৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত

৭৫ বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করে গ্রেপ্তার হওয়া আরও ৭৫ বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির সরকার। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংহতি প্রকাশ করে তারা বিক্ষোভ করেছিলেন তারা। এ নিয়ে মোট ১৮৮ জনকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দিয়েছে আরব আমিরাত। শুক্রবার ২৯ নভেম্বর দুপুরে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টার একান্ত সচিব মো. সারওয়ার আলম। তিনি বলেন, এ ইস্যুতে আমিরাতে আর কোনো বাংলাদেশি গ্রেপ্তার নেই। এর আগে দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, ‘জুলাই-আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতাকে হত্যা ও নিপীড়নের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভ করায় আটক আরও ৭৫ প্রবাসী বাংলাদেশিকে আজ ক্ষমা করল আমিরাত সরকার। এ ঘটনায় এ পর্যন্ত মোট ১৮৮ জনকে মুক্তি দিয়েছে আমিরাত সরকার। এর আগে গত ৩ সেপ্টেম্বর এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছিলেন, গত ২৮ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে টেলিফোনে কথা হয় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের। সেখানে বড় অংশজুড়ে ছিল ৫৭ বাংলাদেশির শাস্তি মওকুফের বিষয়টি। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্টকে প্রবাসী শ্রমিকদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন। প্রেসিডেন্ট তার কথা রেখেছেন। প্রধান উপদেষ্টা এ সুখবরটি পেয়েছেন। উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় ৫৭ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল দেশটির আদালত। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
এপারের বাড়িঘর কেঁপে উঠল মিয়ানমারের বিস্ফোরণে

এপারের বাড়িঘর কেঁপে উঠল মিয়ানমারের বিস্ফোরণে মিয়ানমারের রাখাইন রাজ্যে পর পর কয়েকটি বিকট বিস্ফোরণে এপারে বিস্তীর্ণ এলাকার বাড়িঘর কেঁপে ওঠেছে। এতে সীমান্তের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বৃহস্পতিবার ২৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে তিন থেকে পাঁচটি বিকট শব্দ শুনতে পান টেকনাফ, উখিয়া ও নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাসিন্দারা। সীমান্ত এলাকার মানুষ জানিয়েছেন, গত এক বছরে মিয়ানমারে চলমান সংঘাতে এমন শব্দ তারা কখনও শুনেননি। বিস্ফোরণের শব্দের পর অনেকেই আতঙ্কে বাড়িঘর ছেড়ে রাস্তায় নেমে আসেন। রাত সাড়ে ৮টার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক সীমান্ত এলাকার লোকজন এমন আতঙ্কের কথা প্রকাশও করেছেন। নাইক্ষ্যছড়ির ঘুমধুম থেকে টেকনাফ সদর পর্যন্ত বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন টেকনাফ সদরের বাসিন্দা জাবেদ ইকবাল। ঘুমধুমের বাসিন্দা আজিজুল হক জানান, মিয়ানমারের বলিবাজারের এলাকা থেকে বিকট শব্দ ভেসে আসে। এসময় মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। আরাকান আর্মির ক্যাম্পে মিয়ানমার সরকারি বাহিনী গোলা বর্ষণ করেছে বলে ধারণা করা হচ্ছে। টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর হোসেন বলেন, বৃহস্পতিবার রাতের বিস্ফোরণের শব্দটি অনেক বেশি ভয়াবহ। এমন শব্দ আর কখনও শোনা যায়নি। গোলার শব্দ পাওয়া গেছে উল্লেখ করে পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, রাতে সীমান্তের ওপারে মিয়ানমার থেকে থেমে থেমে ভারী মর্টার শেলের শব্দ শুনতে পেয়েছি। এসব গোলার শব্দ এখন নিয়মিত ঘটনার মতো হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, এ ধরনের গোলার বিকট শব্দ আগে পাওয়া যায়নি। যার ফলে লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করছে। সীমান্তে আগুনের কুণ্ডলী, যুদ্ধবিমানও দেখা গেছে। এ বিষয়ে টেকনাফ উপজেলার ইউএনওর দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আরিফ উল্লাহ নিজামী বলেন, মিয়ানমারের গোলার বিকট শব্দে আমার বাসভবনও কেঁপে উঠেছে। সীমান্তের লোকজনের খোঁজ রাখা হচ্ছে। পাশাপাশি সীমান্তের আমাদের বিজিবি ও কোস্টগার্ড সদস্যরা সর্তক অবস্থানে রয়েছেন। এদিকে, মিয়ানমারের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে কোনো রোহিঙ্গা নাগরিক যেন বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি ও কোস্ট গার্ড সদস্যরা সতর্ক অবস্থানে সীমান্তে কড়া পাহারায় রয়েছে বলে জানিয়েছেন বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের (ভারপ্রাপ্ত) অধিনায়ক মেজর মোহাম্মদ ইশতিয়াক মুর্শেদ।
১১৭ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত সিউলে, নিহত ৪

১১৭ বছরের মধ্যে রেকর্ড তুষারপাত সিউলে, নিহত ৪ রেকর্ড ভেঙেছে দক্ষিণ কোরিয়ার তুষারপাত। ১১৭ বছরের মধ্যে এবারই প্রথম নভেম্বরে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে দেশটির রাজধানী সিউলে। অতিরিক্ত শীতে এরইমধ্যে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স। আজ সিউলের কিছু অংশে স্থানীয় সময় সকাল ৮টার মধ্যে ৪০ সেন্টিমিটারের (১৬ ইঞ্চি) বেশি তুষার জমেছে। জানা গেছে, ইতিমধ্যে ভারী ও রেকর্ড তুষারপাতের কারণে সিউলে ১৪০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। স্থগিত করা হয়েছে ফেরি ও ট্রেন চলাচল। সিউলের পাশাপাশি প্রদেশ গেয়ংগিতেও বৃহস্পতিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার নির্দেশ দিয়েছে প্রাদেশিক কর্তৃপক্ষ। দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বুধবার তুষার চাঁপা পরে সিউল গল্ফ রেঞ্জে একজন মারা যায় এবং দু’জন আহত হয়। এছাড়া আর একজন গাড়ি পার্কে একটি প্রতিরক্ষামূলক তাঁবু ধসে মারা যায়। এছাড়া অতিরিক্ত তুষারপাতে রাজধানীর পূর্বদিকের মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অন্তত আরও দুজন নিহত হয়েছে বলে গণমাধ্যমে জানানো হয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সন্ধ্যায় গ্যাংওয়ান প্রদেশের কেন্দ্রীয় শহর ওনজুতে একটি মহাসড়কে ৫৩টি গাড়ির সংঘর্ষে ১১ জন আহত হয়েছে।
যুদ্ধবিরতি শুরু হিজবুল্লাহ-ইসরায়েল

যুদ্ধবিরতি শুরু হিজবুল্লাহ-ইসরায়েল লেবাননে ইসরায়েল ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। আজ বুধবার স্থানীয় সময় ভোর চারটার দিকে দুপক্ষের যুদ্ধবিরতি শুরু হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই পক্ষ। খবর রয়টার্সের। যুদ্ধবিরতি শুরু হলেও এখনই লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল। তবে ৬০ দিনের মধ্যে তাদের অবশ্যই লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তা। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও বৈরুত জুড়ে গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে এটা উদযাপনের জন্য করা হয়েছে কিনা তা নিশ্চিতভাবে জানা যায়নি। যুদ্ধবিরতি কার্যকরের পর নিজ বাড়িতে ফিরতে শুরু করেছে দক্ষিণ লেবানন থেকে বাস্তুচ্যুত হাজারো মানুষ। তবে লেবাননের সেনাবাহিনী ইসরায়েল সীমান্তবর্তী বসতিদের নিজ বাড়িতে ফিরতে একটু অপেক্ষা করতে বলেছে। গতকাল মঙ্গলবার বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলে তিনি জানান, সকাল ৪টায় যুদ্ধবিরতি কার্যকর হবে।
রাশিয়ার যুদ্ধবিমান পথ আটকাল যুক্তরাষ্ট্রের বি-৫২ বিমানের

রাশিয়ার যুদ্ধবিমান পথ আটকাল যুক্তরাষ্ট্রের বি-৫২ বিমানের বাল্টিক সাগর-সংলগ্ন রাশিয়ার কালিনিনগ্রাদ অঞ্চলের কাছাকাছি যুক্তরাষ্ট্রের দুটি বি-৫২ বোমারু বিমান রাশিয়ার সু-২৭ যুদ্ধবিমানের বাধার মুখে পড়ার ঘটনা ঘটেছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ডের মধ্যে অনুষ্ঠিত একটি সামরিক মহড়ার সময় এ ঘটনা ঘটে। বোমারু বিমানগুলো ফিনল্যান্ডের আকাশসীমায় যৌথ মহড়ায় অংশ নিয়েছিল। ফিনল্যান্ড সম্প্রতি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য হয়েছে। দেশটির সীমান্ত রাশিয়ার সঙ্গে প্রায় ১,৩৪০ কিলোমিটারজুড়ে বিস্তৃত। মহড়ার সময় রাশিয়ার যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানগুলোর গতিরোধ করে। সাম্প্রতিক সময়ে রাশিয়া-যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বেড়েছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভেতরে হামলা চালায়। এর পাল্টা জবাবে মস্কো ইউক্রেনের বিভিন্ন স্থানে মধ্যপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই প্রেক্ষাপটে সোমবারের ঘটনা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার মতে, রাশিয়ার বাধার ধরন পেশাদার এবং নিরাপদ ছিল। ফলে যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো পূর্বপরিকল্পিত পথে থেকে তাদের মহড়া চালিয়ে যায়। ফিনল্যান্ডের বিমানবাহিনী জানিয়েছে, এই মহড়া তাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও উন্নত করতে পরিচালিত হয়েছে। তবে মহড়ার সময় রাশিয়ার বাধা দেওয়ার বিষয়ে তারা কোনো মন্তব্য করেনি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এর পরের বছর ফিনল্যান্ড ন্যাটোর সদস্যপদ লাভ করে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই ফিনল্যান্ড কিয়েভের প্রতি শক্ত সমর্থন দিয়ে আসছে। ইউক্রেনের পাশে থাকা পশ্চিমা দেশগুলোর সঙ্গে ফিনল্যান্ডের এই যৌথ মহড়া রাশিয়ার সঙ্গে উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত

পাকিস্তানে পিটিআইয়ের বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ৬ সদস্য নিহত পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বিক্ষোভ চলাকালে একটি গাড়ি দিয়ে হামলার ঘটনায় চার রেঞ্জার্স ও দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রাতে পিটিআই’র বিক্ষোভ মিছিল ইসলামাবাদে প্রবেশ করলে শ্রীনগর হাইওয়েতে এই সহিংস ঘটনা ঘটে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পিটিআই নেতা ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। এক্সপ্রেস ট্রিবিউনের খবরে বলা হয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তাঝুঁকি বিবেচনায় নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংবিধানের ২৪৫ ধারা সক্রিয় করে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে। কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীকে পরিস্থিতি অশান্ত করার যেকোনো তৎপরতা কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছে, তাদেরকে আন্দোলনকারী ও দুর্বৃত্তদের বিরুদ্ধে নিষ্পত্তিমূলক ব্যবস্থা নেয়ার অনুমতি দিয়েছে, যার মধ্যে দাঙ্গাকারীদের গুলি করার মতো চরম ব্যবস্থা নেওয়ার নির্দেশও রয়েছে।
ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন

ট্রাম্পের শুল্ক হুমকির জবাবে চীন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার প্রথম দিনই অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে চীন-কানাডা-মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন- বলেছেন ডনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিনই চীন, কানাডা এবং মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপ করবেন তিনি। ট্রাম্পের এই হুমকির জবাবে ওয়াশিংটনের চীনা দূতাবাস বলেছে, এই শুল্ক আরোপের ফলে নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র বা চীন কেউই জয়ী হবে না। ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, আগামী বছর ২০ জানুয়ারি তিনি শপথ নেওয়ার পর পরই মেক্সিকো ও কানাডা থেকে আসা সব ধরনের পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের নির্বাহী আদেশ জারি করবেন। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন ও মাদক পাচার ঠেকাতে এ পদক্ষেপ নেবেন তিনি। চীনের ওপর শুল্ক আরোপের প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ চীন সরকার দেশটি থেকে সিনথেটিক ওপিওড ফেন্টানিল মাদক চোরাচালান বন্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত দেশটির ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা থাকবে। ওদিকে, মেক্সিকো এবং কানাডা যতক্ষণ পর্যন্ত মাদক বিশেষ করে, ফেন্টানিল পাচার এবং অবৈধভাবে সীমান্ত পেরোনো অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, ততক্ষণ পর্যন্ত দেশ দুটির ওপর শুল্ক বহাল থাকবে বলে ট্রাম্প জানিয়েছেন। তিনি বলেন, “মেক্সিকো এবং কানাডা দুই দেশেরই দীর্ঘদিনের এই সমস্যা সহজেই সমাধান করার পূর্ণ অধিকার এবং ক্ষমতা আছে। এখন তাদের জন্য চড়া মূল্য চুকানোর সময়। আলাদা আরেক পোস্টে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ার জন্য চীনকে আক্রমণ করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ফেন্টানিলের ব্যবসায় জড়িতদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়ে চীনের কর্মকর্তারা তা পূরণ করেননি। যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ফেন্টানিলে ব্যবহৃত উপাদানগুলোর উৎপাদন বন্ধে আরও বেশিকিছু করার জন্য চীনকে আহ্বান জানিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের হিসাবে, ফেন্টানিল মাদক সেবনের কারণে দেশটিতে গতবছর ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নির্বাচনী প্রচারের সময় ট্রাম্প প্রয়োজন মনে করলে মেক্সিকো ও চীনের ওপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হতে পারে বলেও হুমকি দিয়েছিলেন। আর এখন ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই শুল্ক আরোপের যে অঙ্গীকার করেছেন, তা বাস্তবায়ন হলে যুক্তরাষ্ট্রের তিন বড় বাণিজ্য অংশীদারের মধ্যে উত্তেজনা অনেক বেড়ে যেতে পারে। তাছাড়া, ট্রাম্পের পদক্ষেপে বিশ্বব্যাপী পণ্য সরবরাহের ধারা ব্যাহত হতে পারে। শুল্কের ফলে চাপে পড়বে তিন দেশের বাণিজ্যও। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির জবাবে ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র লিউ পেংইউ এক বিবৃতিতে বলেছেন, “চীনের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়ে চীনের মত হল: চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা পারস্পরিকভাবে উপযোগী। বাণিজ্যযুদ্ধ বা শুল্ক যুদ্ধে কেউই জিততে পারবে না। চীনা দূতাবাসের মুখপাত্র বিবিসি-কে বলেন, “চীন জেনেশুনে ফেন্টানিলে ব্যবহৃত উপাদানের রাসায়নিক যুক্তরাষ্ট্রে যেতে দিচ্ছে এমন ধারণা মোটেও সত্য নয় এবং তা বাস্তবতার বিপরীত।
সেরা ধনী ইলন মাস্ক

