এবার ভারতেও এইচএমভিপি ভাইরাসের সংক্রমণ শনাক্ত

এবার ভারতেও এইচএমভিপি ভাইরাসের সংক্রমণ শনাক্ত চীনে হিউম্যান মেটানিউমোভাইরাসের (এইচএমপিভি) ব্যাপক প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ভাইরাসটি জাপান ও মালয়েশিয়াতেও এরই মধ্যে হানা দিয়েছে। আর এবার ভারতে এইচএমপিভি আক্রান্ত শনাক্ত হয়েছে। বেঙ্গালুরুতে একটি তিন মাসের ও একটি আট মাসের শিশুর দেহে এইচএমপিভি শনাক্ত হয়েছে।  ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) আজ সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার। আইসিএমআর জানায়, বেঙ্গালুরুর ব্যাপটিস্ট হাসপাতালে নিউমোনিয়ার লক্ষণ নিয়ে আসা দুই শিশুর মেডিক্যাল টেস্টের রিপোর্টে এইচএমপিভি ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত দুই শিশুর মধ্যে রয়েছে তিন মাসের এক শিশু কন্যা এবং আট মাসের এক শিশু পুত্র। শিশু দুটিকে ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি করা হয়। তাদের নিউমোনিয়া ধরা পড়েছে। চিকিৎসার পর তিন মাসের শিশুটিকে ছেড়ে দেওয়া হয়েছে। গত ৩ জানুয়ারি আট মাসের শিশুটির রক্তের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। তাকে হাসপাতালে রেখে এখনও চিকিৎসা চলছে। আইসিএমআর জানিয়েছে, দুই শিশুর মধ্যে কাউকেই সম্প্রতি দেশের বাইরে নিয়ে যাওয়া হয়নি। ফলে কীভাবে তাদের শরীরে এই ভাইরাস ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও সোমবার দুপুরে একটি জরুরি বৈঠক ডেকেছেন। রাজ্যবাসীকে অযথা উদ্বিগ্ন না হওয়ার জন্য পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা। চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে বেঙ্গালুরুতে এইচএমপিভি ভাইরাসের সংক্রমণের কোনো সংযোগ নেই বলে দাবি করেছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়। হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি ২০০১ সালে প্রথম আবিষ্কার হয়। বিবিসির খবর বলছে, সম্প্রতি চীনে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। মূলত ১৪ বছর বয়সের নিচের শিশু এবং বয়স্করা এতে আক্রান্ত হচ্ছেন। চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা কয়েকটি ভিডিওতে দেখা যায়, করোনার সময়ে হাসপাতালে যেভাবে ভিড় তৈরি হয়েছিল, একই পরিস্থিতি তৈরি হয়েছে এইচএমপিভির প্রাদুর্ভাবেও। চীন সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইচএমপিভি নতুন কিছু নয়। এর উপসর্গ অনেকটা ইনফ্লুয়েঞ্জার মতো। এটিকে শুধুমাত্র ‘শীতকালীন সংক্রমণ’ বলেই ব্যাখ্যা করছে চিন। পাঁচ বছর বা তার চেয়ে কম বয়সী শিশু, সদ্যজাত এবং ৬৫ বছরের উপরের বয়স্কদের এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি। চীনে প্রতিনিয়ত এইচএমপিভি প্রকট হয়ে উঠলেও এখন পর্যন্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিংবা দেশটির সরকার সতর্কতা জারি করেনি।

ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায়

ক্ষমতায় বসার আগেই ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ মামলায় রায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নেওয়ার ১০ দিন আগেই তার ঘুষ মামলার রায় হবে। নিউ ইয়র্কের বিচারক জুয়ান এম. মার্চান স্থানীয় সময় শুক্রবার (৩ জানুয়ারি) এক আদেশে এ তারিখ নির্ধারণ করেন। শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।  নিউ ইয়র্কের বিচারক জুয়ার এম. মার্চান ইঙ্গিত দিয়েছেন, আগামী ১০ জানুয়ারি ঘুষ মামলার রায়ে তিনি ট্রাম্পকে জেল বা জরিমানার সাজা দেবেন না, বরং তাকে নিঃশর্ত অব্যাহতি দেবেন। আদেশে বলা হয়, ট্রাম্প সশরীরে বা ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নিতে পারবেন।  কারাদণ্ড বা অর্থদণ্ড না হলেও এই মামলায় আদালতের রায়ের ফলে ‘দোষী সাব্যস্ত অপরাধী’ হিসাবেই প্রেসিডেন্ট পদে শপথ নিতে হবে ট্রাম্পকে। বিচারকের সিদ্ধান্তে তিনি অসন্তোষ প্রকাশ করেছেন। পর্নো তারকাকে ঘুষকাণ্ডে নিউ ইয়র্কের আদালত আগেই ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে এক লাখ ৩০ হাজার ডলার ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। জালিয়াতির মাধ্যমে তার ব্যবসায়িক নথিতে বিষয়টি গোপন রাখা হয়। এ সংক্রান্ত মামলায় ট্রাম্পের বিরুদ্ধে ৩৪টি অভিযোগ আনা হয়। গত মে মাসে নিউ ইয়র্কের আদালতে সব অভিযোগে দোষী সাব্যস্ত হন ট্রাম্প। এমনকি এই মামলায় তার সাজা ঘোষণার তারিখও কয়েক দফা পিছয়ে সর্বশেষ গত ২৬ নভেম্বর নির্ধারণ করেছিলেন আদালত। তবে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন ট্রাম্প। তখন বিচারপতি মার্চান তার বিরুদ্ধে সাজা ঘোষণার তারিখ অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন। এই মামলায় অব্যাহতি চেয়ে আবেদন করেছিলেন ট্রাম্প। কিন্তু তা খারিজ করে দিয়েছিলেন বিচারক জুয়ান এম. মার্চান।  এই মামলার রায়ের ফলে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রথম দোষী সাব্যস্ত প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন। এটি মার্কিন ইতিহাসে একটি উল্লেখযোগ্য অধ্যায় হবে, যা রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই গুরুত্বপূর্ণ। ট্রাম্পের আগে দেশটির সাবেক কিংবা ক্ষমতাসীন একজন প্রেসিডেন্টও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি। যুক্তরাষ্ট্রের আরো তিনটি রাজ্যে ফৌজদারি মামলায় ট্রাম্প অভিযুক্ত, যার মধ্যে রয়েছে গোপন নথি সংরক্ষণ এবং ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টানোর প্রচেষ্টার অভিযোগ।

লাদাখ ঘেঁষে চীনের দুই প্রশাসনিক অঞ্চল, নাখোশ ভারত

লাদাখ ঘেঁষে চীনের দুই প্রশাসনিক অঞ্চল, নাখোশ ভারত ভারতের লাদাখ অঞ্চলের কিছু অংশ অন্তর্ভুক্ত করে হোতান প্রদেশে দুটি নতুন কাউন্টি বা প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীন। এই সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধীর জৈসওয়াল শুক্রবার(৪ জানুয়ারি) বলেছেন, আমরা হোতান প্রদেশে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি। এই তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের অন্তর্ভুক্ত। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন ভারত ও চীন উভয়ে সীমান্তে উত্তেজনা কমানোর চেষ্টা করছিল। গত বছর দুই দেশ একটি সামরিক চুক্তিতে পৌঁছানোর পর সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ায় শুরু হয়েছিল। চীন সম্প্রতি হে’আন কাউন্টি এবং হেকাং কাউন্টি নামে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ভারত জানিয়েছে, আমরা কখনোই এই অঞ্চলে চীনের অবৈধ দখল মেনে নিইনি। রন্ধীর জৈসওয়াল আরও বলেন, চীনের নতুন কাউন্টি প্রতিষ্ঠা ভারতের দীর্ঘকালীন অবস্থানের উপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ দখলকে বৈধতা দেবে না। উল্লেখ্য, ২০২০ সালের মে মাসে ভারত-চীন সীমান্তে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা চরমে পৌঁছায়। সেই সময় থেকেই সীমান্ত নিয়ে টানাপোড়েন চলছিল। ভারত জম্মু ও কাশ্মীরকে বিভক্ত করে লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যদিও গত বছরের শেষের দিকে একাধিক কূটনৈতিক বৈঠকের মাধ্যমে উত্তেজনা কিছুটা কমে, তবে চীনের সাম্প্রতিক ঘোষণা সেই সম্পর্ককে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগামী মাসে রাষ্ট্রীয় আমন্ত্রণে বাংলাদেশ সফরে আসছেন। এ সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উন্নয়নে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আজ পাকিস্তানের সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন এ তথ্য নিশ্চিত করেছে। গত বছরের জুলাই-আগস্টে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পটপরিবর্তন ঘটে। এরপর ভারতপন্থি সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হয়।  

গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৭০ ফিলিস্তিনি

গত ২৪ ঘণ্টায় গাজায় নিহত আরো ৭০ ফিলিস্তিনি ফিলিস্তিনের গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে আরো ৭০ জন নিহত হয়েছেন। সংবাদ সংস্থা রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে। এদিকে, হামলার ঘটনায় তাবুতে অবস্থানরত হামাস নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর প্রধান এবং তার ডেপুটি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা কর্তৃপক্ষ। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য দিয়ে সংবাদ মাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইসরাায়েলি বাহিনী গাজা উপত্যকায় ৩৪বার বিমান হামলা চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, নিহত ডেপুটি দক্ষিণ গাজায় ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসের নিরাপত্তা বাহিনীর প্রধান ছিলেন।

নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০

নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০ নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি উঠিয়ে দেওয়া হয়। এতে ১৫ জন মারা গেছে। এর কয়েক ঘণ্টা পরই লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি সাইবারট্রাকে বিস্ফোরণে নিহত হয় একজন। নতুন বছরের প্রথম দিন বুধবার নিউ ইয়র্কে হয়েছে বন্দুক হামলাও। নিউইয়র্ক সিটির একটি নাইটক্লাবে গুলিতে ১১ জন আহত হয়েছেন।  এনডিটিভির খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় সময় বুধবার রাত ১১টা মিনিটের দিকে আমাজুরা নাইটক্লাবের সামনে বন্দুক হামলা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও অ্যাম্বুলেন্স। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) বলেছে, আহতদের চিকিৎসার জন্য লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কারোরই অবস্থা গুরুতর নয়।  আমাজুরা নাইটক্লাবে নিয়মিত লাইভ পারফরম্যান্স ও ডিজে অনুষ্ঠান হয়। ক্লাবটিতে প্রায় ৪ হাজার মানুষ জমায়েতের জায়গা রয়েছে। স্থানীয় এএমএনওয়াই নিউজ জানিয়েছে, নাইটক্লাবটির প্রয়াত এক সদস্যের সম্মানে বুধবার রাতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করা হয়েছিল। ক্লাবের বাইরে প্রায় ৮০ জন জড়ো হয়ে ভেতরে যাওয়ার অপেক্ষায় ছিল, এসময় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। এমনকি এটি কোনো জঙ্গি হামলা কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এখনো এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি।  এর আগে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অন্তত ৩৫ জন আহত হয়েছে। নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে। এরপর আমেরিকার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবারের এ বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। বলা হচ্ছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো নিউ অরলিন্সে হামলা ও টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। কারণ উভয় ঘটনায় ব্যবহৃত গাড়ি একই প্ল্যাটফর্ম থেকে ভাড়া নেওয়া হয়েছিল।

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান নতুন বছরের প্রথম দিনেই বুধবার পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও ১৯৯২ সাল থেকে এই ঐতিহ্য বজায় রেখেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ৩১ ডিসেম্বর, ১৯৮৮ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ২৭ জানুয়ারি, ১৯৯১ সালে কার্যকর হয়। তিন দশকেরও বেশি দীর্ঘ ওই চুক্তি অনুযায়ী, দেশ দুটি একে অন্যের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না। বুধবার (১ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান বুধবার একটি দ্বিপাক্ষিক চুক্তির অধীনে তাদের পারমাণবিক স্থাপনার একটি তালিকা বিনিময় করেছে। যা উভয় পক্ষকে একে অপরের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা থেকে নিষিদ্ধ করে। চুক্তির অধীনে নয়াদিল্লি এবং ইসলামাবাদের এই পারমাণবিক তথ্য বিনিময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। তবে দুই দেশের কেউই পরমাণু স্থাপনার বিস্তারিত প্রকাশ করেনি। চুক্তি অনুসারে, প্রতি বছরের পহেলা জানুয়ারিতে ভারত ও পাকিস্তানকে পরস্পরকে পরমাণু স্থাপনা ও স্থাপনা সম্পর্কে অবহিত করতে হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এটি দুই দেশের মধ্যে এই ধরনের তালিকার টানা ৩৪তম বিনিময়, প্রথমটি ১ জানুয়ারি, ১৯৯২ সালে হয়েছিল।” কাশ্মির ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের উত্তেজনা বিরাজ করছে। তবে ভারত-পাকিস্তানের এ চুক্তির কোনো হেরফের হয়নি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে। কনস্যুলার অ্যাক্সেস সম্পর্কিত ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ বছরে দুইবার একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করে- ১ জানুয়ারি এবং ১ জুলাই। পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৪৯ জন বেসামরিক বন্দি ও ২১৭ জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যাদের ভারতীয় বলে মনে করা হয়। অপরদিকে, ভারত তাদের হেফাজতে থাকা ৩৮১ জন বেসামরিক বন্দি এবং ৮১ জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যাদের পাকিস্তানি বলে মনে করা হয়।

বছরের প্রথম দিনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম 

বছরের প্রথম দিনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম  নতুন বছরের প্রথম দিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। নতুন দামে আউন্সপ্রতি বেড়েছে ১৮ দশমিক ২৫ ডলার। ফলে দেশের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬২৪ দশমিক ৪৯ ডলার। রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালে সোনার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ বা ৫৪৬ দশমিক ৬৩ ডলার। ২০১০ সালের পর সোনার সবচেয়ে বাজার ছিল ২০২৪ সাল। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির রাশ আলগা হওয়ার কারণে গত বছর পণ্যটির দাম বেড়েছে। গতকাল স্পট মার্কেটে সোনার দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ; প্রতি আউন্সের দাম ওঠে ২ হাজার ৬১৫ ডলারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, সবশেষ সোমবার (৩০ ডিসেম্বর) সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা। সংগঠনটির পক্ষে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘আমার সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আবার পাকা সোনার দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা সোনার দামে প্রভাব ফেলে।’

ভারতের আদালতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড

ভারতের আদালতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড এক বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম জাহিদুল ইসলাম ওরফে কাউসার। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫৭ হাজার রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত। ৩০ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত তাকে এই সাজা দেন। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রচারে জড়িত থাকার অভিযোগে সোমবার একজন বাংলাদেশি নাগরিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনের সাজা ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, এনআইএ ২০১৯ সালে জেএমবির বিভিন্ন ক্রিয়াকলাপে যেমন, ডাকাতি, ষড়যন্ত্র, তহবিল সংগ্রহ এবং গোলাবারুদ সংগ্রহের সাথে সম্পর্কিত একটি মামলা দায়ের করেছিল। মামলায় ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল। এনআইএ এই মামলাটি হাতে নেওয়ার আগে বেঙ্গালুরুর সোলাদেভানাহাল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিল। এনআইএ অনুসারে, জেএমবির প্রধান সালাউদ্দিন সালেহীনের সঙ্গে ২০১৪ সালে বাংলাদেশ পুলিশের হেফাজত থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। ২০০৫ সালে বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুলিশের হেফাজতে ছিলেন তিনি। ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায়ও জড়িত ছিলেন জাহিদুল। বিস্ফোরণের পর জাহিদুল এবং তার সহযোগীরা বেঙ্গালুরুতে পালিয়ে যায়। বেঙ্গালুরু থেকেই তিনি জেএমবির ভারত বিরোধী কার্যকলাপকে আরো এগিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে যুবকদের নিয়োগ করেছিলেন। গোয়েন্দারা দাবি করেছেন, জাহিদুল এবং তার সহযোগীরা ২০১৮ সালের জানুয়ারিতে বোধগয়ায় বিস্ফোরণের জন্যও দায়ী ছিল।

‘কমরেড’ পুতিনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কিম

‘কমরেড’ পুতিনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। আজ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, নববর্ষ উপলক্ষে একটি চিঠিতে কিম তার ‘প্রিয় বন্ধু এবং কমরেড’ পুতিন, রাশিয়ান জনগণ এবং রাশিয়ান সামরিক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। কিম পুতিনকে তার দায়িত্বশীল ও কঠিন রাষ্ট্রীয় নেতৃত্বের কার্যক্রম এবং রাশিয়ান জনগণের সমৃদ্ধি, মঙ্গল ও সুখে ‘বৃহত্তর সাফল্য’ কামনা করেছেন বলে কেসিএনএ জানিয়েছে। খবর আল জাজিরার। কেসিএএ’র প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিঠিতে কিম আরো লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। এ ছাড়া চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উত্তর কোরিয়া আশা করে, ২০২৫ সালে নব্য-নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিন প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করাটা রাশিয়ান ভাষাভাষীদের ‘নব্য-নাৎসি একনায়কত্ব’ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ছিল।ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।চলতি বছরের জুন মাসে পুতিন দুই দশকের মধ্যে প্রথম উত্তর কোরিয়া সফর করেন। এসময় দেশ দুটি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, পিয়ংইয়ং তখন থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীকে সহায়তা করার জন্য ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে।