৪৬ হাজার বছর পর জীবন ফিরে পেল হিমায়িত কীট

৪৬ হাজার বছর পর জীবন ফিরে পেল হিমায়িত কীট কোনো প্রাণী হাজার হাজার বছর হিমায়িত থাকার পরও জীবন ফিরে পেতে পারে এমনটি ভাবা সাধারণভাবে কঠিন। কিন্তু সাইবেরিয়ার পারমাফ্রোস্ট থেকে আবিষ্কৃত এক ক্ষুদ্র প্রাণী এই ধারণাকে চ্যালেঞ্জ করেছে। সম্প্রতি পিএলওএস জেনেটিকস জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়, গবেষকরা নিশ্চিত করেছেন যে, প্রায় ৪৬ হাজার বছর ধরে বরফে আটকে থাকা এক কেঁচো জাতীয় কীট প্রাণ ফিরে পেয়েছে এবং জীবিত রয়েছে। জার্মানির ইউনিভার্সিটি অব কোলোনের প্রাণীবিজ্ঞান ইনস্টিটিউটের গবেষক ড. ফিলিপ শিফার ও তার সহকর্মীরা এই কীটের অস্বাভাবিকভাবে এত দীর্ঘ সময় ধরে টিকে থাকার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন। সাইবেরিয়ায় বিশাল অঞ্চলজুড়ে পারমাফ্রোস্ট বিস্তৃত রয়েছে, যা এমন এক স্তর যেখানে মাটি বা তলদেশের পদার্থ অন্তত দুই বছর ধরে জমাট বাঁধা থাকে। কিছু কিছু অঞ্চলে এই বরফস্তর কয়েকশ’ ফুট গভীর পর্যন্ত বিস্তৃত হতে পারে। প্রচণ্ড ঠান্ডার কারণে এখানে আটকে থাকা যে-কোনো জৈবিক উপাদান দীর্ঘ সময় ধরে অক্ষত থাকে, যা হাজার হাজার বছর পরও গবেষণার উপযোগী থাকে। জীবন থামিয়ে রাখার ক্ষমতা জীবিত ফিরে আসা এই কীটটি এমন এক গণের অংশ, যা ‘ক্রিপ্টোবায়োসিস’ নামে পরিচিত এক বিশেষ অবস্থায় প্রবেশ করতে পারে। এই অবস্থায় প্রাণের কোনো প্রধান বিপাকীয় কার্যকলাপ হয় না, ফলে প্রাণীটি মারাত্মক প্রতিকূল পরিবেশেও বেঁচে থাকতে পারে। বিজ্ঞানীরা আগেও টার্ডিগ্রেড এবং কিছু লবণাক্ত জলের চিংড়ির ক্ষেত্রে এমন আচরণ লক্ষ্য করেছেন। এরা নিজেদের দেহক্রিয়া সম্পূর্ণ বন্ধ রেখে আবার অনুকূল পরিবেশ ফিরে আসার অপেক্ষায় থাকতে পারে। জমাটবাঁধা কীটের গুরুত্ব গবেষকরা জানিয়েছেন, উদ্ধার হওয়া এই নিম্যাটোডের নাম পানাগ্রোলাইমাস কোলাইমেনসিস। এটি আগে বিজ্ঞানীদের কাছে পরিচিত ছিল না। রেডিওকার্বন ডেটিং অনুযায়ী এই নমুনাটি হাজার হাজার বছরে প্রাচীন। অর্থাৎ এটি প্রায় পুরো সময়ই বরফের নিচে ঘুমিয়ে ছিল। প্রায় ৩৭ মিটার গভীর থেকে উদ্ধার করা এই কীট চরম ঠান্ডার কারণে সুরক্ষিত ছিল এবং আধুনিক গবেষণাগারে এটি পুনরায় স্বাভাবিক কার্যক্রম শুরু করতে সক্ষম হয়, এমনকি নতুন প্রজন্মও উৎপন্ন করেছে। টিকে থাকার অনন্য কৌশল গবেষকদের মতে এই ধরনের নিম্যাটোড সাধারণত মাত্র এক থেকে দুই মাস বাঁচে। কিন্তু