সেরা ধনী ইলন মাস্ক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ও শীর্ষ ধনী ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ সর্বকালের সব রেকর্ডকে ছাপিয়ে গেছে। তাঁর নিট সম্পদের মূল্য এখন ৩৪ হাজার ৮০০ কোটি ডলার। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স সূচকের ভিত্তিতে দ্য নিউজ ইন্টারন্যাশনাল এমন খবর প্রকাশ করেছে। এর মধ্য দিয়ে ইতিহাসের সবচেয়ে শীর্ষ ধনীর স্থানটিও দখল করে নিয়েছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্পের জয়ের পর টেসলার শেয়ারদর বাড়তে থাকায় তাঁর সম্পদের পরিমাণও বেড়ে গেছে। মার্কিন নির্বাচনের দিন থেকে টেসলার শেয়ারের দাম ৪০ শতাংশ বেড়েছে। শুধু গত শুক্রবারেই শেয়ারের দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৫২ দশমিক ৫৬ ডলার পর্যন্ত উঠতে দেখা গেছে। তিন বছরের বেশি সময়ের মধ্যে এ দর সর্বোচ্চ। এর মধ্য দিয়ে মাস্কের সম্পদের পরিমাণ ৭০০ কোটি ডলার বেড়েছে। এতে তাঁর নিট সম্পদের পরিমাণ আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। আগের রেকর্ডটি হয়েছিল ২০২১ সালের নভেম্বরে। তখন তাঁর নিট সম্পদের পরিমাণ ছিল ৩২ হাজার ৩০ কোটি ডলার। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় মাস্কের প্রতি বিনিয়োগকারীদের আস্থা বেড়ে গেছে। চলতি বছরের শুরুর দিকে ট্রাম্পকে সমর্থন জানান মাস্ক। ট্রাম্পের প্রচারশিবিরের জন্য ১০০ কোটি ডলার পরিমাণ অর্থ অনুদানও দেন তিনি। ট্রাম্প তাঁর প্রশাসনে ‘ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট ইফিসিয়েন্সি’র চেয়ারপারসন হিসেবে ইলন মাস্ককে নিয়োগ দিতে যাচ্ছেন। এটি একটি নতুন অধিদপ্তর হবে। সেখানে মাস্কের পাশাপাশি জৈবপ্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামাস্বামীও কাজ করবেন। টেসলা ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশ যান তৈরির মতো উদ্যোগগুলোও ইলন মাস্কের সম্পদ বাড়ানোর ক্ষেত্রে ভূমিকা রেখেছে। বিশ্বে ধনীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ল্যারি এলিসনের চেয়ে শীর্ষ ধনী ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৮ হাজার কোটি ডলার বেশি। ল্যারি এলিসনের মোট সম্পদের পরিমাণ ২৩ হাজার ৫০০ কোটি ডলার।
লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ-ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন গ্রামে ও শহরে ব্যাপক বোমা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ন্যাশনাল নিউজ এজেন্সির (এনএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, খিয়াম শহরের চারপাশে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহ যোদ্ধাদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। আজ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। দেইর আল-জাহরানিতে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইতোমধ্যে একজন নিহত হয়েছে। এ ছাড়া ইয়ামার আল-শফিকে অন্তত ১৫টি বাড়ি ধ্বংস হয়েছে। এনএনএ বলছে, কিয়ামে ইসরায়েলি বাহিনী তুমুল বোমাবর্ষণ চালিয়েছে। ইসরায়েলের স্থল বাহিনী শহরটিতে ট্যাঙ্ক নিয়ে অগ্রসরের চেষ্টা চালাচ্ছে।
উত্তাল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের ব্যাপক সংঘর্ষ

উত্তাল পাকিস্তানে পুলিশের সঙ্গে ইমরান সমর্থকদের ব্যাপক সংঘর্ষ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডাকা কর্মসূচি ঘিরে রাজধানী ইসলামাবাদে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কারাগার থেকে দলের নেতার ডাকা বিক্ষোভে সাড়া দিয়ে রাজধানী ইসলামাবাদের দিকে রওনা দিয়েছে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। ইমরান খানের দল পিটিআই সমর্থকদের এ বহরকে আটকাতে নানা পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইসলামাবাদে আসতে থাকা এসব পিটিআই সমর্থকের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষও ঘটছে। বিবিসির লাইভ খবরে বলা হয়েছে, ‘ডি চৌক’এলাকায় অর্থাৎ রাজধানীর প্রবেশমুখে ব্যারিকেড দেওয়া হয়েছে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইসলামাবাদে ২ মাসের জন্য ৫ বা তার অধিক মানুষের সমাবেশ নিষিদ্ধ বা ১৪৪ ধারা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব ও অন্যান্য প্রদেশ থেকে পিটিআই সমর্থকরা রাজধানীর দিকে মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে।