ এবং যুব কেন্দ্র প্রদানের জন্য একাধিক মন্ত্রণালয় থেকে সহায়তা পাওয়া যাবে। কয়েক দশকের সংঘাত ও সহিংসতার কারণে বিধ্বস্ত দেশ ইরাকে বেশ কয়েকবার আদমশুমারি স্থগিত করা হয়েছে। বিশেষ করে ২০১০ সালে বিতর্কিত অঞ্চল নিয়ে উত্তেজনার কারণেও আদমশুমারি স্থগিত করা হয়েছিল। সর্বশেষ সাধারণ আদমশুমারি ১৯৯৭ সালে ১৫টি ইরাকি প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল। সেসময় দেশটির উত্তরাঞ্চলীয় তিনটি প্রদেশ এই আদমশুমারির বাইরে ছিল। মূলত উত্তরাঞ্চলীয় ওই তিনটি প্রদেশ নিয়ে আধা-স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চল গঠিত। বিক্ষিপ্ত সহিংসতা এবং রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও ইরাক সাম্প্রতিক বছরগুলিতে কিছুটা স্থিতিশীলতার আভাস ফিরে পেয়েছে। আর তাই ২৭ বছর পর আদমশুমারির আয়োজন করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশটি। বর্তমান দেশটির জনসংখ্যা প্রায় ৪৩ মিলিয়ন বলে ধারণা করা হয়। অতীতে, ইরাক প্রতি ১০ বছর পর পর আদমশুমারি করত। কিন্তু ১৯৯৭ সালের পর পরবর্তী আদমশুমারি ২০০৭ সালে করা যায়নি। কারণ দেশটি সেসময় সাম্প্রদায়িক সহিংসতায় জড়িয়ে পড়েছিল।

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ৮ যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে ৩১ আগস্ট ভয়াবহ বাস দুর্ঘটনা হয়েছে। এতে অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অনেকে। খবর দ্য গার্ডিয়ানের। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার ওয়ারেন কাউন্টির ভিক্সবার্গ শহরে বাস উল্টে এই দুর্ঘটনা হয়। নিহতদের মধ্যে ১৬ বছর বয়সী এক মেয়ে ও তার ৬ বছর বয়সী ভাই রয়েছে। ওয়ারেন কাউন্টির করোনার ডাগ হাস্কি জানিয়েছেন, শিশুদুটোর মা তাদের মরদেহ শনাক্ত করেছে। নিহত অন্য ব্যক্তিদের পরিচয় শনাক্তে চেষ্টা করছে কর্তৃপক্ষ। তিনি আরও বলেছেন, বাসের অধিকাংশ যাত্রী ছিলেন লাতিন আমেরিকান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছে এবং আরেকজন হাসপাতালে। মিসিসিপি মহাসড়ক টহল পুলিশ জানিয়েছে, ইন্টারস্টেট ২০-তে ‘ভলভো ২০১৮’ মডেলের যাত্রীবাহী বাণিজ্যিক বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ৩৭ জন যাত্রীকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেইফটি বোর্ড জানিয়েছে, বাসটি স্থানীয় সময় রাত সাড়ে ১২টায় দুর্ঘটনার কবলে পড়ে। ধারণা করা হচ্ছে, বাসের টায়ার ফেটে গেছে এবং এরপরেই দুর্ঘটনা ঘটেছে। ওয়ারেন কাউন্টি শেরিফ মার্টিন পেস স্থানীয় সংবাদমাধ্যমে বলেছেন, ‘মানুষের হতাহতের ঘটনা সবসময়েই দুঃখজনক। কিন্তু একই ঘটনায় যখন একাধিক প্রাণহানি হয়, তখন বিষয়টা আরও মর্মান্তিক।’

রাশিয়ায় ২২ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজ

রাশিয়ায় ২২ যাত্রীসহ হেলিকপ্টার নিখোঁজ রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ শনিবার ২২ যাত্রীসহ একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। রাশিয়ার ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফেডারেল এয়ার ট্রান্সপোর্ট এজেন্সি শনিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে জানায়, এমআই-৬ হেলিকপ্টারটি কামচাটকা অঞ্চলের ভাচকাজেটস আগ্নেয়গিরি থেকে মাইকোলাইভকা গ্রামে যাচ্ছিল। এটি নির্ধারিত সময়ে গন্তব্যে অবতরণ করেনি এবং যোগাযোগে নেই।’ সংস্থাটি বলছে, হেলিকপ্টারটিতে ১৯ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিল। নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছৈ। এমআই-৮ একটি দুই ইঞ্জিনের হেলিকপ্টার, যা ১৯৬০ এর দশকে ডিজাইন করা হয়েছিল। এটি ব্যাপকভাবে রাশিয়ায় ব্যবহৃত হয়। এছাড়া অন্যান্য আরও কিছু দেশেও এ ধরনের হেলিকপ্টার ব্যবহার করা হয়।

চীনের স্বল্পমেয়াদী ভিসা নিতে লাগবে না আঙুলের ছাপ

চীনের স্বল্পমেয়াদী ভিসা নিতে লাগবে না আঙুলের ছাপ স্বল্পমেয়াদী চীনা ভিসা নিতে ফিঙ্গারপ্রিন্ট  থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শনিবার ( ৩১ আগস্ট) ঢাকার চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, চীনা ভিসার আবেদনকারীদের আরও সুবিধার জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্প-মেয়াদি ভিসার (১৮০ দিনের কম) ক্ষেত্রে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ সাল  পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেওয়া হবে।

পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৩ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল

পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৩ দিন যুদ্ধ বন্ধ রাখবে ইসরায়েল ফিলিস্তিনের গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত ৩ দিনের জন্য মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। ডব্লিউএইচও বলছে, প্রতিদিন গাজার স্থানীয় সময় সকাল ৬টা থেকে বিকেল ৩টার মধ্যে অন্তত ৮ ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি করা হয়েছে। ফিলিস্তিনে ডব্লিউএইচওর প্রতিনিধি রিক পিপারকর্ন বলেন, মধ্য গাজায় ১ সেপ্টেম্বর থেকে ৩ দিনব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। টিকাদানের এ সময়জুড়ে মানবিক যুদ্ধবিরতি বজায় থাকবে। পয়োব্যবস্থার অভাব, স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা ও টিকা–সংকটে গাজায় দ্রুত পোলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাইরাসটি ইসরায়েলেও ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে।