যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে: পাকিস্তান

যুদ্ধবিরতির অনুরোধ এসেছে ভারতের পক্ষ থেকে: পাকিস্তান চারদিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে গেছে ভারত ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘দীর্ঘ আলোচনা’র পর এই যুদ্ধবিরতি সম্ভব হয়েছে—যেখানে যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ মধ্যস্থতা করেছে। এতে বিশ্বের শান্তিপ্রিয় মানুষের মাঝে স্বস্তি ফিরলেও যুদ্ধবিরতির প্রস্তাব কোন পক্ষ দিয়েছেন, তা নিয়ে চলছে আলোচনা। এমন আবহে পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধবিরতির প্রস্তাব তারা নয়, ভারতই দিয়েছে। ভারতের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন বুনিয়ানুল মারসুস’ অভিযানের বিস্তারিত তথ্য জানাতে রোববার (১১ মে) এক যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি করেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।তিনি বলেন, ‘এটা রেকর্ডে রাখুন যে, পাকিস্তান কখনও যুদ্ধবিরতির অনুরোধ করেনি। ৬ এবং ৭ মে রাতে সেই কাপুরুষোচিত হামলার পর ভারতীয়রা অনুরোধ করেছিল এবং পাকিস্তান খুব স্পষ্ট প্রতিক্রিয়া জানিয়েছিল যে, আমরা এই কাজের প্রাপ্য প্রতিক্রিয়া দেওয়ার পরেই কেবল যোগাযোগ করব। ’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নয়াদিল্লি এ (যুদ্ধবিরতির) অনুরোধ জানায়। পাকিস্তান কোনো যুদ্ধবিরতির আবেদন করেনি, বরং ভারতই সংঘর্ষ কমাতে চেয়েছিল। আমরা আমাদের মিত্র ও মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছিলাম, উপযুক্ত জবাব না দিয়ে কোনো আলোচনায় আমরা অংশ নেব না। প্রস্তাবে সাড়া দিয়ে পাকিস্তান দায়িত্বশীলতা ও পরিপক্বতার সঙ্গে কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, এটি এমন এক সংঘাত ছিল, যা ১.৬ বিলিয়ন মানুষের জীবনকে প্রভাবিত করতে পারত। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে সংঘর্ষ হলে তা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। যারা যুদ্ধ চায়, তারা কেবল নিজেদের স্বার্থসিদ্ধির জন্যই তা করে।  শান্তি দুই দেশের জন্যই মঙ্গলজনক। যুদ্ধের পেছনে যারা আছে, তাদের লক্ষ্য সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ। সংবাদসম্মেলনে কাশ্মীর ইস্যু নিয়ে পাকিস্তানের অবস্থানের কথা জানান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। (বিভিন্ন সংঘাতে) কাশ্মীরে হাজারো ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং জোরপূর্বক জনমত পরিবর্তন ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। ডিজি আইএসপিআর বলেন, কাশ্মীর একটি আন্তর্জাতিক স্বীকৃত বিরোধ এবং তা জাতিসংঘ সনদ ও কাশ্মীরিদের ইচ্ছার ভিত্তিতে সমাধান হতে হবে। ভারত একে অভ্যন্তরীণ বিষয় হিসেবে উপস্থাপন করার চেষ্টা করলেও এটি এখনও জাতিসংঘে বিবেচনাধীন একটি আন্তর্জাতিক বিরোধ। ভারতের একতরফা সাংবিধানিক পরিবর্তন ও দমন-পীড়ন পরিস্থিতির বাস্তবতা বদলাতে পারবে না।  এ সময় পাকিস্তানের হেফাজতে কোনো ভারতীয় পাইলট নেই এবং সোশ্যাল মিডিয়ায় ছড়ানো গুজব মিথ্যা ও ভিত্তিহীন বলেও দাবি করেন জেনারেল আহমেদ শরিফ চৌধুরী। বলেন, এগুলো সমস্তই ভুয়া খবর এবং প্রচারের অংশ যা একাধিক উৎস থেকে তৈরি করা হয়েছে। সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে ডিজি আইএসপিআর বলেন, আমরা শান্তিপ্রিয় জাতি, তবে আগ্রাসনের জবাব দিতে জানি। আমরা জবাব দিয়েছি এবং ভবিষ্যতেও জাতির রক্ষায় সর্বোচ্চ প্রস্তুত আছি। পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেনি। ৬ থেকে ৭ মে রাতে হামলায় শিশুসহ নিরীহ বেসামরিক নাগরিকদের শহীদ হওয়ার প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান সশস্ত্র বাহিনী জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেছে।

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব

ভারত-পাকিস্তানকে ট্রাম্পের নতুন প্রস্তাব পেহেলগাম ইস্যুতে টানা ১৯ দিনের উত্তেজনা ও শেষ চার দিনের সংঘাতের পর যুদ্ধবিরতিতে সম্মত হয় ভারত-পাকিস্তান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই শনিবার (১০ মে) সন্ধ্যায় প্রথমে যুদ্ধবিরতির কথা জানান। পরে দুই দেশের পক্ষ থেকেই বিষয়টি নিশ্চিত করা হয়। যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না যেতেই এবার ভারত-পাকিস্তানকে নতুন প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট। রোববার (১১ মে) নিজের মালিকানাধীন ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, আগ্রাসন যে থামানো উচিত, সেটি দুই দেশের নেতারা বুঝতে পারায় আমি গর্বিত। ‘এই সংঘর্ষে অনেক নিরীহ মানুষের মৃত্যু হতে পারত। কিন্তু যেভাবে দুই দেশ এগিয়ে এসে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তা প্রশংসার যোগ্য। দুদেশের মধ্যে যে সামরিক অস্থিরতা তৈরি হয়েছিল, তা প্রশমিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র যে ভূমিকা নিয়েছে, তার জন্যও আমি গর্বিত।’ পোস্টে মার্কিন প্রেসিডেন্ট কয়েক দশক ধরে চলা কাশ্মীর সমস্যা মেটাতে দুই দেশের সঙ্গে কাজ করার প্রস্তাব দেন। তিনি আরও লিখেছেন, এই সমস্যার সমাধানের যাতে একটি রাস্তা বেরিয়ে আসে, তার জন্য ভারত-পাকিস্তান দু‌দেশের সঙ্গেই কাজ করতে আমি আগ্রহী। তবে, কাশ্মীর সমস্যা সমাধানে ট্রাম্পের এই প্রস্তাবে ভারত ও পাকিস্তান আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ২১ শ্রীলঙ্কায় তীর্থযাত্রীবাহী একটি বাস গভীর খাদে পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জ্যেষ্ঠ পরিবহন কর্মকর্তারা। রোববার (১১ মে) ভোরে দক্ষিণাঞ্চলের তীর্থস্থান কাটারাগামা থেকে মধ্যাঞ্চলের কুরুনেগালা শহরের দিকে যাত্রাকালে এ দুর্ঘটনা ঘটে। দুই শহরের দূরত্ব প্রায় ২৫০ কিলোমিটার। দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকা কোটমালের মধ্য দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। বাসটিতে ৭০ জনের বেশি যাত্রী ছিল, যা ধারণক্ষমতার চেয়ে অন্তত ২০ জন বেশি। ঘটনাস্থলের ছবিতে দেখা যায়, বাসটির ছাদ এবং পাশের অংশ ছিঁড়ে গেছে, বেশির ভাগ আসন মেঝে থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বাসটি উল্টে একটি চা-বাগানে গিয়ে পড়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, দুর্ঘটনার কারণ হিসেবে যান্ত্রিক ত্রুটি কিংবা চালকের ঘুমিয়ে পড়ার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বাসটি সরকার মালিকানাধীন ছিল। পরিবহন উপমন্ত্রী প্রসন্ন গুনাসেনা জানান, আহতদের দ্রুত দুটি স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের শনাক্তের কাজ চলছে। তিনি বলেন, স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে সহায়তা না করলে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারত। একজন বেঁচে যাওয়া যাত্রী জানান, তিনি সামনের দিকে বসা ছিলেন এবং সামান্য আহত হয়ে প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় সাংবাদিকদের তিনি বলেন, বাসটি বাঁদিকে হেলে ছিল, একটি মোড় পার হওয়ার সময়ই চালক নিয়ন্ত্রণ হারান। শ্রীলঙ্কায় প্রতিবছর গড়ে ৩ হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। রোববারের এ দুর্ঘটনাকে দেশটির সাম্প্রতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ সড়ক দুর্ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর আগে, ২০০৫ সালের এপ্রিল মাসে পোলগাহাওয়েলায় একটি বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে ৩৭ জন যাত্রী নিহত হন। ২০২১ সালের মার্চে পাসারায় আরেকটি বাস খাদে পড়ে চালকসহ ১৩ জন নিহত হন। সেই দুর্ঘটনাস্থলও রোববারের ঘটনাস্থল থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে। এই ধরনের দুর্ঘটনা শ্রীলঙ্কার দুর্গম ও আঁকাবাঁকা সড়কগুলোর ঝুঁকিপূর্ণ অবস্থার বিষয়টি আরও একবার সামনে এনে দিয়েছে।

সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭ বিমানবন্দর বন্ধ

সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭ বিমানবন্দর বন্ধ পাকিস্তানের সঙ্গে সংঘাতময় পরিস্থিতির কারণে ভারতের ২৭টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে। পাকিস্তানে ভারতের পাল্টা হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে গতকাল ২৭টি বিমানবন্দর আগামীকাল শনিবার পর্যন্ত বন্ধের কথা ঘোষণা করা হয়। সেই তালিকায় রয়েছে চ-ীগড়, শ্রীনগর, অমৃতসর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়ালা, শিমলা, কাংরা-গগ্গল, ভাতিন্ডা, জয়সলমের, জোধপুর, বিকানের, হালওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ, মুন্দ্রা, জামনগর, হিরাসর (রাজকোট), পোরবন্দর, কেশোদ, কান্দলা এবং ভুজ। পরিবর্তিত পরিস্থিতিতে একের পর এক বিবৃতি জারি করেছে ভারতীয় বিমান সংস্থাগুলো।

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৬

শ্রীলঙ্কায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ৬ দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ৬ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন কমান্ডো ও ২ জন বিমানবাহিনীর গানার। হেলিকপ্টারটিতে মোটি ১২ জন আরোহী ছিলেন। শ্রীলঙ্কার সেনাবাহিনীর এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বেল ২১২ মডেলের হেলিকপ্টারটি রাজধানী কলম্বোর পূর্বে মাদুর” ওয়া এলাকায় এক প্রদর্শনী ফ্লাইটে অংশ নিচ্ছিল এবং ‘রোপ জাম্প’-এর প্রস্তুতি চলছিল। হেলিকপ্টারটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে হ্রদে আছড়ে পড়ে। হেলিকপ্টারটিতে থাকা সেনারা একটি স্পেশাল ফোর্সের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে ‘ফাস্ট-রোপিং’ সামরিক কৌশল দেখানোর কথা ছিল, যেখানে হেলিকপ্টারটি ছাদের সমান উচ্চতায় থেমে থেকে সেনারা দড়ি বেয়ে নেমে আসে।