হিমায়িত থাকা কীটটি তার জীবনচক্রকে ৪৬ হাজার বছর পর্যন্ত বাড়িয়ে নিতে পেরেছে। বিশেষ কিছু অণু হয়তো এদের কোষগুলোকে স্থিতিশীল রাখতে সাহায্য করেছে, যার ফলে তা প্রচণ্ড ঠান্ডা বা শুষ্কতার মধ্যেও অক্ষত থেকেছে। ড. শিফার বলেন, ‘এতো দীর্ঘ সময় ধরে ক্রিপ্টোবায়োসিস বজায় রাখা সম্ভব বলে কেউ ভাবেননি। ৪০ হাজার বছর বা তারও বেশি সময় পর আবার জীবন ফিরে আসতে পারে- এটি সত্যিই বিস্ময়কর।’ হিমায়িত কীটের জিনগত রহস্য গবেষকরা এই কীটের জিনোম সিকোয়েন্সিং করেছেন এবং দেখেছেন যে এর জিনগত গঠনের সঙ্গে কেনোরহাবডাইটিস এলিগ্যান্স নামক একটি পরিচিত নিম্যাটোডের কিছুটা মিল রয়েছে। এই ধরনের স্ট্যাসিস বা স্থগিত জীবনপ্রবাহ টার্ডিগ্রেডদের মধ্যেও দেখা যায়। ২০১৭ সালে নাসার এক গবেষণায় দেখা যায়, তারা মহাকাশের কঠিন পরিবেশ সহ্য করতে পারে। এ থেকে ইঙ্গিত মেলে যে ক্ষুদ্র প্রাণীদের মধ্যে চরম প্রতিকূলতা-প্রতিরোধী বিশেষ ব্যবস্থা থাকতে পারে। অন্যদিকে কিছু বীজও দীর্ঘদিন ঠান্ডা পরিবেশে সংরক্ষিত থাকার পরও অঙ্কুরিত হতে পারে। তবে, এই কীটের হিমায়িত থাকার সময়কাল তার তুলনায় অনেক বেশি, যা এটিকে এক অনন্য উদাহরণে পরিণত করেছে। ক্রিপ্টোবায়োসিস ও সম্ভাব্য প্রয়োগ বিজ্ঞানীরা মনে করছেন, মরুভূমি, মেরু অঞ্চল বা এমনকি অন্য গ্রহেও এ ধরনের প্রাণী থাকতে পারে। মঙ্গলগ্রহ বা শনির উপগ্রহগুলোর মতো শীতল পরিবেশে প্রাণের অস্তিত্ব অনুসন্ধানে এই গবেষণা নতুন দিকনির্দেশনা দিতে পারে। এছাড়া খাদ্য সংরক্ষণ বা অঙ্গ-প্রত্যঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এই জিনগত প্রযুক্তি কাজে লাগতে পারে। যদি বিজ্ঞানীরা কোষের বরফ প্রতিরোধী জিন আলাদা করতে পারেন, তবে ভবিষ্যতে এটি মানব অঙ্গ সংরক্ষণ বা জৈবিক নমুনা সংরক্ষণে ব্যবহার করা যেতে পারে। গবেষণার ভবিষ্যৎ দিক মূল নমুনাটি এখন মৃত, তবে গবেষকরা এর সন্তানদের নিয়ন্ত্রিত পরিবেশে লালন-পালন করছেন। এতে দেখা যাবে, কীভাবে এই নিম্যাটোডরা দীর্ঘ সময় ধরে পানি শূন্যতা, তাপমাত্রার পরিবর্তন এবং সুপ্ত অবস্থা সহ্য করতে পারে। গবেষকরা এখন এর কোষে থাকা বিশেষ প্রোটিন বা চিনি শনাক্ত করার চেষ্টা করছেন, যা পানির পরিবর্তে কোষে জমা হয় এবং ক্রিপ্টোবায়োসিস বজায় রাখে। এ ছাড়া তারা আরও প্রাচীন পারমাফ্রোস্ট নমুনার অনুসন্ধান চালিয়ে যেতে চান, যা থেকে প্রাগৈতিহাসিক জীবের সুদীর্ঘ দিন টিকে থাকার বিষয়ে নতুন তথ্য পাওয়া যেতে পারে।

সামরিক বাহিনীর পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ শ্রীলঙ্কায়

সামরিক বাহিনীর পলাতকদের গ্রেপ্তারের নির্দেশ শ্রীলঙ্কায় শ্রীলঙ্কার সরকার দেশটির সামরিক বাহিনীর সব পলাতকদের অবিলম্বে গ্রেপ্তারের নিদের্শ দিয়েছে। আজ শ্রীলঙ্কার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সম্পথ থুয়াকোন্তা এ তথ্য জানিয়েছেন। সিনহুয়া নিউজের খবর জানানো হয় কলম্বোতে এক সংবাদ সম্মেলনে থুয়াকোন্তা বলেন, এই নির্দেশ কয়েকদিন আগে জারি করা হয়েছে। মেলিটারি পুলিশ অন্যান্য সংস্থার সহায়তায় এই অভিযান পরিচালনা করবে। কর্তৃপক্ষ শিগগির অপরাধমূলক কর্মকা-ে জড়িত সক্রিয় কর্তব্যরত সামরিক কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। শ্রীলঙ্কার পুলিশ সম্প্রতি জানিয়েছে, তারা সংগঠিত অপরাধে জড়িত ৫৮টি গ্যাং এবং তাদের প্রায় ১ হাজার ৪০০ সহযোগীকে চিহ্নিত করেছে।  

রুশ বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের

রুশ বাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুতিনের রুশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই সঙ্গে তিনি বলেছেন, ইউক্রেনে তার দেশের সেনারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে রাশিয়ার ভবিষ্যৎ এবং জাতীয় স্বার্থ রক্ষায় লড়াই করছে। কিয়েভের বিরুদ্ধে মস্কোর অভিযানের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে রবিবার এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন।ক্রেমলিন থেকে প্রকাশিত ভিডিও বার্তায় পুতিন বলেন, আজ তারা অসীম সাহসিকতার সঙ্গে মাতৃভূমি, জাতীয় স্বার্থ এবং রাশিয়ার ভবিষ্যৎ রক্ষায় লড়াই করছে। তিনি জানান, রাশিয়ার সশস্ত্র বাহিনীকে শক্তিশালী ও উন্নত করার কৌশল অপরিবর্তিত থাকবে।পুতিনের এই বক্তব্য এমন এক সময়ে এল, যখন ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পা রাখতে যাচ্ছে এবং পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া তার সামরিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে। এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই চুক্তির মাধ্যমে তিন বছরের পুরনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন। তিনি শনিবার দক্ষিণ লনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইঙ্গিত দিয়েছেন যে, এই সপ্তাহের মধ্যে যুদ্ধের অবসান হতে পারে।

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ আটক ৫৯৮ 

মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশিসহ আটক ৫৯৮ মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করার অপরাধে ৮৫ বাংলাদেশিসহ ৫৯৮ জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। মালয়েশিয়ার অভিবাসন বিভাগের ডেপুটি ডিরেক্টর জেনারেল (অপারেশনস) জাফরি এমবোক তাহা বলেন, আজ ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের পাসার মেরু মার্কেট কমপ্লেক্সে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে ৬৩০ জনের কাগজপত্র যাচাই বাছাই শেষে বৈধ নথিপত্র না থাকায় ৫৯৮ জন অভিবাসীকে আটক করা হয়। আটকদের মধ্যে ৮৫ বাংলাদেশি ছাড়াও ৫০০ জন মিয়ানমার, ইন্দোনেশিয়ান ৭, ভারতীয় ৫ এবং ১ জন নেপালি নাগরিক রয়েছেন। যাদের সবার বয়স ১৭ থেকে ৫৭ বছরের মধ্যে। আটককৃতদের তথ্য সংগ্রহ এবং তাদের বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। গ্রেপ্তার এড়াতে কিছু অবৈধ অভিবাসী ‘গেরিলা কৌশল’ ব্যবহার করেছিলেন বলে জানিয়েছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

