01713248557

পাকিস্তানে তীব্র দাবদাহে ৬ দিনে ৫ শতাধিক মৃত্যু

পাকিস্তানে তীব্র দাবদাহে ৬ দিনে ৫ শতাধিক মৃত্যু পাকিস্তানে অতিরিক্ত তাপমাত্রার কারণে গত ছয়দিনে ৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে একদিনেই প্রাণ হারিয়েছে প্রায় ১৫০ জন। দেশটির প্রধান বাণিজ্যিক কেন্দ্র করাচিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে, যেখানে অনুভূত তাপমাত্রা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। পাকিস্তানের অ্যাম্বুলেন্স পরিষেবা সংস্থা জানায়, করাচির মর্গগুলোতে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০টি লাশ নিয়ে যাওয়া হচ্ছে। তবে গত ছয় দিনে তারা প্রায় ৫৬৮টি লাশ সংগ্রহ করেছে, যার মধ্যে গত মঙ্গলবারই সংগ্রহ করা হয়েছে ১৪১টি লাশ। করাচির সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান ডা. ইমরান সারওয়ার শেখ বিবিসিকে জানান, গত রোববার থেকে বুধবার পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত ২৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ১২ জন মারা গেছেন, যাদের বেশিরভাগের বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে। উচ্চ তাপমাত্রার সঙ্গে মানিয়ে নিতে করাচির বাসিন্দারা চরম সংগ্রাম করছে। শহরটিতে নিয়মিত লোডশেডিংয়ের ফলে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। করাচি ছাড়াও পুরো সিন্ধ প্রদেশে গত মাসে প্রায় রেকর্ড ৫২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নথিভুক্ত করা হয়েছে। পাকিস্তান ছাড়াও ভারতের রাজধানী দিল্লিতেও তীব্র তাপপ্রবাহ চলছে। গত মে মাস থেকে সেখানে প্রতিদিনই তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়েছে, আবার কখনও কখনও তা প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা নিয়মিত এবং তীব্র হয়ে উঠছে। করাচির এই তীব্র তাপপ্রবাহ আগামী সপ্তাহ পর্যন্ত স্থায়ী হবে বলে ধারণা করা হচ্ছে।

গাজায় আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত

গাজায় আগ্রাসনের মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত   ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর হামলার মধ্যেই ইসরায়েলকে অস্ত্র দিয়েছে ভারত। গত মে মাসে বোরকাম নামে একটি কার্গো জাহাজে করে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রকেট পাঠানো হয়েছে বলে কিছু নথিপত্রের তথ্য বলছে। এরপর আরও একটি জাহাজে করে অস্ত্র নেওয়া হয়েছে একই ভুখণ্ডে। আর এসব নৌযান গেছে স্পেনের উপকূল হয়ে। যদিও তারা কোনও কার্গো সেখানে নোঙ্গর করতে দেয়নি। গত ১৫ মে স্পেন উপকূলে একটি কার্গো জাহাজ নিয়ে সন্দেহ দানাবাঁধে। সেটিতে অস্ত্র আছে দাবি করে দেশটির সরকারের কাছে তল্লাশির আবেদন জানায় ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীরা।একই সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্টের বামপন্থি সদস্যরা স্পেন সরকারের কাছে জাহাজটি ঠেকানোর আহ্বান জানিয়ে চিঠি পাঠায়। সন্দেহভাজন সেই নৌযান দেশটির কার্তাজেনা বন্দরে ভিড়তে চেয়েছিল। কিন্তু নানামূখী সমালোচনা ও তল্লাশির ঝুঁকি এড়াতে সেখানে না গিয়ে সোজা চলে যায় স্লোভেনিয়ার কোপার বন্দরে। স্পেনের কট্টর-বামপন্থি দল সুমার পার্টির মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, ‘জাহাজটির বিষয়ে আমাদের সিদ্ধান্ত সঠিক ছিল। আমাদের বন্দর এড়িয়ে যাওয়ায় সন্দেহও সত্য প্রমাণিত হয়েছে।জাহাজটি সম্পর্কিত কিছু নথি আলজাজিরা দেখেছে। তাতে জানা গেছে যে নৌযানটি অস্ত্রে পূর্ণ ছিল। বোরকাম কার্গোতে পণ্য উঠানো হয়েছিল ভারতের একটি বন্দর থেকে। সেটি নোঙ্গর করার কথা ছিল ইসরায়েলের আশদোদ বন্দরে, যা গাজা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে। মেরিন ট্রেকিং সাইটের তথ্য বলছে, গত ২ এপ্রিল ভারতের দক্ষিণপূর্বাঞ্চলের চেন্নাই থেকে জাহাজটি রওনা হয়।ইসরায়েলে যাওয়ার জন্য লোহিত সাগর সহজ ও স্বল্প দূরত্বের হলেও হুথিদের হামলার ভয়ে সেই পথ এড়িয়ে যায় কার্গোটি। বিকল্প পথ হিসেবে আফ্রিকা হয়ে অনেক দূর ঘুরে ভুমধ্যসাগরে প্রবেশ করে। জাহাজটিতে পরিবহন করা হয়েছিল অন্তত ২০ টন রকেট ইঞ্জিন, সাড়ে ১২ টন রকেট, যেগুলো বিস্ফোরকে পূর্ণ ছিল। এ ছাড়া দেড় হাজার কেজি বিস্ফোরক উপাদান এবং প্রায় আটশ কেজি কামানের গোলার বিস্ফোরক উপাদান। আর পণ্যগুলো নেওয়া হয় ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানিতে।এর কিছুদিন পর ২১ মে আরেকটি কার্গো জাহাজ স্পেন উপকূলে যায়। সেটিও ভারতের চেন্নাই থেকে রওনা হয়ে ইসরায়েলের হাইফা বন্দরে যাওয়ার কথা ছিল। তবে ২৭ টন বিস্ফোরক বহনকারী এই নৌযানকেও নিজেদের বন্দরে ভিড়তে দেয়নি স্পেন।

ট্রাম্পকে নিয়ে যে বার্তা দিলেন নোবেলজয়ীরা

ট্রাম্পকে নিয়ে যে বার্তা দিলেন নোবেলজয়ীরা   সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করলেন ১৬ জন নোবেলবিজয়ী অর্থনীতিবিদ। এক বিবৃতিতে তারা বলেছেন, ট্রাম্প আবার প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্র ও বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়বে। তারা বলেন, ট্রাম্পের চেয়ে বাইডেনের অর্থনৈতিক কর্মসূচি ‘অনেক ভালো’। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। অর্থনীতিবিদেরা বলছেন, ট্রাম্প চীনা পণ্য আমদানির উপর অনেক শুল্ক আরোপ করতে চান। এর ফলে মার্কিন ক্রেতারা কেনেন এমন অনেক পণ্যের দাম বেড়ে যাবে। তারা বলেন, ‘অর্থনৈতিক বিভিন্ন নীতি নিয়ে আমাদের মধ্যে মতের ভিন্নতা থাকলেও একটা বিষয়ে আমরা একমত যে, জো বাইডেনের অর্থনৈতিক এজেন্ডা ডনাল্ড ট্রাম্পের চেয়ে অনেক ভালো। নোবেলজয়ীরা বলেন, ‘আমরা মনে করি, ট্রাম্প দ্বিতীয়বারের জন্য আসলে বিশ্ব অর্থনীতিতে যুক্তরাষ্ট্রের অবস্থানের উপর একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতিতে অস্থিতিশীলতা তৈরি হবে।বিবৃতিতে সই করা অর্থনীতিবিদদের মধ্যে আছেন ২০০১ সালের নোবেলজয়ী জোসেফ স্টিগলিজ ও ২০১৫ সালের বিজয়ী স্যার অ্যাঙ্গাস ডিটন।

আবারও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া

আবারও দক্ষিণ কোরিয়ায় আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে উত্তর কোরিয়া   আবারও আবর্জনা বোঝাই কয়েকশ বেলুন দক্ষিণ কোরিয়ায় পাঠিয়েছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। সিউলের জয়েন্ট চিফস অফ স্টাফ বলেছেন, পিয়ংইয়ং সোমবার সন্ধ্যায় প্রায় ৩৫০টি বেলুন উড়িয়েছে। এর মধ্যে প্রায় ১০০টি দক্ষিণে, প্রধানত উত্তর গিয়াংগি প্রদেশ এবং রাজধানী সিউলে নেমেছে। বেলুনের সাথে সংযুক্ত ব্যাগগুলোতে ‘কাগজের বর্জ্য’ ছিল। অবশ্য এগুলো জনসাধারণের জন্য কোনো নিরাপত্তা ঝুঁকি তৈরি করেনি। সামরিক বাহিনী বলেছে, ‘দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী অবিলম্বে তার মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত। এর প্রতিক্রিয়া উত্তর কোরিয়ার কর্মকাণ্ডের ওপর নির্ভর করছে।’ এর আগে উত্তর কোরিয়া এক হাজারেরও বেশি বেলুন সিউলে পাঠিয়েছিল। এগুলোতে আবর্জনা বোঝাই ছিল। উত্তরের শাসন বিরোধী প্রচার বহনকারী বেলুনগুলোর প্রতিশোধ হিসাবে এগুলো পাঠানো হয়েছে বলে ওই সময় বলেছিল পিয়ংইয়ং। এর প্রতিক্রিয়ায় সিউল উত্তরের সীমান্তে লাউডস্পিকার থেকে কিছু প্রচার প্রচারণা পুনরায় চালু করেছে।

খাবার-পানির ভয়াবহ সংকটে গাজা, সাগরের নোনা জলই এখন শেষ ভরসা

খাবার-পানির ভয়াবহ সংকটে গাজা, সাগরের নোনা জলই এখন শেষ ভরসা দুর্ভিক্ষের উচ্চ ঝুঁকিতে রয়েছে গাজা। সেখানে ৪ লাখ ৯৫ হাজারের বেশি ফিলিস্তিনি ভয়াবহ খাদ্য ঘাটতির মধ্যে দিন কাটাচ্ছেন। ইসরায়েলি বাহিনী ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ফলে একদিকে খাবার নিয়ে ত্রাণবাহী গাড়ি অপেক্ষা করছে অন্যদিকে তীব্র ক্ষুধায় ছটফট করছে গাজার ছোট ছোট শিশু, নারী, পুরুষ এবং বয়স্ক লোকজন। ত্রাণসামগ্রী নিতে যাওয়া লোকজনের ওপরও হামলা চালাচ্ছে ইসরায়েল। এমনকি ত্রাণবাহী গাড়ি, বিভিন্ন ত্রাণ সংস্থাও হামলার শিকার হচ্ছে। ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা এক বিবৃতিতে বলেছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ পানি নিয়ে অপেক্ষায় থাকার পরেও শিশুরা অপুষ্টি এবং পানিশূন্যতায় মারা যাচ্ছে। ইসরায়েলের ক্রমাগত হামলায় ফিলিস্তিনিদের কাছে ত্রাণ সহায়তায়ও পৌঁছানো সম্ভব হচ্ছে না। প্রায় ৮ মাস ধরে সেখানে সংঘাত চলছে। এই পুরোটা সময়ের মধ্যে কয়েকবার মাত্র ত্রাণবাহী গাড়ি গাজায় প্রবেশের অনুমতি পেয়েছে। বাইরে থেকে কোনো সহায়তা না পাওয়ায় এবং ক্রমাগত হামলা চলতে থাকায় গাজায় ভয়াবহ বিপর্যয় তৈরি হয়েছে। ছোট ছোট শিশুরা খাবারের অভাবে এবং তীব্র পুষ্টিহীনতায় মারা যাচ্ছে। একদিকে দফায় দফায় বোমা হামলা অন্যদিকে খাদ্য সংকট, বাসস্থানের সংকট, একটু মাথা গোজার নিরাপদ আশ্রয়ের অভাব সবকিছু মিলিয়ে ফিলিস্তিনিদের দুর্ভোগের যেন কোনো শেষ নেই। কবে এই পরিস্থিতি ঠিক হবে সেটাও কারও জানা নেই। গ্রীষ্মের প্রচণ্ড তাপ সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে। গাজার ছোট ছোট শিশুরা লাইনে দাঁড়িয়ে বিশুদ্ধ পানির জন্য অপেক্ষা করছে। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও সামান্য পানির ব্যবস্থা হচ্ছে না। পানির এমন তীব্র সংকটের কারণে হাজার হাজার পরিবার এখন সাগরের নোনা পানিই ব্যবহার করতে শুরু করেছে। উত্তর গাজার উত্তর গাজা ইমার্জেন্সি কমিটি জানিয়েছে, ইসরায়েলি হামলায় অবরুদ্ধ এই উপত্যকার সব কূপ ধ্বংস হয়ে গেছে। ফলে সেখানে পানির সংকট আরও তীব্র হয়েছে।   গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। সেখানে অভিযানের নামে গত ৮ মাসে কমপক্ষে ৩৭ হাজার ৬২৬ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে অধিকাংশই নারী এবং শিশু। এছাড়া আহত হয়েছে আরও ৮৬ হাজার ৯৮ জন। এদিকে আল-শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হামাসপ্রধান ইসমাইল হানিয়েহের বোনসহ ১০ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