এই প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট

এই প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট রবার্ট প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করেছে ভ্যাটিকান সিটি। তিনি পোপ লিও হিসেবে পরিচিত হবেন। এই প্রথম একজন আমেরিকান পোপ নির্বাচিত হলেন। এর আগে, ভোটদান প্রক্রিয়া শেষে সিস্টিন চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া ওড়ে। সাদা ধোঁয়ার মানে হলো নতুন পোপ নির্বাচিত হয়েছেন এবং কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের উত্তরসূরি বেছে নিয়েছেন। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে একটি পোপের ট্যাপেস্ট্রি ঝুলানো হয়েছে। কার্ডিনালরা ব্যালকনির বাম এবং ডান দিকে জড়ো হয়ে সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সামনে ছিলেন। সিস্টিন চ্যাপেলের ব্যালকনিতে তিনি উপস্থিত হওয়ার আগে তার নাম ঘোষণা করা হয়। শিকাগোতে জন্মগ্রহণকারী নবনির্বাচিত পোপ লিও চতুর্দশ ব্যালকনিতে তার প্রথম ভাষণে জনতার উদ্দেশ্য বলেছেন, তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক। কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্টকে নতুন পোপ নির্বাচিত করার খবরে ভ্যাটিকানে সমবেত জনতার মধ্যে উল্লাস ও উদযাপন শুরু হয়। উল্লসিত জনতাকে ৬৯ বছর বয়সী পোপ ইতালিয়ান ভাষায় সম্বোধন করে বলেন, প্রিয় ভাই ও বোনেরা, পুনরুত্থিত খ্রিস্টের প্রথম অভিবাদন এটি। তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সকলের পরিবারকে শান্তির শুভেচ্ছা জানাতে চাই। তোমাদের সকলের উপর শান্তি বর্ষিত হোক।

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫

পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে নিহতের সংখ্যা বেড়ে ১৫ জন হয়েছে। তাছাড়া আহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। ভারতীয় সেনাবাহিনীর বরাতে বুধবার (৭ মে) বিবিসির লাইভে এসব তথ্য জানিয়েছে। এর আগে বিবিসি জানিয়েছিল, পাকিস্তানের পাল্টা হামলায় ভারতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩২ জন। দিল্লির বিমান হামলার জবাবে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যখন ভারী গোলাবর্ষণ শুরু করে তখন এই ঘটনা ঘটে। ভারতের সেনাবাহিনী আরও জানিয়েছে, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুঞ্চ ও তাংধরের বেসামরিক এলাকায় গোলাবর্ষণ করেছে পাকিস্তান। গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানি হয়। এর পর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। প্রতিদিনই ‍দুই পক্ষের মধ্যে সীমান্তে গোলাগুলি হচ্ছে। চলমান এই উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (৬ মে) দিনগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। হামলার পর নিহতের সংখ্যা নিয়ে প্রতিবেশী দুই দেশের পক্ষে দুই ধরনের দাবি উঠেছে। ভারত বলছে, ৭০ সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তবে পাকিস্তানের ভাষ্য, হামলায় অন্তত ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিকে, ভারতের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশটির সেনাবাহিনীকে ‘আত্মরক্ষার অংশ’ হিসেবে ‘প্রত্যুত্তরমূলক ব্যবস্থা’ নেওয়ার অনুমতি দিয়েছেন। বুধবার (৭ মে) ভোরে ভারতের চালানো একাধিক প্রাণঘাতী হামলার কয়েক ঘণ্টা পর এ সিদ্ধান্ত জানানো হয়। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (এনএসসি) জরুরি বৈঠকের পর শাহবাজ শরিফ পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দেন, যাতে ‘নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের মৃত্যুর প্রতিশোধ’ নেওয়া হয়।

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধ করবে ভারত

আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধ করবে ভারত আন্তর্জাতিক সীমান্ত দিয়ে পানি প্রবাহ বন্ধ করে দেবে ভারত। মঙ্গলবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘোষণা দিয়েছেন। মোদি বলেছেন, “এখন, ভারতের পানি ভারতের স্বার্থে প্রবাহিত হবে, এটি ভারতের স্বার্থে সংরক্ষণ করা হবে এবং এটি ভারতের অগ্রগতির জন্য ব্যবহার করা হবে।” মোদি পানি বন্টনের বিষয়ে পাকিস্তানের কথা বিশেষভাবে উল্লেখ করেননি। তবে তার এই মন্তব্য ভারত তার প্রতিবেশীর সাথে ৬৫ বছরের পুরনো পানিবণ্টন চুক্তি স্থগিত করার প্রায় দুই সপ্তাহ পরে এসেছে। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটেছে। ভারত পাকিস্তানকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করেছে – এই অভিযোগ ইসলামাবাদ স্পষ্টভাবে অস্বীকার করেছে। ওই সময়ে ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। বুধবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। অন্তত ৭০ সন্ত্রাসী এই হামলায় নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, ২৬ জন নিহত হয়েছে এবং এরা সবাই বেসামরিক নাগরিক। ভারত থেকে বেশ কয়েকটি নদী পাকিস্তানে প্রবাহিত হয়েছে। এই নদীগুলোর বদৌলতে পাকিস্তানের প্রায় ৮০ শতাংশ কৃষিজমিতে পানি সরবরাহ করা হয়। ১৯৬০ সালের সিন্ধু পারি চুক্তির (আইডব্লিউটি) মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু অববাহিকার ছয়টি নদীর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে দিল্লি। পাকিস্তানি নেতারা সতর্ক করে দিয়ে বলেছিলেন, জলপ্রবাহ বন্ধ করার যে কোনো প্রচেষ্টা ‘যুদ্ধের পরিণতি হিসেবে বিবেচিত হবে।’

এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা

এ বছর সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার বিজয়ীদের নাম ঘোষণা সাংবাদিকতার ‘নোবেল’ খ্যাত যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ পুরস্কার ‘পুলিৎজার’ বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। পুলিৎজারে এবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স পেয়েছে অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার। যুক্তরাষ্ট্রে অন্যতম প্রাণঘাতী মাদক ফেন্টানিলের সহজলভ্যতা এবং এর শিথিল নিয়ন্ত্রণ নিয়ে নির্ভীক অনুসন্ধানী প্রতিবেদন করে এ বছর পুরস্কারটি পেয়েছে এই বার্তা সংস্থা। স্থানীয় সময় সোমবার এবারের পুলিৎজার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ব্রেকিং নিউজের জন্য এবারের সম্মানজনক পুলিৎজার পুরস্কার পেয়েছে ওয়াশিংটন পোস্ট। আর নিউ ইয়র্ক টাইমস এবার চারটি শাখায় পুলিৎজার জিতেছে। ১৯১৭ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত ও নাটকে বিশেষ অবদানের জন্য এ পুরস্কার দেওয়া হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর এ পুরস্কার ঘোষণা করে। ভয়াবহ মাদক ফেন্টানিলকে কেন্দ্র করে রয়টার্সের সাত পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শিরোনাম ছিল ‘ফেন্টানিল এক্সপ্রেস’। এই মাদক সংকটে এখন পর্যন্ত ৪ লাখ ৫০ হাজারের বেশি আমেরিকান প্রাণ হারিয়েছেন। এই সংখ্যা প্রতিদিনই বাড়ছে। নিউ ইয়র্ক টাইমস এবারে চারটি পুলিৎজার জিতে নিয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা বিভাগে আফগানিস্তান যুদ্ধের গভীর বিশ্লেষণ। আন্তর্জাতিক প্রতিবেদন বিভাগে সাংবাদিক ডেকলান ওয়ালশের সুদান যুদ্ধের প্রতিবেদন। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে ফটোসাংবাদিক ডাগ মিলসের তোলা ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির মুহূর্তের ছবি এবং স্থানীয় প্রতিবেদন বিভাগে ফেন্টানিল সংকটের স্থানীয় প্রভাব নিয়ে বাল্টিমোর ব্যানারের সঙ্গে যৌথ অনুসন্ধান প্রতিবেদন। এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসের মোট পুলিৎজার সংখ্যা দাঁড়ালো ১৩৯, যা সর্বোচ্চ। এছাড়া বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের রাজনৈতিক ও ব্যক্তিগত পর্যায়ে ধারাবাহিক পরিবর্তনের বিষয়ে প্রতিবেদন করে জাতীয় সংবাদ শাখায় সাংবাদিকতার জন্য পুলিৎজার পেয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। গর্ভপাত নিয়ে কঠোর আইন থাকা অঙ্গরাজ্যগুলোয় জরুরি প্রয়োজনের সময় চিকিৎসকদের বিলম্বের জেরে মারা যাওয়া অন্তঃসত্ত্বা নারীদের মৃত্যুর ঘটনা নিয়ে প্রতিবেদন করে পাবলিক সার্ভিস শাখায় পুলিৎজার পেয়েছে প্রোরিপাবলিকা। সম্পাদকীয় শাখায় পুলিৎজার পেয়েছে হিউস্টন ক্রোনিকল। চিত্রায়িত প্রতিবেদন ও ধারাভাষ্য শাখায় পুরস্কার জিতে নিয়েছে ওয়াশিংটন পোস্ট। ফিচার লিখে পুলিৎজার পেয়েছেন মার্কিন সাময়িকী এসকোয়ারের প্রদায়ক মার্ক ওয়ারেন। ধারাভাষ্যে পুরস্কার পেয়েছেন নিউইয়র্কার পত্রিকার প্রদায়ক ফিলিস্তিনের গাজার মোসাব আবু তোহা। আর সমালোচনামূলক লেখায় পুরস্কার পেয়েছেন ব্লুমবার্গ সিটি ল্যাবের প্রদায়ক আলেকজান্দ্রা লানজে। পুলিৎজার পুরস্কার ২০২৫ বিজয়ীদের তালিকা————– সাংবাদিকতা বিভাগ পাবলিক সার্ভিস: প্রোরিপাবলিকা ব্রেকিং নিউজ: দ্য ওয়াশিংটন পোস্ট তদন্তমূলক প্রতিবেদন: রয়টার্স ব্যাখ্যামূলক প্রতিবেদন: আজম আহমেদ, ক্রিস্টিনা গোল্ডবাউম ও ম্যাথিউ আইকিন্স (দ্য নিউ ইয়র্ক টাইমস) স্থানীয় প্রতিবেদন: আলিসা ঝু, নিক থিয়েম ও জেসিকা গ্যালাঘার (দ্য বাল্টিমোর ব্যানার ও দ্য নিউ ইয়র্ক টাইমস) জাতীয় প্রতিবেদন: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আন্তর্জাতিক প্রতিবেদন: ডেকলান ওয়ালশ ও দ্য নিউ ইয়র্ক টাইমস ফিচার প্রতিবেদন: মার্ক ওয়ারেন (এসকোয়ার) মন্তব্য: মোসাব আবু তোহা (দ্য নিউ ইয়র্কার) সমালোচনা: আলেক্সান্দ্রা ল্যাঙ্গ (ব্লুমবার্গ সিটিল্যাব) সম্পাদকীয় লেখা: রাজ মাঙ্কাদ, শ্যারন স্টেইনম্যান, লিসা ফাল্কেনবার্গ ও লিয়া বিনকোভিৎজ (দ্য হিউস্টন ক্রনিকল) চিত্রিত প্রতিবেদন ও মন্তব্য: অ্যান টেলনেস (দ্য ওয়াশিংটন পোস্ট) ব্রেকিং নিউজ ফটোগ্রাফি: ডগ মিলস (দ্য নিউ ইয়র্ক টাইমস) ফিচার ফটোগ্রাফি: মোজেস সামান (দ্য নিউ ইয়র্কার) অডিও প্রতিবেদন: দ্য নিউ ইয়র্কার সাহিত্য বিভাগ গল্প: পার্সিভাল এভারেট (‘জেমস’) নাটক: ব্র্যান্ডেন জ্যাকবস-জেনকিন্স (‘পারপাস’) ইতিহাস: এড্ডা এল. ফিল্ডস-ব্ল্যাক (‘কম্বি: হ্যারিয়েট টুবম্যান, দ্য কম্বি রিভার রেইড, অ্যান্ড ব্ল্যাক ফ্রিডম ডিউরিং দ্য সিভিল ওয়ার’) ও ক্যাথলিন ডুভাল (‘নেটিভ নেশনস: অ্যা মিলেনিয়াম ইন নর্থ আমেরিকা’) জীবনী: জেসন রবার্টস (‘এভরি লিভিং থিং’) স্মৃতিকথা: টেসা হালস (‘ফিডিং গোস্টস: অ্যা গ্রাফিক মেমোয়ার’) কবিতা: মেরি হাও (‘নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস’) সাধারণ নন-ফিকশন: বেনজামিন নাথানস (‘টু দ্য সাকসেস অব আওয়ার হোপলেস কজ: দ্য মেনি লাইভস অব দ্য সোভিয়েত ডিসিডেন্ট মোমেন্টে’) সংগীত: সুসি ইবারা (‘স্কাই আইল্যান্ডস’) বিশেষ পুরস্কার এবং উদ্ধৃতি: চাক স্টোন (মরণোত্তর)

ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ

ভারতের বিভিন্ন রাজ্যে ‘নিরাপত্তা মহড়া’ আয়োজনের নির্দেশ নিরাপত্তা মহড়া আয়োজনে বেশ কয়েকটি রাজ্যকে নির্দেশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আগামীকাল বুধবার এ মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যেই এ নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এতে বলা হয়েছে, শেষবার এমন মহড়া হয় ১৯৭১ সালে। সেকারণে এ নির্দেশনা বিশেষ তাৎপর্যপূর্ণ। এবার সম্ভাব্য শত্রু মোকাবিলায় বেশ কয়েকটি পদক্ষেপ নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো– বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো, শত্রুর আক্রমণ থেকে নিজেদের রক্ষার জন্য বেসামরিক নাগরিক, বিশেষ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান, রাতে ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি, গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় ব্যবস্থা নেওয়া, নিরাপদ আশ্রয়ে যাওয়ার মহড়া আয়োজন প্রভৃতি। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন বেসামরিক নিহত হওয়ার পর থেকে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়ছেই। এনডিটিভি জানায়, পাঞ্জাবের ফিরোজাবাদে মঙ্গলবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় আধ-ঘণ্টার ব্ল্যাকআউট মহড়া হয়েছে। সেনা কর্তৃপক্ষ স্থানীয় বিদ্যুৎ বিভাগকে নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন রাখার অনুরোধ করেছিল। এই মহড়ার উদ্দেশ্য যুদ্ধকালীন পরিস্থিতিতে ব্ল্যাকআউট কৌশল প্রয়োগের প্রস্তুতি। কাশ্মীরে জঙ্গি হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছেন। মোদি বলেছেন, “যারা এই ষড়যন্ত্র করেছে বা হামলা চালিয়েছে তারা কল্পনাতীত শাস্তি পাবে।’ কাশ্মীরে হামলার বদলা নিতে সশস্ত্র বাহিনীকে পালটা আক্রমণের পূর্ণ স্বাধীনতাও দিয়েছেন তিনি। আর এবার ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেশজুড়ে বিভিন্ন রাজ্যে ৭ মে মহড়া পরিচালনার নির্দেশ দিল। এদিকে, গতকাল সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সতর্ক করে বলেছেন, পাকিস্তানে হামলা চালালে ভারতকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।