আমাজনের এক শহরে সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি

আমাজনের এক শহরে সিঙ্কহোল, জরুরি অবস্থা জারি ব্রাজিলের আমাজনের একটি শহরে বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এতে হাজারো মানুষের ঘরবাড়ি ধ্বংসের ঝুঁকিতে রয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, স্থানীয় সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আমাজনের মারানহোর বুরিতিকুপু নামে ওই শহরটির বেশ কয়েকটি ভবন ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরটিতে মোট ৫৫ হাজার মানুষের বাস রয়েছে। এরমধ্যে শঙ্কা দেখা দিয়েছে ১ হাজার ২০০ মানুষের বাড়ি বিশাল সিঙ্কহোলে পড়ে ধ্বংস হয়ে যেতে পারে। স্থানীয় সরকার জানিয়েছে, বুরিতিকুপু শহর দীর্ঘদিন ধরেই সিঙ্কহোল সমস্যার সম্মুখীন। তবে সাম্প্রতিক সময়ে সিঙ্কহোলগুলোর আকার বড় হয়ে আবাসিক এলাকাগুলোর দিকে এগোচ্ছে। শহরে ভবন ধসের ঘটনা বাড়তে থাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে।

সিআইএ’র ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা

সিআইএ’র ইতিহাসে সর্বাধিক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিজেদের অনির্দিষ্টসংখ্যক কর্মীকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। সংস্থাটির এসব কর্মী রিক্রুটিং ও ডাইভারসিটি নিয়ে কাজ করে থাকেন। সিআইএর সাবেক কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। ওই কর্মকর্তারা বলেছেন, সিআইএর ইতিহাসে এটিই হবে সবচেয়ে বেশি সংখ্যায় কর্মী ছাঁটাইয়ের অন্যতম ঘটনা। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েই দেশের কেন্দ্রীয় সরকারের জনশক্তিতে বৈচিত্র্যের সন্নিবেশ ঘটানো বা ডাইভারসিটির প্রচেষ্টা নিষিদ্ধ করে এমন এক নির্বাহী আদেশ সই করেন। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, আজ সিআইএ বাধ্যতামূলক প্রশাসনিক ছুটিতে থাকা কর্মকর্তাদেরও ডেকে আনেন অফিসে। পরবর্তীতে তাদের পদত্যাগ করতে বলা হয়। নাহলে বরখাস্তের শিকার হতে হবে বলে জানায় সিআইএ। তবে একটি ফেডারেল আদালত দ্রুতই এ পদক্ষেপ স্থগিত করেন।

যুক্তরাষ্ট্রে আবারো মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২

যুক্তরাষ্ট্রে আবারো মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ, নিহত ২ যুক্তরাষ্ট্রে আবারো মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। এবার দক্ষিণ অ্যারিজোনায় এই দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ২৫ মিনিটের দিকে দক্ষিণ অ্যারিজোনায় সেসনা ১৭২-এস এবং ল্যানসেয়ার ৩৬০ এমকে ২- মডেলের দুটি এক ইঞ্জিনবিশিষ্ট বিমানের মাঝ আকাশে সংঘর্ষ হয়। এ সময় প্রতিটি বিমানে দুজন করে যাত্রী ছিলেন। এনটিএসবি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টে জানিয়েছে, বিমান দুটি রানওয়ে ১২-এর ওপর থাকাকালে সংঘর্ষে জড়ায়। এটি মারানা আঞ্চলিক বিমানবন্দরের দুটি রানওয়ের মধ্যে একটি।সংস্থাটি আরো জানায়, সেসনা ১৭২-এস নিরাপদে অবতরণ করলেও ল্যানসেয়ার ৩৬০ এমকে-২ রানওয়ে ৩-এর কাছে ভূমিতে আছড়ে পড়ে এবং সংঘর্ষের পরপরই তাতে আগুন ধরে যায়। নিহতদের সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।মাঝ আকাশে কীভাবে দুই বিমানের সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।এর আগে গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি-তে মাঝ আকাশে যাত্রীবাহী বিমান ও সামরিক হেলিকপ্টারের সংঘর্ষে ৬৭ জন নিহত হন। ২০০১ সালের পর এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা।এর ঠিক একদিন পরেই অর্থাৎ ৩১ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় একটি ছোট চিকিৎসা পরিবহন বিমান কয়েকটি ভবনের ওপর বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা ছয়জনসহ অন্তত সাতজন নিহত হন।

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা

দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিজেপির রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেখা গুপ্তা। আজ দিল্লির ঐতিহাসিক রামলীলা ময়দানে তিনি শপথ গ্রহণ করেন। বিজেপির সুষমা স্বরাজ, কংগ্রেসের শীলা দীক্ষিত ও আম আদমি পার্টির অতিশী মারলেনার পর রেখা গুপ্তা হলেন দিল্লির চতুর্থ নারী মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, এই মুহূর্তে ভারতের যে কয়টি রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে, তার মধ্যে একমাত্র দিল্লিতেই রয়েছে তাদের নারী মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এদিন ক্যাবিনেট মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ছয় বিধায়ক। তারা হলেন-পরভেশ ভার্মা, মনজিন্দার সিং সিরশা, কপিল মিশ্র, আশীষ সুদ ও পঙ্কজ কুমার সিং রাবিন্দার সিং। এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও বিজেপি শাসিত একাধিক রাজ্যর মুখ্যমন্ত্রী।সম্প্রতি বিধানসভার নির্বাচনে দিল্লি শালিমার বাগ কেন্দ্র থেকে ২৯,৫৯৫ ভোটে জয়লাভ করেছিলেন ৫০ বছর বয়সী রেখা। তার প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন আপ প্রার্থী বন্দনা কুমারী ও কংগ্রেস প্রার্থী প্রবীণ কুমার জৈন। বুধবার রাতেই তাকে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত করে দলের হাইকমান্ড। এত বড় এক দায়িত্ব দেওয়ার পরই দলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছিলেন রেখা। এবারই প্রথম বিধানসভার নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন বিজেপির এই নারী নেত্রী। আর প্রথমবারেই বাজিমাত রেখার। উল্লেখ্য, প্রায় ২৭ বছর পর দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। সম্প্রতি বিধানসভার নির্বাচনে দিল্লিতে ৭০ আসনের মধ্যে বিজেপি ৪৮ আসনে জয় পেয়েছিল। আম আদমি পার্টি (আপ) জয় পেয়েছিল ২২ আসনে। বিজেপির এই বিপুল জয়ের পরেই মনে করা হচ্ছিল কোনো নারী বিধায়ককে মুখ্যমন্ত্রীর পদে বসানো হতে পারে। এবারের নির্বাচনে নারী ভোটারদের কাছে টানতে একাধিক কর্মসূচির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল দলীয় নির্বাচনি ইশতেহারে। যার মধ্যে অন্যতম নারীদের প্রতি মাসে আড়াই হাজার টাকা, গর্ভবতী মহিলাদের এককালীন ২১ হাজার রুপি প্রদান, সিনিয়র মানুষদের পেনশন প্রদান ও নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি প্রমুখ।

