ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান ভারতীয় এয়ারলাইনসের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১ মাস বাড়িয়েছে পাকিস্তান। ফলে আগামী ২৩ আগস্ট পর্যন্ত ভারতীয় কোনও এয়ারলাইনসের প্লেন পাকিস্তানের আকাশ ব্যবহার করতে পারবে না। পাকিস্তানের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলতি বছরের ২৩ এপ্রিল থেকে কার্যকর হয় এবং এরপর থেকে একাধিকবার নবায়ন করা হয়েছে। বর্তমান সিদ্ধান্ত অনুযায়ী, নিষেধাজ্ঞাটি পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বহাল থাকবে। এই নিষেধাজ্ঞা ভারতের সঙ্গে উত্তেজনার প্রেক্ষিতে নেয়া হয়, যা শুরু হয় ভারতের অধীকৃত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে একটি প্রাণঘাতী হামলার পর। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যাতে অনেক পাকিস্তানি নাগরিক নিহত হন। এর পাল্টা জবাবে পাকিস্তানও ভারতীয় বিভিন্ন অবস্থানে হামলা চালায়। পরিস্থিতির অবনতি ঘটলে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে একটি যুদ্ধবিরতি কার্যকর করা হয়।
মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত

মার্কিন কৃষি বিভাগে ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে চুক্তিবদ্ধ ৭০ জন বিদেশি গবেষককে বরখাস্ত করেছে মার্কিন কৃষি বিভাগ। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, সরকারি সংস্থাটি বলেছে, চীন, রাশিয়া, উত্তর কোরিয়া এবং ইরানসহ প্রতিপক্ষের কাছ থেকে ‘মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্দেশ্যে’ জাতীয় নিরাপত্তা পর্যালোচনার পর তারা চুক্তিবদ্ধ এসব গবেষককে বরখাস্ত করেছে। একজন মুখপাত্র বলেছেন, মার্কিন কৃষি বিভাগের চুক্তিতে কাজ করার জন্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে একটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা সম্পন্ন হয়েছে এবং উদ্বেগজনক দেশ থেকে প্রায় ৭০ জন ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, উদ্বেগজনক দেশগুলোর এই চুক্তিতে কর্মরত ব্যক্তিরা আর মার্কিন কৃষি বিভাগের প্রকল্পগুলোতে কাজ করতে পারবেন না। মার্কিন কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স ৮ জুলাই একটি ‘কৃষি সুরক্ষা পরিকল্পনা’ ঘোষণা করেছিলেন। এতে চারটি দেশের নাগরিকদের মার্কিন কৃষিজমি ক্রয় নিষিদ্ধ করার প্রচেষ্টা এবং তাদের সঙ্গে বিদ্যমান যে কোনো গবেষণা চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। রোলিন্স বলেন, মার্কিন খাদ্য সরবরাহ নিশ্চিত করার জন্য এই পদক্ষেপগুলো প্রয়োজনীয়।
ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো

ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী ইউলিয়া সুভরিদেঙ্কো রাশিয়ার আগ্রাসনের ৩ বছর পর ইউক্রেনে সবচেয়ে বড় সরকার পুনর্গঠনের অংশ হিসেবে নতুন প্রধানমন্ত্রী ও অন্যান্য শীর্ষ পদে রদবদল করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল পার্লামেন্টে অনুমোদনের পর ৩৯ বছর বয়সী ইউলিয়া সুভরিদেঙ্কো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ডেনিস স্যামিহালের স্থলাভিষিক্ত হলেন যিনি ২০২০ সাল থেকে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন। সুভরিদেঙ্কো এর আগে প্রথম উপপ্রধানমন্ত্রী ও অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সুভরিদেঙ্কো সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, তিনি ইউক্রেনের অস্ত্র উৎপাদন ক্ষমতা বৃদ্ধি, সশস্ত্র বাহিনীকে শক্তিশালীকরণ এবং অর্থনৈতিক উন্নয়নে জোর দেবেন।
থমথমে সিরিয়া, নি*হত ছাড়ালো ৩৫০

থমথমে সিরিয়া, নি*হত ছাড়ালো ৩৫০ সিরিয়ার দক্ষিণের সুবাইদা প্রদেশে গত সপ্তাহের শেষ দিকে থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৫০ জন ছাড়িয়েছে। বার্তাসংস্থা এএফপি তাদের প্রতিবেদনে বলেছে, সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে যুক্তরাজ্যভিত্তিক এক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে। এর আগে নিহতের সংখ্যা ৩০০ বলে জানানো হয়েছিল। সংস্থাটি জানিয়েছে, রোববার থেকে শুরু হওয়া সংঘর্ষে এখন পর্যন্ত ৭৯ জন দ্রুজ যোদ্ধা এবং ৫৫ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। এই সাধারণ মানুষদের মধ্যে ২৭ জনকে সরাসরি গুলি করে হত্যা করেছে দেশটির প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্যরা। সংঘর্ষে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১৮৯ সদস্য এবং ১৮ জন বেদুইন যোদ্ধাও প্রাণ হারিয়েছেন। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সুবাইদায় নিহতদের মধ্যে একজন মিডিয়া কর্মীও রয়েছেন, তার নাম হাসান আল-যাবি। সিরিয়ান সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে, পেশাগত দায়িত্ব পালনের সময় ‘অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীর’ গুলিতে তার মৃত্যু হয়। তবে তিনি কোন সংবাদমাধ্যমে কাজ করতেন, তা উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্যভিত্তিক এই পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ার ভেতরে তাদের নিজস্ব তথ্যসূত্রের ওপর নির্ভর করে কাজ করে। তারা আরও জানিয়েছে, দক্ষিণ সিরিয়ায় ইসরাইলি হামলায় ১৫ জন প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদস্য নিহত হয়েছেন।
ইরাকে শপিংমলে আগুন, নি*হত ৫০

ইরাকে শপিংমলে আগুন, নি*হত ৫০ ইরাকের একটি শপিংমলে আগুন লেগেছে। এতে হতাহত হয়েছে কমপক্ষে ৫০ জন এবং আরও ১১ জন নিখোঁজ রয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আজ ইরাকের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলীয় শহর কুতের একটি শপিংমলে অগ্নিকাণ্ডে প্রায় ৬০ জন নিহত হয়েছেন। ওয়াসিত প্রদেশের গভর্নর মোহাম্মদ আল-মিয়াহি সরকারি সংবাদ সংস্থা আইএনএকে জানিয়েছেন, ইরাকি মিডিয়ার শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে ৫ তলা একটি শপিং মল বিশাল আগুন এবং ধোঁয়ায় ঢেকে আছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে।
‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্য করে পদ হারালেন কিউবার মন্ত্রী

‘দেশে ভিক্ষুক নেই’ মন্তব্য করে পদ হারালেন কিউবার মন্ত্রী ‘কিউবায় কোনো ভিক্ষুক নেই। কিছু মানুষ ভিখারির ছদ্মবেশে সহজে টাকা আয় করার চেষ্টা করছে।’- এমন মন্তব্যের জেরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কিউবার শ্রম ও সামাজিক নিরাপত্তা বিষয়ক মন্ত্রী মার্তা এলেনা ফেইতো কাবরেরা। বুধবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি কিউবার পার্লামেন্টে বক্তব্যকালে শ্রমমন্ত্রী মার্তা দাবি করেন, কিউবায় প্রকৃত অর্থে কোনো ‘ভিক্ষুক’ নেই। যারা ময়লার বিন ঘাঁটাঘাঁটি করেন, তারা এটাকে ‘অর্থ উপার্জনের সহজ উপায়’ ভাবেন বলেই এমন করছেন। তার এই মন্তব্যে কিউবার জনগণ ও প্রবাসী কিউবানরা সমালোচনায় ফেটে পড়েন। সমালোচনা বাড়তে থাকায় বিষয়টি নিয়ে বিরক্ত হোন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াস কানেল। এরপরই শ্রমমন্ত্রী মার্তা পদত্যাগ করেন। ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে কিউবা। দেশটিতে চলছে খাদ্য সংকট। দারিদ্রের হার ভয়াবহ রূপ নিয়েছে। এমন পরিস্থিতি সত্ত্বেও, চলতি সপ্তাহের শুরুর দিকে পার্লামেন্টে বক্তব্য রাখার সময় মার্তা বলেন, “কিউবায় কোনো ভিক্ষুক নেই। সহজে অর্থ উপার্জনের জন্য ভিক্ষুক হওয়ার ভান করে এমন মানুষ রয়েছে।” কিউবার বাসিন্দারা এই মন্তব্যের জন্য ব্যাপক ক্ষুব্ধ হয়। বলা হয়, সরকার উদাসীন ও মানুষের করুণ অবস্থা থেকে বিচ্ছিন্ন। মানবাধিকার কর্মী ও বুদ্ধিজীবীরা শ্রম মন্ত্রীর অপসারণ দাবি করেন। তারা এ নিয়ে একটি খোলা চিঠি প্রকাশ করেন। যেখানে বলা হয়, ‘মন্ত্রীর এ মন্তব্য কিউবার মানুষের প্রতি অপমানজনক।’ এরপর কিউবার প্রেসিডেন্ট পার্লামেন্টে শ্রমমন্ত্রী মার্তার নাম উল্লেখ না করেই তার সমালোচনা করে বলেন, “নেতৃত্বকে সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। জনগণের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না।’ মন্ত্রী মার্তার পদত্যাগ কিউবান কমিউনিস্ট পার্টি এবং সরকার গ্রহণ করেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়, কিউবার সরকার ভিক্ষুকের সংখ্যা প্রকাশ করে না। তবে দ্বীপদেশটির গভীর অর্থনৈতিক সংকটে ভিক্ষুকের সংখ্যা বেড়েছে বলে মনে করে কিউবার বেশিরভাগ বাসিন্দা।
পশ্চিমবঙ্গের স্কুলে অভিনব উদ্যোগ ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’

পশ্চিমবঙ্গের স্কুলে অভিনব উদ্যোগ ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ স্কুলের ক্লাসরুমে আর কাউকে বসতে হবে না পেছনের সারিতে। সবাই বসবে ফার্স্ট বেঞ্চে। কেউ আর অবহেলিত নয়। এমন লক্ষ্য নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের মালদা শহরের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী বার্লো বালিকা উচ্চবিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পড়াশোনার ব্যবস্থা। সবাই ফার্স্ট বেঞ্চে, কীভাবে সম্ভব? প্রশ্নের উত্তরে স্কুলের এক শিক্ষিক বললেন, ‘এই বিষয়টি আমাদের ডিআই স্যারের মস্তিষ্কপ্রসূত। আসলে কেরালার স্কুলগুলোতে ক্লাসে বসার চিরকালীন ব্যবস্থাটাই পাল্টে দেওয়া হয়েছে। সেভাবেই আমরা কেরালার পথ অনুসরণ করতে চলেছি।” তিনি আরো বলেন, “সাধারণত ক্লাসরুমে পরপর বেঞ্চগুলো বসানো থাকে। ফলে কাউকে না কাউকে পিছনের দিকে বসতেই হয়। তাই পিছনের সারিতে বসা পড়ুয়ারা অনেকসময় পড়াশোনা বুঝতে পারে না। আবার শিক্ষক-শিক্ষিকাদের পিছনের বেঞ্চে বসা পড়ুয়াদেরও নজরে রাখা সম্ভব হয় না। তাই এখন থেকে ক্লাসরুমে বেঞ্চ সাজানো হবে ইংরেজি ইউ-এর মতো করে। আর তাতেই সবাই বসবে সামনের বেঞ্চে। সব পড়ুয়াকে নজরে রাখতে পারবেন শিক্ষক-শিক্ষিকারা।” পশ্চিমবঙ্গের মালদায় এই প্রথম ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতিতে পড়ানো শুরু হলো। আগামীতে রাজ্যের অন্যান্য জেলার স্কুলে এই পদ্ধতিতে পড়াশোনা শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে প্রশাসন সূত্রে জানা গেছে। স্কুলের শিক্ষিকারা জানান, শ্রেণিকক্ষের বসার এই নতুন ব্যবস্থাটি প্রথম দেখানো হয় একটি মালয়ালাম চলচ্চিত্রে। বিনেশ বিশ্বনাথ পরিচালিত ‘স্থানার্থী শ্রীকুত্তান’ সিনেমায় প্রথম এই পদ্ধতিতে ক্লাসরুমে বসার ব্যবস্থা দেখানো হয়েছিল। এই সিনেমায় চারজন অবাধ্য ছাত্রের কথা তুলে ধরা হয়েছিল। তাদের পড়াশোনায় মন ফিরিয়ে আনতে ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতি চালু করা হয়। ২০২৪ সালের নভেম্বর মাসে ভারতের বিভিন্ন সিনেমা হলে ছবিটি মুক্তি পেয়েছিল। এরপরেই পদ্ধতিটি বেছে নিয়ে কেরালার বিভিন্ন স্কুলে শুরু হয় ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স’ পদ্ধতিতে পাঠদান। শিক্ষার্থীরা জানিয়েছেন, নতুন পদ্ধতিতে পড়াশোনা করতে তাদের খুব ভালো লাগছে। শিক্ষকদের সব কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন। এতদিন যারা পিছনের বেঞ্চে বসত, তারা সব কথা শুনতে পেত না। তাই ক্লাসের পড়া বুঝতে অসুবিধা হতো। এখন পড়া বুঝতে অনেকটাই সুবিধা হচ্ছে। ‘নো ওয়ান ব্যাকবেঞ্চার্স পদ্ধতিতে পড়াশোনা হলে কোনো সহপাঠী আর মানসিক হীনম্মন্যতায় ভুগবে না। এক কথায় ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ টাইপের ব্যাপার। শিক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে কেরালার পর পশ্চিমবঙ্গও নতুন পথে হাঁটছে। বার্লো বালিকা উচ্চবিদ্যালয়ে একজন কর্মকর্তার মতে, চলচ্চিত্র থেকে শিক্ষা ব্যবস্থায় এমন বাস্তব প্রভাব সত্যিই বিরল এবং অনুপ্রেরণামূলক।
ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প

ক্লিনটন থেকে বাইডেন, সবাইকে বোকা বানিয়েছেন পুতিন, কিন্তু আমাকে নয়: ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘কঠিন মানুষ’ আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুতিন অতীতে মার্কিন চার প্রেসিডেন্টকে বোকা বানিয়েছেন, কিন্তু তাঁকে পারেননি। গতকাল হোয়াইট হাউজে ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প এই মন্তব্য করেন। ট্রাম্প বলেন, ‘এটা বহু বছর ধরে প্রমাণিত হয়েছে, পুতিন অনেক মানুষকে বোকা বানিয়েছেন… তিনি (পুতিন) ক্লিনটন, বুশ, ওবামা, বাইডেন— সবাইকে বোকা বানিয়েছেন। কিন্তু আমাকে ঠকাতে পারেননি।’ তিনি আরও বলেন, ‘একসময় কথার সময় শেষ হয়, তখন কাজে নামতে হয়, ফল আনতে হয়। আমি চাই সে (পুতিন) সেটা করুক। রাশিয়া এমন একটি শক্তিশালী দেশ, এত মানুষকে যুদ্ধের মাধ্যমে নষ্ট করা দুঃখজনক।’ ট্রাম্প জানান, রাশিয়া যদি ৫০ দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধ বন্ধ না করে, তাহলে নতুন করে বড় ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করবে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তিনি ইউক্রেন যুদ্ধের দায় চাপিয়েছেন তাঁর পূর্বসূরি জো বাইডেনের ওপর। ‘এই যুদ্ধ আমার নয়, বাইডেনের যুদ্ধ। এটা ডেমোক্র্যাটদের যুদ্ধ, রিপাবলিকান বা ট্রাম্পের নয়। এই যুদ্ধ কখনোই হওয়া উচিত ছিল না। আমি চেষ্টা করছি এই যুদ্ধ থামাতে,’ বলেন ট্রাম্প। তিনি জানান, দুই মাস আগেও তিনি ভেবেছিলেন পুতিনের সঙ্গে একটি চুক্তি হবে। কিন্তু সেটা হয়নি বলেই নতুন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিচ্ছেন। বৈঠকে ট্রাম্প ও রুট ন্যাটোর পক্ষ থেকে যুক্তরাষ্ট্র থেকে বিলিয়ন ডলার মূল্যের অস্ত্র কিনে ইউক্রেনকে পাঠানোর একটি বড় চুক্তির ঘোষণা দেন। এর মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে। রুটে বলেন, ‘এই চুক্তি অনেক বড় পদক্ষেপ। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের একক বোঝা কমাতে এটি কার্যকর ভূমিকা রাখবে।’ তিনি জানান, জার্মানি, কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে, সুইডেন ও যুক্তরাজ্য এ অস্ত্র সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছে। ট্রাম্পের শাসনের দ্বিতীয় মেয়াদের শুরুতে তিনি পুতিনের সঙ্গে একটি সমঝোতার চেষ্টা করেছিলেন, যেখানে তিনি ২৪ ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তখন অনেকেই আশঙ্কা করেছিলেন, তিনি হয়তো ইউক্রেনকে ‘বেচে’ দেবেন। কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প পুতিনের প্রতি হতাশা প্রকাশ করেছেন, কারণ রুশ বাহিনী আগের চেয়ে বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। ট্রাম্প জানান, তাঁর স্ত্রী মেলানিয়া এই বিষয়ে তাঁর মনোভাব পাল্টাতে সাহায্য করেছেন। ‘আমি বাড়ি ফিরে মেলানিয়াকে বলি, আমি আজ পুতিনের সঙ্গে কথা বলেছি, দারুণ কথা হয়েছে। সে বলে, ও আচ্ছা? আরেকটা শহর তো হামলায় উড়ে গেল!’ পুতিন সম্পর্কে ট্রাম্প আরও বলেন, ‘আমি বলছি না যে তিনি খুনি, তবে তিনি একজন কঠিন লোক।’ এদিকে মার্কিন কংগ্রেসে ডেমোক্র্যাট দলের হাউজ মাইনরিটি লিডার হাকিম জেফরিজ ট্রাম্পের ইউক্রেন নীতির কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, ‘ভ্লাদিমির পুতিন পুরো বছরজুড়েই ট্রাম্পকে নিয়ে খেলছেন।’ ‘ট্রাম্প তাঁর শাসনের প্রথম ছয় মাসে পুতিনের সঙ্গে সখ্য গড়ার চেষ্টা করেছেন, অথচ পুতিন যা করেছেন তা হলো— ইউক্রেনের শিশু, নারী ও সাধারণ মানুষদের ওপর সন্ত্রাস চাপিয়ে দিয়েছেন,’ বলেন জেফরিজ। তিনি আরও বলেন, ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামানোর প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেননি। ‘আমেরিকান জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়ে তিনি বারবার তা ভঙ্গ করছেন।’ জেফরিজ বলেন, কংগ্রেস স্বাধীনভাবে পদক্ষেপ নেওয়ার ক্ষমতা রাখে এবং রাশিয়ার ওপর চাপ অব্যাহত রাখতে হবে। ‘ইউক্রেনের বিজয় শুধু তাদের নয়, বরং আমাদের মিত্র ও গোটা মুক্ত বিশ্বের বিজয়।’
৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন

৫.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন ফিলিপাইনের উত্তরাঞ্চলে আজ ৫.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। ইলোকোস নর্টে প্রদেশে আঘাত হানা এই ভূমিকম্পে কাগায়ান, ইলোকোস সুর, ইসাবেলা এবং আবরা প্রদেশগুলোও কেঁপে ওঠে।ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।ফিলিপাইন স্টার জানিয়েছে, ভূমিকম্পটি পাসুকুইন শহর থেকে প্রায় ২৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ২৭ কিলোমিটার গভীরতায় আঘাত হানে।সংস্থাটি সতর্ক করে দিয়েছে, ভূমকম্পের আফটারশক এখনো প্রত্যাশিত। তবে উল্লেখযোগ্য ক্ষতি হওয়ার সম্ভাবনা কম।প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের পাশে অবস্থিত হওয়ার কারণে ফিলিপাইন ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়।
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃ*ত্যু

পাকিস্তানে ভারী বৃষ্টিতে ১১১ জনের মৃ*ত্যু বর্ষা মৌসুমের ভারী বৃষ্টিতে গত ২৬শে জুন থেকে এখন পর্যন্ত পাকিস্তানে মোট ১১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ)। এনডিএমএ-এর তথ্য অনুযায়ী, গত ২৬ জুন থেকে গতকাল ১৪ জুলাইয়ের মাঝে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে পাঞ্জাবে। এ পর্যন্ত ওই প্রদেশটিতে মারা গেছেন ৪০ জন। একই সময়ে খাইবার পাখতুনখোয়া, সিন্ধু, বালুচিস্তান প্রদেশে মৃতের সংখ্যা যথাক্রমে ৩৭, ১৭ ও ১৬ জন। এই বৃষ্টিতে পাকিস্তান-শাসিত কাশ্মীরেও একজনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃতদের মাঝে ৫৩ জন শিশু এবং ১৯ জন নারী রয়েছেন। এদিকে, দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, আজ ১৫ জুলাই থেকে আগামী ১৭ জুলাইয়ের মাঝে ভারী বৃষ্টির কারণে চিত্রাল, দির, সোয়াত, শাংলা, মানসেহরা, ম্যুরি গালিয়াত, কোহিস্তান, ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে নদী ও জলাধারগুলোতে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। এসময় কিছু কিছু অঞ্চলে ভূমিধস হওয়ার শঙ্কার কথাও জানানো হয়েছে।