চলতি বছর  হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে

চলতি বছর  হজে গিয়ে মৃতযাত্রীর সংখ্যা ৯০০ ছাড়িয়েছে চলতি বছর হজে গিয়ে তাপপ্রবাহ ও অসহনীয় গরমে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৯২২ জন হজযাত্রীর। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। সৌদির আবহওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহ ধরে মক্কার তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। মিসরের বাইরে জর্ডান, ইন্দোনেশিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৮ লাখ হজযাত্রী এবার হজ করতে সৌদি এসেছেন।

ভারতের তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু

ভারতের  তামিলনাড়ুতে বিষাক্ত মদপানে ৩৪ জনের মৃত্যু ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বিষাক্ত মদকা-ে মৃতের সংখ্যা ২৫ থেকে বেড়ে আজ ৩৪ জনে দাঁড়িয়েছে। সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন রাজ্যটির কাল্লাকুরিচি জেলার কালেক্টর এম এস প্রশান্ত। হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, এ ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৬০ জন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের বেশিরভাগই শ্রমিক বলে জানা গেছে, যারা গত মঙ্গলবার রাতে নকল মদ খেয়েছিলেন এবং গতকাল  সকালে দৃষ্টিশক্তি হারানো, বমি ও মাথাব্যথার মতো লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০

ভারতে অলকানন্দা নদীতে গাড়ি পড়ে গিয়ে নিহত ১০ ভারতের উত্তরাখ-ের রুদ্রপ্রয়াগের অলকানন্দা নদীতে টেম্পো ট্রাভেলার গাড়ি পড়ে গিয়ে অন্তত ১০ জন নিহত হয়েছে। আজ এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি অনলাইন। সংবাদমাধ্যমটি জানিয়েছে গাড়িটিতে ২৩ জন আরোহী ছিল। এদের মধ্যে আহত হয়েছেন ১৩ জন। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডান্ট মণিকান্ত মিশ্র জানিয়েছেন, আজ বেলা সাড়ে ১১টা নাগাদ রুদ্রপ্রয়াগ শহরের অদূরে পাহাড়ি রাস্তায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। এর ফলে পাহাড় থেকে গড়িয়ে অলকানন্দা নদীতে পড়ে যায় গাড়িটি।  

হজ যাত্রীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা

হজ যাত্রীদের জন্য সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা মিনায় যাওয়ার মাধ্যমে হজের কার্যক্রম শুরু হচ্ছে আগামীকাল থেকে। হজের সময়ে চলমান তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে বলে হজযাত্রীদের সতর্ক করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। চলতি সপ্তাহে জারি করা ওই সতর্কবার্তায় বলা হয়েছে, এ বছর হজযাত্রীরা কয়েকটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মুহাম্মদ আল-আব্দুল্লাহিল বলেছেন, উচ্চ তাপমাত্রা হজযাত্রীদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এ কারণে সবাইকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।

ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত

ইয়েমেনে নৌকাডুবে ৩৮ অভিবাসনপ্রত্যাশী নিহত ইয়েমেনের লোহিত সাগর উপকূলবর্তী বন্দর শহর এডেনে নৌকা ডুবে হর্ন অব আফ্রিকার অন্তত ৩৮ জন অভিবাসনপ্রত্যাশী নিহত হয়েছেন। জীবিতরা উদ্ধারকারীদের জানিয়েছেন, প্রায় ২৫০ জনকে বহনকারী নৌকাটি প্রবল বাতাসের কারণে ডুবে যায়। এখনও নিখোঁজ প্রায় ১০০ জনের সন্ধান অব্যাহত রয়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল পূর্ব এডেনের শাবওয়া প্রশাসনিক অঞ্চলে ঘটেছে এই ঘটনা। বেশিরভাগই ‘হর্ন অব অফ্রিকা’ খ্যাত ইথিওপিয়ার বাসিন্দা, যারা উপসাগরীয় দেশগুলোতে পৌঁছানোর জন্য ইয়েমেনকে ট্রানজিট পয়েন্ট হিসাবে ব্যবহার করে। রুদুম জেলার পরিচালক হাদি আল খুরমা রয়টার্সকে জানান, নৌকাটি তীরে পৌঁছানোর আগেই ডুবে যায়।