ফিলিপাইনে মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা

ফিলিপাইনে মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা মশা ধরে দিলে নগদ অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে ফিলিপাইনের জনবহুল অঞ্চল মেট্রো ম্যানিলার একটি পৌরসভা কর্তৃপক্ষ। মৃত অথবা জীবিত উভয় মশা ধরে জমা দিলেই দেওয়া হবে অর্থ। ডেঙ্গুর ভয়াবহতা প্রতিরোধে আজ এমন ঘোষণা দেয় অ্যাডিশনাল হিলস পৌরসভা কর্তৃপক্ষ। ওই পৌরসভার প্রধান কার্লিতো কার্নাল বলেছেন, পাঁচটি মশা জমা দিলে এক পেসো (২ টাকা) দেওয়া হবে। তিনি জানিয়েছেন, তার এলাকায় ডেঙ্গুতে দুজন ছাত্রের মৃত্যুর পর তারা এমন উদ্যোগ নিয়েছেন। তিনি বলেছেন, রাস্তাঘাঁট পরিস্কার রাখা, পানি জমতে না দেওয়ার যেসব কার্যক্রম তাদের রয়েছে, সেগুলোর সঙ্গে যুক্ত হয়েছে নতুন কার্যক্রমটি।জীবিত ও মৃত মশার পাশাপাশি লার্ভা জমা দিলেও মিলবে নগদ অর্থ। যেসব জীবিত মশা সংগ্রহ করা হবে সেগুলো অতি বেগুনি রশ্মি ব্যবহার করে নির্মূল করা হবে। তবে এমন ‘অদ্ভুদ’ ঘোষণাটি বেশ সমালোচনার মুখে পড়েছে। সামাজিক মাধ্যমে একজন মজা করে লিখেছেন, “সেখানে এখন ইচ্ছাকরে মশার চাষ করা হবে। যেগুলো পরে বিক্রি করা হবে।” আরেকজন লিখেছেন, “যদি একটি পাখা থাকে তাহলে কী ওই মশা নেওয়া হবে না?” তবে ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ সংবাদমাধ্যম বিবিসিকে বলেছে, স্থানীয় সরকার ডেঙ্গু প্রতিরোধে যে উদ্যোগ নিয়েছে সেটিকে তারা স্বাগত জানায়।পৌরসভা প্রধান কার্নাল বলেছেন, তিনি জানেন তার এ ঘোষণা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল করা হচ্ছে। কিন্তু তাদের এলাকাকে ডেঙ্গুর ভয়াবহতা থেকে বাঁচাতে তারা সব ধরনের উদ্যোগই নিচ্ছেন। অ্যাডিশনাল হিলস নামের ওই শহুরে এলাকাটিতে ৭০ হাজার মানুষ বাস করেন। সাম্প্রতিক সময়ে সেখান ৪৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। মৌসুমী ও অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ফিলিপাইনে বেড়েছে ডেঙ্গুর ভয়াবহতা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়েছে। সূত্র: বিবিসি

অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০

অস্ট্রেলিয়ার সৈকতে আটকা ১৫৭ তিমি, মৃত ৬৭, ঝুঁকিতে আরও ৯০ অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের একটি সমুদ্র সৈকতে ১৫৭টি তিমি আটকা পড়েছে। এর মধ্যে ৬৭টি ইতোমধ্যেই মারা গেছে, বাকি ৯০টি তিমিও মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। আটকে পড়া তিমিগুলোকে উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তিমিগুলো ১৮ ফেব্রুয়ারি তাসমানিয়ার উত্তর-পশ্চিম উপকূলে আর্থার রিভারের কাছে সৈকতে আটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। অঞ্চলটি রাজ্যের রাজধানী হোবার্ট থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। আটকে পড়া তিমিগুলো মাঝারি আকারের ‘ফলস কিলার হোয়েল’, যা বৃহত্তম ডলফিন প্রজাতির একটি অংশ। প্রাপ্তবয়স্ক ফলস কিলার হোয়েল প্রায় ৬ মিটার লম্বা ও ১ দশমিক ৫ টন ওজনের হতে পারে। অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ন্যাচারাল রিসোর্স অ্যান্ড এনভাইরনমেন্ট জানিয়েছে, উদ্ধারকাজ অব্যাহত রয়েছে এবং সামুদ্রিক প্রাণী বিশেষজ্ঞরা ঘটনাস্থলে উপস্থিত। ব্রেন্ডন ক্লার্ক, তাসমানিয়া পার্কস অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের কর্মকর্তা, জানিয়েছেন, ‘তিমিগুলো সম্ভবত ২৪ থেকে ৪৮ ঘণ্টা ধরে আটকা পড়ে আছে। এর মধ্যে মাত্র ৯০টি জীবিত রয়েছে।’ তিমিগুলোকে সমুদ্রে ফেরত পাঠানো সম্ভব কি না, তা বিশেষজ্ঞ ও পশু চিকিৎসকরা পরীক্ষা করছেন। তবে ব্রেন্ডন ক্লার্ক বলেছেন, ‘এটি অত্যন্ত চ্যালেঞ্জিং একটি কাজ, এবং কর্মকর্তাদের জন্যও ঝুঁকিপূর্ণ।’ সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে কর্তৃপক্ষ ঘটনাস্থলে জনসাধারণের প্রবেশ সীমিত করেছে এবং স্থানীয় বাসিন্দাদের সেখানে না যাওয়ার পরামর্শ দিয়েছে। স্থানীয় বাসিন্দা জোসেলিন ফ্লিন্ট অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনকে (এবিসি) বলেন, ‘বুধবার সকালে আমার ছেলে মাছ ধরার সময় তিমিগুলোকে দেখতে পায়। ঘটনাস্থলে গিয়ে দেখে, অসংখ্য তিমি আটকা পড়েছে। তাদের মধ্যে ছোট বাচ্চা তিমিও রয়েছে… তারা আমাদের দিকে তাকাচ্ছিল, যেন সাহায্য চাইছে।’ অস্ট্রেলিয়ায় তিমি আটকে পড়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে তাসমানিয়ার উপকূলে। বিশেষ করে রাজ্যের পশ্চিম উপকূল এ ধরনের ঘটনার জন্য কুখ্যাত। ২০২০ সালে, তাসমানিয়ার ম্যাককোয়ারি বন্দরের কাছে ৪৭০টি পাইলট তিমি আটকা পড়ে। উদ্ধারকর্মীদের চেষ্টা সত্ত্বেও ৩৫০টির বেশি তিমি মারা যায়। ২০২২ সালেও, একই বন্দরে ২০০টি তিমি আটকা পড়ে। তিমি অত্যন্ত সামাজিক স্তন্যপায়ী প্রাণী, যারা দলবদ্ধভাবে চলাফেরা করে। সৈকতে আটকা পড়ার একাধিক কারণ থাকতে পারে— খাদ্যের সন্ধানে ভুল দিক নির্দেশনা – উপকূলে ছোট মাছ শিকারের সময় তারা দিকভ্রান্ত হয়ে তীরে উঠে আসতে পারে। গোষ্ঠীগত আচরণ – দলের একটি তিমি ভুল করলে পুরো দল অনুসরণ করতে পারে। পরিবেশগত পরিবর্তন – সমুদ্রের জোয়ার-ভাটা বা অন্য প্রাকৃতিক কারণেও তিমিরা আটকে পড়তে পারে। অস্ট্রেলিয়ার সৈকতে তিমি আটকে পড়া নতুন নয়, তবে একসঙ্গে এতগুলো ফলস কিলার হোয়েল আটকা পড়ার ঘটনা গত ৫০ বছরে ঘটেনি। এখন উদ্ধারকর্মীদের প্রাণপণ প্রচেষ্টাই নির্ধারণ করবে বাকি তিমিগুলো বাঁচবে কি না।