নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানালেন ম্যাক্রোঁ

নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানালেন ম্যাক্রোঁ আগামী কয়েকদিনের মধ্যেই নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আর সেই নতুন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার হবে পার্লামেন্ট গৃহীত ২০২৫ সালের বাজেট। বৃহস্পতিবার আইনপ্রণেতারা দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোট পাস করার পর এই কথা বলেন তিনি। প্রবীণ রক্ষণশীল মিশেল বার্নিয়ার আধুনিক ফরাসি ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী। নিয়োগের মাত্র তিন মাস পর বৃহস্পতিবার অনাস্থা ভোটে হারের পর পদত্যাগ করেন তিনি। সম্প্রচারিত ভাষণে ম্যাক্রোঁ বলেছেন, ‘আগামী দিনে’ বার্নিয়ারের উত্তরসূরির নাম ঘোষণা করবেন তিনি। ম্যাক্রোঁ বলেছেন, ‘অগ্রাধিকার হবে বাজেট’। একটি মধ্যপন্থী দলের প্রতিনিধিত্ব করেন ম্যাক্রোঁ। তিনি বলেন, বার্নিয়ারকে ক্ষমতাচ্যুত করে ‘একটি বিশৃঙ্খলা’ তৈরি করতে ‘প্রজাতন্ত্র বিরোধী ফ্রন্টে’ অতি-ডান ও বামপন্থি দলগুলো একত্রিত হয়েছে। সংকটের কারণে দুর্বল হয়ে পড়েছেন ম্যাক্রোঁ। তবে বিরোধী দলের কেউ কেউ অবশ্য তার প্রতি পদত্যাগ করার আহ্বানকে প্রতিহত করেছেন। তিনি আবারও নিশ্চিত করেছেন, ২০২৭ সালের মে মাসে তার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন তিনি। ম্যাক্রোঁ বলছিলেন, ‘আপনারা আমাকে যে ম্যান্ডেট দিয়েছেন তা পাঁচ বছরের জন্য এবং আমি শেষ পর্যন্ত কাজ করব।’ ১০ মিনিটের বক্তৃতায় ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, নতুন সরকারের উচিত বিভিন্ন দলের প্রতিনিধিত্ব করা যারা এতে অংশ নিতে ইচ্ছুক অথবা অন্ততপক্ষে এর নিন্দা করবে না। তবে এটি ঠিক কোন দল সেটি তিনি স্পষ্ট করেননি। এদিকে, বার্নিয়ার ও তার সরকারকে একটি নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক পদে থাকতে বলেছেন ম্যাক্রোঁ।
পদত্যাগ করতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

