নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০

নিউ ইয়র্কে নাইটক্লাবে বন্দুক হামলা, আহত ১০ নতুন বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের একাধিক জায়গায় একের পর এক হামলার ঘটনা ঘটছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে গাড়ি উঠিয়ে দেওয়া হয়। এতে ১৫ জন মারা গেছে। এর কয়েক ঘণ্টা পরই লাস ভেগাসে ট্রাম্প হোটেলের সামনে একটি সাইবারট্রাকে বিস্ফোরণে নিহত হয় একজন। নতুন বছরের প্রথম দিন বুধবার নিউ ইয়র্কে হয়েছে বন্দুক হামলাও। নিউইয়র্ক সিটির একটি নাইটক্লাবে গুলিতে ১১ জন আহত হয়েছেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় সময় বুধবার রাত ১১টা মিনিটের দিকে আমাজুরা নাইটক্লাবের সামনে বন্দুক হামলা হয়। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ ও অ্যাম্বুলেন্স। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি) বলেছে, আহতদের চিকিৎসার জন্য লং আইল্যান্ড ইহুদি হাসপাতাল এবং কোহেনস চিলড্রেন মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের কারোরই অবস্থা গুরুতর নয়। আমাজুরা নাইটক্লাবে নিয়মিত লাইভ পারফরম্যান্স ও ডিজে অনুষ্ঠান হয়। ক্লাবটিতে প্রায় ৪ হাজার মানুষ জমায়েতের জায়গা রয়েছে। স্থানীয় এএমএনওয়াই নিউজ জানিয়েছে, নাইটক্লাবটির প্রয়াত এক সদস্যের সম্মানে বুধবার রাতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করা হয়েছিল। ক্লাবের বাইরে প্রায় ৮০ জন জড়ো হয়ে ভেতরে যাওয়ার অপেক্ষায় ছিল, এসময় বন্দুক হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো জানা যায়নি। এমনকি এটি কোনো জঙ্গি হামলা কি না, তাও নিশ্চিত হওয়া যায়নি। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এখনো এই ঘটনার বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবরণ প্রকাশ করেনি। এর আগে লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে বর্ষবরণ অনুষ্ঠানে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। অন্তত ৩৫ জন আহত হয়েছে। নিউ অরলিন্সের বুরবোন স্ট্রিটে স্থানীয় সময় গতকাল বুধবার ভোরে বর্ষবরণ উদযাপনের সময় ভিড়ের মধ্যে একজন চালক একটি পিকআপ ট্রাক তুলে দেয়। সন্দেহভাজন হামলাকারীর কাছে জঙ্গিগোষ্ঠী আইএসের পতাকা ছিল। কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই হামলায় ব্যবহৃত গাড়িতে আইএসের পতাকা পাওয়ার কথা জানিয়েছে। এফবিআই এটিকে ‘সন্ত্রাসবাদী কর্মকাণ্ড’ উল্লেখ করে তদন্ত করছে। এরপর আমেরিকার লাস ভেগাসে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের সামনে একটি টেসলা কোম্পানির সাইবারট্রাকে বিস্ফোরণ হয়েছে। বুধবারের এ বিস্ফোরণে একজন নিহত ও ৭ জন আহত হয়েছেন। এ ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে এফবিআই। বলা হচ্ছে, এটি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আইন প্রয়োগকারী ও গোয়েন্দা সংস্থাগুলো নিউ অরলিন্সে হামলা ও টেসলা সাইবারট্রাক বিস্ফোরণের মধ্যে কোনো সম্ভাব্য যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে। কারণ উভয় ঘটনায় ব্যবহৃত গাড়ি একই প্ল্যাটফর্ম থেকে ভাড়া নেওয়া হয়েছিল।
পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান

পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময় করল ভারত-পাকিস্তান নতুন বছরের প্রথম দিনেই বুধবার পারমাণবিক স্থাপনার তথ্য বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। দুই প্রতিবেশি দেশের মধ্যে সম্পর্ক সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে থাকা সত্ত্বেও ১৯৯২ সাল থেকে এই ঐতিহ্য বজায় রেখেছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, চুক্তিটি ৩১ ডিসেম্বর, ১৯৮৮ সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ২৭ জানুয়ারি, ১৯৯১ সালে কার্যকর হয়। তিন দশকেরও বেশি দীর্ঘ ওই চুক্তি অনুযায়ী, দেশ দুটি একে অন্যের পারমাণবিক স্থাপনায় হামলা করবে না। বুধবার (১ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান বুধবার একটি দ্বিপাক্ষিক চুক্তির অধীনে তাদের পারমাণবিক স্থাপনার একটি তালিকা বিনিময় করেছে। যা উভয় পক্ষকে একে অপরের পারমাণবিক স্থাপনায় আক্রমণ করা থেকে নিষিদ্ধ করে। চুক্তির অধীনে নয়াদিল্লি এবং ইসলামাবাদের এই পারমাণবিক তথ্য বিনিময় কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সম্পাদিত হয়। তবে দুই দেশের কেউই পরমাণু স্থাপনার বিস্তারিত প্রকাশ করেনি। চুক্তি অনুসারে, প্রতি বছরের পহেলা জানুয়ারিতে ভারত ও পাকিস্তানকে পরস্পরকে পরমাণু স্থাপনা ও স্থাপনা সম্পর্কে অবহিত করতে হবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “এটি দুই দেশের মধ্যে এই ধরনের তালিকার টানা ৩৪তম বিনিময়, প্রথমটি ১ জানুয়ারি, ১৯৯২ সালে হয়েছিল।” কাশ্মির ও আন্তঃসীমান্ত সন্ত্রাস নিয়ে গত কয়েক বছর ধরে ভারত এবং পাকিস্তানের উত্তেজনা বিরাজ করছে। তবে ভারত-পাকিস্তানের এ চুক্তির কোনো হেরফের হয়নি। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ভারত ও পাকিস্তান একে অপরের হেফাজতে থাকা কারাবন্দিদের তালিকাও বিনিময় করেছে। কনস্যুলার অ্যাক্সেস সম্পর্কিত ২০০৮ সালের একটি চুক্তি অনুযায়ী, উভয় পক্ষ বছরে দুইবার একে অপরের হেফাজতে থাকা বন্দিদের তালিকা বিনিময় করে- ১ জানুয়ারি এবং ১ জুলাই। পাকিস্তান তাদের হেফাজতে থাকা ৪৯ জন বেসামরিক বন্দি ও ২১৭ জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যাদের ভারতীয় বলে মনে করা হয়। অপরদিকে, ভারত তাদের হেফাজতে থাকা ৩৮১ জন বেসামরিক বন্দি এবং ৮১ জন মৎস্যজীবীর নাম দিয়েছে, যাদের পাকিস্তানি বলে মনে করা হয়।
বছরের প্রথম দিনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম

বছরের প্রথম দিনে বিশ্ববাজারে বাড়ল সোনার দাম নতুন বছরের প্রথম দিনে বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। নতুন দামে আউন্সপ্রতি বেড়েছে ১৮ দশমিক ২৫ ডলার। ফলে দেশের বাজারেও এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। আজ সকালে বিশ্ববাজারে সোনার দাম ছিল আউন্সপ্রতি ২ হাজার ৬২৪ দশমিক ৪৯ ডলার। রয়টার্স জানিয়েছে, ২০২৪ সালে সোনার দাম বেড়েছে ২৬ দশমিক ৫৪ শতাংশ বা ৫৪৬ দশমিক ৬৩ ডলার। ২০১০ সালের পর সোনার সবচেয়ে বাজার ছিল ২০২৪ সাল। কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়, ভূরাজনৈতিক অস্থিরতা ও মুদ্রানীতির রাশ আলগা হওয়ার কারণে গত বছর পণ্যটির দাম বেড়েছে। গতকাল স্পট মার্কেটে সোনার দাম বেড়েছে দশমিক ৪ শতাংশ; প্রতি আউন্সের দাম ওঠে ২ হাজার ৬১৫ ডলারে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) দেশের বাজারে সোনার দাম নির্ধারণ করে থাকে। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, সবশেষ সোমবার (৩০ ডিসেম্বর) সোনার নতুন দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সংগঠনটির সবশেষ দেওয়া দাম অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩৮ হাজার ২৮৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৩২ হাজার ১ টাকা। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ১৩ হাজার ১৪১ টাকা। সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ৯২ হাজার ৮৬৯ টাকা। সংগঠনটির পক্ষে সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি। এই কমিটির এক সদস্য বলেন, ‘বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে দেশের বাজারেও দাম বাড়ানো লাগবে। এর কোনো বিকল্প নেই।’ তিনি বলেন, ‘আমার সোনার দাম বাড়ানো বা কমানোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক বাজারের পাশাপাশি স্থানীয় বাজারের ওপর ভিত্তি করে। স্থানীয় বাজারে পাকা সোনার দাম বাড়লে স্বাভাবিকভাবেই দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। আবার পাকা সোনার দাম কমলে দাম কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববাজারের দামের চিত্র পাকা সোনার দামে প্রভাব ফেলে।’
ভারতের আদালতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড

ভারতের আদালতে বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড এক বাংলাদেশিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদালত। সাজাপ্রাপ্ত ওই বাংলাদেশির নাম জাহিদুল ইসলাম ওরফে কাউসার। কারাদণ্ডের পাশাপাশি তাকে ৫৭ হাজার রুপি অর্থদণ্ডও দিয়েছেন আদালত। ৩০ ডিসেম্বর রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে তাকে এই কারাদণ্ড দেওয়া হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে দেশটির জাতীয় তদন্ত সংস্থার (এনআইএ) বিশেষ আদালত তাকে এই সাজা দেন। জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) প্রচারে জড়িত থাকার অভিযোগে সোমবার একজন বাংলাদেশি নাগরিককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত ১১ জনের সাজা ঘোষণা করা হয়েছে। টাইমস অব ইন্ডিয়া বলছে, এনআইএ ২০১৯ সালে জেএমবির বিভিন্ন ক্রিয়াকলাপে যেমন, ডাকাতি, ষড়যন্ত্র, তহবিল সংগ্রহ এবং গোলাবারুদ সংগ্রহের সাথে সম্পর্কিত একটি মামলা দায়ের করেছিল। মামলায় ১১ জনকে দোষী সাব্যস্ত করেছিল। এনআইএ এই মামলাটি হাতে নেওয়ার আগে বেঙ্গালুরুর সোলাদেভানাহাল্লি পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে একটি মামলা দায়ের করেছিল। এনআইএ অনুসারে, জেএমবির প্রধান সালাউদ্দিন সালেহীনের সঙ্গে ২০১৪ সালে বাংলাদেশ পুলিশের হেফাজত থেকে পালিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করে। ২০০৫ সালে বাংলাদেশে ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় পুলিশের হেফাজতে ছিলেন তিনি। ২০১৪ সালের অক্টোবরে বর্ধমানে বিস্ফোরণের ঘটনায়ও জড়িত ছিলেন জাহিদুল। বিস্ফোরণের পর জাহিদুল এবং তার সহযোগীরা বেঙ্গালুরুতে পালিয়ে যায়। বেঙ্গালুরু থেকেই তিনি জেএমবির ভারত বিরোধী কার্যকলাপকে আরো এগিয়ে নেওয়ার জন্য পশ্চিমবঙ্গ এবং আসাম থেকে যুবকদের নিয়োগ করেছিলেন। গোয়েন্দারা দাবি করেছেন, জাহিদুল এবং তার সহযোগীরা ২০১৮ সালের জানুয়ারিতে বোধগয়ায় বিস্ফোরণের জন্যও দায়ী ছিল।
‘কমরেড’ পুতিনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কিম

‘কমরেড’ পুতিনকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে গভীর সম্পর্কের প্রশংসা করেছেন। আজ কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, নববর্ষ উপলক্ষে একটি চিঠিতে কিম তার ‘প্রিয় বন্ধু এবং কমরেড’ পুতিন, রাশিয়ান জনগণ এবং রাশিয়ান সামরিক কর্মীদের শুভেচ্ছা জানিয়েছেন। কিম পুতিনকে তার দায়িত্বশীল ও কঠিন রাষ্ট্রীয় নেতৃত্বের কার্যক্রম এবং রাশিয়ান জনগণের সমৃদ্ধি, মঙ্গল ও সুখে ‘বৃহত্তর সাফল্য’ কামনা করেছেন বলে কেসিএনএ জানিয়েছে। খবর আল জাজিরার। কেসিএএ’র প্রতিবেদনে আরো বলা হয়েছে, চিঠিতে কিম আরো লিখেছেন, তিনি আশাবাদী ২০২৫ সালে ২০২৪ সালের চেয়েও বেশি ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে দুই দেশের মধ্যে। এ ছাড়া চিঠিতে ইউক্রেন যুদ্ধের কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, উত্তর কোরিয়া আশা করে, ২০২৫ সালে নব্য-নাৎসিদের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া সফল হবে। জয় লাভ করবে। আল জাজিরার খবরে বলা হয়েছে, পুতিন প্রমাণ ছাড়াই দাবি করে আসছেন, ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু করাটা রাশিয়ান ভাষাভাষীদের ‘নব্য-নাৎসি একনায়কত্ব’ থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় ছিল।ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উত্তর কোরিয়া ও রাশিয়ার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে।চলতি বছরের জুন মাসে পুতিন দুই দশকের মধ্যে প্রথম উত্তর কোরিয়া সফর করেন। এসময় দেশ দুটি একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, পিয়ংইয়ং তখন থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ান বাহিনীকে সহায়তা করার জন্য ১০ হাজারেরও বেশি সেনা পাঠিয়েছে।
ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের মৃত্যু

ইথিওপিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬৬ জনের মৃত্যু আফ্রিকার দেশ ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো চারজন। সোমবার (৩০ ডিসেম্বর) দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৯ ডিসেম্বর) রাজধানী আদ্দিস আবাবা থেকে প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণের সিদামা রাজ্যে এ দুর্ঘটনাটি ঘটেছে। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরো সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, একটি গাড়ি দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬৬ জনের প্রাণ কেড়ে নিয়েছে। তবে ঘটনার আর বিশদ বিবরণ তারা দেয়নি। সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর তথ্যানুসারে, বোনা জুরিয়া ওরেদার গেলানা সেতুতে এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্র উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছে। চারজন আহত যাত্রীকে উদ্ধার করে বোনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা একটি ছবিতে দেখা গেছে, একটি গাড়ি আংশিকভাবে পানিতে ডুবে আছে। গাড়িটিকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে এবং গাড়িটিকে টেনে তোলার চেষ্টা করা হচ্ছে। আফ্রিকার দ্বিতীয় সর্বাধিক জনবহুল দেশ ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনা সাধারণ ঘটনা। দেশটির রাস্তাগুলো সঠিকভাবে রক্ষণাবেক্ষণের অভাবে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে।
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিন অভিবাসীর মৃত্যু

ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিন অভিবাসীর মৃত্যু যুক্তরাজ্যে পৌঁছানোর লক্ষ্যে একটি ছোট নৌকা করে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে তিনজন অভিবাসীর মৃত্যু হয়েছে। নৌকাটিতে অতিরিক্ত যাত্রীর চাপে অনেকে পানিতে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। বিবিসির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ক্যালাইসের কাছে স্যাঙ্গাতে উপকূলে একটি নৌকায় উঠতে গিয়ে লোকজন পানিতে পড়ে যায়। পরে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা তিনজনকে মৃত ঘোষণা করা হয়। উদ্ধার করা আরো ৪৫ জনকে হাইপোথার্মিয়ার জন্য (শরীরে টেম্পারেচার কমে যাওয়া) চিকিৎসা দেওয়া হয়। এ বছর চ্যানেল পাড়ি দেওয়ার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি। যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয়মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল বলেন, “প্রাণহানির ঘটনা ঘটেছে কারণ ‘ছোট নৌকার ব্যবসা পরিচালনাকারী নির্মম অপরাধীরা’ মানুষকে ঝুঁকিপূর্ণ নৌকায় চাপিয়ে দিচ্ছে।” তিনি বলেন, “সরকার এই গ্যাংগুলোকে ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ফ্রান্স সরকারকে সহযোগিতা করছে।” স্যাঙ্গাতের মেয়র গাই আলেমঁদ এএফপিকে বলেন, “এটা কখনোই থামবে না। বারবার চ্যানেল পারাপার চলছে, কোনো বিরতি ছাড়াই।” তিনি জানান, সাতজনকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ফরাসি কোস্টগার্ড জানিয়েছে, সাগরে কোনো জীবিত উদ্ধার বাকি আছে কিনা, তা খুঁজতে তল্লাশি চলছে। যুক্তরাজ্যের হোম অফিস নিশ্চিত করেছে যে, ঘটনাটি ফরাসি জলসীমায় ঘটেছে এবং ফরাসি কর্তৃপক্ষ তাতে নেতৃত্ব দিচ্ছে ও তদন্ত করছে। পিয়ের-অঁরি দ্যুমো, যিনি পা-দ্য-ক্যালাইস অঞ্চলের এমপি, বিবিসিকে বলেন, “এভাবে চ্যানেল পার হওয়ার যে কোনো প্রচেষ্টাই অত্যন্ত বিপজ্জনক- তবে বছরের এই সময় তা আরও প্রাণঘাতী হয়ে ওঠে।” তিনি বলেন, “উদ্ধার দল দ্রুত সাড়া দিতে সক্ষম হলেও বর্তমানে পানির তাপমাত্রা এমন যে, পানিতে মাত্র কয়েক মিনিট কাটালেই তা প্রাণঘাতী হতে পারে।” সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এ বছর এখন পর্যন্ত ৩৬,০০০-এর বেশি মানুষ ছোট নৌকায় ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন, যা ২০২৩ সালের মোট ২৯,৪৩৭ জনের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। জাতিসংঘের সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম), যারা চ্যানেল পার হওয়ার সময় নিহতদের সংখ্যা পর্যবেক্ষণ করে, বলছে যে, এ বছর চ্যানেল পাড়ি দেওয়ার চেষ্টা করতে গিয়ে ৭৭ জন মারা গিয়েছেন। হোম অফিস জানিয়েছে, তারা মানবপাচার চক্র ধ্বংস করতে ‘কিছুতেই পিছু হটবে না,’ এবং প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার চ্যানেল পারাপারে সহায়তাকারী চক্রগুলোকে নির্মূল করাকে তার শীর্ষ অগ্রাধিকারগুলোর মধ্যে একটি হিসেবে ঘোষণা করেছেন। ফরাসি কোস্টগার্ড এক বিবৃতিতে জানিয়েছে, রবিবার আরও কয়েকটি নৌকা উপকূল থেকে যাত্রা করেছে বলে রিপোর্ট পাওয়া গিয়েছে।
দিল্লিতে ৪৬ বাংলাদেশি আটক

দিল্লিতে ৪৬ বাংলাদেশি আটক দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসী শনাক্তকরণ ও ফেরত পাঠাতে দুই মাসব্যাপী অভিযান শুরু করেছে পুলিশ। এই অভিযানে গত ১০ থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ৪৬ বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। দিল্লি পুলিশের বরাত দিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) দিল্লি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, দিল্লিতে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত ও নির্বাসনের জন্য দুই মাসের অভিযানের অংশ হিসাবে ১০ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বরের মধ্যে ৪৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। আটক ৪৬ জনের মধ্যে ৩৬ জনকে অবৈধ অভিবাসী হিসেবে শনাক্ত করা হয়েছে। অন্য ১০ জন ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও ভারতে বসবাস করছিলেন। এরই মধ্যে আটক ৪৬ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসীবিষয়ক সংস্থা ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)। আটক এক বাংলাদেশির নাম জাহাঙ্গীর শেখ। তার সম্পর্কে দিল্লির দক্ষিণ-পশ্চিম জেলার ডেপুটি পুলিশ কমিশনার সুরেন্দ্র চৌধুরী বলেন, “ঢাকার জাহাঙ্গীর শেখ এবং পারিনা বেগম দম্পতি বন পাড়ি দিয়ে ভারতে ঢুকে। সেখান থেকে এক্সপ্রেস ট্রেনে চড়ে দিল্লিতে ঢুকে পড়ে। এরপর দিল্লিতে স্থায়ী হওয়ার পর তিনি বাংলাদেশে ফিরে যান স্ত্রী-সন্তানদের আনতে। তারা তাদের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র নষ্ট করে নয়াদিল্লির রঙ্গপুরিতে অবৈধভাবে বসবাস করছিলেন।” গত শনিবার অপর এক অভিযানে ফতেপুর বেরির আরজান গড় মেট্রো স্টেশনের কাছে সাত বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। যার মধ্যে পাঁচজন নারী। দক্ষিণ জেলার ডেপুটি পুলিশ কমিশনার অঙ্কিত চৌহান বলেন, “আটক সবাইকেই এফআরআরওর কাছে ফেরত পাঠানোর জন্য হস্তান্তর করা হয়েছে।” দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা ১০ ডিসেম্বর দিল্লি পুলিশ ও সরকারকে অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর নির্দেশ দেন। এই অভিযানের সময় ১৬ হাজার ৬৪৫ জনকে যাচাই করা হয়েছে। যার মধ্যে ১৫ হাজার ৭৪৮ জনের নথি বৈধ পাওয়া গেছে। অন্যদিকে, ৮৫১ জনের নথি এখনো যাচাই প্রক্রিয়াধীন।
দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দুজনকে জীবিত উদ্ধার, ১২ জনের হদিস মেলেনি

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: দুজনকে জীবিত উদ্ধার, ১২ জনের হদিস মেলেনি দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ জন আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্তের ঘটনায় দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ১২ জনের হদিশ পাওয়া যায়নি। তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও মরদেহ এখনও উদ্ধার করা যায়নি। ইয়োনহাপ নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকালে দেশটির দক্ষিণ জিওলা প্রদেশে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে এ দুর্ঘটনা ঘটে। জেজু এয়ারের ২২১৬ ফ্লাইটটি ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য নিয়ে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ফেরার পর অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। দেশটির দমকল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনা থেকে জীবিত উদ্ধার হওয়া দুজন ব্যতীত বাকি সবাই নিহত হয়েছেন বলে তারা ধারণা করছেন। মৃতদেহ উদ্ধারের জন্য অনুসন্ধান অভিযান চলছে। একজন নারী যাত্রী এবং একজন নারী ক্রুকে দুর্ঘটনার পরপরই উদ্ধার করা হয়। তাদেরকে মোকপোর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইয়োনহাপ জানিয়েছে, যাত্রীদের মধ্যে ১৭৩ জন দক্ষিণ কোরিয়ার আর দুজন থাই নাগরিক ছিল। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ল্যান্ডিং গিয়ারে পাখি ঢুকে পড়ায় এই দুর্ঘটনা ঘটতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়। এরপর সামনের অংশে আগুন ধরে যায় এবং সেখান থেকে কালো ধোঁয়া বের হতে থাকে।
সৌদি আরবে শূন্য ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

সৌদি আরবে শূন্য ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে আসতে পারে। এমনকি কিছু অঞ্চলের তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতেও পৌঁছাতে পারে বলে এক সতর্ক বার্তায় জানিয়েছে দেশটির আবহাওয়া কেন্দ্র। পূর্বাভাসে বলা হয়েছে, আসন্ন শৈত্যপ্রবাহে সৌদি আরবের উত্তরাঞ্চল ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে। জানা গেছে, সৌদি আরবে এরইমধ্যে বেশ শীত পড়েছে। রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত উত্তর সীমান্তের তাবুক, আল জউফে ঠান্ডা বাতাস বয়ে যেতে পারে। এই সময়ে তাপমাত্রা মাইনাস ৪ ডিগ্রিতে নামতে পারে। ন্যাশনাল সেন্টার অফ মেটিওরোলজির মুখপাত্র হুসেইন আল কাহতানি বুধবার সতর্ক করে বলেছেন, সৌদি আরব আগামী সপ্তাহে শক্তিশালী শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে। এরজন্য স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র জানান, এসব তথ্য গুজব।