যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ-হেলিকপ্টার সংঘর্ষের ঘটনায় নিহত ১৮ যুক্তরাষ্ট্রে যাত্রীবাহী উড়োজাহাজের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনায় ১৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তারা স্থানীয় সংবাদমাধ্যম সিবিএস নিউজকে জানিয়েছেন, এ পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি। পুলিশ জানায়, উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, এবং স্থানীয় জনগণও তাদের সহায়তা করতে ঘটনাস্থলে হাজির হয়েছেন। এই পরিস্থিতিতে সবাই একসাথে চেষ্টা করছে যাতে আরও সম্ভাব্য জীবিতদের উদ্ধার করা যায়। প্রায় ৩০০ জন জরুরি সেবা কর্মী বর্তমানে কাজ করছেন। তারা পুলিশ, ডাইভার এবং নৌকাগুলির মাধ্যমে পোটোম্যাক নদীতে জীবিতদের খোঁজার চেষ্টা করছেন, যদিও পরিস্থিতি খুবই চ্যালেঞ্জিং— বাতাস তীব্র এবং অন্ধকার। সংঘর্ষে বিধ্বস্ত যাত্রীবাহী উড়োজাহাজটিতে ৬৪ জন আরোহী ছিলেন। এর আগে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার রাতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন সামরিক বাহিনীর একটি হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে জানানো হয়েছে, পিএসএ এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেট রেগানের কাছে যাওয়ার সময় একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশে সংঘর্ষ হয়। ওয়াশিংটন, ডিসির বাসিন্দা আবাদি ইসমাইল নামের এক প্রত্যক্ষর্শীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, পোটোম্যাক নদীতে উদ্ধার কার্যক্রম চলছে। আবাদি বলেন, আমি দুইটি অস্বাভাবিক শব্দ শুনেছি, যা আমি আগে কখনো শুনিনি এবং এটি যুদ্ধের মতো শোনাচ্ছিল। তিনি শব্দ শুনে দ্রুত জানালায় দৌড়ে যান কিন্তু বাইরে দেখেন শুধু ধোঁয়া উড়ছে। আবাদি জানান, এই ঘটনাটি স্থানীয় সময় রাত ৯টার দিকে ঘটে। দুর্ঘটনার পর একাধিক সংস্থা বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযানে কাজ করছে।
ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫

ভারতে কুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে নিহত ১৫ ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য র্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার প্রচেষ্টা চলছে। উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে, অতিরিক্ত ভিড়ের কারণেই পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আচমকা ধাক্কাধাক্কি শুরু হওয়ায় ভিড়ের মধ্যে আটকে পড়েন অনেকে। দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। নিহত ও আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। ১২ বছর অন্তর অনুষ্ঠিত হয় এই মহাকুম্ভ মেলা। এবছর এই মেলায় ৪০ কোটি মানুষের আগমন ঘটতে পারে বলে ভারত সরকার ধারণা করেছিল। মকর সংক্রান্তির ঠিক একদিন আগে, ১৩ জানুয়ারি মেলা শুরু হয়েছে। দ্বিতীয় দিন প্রথম ‘শাহী স্নান’ দিয়ে শুরু হয়েছে কুম্ভ মেলার ধর্মীয় রীতি পালন। এবছর মেলা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী নাগা সন্ন্যাসীরাই প্রথম শাহী স্নান করার অধিকারী। তারপর অন্যান্য সাধু-সন্ত এবং সাধারণ মানুষ গঙ্গা, যমুনা আর বর্তমানে অদৃশ্য সরস্বতী নদীর সঙ্গমস্থলে স্নান করেন। হিন্দু ধর্মাবলম্বীদের একাংশের বিশ্বাস অনুযায়ী কুম্ভ মেলায় গিয়ে নদীর নির্দিষ্ট সঙ্গম স্থলে স্নান করলে ‘মোক্ষ’ লাভ করা যায়।
সরকার নুমালীগড় থেকে কিনবে ১১৩৮ কোটি টাকার ডিজেল

