২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ভিসা দেবে যুক্তরাষ্ট্র আসন্ন ২০২৫ সালে ১০ লাখেরও বেশি ভারতীয়কে ননইমিগ্র্যান্ট বা দর্শনার্থী ভিসা দেবে যুক্তরাষ্ট্র। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ভারতের মার্কিন দূতাবাস। দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, আমরা গত ২০২৪ সালের ধারাবাহিকতা ২০২৫ সালেও অব্যাহত রাখতে চাই। প্রাথমিকভাবে ১০ লাখের বেশি ভারতীয়কে দর্শনার্থী ভিসা দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে, এই সংখ্যা পরে আরো বাড়তে পারে। এছাড়া এইচ-১বি ভিসার পরিমাণ বাড়ানো এবং যুক্তরাষ্ট্রে যেসব ভারতীয়’র এইচ-১বি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, সেসব ভিসার নবায়নের জন্য শিগগিরই একটি পাইলট কর্মসূচি চালু করা হবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। গত চার বছরে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে ইচ্ছুক সামর্থ্যবান ভারতীয়ের সংখ্যা বেড়েছে অন্তত ৫ গুণ। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দর্শনার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়েছেন ২০ লাখেরও বেশি ভারতীয়, যা শতকরা হিসেবে আগের বছর ২০২৩ সালের চেয়ে ২৬ শতাংশ বেশি। মার্কিন আইন অনুযায়ী, দর্শনার্থী ভিসাধারীরা ভ্রমণের জন্য যুক্তরাষ্ট্রে যেতে পারবেন এবং প্রথমবার যাওয়ার পর সর্বোচ্চ ৬ মাস অবস্থান করতে পারবেন সেখানে। কোনো দর্শনার্থী এর বেশিদিন অবস্থান করলে ভিসা বাতিলসহ তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে পারবে পুলিশ।
পরলোক গমন করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং

পরলোক গমন করেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ভারতের সাবেক প্রধানমন্ত্রী ও দেশটির অর্থনৈতিক উদারীকরণের পুরোধাপুরুষ মনমোহন সিংহ পরলোক গমন করেছেন। গতকাল শারীরিক অসুস্থতা নিয়ে দিল্লি এমস হাসপাতালে ভর্তি হন মনমোনহন সিং। সেখান থেকে আর বাড়ি ফেরা হলো না। ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সাবেক এই প্রধানমন্ত্রী। তার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেসের সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, তৃণমূল কংগ্রেসের মমতা বন্ধ্যোপাধ্যায়সহ বিভিন্ন দলের শীর্ষ নেতা এবং চলচ্চিত্র ও সামাজিক-সংস্কৃতিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করেছেন। এমস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, গতকাল রাত ৯টা ৫১ মিনিটের দিকে মারা যান মনমোহন সিং। এর আগে এমএস হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয় তাকে। তার শারীরিক অবস্থা বেশ গুরুতর ছিল। তবে ঠিক কী ধরনের অসুস্থতা, সে সম্পর্কে কিছু জানা যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ।
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ১৫ আফগানিস্তানের পাকতিকা প্রদেশে সন্ত্রাসী আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। আফগানি সংবাদমাধ্যম গুলো দাবি করছে, নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকতিকা প্রদেশের বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে গতকাল রাতে এসব বিমান হামলা চালায় পাকিস্তান। এই হামলায় একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। এছাড়া বিমান হামলার ফলে বেসামরিক মানুষ গুরুতর ভাবে হতাহত হয়েছে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে, যা এই অঞ্চলে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। হামলার পর উদ্ধার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইকোনোমিক টাইমস এর খবরে এ কথা বলা হয়েছে।
৩৭ জনের সাজা কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন

৩৭ জনের সাজা কমালেন বিদায়ী প্রেসিডেন্ট বাইডেন যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন মৃত্যুদ-প্রাপ্ত ৪০ জনের মধ্যে ৩৭ জনের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদ- করেছেন। বাকি ৩ জনের মৃত্যুদ- বাতিল করেননি তিনি। এই তিনজন হলেন- ডাইলান রুফ, জোখার সারনায়েভ ও রবার্ট বাউয়ার্স। বড়দিনের আগে গতকাল এই পদক্ষেপটি ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে নেয়া হলো। প্রথম মেয়াদে ট্রাম্প মৃত্যুদ- কার্যকরের সংখ্যা বাড়িয়েছিলেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। তিনি মৃত্যুদ- প্রাপ্তদের সাজা যাবজ্জীবন কারাদ-ে রূপান্তরিত করেছেন। এর ফলে তারা প্যারোল ছাড়া জীবনের বাকি সময় কারাগারে কাটাবেন। এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘মৃত্যুদ-ের ওপর আমার প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে, তা সন্ত্রাসবাদ ও ঘৃণাজনিত গণহত্যার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই নীতির সঙ্গেই ৩৭ জনের মৃত্যুদ- কমানো হয়েছে।
নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

নাইজেরিয়ায় পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর ওকিজায় নাগরিকদের কাছে একটি চাল বিতরণ কেন্দ্রের বাইরে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জন। পুলিশ রোববার এ কথা জানায়। লাগোস থেকে এএফপি জানায়, অ্যানামব্রা রাজ্যের পুলিশের এক মুখপাত্র শনিবারের এই ঘটনায় নিহতদের ‘পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা’ জানিয়েছেন। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশে ঘটনাটি ছিল খাদ্য বিতরণকারী প্রতিষ্ঠানের বেশ ক’টি মারাত্মক ঘটনার অন্যতম।
সুদানে সংঘা*ত-অবরোধে নিহ*ত ৭৮২, জাতিসংঘের উদ্বেগ

সুদানে সংঘা*ত-অবরোধে নিহ*ত ৭৮২, জাতিসংঘের উদ্বেগ সুদানের উত্তর দারফুর রাজ্যের এল-ফাশারে চলমান সংঘাত ও অবরোধে অন্তত ৭৮২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। গত মে মাস থেকে চলা এ অবরোধ তুলে নিতে র্যাপিড সাপোর্ট ফোর্সেসকে (আরএসএফ) আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক।ভলকার তুর্ক সতর্ক করে বলেছেন, এল-ফাশার বা জামজামে বড় আকারের হামলা হলে বেসামরিক নাগরিকদের দুর্ভোগ আরো ভয়াবহ হয়ে উঠবে।জাতিসংঘ এক বিবৃতিতে বলেছে, এল-ফাশারের পরিস্থিতি দিন দিন আরো বিপর্যস্ত হয়ে উঠছে। সেখানে গত মে মাস থেকে অন্তত ৭৮২ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১ হাজার ১৪৩ জন আহত হয়েছেন। আরএসএফ নিয়মিত গোলাবর্ষণ করছে এবং সুদানের সশস্ত্র বাহিনী (এসএএফ) বারবার বিমান হামলা চালাচ্ছে। জাতিসংঘের মতে, বেসামরিক এলাকায় এসব হামলা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহানের নেতৃত্বাধীন সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ প্রধান মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে প্রায় ১৮ মাস ধরে সংঘাত চলছে। এই যুদ্ধের ফলে ১ কোটি ২০ লাখের বেশি মানুষ তাদের বাড়িঘর হারিয়েছেন। এল-ফাশার দারফুর অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্রন্টলাইন হিসেবে পরিচিত। বিশ্লেষকদের আশঙ্কা, এখানে আরএসএফ বিজয়ী হলে জাতিগত প্রতিশোধমূলক সহিংসতার ঘটনা ঘটতে পারে, যেমনটি গত বছর পশ্চিম দারফুরে দেখা গিয়েছিল।
ভারতে পেট্রল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের

ভারতে পেট্রল পাম্পে ২ ট্রাকের সংঘর্ষ, প্রাণ গেল ৮ জনের রাজস্থানের জয়পুরে একটি পেট্রল পাম্পের বাইরে দুটি ট্রাকের সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকা-ে অন্তত ৮ জন নিহত হয়েছেন। আজ সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আজ ভোর ৫টা ৩০ মিনিটের দিকে আজমের রোডে একটি পেট্রল পাম্পের বাইরে এ দুর্ঘটনা ঘটে। একটি সিএনজি ট্যাংকার পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল, ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। কর্মকর্তাদের মতে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ঘটনায় ৪০ জনেরও বেশি লোক আহত হয়েছে এবং তাদের মধ্যে অন্তত ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে তারা জানিয়েছেন। আগুনে পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে থাকা আরো কয়েকটি যানবাহন পুড়ে যায়।
হুতি সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

হুতি সংশ্লিষ্ট ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরান সমর্থিত এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগের ওয়েবসাইটে বলা হয়েছে, ব্যক্তি, কোম্পানি ও জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। খবর আল জাজিরা ও রয়টার্সের। এসব বাণিজ্য থেকে ইরানের নেতারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করেন- যা তেহরানের পারমাণবিক কর্মসূচি, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিকাশে আর্থিক সহায়তা হিসেবে যায়। এই অর্থ ইরানের প্রক্সি বাহিনী হামাস, হিজবুল্লাহ ও হুতিদের পেছনেও ব্যয় করা হয়। এছাড়া ইয়েমেনের হুতি গোষ্ঠীকে আর্থিকভাবে সহায়তা করেন এমন ১২ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তাদের ওপর চাপ প্রয়োগে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ, নি*হত ১৩

ভারতীয় নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষ, নি*হত ১৩ ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোটের সঙ্গে যাত্রীবাহী ফেরির সংঘর্ষে ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল মুম্বাই উপকূলে নৌবাহিনীর একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষার সময় এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, এ দুর্ঘটনায় নিহতদের মাঝে নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের দুই কর্মীও রয়েছে। স্থানীয় সময় বিকেল ৪টার দিকে, তাদের একটি স্পিডবোটের ইঞ্জিন পরীক্ষা করা হচ্ছিল। এ সময় স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে মুম্বাইয়ের করঞ্জা থেকে রওনা দেওয়া নীল কমল নামের ওই যাত্রীবাহী ফেরির সঙ্গে সংঘর্ষ হয়। ফেরিটি এলিফ্যান্টা দ্বীপে যাত্রী নিয়ে যাচ্ছিল।ফেরির ক্যামেরায় ধারণ করা দুর্ঘটনার একটি ভিডিও থেকে দেখা যায়, নৌবাহিনীর স্পিডবোটে পাঁচ জন ছিলেন। তাদের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে ফেরিতে ছিলেন ১১০ জন যাত্রী। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। বাকি ১০০ জন রক্ষা পেয়েছেন। এ ঘটনায় প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।ঘটনার বিষয়ে দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, মুম্বাইয়ের নৌ দুর্ঘটনাটি দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন, সেই প্রার্থনা করি।দুর্ঘটনায় নিহতদের পরিবারপ্রতি ৫ লাখ রুপি দেওয়ার ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। তিনি জানান, এ দুর্ঘটনায় আর কেউ নিখোঁজ রয়েছেন কি না তল্লাশি চালানো হচ্ছে। কীভাবে দুর্ঘটনা ঘটল, বিষয়টি এখনো স্পষ্ট নয়। পুলিশ ও নৌসেনা এ নিয়ে পৃথকভাবে তদন্ত চালাচ্ছে।
বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

বোমা বিস্ফোরণে রুশ পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর দায়িত্বে থাকা প্রধান জেনারেল নিহত হয়েছেন। রুশ কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোরে আবাসিক ব্লক ছেড়ে যাচ্ছিলেন পরমাণু, জৈবিক, রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর (এনবিসি) প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ। তখন একটি স্কুটারে লুকানো ডিভাইস বিস্ফোরিত হয়। এতে তিনিসহ কিরিলোভের সহকারীও নিহত হয়েছেন। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে তদন্তের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করা হবে বলে জানিয়েছে মস্কো। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভকে ক্রেমলিন থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে রিয়াজনস্কি প্রসপেক্টরে নিজ বাসভবনের বাইরে হত্যা করা হয়েছে। রাশিয়ান ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ভাঙা প্রবেশপথ এবং তুষারে পড়ে থাকা রক্তাক্ত দুটি মরদেহ দেখা গেছে। ইউক্রেনে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের দায়ে গত সোমবার কিরিলোভকে অভিযুক্ত করে কিয়েভের প্রসিকিউটররা। যদিও রুশ কর্তৃপক্ষ এ অভিযোগ অস্বীকার করে আসছে। আর এর একদিন পরই কিরিলোভের হত্যার ঘটনা ঘটলো।