পদত্যাগ করতে পারেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দক্ষিণ কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পদত্যাগের বিষয়টি সমর্থন করেছেন। ধারণা করা হচ্ছে, আজ প্রেসিডেন্ট ইওল তার পদ থেকে পদত্যাগ করতে পারেন।চলতি সপ্তাহেই তিনি দেশে মার্শাল আইন প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। শাসক দলের প্রধান প্রেসিডেন্টের পদত্যাগের বিষয়টিকে সমর্থন করেছেন। দক্ষিণ কোরিয়ার শাসক দল পিপলস পাওয়ার পার্টির প্রধান হ্যানডং-হুন জানিয়েছেন, প্রেসিডেন্ট দেশের গোয়েন্দা সংস্থাকে বিরোধী মত পোষণকারীদের গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন বলে তিনি শুনেছেন। শাসক দলের প্রধানের বক্তব্য থেকে পরিষ্কার, পার্লামেন্টে প্রেসিডেন্টকে ইমপিচ করার জন্য অধিকাংশ এমপি ভোট দেবেন। উল্লেখ্য, দুই-তৃতীয়াংশ ভোট পেলে তবে প্রেসিডেন্টকে ইমপিচ করা সম্ভব। অর্থাৎ, ৩০০ জনের পার্লামেন্টে ২০০টি ভোট প্রেসিডেন্টের বিরুদ্ধে যেতে হবে।এর মধ্যে বিরোধী জোটের ১৯২ জন এমপি ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিয়েছেন। ফলে তাদের ভোট এমনিতেই প্রেসিডেন্টের বিরুদ্ধে যাবে। প্রেসিডেন্টের বিরুদ্ধে শাসক দলের প্রধানের এই অবস্থানে দলের একটি বড় অংশ দলীয় প্রধানকে সমর্থন করছেন। ফলে তারাও প্রেসিডেন্টের বিরুদ্ধে ভোট দেবেন। বস্তুত, শাসকদলের ১৮ জন এমপি বিরোধীদের ইমপিচমেন্ট প্রস্তাবকে সমর্থন করেছেন। ফলে কোনোভাবেই প্রেসিডেন্ট পদ টিকিয়ে রাখতে পারবেন না ইউন। বৃহস্পতিবারও এমন পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা ছিল না। কারণ তখনও হ্যান তার অবস্থান স্পষ্ট করেননি। বস্তুত, তখন তিনি প্রেসিডেন্টের সমর্থনেই কথা বলেছিলেন। দলের সমস্ত এমপিদের প্রেসিডেন্টের পক্ষে দাঁড়ানোর কথা বলেছিলেন তিনি। কিন্তু শুক্রবার আচমকা নিজের মতামত সম্পূর্ণ বদলে ফেলেন তিনি। আর তাতেই প্রেসিডেন্টের পতন কার্যত নিশ্চিত হয়ে যায়। এর আগে গত মঙ্গলবার দেশে মার্শাল আইন চালু করার চেষ্টা করেছিলেন প্রেসিডেন্ট। যা নিয়ে গোটা দক্ষিণ কোরিয়াজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিরোধীরা এর তীব্র বিরোধিতা করে। শাসক দলের প্রধান জানিয়েছেন, প্রেসিডেন্ট তার এই পদক্ষেপ শেষ পর্যন্ত সমর্থন করে গেছেন। আর সেখান থেকেই দলের ভেতরে ইউনের গ্রহণযোগ্যতা কমেছে। শনিবার ইউনকে ইমপিচ করা হলে সংবিধান আদালত ঠিক করবে প্রেসিডেন্টকে পদ থেকে সরানো হবে, নাকি তাকে একই পদে বহাল রাখা হবে। প্রেসিডেন্টকে সরিয়ে দেওয়া হলে প্রধানমন্ত্রী তার জায়গায় উত্তীর্ণ হবেন।
ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প

ক্যালিফোর্নিয়া উপকূলে ৭ মাত্রার ভূমিকম্প ক্যালিফোর্নিয়ার উত্তর উপকূলের কাছাকাছি ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এমনটি জানায়। ভূমিকম্পটি আঘাত হানে স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে। পরে বেশ কয়েকটি আফটারশকও হয়। খবর বিবিসির।প্রাথমিকভাবে উত্তর ক্যালিফোর্নিয়া এবং দক্ষিণ ওরেগনের উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরে অবশ্য সেই সতর্কতা তুলে নেওয়া হয়। সেখানে প্রায় ৪৭ লাখ লোকের বসবাস। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ক্যালিফোর্নিয়ার হুমবোল্ট কাউন্টির ফার্নডেল শহরের কাছাকাছি। শহরটি সান ফ্রান্সিসকো থেকে প্রায় ২৬০ মাইল (৪১৮ কিলোমিটার) উত্তরে অবস্থিত। স্থানীয় কর্মকর্তারা বলেন, ভূমিকম্পের পর এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এটি এ বছরের মধ্যে বিশ্বব্যাপী সংঘটিত ৭ মাত্রার মাত্র নয়টি ভূমিকম্পের একটি। হুমবোল্ট কাউন্টি শেরিফ অফিস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সিবিএস নিউজকে বলেছে, ভূমিকম্পে ভবন বা অবকাঠামোর বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেনি, তবে কিছু বাড়িতে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তারা আরও জানায়, ওই এলাকার কয়েকটি দোকানে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে এবং অনেক বাসিন্দা জন্য কিছু সময়ের জন্য বিদ্যুৎবিহীন ছিলেন। উত্তর ক্যালিফোর্নিয়ার বার্কলে শহরসহ কিছু অঞ্চলে সম্ভাব্য সুনামির শঙ্কায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছিল। ভূমিকম্পের পর ক্যালিফোর্নিয়ার রিও ডেল শহরের ব্লু স্লাইড রোডে ফাটলের ছবি প্রকাশ করেছে এবিসি নিউজ। সুনামি সতর্কতা বাতিল হওয়ার আগে, সান ফ্রান্সিসকোতে লোকজনকে উঁচু অঞ্চলে যাওয়ার তাড়াহুড়ো করতেও দেখা যায়।
আগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি

আগামীকাল একই সারিতে থাকবে পৃথিবী-সূর্য-বৃহস্পতি ফোর্বস ম্যাগাজিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামীকাল পৃথিবী, সূর্য এবং বৃহস্পতি একই সরলরেখায় অবস্থান করবে। শনিবার সারারাত বৃহস্পতি আকাশে দৃশ্যমান থাকবে। এই অবস্থানকে বলা হয় ‘জুপিটারর্স অপজিশন’। ফোর্বসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিকে দেখার জন্য এই সময়ের আগে-পরে এক মাস ধরে এই বিস্ময়কর ঘটনা পর্যবেক্ষণের সুযোগ থাকবে। এমনকি একটি ছোট টেলিস্কোপ বা সাধারণ দূরবীন দিয়েও এই গ্রহের সৌন্দর্য উপভোগ করা যাবে। বিজ্ঞানীরা বলেছেন, আজ পৃথিবী থেকে প্রায় ৬১১ মিলিয়ন কিলোমিটার বা ৩৮০ মিলিয়ন মাইল দুরে থাকবে বৃহস্পতি। ।
পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন

পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে ফ্রান্সে সরকার পতন ফ্রান্সের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে গেছেন দেশটির প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। গতকাল ফ্রান্সের পার্লামেন্টের ৫৭৭ সদস্যের মধ্যে ৩৩১ জন বার্নিয়েরের সরকারের বিপক্ষে ভোট দিয়েছেন। এর মধ্যদিয়ে ক্ষমতায় আসার মাত্র তিন মাসের মধ্যেই ক্ষমতাচ্যুত হচ্ছেন মিশেল বার্নিয়ে সরকার। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলেছে, ১৯৬২ সাল থেকে কোনো ফরাসি সরকারকে এ ধরনের ভোটের মাধ্যমে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়নি। শিগগিরই প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর কাছে বার্নিয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে ধারণা করা হচ্ছে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে ৭৩ বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বার্নিয়ে দেশটির বর্ষীয়ান রাজনীতিক।
ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এখনও তৈরি হয়নি

ইউক্রেন যুদ্ধ সমাপ্তি এখনও তৈরি হয়নি কীভাবে ইউক্রেন যুদ্ধের ইতি টানা যায় সে বিষয়ে আলোচনার কোনো পটভূমি তৈরি হয়নি বলে জানিয়েছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হওয়ার পর ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়ার তোড়জোড়ের মধ্যে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বুধবার একথা জানিয়েছেন। খবর আলআরাবিয়ার। তিনি বলেন, অনেক দেশ তাদের আঞ্চলিক নিরাপত্তা দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে। আমরা এসব দেশের জন্য কৃতজ্ঞ, যার মধ্যে কাতারও রয়েছে। কাতার যুদ্ধের শুরু থেকে রাশিয়া থেকে ইউক্রেনীয় শিশুদের ফিরিয়ে আনার বিষয়টি মধ্যস্ততা করেছে। রাশিয়া ২০২২ সালের ফেব্রুয়ারি পূর্ণ আক্রমণ শুরুর পর থেকে এই যুদ্ধে কয়েজ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ, ফেডারেশন কাউন্সিলের স্পিকার ভ্যালেন্টিনা মাতভিয়েঙ্কো সোমবার বলেন, ২০২৫ সালে ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনার চেষ্টা করা হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ট্রাম্পের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি আলোচনা করার জন্য প্রস্তুত এবং তিনি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের রেখা স্থির করতে রাজি হতে পারেন। রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে এবং সম্প্রতি তারা যুদ্ধের শুরু থেকে সবচেয়ে দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। তবে ক্রেমলিন বারবার বলেছে, তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা করবে না, যতক্ষণ না ইউক্রেন ন্যাটোতে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করে এবং রুশ বাহিনীর দ্বারা দখল করা এলাকা থেকে সেনা প্রত্যাহার না করে। মঙ্গলবার কিয়েভ ঘোষণা করেছে, তারা ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো সদস্যপদ ছাড়া কোনো সমাধানে যাবে না, এবং তারা তাদের ভূখণ্ডে কোনো আপস করবে না।
বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনছে পাকিস্তান থেকে

