পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের

পাকিস্তান নাম প্রত্যাহার করায় হকিতে সুযোগ বাংলাদেশের ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে শেষ মুহূর্তে বড় পরিবর্তন এসেছে অংশগ্রহণকারী দলের তালিকায়। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণ দেখিয়ে এ টুর্নামেন্টে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান। তাদের অনুপস্থিতিতে সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে পাকিস্তানের বদলে অংশ নিচ্ছে বাংলাদেশ। এমন তথ্য প্রথম জানায় পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার। আজ বাংলাদেশ হকি ফেডারেশন নিশ্চিত করে যে, আয়োজক এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) এবং হকি ইন্ডিয়ার পক্ষ থেকে তারা আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে এবং সেই আমন্ত্রণ গ্রহণ করে টুর্নামেন্টে অংশগ্রহণের সিদ্ধান্তও চূড়ান্ত করেছে।

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা বাতিল করল যুক্তরাষ্ট্র ভারত-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার নির্ধারিত বৈঠক বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ভারতে আসবে না। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা আপাতত স্থগিত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, আগস্টের ২৫ থেকে ২৯ তারিখে নির্ধারিত মার্কিন প্রতিনিধি দলের ভারত সফর বাতিল করা হয়েছে। এর ফলে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক কমার সম্ভাবনা আপাতত নেই। আগামী ২৭ আগস্ট থেকেই ভারতের উপরে ৫০ শতাংশ কর ধার্য করতে পারে ট্রাম্প প্রশাসন। এর আগে ভারতের ওপরে ২৫ শতাংশ কর চাপিয়েছিল যুক্তরাষ্ট্র। পরে রাশিয়া থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ কর চাপানোর কথা জানায় ওয়াশিংটন। ২৭ আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হলে কিছু ভারতীয় পণ্যের ওপর শুল্ক ৫০ শতাংশে উন্নীত হবে। চলমান বাণিজ্যযুদ্ধে যুক্তরাষ্ট্রের যত শুল্ক আরোপ করেছে, তার মধ্যে এটি অন্যতম সর্বোচ্চ হার। নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে পাঁচ ধাপের আলোচনার পরও বাণিজ্য চুক্তি নির্ধারণ সম্ভব হয়নি। এর প্রধান কারণ ছিল ভারতের বিস্তীর্ণ কৃষি ও দুগ্ধ খাত উন্মুক্ত করার প্রস্তাব এবং রাশিয়ার তেল কেনা বন্ধ করার বিষয়ে দুই দেশের মতভেদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যে বলেছেন, “ভারত কখনো কৃষক, মৎস্যজীবী বা খামারিদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমরা জানি, এর জন্য বড় মূল্য দিতে হতে পারে, তবুও আমরা তৈরি।” যুক্তরাষ্ট্র ভারতের কৃষি ক্ষেত্রে আরো বেশি প্রবেশাধিকারের দাবি জানিয়েছে। বিশেষত, ভুট্টা, সয়াবিন ও তুলো রপ্তানির পথ খুলে দিতে চায় তারা। তবে ভারত সরকার এখনই কৃষি ও দুগ্ধখাত পুরোপুরি উন্মুক্ত করতে রাজি নয়। কারণ এর ফলে দেশের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন, এমন আশঙ্কা রয়েছে। অন্যদিকে, রাশিয়ার কাছ থেকে তেল কেনার ব্যাপারে ভারতের যুক্তি, দেশের ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে জ্বালানি খরচ নিশ্চিত করার জন্যই রাশিয়ার কাছ থেকে তেল আমদানি অব্যাহত রাখা হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে ষষ্ঠ দফার আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের ভারত সফর পুনর্নির্ধারিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে।

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা

ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) স্থানীয় সময় রোববার (১৭ আগস্ট) জানিয়েছে, তারা ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণে ইরান-সমর্থিত হুতিদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামো স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা যায়, হাজিজ পাওয়ার স্টেশন এই হামলার লক্ষ্য ছিল। সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বাহিনী ইয়েমেনের গভীরে একটি জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়েছে, যা হুতি সন্ত্রাসী শাসনের সেবা দিচ্ছিল।’ তবে বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কোন স্থাপনাটি লক্ষ্যবস্তু ছিল, তা উল্লেখ করা হয়নি। হুতিদের আল-মাসিরা টিভি একটি সিভিল ডিফেন্স সূত্রের বরাতে জানিয়েছে, সানার দক্ষিণে অবস্থিত হাজিজ বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হয়েছে। তবে, তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: ফ্রান্স-২৪, আল-মাসিরা টিভি, টাইমস অব ইসরায়েল।

আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক

আগামী সোমবার ওয়াশিংটনে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওয়াশিংটন যাচ্ছেন। আজ সকালে এক বার্তায় জেলেনস্কি এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যুদ্ধ শেষ করার সব খুঁটিনাটি আলোচনা করার পরিকল্পনা করছি। আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ। জেলেনস্কি জানান, এর আগে ট্রাম্পের সঙ্গে তার এক ঘণ্টারও বেশি সময় ধরে দীর্ঘ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রথমে দুই প্রেসিডেন্ট একান্তে বৈঠক করেন, পরে ইউরোপীয় নেতাদের অংশগ্রহণে যৌথ বৈঠক হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, প্রতিটি ধাপে ইউরোপীয় নেতাদের উপস্থিতি চাই, যাতে আমেরিকার পাশাপাশি ইউরোপও একসঙ্গে নির্ভরযোগ্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারে।

খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত

খাইবার পাখতুনখোয়া বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ৬০ জন নিহত পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলায় বৃষ্টিপাতজনিত ঘটনায় কমপক্ষে ৬০ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। শুক্রবার প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) এ তথ্য জানিয়েছে। জুনের শেষের দিক থেকে পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাত- বিশেষ করে খাইবার পাখতুনখোয়া এবং উত্তরাঞ্চলে – ভয়াবহ বন্যা, ভূমিধস ও বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) থেকে আপডেট করা দৈনিক তথ্য অনুসারে, ২৬ জুন থেকে পাকিস্তানের বেশ কয়েকটি অংশে আকস্মিক বন্যা ও মুষলধারে বৃষ্টিপাতের ফলে ১৪২ জন শিশু সহ কমপক্ষে ৩২৫ জন মারা গেছেন। এছাড়া ৭৪৩ জন আহত হয়েছেন। ডন ডটকম প্রকাশিত পিডিএমএর দৈনিক পরিস্থিতি প্রতিবেদন অনুসারে, সাম্প্রতিক আকস্মিক বন্যায় বাজাউর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলা ছিল, যেখানে ১৮ জন মারা গেছেন এবং আটজন আহত হয়েছেন। বটগ্রামে ১৫ জন প্রাণ হারিয়েছেন; মানশেরাতে ১৪ জন, লোয়ার দিরে পাঁচজন নিহত এবং চারজন আহত হয়েছেন; সোয়াতের চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে; শাংলায় একজন নিহত এবং দুজন আহত হয়েছেন। রেসকিউ ১১২২ এর মুখপাত্র বিলাল আহমেদ ফৈজি ডন ডটকমকে বলেন, “আজ সকালে বাজাউরে, সালারজাই তহসিলের জাবররাই গ্রামে মেঘ ভাঙনের (ভারী বৃষ্টিপাত) কারণে আকস্মিক বন্যায় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রেসকিউ ১১২২ এর কর্মীরা, বাসিন্দাদের সহযোগিতায়, এখন পর্যন্ত ১৬ জনের মৃতদেহ উদ্ধার করেছে এবং ধ্বংসস্তূপ ও বৃষ্টির পানি থেকে তিনজন আহতকে উদ্ধার করেছে।”

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে

প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু চীনে তরুণ বৈজ্ঞানিক ও প্রতিভাবান প্রযুক্তিবিদদের আকৃষ্ট করতে নতুন ভিসা চালু করতে যাচ্ছে চীন। স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের পর চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং বিদেশিদের প্রবেশ ও প্রস্থানের বিষয়ে তার দেশের নিয়ন্ত্রণ সংশোধনের জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, চীন তার সাধারণ ভিসা বিভাগগুলোতে ‘কে ভিসা’ যোগ করবে। বিশেষ করে, যোগ্য তরুণ বিজ্ঞানী এবং প্রযুক্তি পেশাদারদের জন্য তৈরি করা হয়েছে এ ভিসা। এর জন্য আবেদনকারীদের অবশ্যই চীনা কর্তৃপক্ষের নির্ধারিত শর্ত, যোগ্যতা ও মানদণ্ড পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। নতুন এ নিয়ম আগামী ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এর মাধ্যমে চীন বিদেশি প্রতিভাদের আকৃষ্ট করে নিজেদের প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক অগ্রগতি আরো দ্রুত করতে চাচ্ছে।

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০

ভারতে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত ১০ ভারতের পশ্চিমবঙ্গে ট্রাকের পেছনে তীর্থযাত্রীবাহী বাসের ধাক্কায় ১০ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরো অন্তত ৩৫ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আজ সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এনএইচ-১৯ সড়কে এই দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও ইন্ডিয়ান এক্সপ্রেসের। পুলিশের এক কর্মকর্তা জানান, নিহতদের মধ্যে দুইজন নারীসহ ১০ জনই বিহারের বাসিন্দা। তারা গঙ্গাসাগর ও আরো কয়েকটি তীর্থস্থানে ঘুরতে এসেছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রাকচালক প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তার ধারে ট্রাক থামিয়েছিলেন। ঠিক সেই সময় তীর্থযাত্রীবাহী বাসটি পেছন দিক থেকে দ্রুতগতিতে এসে ট্রাকটিকে ধাক্কা মারে।

ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২

ভারতের জম্মুতে মেঘভাঙা বৃষ্টিতে বন্যায় প্রাণহানি ১২ ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলায় ‘ক্লাউডবার্স্ট’ বা মেঘভাঙা বৃষ্টিতে হঠাৎ বন্যায় অন্তত ১২ জনের প্রাণ গেছে। প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারেও বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। আজ দুপুরের পর পরই কিশতওয়ার জেলার চাশোতি গ্রামে এই বিপর্যয় নেমে আসে। সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা পিটিআইকে জানান, এ পর্যন্ত ১২টি লাশ উদ্ধার করা হয়েছে। প্রাণহানি বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।হিন্দুদের তীর্থক্ষেত্র ‘মাচাইল মাতা’র মন্দিরের উদ্দেশে প্রতি বছর পুণ্যার্থীরা যে তীর্থযাত্রা করে থাকেন, তা শুরু হয় কিশতওয়ারের এই চাশোতি গ্রাম থেকেই। চাশোতি পর্যন্তই গাড়ি চলাচলের রাস্তা আছে, এরপর বাকি পথ হেঁটে যেতে হয়। আকস্মিক বন্যার পর এই বার্ষিক তীর্থযাত্রা আপাতত স্থগিত রাখা হয়েছে। ভারতের এনডিআরএফ বাহিনীর অন্তত ১৮০ জন সদস্য অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে উদ্ধারের কাজ চালাতে ঘটনাস্থলে দিকে রওনা হয়ে গেছেন। জম্মু ও কাশ্মীরের উধমপুর থেকে নির্বাচিত এমপি ও কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং জানান, প্রশাসন ত্রাণ ও উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের চিকিৎসায় হেলিকপ্টার রাখা আছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিশতওয়ারে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টির পর জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর সঙ্গে কথা বলেছেন এবং পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানান, কেন্দ্র সরকার ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিটি পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের মানুষের পাশে দৃঢ়ভাবে রয়েছে, পাশাপাশি প্রয়োজনে জনগণকে সব ধরনের সহায়তা দেওয়া হবে।

রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা

রাশিয়ার তেল শোধনাগারসহ দুটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হা*ম*লা রাশিয়ায় গতকাল রাত থেকে আজ ভোরের মধ্যে কয়েক ডজন ড্রোন ছুঁড়েছে ইউক্রেন। এসব হামলায় তিন জন আহত হয়েছে এবং একটি তেল শোধনাগারসহ দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে আগুন লেগেছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে মস্কো থেকে এএফপি এ খবর জানিয়েছে। রাশিয়ান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওগুলোয় যুদ্ধক্ষেত্র থেকে প্রায় ৪৭০ কিলোমিটার দূরে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় নগরী ভলগোগ্রাদে একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুনের দৃশ্য দেখানো হয়েছে। ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ টেলিগ্রামে এক বিবৃতিতে জানান, আক্রমণের ফলে ভলগোগ্রাদ তেল শোধনাগারে তেল ছড়িয়ে পড়ে এবং আগুন ধরে যায়। রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের গভর্নর ভিয়াচেস্লাভ গ্ল্যাডকভ বলেছেন, এই অঞ্চলের রাজধানীর কেন্দ্রস্থলে ইউক্রেনের একটি ড্রোন একটি গাড়িতে আঘাত করলে এতে আগুন লেগে তিন জন আহত হয়েছে। তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, গাড়িটিতে আগুন ধরেছে এবং রাস্তায় ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লিখেছেন, ‘জরুরি পরিষেবা ঘটনাস্থলে কাজ করছে।’ ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের ওপর পূর্ণ মাত্রার সামরিক আক্রমণ শুরু করার পর থেকে, কিয়েভ তার সীমান্ত থেকে কয়েকশ কিলোমিটার দূরে রাশিয়ার অবকাঠামোতে ড্রোন হামলা চালিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে আসছে। কিয়েভ এই হামলাকে তার বেসামরিক নাগরিকদের ওপর মস্কোর প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ন্যায্য প্রতিশোধ বলে অভিহিত করেছে।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বুধবারের শেষ থেকে বৃহস্পতিবার ভোরের মধ্যে ইউক্রেনের ৪৪টি ড্রোন আটক করেছে। এগুলোর মধ্যে সাতটি ক্রিমিয়ার থেকে আটক করা হয়েছে। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া উপদ্বীপটি ইউক্রেন থেকে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে আলাস্কায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকের প্রাক্কালে এই হামলা চালানো হলো।

ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী

ইউরোপ জুড়ে দাবদাহ, গ্রিসে দাবানল; মোকাবিলায় হাজার হাজার দমকল কর্মী গতকাল গ্রিসে এক ডজনেরও বেশি বড় ধরণের দাবানল ছড়িয়ে পড়েছে, যার মধ্যে একটি দেশটির তৃতীয় বৃহত্তম শহর পাত্রাসের জন্য হুমকি হয়ে উঠেছে। তীব্র দাবদাহে দক্ষিণ ইউরোপের হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। গ্রিসের পাত্রাস থেকে এএফপি জানিয়েছে, চলতি সপ্তাহে স্পেন, পর্তুগাল, ফ্রান্স, ইতালি, বলকান এবং যুক্তরাজ্যও তীব্র দাবদাহের কবলে পড়েছে। বিজ্ঞানীরা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে এই দাবদাহ তীব্রতর হচ্ছে। গ্রিস: সেনাবাহিনীর সহায়তায় গ্রিস জুড়ে হাজার হাজার দমকলকর্মী মোতায়েন করা হয়েছে। দমকল বিভাগের মুখপাত্র ভ্যাসিলিস ভাথ্রাকোগিয়ানিস বলেন, ‘যেসব কর্মী আগুন নেভাতে কঠিন লড়াই করছে, তাদের জন্য পরিস্থিতি এখনো কঠিন।’ পশ্চিম গ্রিসের বেসামরিক সুরক্ষা প্রধান নিকোস গিফতাকিস রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ইআরটি-কে বলেন, ‘তীব্র তাপমাত্রা, দমকা বাতাস এবং কম আর্দ্রতার কারণে এমনটা হচ্ছে।’ এএফপি’র সাংবাদিকরা দেখেছেন, হেলিকপ্টারের সহায়তায় দমকলকর্মীরা পাত্রাসের বাইরে ঝোপঝাড় এবং বনাঞ্চলে আগুন নেভাতে আপ্রাণ চেষ্টা করছেন। ঘন ধোঁয়ার কারণে সেখানে সব কিছু ঝাপসা দেখা যাচ্ছে। ভাথ্রাকোগিয়ানিস জানান, পাত্রাসের একটি হাসপাতাল থেকে ১২ জন শিশুকে সরিয়ে নেওয়া হয়েছে। একটি অবসর নিবাস থেকে ৮০ জন বয়স্ক মানুষকে সরানো হয়েছে। স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, ১৭শ’ শতকের একটি মঠের ছাদে আগুন জ্বলছে। এদিকে জনপ্রিয় আইওনিয়ান পর্যটন দ্বীপ জান্তে ও সেফালোনিয়া এবং চিওসের এজিয়ান দ্বীপে আগুন ছড়িয়ে পড়েছে। জুনে চিওসে একটি বিশাল দাবানলে ৪ হাজার হেক্টরেরও বেশি এলাকা পুড়ে যায়। মঙ্গলবার পশ্চিমা আচাইয়া অঞ্চলের প্রায় ২০টি গ্রাম খালি করা হয়েছে। গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, চিওস এবং পাত্রাসের কাছাকাছি এলাকা থেকে প্রায় ৮০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। ভাথ্রাকোগিয়ানিস আরো বলেন, ৭১ জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে, যাদের অধিকাংশই পশ্চিমা শহর প্রেভেজা এবং পাত্রাস এলাকার। গ্রিস ইউরোপীয় ইউনিয়নের সিভিল প্রোটেকশন মেকানিজম থেকে চারটি জল-বোমা প্লেন চেয়েছে। প্রধান বিরোধী দল পাসোক সোশ্যালিস্ট পার্টি প্রতি বছর লাগা এই আগুন মোকাবিলার জন্য সরকারের প্রস্তুতির অভাব নিয়ে প্রশ্ন তুলেছে। পাসোক বলেছে, ‘আগুন প্রতিরোধে জোর দিয়ে নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি সংস্কার করা প্রয়োজন।’ তারা আরো বলেছেন, বাহিনীগুলোর দুর্বল সমন্বয় এবং স্থানীয় জরুরি পরিকল্পনার অভাবে আগুন নিয়ন্ত্রণ করা ‘অত্যন্ত চ্যালেঞ্জিং’ হয়ে পড়েছে। স্পেন: স্পেনে দাবানল এখন প্রধান খবর। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাস্তিল ও লিওন অঞ্চলের একটি বিশ্ব ঐতিহ্যবাহী রোমান খনি আগুনের ঝুঁকিতে পড়েছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬টি এলাকার প্রায় ৬ হাজার মানুষকে তাদের বাড়ি-ঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দগ্ধ অবস্থায় সাতজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে গতকাল সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী ফার্নান্দো গ্রান্দে-মার্লাসকা বলেন, স্পেন ইউরোপীয় ইউনিয়নের কাছে দু’টি জল-বোমা প্লেনসহ সাহায্যের জন্য অনুরোধ করেছে। ক্যাডেনা সের রেডিওকে তিনি বলেন, ‘আবহাওয়ার পূর্বাভাস’ বিবেচনা করে প্লেনগুলো দ্রুত পাঠানোর জন্য তিনি ইউরোপীয় অংশীদারদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, প্রয়োজনে স্পেন দমকলকর্মীও চেয়ে পাঠাবে। কাস্তিল ও লিওনের বেসামরিক সুরক্ষা প্রধান আইরিন কোর্তেস বলেন, প্রায় দুই সপ্তাহ ধরে স্পেনের প্রচণ্ড গরমে ঘন ঝোপঝাড় তৈরি হয়েছে যা ‘এই পরিস্থিতির জন্য সবচেয়ে অনুকূল পরিবেশ তৈরি করেছে।’ এই বছর স্পেনে মোট ১৯৯টি দাবানলে প্রায় ৯৮ হাজার ৭৮৪ হেক্টর (২ লাখ ৪৪ হাজার ১০০ একর) এলাকা পুড়ে গেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। পর্তুগাল: পাশের দেশ পর্তুগালে পাঁচটি বড় দাবানল নিয়ন্ত্রণে ২ হাজার ১০০ জনেরও বেশি দমকলকর্মী ও ২০টি বিমান কাজ করছে। সবচেয়ে ভয়াবহ আগুনটি মধ্যাঞ্চল ত্রানকোসো পৌরসভায় শনিবার থেকে জ্বলছে। প্রবল বাতাসে রাতে আগুন আবার ছড়িয়ে পড়েছে, হুমকির মুখে পড়েছে কাছের গ্রামগুলো। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন ধোঁয়ার মধ্যে স্থানীয়রা দমকল কর্মীদের সাহায্য করার জন্য স্বেচ্ছাশ্রমে কাজ করছে। মুখে মাস্ক পরা একজন কৃষক তার হাতে বেলচা নিয়ে সিক নোটিশিয়াস টেলিভিশনকে বলেন, ‘এটা ভীতিকর, কিন্তু আমরা সবসময় একে অপরকে সাহায্য করতে প্রস্তুত।’ পর্তুগালের মধ্যাঞ্চলীয় আরগানিল-এর একটি পাহাড়ি অঞ্চলে আরেকটি আগুন লাগার কারণে বেশ কয়েকটি গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে, যার ফলে বয়স্ক বাসিন্দাদের সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। বলকান: বলকান অঞ্চলের জরুরি পরিষেবাগুলো ডজনখানেক আগুন নেভানোর চেষ্টা করছে। এখানে তীব্র খরা এবং দীর্ঘস্থায়ী দাবদাহ ঐ অঞ্চলের সাধারণ আগুনের মৌসুমকে আরও ভয়াবহ করে তুলেছে। মঙ্গলবার রাতে আলবেনিয়ায় ৮০ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তার বাগানে আগুন ধরেছিল, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন দ্রুত আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে এবং আটজন আহত হয়। কর্তৃপক্ষ আলবেনিয়ার মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের কিছু অংশ থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। তবে প্রতিবেশী মন্টিনিগ্রোতে আবহাওয়ার উন্নতি হওয়ায় ফায়ার সার্বিসের কর্মীরা বাড়িঘর রক্ষা করতে সক্ষম হন। দেশটিতে এক সৈন্যের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানী পডগরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে “ভয়াল ক্ষতি” হিসেবে উল্লেখ করেছে। দেশটি এক সৈনিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। মঙ্গলবার রাজধানী পডগোরিকার কাছে একটি পানি বহনকারী ট্রাক উল্টে গিয়ে তিনি মারা যান। প্রতিরক্ষা মন্ত্রণালয় এটিকে ‘একটি বড় ক্ষতি’ বলে উল্লেখ করেছে। যুক্তরাজ্য: ঐতিহাসিকভাবে শীতল আবহাওয়ার দেশ বৃটেন, এই গ্রীষ্মে চতুর্থ দফা তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। আগে অসম্ভব মনে হওয়া দাবানল এখন বাস্তব হুমকি হিসেবে দেখা দিয়েছে। এদিকে উত্তর ইংল্যান্ডের নর্থ ইয়র্ক মুরস জাতীয় উদ্যানের এক দাবানলকে বুধবার ‘বড় ধরনের দুর্ঘটনা’ হিসেবে ঘোষণা করা হয়েছে। দমকলকর্মীরা জানিয়েছেন, আগুনে প্রায় পাঁচ বর্গকিলোমিটার (প্রায় দুই বর্গমাইল) এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।