আইসল্যান্ডে বরফের গুহা ভেঙে ১জন নিহত, ২জন নিখোঁজ

আইসল্যান্ডে বরফের গুহা ভেঙে ১জন নিহত, ২জন নিখোঁজ আইসল্যান্ডের দক্ষিণাঞ্চলে ব্রেডামেরকুর্জোকুল হিমবাহ দেখতে গিয়েছিল একটি পর্যটক দল। সেখানে বরফের একটি গুহা আংশিকভাবে ভেঙে একজনের প্রাণ গেছে।খবর আল জাজিরার। রোববারের ঘটনায় দুজন গুরুতর আহত হন। তাদের একজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজনকে নেওয়া হয় রাজধানী রেইকিয়াভিকের একটি হাসপাতালে নেওয়া হয়। সুদুরল্যান্ড পুলিশ বলছে, চারজন বরফের নিচে আটকা পড়েন। দুজনকে উদ্ধার করা হয়। তারা গুরুতর আহত হন। বাকি দুজনকে খুঁজতে অনুসন্ধান চলছে। স্থানীয় খবরের ওয়েবসাইট ভিসির জানায়, আইসল্যান্ডিক কোস্ট গার্ড এবং ডেনিশ নৌবাহিনীর তিনটি হেলিকপ্টার ছাড়াও সব বাহিনীর উদ্ধারকারী দল অনুসন্ধান করছিল।ভিসির জানায়, উঁচুনিচু ভূমির কারণে বড় আকারের বরফ ভাঙার যন্ত্র ঘটনাস্থলে নেওয়া যাচ্ছিল না। উদ্ধারকারী দলগুলো হাতে ব্যবহার করার করাতসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে সেখানে যাচ্ছে।বিপজ্জনক অবস্থার কারণে রাতে উদ্ধার অভিযানটি স্থগিত করা হয়। তবে পুলিশ জানায়, সোমবার সকালে উদ্ধার প্রচেষ্টা আবার শুরু হবে।পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে বরফের গুহা ভেঙে পড়ার খবর পায়। ২৫ জনের পর্যটক দল ও তাদের ট্যুর গাইডের মধ্যে চার জনজন গুহা দেখতে গিয়ে আটকা পড়েন। বরফের গুহাটির অবস্থান জোকুলসারলন হিমবাহ উপহ্রদের কাছেই। এটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।

আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা, পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক

আফগানিস্তানে নারীদের মুখ ঢাকা, পুরুষের দাড়ি রাখা বাধ্যতামূলক আফগানিস্তানে পুরুষদের দাঁড়ি রাখা ও বাইরে বের হলে নারীদের মুখ ঢাকাসহ কঠোর পর্দা অনুসরণ বাধ্যতামূলক করেছে ক্ষমতাসীন তালেবান সরকার। বিবিসির খবরে বলা হয়েছে, গত ২১ আগস্ট থেকে এ সংক্রান্ত নতুন একটি আইন আনুষ্ঠানিকভাবে দেশটিতে কার্যকর করা হয়েছে। ৩৫ ধারার আইনটিতে বিভিন্ন বিষয় নিষিদ্ধও করা হয়েছে। নিষিদ্ধ বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো- নারীরা গাড়ি চালাতে পারবেন না, কেউ গান শুনতে পারবেন না, পুরুষসঙ্গী ছাড়া কোনো গাড়ি চালক নারীকে পরিবহন করতে পারবেন না। এছাড়া নতুন এ আইন অনুযায়ী আফগানিস্তানের মিডিয়াগুলোকে শরীয়াহ আইন মেনে চলতে হবে এবং তারা জীবন্ত কোনো কিছুর ছবি প্রকাশ করতে পারবে না।

সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট

সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টি, ডুবে গেছে গাড়ি-রাস্তাঘাট সৌদি আরবজুড়ে ভারী বৃষ্টিপাতের কারণে বন্যার দেখা দিয়েছে। এতে বহু গাড়ি পুরোপুরি ডুবে গেছে এবং রাস্তার অনেক ক্ষতি হয়েছে। সেইসঙ্গে বন্ধ হয়েছে যান চলাচল। গতকাল গালফ নিউজের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার মক্কা, মদিনা এবং অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টিপাত, প্রবল বাতাস ও বজ্রপাত হয়েছে। মক্কার ক্লক টাওয়ারের কাছেও ব্রজপাত হয়েছে। দেশটির ন্যাশনাল সিকিউরিটি অপারেশনস সেন্টার মক্কাতে আরও ভারী বৃষ্টপাতের সকর্তকতা জারি করেছে। আরও ভারী বৃষ্টিপাত হতে পারে- এ নিয়ে সৌদি আরবের বেশ কিছু অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে ১১ পুলিশ নিহত

বন্দুকধারীদের হামলায় পাকিস্তানে ১১ পুলিশ নিহত পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে বন্দুকধারীদের হামলায় ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন। গতকাল প্রদেশের রহিম ইয়ার খান এলাকার কাচা শহরে এ ঘটনা ঘটে। দেশটির পুলিশ জানিয়েছে, ডাকাতদের ধরতে রহিম ইয়ার খান এলাকার মরুভূমিতে টহল দেয়ার সময় হামলার শিকার হন পুলিশ সদস্যরা। হামলাকারীরা রকেটচালিত গ্রেনেডও ব্যবহার করেছে। ধারণা করা হচ্ছে, ডাকাতরাই এ হামলা চালিয়েছে। পাঞ্জাব পুলিশ প্রধান আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।

আফগানিস্তানে দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য চাকরিচ্যুত

আফগানিস্তানে দাড়ি না রাখায় নিরাপত্তা বাহিনীর ২৮০ সদস্য চাকরিচ্যুত দাড়ি না রাখায় আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর ২৮০ জনের বেশি সদস্যকে চাকরি থেকে বরখাস্ত করেছে দেশটির ক্ষমতাসীন গোষ্ঠী তালেবান। একই সঙ্গে অনৈতিক কাজের সাথে জড়িত থাকায় গত এক বছরে দেশটিতে ১৩ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। মঙ্গলবার তালেবানের নৈতিকতা মন্ত্রণালয়ের কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। দেশটির পাপ প্রতিরোধ ও পূণ্যের প্রচারবিষয়ক মন্ত্রণালয়ের বার্ষিক হালনাগাদ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, আটককৃতদের মধ্যে প্রায় অর্ধেককে আটকের ২৪ ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। আটকের ক্ষেত্রে অভিযুক্তদের অপরাধের ধরন কিংবা লিঙ্গকে বিচারে নেওয়া হয়নি। মন্ত্রণালয়ের পরিকল্পনা ও আইন বিভাগের পরিচালক মহিবুল্লাহ মোখলিস এক সংবাদ সম্মেলনে বলেছেন, কর্মকর্তারা গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্র ধ্বংস করেছেন এবং হাজার হাজার কম্পিউটার অপারেটরকে বাজারে অনৈতিক চলচ্চিত্র বিক্রিতে বাধা দিয়েছেন। তিনি বলেছেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিরাপত্তা বাহিনীতে কর্মরত দাড়ি না রাখা ২৮১ সদস্যকে শনাক্ত করার পর তাদের চাকরি থেকে বরখাস্ত করেছেন। ইসলামি আইনের ব্যাখ্যা মেনে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর কাবুলে দেশটির মহিলাবিষয়ক মন্ত্রণালয় ভেঙে দেয় তালেবান। একই সঙ্গে মহিলা মন্ত্রণালয়ের ভবনে পাপ প্রতিরোধ ও পূণ্য প্রচারবিষয়ক মন্ত্রণালয় গড়ে তোলা হয়। নারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিধি-নিষেধ ও মতপ্রকাশের স্বাধীনতায় বাধা দেওয়ার অভিযোগ তুলে আফগানিস্তানের এই মন্ত্রণালয়ের সমালোচনা করেছে জাতিসংঘ-সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।

পাকিস্তানে ইন্টারনেট ধীরগতির জন্য ভিপিএন দায়ী, বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী !

পাকিস্তানে ইন্টারনেট ধীরগতির জন্য ভিপিএন দায়ী, বললেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ! পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে। আন্দোলনের কারণে সরকারের বিরুদ্ধে ইন্টারনেট ধীরগতির অভিযোগ উঠেছে। এটাকে আন্দোলনকারীদের কার্যক্রমে বাধা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে পাকিস্তানে ইন্টারনেটের ধীরগতির জন্য সরকারের কোনো ভূমিকা নেই বলে দাবি করেছেন দেশটির তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ফাতিমা খাজা। তিনি জানিয়েছেন, ভিপিএনের অতিরিক্ত ব্যবহারের কারণেই ইন্টারনেটের গতি কমেছে। গত ১৮ আগস্ট এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এই বক্তব্য দেন। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের একটি জাতীয় ফায়ারওয়াল এবং কন্টেন্ট ফিল্টারিং সিস্টেম পরীক্ষার কারণে ইন্টারনেটের গতি কমেছে। ফাতিমা খাজা বলেন, নির্দিষ্ট কিছু অ্যাপ ব্লক করার পর ব্যবহারকারীরা ভিপিএনের মাধ্যমে সেই অ্যাপগুলোর সেবা নেওয়ার চেষ্টা করেন, যা ইন্টারনেটের গতিকে প্রভাবিত করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, ভিপিএন ব্যবহার শুধুমাত্র কিছু স্বতন্ত্র ব্যবহারকারীর সংযোগকে প্রভাবিত করতে পারে, যা দেশব্যাপী ইন্টারনেট সমস্যার জন্য যথেষ্ট নয়।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন পেতংতার্ন সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফেউ থাই পার্টির নেতা পেতংতার্ন সিনাওয়াত্রা। থাই রাজা মাহা ভাজিরালংকর্ন প্রধানমন্ত্রী হিসেবে তার নিয়োগ নিশ্চিত করার পর ১৮ আগস্ট শপথ নেন তিনি। ৩৭ বছর বয়সী পেতংতার্ন সিনাওয়াত্রা বিতর্কিত সাবেক থাই প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিনের মেয়ে। বয়সের দিক থেকে তিনিই দেশটির সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন। গত শুক্রবার থাইল্যান্ডের পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে প্রধানমন্ত্রী নির্বাচিত হন পেতংতার্ন। তিনি থাইল্যান্ডের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং সিনাওয়াত্রা পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রধানমন্ত্রী হলেন। এর আগে ফেউ থাই পার্টির আরেক নেতা স্রেথা থাভিসিন দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। দুর্নীতির দায়ে দণ্ডিত একজন আইনজীবীকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে ‘নৈতিকতার নিয়ম লঙ্ঘনের’ অভিযোগ মাথায় নিয়ে তাকে ক্ষমতা ছাড়তে হয়। বুধবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করেন। একই সঙ্গে মন্ত্রীসভাও ভেঙে দেওয়ার রায় দেন আদালত। পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে পেতংতার্নের পক্ষে ৩১৯টি ভোট পড়ে। আর বিপক্ষে ভোট পড়ে ১৪৫টি ভোট। পেতংতার্ন হলেন গত দুই দশকে সিনাওয়াত্রা পরিবার থেকে প্রধানমন্ত্রী হওয়া চতুর্থ ব্যক্তি। থাইল্যান্ডের স্কুল এবং যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। পেতংতার্ন ২০২২ সালে রাজনীতিতে প্রবেশ করেন। এর আগে তিনি পারিবারিক হোটেল ব্যবসা দেখভাল করতেন। তার স্বামী ওই শিল্প গোষ্ঠীর উপ-প্রধান বিনিয়োগ কর্মকর্তা হিসেবে নিযুক্ত রয়েছেন।

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ায় শক্তিশালী ভূমিকম্প রাশিয়ার একেবারে পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপ উপকূলে রোববার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.০। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানিয়েছে। খবর এএফপি’র। স্থানীয় জরুরী মন্ত্রণালয় জানায়, এ অঞ্চলের রাজধানী পেত্রপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূল বরাবর ভূকম্পনটি অনুভূত হয়। কামচাটকা অঞ্চলে রাশিয়ার জরুরী মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রাম বার্তায় বলেছে, ‘উদ্ধার এবং দমকলকর্মীদেরকে বিভিন্ন ভবন পরিদর্শন করতে দেখা গেছে।’ মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরপরই ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ভূপৃষ্ঠের ৫০ কিলোমিটার (৩০ গভীরে। মার্কিন জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র প্রথমে সুনামির হুমকি জারি করলেও পরে তা তুলে নেয়।

আঘাত হানল হারিকেন আর্নেস্টো

আঘাত হানল হারিকেন আর্নেস্টো হারিকেন আর্নেস্টো স্থানীয় সময় আজ ভোরে বারমুডায় আঘাত হেনেছে। এ সময় সেখানে প্রবল বৃষ্টি ও শক্তিশালী বাতাস বয়ে যায়। এতে ব্রিটিশ আটলান্টিক মহাসাগরীয় অঞ্চলের অধিকাংশ এলাকায় বিদ্যুৎবিভ্রাট দেখা দিয়েছে। আবহাওয়াবিদরা বিপজ্জনক ঝড়, জলোচ্ছ্বাস ও বন্যার সতর্কতা জারি করেছেন। মিয়ামিভিত্তিক ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, এই সপ্তাহের শুরুর দিকে পুয়ের্তো রিকোতে আঘাত হানা ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় স্থলভাগে প্রবেশের পর বারমুডার দ্বীপপুঞ্জের ওপর দিয়ে যাচ্ছিল এবং এর সর্বাধিক গতি ছিল ঘণ্টায় ১৩৭ কিলোমিটার। এনএইচসি সতর্ক করে বলেছে, বারমুডার উপকূলীয় এলাকায় বিপজ্জনক ঝড় ও জলোচ্ছ্বাসের ফলে উল্লেখযোগ্য উপকূলীয় বন্যার আশঙ্কা রয়েছে। উপকূলের কাছাকাছি জলোচ্ছ্বাসের সঙ্গে বিশাল ও ধ্বংসাত্মক ঢেউ দেখা যাবে। আর্নেস্টোর প্রভাবে বারমুডায় ১৫০ থেকে ২২৫ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে ধারণা করা হয়েছিল। এনএইচসি বলেছে, এই বৃষ্টিপাতের ফলে দ্বীপের নিম্নাঞ্চলে উল্লেখযোগ্য প্রাণহানিকর ঝুঁকিপূর্ণ আকস্মিক বন্যা হতে পারে। এদিকে বারমুডার বিদ্যুৎ কম্পানি বেলকো জানিয়েছে, ঝড়ে প্রায় ২৬ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া বারমুডার এলএফ ওয়েড ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট জানিয়েছে, ঝড় কেটে যাওয়ার পর রবিবার পর্যন্ত এটি বন্ধ থাকবে। আর্নেস্টো উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছিল।এটি স্থানীয় সময় শনিবার রাতে ধীরে ধীরে বারমুডা ছেড়ে যাবে এবং সোমবার রাতে পূর্ব কানাডার নিউফাউন্ডল্যান্ডের কাছাকাছি বা পূর্ব দিকে চলে যাবে বলে এনএইচসি জানিয়েছে।

সুদানে আধাসামরিক বাহিনীর হাত থেকে মেয়েদের বাঁচাতে গিয়ে নিহত ৮০

সুদানে আধাসামরিক বাহিনীর হাত থেকে মেয়েদের বাঁচাতে গিয়ে নিহত ৮০ সুদানে একটি গ্রামে আধাসামরিক বাহিনীর হামলায় কমপক্ষে ৮০ জন নিহত হয়েছেন। অভিযোগ রয়েছে দেশটির র‍্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) সদস্যদের ছোড়া গুলিতে এই হতাহতের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, মধ্য সুদানের সিন্নার রাজ্যের জলকনি গ্রামে ১৫ আগস্ট আধাসামরিক বাহিনী আরএসএফ সদস্যরা ওই গ্রামের মেয়েদের অপহরণের জন্য গিয়েছিল। এই সময় স্থানীয়রা বাধা দিলে নির্বিচারে গুলি চালায় আরএসএফ এতে কমপক্ষে ৮০ জন নিহত হন। সিন্নার রাজ্যের রাজধানী সিঙ্গাসহ বড় অংশ গত জুন থেকেই আরএসএফ’র নিয়ন্ত্রণে। রাজ্যের পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করছে সুদানের আরেক আধাসামরিক বাহিনী সুদানিজ আর্মড ফোর্সেসের (এসএএফ)। গত বছর থেকে সুদানের সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই চালিয়েছে যাচ্ছে আরএসএফ। তাছাড়া গত এপ্রিল থেকে এসএফ ও আরএসএফের মধ্যকার লড়াইয়ে প্রাণ হারিয়েছে ১৬ হাজার ৬৫০ জন। সিন্নার রাজ্যে লড়াইয়ে এখন পর্যন্ত সাত লাখ ২৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘের বলছে, সুদানে চলমান সংঘাতে এক কোটি ৭০ লাখ মানুষ বাস্তচ্যুত হয়েছে। আর প্রতিবেশী দেশে আশ্রয় নিয়েছে ২২ লাখ সুদানি। গত ১৪ আগস্ট সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও সুইস কর্মকর্তাদের মধ্যস্থতায় সুদানে যুদ্ধবিরতির জন্য আলোচনা শুরু হয়। তবে এতে অংশ নেয়নি সুদানের সেনাবাহিনী।