বাংলাদেশ ২৫ হাজার টন চিনি কিনছে পাকিস্তান থেকে পাকিস্তানের কাছে থেকে ২৫ হাজার টন উচ্চমান সম্পন্ন চিনি কিনেছে বাংলাদেশ। আগামী মাসে করাচি বন্দর থেকে এসব চিনি চট্টগ্রাম বন্দর হয়ে বাংলাদেশ পৌঁছানোর কথা রয়েছে। কয়েক দশক পর ইসলামাদ থেকে এতো বিপুল পরিমাণে চিনি কিনল ঢাকা। এর আগে বেশিরভাগ সময় ভারতের কাছ থেকে চিনি কিনত বাংলাদেশ। এবার ভারতের পাশাপাশি প্রয়োজনীয় এই নিত্যপণ্য পাকিস্তান থেকেও কিনছে ঢাকা। মঙ্গলবার ৩ ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছ দ্য নিউজ ইন্টারন্যাশনাল। এতে বলা হয়েছে, পাকিস্তান বহু দশক পর এত বড় পরিমাণে ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশে চিনি পাঠাচ্ছে। এরইমধ্যে সোমবার (২ ডিসেম্বর) আন্তর্জাতিক বাজারে চিনির দাম প্রতি টন ৫৩০ ডলারে পৌঁছেছে। চলতি বছর প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনে কমবেশি ৬ লাখ টন চিনির রপ্তানির পরিকল্পনা রয়েছে পাকিস্তানের। এর মধ্যে ৫০,০০০ টন চিনি কিনেছে থাইল্যান্ড। পাকিস্তানের চিনি ব্যবসায়ী মজিদ মালিকের মতে, উপসাগরীয় রাষ্ট্র, আরব দেশ এবং আফ্রিকান দেশগুলোও পাকিস্তান থেকে চিনি কেনার চুক্তি করেছে। পরিকল্পনা অনুসারে চিনি রপ্তানি করে পাকিস্তান ৪০-৫০ কােটি ডলার আয় করবে। পাকিস্তানের চিনি শিল্প দেশটির অন্যতম বৈদেশিক মুদ্রা উপার্জনকারী হয়ে উঠেছে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে জটিল এবং কখনও কখনও উত্তেজনাপূর্ণ সম্পর্ক ছিল। রাজনৈতিক ও ঐতিহাসিক বৈরিতার কারণে দুই দেশের মধ্যে বাণিজ্য কয়েক দশক ধরে সীমিত থাকলেও পুরোপুরি বন্ধ ছিল না। তবে নতুন করে ক্রয় দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের উন্নতির দিকে একটি পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে এত দিন সরাসরি কোনো কনটেইনার জাহাজসেবা ছিল না। তবে গত নভেম্বরে পাকিস্তান থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ আসে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানাচ্ছে, গত অর্থবছরে পাকিস্তান থেকে আমদানি হয়েছে ৭৪ কোটি ৪৫ লাখ ডলারের পণ্য। আর ২০২১-২২ অর্থবছরে সে সময় পাকিস্তান থেকে পণ্য আমদানি ব্যয় ছিল ৮০ কোটি ডলার।
প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া নামিবিয়ার

প্রথম নারী প্রেসিডেন্ট নান্দি নাদাইতওয়া নামিবিয়ার নামিবিয়া প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে একজন নারীকে বেছে নিয়েছে। দেশটির ক্ষমতাসীন এসডব্লিউএপিও দলের নেত্রী নান্দি নাদাইতওয়া দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দায়িত্ব নিলে তিনি হবেন নামিবিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট। গতকাল মঙ্গলবার দেশটির নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফল প্রকাশ করে। নামিবিয়ার নির্বাচন কমিশন অনুসারে, প্রেসিডেন্ট নির্বাচনে নেতুম্বো নান্দি ৫৭ শতাংশ ভোট পেয়েছেন। নামিবিয়ার নিয়ম অনুয়াযী, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে হলে প্রার্থীকে ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে। নির্বাচনে নান্দির প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন পান্দুলেনি ইতুলা ইনডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ (আইপিসি) দলের নেতা। তিনি নির্বাচনে প্রায় ২৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। তবে আইপিসি বলেছে, নির্বাচনী প্রক্রিয়াকে অত্যন্ত ত্রুটিপূর্ণ ছিল তাই তারা নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে আদালতে যাবে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ঘোষণা করার পর নান্দি বলেন, নামিবিয়ার জনগণ শান্তি ও স্থিতিশীলতার জন্য ভোট দিয়েছেন। ৭২ বছর বয়সী নান্দি নাদাইতওয়া বর্তমানে নাবিবিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালে দলটির নেতৃত্বে নামিবিয়া দক্ষিণ আফ্রিকার কাছ থেকে স্বাধীন হয়। এরপর ৩৪ বছর ধরে দলটি ক্ষমতায় আছে। গত ২৭ নভেম্বর নামিবিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হলেও ফলাফল প্রকাশে দেরি হয়। নির্বাচন চলাকালে বিভিন্ন সমস্যা এবং ব্যালট পেপারের ঘাটতি কারণে সমস্যা দেখা দেয় এবং ফলাফল ঘোষণা করতে দেরি হয়।
স্পিকারে আজান দেওয়ার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা

স্পিকারে আজান দেওয়ার ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞা ইসরায়েলে মসজিদ থেকে লাউড স্পিকারে আজান দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির চ্যানেল-১২’কে এই তথ্য নিশ্চিত করেছেন। গতকাল টাইমস অব ইসরায়েলের অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেন গভির এই নিষেধাজ্ঞা সম্পন্ন করতে দেশটির পুলিশকে নির্দেশ দিয়েছেন। নতুন এই নিয়ম অনুযায়ী পুলিশ এখন থেকে যেকোনো মসজিদে প্রবেশ করতে পারবে এবং লাউড স্পিকারের কোনো সরঞ্জাম পেলে তা জব্দ করবে। ইতামার জানিয়েছেন, লাউড স্পিকারে আজানে শব্দদূষণ হচ্ছে- বাসিন্দাদের এমন অভিযোগ পাওয়ার পরেই এই পদক্ষেপ।
ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩

ভারতে ঘূর্ণিঝড় ফিনজালের তাণ্ডব, নি*হত ৩ ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ফিনজাল। গতকাল রাতভর তাণ্ডব চালিয়ে শক্তি হারিয়ে বর্তমানে ঘূর্ণিঝড়টি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাইয়ে ভারি বৃষ্টিপাত হচ্ছে। তলিয়ে গেছে বেশ কিছু এলাকা। পূর্ব সতর্কতা হিসেবে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরালা ও কর্ণাটকের বিভিন্ন অঞ্চলে রেড এলার্ট জারি করা হয়েছে। চেন্নাইয়ে বৃষ্টিজনিত ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যমটি বলছে, রাতভর তাণ্ডব চালানোর পর রোববার সকালে শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড় ফিনজাল। এখন তা অবস্থান করছে পুদুচেরির কাছেই। তবে রোববার বেলা সাড়ে ১১টার মধ্যে আরো শক্তিক্ষয় করে এই গভীর নিম্নচাপ থেকে সাধারণ নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। এদিকে, ফিনজালের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এর আগে শনিবার রাতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর থেকে তামিলনাড়ুর উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করে ‘ফিনজাল’। গভীর রাত পর্যন্ত ‘ল্যান্ডফল’ বা আছড়ে পড়ার প্রক্রিয়া চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, রাত আড়াইটা পর্যন্ত ‘ফিনজাল’ তামিলনাড়ু এবং পুদুচেরির ওপর দিয়ে ঘণ্টায় সাত কিলোমিটার গতিতে এগিয়েছে।বিমানবন্দর কর্তৃপক্ষ শনিবার সকালে জানিয়েছিল, সন্ধ্যা ৭টা পর্যন্ত চেন্নাই বিমানবন্দর বন্ধ থাকবে। কিন্তু সন্ধ্যায় ঝড়ের দাপট বেশি থাকায় পরিষেবা চালু করা যায়নি। বৃষ্টিতে চেন্নাইয়ের বিমানবন্দরের একাংশ জলমগ্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে অনেক বিমান। তবে রোববার ভোর থেকে বিমান চলাচল পুনরায় চালু হয়েছে। ফিনজালের প্রভাবে সোমবার পর্যন্ত তামিলনাড়ু, পুদুচেরি, অন্ধ্রপ্রদেশ এবং কর্নাটকের বেশ কিছু এলাকায় ভারি বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্কুল–কলেজ ও অফিস-আদালত বন্ধ ঘোষণা করেছে তামিলনাড়ু সরকার। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন এলাকায় খোলা হয়েছে দুই হাজারের বেশি ত্রাণশিবির। এদিকে, ঘূর্ণিঝড় ফিনজালের প্রভাবে শ্রীলংকায় এখনও রেড এলার্ট জারি আছে। যদিও দেশটির বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছে।