ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের

ভারতের ওপর থেকে বাণিজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার চীনের যুক্তরাষ্ট্রের ঘোষিত ৫০ শতাংশ শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যে ভারতকে স্বস্তি দিল প্রতিবেশী দেশ চীন। বেইজিং জনিয়েছে, তারা ভারতে সার, রেয়ার আর্থ ম্যাগনেট ও টানেল বোরিং মেশিন রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। গত মাসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি-এর সঙ্গে বৈঠকে এই গুরুত্বপূর্ণ সামগ্রীতে নিষেধাজ্ঞা তুলে নেয়ার অনুরোধ জানিয়েছিলেন। আজ এ তথ্য জানিয়ে ইকোনমিক টাইমস এর প্রতিবেদনে বলা হয়, ওয়াং য়ি বর্তমানে দুই দিনের সফরে নয়াদিল্লিতে রয়েছেন। গতকাল দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় য়ি আশ্বস্ত করেছেন জয়শঙ্করকে। তিনি জানান, ভারতের অনুরোধ অনুযায়ী বেইজিং কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা তুলে নিতে পদক্ষেপ শুরু করেছে।

নির্বাচনের তারিখ ঘোষণা মিয়ানমারের সামরিক জান্তার

নির্বাচনের তারিখ ঘোষণা মিয়ানমারের সামরিক জান্তার জরুরি অবস্থা প্রত্যাহারের ১৭ দিন পর মিয়ানমারে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে জান্তা সরকার। প্রথম ধাপের কার্যক্রম শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর। আজ এক বিবৃতিতে দেশটির ইউনিয়ন ইলেকশন কমিশনের বিবৃতির বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নির্বাচনের প্রথম ধাপ শুরু হবে আগামী ২৮ ডিসেম্বর থেকে। পরবর্তী ধাপের তারিখ পরে ঘোষণা করা হবে। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত নেত্রী অং সান সুং চিকে কারারুদ্ধ করার পর এটিই হবে প্রথম ভোট।

মালদ্বীপে ট্যুরিস্ট ভিসায় কাজ করলে জেল-জরিমানা

মালদ্বীপে ট্যুরিস্ট ভিসায় কাজ করলে জেল-জরিমানা ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ গিয়ে কাজের চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। গতকাল মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে উল্লেখ করা হয়, ভ্রমণ ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় মালদ্বীপ এসে বৈধভাবে কাজ করার কোনো সুযোগ নেই। ভ্রমণ ভিসায় মালদ্বীপ এলে কখনো ওয়ার্ক ভিসা পাওয়া সম্ভব নয়। এ ছাড়া ভ্রমণ ভিসায় মালদ্বীপ এসে কাজ করার চেষ্টা করলে জেল ও জরিমানা হতে পারে। মালদ্বীপ আসার আগে ওয়ার্ক পারমিট যাচাই করতে অনুরোধ করেছে মালদ্বীপ হাইকমিশন।  

নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১

নিউইয়র্কে ক্লাবে গুলি, নিহত ৩, আহত ১১ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় গতকাল মধ্যরাত ব্রুকলিনের ক্রাউন হাইটস এলাকায় ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ নামের একটি নাইটক্লাবে এই গোলাগুলির ঘটনা ঘটে। নিউইয়র্ক পুলিশের কমিশনার জেসিকা টিসচ এক সংবাদ সম্মেলনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-এই হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল এবং একাধিক অস্ত্র ব্যবহার করা হয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে অন্তত ৩৬টি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এছাড়া কাছাকাছি একটি রাস্তা থেকে একটি আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে, যা এখন পরীক্ষা-নিরীক্ষা করছে পুলিশ। আহতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের

পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। আজ বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসবে না। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগস্টের ২৫ থেকে ২৯ তারিখে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৭ আগস্ট থেকেই ভারতের উপরে ৫০ শতাংশ কর ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন। এর আগে ভারতের ওপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথা জানায় ওয়াশিংটন। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ ধাপের আলোচনার পরও বাণিজ্য চুক্তি নির্ধারণ সম্ভব হয়নি। এর প্রধান কারণ ছিল ভারতের বিস্তীর্ণ কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার প্রস্তাব এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে দুই দেশের মতভেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বলেছেন, “ভারত কখনো কৃষক, মৎস্যজীবী বা খামারিদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমরা জানি, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমরা তৈরি।” যুক্তরাষ্ট্র ভারতের কৃষি ক্ষেত্রে আরো বেশি প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। বিশেষত, ভুট্টা, সয়াবিন ও তুলো রপ্তানির পথ খুলে দিতে চায় তারা। তবে ভারত সরকার এখনই কৃষি ও দুগ্ধখাত পুরোপুরি উন্মুক্ত করতে রাজি নয়। কারণ এর ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমন আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে ভারতের যুক্তি, দেশের ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি খরচ নিশ্চিত করার জন্যই রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভারত সফর পুনর্নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে।

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান-সমর্থিত হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হাজিজ পাওয়ার স্টেশন এই হামলার লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী ইয়েমেনের গভীরে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল।’ তবে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করা হয়নি। হুতিদের আল-মাসিরা টিভি একটি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অব ইসরায়েল।

আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। আজ সকালে এক বার্তায় জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। জেলেনস্কি জানান, এর আগে ট্রাম্পের সঙ্গে তার এক ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রথমে দুই প্রেসিডেন্ট একান্তে বৈঠক করেন, পরে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে যৌথ বৈঠক হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ধাপে ইউরোপীয় নেতাদের উপস্থিতি চাই, যাতে আমেরিকার পাশাপাশি ইউরোপও একসঙ্গে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।

খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত

খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিক থেকে পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত- বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরাঞ্চলে – ভয়াবহ বন্যা, ভূমিধস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) থেকে আপডেট করা দৈনিক তথ্য অনুসারে, ২৬ জুন থেকে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যা ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১৪২ জন শিশু সহ কমপক্ষে ৩২৫ জন মারা গেছেন। এছাড়া ৭৪৩ জন আহত হয়েছেন। ডন ডটকম প্রকাশিত পিডিএমএর দৈনিক পরিস্থিতি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাজাউর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল, যেখানে ১৮ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন। বটগ্রামে ১৫ জন প্রাণ হারিয়েছেন; মানশেরাতে ১৪ জন, লোয়ার দিরে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন; সোয়াতের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; শাংলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি ডন ডটকমকে বলেন, “আজ সকালে বাজাউরে, সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘ ভাঙনের (ভারী বৃষ্টিপাত) কারণে আকস্মিক বন্যায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেসকিউ ১১২২ এর কর্মীরা, বাসিন্দাদের সহযোগিতায়, এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজন আহতকে উদ্ধার করেছে।”

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে তরুণ বৈজ্ঞানিক ও প্রতিভাবান প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে তার দেশের নিয়ন্ত্রণ সংশোধনের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীন তার সাধারণ ভিসা বিভাগগুলোতে ‘কে ভিসা’ যোগ করবে। বিশেষ করে, যোগ্য তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তি পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে এ ভিসা। এর জন্য আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত, যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নতুন এ নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে চীন বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করে নিজেদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি আরো দ্রুত করতে চাচ্ছে।