এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ‘পুলিৎজার’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুলিৎজারে এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার। যুক্তরাষ্ট্রে অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুরস্কারটি পেয়েছে এই বার্তা সংস্থা। স্থানীয় সময় সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে। ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এই মাদক সংকটে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়ালো ১৩৯, যা সর্বোচ্চ। এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা। সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে। পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা————– সাংবাদিকতা বিভাগ পাবলিক সার্ভিস: প্রোরিপাবলিকা ব্রেকিং নিউজ: দ্য ওয়াশিংটন পোস্ট তদন্তমূলক প্রতিবেদন: রয়টার্স ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউ ইয়র্ক টাইমস) স্থানীয় প্রতিবেদন: আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউ ইয়র্ক টাইমস) জাতীয় প্রতিবেদন: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস ফিচার প্রতিবেদন: মার্ক ওয়ারেন (এসকোয়ার) মন্তব্য: মোসাব আবু তোহা (দ্য নিউ ইয়র্কার) সমালোচনা: আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব) সম্পাদকীয় লেখা: রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল) চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট) ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (দ্য নিউ ইয়র্ক টাইমস) ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার) অডিও প্রতিবেদন: দ্য নিউ ইয়র্কার সাহিত্য বিভাগ গল্প: পার্সিভাল এভারেট (‘জেমস’) নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (‘পারপাস’) ইতিহাস: এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক (‘কম্বি: হ্যারিয়েট টুবম্যান, দ্য কম্বি রিভার রেইড, অ্যান্ড ব্ল্যাক ফ্রিডম ডিউরিং দ্য সিভিল ওয়ার’) ও ক্যাথলিন ডুভাল (‘নেটিভ নেশনস: অ্যা মিলেনিয়াম ইন নর্থ আমেরিকা’) জীবনী: জেসন রবার্টস (‘এভরি লিভিং থিং’) স্মৃতিকথা: টেসা হালস (‘ফিডিং গোস্টস: অ্যা গ্রাফিক মেমোয়ার’) কবিতা: মেরি হাও (‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’) সাধারণ নন-ফিকশন: বেনজামিন নাথানস (‘টু দ্য সাকসেস অব আওয়ার হোপলেস কজ: দ্য মেনি লাইভস অব দ্য সোভিয়েত ডিসিডেন্ট মোমেন্টে’) সংগীত: সুসি ইবারা (‘স্কাই আইল্যান্ডস’) বিশেষ পুরস্কার এবং উদ্ধৃতি: চাক স্টোন (মরণোত্তর)
ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ

ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ নিরাপত্তা মহড়া আয়োজনে বেশ কয়েকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, শেষবার এমন মহড়া হয় ১৯৭১ সালে। সেকারণে এ নির্দেশনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার সম্ভাব্য শত্রু মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো, শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য বেসামরিক নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, রাতে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ব্যবস্থা নেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়ার মহড়া আয়োজন প্রভৃতি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। এনডিটিভি জানায়, পাঞ্জাবের ফিরোজাবাদে মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় আধ-ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল। এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। মোদি বলেছেন, “যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে।’ কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি। আর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল। এদিকে, গতকাল সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, পাকিস্তানে হামলা চালালে ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ‘ফিল্ড হেডকোয়ার্টার’ করবে ভারত

বাংলাদেশ-পাকিস্তান সীমান্তে বিএসএফের ‘ফিল্ড হেডকোয়ার্টার’ করবে ভারত কাশ্মীরের পহেলগাম সন্ত্রাসী হামলার পর, ভারত শিগগির তার সীমান্ত নিরাপত্তা বাহিনীকে (বিএসএফ) প্রায় ১৭ হাজার সৈন্যের ১৬টি নতুন ব্যাটালিয়ন তৈরি এবং দুটি নতুন ফিল্ড হেডকোয়ার্টার তৈরির অনুমোদন দিতে চলেছে। ভারতীয় সংবাদমাধ্যম সাংগ্রি টুডে জানিয়েছে, সরকার ইতিমধ্যে নীতিগত ছাড়পত্র দিয়েছে। বিএসএফ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের সীমান্ত ‘সুরক্ষিত’ করার জন্য একটি আদেশ পেয়েছে। সরকারি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এই ব্যাটালিয়ন গঠনের জন্য অর্থ মন্ত্রণালয়সহ কিছু শেষ ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে, যা শিগগির জারি করা হতে পারে। ছাড়পত্র পাওয়ার পর, ভারতের বিএসএফ এই ব্যাটালিয়নের জন্য পুরুষ এবং নারী নিয়োগ শুরু করবে, তারপর তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাই এই ব্যাটালিয়ন তৈরি করতে পাঁচ বা ছয় বছর সময় লাগতে পারে। বর্তমানে, বিএসএফ উভয় সীমান্ত রক্ষার জন্য ১৯৩টি ব্যাটালিয়ন পরিচালনা করে এবং একটি ব্যাটালিয়নে এক হাজারেরও বেশি সৈন্য রয়েছে। সূত্র জানায়, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিএসএফের দুটি ফিল্ড হেডকোয়ার্টার অনুমোদন দিয়েছে। এর মধ্যে একটি জম্মুতে পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা বৃদ্ধির জন্য জম্মু ও পাঞ্জাবে স্থাপন করা হবে এবং অন্যটি মিজোরামে বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য স্থাপন করা হবে। কর্মকর্তাদের মতে, ক্রমবর্ধমান চ্যালেঞ্জ এবং দ্রুত পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএসএফ কয়েক বছর আগে ২০-২১টি নতুন ব্যাটালিয়ন গঠনের জন্য ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটি প্রস্তাব পাঠিয়েছিল।
কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের

কুখ্যাত আলকাট্রাজ কারাগার পুনরায় চালুর নির্দেশ ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সান ফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত কুখ্যাত আলকাট্রাজ কারাগারটি পুনর্নির্মাণ ও পুনরায় চালু করার জন্য ফেডারেল ব্যুরো অব প্রিজনসকে নির্দেশ দিয়েছেন। সোমবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের কুখ্যাত কারাগারটিতে আটক রাখতে চান ট্রাম্প। স্থানীয় সময় রবিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্ট করে বলেন, “আলকাট্রাজ পুনর্নির্মাণ করুন এবং খুলুন!” ট্রাম্প আরো বলেন, “আমরা যখন আরো সিরিয়াস জাতি ছিলাম, তখন আমরা সবচেয়ে বিপজ্জনক অপরাধীদের আটকে রাখতে এবং ক্ষতি করতে পারে এমন কারো থেকে তাদের দূরে রাখতে দ্বিধা করতাম না।” ১৯৬৩ সালে বন্ধ হওয়ার আগে আলকাট্রাজের ফেডারেল কারাগারটিতে আল ক্যাপোনের মতো কুখ্যাত মার্কিন অপরাধীদের রাখা হতো। এটি এখন সান ফ্রান্সিসকোর সবচেয়ে জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর মধ্যে একটি। ট্রুথ সোশ্যল পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ আমি বিচার বিভাগ, এফবিআই এবং হোমল্যান্ড সিকিউরিটির সঙ্গে কারাগার ব্যুরোকে একটি উল্লেখযোগ্যভাবে বর্ধিত এবং পুনর্নির্মিত আলকাট্রাজ পুনরায় খোলার নির্দেশ দিচ্ছি।” ফ্লোরিডা থেকে হোয়াইট হাউজে ফিরে আসার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, “কারাগারটি পুনরায় চালু করা ‘আমার মনে আসা একটি ধারণা’ এবং আমি তা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছি।” ট্রাম্প আরো বলেন, “এটি আইন-শৃঙ্খলার প্রতীক।” দ্বীপের অবস্থান, হিমশীতল পানি এবং তীব্র স্রোতের কারণে আলকাট্রাজকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে নিরাপদ কারাগার হিসেবে বিবেচনা করা হয়। আলকাট্রাজ থেকে কোনো বন্দী সফলভাবে পালানোর রেকর্ড নেই, যদিও পাঁচজন বন্দী ‘নিখোঁজ এবং ডুবে মারা গেছে’ হিসেবে নথিভুক্ত করা আছে। ফেডারেল ব্যুরো অব প্রিজনস (বিওপি) ওয়েবসাইট অনুসারে, আলকাট্রাজ বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এর পরিচালনা চালিয়ে যাওয়া খুব ব্যয়বহুল ছিল, মূলত এর দ্বীপের অবস্থানের কারণে। বিওপি ওয়েবসাইটের তথ্যানুসারে, এটি পরিচালনা করা অন্য যেকোনো ফেডারেল কারাগারের তুলনায় প্রায় তিনগুণ বেশি ব্যয়বহুল ছিল। ট্রাম্পের নতুন এই পরিকল্পনার সমালোচনা করেছেন সাবেক হাউজ স্পিকার এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ন্যান্সি পেলোসি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ একটি পোস্টে তিনি বলেন, “৬০ বছরেরও বেশি সময় আগে আলকাট্রাজ একটি ফেডারেল কারাগার হিসেবে বন্ধ হয়ে যায়। এটি এখন একটি অত্যন্ত জনপ্রিয় জাতীয় উদ্যান এবং প্রধান পর্যটন আকর্ষণ। প্রেসিডেন্টের প্রস্তাবটি গুরুত্বপূর্ণ নয়।”
দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের

দীর্ঘতম প্রেস কনফারেন্সের রেকর্ড মালদ্বীপ প্রেসিডেন্টের ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির রেকর্ড ভেঙে দিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। একটানা প্রায় ১৫ ঘণ্টা ধরে একটি সংবাদ সম্মেলনে ভাষণ দিয়েছেন তিনি। এর মাধ্যমে সবচেয়ে দীর্ঘ সময় ধরে সংবাদ সম্মেলনের রেকর্ড গড়েছেন মোহাম্মদ মুইজ্জু। এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, গতকাল স্থানীয় সময় সকাল ১০টার দিকে মুইজ্জু সেই সংবাদ সম্মেলন শুরু করেন এবং মাঝখানে প্রার্থনার জন্য সংক্ষিপ্ত বিরতি দেওয়া ছাড়া যেটি ১৪ ঘণ্টা ৫৪ মিনিট ধরে অব্যাহত ছিল। এএফপি জানায়, মুইজ্জুর এই বর্ধিত সংবাদ সম্মেলনটি এমন এক দিনে অনুষ্ঠিত হয়েছে, যেদিনটি ছিল বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, নতুন বিশ্ব রেকর্ড গড়া সংবাদ সম্মেলনটি শেষ হতে মধ্যরাত পার হয়ে যায়। সেখানে একটানা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে থাকেন প্রেসিডেন্ট মুইজ্জু। এসময় তথ্যনির্ভর, ভারসাম্যপূর্ণ ও পক্ষপাতহীন সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। দীর্ঘ এ সেশনে সাংবাদিকদের কাছে জনসাধারণের জমা দেওয়া প্রশ্নেরও উত্তর দেন প্রেসিডেন্ট। তিনি আরও জানান, আরএসএফ পরিচালিত ২০২৫ সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে দুই ধাপ এগিয়ে ১০৪ তম অবস্থানে উঠে এসেছে মালদ্বীপ।
চিলি ও আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার ভূমিকম্প

চিলি ও আর্জেন্টিনায় ৭.৪ মাত্রার ভূমিকম্প চিলি ও আর্জেন্টিনা দক্ষিণ উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার এ ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে এবিসি নিউজ। ভূমিকম্পের কারণে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ম্যাগালানেস অঞ্চলজুড়ে চিলির উপকূলরেখায় লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। আর্জেন্টিনার টিয়েরা দেল ফুয়েগো প্রদেশে পানি কার্যক্রম এবং নৌ চলাচল স্থগিত করা হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আর্জেন্টিনার উশুয়াইয়া শহর থেকে ২১৯ কিলোমিটার (১৭৩ মাইল) দক্ষিণে সমুদ্রের তলদেশে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। চিলির কর্তৃপক্ষ দেশের দক্ষিণে অবস্থিত ম্যাগেলান প্রণালীর সমগ্র উপকূলীয় অংশ থেকে স্থানীয়দের সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া পরিষেবা জনসাধারণের কাছে পাঠানো এক বার্তায় বলেছে, “সুনামির সতর্কতার কারণে, ম্যাগালানেস অঞ্চলের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।”
পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

পাকিস্তান থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করেছে ভারত। পহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এ ঘোষণা দিলো দিল্লি। শনিবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে। এনডিটিভি জানিয়েছে, ‘জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে’ এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ভারত সরকার। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের শুক্রবার এক আদেশে বলেছে, পাকিস্তানে উৎপাদিত বা সেখান থেকে রপ্তানিকৃত সব ধরনের পণ্যের প্রবেশ বন্ধ থাকবে। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, “জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার ব্যতিক্রমের ক্ষেত্রে ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।” ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। এ ঘটনার পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা নতুন করে বৃদ্ধি পায়। হামলার পরপর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নেয় ভারত। এগুলোর মধ্যে অন্যতম ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার একমাত্র স্থল বাণিজ্য পথ ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দেওয়া। এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে মূলত ওষুধজাত পণ্য, ফল ও তেলবীজ আমদানি করে থাকে ভারত। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর পাকিস্তানি পণ্যের ওপর ২০০ শতাংশ শুল্ক আরোপ করেছিল ভারত। তাতে ভারতের আমদানির পরিমাণ ক্রমাগত হ্রাস পায়। সর্বশেষ ২০২৪-২৫ সালে পাকিস্তান থেকে ভারতের মোট আমদানি পরিমাণ মাত্র শূন্য দশমিক ০০০১ শতাংশে নেমে আসে।
২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর

২৬ বাংলাদেশি কর্মীর দুর্দশা তদন্তের নির্দেশ ফিজি প্রধানমন্ত্রীর ফিজির কেন্দ্রীয় বিভাগের একটি স্থানীয় সুপারমার্কেটে কর্মরত ২৬ বাংলাদেশি শ্রমিকের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সিটিভেনি রাবুকা। কর্মসংস্থানমন্ত্রী ও অভিবাসনমন্ত্রীকে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলেছেন তিনি। গত সপ্তাহে সরাসরি এসব বাংলাদেশি শ্রমিকের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী রাবুকা। তিনি অভিযোগ পান, তাদের বসবাসের পরিবেশ অত্যন্ত করুণ, পর্যাপ্ত খাদ্যের ব্যবস্থা নেই ও নিয়োগ চুক্তির শর্ত ভঙ্গ করা হয়েছে। সব শুনে ফিজির প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট নিয়োগকর্তাকে দ্রুত এসব কর্মীদের আবাসন ও মৌলিক সুযোগ-সুবিধা উন্নত করার আহ্বান জানান। প্রধানমন্ত্রী রাবুকা বলেন, আইন মানা এক বিষয়, কিন্তু কর্মীদের প্রতি ন্যায্য আচরণ করা আরেকটি বড় দায়িত্ব।
দিল্লিতে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত

দিল্লিতে ভারী বৃষ্টিপাতে ৪ জনের মৃত্যু, ২০০ ফ্লাইট বিলম্বিত ভারতের দিল্লিতে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ায় কমপক্ষে ৪ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ২৬ বছর বয়সী এক গৃহিণী ও তার ৩ শিশুসন্তান। আহত হয়েছেন তার স্বামী অজয়। আজ ভোরে গুজরাটের দ্বারকায় খারখারি গ্রামে ঝড়ের সময় কৃষিজমির ওপর একটি টিউবওয়েল ঘরের ওপর গাছ ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার। পাশাপাশি ভারি বৃষ্টির প্রভাবে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলে সমস্যা দেখা দেয়। এ পর্যন্ত ২০০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং তিনটি ফ্লাইট গতিপথ পাল্টাতে বাধ্য হয়েছে।
ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষিতে কূটনৈতিকভাবে হস্তক্ষেপ করেছে যুক্তরাষ্ট্র। উত্তেজনা প্রশমন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, ওয়াশিংটন উভয় পক্ষকে উত্তেজনা কমাতে আহ্বান ট্যামি ব্রুস সাংবাদিকদের বলেন, “আমরা উভয় পক্ষের সাথে যোগাযোগ করছি এবং স্পষ্টভাবে জানাচ্ছি, যেন কেউ পরিস্থিতি আরো ঘোলাটে না করে।” তিনি বলেন, “পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিশ্বাস করেন কূটনীতির নেতৃত্ব নেওয়া উচিত। ব্রুস বলেন, “পররাষ্ট্রমন্ত্রী অন্যান্য জাতীয় নেতা এবং পররাষ্ট্রমন্ত্রীদেরও ‘এই বিষয়ে দেশগুলোর সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত করেছেন’।” ভারতনিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পহেলগামে সম্প্রতি সন্ত্রাসী হামলার পর দুই পারমাণবিক-সশস্ত্র প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ২২ এপ্রিল সংঘটিত ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। ফলে ২০০০ সালের পর থেকে এই অঞ্চলের সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর মধ্যে এটি একটি। ২৩ এপ্রিল ভারত একতরফাভাবে সিন্ধু পানিচুক্তি স্থগিত করে, যা বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পাকিস্তানের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পানিবণ্টন চুক্তি, যা দুই দেশের মধ্যে অসংখ্য সংঘাতের পরেও টিকে আছে। পরের দিন, পাকিস্তান ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিত রাখার এবং ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধ করার হুমকি দিয়ে প্রতিশোধ নেয়। ভারতের দাবি, এই হামলায় আন্তঃসীমান্ত সংযোগ জড়িত থাকতে পারে, যদিও তারা কোনো সুনির্দিষ্ট প্রমাণ সরবরাহ করেনি। বিপরীতে, পাকিস্তান দৃঢ়ভাবে এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সত্য উদঘাটনের জন্য ঘটনার স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। এদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার আজ বুধবার ভোরে সতর্ক করে বলেছিলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত পহেলগাম হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করে আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে সামরিক হামলা চালাতে পারে। মন্ত্রী ভারতের এমন পদক্ষেপের সমালোচনা করে বলেন, ভারত এই অঞ্চলে ‘বিচারক, জুরি এবং জল্লাদের স্ব-নির্ধারিত ভূমিকা’ গ্রহণ করছে। নয়াদিল্লির এমন ভূমিকাকে ‘বেপরোয়া ও অস্থিতিশীলকারী’ হিসেবে চিহ্নিত করেছে ইসলামাবাদ। তিনি সংযম ও আঞ্চলিক শান্তির আহ্বান পুনর্ব্যক্ত করে বলেন, পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের কারণে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ধরনের সহিংসতার যন্ত্রণা ও পরিণতি বোঝে।