সরকার নুমালীগড় থেকে কিনবে ১১৩৮ কোটি টাকার ডিজেল ভারতের নুমালীগড় রিফাইনারি লিমিটেড থেকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে মোট ব্যয় হবে ১ হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে ভারত থেকে এই ডিজেল আমদানির অনুমোদন দেয়া হয়েছে। বৈঠক সূত্রে জনা গেছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ২০২৫ সালের পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব ২০২৪ সালের ৭ নভেম্বর ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় নীতিগতভাবে অনুমোদিত হয়। তারই আলোকে ২০২৫ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ে চুক্তির আওতায় ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে আলোচনার ভিত্তিতে মূল্য নির্ধারণ করে ১ লাখ ৩০ হাজার মেট্রিক টন ডিজেল (০.০০৫% ‘সালফার’) ক্রয়ের সিদ্ধান্ত নেয় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। এই ডিজেল আমদানির ব্যয় ধরা হয় ৯ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৩৬৪ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ এক হাজার ১৩৭ কোটি ৯৬ লাখ টাকা। প্রতি ব্যারেল ডিজেলের মূল্য ধরা হয়েছে ৫.৫০ ডলার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দেয়।
পাকিস্তানে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৬

পাকিস্তানে গ্যাস ট্যাংকারে বিস্ফোরণে নিহত ৬ পাকিস্তানের শিল্প এলাকা মুলতানে গ্যাসভর্তি একটি ট্যাংকারে বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত ৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩১ জন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরবেলায় এলপিজি ট্যাংকারে বিস্ফোরণের কারণে ভয়াবহ আগুন ধরে যায়। এতে ওই অঞ্চলের আশেপাশে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলের আশেপাশে অন্তত ২০টি বাড়ি পুড়ে গেছে। এ ছাড়া আরও ৭০টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মুলতানের সিটি পুলিশ অফিসার সাদিক আলি জিও নিউজকে বলেছে, বেশ কয়েকটি বাড়ি পুড়ে গেছে এবং আগুনে গবাদি পশুও পুড়ে মারা গেছে।
সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০

সুদানে হাসপাতালে ড্রোন হামলায় নিহত ৭০ সুদানে একটি হাসপাতালে ড্রোন হামলায় ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। গত গতকাল এই হামলায় আরও অনেকে আহত হয়েছেন বলে জানা যায়। সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা যায়, সুদানের দারফুরের এল-ফাশার অঞ্চলের সর্বশেষ যেকয়েকটি হাসপাতাল কার্যকর রয়েছে তার একটিতেই এই ড্রোন হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হাসপাতালে হামলার পর প্রাথমিকভাবে ৩০ জন নিহত হওয়ার কথা জানানো হলেও পরে মৃতের সংখ্যা বেড়ে ৬৭ জনে পৌঁছায়। তবে আঞ্চলটির গভর্নর মিনি মিনাউই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রক্তাক্ত মৃতদেহের ছবি পোস্ট করে লিখেছেন, এই হামলায় নারী ও শিশুসহ ৭০ জনেরও বেশি রোগীকে হত্যা করা হয়েছে। সুদানে দেড় বছরেরও বেশি সময় ধরে আধাসামরিক বাহিনী আরএসএফের সঙ্গে যুদ্ধ করছে দেশটির সেনাবাহিনী। ঠিক কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।
চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস

চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিলো হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। ২০২৩ সালে গাজা সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার দূরে নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে এই চারজনকে বন্দি করা হয়েছিল। সংবাদমাধ্যমটি জানিয়েছে, জিম্মি চারজনকে তাদের সামরিক পোশাক পরিয়ে আনা হয়েছিল। তাদের রেড ক্রস সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। চার নারীকে বহনকারী গাড়িটি গাজা ছেড়ে গেছে। গতকাল হামাস জানিয়েছিল, তারা ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে জিম্মি থাকা চার ইসরায়েলি নারী সেনাকে মুক্তি দেবে।
বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি বিএসএফের

বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি বিএসএফের বাংলাদেশ সীমান্তে ‘অপস্ অ্যালার্ট’ জারি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আনন্দবাজার অনলাইন। অপারেশনস অ্যালার্ট বা অপস অ্যালার্ট সাধারণত বিএসএফের মতো বাহিনী জারি করে প্রধানত আগাম সতর্কতা হিসাবে। ভারতের স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবসের মতো জাতীয় ছুটির দিনের আগে জারি হয় এই ধরনের সতর্কতা। এই অ্যালার্ট জারির অর্থ হচ্ছে, উত্তর-পূর্ব এবং পশ্চিমবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে মহড়া চালানো হবে। এ ছাড়া সীমান্তের অরক্ষিত এলাকায় বাড়তি নজরদারি ও সতর্কতার পরামর্শও দেওয়া হয়েছে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ জারি থাকবে। বৃহস্পতিবার বিএসএফের জারি করা বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, প্রজাতন্ত্র দিবস উদ্যাপনের আগে কঠোর নিরাপত্তা সুনিশ্চিত করতে ভারত-বাংলাদেশ সীমান্তে ১০ দিনের ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু হয়েছে। বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতি বিবেচনা করে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। তার পুরোটিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এতে আরো জানানো হয়েছে, সীমান্তের দায়িত্বে থাকা সব কয়টি বর্ডার আউট পোস্টগুলোকে সতর্ক করা হয়েছে। ২৩ জানুয়ারি থেকে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে সতর্ক থাকার কথা বলা হয়েছে। এই কয়েক দিন সীমান্ত বারবার মহড়া চালাবেন জওয়ানেরা। প্রয়োজনে রাতে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হবে।
ট্রাম্পের ইঙ্গিতের অপেক্ষায় পুতিন

ট্রাম্পের ইঙ্গিতের অপেক্ষায় পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা বলতে প্রস্তুত। তবে এর জন্য প্রথমে ওয়াশিংটনের কাছ থেকে সংকেত আসতে হবে। শুক্রবার ক্রেমলিন এ তথ্য জানিয়েছে। ইউক্রেন সংঘাত দুই পারমাণবিক শক্তিধর দেশের সম্পর্ককে শীতল যুদ্ধের পর থেকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছে। ট্রাম্প বারবার ‘চুক্তি’ করে এই লড়াই শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি সাংবাদিকদের জানিয়েছেন, ‘অবিলম্বে’ তিনি পুতিনের সাথে দেখা করবেন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আলোচনা করতে চান। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ট্রাম্পের প্রস্তাব সম্পর্কে বলেছেন, “পুতিন প্রস্তুত। আমরা সংকেতের জন্য অপেক্ষা করছি।” পেসকভ অবশ্য জানিয়েছেন, দুই নেতার মধ্যে সম্ভাব্য বৈঠক সম্পর্কে তিনি আর কোনো মন্তব্য করতে পারবেন না। কারণ এ বিষয়ে ভবিষ্যদ্বাণী করা ‘মুশকিল।’ ট্রাম্প রাশিয়াকে হুমকি দিয়েছেন যে, যদি তারা প্রায় তিন বছরের আক্রমণাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজি না হয়, তাহলে যুক্তরাষ্ট্র আরো কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে। এছাড়া বিশ্ববাজারে তেলের দাম কমানোর মাধ্যমে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা যাবে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেছেন, তিনি সৌদি আরব এবং ওপেককে তেলের দাম কমাতে বলবেন। ‘যদি দাম কমে যায়, তাহলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে।’ট্রাম্পের এই দাবি প্রত্যাখ্যান করে ক্রেমলিন বলেছে, “এই সংঘাত তেলের দামের উপর নির্ভর করে না।” পেসকভ বলেন, “এই সংঘাতের মূল কারণ ছিল রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি, ইউক্রেনে বসবাসকারী রাশিয়ানদের জন্য হুমকি এবং আমেরিকান ও ইউরোপীয়দের রাশিয়ার উদ্বেগ শোনার ইচ্ছার অভাব ও সম্পূর্ণ অস্বীকৃতি।”
টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা অস্ট্রেলিয়ান ওপেনের সর্বশেষ দুই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আরিনা সাবালেঙ্কা। এবার সেই রাজত্বের সময়কাল আরো দীর্ঘ করার সুযোগ পাচ্ছেন বেলারুশের নারী টেনিস তারকা। রড লেভার অ্যারেনায় হ্যাটট্রিক শিরোপা উঁচিয়ে ধরতে এখন এক ধাপ দূরে তিনি। প্রথম সেমিফাইনালে নিজের ভালো বান্ধবী পাউলো বাদোসাকে সরাসরি ৬-৪, ৬-২ গেমে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠেছেন সাবালেঙ্কা। এতে দুর্দান্ত এক কীর্তি গড়ার সামনে তিনি। টেনিস কিংবদন্তি মার্টিনা হিঙ্গিসের পর প্রথম নারী টেনিস খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক চ্যাম্পিয়নের কীর্তি গড়ার পথে। মোট ৫ গ্র্যান্ড স্লামজয়ী সুইস কিংবদন্তি ১৯৯৭ থেকে ১৯৯৯ পর্যন্ত টানা তিনবার অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হয়েছেন। প্রথমবারের মতো গ্র্যান্ড স্লামের সেমিফাইনালে খেলা বাদোসাকে প্রথম সেটে ৬-৪ ব্যবধানে হারান সাবালেঙ্কা। দ্বিতীয় সেটে আবার স্প্যানিশ তারকাকে দাঁড়ানোরই সুযোগ দেননি নারী একক টেনিসের শীর্ষ বাছাই। ৬-২ ব্যবধানে হারিয়ে ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম জয়ের সামনে সাবালেঙ্কা। দ্বিতীয় সেমিফাইনালিস্ট ইগা সিয়াতেক ও ম্যাডিসন কিসের মধ্যে যিনিই জিতবেন তার বিপক্ষেইজ শ্রেষ্ঠত্বের মঞ্চে লড়বেন তিনি। গত বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনেরও বর্তমান চ্যাম্পিয়ন সাবালেঙ্কা।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ সৌদির

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রে বিপুল বিনিয়োগ সৌদির যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে দায়িত্বগ্রহণের জন্য ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এদিকে, ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের চার বছরে যুক্তরাষ্ট্রে বাণিজ্য ও বিনিয়োগের পরিমাণ অন্তত ৬০ হাজার কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে সৌদি সরকার। বুধবার (২২ জানুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে এই পরিকল্পনার কথা জানান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, যুবরাজ তার পিতা বাদশা সালমানের পক্ষ থেকে ট্রাম্পকে এই অভিনন্দন জানান। তিনি আরও বলেন, আগামী চার বছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের বাণিজ্য ও বিনিয়োগ ৬০ হাজার কোটি মার্কিন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে, যা এর চেয়েও বেশি হতে পারে। এর আগে প্রথম দফায় প্রেসিডেন্ট হওয়ার পর ২০১৭ সালে ট্রাম্প প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। সৌদি আরবে তিনি বাদশাহ সালমান ও যুবরাজ প্রিন্সের সঙ্গে রিয়াদে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সে সময় সৌদি বাদশাহ তাকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক সম্মান ‘কলার অব আবদুল আজিজ আল সৌদ’-এ ভূষিত করেন। ২০১৯ সালে সৌদি আরবে একটি হামলা হয়। এই হামলার জন্য ইরানকে দায়ী করে সৌদি আরব। হামলার জেরে সৌদির অপরিশোধিত জ্বালানি তেলের উত্তোলন অর্ধেকে নেমে আসে। এই ঘটনায় ট্রাম্প শক্ত কোনো প্রতিক্রিয়া জানাতে পারেননি বলেন অভিযোগ তোলেন সৌদি যুবরাজ। এর জেরে ওয়াশিংটনের সঙ্গে রিয়াদের সম্পর্কের উষ্ণতায় ভাটা পড়ে। তবে তা সত্ত্বেও ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনারের ইক্যুয়িটি প্রতিষ্ঠান সৌদি আরবের কাছ থেকে ২০০ কোটি ডলারের বিনিয়োগ পায়।